Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Raid

IT Raid: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়কের বাড়িতে আয়কর দফতরের হানা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক তন্ময় ঘোষের বাড়িতে ও চালকলে হানা দিল আয়কর দফতর। গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এরপর ৩০ অগাস্ট তিনি ফের তৃণমূলে যোগ দেন। বুধবার বিধায়কের বাড়ি, চালকল এবং কার্যালয়ে হানা দেয় আয়কর দফতর।

এর পাশাপাশি বিধায়কের দফতর লাগোয়া একটি অতিথিশালা এবং মদের দোকানেও তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালানোর সময় পুরো এলাকা ঘিরে ছিলেন কেন্দ্রীয় বাহিনী।

তন্ময় ঘোষ পেশায় একজন ব্যবসায়ী। ২০১৫ সাল থেকে রাজনীতিতে যোগ দেন তিনি। ২০২১ সালে তৃণমূলের টিকিটের দাবিদার ছিলেন। কিন্তু দল তাঁকে টিকিট না দেওয়ায় বিজেপি-তে যোগ দিয়েছিলেন। তারপর বিজেপি-র টিকিটে জয়ী হয়ে ফের তৃণমূলে যোগ দেন তিনি।

6 months ago
Raid: বহুতলে রেশনের ডাল প্যাকেজ! ২৩ ঘন্টা তল্লাশির পর অভিযোগ ইডির

রেশন দুর্নীতি কাণ্ডে শনিবার সকাল থেকেই বেশ কয়েকটা জায়গায় ‘সার্জিকাল স্ট্রাইক’ চালায় ইডি। শনিবারই আচার্য জগদীশ চন্দ্র বসু রোডের একটি বহুতলের ছ’তলায় অঙ্কিত চন্দ্রের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তল্লাশিতে যান তদন্তকারীরা। টানা ২৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অবশেষে রবিবার সকাল ৮.১৫ মিনিট নাগাদ বেরিয়ে যান তদন্তকারীরা। এই তদন্তের পর রীতিমত চাঞ্চল্যকর অভিযোগ তোলেন ইডির আধিকারিকরা।

ইডি সূত্রেই খবর, বেশ কিছু নথিপত্র এবং বৈদ্যুনিত যন্ত্রপাতি উদ্ধার করা হয় ওই সংস্থার অফিস থেকে। এছাড়া এখানেই রেশনের চাল, ডাল প্যাকেজিং হত। এমন অভিযোগ প্রতিষ্ঠানের কর্ণধার অঙ্কিত চন্দ্রের বিরুদ্ধে আগেও ছিল বলে অভিযোগ।

6 months ago
Raid: রেশন দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে সাঁড়াশি তল্লাশি ইডির

রেশন দুর্নীতি মামলায়  উত্তর ২৪ পরগনা, নদীয়া, হাওড়া ও কলকাতার একাধিক জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা। রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার রীতিমত তেড়েফুঁড়ে তদন্তে নেমেছে ইডি। সম্পত্তি এই মামলায় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডির আধিকারিকরা। পাশাপাশি মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানকেও গ্রেফতার করেছে ইডি। সেসঙ্গে মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্তসহায়ককেও জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে ইডি। সূত্রের খবর, শনিবার কলকাতার একটি হোটেল, নদিয়ার চালকল, গুদাম ও বনগাঁর মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী ও তাদের দোকনে হানা দিয়েছে ইডির কর্তারা।

সূত্রের খবর, বনগাঁয় রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিলের মালিক মন্টু সাহা ও কালিদাস সাহা র মিলে ও বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির এর আধিকারিকরা। একইসঙ্গে সল্টলেকের  সেক্টর ফাইভে তাদেরই রাধা কানাইয়া হোটেলস প্রাইভেট লিমিটেডের একটি হোটেলে ইডির তল্লাশি অভিযান। ২০২১ সালে এই হোটেলের মালিকানা বদল করা হয়। রাধা কানাইয়া হোটেলস প্রাইভেট লিমিটেডের ৩ জন মালিক। মন্টু সাহা কালিদাস সাহা ও  মনতোষ সাহা। চারটি কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন এই তিনজন।

পাশাপাশি,  রানাঘাটের রেশন ডিস্ট্রিবিউটার নিতাই ঘোষের বাড়ি ও অন্নদাত্রী রাইস মিল প্রাইভেট লিমিটেডে সকাল থেকেই চলছে ইডি হানা। সূত্রের খবর এই রাইস মিল থেকেই গোটা নদীয়া জেলার রেশনের চাল সরবরাহ করা হতো। এছাড়াও এই রাইসমিল থেকে স্কুলের মিড ডে মিলের চাল এবং অঙ্গনওয়াড়ির মিড ডে মিলের চালও সরবরাহ করা হতো। ২০১২ সালের পর থেকেই হঠাৎই ফুলে ফেঁপে ওঠেন নিতাই ঘোষ।

ওদিকে নদীয়া জেলার হরিণঘাটার নগরউখড়ায় জয় বাবা লোকনাথ রাইস মিলে ইডি হানা। পাঁচজনের একটি দল এ দিন এই রাইস মিলে হানা দেয়। সাড়ে দশটা নাগাদ এই রাইস মিলে আসেন তারা। সূত্রের খবর বিনয় দেবনাথ নামে এক ব্যক্তি এই  রাইস মিলের মালিক।

6 months ago


ED: রেশন বণ্টন দুর্নীতিঃ জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি হানা, তল্লাশি মন্ত্রীর আপ্ত সহায়কের ফ্ল্যাটেও

রেশন বণ্টন ‘দুর্নীতি’ (Ration Scam) মামলায় রাজ্যের বনমন্ত্রী তথা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে ইডি (Enforcement Directorate) হানা। তল্লাশি চলেছে মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও। বৃহস্পতিবার সকালে সল্টলেকে সিজিও কমপ্লেক্স থেকে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে বের হন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ইডি আধিকারিকদের একটি টিম সকাল সাড়ে ৬ টা নাগাদ গিয়ে পৌঁছয় সল্টলেকের বিসি ব্লকে। সেখানে পাশাপাশি দু’টি বাড়ি বিসি ২৪৪ এবং বিসি ২৪৫-এ তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, এর মধ্যে বিসি ২৪৪ জ্যোতিপ্রিয় মল্লিকের এবং বিসি ২৪৫ জ্যোতিপ্রিয় মল্লিকের দাদার। তল্লাশি চলার সময়ে দিনভর বাড়িতেই ছিলেন মন্ত্রী।

ইডি সূত্রে খবর, রেশন ‘দুর্নীতি’ মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারির পরেই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয়ের। মন্ত্রীর বাড়ির পাশাপাশি সাতসকালে অভিযান চালানো হয়েছে মন্ত্রীর আপ্তসহায়ক অমিত দে-র নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেও।  একটি ফ্ল্যাট রয়েছে ভগবতী পার্ক এলাকায় এবং দ্বিতীয় ফ্ল্যাটটি রয়েছে স্বামী বিবেকানন্দ রোডে। যেগুলি বেশ কয়েকদিন ধরে তালা বন্ধ অবস্থাতেই ছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ইডি সূত্রে দাবি, ফ্ল্যাটের মালিকানা কার, কবে ফ্ল্যাট কেনা হয়েছে, সেই টাকা কোথা থেকে এসেছিল সেই সমস্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। মন্ত্রীর আপ্তসহায়ক ফ্ল্যাটে নেই বলেই খবর।

পুজো মিটতেই জ্যোতিপ্রিয় মল্লিকের পৈতৃক বাড়ি, ফ্ল্যাট, তার দাদার বাড়ি থেকে শুরু করে আপ্তসহায়ক, হিসেবরক্ষকের বাড়িতেও ম্যারাথন তল্লাশি ইডি গোয়েন্দাদের। দীর্ঘক্ষণ তল্লাশির পর রাতের দিকে সমস্ত ঠিকানা থেকেই বেরিয়ে যান ইডি আধিকারিকরা। তাহলে কি রেশন দুর্নীতিতে এবার সামনে আসতে চলেছে কোনও বিস্ফোরক তথ্য? পরবর্তীকালে ইডি কী তথ্য আদালতের সামনে পেশ করে, এখন সেটাই দেখার অপেক্ষায়।

প্রসঙ্গত, আমফান থেকে করোনার সময়ে বারংবার রেশন দুর্নীতির অভিযোগ উঠেছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে। সম্প্রতি এই কাণ্ডের তদন্তভার ইডির হাতে এলে একাধিক জায়গায় তল্লাশি চালানোর পর তারা গ্রেফতার করেন চালকল ব্যবসায়ী বাকিবুর রহমানকে। আর তাকে গ্রেফতারের পরই উঠে আসে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। বাকিবুর রহমানকে সরাসরি উত্তর না দিলেও জল্পনা বাড়িয়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে জ্যোতিপ্রিয় মল্লিক এই প্রশ্নের উত্তরে জানিয়ে দেন, এরকম ঘৃণ্য রাজনীতির চক্রান্ত যারা করছে, চাকা ঘুরলে তাদের সঙ্গেও এরকম হতে পারে।

7 months ago
CBI Raid: জাল পাসপোর্ট! বাংলা-সিকিম মিলিয়ে ৫০ জায়গায় অভিযান সিবিআই-এর

এবার ভুয়ো পাসপোর্ট চক্রের তদন্তে সিবিআই হানা রাজ্যের একাধিক জায়গায়। মহালয়ার দিনও তৎপরতার সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালাচ্ছে শিলিগুড়িতে (Siliguri)। সূত্রের খবর, শুধু শিলিগুড়ি নয়, শিলিগুড়ি, গ্যাংটক-সহ মোট ৫০ জায়গায় একসঙ্গে হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। তল্লাশি চলছে উলুবেড়িয়াতেও (Uluberia)।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, শিলিগুড়ির নকশাল বাড়ির পানিঘাটা এলাকায় বরুণ জিৎ সিং রাঠোর-এর বাড়িতে তল্লাশি শুরু করেছে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। তল্লাশি চলছে অটল চা বাগানের অফিসেও। এর পাশাপাশি আরও এক ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চলছে। পুলিস সূত্রে খবর, সিবিআই জানতে পেরেছে, ভুয়ো পাসপোর্ট চক্রের সঙ্গে পাসপোর্ট অফিসের একাধিক আধিকারিকরাও যুক্ত রয়েছেন বলে সিবিআই জানতে পেরেছে। এমনকি একজন এজেন্ট-এর কাছ থেকে এক লক্ষ ৯০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

অন্যদিকে উলুবেড়িয়ায়ও চলছে সিবিআই তল্লাশি। উলুবেড়িয়া ১ ব্লকের মহিষালি গ্রামে শেখ শাহানুরের বাড়িতে সিবিআই হানা চলছে। ভোর চারটে নাগাদ চারজনের একটি দল শাহানুরের বাড়িতে ঢোকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শাহানুর পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করতেন। দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা পর সকাল সাড়ে দশটার পর সিবিআই টিম শাহানুরের বাড়ি থেকে বের হয় এবং আরো জিজ্ঞাসাবাদের জন্য শেখ শাহানুরকে বাড়ি থেকে নিয়ে যায়।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি চলছে। বেশিরভাগ সময় বাইরেই থাকত কাজকর্ম নিয়ে। বাড়িতে খুব বেশি সময় থাকতেন না। এলাকায় ভালো ছেলে বলেই সকলে জানত কিন্তু তার মাঝখানে জাল পাসপোর্টের কাজ করত সেটা ভেবে পাচ্ছে না গ্রামের বাসিন্দারা।

7 months ago


CID: সমবায় দুর্নীতিকাণ্ডে সমিতির চেয়ারম্যানের বাড়িতে ফের সিবিআই হানা, হাজির কোষাধ্যক্ষের বাড়িতেও

এবার সিবিআই-এর নজরে সমবায় দুর্নীতিকাণ্ড। আলিপুরদুয়ার মহিলা সমবায় ঋণদান সমিতির চেয়ারম্যান তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে ফের সিবিআই হানা। ৩ সদস্যের সিবিআই প্রতিনিধি দল পৌঁছয় তাঁর বাড়িতে। দীর্ঘক্ষণ ধরে চলে জিজ্ঞাসাবাদ। সেখান থেকে বেরিয়ে সিবিআই প্রতিনিধিদের দল যায় ওই সমিতির কোষাধ্যক্ষ শম্পা চৌধুরীর বাড়িতে।

উল্লেখ্য, গত শনিবার সকালে তৃপ্তিকণা চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এছাড়া ওইদিন আরও দুটি জায়গায় হানা দিয়েছিল সিবিআই। আলিপরদুয়ারের ৮ নম্বর ওয়ার্ডে সমবায়ের ম্যানেজার তৃপ্তিকণা চৌধুরী, ক্লার্ক পঙ্কজ গুহ আচার্য-সহ আরও এক কর্মীর বাড়িতে সিবিআৎ-এর প্রতিনিধিরা গিয়েছিলেন। ২০২০ সালে বন্ধ হয়ে যায় সমবায় সমিতি। গ্রাহক ছিলেন ২১ হাজার। এই সমিতির বিরুদ্ধে ৫০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে।

7 months ago
ED Raid: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের ইডির হানা, ১০-১২ টি জায়গায় চলছে তল্লাশি অভিযান

বুধবার সাত সকালে ফের ইডির (Enforcement Directorate) হানা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা ও পুর নিয়োগ দুর্নীতি মামলায় আজ গোটা নদিয়া জেলা জুড়ে চলছে ইডির আধিকারিকদের তল্লাশি অভিযান। এদিন ভোরের আলো ফুটতেই শুরু হয়েছে এই অভিযান। মোট ১০ থেকে ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

নিয়োগ দুর্নীতির টাকা যে বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে তা আগেই আভাস পেয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই মতই শুরু হয়েছে তল্লাশি অভিযান। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ নদীয়ার ফকির তলার হরি সাহা নামক এক ব্যক্তির বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁর একটি টেক্সটাইলের কারখানা এবং একটি গম মিল রয়েছে। খতিয়ে দেখা হচ্ছে গম চালের বস্তা গুলি।ওই গম কল থেকে একটি ডাইরি পাওয়া গিয়েছে। সেটিও তারা এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছে।

ইডির স্ক্যানারে রয়েছে জিকে এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডে। এই কারখানাটির মালিক সুব্রত ঘোষ। তাঁর বাড়ি কলকাতার সল্টলেকে। সুব্রত ঘোষের শ্বশুরবাড়ি রয়েছে ফুলিয়াতে। সুব্রত ঘোষ ববি হাকিমের ঘনিষ্ঠ বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এদিন শান্তিপুরের বাইপাস ৩৪ নম্বর জাতীয় সড়কের পাশে জিকে এগ্রো ফুড লিমিটেডের রয়েছে রাইস মিল, পেট্রোল পাম্প সহ বেশ কয়েকটি ব্যবসা। সকাল থেকে সেখানে শুরু হয়েছে ইডি তল্লাশি। এর আগেও বিগত দিনে একবার ইডি তল্লাশি করেছিল এই রাইস মিলে। আজ আবার নতুন করে তল্লাশি শুরু হয়েছে। পুর দুর্নীতির টাকায় রাইস মিল তৈরি হয়েছে বলে অনুমান ইডির। এর আগেও যেমন গুরু পাচারের টাকা বীরভূমের অনুব্রতর একাধিক রাইস মিলে বিনিয়োগ করা হত। তেমনই পুর দুর্নীতির টাকা রাইস মিলে বিনিয়োগ আছে কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা।

এছাড়াও নদিয়া জেলার হরিণঘাটার সাত শিমুলিয়ায় মর্ডান রাইস মিলে সকাল ৭:৩০টায় এসে পৌঁছয় ইডির আধিকারিকরা। এই রাইস মিলের বর্তমান মালিক বাকিবুর রহমান, বিনয় পাত্র, শহিদুল রহমান মন্ডল, শরিফুল মন্ডল। সূত্রের খবর, এই বাকিবুর রহমান নদিয়া-বর্ধমান সহ একাধিক জেলায় রাইস মিলের মালিক তিনি। একধারে ব্যবসায়ী অন্যদিকে প্রাক্তন এক মন্ত্রীর অতি ঘনিষ্ঠ এই বাকিবুর রহমান। এই বাকিবুরের উত্থানের পিছনে কি রয়েছে নিয়োগ দুর্নীতির কালো টাকা? তারই খোঁজে এই মুহূর্তে ইডির আধিকারিকরা পৌঁছেছে তাঁর রাইস মিলে। এই উত্থানের পিছনে কি রয়েছে  প্রাক্তন এক মন্ত্রীর হাত, সেটাও খতিয়ে দেখছে ইডি।

সূত্রের খবর অনুযায়ী, আজ ভোর পাঁচটার সময় নদীয়া জেলার কৃষ্ণনগরের জাহাঙ্গীরপুর দক্ষিণপাড়া এলাকার বিশ্বজিৎ প্রামানিক বাড়িতেও ইডি হানা দেয়। জানা যায় কেন্দ্রের রেশন দুর্নীতি কাণ্ডে তার নাম জড়িয়ে ছিল।

7 months ago
Raid: পুর-নিয়োগ দুর্নীতিতে কি কোনও বড় মাথা! রাজ্য জুড়ে টানা অভিযান সিবিআইয়ের

রবিবারের পর সোমবারও রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালু সিবিআইয়ের। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় সোমবারও তল্লাশি অভিযান জারি রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর। এবার অভিষেকের গড় ডায়মন্ড হারবারে পৌঁছে গেল সিবিআই। জানা গিয়েছে, এদিন, সকালে ডায়মন্ড হারবারের প্রাক্তন পুরপ্রধান মীরা হালদারের বাড়িতে হাজির হয় সিবিআই আধিকারিকদের একটি দল। বাড়িতেই রয়েছেন মীরা হালদার। প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন তাঁরা।

জানা গিয়েছে, সোমবার সকাল ১০টা নাগাদ ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন চেয়ারপার্সন মীরা হালদারের বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। বাড়ির বাইরে মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মীরার বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৬ সালে ডায়মন্ত হারবার পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেইসময় ওই পুরসভার চেয়ারপার্সন ছিলেন মীরা। রবিবার রাত্রি জুড়ে বারোটি জায়গায় হানা ও তল্লাশি চালায়। ওই অভিযান জারি রাখলো সিবিআই। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘর ডায়মন্ডহারবার ছাড়াও নদীয়ার রানাঘাট পুরসভা, পুরসভার প্রাক্তন পুরপ্রধান, রানাঘাট পূর্ব-পশ্চিমের বিধায়কের অফিস ও বাড়ি এছাড়া বিরনগর পুরসভা, মধ্যমগ্রাম পুরসভা ও উলুবেড়িয়া পুরসভায় ও প্রাক্তন পুর-প্রধানের বাড়িতে হানা দেয় সিবিআই আধিকারিকরা।

এখন দেখার এই অভিযান চালিয়ে আধতে কোনও কিছু করতে পারে কিনা সিবিআই। যদিও রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এছাড়া পুর-নিয়োগ দুর্নীতিতে গত সপ্তাহে শুক্রবার খাদ্যমন্ত্রীর বাড়িতে সহ বেশ কিছু এলাকায় তল্লাশি চালানো হয়। যদিও রবিবার ১২ টি জায়গায় তল্লাশি চালিয়ে কিছু ডিজিটাল প্রমান সহ কিছু নথিও উদ্ধার করে।

7 months ago


CBI: পুর-নিয়োগ দুর্নীতিতে এবার বিজেপি বিধায়কের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের

পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এবার বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিল সিবিআই। সোমবার সকাল থেকেই তাঁর বাড়িতে তল্লাশি শুরু হয়েছে। রানাঘাটের ওই বিজেপি বিধায়ক আগে রানাঘাট পুরসভার চেয়রম্যান পদে ছিলেন। এদিকে এই প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়াল কোনও বিজেপি নেতার।

জানা গিয়েছে, একটানা ২৫ বছর রানাঘাটের পুরপ্রধান পদে ছিলেন পার্থসারথি। প্রথম ১৫ বছর কংগ্রেসের হয়ে এবং পরের ১০ বছর তৃণমূলের হয়ে ওই পদে আসীন ছিলেন। ২০১১ সালের বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। জিতেও যান তিনি। কিন্তু ২০২১ সালের ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁকে রানাঘাট বিধানসভা থেকে দাঁড় করায় বিজেপি। এবং সেসময়ও তিনি জয়ী হন।

এর আগে রবিবার ফিরহাদ হাকিম ও মদন মিত্রের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। এছাড়াও আরও ১০টি জায়গায় হানা দিয়েছিল তারা। মূলত পুর নিয়োগে দুর্নীতির তদন্তেই তল্লাশি চালিয়েছিল তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। তারপর সোমবার ফের তল্লাশিতে সিবিআই।

7 months ago
Firhad: 'আমি কি চোর?' ৯ ঘন্টা সিবিআই জেরার পর বিস্ফোরক ফিরহাদ হাকিম

'চাকরিপ্রার্থীদের টাকা নেওয়ার থেকে মায়ের মাংস খাওয়া ভালো,' পুর নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে এবার এমন মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। রবিবার সকালে রাজ্যের বারোটি জায়গায় তদন্ত সিবিআই হানা দেয়। এরই মধ্যে মদন মিত্র এবং কলকাতার মেয়ার ফিরহাদ হাকিমের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা শেষে ফিরহাদ সাংবাদিকদের জানান, তিনি কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়।

কিছুটা বিস্ফোরক সুরেই বিজেপি ও কেন্দ্রীয় এজেন্সি কে প্রশ্ন ছুড়ে দেন ল, 'আমি প্রশ্ন করতে চাই আমি কি চোর? আমি কি অপরাধ করেছি? সারা জীবন একটা আদর্শ, একটা নীতি নিয়ে রাজনীতি করেছি। কি পেলেন তদন্ত করে?' এদিন তিনি আরও জানান,  অয়নশীলকে আমি চিনিও না, কোনদিন জীবনে কোনও অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হইনি। জীবনে নিজে কখনো ফুর্তি করিনি, জীবনে কখনও নেশা-ভান করিনি। মানুষ সেবা করতে এসেছি।'

এরপরেই রাজনৈতিক ব্যক্তিত্বদের টেনে তিনি বলেন, 'ব্যক্তিগতভাবে সুজন বাবু আমাকে জানেন, রাজনীতি ছেড়ে বলুন, আমি চোর? বিকাশ বাবু ব্যক্তিগতভাবে বলুন, আমি চোর! দিলীপ ঘোষ ব্যক্তিগতভাবে আমাকে জানে, বলুন আমি চোর!'

এদিন উত্তেজিত সুরে ফিরহাদ হাকিম আরও বলেন, 'ব্যবসা থেকে টাকা নিয়ে মানুষের সেবা করেছি।' এদিন কেন্দ্রীয় এজেন্সিকে তোপ দিয়ে তিনি বলেন, 'যা ইচ্ছে তাই করব, নারদা হয়েছে, ভেবেছিলাম করে বিচার পাব। সেখানে বিচার হবে না, তার কারণ একতরফা হয়েছে। শুভেন্দু ওই কেসে আসামী। তাই কোনদিন চার্জ ফ্রেম হবে না। কোনওদিন বিচার পাব না। আমি মারা যাব তারপর বিচার কোনও একদিন আমি ক্লিনচিট পাবো।'

এবার তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, ' আমার ফ্যামিলিকে হ্যারাস করা হচ্ছে। বিজেপিকে বলে দিই পারলে আমাকে জেলে রাখুন আমাকে, কিন্তু অপমান করবেন না। বিজেপি একটি অসভ্য, বর্বর লোকের দল। সামনে দিয়ে লড়তে পারে না মিথ্যা প্রবাদ দিয়ে পিছন দিক দিয়ে আমাদের সম্মানহানি করে।'

এদিন তিনি সাংবাদিকদের তাকে সিবিআইয়ের জেরা বিষয়ে বলেন, 'আমার দলিল দেখেছে, জেরক্স কপি নিয়ে গেছে, আমার ডকুমেন্টস দেখেছে, গোটা বাড়ি তল্লাশি করেছে উপর থেকে নিচ অবধি। কিছু বাজেয়াপ্ত করেনি,' শেষ পর্যন্ত নারদার পর ফের সিবিআই জেরে শেষে তিনি বলেন, 'আইন অনুযায়ী পৌর মন্ত্রীর সঙ্গে কোনোভাবেই পুর নিয়োগ যুক্ত নয়। পুরসভার নিয়োগের কোনও তথ্য পৌরমন্ত্রীর কাছে এসে না।'

7 months ago


Madan: 'ওহ লাভলী সিনেমাটি দেখেছেন!' সিবিআইকে পাল্টা প্রশ্ন মদনের

পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে রবিবার রাজ্য জুড়ে ১২টি জায়গায় বিভিন্ন পৌরসভার প্রাক্তন পুর- প্রধানের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা। কলকাতার নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। দীর্ঘ ছয় ঘন্টা তল্লাশির পর মদন মিত্রের বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই অধিকারিকরা। এরপরেই মদন মিত্র সাংবাদিকদের জানান, সিবিআইকে তিনি প্রশ্ন করেছেন, তার সিনেমা 'ও লাভলী' দেখেছেন কিনা!

পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই হানা নিয়ে কামারহাটির বিধায়ক আরও বলেন, 'সিবিআই কিছু পায় নি, লিখে দিয়ে গেছে যে 'নাথিং ইস সিজড।' এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে মদন বলেন, 'আমার সঙ্গে অয়ন সিলের কোনও কারবার ছিল না। চাকরির জন্য আমি শেষ অবধি লড়ব, কিন্তু কোনও রকম দুর্নীতি প্রমান হলে আমি নিজেই আত্মসমর্পণ করব।'

এরপরেই সাংবাদিকদের তিনি জানান, সিবিআই তাঁকে কি প্রশ্ন করেছে! তিনি বলেন, সিবিআই তাঁকে জিগ্যেস করেছে, 'আপনার একটা বউ কিনা দুটি!' এরপর তিনি সিবিআইকে জবাব দেন, 'খোঁজ করলে পাবেন। আমার অফিসিয়াল কিছু বলতে পারব না। শুধু জানি আমি রাস্তায় হাঁটলে ৫০ টি গোপিনি হাটবে। আমার নামে কোনো ৪৯৮এ হয়নি। কৃষ্ণের এত বান্ধবী থাকতে পারে, আমার পারে না!'

রবিবার ৬ ঘন্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি সেরে বেরিয়ে যাবার পর সিবিআইকে কটাক্ষ করে তিনি বলেন, 'সিবিআই ডাকলে জাত বাড়ে। আমার গ্ল্যামার যেমন ফেটে পড়ছে।' এরপরে তিনি অভিষেককে নিয়েও বলেন, 'পাঠান অভি জিন্দা হ্যায়, টাইগার অভি মরা নাহি, অভিষেক সেটা প্রমান করে দিয়েছে।'

7 months ago
Raid: পুর-নিয়োগ দুর্নীতিতে ফিরহাদ, মদন সহ মোট ১২ জায়গায় তল্লাশি সিবিআইয়ের

পুরসভার নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে রবিবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে হানা দেয় সিবিআই। এর পাশাপাশি ওই একই মামলার তদন্তে হালিশহর এবং কাঁচড়াপাড়া, উত্তর দমদম, টাকি, কৃষ্ণনগর, ব্যারাকপুর সহ মোট ১২টি জায়গায় গেল তদন্তকারী সংস্থার মত ১৭ টি দল। সেখানে প্রাক্তন পুরপ্রধানদের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা।

রবিবার সকালে হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে পৌঁছে যান সিবিআই গোয়েন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন তিনি। আলমারি থেকে একাধিক কাগজপত্র বের করতে থাকেন তাঁরা। জিজ্ঞাসাবাদও শুরু হয়েছে।  অন্যদিকে কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতেও সিবিআই তল্লাশি চলছে। সেখানেও একাধিক কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ওদিকে টাকি পুরসভার প্রাক্তন পুর-প্রধান সোমনাথ মুখার্জীর বাড়িতেও তল্লাশি পুলিশের।

শিক্ষা দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন হুগলির বাসিন্দা অয়ন শীল। তাঁকে জেরা করেই পুরসভার নিয়োগ দুর্নীতির বিষয়টি প্রকাশ্যে আসে। শুরু হয় তদন্ত। আগেও একাধিক পুরসভায় অভিযান চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। এবার রবিবার সকালে ফের ফিরহাদ হাকিম এবং মদন মিত্রের বাড়িতে হানা দেয় তদন্তকারী সংস্থার দুটি দল।

ওই দুই হেভিওয়েট নেতাদের বাড়িতে CBI পৌঁছতেই ভিড় জমান অনুগামীরা। এদিকে বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনকি, ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শীনি হাকিম বাড়িতে ঢোকার চেষ্টা করলেও তাঁকে আটকানো হয়। দীর্ঘক্ষণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। অবশেষে তাঁকে ঢোকার অনুমতি দেওয়া হয়।

7 months ago
ED: পুর-নিয়োগ দুর্নীতিতে মন্ত্রী, পুর-প্রধানদের বাড়িতে তল্লাশি ইডির

পুর-নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যে জুড়ে তল্লাশি অভিযানে ইডি। বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, কামারহাটি, টিটাগড়, বরানগর, সল্টলেক-সহ ১২টি জায়গায় তল্লাশি চাল্লাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খাদ্যমন্ত্রী রথীন ঘোষের পাশাপাশি টিটাগড় পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। জানা গিয়েছে,  পুরসভা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তের জন্য ইডির এই তল্লাশি অভিযান।

এছাড়া, কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহার বাড়িতেও পৌঁছেছেন ইডির চারজনের প্রতিনিধি দল। বরাহনগর পৌরসভার পৌর প্রধান অপর্না মৌলিকের বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যানের লেকটাউনের বাড়িতে ইডির অভিযান জারি রয়েছে। অন্যদিকে প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়ের বাড়িতেও চলছে তল্লাশি।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের থেকে পাওয়া নথি অনুযায়ী পুরসভাগুলিতেও দুর্নীতির অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

7 months ago


NewsClick Raid: সাত দিনের পুলিসি হেফাজতে 'নিউজক্লিক'-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ

মঙ্গলবার দিনভর তল্লাশির পর অবশেষে গ্রেফতার করা হয় অনলাইন নিউজ পোর্টাল নিউজক্লিক-এর (NewsClick) প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে (Prabir Purkayastha)। এছাড়াও আরও এক সাংবাদিককে গ্রেফতার করে দিল্লি পুলিসের বিশেষ শাখা। তাঁদের সন্ত্রাসবাদ বিরোধী আইন ইউএপিএ-এর অধীন গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। এর পর বুধবার তাঁদের সাত দিনের জন্য দিল্লি পুলিসের হেফাজতে পাঠাল দিল্লির এক নিম্ন আদালত।

সূত্রের খবর, সংবাদ ওয়েবসাইট 'নিউজক্লিক'-এর বিরুদ্ধে অভিযোগ, চিনের হয়ে প্রচার চালাত নিউজক্লিক। এর জন্য চিন থেকে টাকাও নিয়েছে তাঁরা। রিপোর্ট অনুযায়ী, নিউজক্লিকের সঙ্গে চিনের আর্থিক লেনদেনের বিষয়ে জানতে বিগত ৪৫ দিন ধরে গোপনে তদন্ত চালিয়েছে দিল্লি পুলিস। এর পরে গতকাল গ্রেফতার করা হয়েছিল প্রবীর পুরকায়স্থকে। এছাড়াও সংস্থার আরও এক সাংবাদিক অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। এর পর বুধবার সকালে নিম্ন আদালতের বিচারকের বাড়িতে নিয়ে আসা হয় ধৃত দু’জনকে। সেখানেই তাঁদের পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সূত্রের খবর, মঙ্গলবার নিউজক্লিক এবং সংস্থার সঙ্গে সম্পর্কিত অন্তত ৩০টি জায়গায় তল্লাশি চালানো হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকজন সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি নিউজক্লিকের দিল্লির অফিস সিল করে দিয়েছে পুলিস। দিল্লি পুলিস সূত্রে খবর, মোট ৩৭ জন সন্দেহভাজন পুরুষকে জেরা করা হয়েছে। পাশাপাশি ৯ জন সন্দেহভাজন মহিলার বাড়িতে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরীক্ষার জন্য তাদের কাছ থেকে বিভিন্ন ডিজিটাল যন্ত্র, নথিপত্র ইত্যাদি বাজেয়াপ্ত করা হয়েছে।

7 months ago
CBI: সোমে জাস্টিস সিনহার তাবড়ে মঙ্গলের সকাল থেকে তল্লাশি অভিযানে সিবিআই

আদালতে জাস্টিস সিনহার কাছে ভর্ৎসনা, শুধু তাই নয় কেন্দ্রীয় গোয়েন্দাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে বহুবার। এছাড়া শ্লথ গতি ও তথ্য গোপন করার মত মারাত্মক অভিযোগও উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের বিরুদ্ধে। রাতারাতি কিছুটা বদল এনে এরপর মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তেড়েফুঁড়ে সিবিআই। কলকাতার সল্টলেক, হাওড়ার দাসনগর-সহ একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি।

সূত্রের খবর, ওএমআর শিট কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’ নামক একটি সংস্থার। পূর্বে সেই কোম্পানির মালিক কৌশিক মাজিকেও নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল। সিবিআই সূত্রে এই সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ওএমআর নষ্টের। এ দিন, ওই সংস্থার অফিস-গোডাউনে তল্লাশি চালান গোয়েন্দারা। শুধু তাই নয়, কৌশিক মাজির বাড়িতেও চলছে অভিযান।

সিবিআই আধিকারিকরা মূলত জানতে চাইছেন এস বসু রায় অ্যান্ড কোম্পানির কর্তা কী করে ওমএমআর শিট নষ্টের দায়িত্ব পেল? কে সুপারিশ করেছিল? কেন করা হয়েছিল তার উত্তর খুঁজছে সিবিআই। বস্তুত, এই মামলায় তদন্তকারী হিসাবে সিবিআইয়ের রিপোর্ট দেখে ক্ষুব্ধ হয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। গোয়েন্দা আধিকারিকদের বিরুদ্ধে আতাঁতের অভিযোগ তোলেন তিনি। এমনকী প্রধানমন্ত্রীর দফতরে নালিশ জানানোর কথাও বলেন। শুধু তাই নয়, বিচাপতি বলেন, “রিপোর্ট দেখে মনে হচ্ছে সিবিআই নিজেই কালপ্রিটদের ঢাকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর দফতরে পাঠাব। বলব কিছুই করছে না সিবিআই।”

8 months ago