Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Mursidabad

Result: শনিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গে মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসার ফলাফল

শনিবার প্রকাশিত হল পশ্চিমবঙ্গে (West Bengal) মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল। পাশের হারে মেয়েদের টেক্কা দিয়েছে ছেলেরা। এবছর হাই-মাদ্রাসায় পাশের হার ৮৮.০৯ শতাংশ। অন্যদিকে আলিম ও ফাজিলে পাশের হার যথাক্রমে ৯০.৬৯ ও ৯১.১৫ শতাংশ। সব মিলিয়ে মেধাতালিকায় রয়েছে ৩৫ জন। মাদ্রাসায় এবার জয়জয়কার মুর্শিদাবাদের। ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনাও।

হাই মাদ্রাসায় প্রথম হয়েছেন মুর্শিদাবাদের (Mursidabad) আশিক ইকবাল। প্রাপ্ত নম্বর ৭৮০। দ্বিতীয় নাসির উদ্দিন মোল্লা। তার বাড়িও মুর্শিদাবাদে। প্রাপ্ত নম্বর ৭৭৫। তৃতীয় মালদার মহম্মদ মুক্তাদুর রহমান। প্রাপ্ত নম্বর ৭৭৪।  বাড়ি মালদায়। অন্যদিকে, আলিম পরীক্ষায় প্রথম স্থানে উত্তর ২৪ পরগনার মহম্মদ সুজাউদ্দিন লস্কর।প্রাপ্ত নম্বর ৮৪৫। ৮৪৩ পেয়ে যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে করিমুল ইসলাম মণ্ডল ও আব্দুল হামিল। তৃতীয় মুর্শিদাবাদের আব্দুর রহমান পেয়েছে ৮৩৯। 

ফাজিলে ৫৬৫  নম্বর পেয়ে প্রথম হয়েছে হুগলির ফাহিম আখতার। দ্বিতীয় স্থানে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক। প্রাপ্ত নম্বর ৫৫১। ৫৪৯ পেয়ে তৃতীয় হয়েছে উত্তর চব্বিশ পরগনার ইজাজ আহমেদ মণ্ডল। উল্লেখ্য, সাড়ে দশটায় পর্ষদের তরফে ফল প্রকাশ করা হয়। এরপর সাড়ে ১১টা থেকে সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখা যাচ্ছে রেজাল্ট। ওয়েবসাইটগুলি হল www.wbbme.org, wbresults.nic.in, www.exametc.com।

11 months ago
Accident: রাস্তা পারাপারের সময় বাসের তলায় পিষ্ট হয়ে মৃত্য়ু এক মহিলার

মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু (Death) এক মহিলার। জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Mursidabad) জলঙ্গী থানার অন্তর্গত একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে রাস্তা পার হতে গিয়ে বাসের তলায় পিষ্ট হয়ে মারা যান ওই মহিলা। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম রাহেলা বিবি। বয়স ৫৫ বছর। জোড়তলার বাসিন্দা তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা দুর্গা নামে একটি বাস বহরমপুর দিক থেকে আসছিল জলঙ্গীর দিকে। সেই সময় রাহেলা বিবি জোড়তলার একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে রাস্তা পার হতে গিয়ে ওই বাসের তলায় পড়ে যান। স্থানীয়রা বাসটিকে থামতে বললেও, বাসটি না থামিয়ে কিছুদূর যাওয়ার পর বাস থামিয়ে পালিয়ে যায় চালক। স্থানীয়রা তড়িঘড়ি ওই মহিলাটিকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি ঘটলে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই মহিলার।

11 months ago
Mursidabad: ছেলেধরা ভেবে তিন ব্য়ক্তিকে গণপিটুনি স্থানীয়দের, ঘটনাস্থলে পৌঁছয় পুলিস

সন্দেহের বশে ছেলেধরা ভেবে তিন ব্যক্তিকে গণধোলাই দিলেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) ডোমকলের বাগডাঙ্গা এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। স্থানীয়দের কাছ থেকে অভিযুক্ত তিন ব্যক্তিকে উদ্ধার (Rescue) করে থানায় নিয়ে যায়। 

জানা গিয়েছে, শুক্রবার সকালে তিন ব্যক্তি বাগডাঙ্গা বাজার এলাকায় ঘোরাঘুরি করছিল। তা দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তারপর তাঁদের জিজ্ঞাসা করতেই ছেলে কেনার কথা বলে তারা। তখনই তাঁদের ধরে গণপিটুনি চালান স্থানীয়রা। 

স্থানীয়দের অভিযোগ, এই ঘটনায় ডোমকলের মুরারিপুরের এক বাসিন্দা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে্ন বলে অভিযুক্তরা নাকি স্বীকার করে। যদিও মুরারিপুরের ওই বাসিন্দা পলাতক বলে খবর। ঘটনার খবর পেয়ে অভিযুক্ত তিনজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিস। তবে তাঁদের বাড়ি বর্ধমান এলাকায় জানা গেলেও তাঁদের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

11 months ago


Mursidabad: নদীতে স্মান করতে গিয়ে উদ্ধার শিশুর দেহ, তদন্তে পুলিস

নদীতে স্নান করতে গিয়ে উদ্ধার (Rescue) নিখোঁজ হওয়া শিশুর (Child) মৃতদেহ। ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদ (Mursidabad) ফরাক্কার অর্জুনপুর ঘাটে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত (Death) শিশুর নাম মেহেদী হাসান। বয়স ৬ বছর। বাড়ি ফরাক্কায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে মেহেদী বাড়ির পাশের গঙ্গায় স্নান করতে গিয়ে ডুবে যায়। বহু খোঁজাখুজি করেও শিশুটির খোঁজ মেলেনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে ফরাক্কা থানার পুলিস। সোমবার সকালে অর্জুনপুর গঙ্গার ঘাটে দেহটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে মেহেদীর পরিবার তার দেহ উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তারপর ফরাক্কা থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে জঙ্গীপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়।

12 months ago
Farakka: ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক যুবকের, আটক ঘাতক ট্রাক্টরটি

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু (Death) হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের (Mursidabad) ফরাক্কা ব্লকের বল্লালপুর হাট সংলগ্ন এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শ্যাম মোহাম্মদ(২৭)। জানা গিয়েছে, মৃতের বাড়ি ফরাক্কা গোহালবাড়ি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ফরাক্কা বল্লালপুর হাট সংলগ্ন এলাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে যুবকে ধাক্কা মারে। গুরুত্বর আহত হন ওই ব্যক্তি। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিস। তারপর পুলিস তাঁকে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ট্রাক্টরটি আটক করেছে ফরাক্কা থানার পুলিস।

12 months ago


Wife: ঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ঝুলন্ত অবস্থায় উদ্ধার গৃহবধূর দেহ। মুর্শিদাবাদের (Mursidabad) রানীনগর থানার অন্তর্গত চণ্ডীবাটি এলাকায় নিজের ঘর থেকেই উদ্ধার হয় মৃতদেহটি (Death Body)। সূত্রের খবর, মৃতার নাম মিরা বিবি। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সন্ধে ছ'টা নাগাদ ঘর খুলে দেখতে পাওয়া যায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন মিরা বিবি। স্থানীয়রা জানতে পেরে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে রানীনগর থানার পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

তবে এই ঘটনার আসল কারণ কী তা এখনও জানা যায়নি। আদৌ আত্মহত্যা নাকি খুন? ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিস। খতিয়ে দেখছে পুরো ঘটনাটি।

12 months ago
Mursidabad: অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে মারধরের অভিযোগ পুলিসের বিরুদ্ধে

মুর্শিদাবাদে (Mursidabad) ফেরিঘাট পারাপারে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্ৰতিবাদ (Protest) করায় প্রতিবাদীদের ঘরবাড়ি ভাঙচুর। প্রতিবাদীদের মারধর করার অভিযোগ উঠেছে পুলিস (Police) ও দুষ্কৃতীদের বিরুদ্ধে। তারই প্ৰতিবাদে মঙ্গলবার সকাল থেকে রঘুনাথগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ কংগ্রেসের।

জানা গিয়েছে, রঘুনাথগঞ্জ ১নম্বর ব্লকের শ্যাওড়াতলা ফেরিঘাটে পারাপারে বেশি ভাড়া নেওয়া হচ্ছিল। তারই প্রতিবাদ করে রঘুনাথগঞ্জের দফরপুর গ্রামের মানুষজন। একত্রিত ভাবে প্রতিবাদ করে এবং গত ২৩ তারিখ থেকে গ্রামবাসীরা  ঘাট পারাপার বন্ধ করে দেয়। সেই প্রতিবাদ করায় সোমবার গভীর রাত্রে রঘুনাথগঞ্জ থানার পুলিস কে সঙ্গে নিয়ে প্রতিবাদীদের বাড়িতে হামলা চালায়। তারই প্ৰতিবাদে ও পুলিস জুলুম বন্ধের প্ৰতিবাদে রঘুনাথগঞ্জ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব

আন্দোলনকারীদের অভিযোগ, মাঝরাতে পুলিস এসে হেনস্থা করেছে। এমনকি মহিলাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছে। ঘাট পারাপারের ভাড়া বাড়োনোর অভিযোগে বাড়িঘর ভাঙচুর করেছে পুলিস। আন্দোলনকারীদের একটাই দাবি গোটা ঘটনার বিচার চাই।

12 months ago
Fire: ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ কাঠের যাবতীয় আসবাবপত্র

মুর্শিদাবাদের (Mursidabad) সামশেরগঞ্জের তালতলার কাঠমেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Incident)। সোমবার, ভোর রাতে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল                                                            কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ কাঠের যাবতীয় আসবাবপত্র। পুড়ে ছাই তিনটে গোডাউনে থাকা খাট সহ আরো বিভিন্ন সামগ্রী। 

জানা গিয়েছে, এদিন ভোর রাতে হঠাৎ মুর্শিদাবাদের সামশেরগঞ্জের তালতলা কাঠমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন লাগার কারণ না জানলেও আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ভিড় জমান সাধারণ মানুষ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। অগ্নিকান্ডের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিস। 

স্থানীয় বাসিন্দা এবং দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা হলেও কার্যত আগুনের দাবানল ক্রমশ বাড়তেই থাকে। তারপরেই ছুটে আসে দমকলের আরেকটি ইঞ্জিন। প্রায় ঘণ্টা দুয়েকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে ভয়াবহ আগুন। আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন ব্যাবসায়ীরা। মুহূর্তেই আগুনে পুড়ে খাক হয়ে যায় লক্ষ লক্ষ টাকার আসবাবপত্র।

12 months ago


Accident: জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, জখম আরও এক

রবিবার ভোরে ৩৪ নম্বর জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে (Road Accident) মৃত্যু এক ব্যক্তির। সূত্রের খবর, ভয়াবহ এই পথ দুর্ঘটনায় জখম এক ব্যক্তি। পুলিস এসে গাড়ি দুটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। পুলিস জানিয়েছে, রবিবার সকালে মুর্শিদাবাদের (Mursidabad) ফরাক্কা এনটিপিসি মোড় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর ঘটনাটি ঘটেছে।

পুলিস সুত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম সুমিত রায়। মৃতের বাড়ি নদীয়া জেলায়। বাবা চালক ও ছেলে খালাসী হয়ে পন্যবাহী গাড়ি নিয়ে জঙ্গিপুর দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। রাস্তায় চলাকালীন বড়ো লড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম্পারের পিছনে ধাক্কা মারে বলে জানা যায়। কার্যত দুমড়ে যায় ওই লড়িটি। গুরুতর আহত হয় গাড়ির চালক ও খালাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার পুলিস। পুলিস ওই গাড়ি দুটির চালক ও খালাসী কে উদ্ধার করে বিনিয়াগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করে।  

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বাপন ঘোষ জানান, রবিবার ভোরে জঙ্গিপুর থেকে মালদার যাওয়ার পথে ঘটনাটি ঘটে। স্থানীয়রা দেখতে পেয়ে গাড়ির দরজা ভেঙে চালক ও খালাসীকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

12 months ago
River: গঙ্গায় স্নান করতে গিয়ে ধূলিয়ানে তলিয়ে গেলো দুই যুবক, ডুবুরি নামিয়ে চলছে খোঁজ

সামসেরগঞ্জের ধূলিয়ানে গঙ্গায় (Ganges) স্নান করতে গিয়ে তলিয়ে গেলো দুই যুবক। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুর্শিদাবাদের (Mursidabad) সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার ২ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগরে। তলিয়ে যাওয়া ওই দুই যুবকের নাম মোবারক হোসেন বয়স ১৮ বছর এবং আল খাপিস বয়স ১৭ বছর। সূত্রের খবর, ওই দুই যুবকের বাড়ি ধূলিয়ানের গাজিনগরে।

জানা গিয়েছে, কাজের ফাঁকে বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে গিয়েছিল ওই দুই যুবক। স্নান করতে গিয়েই গঙ্গায় তলিয়ে যায় দু'জন। এদিন গাজিনগর থেকে সহকর্মীদের সঙ্গে ঢালাই এর কাজের জন্য লক্ষ্মীনগর আসেন ওই দুই যুবক। কিন্তু একটি বাড়িতে ঢালাই শুরু করার আগেই সাতজন বন্ধু মিলে পাশেই থাকা গঙ্গায় স্মান করতে নামে। ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। অসাবধানতাবশত মুহূর্তেই তলিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে গঙ্গার তীরে ভিড় জমান সাধারণ মানুষ। ছুটে আসেন পরিবারের লোকজন। গঙ্গায় দুই যুবকের তলিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামসেরগঞ্জ থানার পুলিস। ছুটে আসে ডুবুরি টিমও। দুই যুবকের গঙ্গায় তলিয়ে যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ধূলিয়ান এলাকায়।

one year ago


Drug: নিষিদ্ধ ব্রাউন সুগার-সহ তিন জন গ্রেফতার ফারাক্কায়

বুধবার রাতে মুর্শিদাবাদের ফরাক্কায় সন্দেহভাজন তিনজনকে প্রথমে আটক করে ফরাক্কা থানা। তারপর তল্লাশি চালিয়ে তাঁদের থেকে উদ্ধার হয় ৪০ গ্রাম ব্রাউন সুগার। মাদক উদ্ধারের পরেই তাদের গ্রেফতার করে ফরাক্কা থানায় নিয়ে আসে পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম অভিষেক ভাস্কর, মোহাম্মদ আমির খান, নবীন রজক।

প্রত্যেকের বাড়ি বিহারের ভাগলপুরে। ধৃতদের হেফাজতে পাঠিয়েছে জঙ্গিপুর আদালত। আর এই ঘটনায় আরও কে কে জড়িত রয়েছে, তা তদন্ত করছে ফরাক্কা থানার পুলিস।

one year ago