Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Mursidabad

Mursidabad: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল বাংলার এক পরিযায়ী শ্রমিকের

ফের মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী ব্লকের বালিয়ার ত্রৈলক্ষনগরে। মৃত শ্রমিকের নাম আজিম শেখ (২২)। কেরালায় কাজ করতে গিয়েছিল। সেখানে রাজমিস্ত্রীর কাজ করত সে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় হঠাৎ ব্রেনস্টোক হয় এবং তারপরেই মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের।

পরিবার সূত্রে খবর, বাবা অক্ষম হওয়ায় পরিবার জুড়ে অভাব অনটন লেগেই থাকে। স্কুল ছুটি থাকায় গত দুই মাস আগে পরিবারের অভাবের কারণে রাজমিস্ত্রীর কাজে কেরালায় গিয়েছিল আজিম শেখ। এরপর এদিন সকালে সেই ছেলের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ হয়ে যায় তাঁর বাবা ও মা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল আজিম শেখ, তাঁকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তাঁর পরিবার। সরকার এবং জনগণের কাছে আজিমের মৃতদেহটি আনা এবং আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবার সহ এলাকার লোকজন।

6 months ago
Mursidabad: শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে মৃত্যু জামাইয়ের, ঘটনায় আটক স্ত্রী ও শাশুড়ি

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে মৃত্যু হল জামাইয়ের। ঘটনায় আটক করা হয়েছে স্ত্রী ও শাশুড়িকে। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাদিখান দেয়ার অঞ্চলের ইন্নাত পুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিস সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আনোয়ার মালিথ্যা (২৬)। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে সাদিখান দেয়ার অঞ্চলের জতছিদাম গ্রামের আনোয়ার মালিথ্যার সঙ্গে ইন্নাত পুরের রেহেনা বিবির বিবাহ হয়। তাঁদের একটি সন্তানও রয়েছে। কয়েকদিন আগেই আনোয়ার তাঁর শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। এরপর এদিন সকালে শ্বশুরবাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। তারপরেই খবর দেওয়া হয় পুলিসকে। অভিযোগ, আনোয়ারের বাড়ির লোকের সঙ্গে নাকি তাঁর স্ত্রী দেখা করতে দিতেন না। যদিও আনোয়ারের স্ত্রী তা অস্বীকার করে জানিয়েছেন, তাঁর স্বামী নেশা করতেন। যার জন্য  সে জেলেও গিয়েছে। 

সত্যি আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য তা খতিয়ে দেখছে জলঙ্গি থানার পুলিস।

6 months ago
Mursidabad: পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্য়ু দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রের

লক্ষ্মী পুজোর জন্য় জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেল দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গা ঘাটে। তলিয়ে যাওয়ার পর তড়িঘড়ি শিশুটিকে উদ্ধারের চেষ্টা শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় ডুবুরি টিমকেও। জানা গিয়েছে, তলিয়ে যাওয়া শিশুটির নাম, সুরজিৎ দাস (৮)। বাড়ি সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের শিবমন্দির কাহারপারা এলাকায়। 

পরিবার সুত্রে জানা গিয়েছে, এদিন সকালে লক্ষ্মী পূজোর জন্য গঙ্গায় গঙ্গাজল আনতে গিয়েছিল ওই ছাত্র। এরপর গঙ্গার ঘাটে গিয়ে হঠাৎ পা পিছলে জলে পড়ে যায় বছর আটের সুরজিৎ দাস। ছাত্রের তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। 

অন্য়দিকে দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রের গঙ্গায় তলিয়ে যাওয়ার খবর পেয়ে ধুলিয়ান কাঞ্চনতলা গঙ্গাঘাটে ছুটে আসে সামশেরগঞ্জ বিধায়ক আমিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনমামুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সুমিত সাহা সহ অনান্য প্রশাসনিক কর্মকর্তারা। যদিও এখনও পর্যন্ত তলিয়ে যাওয়া শিশুটির কোনও খোঁজ পাওয়া যায় নি।

7 months ago


Mursidabad: পারিবারিক অশান্তির জেরে তিন বছরের ছেলেকে নিয়ে ব্রিজ থেকে ঝাঁপ বাবার

পারিবারিক অশান্তির জেরে ছেলেকে নিয়ে ব্রিজ থেকে ঝাঁপ দিলেন বাবা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বহরমপুর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজে। অভিযোগ, স্বামী-স্ত্রীর মধ্য়ে বচসার কারণে বাধ্য় হয়ে ছেলেকে নিয়ে ঝাঁপ দিয়েছেন তাঁর বাবা। এই ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।

মঙ্গলবার অর্থাৎ দশমীর দিন প্রতিমা নিরঞ্জন চলাকালীন বিপর্যয় মোকাবিলা বাহিনীর সিভিল ডিফেন্স কিউ আরটি টিম খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে পড়ে। তারপর ব্রিজ থেকে কিছুটা দূরেই তিন বছরের শিশু এবং তাঁর ৪২ বছরের বাবাকে উদ্ধার করা হয়। 

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস যায় এবং বাবা-ছেলে দুজনকেই পুলিস তাঁদের হেফাজতে নেয়। তারপরে তাঁদেরকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশু এবং তাঁর বাবা দুজনেই সুস্থ।


7 months ago
Trafficking: পাচারের আগেই ফেনসিডাইল বোতল সহ গ্রেফতার দুই ব্য়ক্তি

বাংলাদেশে পাচারের আগে নিষিদ্ধ ফেনসিডাইল বোতল সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল রানীনগর থানার পুলিস। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে লক্ষ্মী নারায়নপুর এলাকায়। পুলিস সূত্রে খবর, ধৃতরা হলেন রাকেশ শেখ ও রফিকুল মণ্ডল। দুজনের বাড়ি রানীনগরের সেনপাড়া এলাকায়। 

পুলিস জানিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে লক্ষ্মী নারায়নপুর এলাকায় অভিযানে নামে পুলিস। সেখানে দুই ব্য়ক্তিকে দেখে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিস। এরপর সন্দেহবশত কারণে তল্লাশি চালিয়ে ওই দুই ব্য়ক্তির কাছ থেকে ২৯৬ টি ফেনসিডাইলের বোতল উদ্ধার করে রাণীনগর থানার পুলিস। 

বুধবার ওই দুই অভিযুক্তকে জেলা আদালতে পাঠানোর পর পাঁচ দিনের পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। তবে এর পিছনে আরও বড় কোনও পাচারচক্র রয়েছে কিনা তা নিয়ে খতিয়ে দেখছে পুলিস প্রশাসন। 

7 months ago


Mursidabad: ভিনরাজ্য়ে কাজে গিয়ে প্রাণ গেল মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিকের

ভিন রাজ্যে কাজে করতে গিয়ে মৃত্যু হল দুই পরিযায়ী শ্রমিকের। মৃত দুই শ্রমিকের নাম আলামিন ও আশিক। মুর্শিদাবাদের ইসলামপুর থানার ধনাইপুর এলাকার বাড়ির একজনের এবং অপর আরেকজনের বাড়ি সাগরপাড়া থানার খয়রা মারি এলাকায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আর্থিক অনটনের কারণে মুম্বইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিল ওই দুই শ্রমিক। মুম্বইয়ে রাজমিস্ত্রীর কাজে যুক্ত হয়েছিল ওই দুই শ্রমিক। সেখানে বহুতল বিল্ডিং থেকে পরে গিয়ে মৃত্যু হয় আলামিন ও আশিকের। জানা যায়, তাঁরা একে অপরের ভাই।  বৃহস্পতিবার মৃতদেহ দুটি বাড়িতে আসতেই শোকের ছায়া নেমে আসে দুই পরিবারে।

7 months ago
Mursidabad: তিন বছরের শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্য়ানেলে ঝাঁপ মহিলার, তদন্তে সামশেরগঞ্জ থানার পুলিস

তিন বছরের শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্য়ানেলে ঝাঁপ দিলেন এক মহিলা। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার অন্তর্গত চাঁদুর পল্টন ব্রিজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিস। খবর দেওয়া হয় ডুবুরি টিমকেও। যদিও এখনও পর্যন্ত তলিয়ে যাওয়া ওই শিশু ও মহিলার কোনও খোঁজ পাওয়া যায়নি। এতিমধ্য়ে ওই শিশু ও মহিলা দুজনেরই খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বছর ত্রিরিশের এক মহিলা তাঁর সন্তানকে জাপটে ধরে ঝাঁপ দেন ব্রিজের ওপর থেকে। এই বিষয়টি নজরে আসা মাত্রই স্থানীয়রা খবর দেন থানায়। সঙ্গে সঙ্গে পুলিস এসে উদ্ধারকাজে নামে। পুলিস সূত্রে খবর, ওই মহিলার কোনও পরিচয়পত্র পর্যন্ত পাওয়া যায় নি, শুধু একটি ব্য়াঙ্কের পাসবই পাওয়া গিয়েছে ঘটনাস্থল থেকে। পাসবই লেখা নাম সাবিনা আশমি। তবে পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যায় নি যে, জলে তলিয়ে যাওয়া ওই মহিলারই পাসবই ওটা। 

সাংসারিক অশান্তি নাকি অন্য় কোনও কারণে মৃত্য়ুর পথ বেছে নিলেন ওই মহিলাকে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস প্রশাসন। অন্য়দিকে, ব্রিজ থেকে শিশু সন্তানকে নিয়ে ফিডার ক্যানেলে ওই মহিলার ঝাঁপ দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

8 months ago
Mursidabad: বিয়ের তিন মাসের মধ্য়ে মৃত্য়ু গৃহবধূর, শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে

বিয়ের তিন মাসের মধ্য়েই রহস্যজনক ভাবে মৃত্যু হল ডোমকলের এক গৃহবধূর। গৃহবধূর অস্বাভাবিক মৃত্য়ু ঘিরে বেশে চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ডোমকলের বঘারপুর রমনা এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত ওই গৃহবধূর নাম ঝর্ণা খাতুন (১৯)। পণের দাবিতে ওই বধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার বাপের বাড়ির লোকের। পুলিস ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য় পাঠিয়েছে। 

পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মাত্র তিন মাস আগে জলঙ্গির দুর্লভ পাড়ার ঝর্ণা খাতুনের সঙ্গে বিয়ে হয় ডোমকলে বঘারপুর রমনা এলাকার গোলাম মর্তুজার। বিয়ের পর থেকেই মৃতার শশুরবাড়ির লোকেরা পণের দাবি করতে থাকেন। আর প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্য়ে ঝামেলা অশান্তি লেগেই থাকত। এরপর বৃহস্পতিবার সকালে মৃত ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা ফোন করে জানায় তাঁদের মেয়ে আত্মহত্যা করেছে। যদিও মৃতার পরিবারের লোকের অভিযোগ, আত্মহত্যা নয় শ্বাসরোধ করেই তাঁদের মেয়েকে খুন করা হয়েছে। পুলিস জানিয়েছে, এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে এটি আত্মহত্যা নাকি খুন।


8 months ago


Mursidabad: স্বাধীনতা দিবসের দিন জালনোট সহ গ্রেফতার যুবক, উদ্ধার ৪০০ পিস ৫০০ টাকার নোট

মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার (Arrest) হল এক যুবক। সামশেরগঞ্জ থানার ধূলিয়ান রেল স্টেশন এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার পুলিস। পুলিস সূত্রে খবর, ধৃত ওই যুবকের নাম মাসুদ শেখ (২০)। বাড়ি সামশেরগঞ্জের ধূলিয়ান পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের লালপুরে। তল্লাশি চালিয়ে ধৃত ওই যুবকের কাছ মোট ৪০০ পিস ৫০০ টাকার নোট উদ্ধার করেছে পুলিস। 

মঙ্গলবার সন্ধ্যায় সামশেরগঞ্জ থানা প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলন করে ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং। তিনি জানিয়েছেন, জাল নোটগুলো মালদার বৈষ্ণবনগরের দিক থেকে ধূলিয়ানের দিকে নিয়ে আসছিল ওই যুবক। তবে কাকে দেওয়ার জন্য এবং ঠিক কি উদ্দেশ্যে জালনোট গুলো নিয়ে এসেছিল ওই যুবক তা তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার সাতদিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠাবে পুলিস।


9 months ago
Mursidabad: স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে আত্মঘাতী এক শ্রমিক, তদন্তে পুলিস

অর্থনৈতিক অভাবের কারণে ভীন রাজ্য়ে পাড়ি দিয়েছিলেন মুর্শিদাবাদের (Mursidabad) ডোমকলের লষ্করপুর জোলপাড়ার এক শ্রমিক (Worker)। অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য চাপ দিতেন সেলিমের স্ত্রী নার্গিস। স্ত্রীর সঙ্গে ঝামেলার জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন ওই শ্রমিক। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কেরলের এরনাকুলাম জেলার মুভাত্থুফুজার আরোলি সোসাইটিপাড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃতের (Death) নাম সেলিম মণ্ডল। 

জানা গিয়েছে, নদীয়ার থানারপাড়া থানার সাহেবপাড়া এলাকার নার্গিস খাতুনের  ১১ মাস আগে বিবাহ হয় ডোমকলের লষ্করপুর এলাকার সেলিমের সঙ্গে। শুধু তাই নয়, গৃহবধূ নার্গিসের মাও সেলিমের কাছে টাকার দাবি করে বসতেন। তাছাড়াও বিয়ের পর থেকে নানান ধরনের অশান্তি করত বলে অভিযোগ। অশান্তির কারণেই বিয়ের মাস খানেক পর থেকেই তাঁর বাবার বাড়িতেই থাকতে শুরু করেন নার্গিস। সেই কারণে মাস খানেক আগে কলকাতায় রাজমিস্ত্রির কাজে যান সেলিম। সেখান থেকে ১৮ দিন আগে কেরলে ফিরে আসেন। 

শনিবার বিকেলে হঠাৎ মোবাইলে তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে তর্ক-বিতর্ক বাধে। সেই অভিমানে ঘরে ফ্যানের সঙ্গে গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই শ্রমিক যুবক। ঘটনার খবর গ্রামের বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙ্গে পড়েন মৃতের পরিবার। তবে শ্রমিকের মৃত্যুর জন্য তাঁর স্ত্রীকেই দায়ী করেছেন মৃতের বোন। 

11 months ago


Love: দীর্ঘদিন প্রেমের সম্পর্ক অস্বীকার, প্রেমিকার বাড়িতে পিস্তল হাতে চড়াও তিন যুবক

দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক (Relationship) ছিল। তবে শেষে সম্পর্ক অস্বীকার করায় প্রেমিকার বাড়িতে পিস্তল হাতে চড়াও হয় তিন যুবক। শনিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) সামশেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড দিঘড়ি গ্রামে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, পিস্তল নিয়ে যুবতীর বাড়িতে চড়াও হওয়ার খবর পেয়ে অস্ত্রধারী যুবকদের তাড়া করেন গ্রামবাসীরা। এক যুবককে ইলেক্ট্রিক পোলে বেধে চললো গণধোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছয় সামশেরগঞ্জ থানার পুলিস। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অস্ত্রধারী এক যুবককে। যদিও পলাতক আরও দুই অভিযুক্ত। সূত্রের খবর, ধৃত যুবকের বাড়ি সামশেরগঞ্জ থানা এলাকায়। প্রেম গঠিত সম্পর্ক হলেও পুরো বিষয়টি এখনো স্পষ্ট নয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিস।

11 months ago
Mursidabad: বিদ্যুৎ চলে গেলে হাতপাখাই একমাত্র ভরসা, তীব্র গরমে নাজেহাল অবস্থা রোগীদের

লোডশেডিং (Loadshedding) হলে হাতপাখাই একমাত্র ভরসা রোগীদের। মুর্শিদাবাদের (Mursidabad) ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী রাণীনগরের গোধনপাড়া গ্রামীণ হাসপাতালের (Hospital) ঘটনা। অভিযোগ, বিদ্যুৎ না থাকলে নেই কোনও জেনারেটরের ব্যবস্থা। ফলে হাতপাখাই হয়ে ওঠে শেষ ভরসা এমনটাই অভিযোগ তুলেছে হাসপাতালে ভর্তি থাকা রোগী থেকে রোগীর পরিজনরা।

জানা গিয়েছে, রাণীনগরের সরকারি গোধনপাড়া গ্রামীণ হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে হাত পাখা দিয়েই রোগীদের বাতাস করতে হচ্ছে। যদিও সেখানে জেনারেটর রয়েছে তবে তেল না থাকার জন্য চালানো হয়না জেনারেটর। ফলে এই তীব্র গরমে সমস্যায় পড়েছেন হাসপাতালে আসা রোগী ও তাঁদের পরিজনরা। দিনের পর দিন যেভাবে গরম বেড়েই চলেছে, তার উপর ঘন ঘন লোডশেডিং। এমন অবস্থায় রাণীনগর ব্লকের বিভিন্ন প্রান্তের রোগীরা যাঁরা চিকিৎসার জন্য ব্লক হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের পড়তে হচ্ছে চরম সমস্যায়। 

রোগীরা জানিয়েছেন, রাত হোক কিংবা সকাল বিদ্যুৎ চলে গেলেই হাঁসফাঁস অবস্থা শুরু হয় সকলের। সেখানে কোনো প্রকার জেনারেটর না থাকায় ফ্যান চলে না। তার ফলে চরম গরমের মধ্যে থাকতে হচ্ছে তাঁদের। কেউ কেউ হাতপাখা ঘুরিয়েই রোগীদের বাতাস করছেন। আর এভাবেই চলছে রাণীনগরের হাসপাতাল। 

এ প্রসঙ্গে রাণীনগরের বিএমওএইচ জানিয়েছেন, জেনারেটর থাকলেও পর্যাপ্ত পরিমাণে তেল না থাকার ফলে এই সমস্যা। দ্রুত রাজ্য সরকারকে এই সমস্যা জানানো হবে এবং এই সমস্যার সুরাহা করা হবে।

11 months ago
Body: পুকুর থেকে উদ্ধার এক অজ্ঞাতপরিচয় ব্য়ক্তির মৃতদেহ, তদন্তে ফরাক্কা থানার পুলিস

আবারও পুকুর থেকে উদ্ধার (Rescue) এক অজ্ঞাতপরিচয় ব্য়ক্তির মৃতদেহ (Deathbody)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) ফরাক্কা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই এলাকার শিবনগর মাদ্রাসা সংলগ্ন একটি পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে আসে ফরাক্কা (Farakka) থানার পুলিস। পুকুর থেকে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালবেলায় ওই এলাকার স্থানীয়রা পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মৃতদেহ জলে ভাসতে দেখেন। এরপর খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে। পুলিস দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহুকুমা হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত মৃত ওই ব্যক্তির পরিচয়পত্র পাওয়া যায়নি। গোটা ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিস। 


11 months ago


Mursidabad: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা

পঞ্চায়েত ভোটের আগে ফের উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা (Bomb)। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Mursidabad) সামশেরগঞ্জ থানার হাউসনগর কৃষি মান্ডি সংলগ্ন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিস। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, এদিন গোপন সূত্রে খবর পেয়ে সামশেরগঞ্জের হাউসনগর কৃষক বাজারের বিপরীতে একটি আম বাগানে হানা দেয় সামশেরগঞ্জ থানার পুলিস। সেখান থেকেই উদ্ধার করা হয় দুই ব্যাগ ভর্তি তাজা বোমা। ঘটনাস্থলটি ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। দুই ব্যাগে প্রায় ১৫ টি বোমা থাকতে পারে বলেই অনুমান পুলিসের। কে বা কারা আম বাগানে বোমাগুলো রেখেছে তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিস। এদিকে পঞ্চায়েত ভোটের আগে একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামশেরগঞ্জের রাজনৈতিক মহলে।

11 months ago
Bomb: পঞ্চায়েত নির্বাচনের আগে ব্য়াগ ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য় মুর্শিদাবাদে

পঞ্চায়েত নির্বাচনের আগে উদ্ধার (Rescue) ব্যাগ ভর্তি তাজা বোমা (Bomb)। বোমাগুলি উদ্ধার করল মুর্শিদাবাদের (Mursidabad) সামশেরগঞ্জ থানার পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার আলমশাহী গ্রামের একটি আম বাগান থেকে বোমাগুলো উদ্ধার হয়। পুলিস সূত্রে খবর, উদ্ধার হওয়া ওই ব্য়াগের মধ্যে ১৪ টি বোমা ছিল। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এলাকায়।

বোমা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। রবিবার সকাল থেকেই বোমা উদ্ধারের জায়গাটি ঘিরে রেখেছে সামশেরগঞ্জ থানার পুলিস। কে বা কারা সেখানে বোমাগুলো মজুদ করে রেখেছিল, তার তদন্ত করে দেখছে পুলিস। রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে এলাকাবাসীর মধ্যে। তৃণমূলের সভাপতি জানিয়েছেন, বাম আমল থাকাকালীন এসব ঘটনা ঘটত। তবে কি নতুন করে ফের বাম আমল ফিরিয়ে আনার চেষ্টা চলেছে? এই প্রশ্ন তুলে ধরা হয়েছে প্রশাসনের বিরুদ্ধে।

12 months ago