Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Mursidabad

Mursidabad: বোরখা পড়ে সুদ কারবারির নামে প্রতারণা, ফাঁদে পড়ে বাড়িঘর খোয়ালেন গৃহবধূ

বোরখা পড়ে অবৈধ সুদ কারবারি করে প্রতারণার অভিযোগ। প্রতারণার ফাঁদে পা দিয়ে বাড়িঘর খোয়ালেন রেক্সোনা খাতুন নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামে। 

জানা গিয়েছে, বছর খানেক আগে আকবর হোসেন রেক্সোনার কাছে দু'লক্ষ টাকা সুদে ধার নেয়। কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে। কিন্তু দুবাই থেকে প্রতিমাসের সুদ ১০ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দিতেন তিনি। আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে শোধও করেন। সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল।

অভিযোগ, শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র নিয়ে নেন রেক্সোনা। শুধু আকবর নয়, গ্রামের এমন আরও পাঁচ থেকে ছটি ভিটেবাড়ি এভাবেই দখল করেছে রেক্সোনা। বোরখা পড়া গৃহবধুর এমন কর্মকাণ্ডে হতবাক গ্রামবাসীরা।

2 days ago
Mursidabad: পণের দাবিতে খুন স্ত্রীকে! গ্রেফতার স্বামী, চাঞ্চল্য় মুর্শিদাবাদের জিয়াগঞ্জ

ফের পণের দাবিতে প্রাণ গেল এক গৃহবধূর। পরিকল্পনামাফিক খুনের অভিযোগ মৃতার পরিবারের। ইতিমধ্য়েই পুলিসের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত স্বামী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য় ছড়িয়েছে জিয়াগঞ্জ থানার আমিনা বাজার এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম রকসেনা খাতুন (১৯)। খবর পেয়ে ঘটনাস্থলে জিয়াগঞ্জ থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকেই তাঁদের মেয়ের উপর তাঁর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন নানানভাবে অত্যাচার করত। প্রায়শই জিনিসপত্রের দাবিতে স্বামী-স্ত্রীর মধ্য়ে ঝামেলা অশান্তি চলত। এরপর গতকাল অর্থাৎ রবিবার ওই গৃহবধূর অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে ইতিমধ্য়ে থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে জিয়াগঞ্জ থানার পুলিস মৃতার স্বামী মিসকাতুল ইসলামকে গ্রেফতার করে।

3 weeks ago
Mursidabad: নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা

লোকসভা ভোটের আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূল নেতা। মুর্শিদাবাদ জেলার বড়ঞা ব্লকের সুন্দরপুর এলাকায় পুলিসের জালে ধরা পড়ে ওই নেতা। তল্লাশি চালিয়ে তাঁর বাইকের টুল বক্স থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, ধৃত ওই তৃণমূল নেতার নাম রিপন শেখ। আজ, মঙ্গলবার ধৃতকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে বড়ঞা থানার পুলিস। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার গোপন সূত্রে খবর পেয়ে হলদিয়া ফরাক্কা রাজ্যসড়কের উপর নাকা চেকিং চালায় বড়ঞা থানার পুলিস। সেই সময় সন্দেহজনক একটি বাইক আটক করে তল্লাশি চালিয়ে টুল বক্স থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপর অভিযুক্ত ওই তৃণমূল নেতাকে আটক করে বড়ঞা থানার হেফাজতে রাখেন এবং জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে। এদিন ধৃতকে কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিস। 

a month ago


Mursidabad: প্রেমে ব্যর্থ! আত্মঘাতী মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক, শোকের ছায়া পরিবারে

কেরলে কাজে গিয়ে আত্মঘাতী হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরে। জানা গিয়েছে মৃৃতের নাম আমিনুল শেখ (২২)। বাড়ি ইসলামপুর থানার সুপারিগুলা গ্রামে। অভিযোগ, প্রেম ঘটিত কারণে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 

পরিবার সূত্রে খবর, কাজের উদ্দেশ্যে কেরলে পাড়ি দিয়েছিলেন আমিনুল শেখ। সেখানে প্লাইবোর্ড কোম্পানিতে কাজ করতেন। ওই প্লাইবোর্ড কোম্পানিতে কাজ চলাকালীন অসমের বছর উনিশের এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন আমিনুল। প্রায় দেড় বছরের সম্পর্কে থাকার পর দিন কুড়ি আগে কেরল থেকে গ্রামের বাড়ি ফিরে যায় ওই কিশোরী।

অভিযোগ এরপর থেকেই হতাশায় ভুগছিলেন আমিনুল। শনিবার আত্মঘাতী হন। আমিনুলের সঙ্গীরা গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় প্রশাসনের কাছে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। গ্রামের বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের আত্মীয় পরিজনেরা। 

a month ago
Mursidabad: পারিবারিক অশান্তির জের! স্ত্রীকে কুপিয়ে খুনের পর আত্মহত্য়ার চেষ্টা স্বামীর
স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের পর আত্মহত্য়ার চেষ্টা স্বামীর। গতকাল অর্থাৎ বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার মনসুরপুর গ্রামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সপ্তমী ঘোষ (২৫)। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। আর গুরুতর জখম অবস্থায় স্বামী উৎপল ঘোষকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দশ বছর আগে বিয়ে হয়েছে সপ্তমী ঘোষ এবং উৎপল ঘোষের। পেশায় পরিযায়ী শ্রমিক উৎপল। কয়েকদিন আগেই কেরল থেকে বাড়ি ফেরেন। তাঁদের একটি আট বছরের পুত্র সন্তানও রয়েছে। এরপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ চলছিল। বুধবার গভীর রাতে পারিবারিক অশান্তি ফের শুরু হলে উৎপল তাঁর স্ত্রীর উপর হাঁসোয়া নিয়ে চড়াও হয় বলে অভিযোগ।
অভিযোগ, ধারালে হাঁসোয়ার এলোপাথাড়ি কোপে মৃত্যু হয় সপ্তমী ঘোষের। আর তারপরেই আত্মহত্য়ার চেষ্টা করেন অভিযুক্ত স্বামী। ঘটনাকে ঘিরে ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্য়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিস।
a month ago


Mursidabad: লোকসভা নির্বাচনের আগে চোলাই মদ সহ গ্রেফতার দুই অভিযুক্ত

চোলাই মদ সহ গ্রেফতার দুই অভিযুক্ত। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৬০ লিটার চোলাই মদ। আবগারি দফতর এবং সুতি থানার পুলিসের যৌথ অভিযানে বানচাল হয়েছে পাচারের ছক। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে সুতি থানার সরলা কিশোরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন মিলন মাঝি এবং সত্যবান সরকার। তাদের বাড়ি সরলা কিশোরপুর এবং বসন্তপুর। আজ, বুধবার চোলাই মদকাণ্ডে গ্রেফতার হওয়া ওই দুই ব্যক্তিকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় পুলিস। চোলাই মদ কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস। এদিকে লোকসভা নির্বাচনের আগে চোলাই মদ উদ্ধার ও অভিযুক্তদের গ্রেফতারের ঘটনায় পুলিসের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ মানুষ। 

a month ago
Mursidabad: পাচারের ছক! ১৮৬ বোতল ফেনসিডাইল সহ গ্রেফতার এক

পাচারের আগেই নিষিদ্ধ ফেনসিডাইল বোতল সহ গ্রেফতার এক ব্য়াক্তি। তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১৮৬ টি ফেনসিডাইল বোতল। জানা গিয়েছে, ধৃতের নাম শফিকুল শেখ। বাড়ি মুর্শিদাবাদের রাণীনগর থানার উত্তর চর মাঝার দেয়ার এলাকায়। মঙ্গলবার ধৃতকে আদালতে পাঠিয়ে, পাঁচ দিনের দিনের জন্য় পুলিসি হেফাজতে নেওয়া হবে পুলিস সূত্রে খবর।  

পুলিস সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে রাণীনগর থানার পুলিস। তল্লাশি চালিয়ে এক ব্য়াক্তিকে আটক করে তাঁর কাছ থেকে উদ্ধার করা একধিক ফেনসিডাইল বোতল। তারপরেই ওই ব্য়ক্তিকে গ্রেফতার করে পুলিস। তবে এতগুলো নিষিদ্ধ কাফ সিরাপ কোথায় পাচারের জন্য় নিয়ে যাচ্ছিল ওই ব্য়াক্তি এবং কোথা থেকেই নিয়ে এসেছিল ?  তা জানতে ইতিমধ্য়েই তদন্ত শুরু করেছে রাণীনগর থানার পুলিস। 

a month ago
Mursidabad: সুদের টাকা চাইতে গিয়ে হাঁসুয়ার কোপে মৃত্য়ু যুবকের, গ্রেফতার মুরগি ব্য়বসায়ী

মুরগির দোকানের মালিকের সঙ্গে ধার বাকি নিয়ে বচসা। তার জেরে হাঁসুয়ার কোপে মৃত্য়ু হল এক যুবকের। ঘটনায় গ্রেফতার মুরগি ব্য়বসায়ী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলা সংলগ্ন এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম মঙ্গল (৩০)। বাড়ি সামশেরগঞ্জ থানার বাবুপুর এলাকা।

জানা গিয়েছে, সামশেরগঞ্জের পুরাতন ডাকবাংলার মুরগির দোকানের ব্যবসায়ী হিরু। আর মঙ্গল নামের ওই যুবক বিভিন্ন জনকে সুদে টাকা দিতেন। তাঁর কাছ থেকেই সুদে টাকা নিয়েছিলেন হিরু। এদিনই সেই টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে ঝামেলা শুরু হয়েছিল দু'জনের মধ্য়ে। টাকার জন্য় হিরুর উপরে অতিরিক্ত চাপ দেয় মঙ্গল। তখনই আরও উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। হঠাৎই হিরু নামে ওই ব্যবসায়ী মঙ্গলকে হাঁসুয়ার কোপ দিয়ে বসে। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে অনুপনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁর পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে জঙ্গিপুর হাসপাতালে রেফার করা হয়। পরবর্তীতে সেখানেই মৃত্য়ু হয় তাঁর। 

এরপর খবর পেয়ে হাসপাতালে পুলিস গিয়ে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ইতিমধ্য়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিস।

2 months ago


Mursidabad: ফিডার ক্যানেলে উদ্ধার অপরিচিত ব্য়ক্তির মৃতদেহ, ঘটনায় চঞ্চল্য় বল্লালপুর

ফিডার ক্যানেল থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কার বল্লালপুর সংলগ্ন ফিডার ক্যানেলে। খবর পেয়ে ঘটনাস্থলে ফরাক্কা থানার পুলিস গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠায়। ঘটটনাকে ঘিরে চাঞ্চল্য় ছড়িয়েছে গোটা এলাকায়। এখনও পর্যন্ত মৃত ওই ব্য়ক্তির কোনও পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বল্লালপুর সংলগ্ন ফিডার ক্যানেলে স্থানীয়রা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ জলে ভাসতে দেখে। এরপর খবর দেওয়া হয় ফরাক্কা থানার পুলিসকে। যদিও স্থানীয়দের অনুমান, কেউ মেরে ফেলে দিয়ে গিয়েছে ওই ব্য়ক্তিকে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্য়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিস।


2 months ago
Mursidabad: নাকা চেকিংয়ের সময় হেরোইন সহ গ্রেফতার চার যুবক, বাজেয়াপ্ত গাড়িও

লোকসভা ভোটের আগে নাকা চেকিং চালানোর সময় হেরোইন সহ গ্রেফতার চার যুবক। বাজেয়াপ্ত করা হয়েছে ৪৭৮ গ্রাম হেরোইন। জানা গিয়েছে, অভিযুক্ত ওই দুই যুবক ঝাড়খন্ড ও মালদহের। গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাংলা ঝাড়খণ্ডে সীমান্ত চাঁদপুর নাকা পয়েন্ট থেকে গ্রেফতার করা হয় তাদের।

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল, সঞ্জয় মণ্ডল, মুকেশ কুমার এবং অনুপম কুমার। তাদের মধ্যে ইন্দ্রজিৎ ও সঞ্জয়ের বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানা এলাকা। আর বাকি দুজনের বাড়ি ঝাড়খণ্ডের ছাত্রা এলাকায়। ধৃতদের কাছ থেকে মোট ৪৭৮ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতরা ঝাড়খণ্ডের দিক থেকে হেরোইন নিয়ে এসে মালদহের দিকে যাচ্ছিল বলেই জানিয়েছে পুলিল। এরপর এদিন হেরোইনের সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি চার চাকা গাড়িও। হেরোইন কারবারের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে তা নিয়েও তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানা পুলিস। 

2 months ago


Mursidabad: লরির ধাক্কায় মৃত্যু বছর পাঁচের এক শিশুর, শোকাহত পরিবার

লরির ধাক্কায় মৃত্য়ু হল পাঁচ বছরের শিশুর। ঘটনার পর থেকে পলাতক ঘাতক লরির চালক। রবিবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, মৃত শিশুটির নাম সাহিদ শেখ। বাড়ি সুতি থানার ডাঙাপাড়া এলাকায়।

জানা গিয়েছে, এদিন দুপুরে আহিরণ ব্রিজ সংলগ্ন এলাকায় সাহিদের বাবা ও মা মাঠে কাজ করছিলেন। আর সেই সময় জাতীয় সড়কের উপর তাঁদের পাঁচ বছরের ছেলে দাঁড়িয়েছিল। হঠাৎ একটি দ্রুতগামী লরি এসে ওই শিশুটিকে ধাক্কা মেরে চলে যায়। তারপর তড়িঘড়ি ওই শিশুটিকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শিশু মৃত্য়ু ঘটনা শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। 


2 months ago
Mursidabad: বাঁশ বাগান থেকে উদ্ধার বালতি ভর্তি বোমা, আতঙ্ক ছড়িয়েছে মুর্শিদাবাদের রানীনগরে

সামনেই লোকসভা ভোট। তার আগেই রাজ্য়েজুড়ে সন্ধান মিলছে বোমার। এবার বাঁশ বাগান থেকে উদ্ধার বালতি ভর্তি সকেট বোমা। সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগর থানার ডেপুটি পাড়া মসজিদ সংলগ্ন এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে এক মহিলা তাঁর বাড়ির পাশের বাঁশ বাগানে একটি বালতি দেখতে পায়। বালতিটি দেখা মাত্রই ওই মহিলাটি অনুমান করে যে ওই বালতির ভিতরে বোমা আছে। তারপরেই স্থানীয় সিভিককে খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে রানীনগর থানার পুলিস এসে ওই জায়গাটিকে ঘিরে ফেলে। 

যদিও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ওই এলাকায় পঞ্চায়েত নির্বাচনের সময় ব্যাপক পরিমাণে বোমাবাজি এবং বোমা উদ্ধার হয়েছে। তবে কি লোকসভা নির্বাচনের আগে আবারও রানীনগরের ডেপুটি পাড়া এলাকায় সন্ত্রাস সৃষ্টি হচ্ছে? সেই কারণেই রানীনগর থানার পুলিসের পক্ষ থেকে পুলিস পিকেট করে পাহারা দিয়ে রাখা হচ্ছে। আজ অর্থাৎ সোমবার বম্ব ডিস্ক জাল টিম এসে বোমা নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। 

2 months ago
Mursidabad: বিনা হেলমেটে বিপত্তি! পথ দুর্ঘটনায় মৃত্য়ু পুলিস কনস্টেবলের, আহত আরও ১ পুলিসকর্মী

সাতসকালে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্য়ু হল এক পুলিস কনস্টেবলের। গুরুতর আহত আরও এক পুলিস কর্মী। ঘটনার পর থেকে পলাতক ঘাতক গাড়ির চালক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ইসলামপুরে। জানা গিয়েছে, মৃত পুলিস কর্মীর নাম সৌভিক সাও এবং জখম পুলিসকর্মীর নাম তপন দাস। বর্তমানে গুরুতর আহত অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তপন দাস। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরবেলায় সৌভিক সাও ও তাঁর সহকর্মী তপন দাস বাইকে করে ইসলামপুর থানায় ফিরছিলেন। সেই সময় উল্টোদিক থেকে একটি পিকআপ ভ্য়ান এসে ধাক্কা মারে। পিকআপ ভ্য়ানের ধাক্কায় বাইক থেকে দুজনই ছিটকে পড়েন। এরপর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিয়ে যায় ইসলামপুর হাসপাতালে। হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় মৃত্য়ু হয় সৌভিক সাও এর। আহত তপন দাসকে স্থানীয়রা তাদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিস।

2 months ago


Mursidabad: মুর্শিদাবাদের সোনার দোকানে দুঃসাহসিক চুরি, প্রকাশ্য়ে সিসিটিভি ফুটেজ

মালদহের পর এবার মুর্শিদাবাদের ভরতপুরে দুঃসাহসিক গহনা চুরির অভিযোগ করেছেন দোকান মালিক সাবিনা ইয়াসমিন। এক রাতে প্রায় ৬০ লক্ষ টাকা সোনার গহনা চুরির ঘটনায় ছড়াল চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতের এই ঘটনা ভরতপুর থানা সংলগ্ন এলাকার। গহনা চুরির অভিযোগ করেছেন সোনার দোকানের মালিক সাবিনা ইয়াসমিন। খবর পেয়ে ভরতপুর থানার পুলিস এসে তদন্ত করলেও এখনও পর্যন্ত দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি। 

যদিও দুঃসাহসিক এই চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে বৃহস্পতিবার রাতে বেশ কয়েকজন দুষ্কৃতী মুখে কাপড় বেধে হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল। প্রথমে ওই দোকানের পিছনে দেওয়ালের সিক কাটার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। তবে সেই চেষ্টা বিফল হলে দোকানের সামনের সাটার ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীর দল। 

এমনকি চুরি করার পর সমস্ত সামগ্রী ওই দোকানের পিছনে ভাগাভাগি করার ঘটনাও দেখা গিয়েছে সেই সিসিটিভি ফুটেজে। থানা লাগোয়া দোকানে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির ঘটনায় পুলিসি নিরাপত্তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করে দুষ্কৃতীদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান শুরু করেছে ভরতপুর থানার পুলিস প্রশাসন।

3 months ago
Mursidabad: বেঙ্গল এসটিএফের জালে হোয়াটসঅ্য়াপের ওটিপি বিক্রির অবৈধ চক্রের পাণ্ডা

মোবাইল ফোন হ্য়াক করে আর্থিক প্রতারণার অভিযোগ। হোয়াটসঅ্য়াপের ওটিপি বিক্রির অবৈধ চক্রের পাণ্ডাকে হিমাচল প্রদেশ থেকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ-র টিম। ধৃতের নাম গৌরব শর্মা। মঙ্গলবার তাকে এসটিএফ গ্রেফতার করে রাজ্য়ে নিয়ে এসেছে। পাকিস্তান এবং চিনেও এই বেআইনিভাবে হোয়াটসঅ্য়াপ ওটিপি বিক্রির যোগ থাকার সম্ভাবনা রয়েছে। সেই বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে। 

এসটিএফ সূত্রে খবর, দু'সপ্তাহ আগেই পূর্ব মেদিনীপুর, হুগলি, মুর্শিদাবাদ জেলা থেকে মোট নয়জনকে হোয়াটসঅ্য়াপ ওটিপি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়। এই নয়জনকে জিজ্ঞাসাবাদ করে ওটিপি কেনাবেচার চক্র সামনে আসে বেঙ্গল এসটিএফ কর্তাদের কাছে। এরপর তদন্তে উঠে আসে ওটিপি বিক্রির মূল চক্রান্তকারীর নাম গৌরব শর্মা। তারপর পুলিসের সাহায্য়ে হিমাচল প্রদেশে গিয়ে ওই অভিযুক্ত ব্য়ক্তিকে ওটিপি কেনাবেচার অভিযোগে গ্রেফতার করা হয়। আর কারা কারা এবং কোথায় কোথায় এই বিক্রির জাল রয়েছে তা নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেঙ্গল এসটিএফ কর্তারা। 

3 months ago