Breaking News
ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?      Sarabjit Singh: ভারতীয় বন্দি সরবজিৎ সিং-এর হত্যাকারী সরফরাজকে গুলি করে খুন লাহোরে      BJP: ইস্তেহার প্রকাশ বিজেপির, 'এক দেশ এবং এক ভোট' লাগু করার প্রতিশ্রুতি      Fire: দমদমে ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন      Bengaluru Blast: বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করল এনআইএ      Sheikh Shahjahan: 'সিবিআই হলে ভালই হবে', হঠাৎ ভোলবদল শেখ শাহজাহানের      CBI: সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের...      NIA: ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ NIA     

RoadAccident

Accident: ঠাকুরপুকুর খাল পোলে পথ দুর্ঘটনায় মৃত এক বৃদ্ধ, রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের

রাস্তা যেন মরণ ফাঁদ। কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ড-এর ঠাকুর পুকুর খাল পোলের রাস্তায় পথ দুর্ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। প্রশাসনের নজর নেই। স্থানীয় মানুষের ক্ষোভ জমতে জমতে বিক্ষোভে পরিণত হয় যখন শুক্রবার ভোর রাতে এক বৃদ্ধ দুর্ঘটনার কবলে পড়েন। নাড়ু গোপাল পাল নামের ৫০ বছরের ওই বৃদ্ধকে ধাক্কা মারে একটি লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এই মর্মান্তিক পথ দুর্ঘটনার পর পথে নেমে রাস্তা অবরোধ করেন স্থানীয় মানুষ। তাঁরা অভিযোগ করেন, দুর্ঘটনাগ্রস্ত অবস্থায় ওই বৃদ্ধ রাস্তায় পরে থাকলেও তার উপর দিয়েই বেশ কিছু গাড়ি ইচ্ছাকৃত চালানো হয়।

রাস্তার দুধারে বস্তি এলাকা। সেখানকার ছোট ছোট শিশুরা প্রতিদিন এই রাস্তা পারাপার করে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনকে বারবার জানানোর পরও এখনও কোনও বাম্পার তৈরি করা হয়নি। গাড়ি চালকদের গাড়ি আস্তে চালাতে বললে কেউ শোনে না, যান চলাচল নিয়ন্ত্রণের জন্য কোনও ব্যবস্থাও করেনি প্রশাসন। তাই মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটতেই থাকে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ভোটের সময় দেখা মেলে স্থানীয় কাউন্সিলরের। প্রতিশ্রতির বন্যা বয়ে যায়। আর ভোট মিটলেই সব ভোঁভা। স্থানীয় ঠাকুরপুকুর থানাকেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু কর্ণপাত করেনি তারাও। আতঙ্কিত এলাকার মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তাই এবার রাস্তায় নেমে প্রতিবাদ করছেন তার। তাদের সাফ কথা দুদিনের মধ্যে যদি বাম্পার তৈরি না হয় তাহলে আবারও রাস্তা অবরোধ করতে বাধ্য হবেন তারা।

উন্নয়নের নামে ভুরিভুরি টাকা খরচের কথা বলে সরকার। দান খয়রাতিতেও কোটি কোটি টাকা খরচ করতে দ্বিধা করেন না মানবিক মুখ্যমন্ত্রী। উন্নয়নের জোয়ারের মাঝে একটা এলাকার মানুষদের জীবন সুনিশ্চিত করতে দুর্ঘটনার কবল থেকে বাঁচাতে কয়েকটা বাম্পার তৈরি করে দিতে পারছে না প্রশাসন? নাকি বস্তি এলাকায় বাস করে বলে এই মানুষগুলোর জীবনের কোনও জীবনের দামই নেই মানবিক সরকারের কাছে? নাড়ু গোপাল পালের মত আর কতগুলো প্রাণ গেলে তবে ঘুম ভাঙবে প্রশাসনের? উত্তরের অপেক্ষায় ১৪৪ নম্বর ওয়ার্ড এর ঠাকুর পুকুর খাল পোলের বাসিন্দারা।

4 months ago
Accident: বেহালায় বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, 'নিষ্ক্রিয় পুলিস' অভিযোগে পথ অবরোধ স্থানীয়দের

ফের প্রকাশ্যে পুলিসের নিষ্ক্রিয়তা। ফের প্রকাশ্যে পুলিসের ইচ্ছামত কাজ। ফের প্রকাশ্যে পুলিসের বিরুদ্ধে অভিযোগ। ঘটনা বেহালা থানা কেন্দ্র করে। গত ২৪ ডিসেম্বর রাতে বেহালা বিএল সাহা রোড এবং টালিগঞ্জ সার্কুলার রোডের সংযোগস্থলে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারায় অজয় সিং রাজপুত নাম এক যুবক। তবে যে বাইক এসে ধাক্কা মারে, সেই চালক পলাতক। অভিযোগ, পুলিস ছেড়ে দেয় ওই চালককে। বেহালা থানার সামনে বিশাল বিক্ষোভে সামিল মৃতের পরিবার পরিজন।

জানা গিয়েছে, গত ২৪ ডিসেম্বর রাতে বেহালা বিএল সাহা রোড এবং টালিগঞ্জ সার্কুলার রোডের সংযোগস্থল দিয়ে অজয় সিং রাজপুত নামে এক যুবক বাইক চালিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় উল্টোদিক থেকে দ্রুত গতিতে আরেক বাইক এসে অজয়ের বাইককে ধাক্কা মারে। অজয়কে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। তবে মঙ্গলবার অবশেষে তাঁর মৃত্যু হয়। আর এরপরেই বেহালা থানার উপর চড়াও হয় অজয়ের পরিবার পরিজন।

প্রসঙ্গত, এই দুর্ঘটনা ঘটার পর বেহালা থানার পুলিস অভিযুক্তকে আটক করলেও পরে ছেড়ে দেয়, এমনটাই অভিযোগ মৃতের পরিবারের। আর এই নিয়েই বেহালা থানার পুলিসের উপর ক্ষুব্ধ মৃতের পরিবার পরিজন। যে অভিযুক্ত, সে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত, ঘটনার এক সুরাহা না হওয়া পর্যন্ত কীভাবে অভিযুক্তকে ছেড়ে দিল পুলিস, প্রশ্ন তুলছেন মৃতের পরিবার।

তবে কি এটাই এখন পশ্চিমবঙ্গের প্রশাসন? পুলিস মন্ত্রী জানেন? তিনি কি অবগত নন পুলিসের এমন অপ্রত্যাশিত ভূমিকা নিয়ে? নাকি সবটা জেনেও মানুষকে বিচার না পাওয়ার দিকে ঠেলে দিচ্ছেন খোদ পুলিসমন্ত্রী? উঠছে প্রশ্ন। এই দুর্ঘটনায় মৃতের পরিবার, বন্ধুরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখালে পুলিসের বক্তব্য ১০ মিনিটের মধ্যে তাঁরা অভিযুক্তকে খুঁজে আনবেন। জানা যাচ্ছে ইতিমধ্যেই দুজন অভিযুক্তকে থানায় নিয়ে আসাও হয়েছে। তাহলে কি পথ অবরোধ করে বিক্ষোভ না দেখালে এ রাজ্যে ন্যায়বিচার হবে না? প্রশ্ন উঠলেও উত্তর অধরা।

4 months ago
Accident: শহরে ফের বেপরোয়া গতির জের, বাইক থেকে ছিটকে গিয়ে মৃত্যু যুবকের

রবিবার সাতসকালে ফের দুর্ঘটনা শহরে। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেট আবারও সাক্ষী হল পথ দুর্ঘটনার (Road Accident)। জানা গিয়েছে, সকাল ৬টা ১৫ মিনিট নাগাদ ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটের সামনে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় বছর ১৯-এর এক যুবকের। গাড়ির চালক পালিয়ে গেলেও পরে ধরা পড়ে পুলিসের হাতে।

কলকাতায় দুর্ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। এবার ফোর্ট উইলিয়ামের দক্ষিণ গেটে একটি গাড়ি, বেপরোয়া গতিতে একটি স্কুটিতে এসে ধাক্কা মারে। স্কুটিতে ছিল ৩ জন বাইক আরোহী। যাদের কারোর মাথায় হেলমেট ছিল না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। দুর্ঘটনার জেরে মৃত্যু হয় স্কুটি চালকের। ১৯ বছরের যুবক ফায়জান আনসারি প্রাণ হারায় দুর্ঘটনার জেরে।

সূত্রের খবর, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ফায়জানকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুজন, তাঁরাও গুরুতর আহত হয়েছেন। ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে। হাসপাতালের মধ্যেই চোখে জল, হাহাকার পরিবারের সদস্যদের।

5 months ago


Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, লরি ওভারটেক করতে গিয়েই দুমড়ে-মুচড়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ৫

ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) কর্নাটকে (Karnataka)। একটি বাসের  সঙ্গে লরির (Lorry) সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের। গুরুতর জখম ৮। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিত্রদুর্গা জেলার গোল্লাহাল্লি জাতীয় সড়কের কাছে। দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, রায়চুর থেকে বেঙ্গালুরু যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। সোমবার ভোর ৩টে নাগাদ গোল্লাহাল্লি জাতীয় সড়কের কাছে লরির সঙ্গে ধাক্কা লাগে বাসের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহত একাধিক। সূত্রের খবর, বেপরোয়া ভাবে বাস চালানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসের সামনেই ছিল একটি লরি। কিন্তু সেটি খুব ধীর গতিতে চলছিল। ফলে লরিটিকে ওভারটেক করার জন্য বাসের গতি বাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই সজোরে গিয়ে ধাক্কা লাগে লরিতে। এতেই বাসের বামদিক পুরো ভেঙে-চুরে যায়। এর পরই ঘটনাস্থলে একজন ৫ বছরের শিশু সহ মৃত্যু হয় ৫ জনের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিত্রদুর্গার সুপারইনটেনডেন্ট অফ পুলিস ধর্মেন্দ্র কুমার মীনা জানিয়েছেন, ঘটনার তদন্ত চালানো হচ্ছে।

7 months ago
Bankura: বাঁকুড়ার বিষ্ণুপুরে পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু তিন জনের, আহত আরও ৩

পৃথক দুটি পথ দুর্ঘটনায় (Road Accident) বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরে মৃত্যু হল তিন জনের। দুটি ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর (Bishnupur) সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, রবিবার পেশায় প্রাথমিক শিক্ষক আনন্দ মোহন নিজের দশ বছরের ছেলেকে বাইকে চাপিয়ে গ্রামের বাড়ি বিষ্ণুপুর ব্লকের হেত্যাগড়া থেকে বিষ্ণুপুর শহরের শালবাগানের বাড়িতে ফিরছিলেন। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার সময় এক নম্বর ক্যাম্পের কাছে একটি পিকআপ ভ্যান ওই শিক্ষকের বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ছিটকে পড়েন বাবা ও ছেলে। আহত দু'জনকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে সেখানেই চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় বাবা ও ছেলের।

অন্যদিকে বিষ্ণুপুর থানার বামুনবাঁধ এলাকায় পৃথক একটি দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়। জানা গিয়েছে, বিষ্ণুপুর শহর থেকে সমাপ্তি লাহা নামের ওই মহিলা আরও দু'জনের সঙ্গে বাইকে চড়ে নিজেদের গ্রামের বাড়িতে ফিরছিলেন। বামুনবাঁধের কাছে একটি মারুতি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলে ছিটকে পড়েন সমাপ্তি লাহা সহ চার জন। আহত অবস্থায় তাঁদেরও বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হলে চিকিৎসকরা সমাপ্তি লাহাকে মৃত বলে ঘোষণা করেন। বাকি তিনজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন হাসপাতালে।

7 months ago


Thakurpukur: আবারও পথ দুর্ঘটনার শিকার দুই স্কুল পড়ুয়া

আবারো পথ দুর্ঘটনার (Road Accident) শিকার হল একটি স্কুলের পুল কার (Pool Car)। ঘটনার জেরে গাড়িতে থাকা দুই স্কুল পড়ুয়া আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর (Thakurpukur) দাসপাড়া জেমস লং-এর কাছে। সূত্রের খবর, একটি স্কুলের পুল কার চারজন স্কুল পড়ুয়াকে নিয়ে যাচ্ছিল জোকা থেকে তারাতলার দিকে। ঠিক ঠাকুরপুকুর দাসপাড়া জেমস লং-এর কাছে গাড়ির চাকা রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা মারে। এই ধাক্কা খেয়েই পুল কারটি উল্টে যায়। গাড়ির কাজ ভেঙে যায় এবং গাড়িতে থাকা চারজন পড়ুয়ার মধ্যে দুজনের আঘাত লাগে।

সম্প্রতি, বেহালাতে ঘটেছিল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাবার হাত ধরে স্কুলে বেরিয়েছিলেন ক্ষুদে শিশুটি। হঠাৎ মাটি বোঝাই একটি লরি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ওই পড়ুয়া এবং তার বাবাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল শিশুটির। 

8 months ago
Road Accident: আহমেদাবাদের ইসকন ব্রিজে পরপর গাড়ি দুর্ঘটনা, মৃত কমপক্ষে ৯

ফের ভয়াবহ জোড়া পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন ৯ জন। বুধবার গভীর রাতের ঘটনাটি ঘটেছে আহমেদাবাদে (Ahmedabad)। জানা গিয়েছে, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারে ধাক্কা মারে। ফলে গাড়ির মধ্যে থাকা যাত্রীদের উদ্ধার করতে ভিড় জমায় স্থানীয়রা ও পুলিস। কিন্তু তখনই হঠাৎ আরও একটি গাড়ি এসে দাঁড়িয়ে থাকা মানুষদের পিষে চলে যায়। ফলে এই দুই দুর্ঘটনায় মৃত্যু হয় ৯ জনের।

সূত্রের খবর, বুধবার গভীর রাতে গুজরাতের আহমেদাবাদের ইসকন ব্রিজের উপর একটি 'থর' গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ও পাশের ডাম্পারে গিয়ে সজোরে ধাক্কা মারে। এরপরই সেখানে ছুটে আসে স্থানীয়রা। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিসও। সেই দুর্ঘটনায় আহতদের উদ্ধারের কাজ চলছিলই, কিন্তু সেই মুহূর্তেই একটি বিলাসবহুল গাড়ি 'জ্যাগুয়ার' এসে কয়েকজনকে পিষে দিয়ে চলে যায়। এরপরই গোটা এলাকা আর্তনাদে ভরে যায়। জানা যায়, সেই বিলাসবহুল গাড়িটির গতিবেগ প্রতি ঘণ্টায় ১৬০ কিমি ছিল।

এই দুর্ঘটনায় একজন পুলিস কনস্টেবল সহ ৯ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন কয়েকজন। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল এই দুর্ঘটনার জন্য শোকপ্রকাশ করেন। এরপর নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

9 months ago
Accident: ফের ভয়াবহ পথ দুর্ঘটনা, বাস ও ক্রুজারের মুখোমুখি সংঘর্ষে মৃত ৮, আহত ১২

ফের পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৮ জনের, আহত হয়েছেন ১২ জন। ভয়াবহ দুর্ঘটনাটি হরিয়ানার (Haryana) জিন্দ-এর (Jind)। শনিবার সকালে বাস ও ক্রুজারের সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে সূত্রের খবর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিস এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গিয়েছে, শনিবার সকালে হরিয়ানায় ঘটে এই ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস ও চারচাকা ক্রুজার গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন ১২ জন। জিন্দের ভিয়ানি রোডে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ডিএসপি রোহতাস ধুল ঘটনাস্থল বিবিপুর গ্রামে পৌঁছান। সেখানেই ভিয়ানি রোডে বাস ও চার চাকা ক্রুজার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। যদিও প্রাথমিক উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রাই। আহতদের উদ্ধার করে জিন্দ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসনের নির্দেশে ওই হাসপাতালে অতিরিক্তি চিকিৎসক এবং চিকিৎসকর্মী কাজ করেছেন।

9 months ago


Accident: সজোরে গাড়িতে ধাক্কা মেরে ধাবায় ঢুকে পড়ল ট্রাক, মৃত অন্তত ১৫

ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল কমপক্ষে ১৫ জনের। মঙ্গলবার দুপুরের দিকে মহারাষ্ট্রের (Maharashtra) ধুলে জেলায় ঘটেছে এই দুর্ঘটনা। সূত্রের খবর, মুম্বই-আগ্রা হাইওয়েতে একটি কনটেইনার ট্রাক সজোরে একটি চার চাকার গাড়িকে ধাক্কা মেরে রাস্তার ধারে থাকা এক ধাবায় ঢুকে পড়ে। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। গুরুতর জখম হয়েছেন ১০ জন। মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়েই ট্রাকটি ধাক্কা মারে চার চাকার গাড়িটিকে, এরপর ঢুকে পড়ে ধাবায়।

সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার ১০ টা ৪৫ মিনিট নাগাদ ধুলের মুম্বই-আগ্রা হাইওয়েতে পলাসনার গ্রামের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এই জায়গাটি মুম্বই থেকে ৩০০ কিমি দূরে অবস্থিত। এই দুর্ঘটনার পর এই হাইওয়ের ফুটেজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতেই দেখা যায়, হাইওয়েতে দ্রুত গতিতে একটি কনটেইনার ট্রাক ছুটে আসে ও একটি সাদা রংয়ের গাড়িকে সজোরে ধাক্কা মারে। এরপর পাশের এক ধাবায় ঢুকে পড়ে। এরপরই চারিদিক ধুলোতে ভরে যায় ও দেখা যায়, চারিদিকে ছড়িয়ে রয়েছে দেহ।

এই দুর্ঘটনার পরই আহতদের তড়িঘড়ি শিরপুর ও ধুলের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, মৃতের সংখ্যা ১০, তবে পরে জানা যায় এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। 

10 months ago
UP: বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ট্রাকে ধাক্কা গাড়ির, দুর্ঘটনায় মৃত্যু ৭ জনের

ফের মর্মান্তিক মৃত্যু উত্তরপ্রদেশে (Uttapradesh)। এবারে পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৭ জনের। উত্তরপ্রদেশের দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বান্দায় কামাসিন রোডের কাছে একটি এসইউভি গাড়ির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এসইউভি গাড়িটিই সজোরে ট্রাকে ধাক্কা মারে বলে সূত্রের খবর। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে মৃত্যু হয় পাঁচজনের। বাকি তিনজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে আসা হলে পরে মৃত্যু হয় দু'জনের।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বান্দায় কামাসিন রোডে পাহাড়িয়া দাই মন্দিরের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। বাবেরুর ডেপুটি সুপারইনটেনডেন্ট রাকেশ কুমার সিং জানিয়েছেন, পরিবারের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ায় তাঁকে নিয়ে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই সজোরে তাঁদের গাড়িটি ধাক্কা মারে ট্রাকটিকে। এরপর গাড়িতে উপস্থিত পাঁচজনের সেখানেই মৃত্যু হয়। দু'জনের হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ও একজন গুরুতর আহত। তাঁরা প্রত্যেকেই তিলাউসা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন ডিএসপি।

তিনি আরও জানিয়েছেন, এসইউভি গাড়িটি প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিমি বেগে চলছিল। ফলে গাড়িটি দ্রুত গতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে যায় ও ট্রাকে ধাক্কা মারে। এরপর সেখান থেকে চম্পট দেয় ট্রাকের চালক। ফলে তাঁকে খুঁজতে ও পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিস। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

10 months ago


Youtuber: প্রয়াত 'দিল সে বুরা লাগতা হ্যায়' খ্যাত ইউটিউবার দেবরাজ প্যাটেল, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

ফের মর্মান্তিক মৃত্যু হল এক জনপ্রিয় কমেডিয়ান (Comedian) তথা ইউটিউবারের (Youtuber)। সোমবার বাইক দুর্ঘটনায় প্রয়াত হলেন ২১ বছরের ইউটিউবার দেবরাজ প্যাটেল (Devraj Patel)। ছত্তিশগড়ের রায়পুরে এক বাইক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। 'দিল সে বুরা লাগতা হ্যায়' এই জনপ্রিয় মিমের জন্য়ই তিনি সবচেয়ে বেশি পরিচিত ছিলেন। যেই মানুষটা প্রত্যেকের মুখে হাসি ফোটান, তিনিই আজ চিরঘুমের দেশে পাড়ি দিয়েছেন। ফলে তাঁর এমন আকস্মিক মৃত্যুতে তাঁর অনুরাগীরা স্তম্ভিত। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এমনকি জনপ্রিয় ইউটিউবার ভুবন বামের সঙ্গে তাঁর সিরিজ 'ডিন্ডোরা'-তেও কাজ করেছিলেন।

জানা গিয়েছে, ভিডিও শ্যুট করে রায়পুর থেকে ফিরছিলেন দেবরাজ। বিকেল ৩টে ৩০মিনিট নাগাদ বাইক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে খবর। জানা গিয়েছে, তিনি বাইক চালাচ্ছিলেন না। বরং তিনি বাইকচালকের পিছনের আসনে বসেছিলেন। পুলিস সূত্রে খবর, মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। ট্রাক ও বাইকটি একই দিকে যাচ্ছিল। তখনই বাইকের হ্যান্ডেলে ধাক্কা লাগে তাঁর বাইকের। আর এতেই পিছন থেকে ছিটকে যান দেবরাজ। গুরুতর জখম হন তিনি। মাথায় আঘাত লাগে তাঁর। চোট পান শরীরের অন্যান্য অংশেও। তবে এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন বাইকচালক অর্থাৎ তাঁর বন্ধু রাকেশ মানহার। তিনিই দুর্ঘটনার পর খবর দেন অ্যাম্বুল্যান্সে। এরপর দেবরাজকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

দেবরাজের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তাঁর সঙ্গে দেবরাজের একটি ভিডিও শেয়ার করে তিনি টুইটে লিখেছেন, 'এই অল্প বয়সী আশ্চর্যজনক প্রতিভাকে হারানো খুবই দুঃখজনক। ঈশ্বর তাঁর পরিবার ও প্রিয়জনদের এই দুঃখ সহ্য করার শক্তি দিন। ওম শান্তি।'

10 months ago
Odisha: ওড়িশায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১২, আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস প্রধানমন্ত্রীর

ফের ওড়িশায় (Odisha) দুর্ঘটনা। এবারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১২ জন যাত্রীর, আহত ৭। জানা গিয়েছে, রবিবার রাতে একটি বরযাত্রীর গাড়ির সঙ্গে আরেকটি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাটি ঘটেছে ওড়িশার বেরহারামপুর-তপ্তপানি রোডের কাছে দিগপাহান্ডিতে। মুখোমুখি সংঘর্ষ হতেই মুহূর্তের মধ্যেই দুমড়ে-মুচড়ে গিয়ে একটি বাস উল্টে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বাসের যাত্রীরাও ছিটকে পড়ে যান। আহতদের তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাঁরা চিকিৎসাধীন। তবে এই দুর্ঘটনায় প্রাণ যায় ১২ জনের। তারমধ্যে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

সূত্রের খবর, রবিবারে মাঝরাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। রাত ১ টা নাগাদ ওড়িশার দিগপাহান্ডিতে বেরহারামপুর-তপ্তপানি রোডের কাছে ঘটেছে দুর্ঘটনাটি। সংঘর্ষ হয় ওড়িশা স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসের সঙ্গে একটি বেসরকারি বাসের। সরকারি বাসের যাত্রীদের তেমন কোনও ক্ষতি না হলেও বেসরকারি বাসের যাত্রীদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। এই বাসের যাত্রীরা খানদাদেউলিতে এক বিয়ের অনুষ্ঠান থেকে দিগপাহান্ডি আসার সময় এই ঘটনা ঘটে।

এরপর দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে এমকেসিজি মেডিক্যাল কলেজ, এসপি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার পর ওড়িশার গঞ্জামের জেলাশাসক আহতদের ৩০ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন। আবার সোমবার সকালে প্রধানমন্ত্রীও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন।

10 months ago
Accident: পাহাড়ে ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত দুই এবং আহত চার

মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road accident) মৃত্য়ু (Death) হল দুই যুবকের। আহত আরও চারজন। সোমবার ভোররাতে দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) গঙ্গারামপুরের গচিহার এলাকায় এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুবীর গুহ ও প্রশান্ত সূত্রধর। দু'জনের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে।                 

পরিবার সূত্রে জানা গিয়েছে, বালুরঘাটের ক্যাটারিং ব্যবসায়ী সুবীর গুহ ও স্বর্ণ শিল্পী প্রশান্ত সূত্রধর এবং তাঁদের পরিবার পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সোমবার রাতে তাঁরা শিলিগুড়ি থেকে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেন। ভোররাতে বালুরঘাট শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা মারে এবং গাড়ির সামনের অংশ পুরোপুরি ভেঙে যায়। পুলিসের প্রাথমিক অনুমান, গাড়ির চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের উদ্ধার করে প্রথমে কালদিঘি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে শিলিগুড়ি ও কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। 

পাশাপাশি এই ঘটনায় আহত চারজনের মধ্যে এক শিশু সহ একজন মহিলা শিলিগুড়িতে চিকিৎসাধীন। একজন রায়গঞ্জ ও একজন কলকাতায় গুরুতর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন। পরিবার সূত্রের খবর, শিলিগুড়িতে চিকিৎসারত শিশুসহ মায়ের শারীরিক অবস্থা কোন উন্নতি ঘটেনি। মৃত দেহ দুটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

10 months ago


Chakdaha: মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত ২ জন, আহত আরও ২

মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। দুর্ঘটনার জেরে মৃত (Death) দুই জন। আহত (Injured) আরও ২। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে চাকদহ (Chakdaha) থানার অন্তর্গত চাকদহ পাঁচপোতার মোড়ে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুজনের, আর বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় চাকদহ থানার পুলিস (Police)। ঘটনাকে ঘিরে উত্তেজনা এলাকায়। 

সূত্রের খবর, প্রায় ২০ মিনিট পথ অবরোধ করেন উত্তেজিত জনতা। এমনকি পুলিসের গাড়িও ভাঙচুর করে তাঁরা। পুলিস মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কল্যাণী জহরলাল নেহেরু হাসপাতালে পাঠিয়েছে। পুলিস সূত্রে খবর, এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত মৃতদের কোনও পরিচয় জানা যায়নি।    

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাকদহ পাঁচপোতার মোড়ে ব্যাটারি চালিত ভ্যান ও স্টেট বাসের ধাক্কায় এই ঘটনাটি ঘটেছে। রবিবার রাত ১ টা নাগাদ পাঁচপোতার মোড়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চারজন রাস্তা পার হচ্ছিল। সেই সময়ই কলকাতা থেকে শিলিগুড়িগামী একটি স্টেট বাস ভ্যানটিকে ধাক্কা মারে। যার ফলে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, এই ঘটনার পর তড়িঘড়ি খবর দেওয়া হয় চাকদহ পুলিস স্টেশনে। তারপরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং ঘটনার তদন্ত শুরু করে পুলিস। 

10 months ago
Bangladesh: বাংলাদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্যু প্রায় ১৪ জনের

মর্মান্তিক পথ দুর্ঘটনা (Road Accident)। ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনার জেরে মৃত্যু (Death) হয়েছে প্রায় ১৪ জনের। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বাংলাদেশের (Bangladesh) সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায়।

বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঢাকা থেকে সিলেট অভিমুখে আসা একটি ট্রাক ও সিলেট থেকে আসা শ্রমিকবহনকারী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ১১ জনের মৃত্যু হয়। অপর একজনকে হাসপাতালে নেওয়ার পরই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর সিলেট ফায়ার সার্ভিসের ৭টি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

10 months ago