Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Municipality

Siliguri: খোদ মেয়র গৌতম দেবের পাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা

ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র-সহ বোমা। কিন্তু এবার শিলিগুড়ি (Siliguri) পুরসভার খোদ মেয়র গৌতম দেবের বাড়ির ওয়ার্ড থেকেই হদিশ মিলল আগ্নেয়াস্ত্রের (firearm)। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অন্যদিকে, আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যেও। প্রশ্ন উঠছে স্থানীয়দের নিরাপত্তা নিয়েও। ঘটনায় তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিস (police)।

জানা গিয়েছে, মঙ্গলবার সকালে নালা সাফাইয়ের কাজ করছিলেন পুরকর্মীরা। এমন সময় কলেজ সংলগ্ন এলাকার একটি নালা থেকে ওই আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়। ঘটনায় তড়িঘড়ি স্থানীয় কাউন্সিলর সহ পুলিসে খবর দেওয়া হয়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে। পাশাপাশি তদন্তেও নেমেছে পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, আগ্নেয়াস্ত্রটি বহু পুরনো, মরচে ধরেছে। তবে কোথা থেকে আসল, কে বা কারা রেখেছে বা ফেলেছে, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, শিলিগুড়ি থানা এলাকায় সম্প্রতি একাধিক ঘটনা ঘটেছে। কখনও হোটেলে ঢুকে মালিককে মারধর, কখনও ছুরি চালানোর ঘটনা। এবার আগ্নেয়স্ত্র উদ্ধার। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পুলিসের ভূমিকা নিয়ে। কোথা থেকে এল সেই আগ্নেয়াস্ত্র তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। 

2 years ago
Cow: পুজো কার্নিভালে বলদের গুঁতোয় মৃত্যু! রাস্তার গরু-ষাঁড় নিয়ে বালুরঘাট পুরসভার বড় পদক্ষেপ

দুর্গাপুজো (durga puja) কার্নিভালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে (Raiganj) ষাঁড়ের তাণ্ডবে এক ব্যক্তির মৃত্যুর (death) পর, এবার দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলা প্রশাসন রাস্তায় থাকা গরু (Cow), ষাঁড়ের (bull) বিষয়ে উদ্যোগ নিতে শুরু করেছে। বালুরঘাট পুর এলাকায় গরু, ষাঁড় শুয়ে থাকার কারণে পথচারীদের বিভিন্নভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় নিত্যদিন। পাশাপাশি বেশ কিছু দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ওঠে। এবার এই সমস্ত মালিকবিহীন ষাঁড়দের এবং গরুদের রাস্তা থেকে সরাতে অভিযানে নামল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভা। 

গরু মালিক, যারা গবাদি পশুদের রাস্তায় ছেড়ে রাখেন, তাঁদের মাইকিংয়ের মাধ্যমে সচেতন করেছে বালুরঘাট পুরসভা। বলা হয়েছে, তাঁদের গরু তাঁরা যেন বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। রাস্তাঘাটে অনেক গরু, ষাঁড়ের উপদ্রব নিরসনে এবার রবিবার রাতে অভিযানে নামে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন, বন বিভাগ, বালুরঘাট পুরসভা। এদিন প্রথমেই এই সমস্ত গরুগুলিকে উদ্ধার করা হয়। এরপর সমস্ত নিয়ম মেনে এই গরু ও ষাঁড়গুলিকে খামারে রাখা হবে বলে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান জানান।

বালুরঘাটের রাস্তা স্থানীয়দের জন্য সুরক্ষিত করতেই জেলা প্রশাসন ও বালুরঘাট পুরসভার এই উদ্যোগ বলে জানান তিনি।

2 years ago
Dengue Death: ডেঙ্গিতে মৃত্যু! বাসিন্দাদের উপর দায় চাপানোর চেষ্টা পুরসভার

শনিবার ডেঙ্গিতে (Dengue) মৃত্যু (Death) হয়েছিল দক্ষিণ দমদম পুরসভার (South Dum Dum Municipality) ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দার। বছর ৪৭-এর মহুয়া রায়ের মৃত্যুর ঠিক আগে আগে গত ৬ অক্টোবর বছর ১৬-র কিশোরের মৃত্যু হয়। একই পুরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সায়ন হালদার নাম ওই কিশোরের। ডেঙ্গিতে এই দুই মৃত্যুর পরেও পুরসভা মানুষের ওপর দায় চাপানোর প্রচেষ্টায় লেগে রয়েছেন বলে অভিযোগ।

তবে, এই দুই মৃত্যুর পর পুরসভার তরফে ভ্রাম্যমান গাড়ি নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে যায়। সেই ওয়ার্ড গুলিতে গিয়ে যাঁদের জ্বর রয়েছে তাঁদের শারীরিক পরীক্ষা ও রক্তের নমুনা সংগ্রহ করা হয়। রবিবার পুরসভার ৩১ নং ওয়ার্ডের নতুন পল্লী এলাকায় পৌঁছে যায় ভ্রাম্যমান গাড়ি। সেই অঞ্চলের একটি সরকারি বিদ্যালয় ক্যাম্পের মাধ্যমে মানুষের শারীরিক পরীক্ষা ও রক্তে নমুনা সংগ্রহ করা হয়।

যদিও ওই ওয়ার্ডেরই বিভিন্ন অংশে দেখা যায় জল জমে রয়েছে। কোনও রকম পরিষ্কারের কোন উদ্যোগ নেই পুরকর্মীদের। এদিন পৌর এলাকায় ডেঙ্গি বেড়ে যাওয়া নিয়ে পুরপরিষদ স্বাস্থ্য সঞ্জয় দাস জানান, তাঁরা অনেক আগে থেকেই ডেঙ্গি অভিযানে নেমেছেন। কিন্তু মানুষ সচেতন না। একই বক্তব্য শোনা যায় ওয়ার্ড-এর কাউন্সিলর প্রফুল্ল রঞ্জন সরকারের মুখে। কার্যত মানুষের ওপরই দায় চাপানোর চেষ্টায় রয়েছেন পুরসভা। যদিও পুরসভার এই ভ্রাম্যমান গাড়ি নিয়ে ঘুরে বেড়ানোকে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব।

2 years ago


Soumendu: জিজ্ঞাসাবাদের সময় বাড়ির খাবার খেতে দেয়নি পুলিস, অনাহারে ছিলেন সৌমেন্দু: আইনজীবী

কাঁথি পুরসভার (Contai Municipality) ফাইল মিসিং মামলায় (File Missing Case) সোমবার প্রায় ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikary)। শুক্রবারও তাঁকে তলব করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা (Bengal Police)। তিনি জানান, শুক্রবার কাঁথির এক কলেজের মামলায় তাঁকে তলব করেছে পুলিস। এদিন শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীর আইনজীবী সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক অভিযোগ করেন। তিনি জানান, তাঁর মক্কেলকে বাড়ির খাবার খেতে দেওয়া হয়নি। দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়েছিল। যে সময় তদন্তকারীরা উপস্থিত ছিলেন না, সে সময় বই বা খবরের কাগজও পড়তে দেওয়া হয়নি সৌমেন্দু অধিকারীকে। উল্লেখ্য, কাঁথি পুরসভায় সারদা মামলা সংক্রান্ত একটি ফাইল মিসিংয়ের অভিযোগ দায়ের করেন বর্তমান পুরপ্রধান সুবল মান্না। কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান হিসেবে তাই শুভেন্দুর অধিকারীর ভাইকে তলব করে জিজ্ঞাসাবাদ করে পুলিস।

সৌমেন্দু অধিকারীকে অভুক্ত রাখা হয়েছিল। বাড়ির খাবার খেতে দেওয়া হয়নি। এই বিষয়ে সৌমেন্দু অধিকারী জানান, এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমে কিছু বলতে চান না। আইনের মধ্যে থেকে যা করার তদন্তকারীরা করেছেন। তবে একটা দীর্ঘ সময় তাঁকে থানায় বসিয়ে রাখা হলেও বই বা খবরের কাগজ পড়তে দেওয়া হয়নি। এই অভিযোগ করেছেন সৌমেন্দুও।

তিনি বলেন, 'পুলিসের এই পদক্ষেপের কথা কোর্টকে অবগত করা হবে।' ফাইল মিসিং সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে সৌমেন্দু জানান, ২০২০-র ডিসেম্বরে আমাকে পুরসভার পুর প্রশাসকমণ্ডলীর (বিওএ) প্রধান পদ থেকে অপসারণ করা হয়েছিল। আর ফাইল মিসিং সংক্রান্ত অভিযোগ জমা পড়েছে চলতি বছর জুনে। অর্থাৎ এক বছর ছয় মাস ধরে অভিযোগ হয়েছে। যিনি অভিযোগ করেছেন, আমার পর তিনিও বিওএ-র প্রধান ছিলেন। গত এক বছর ছয় মাসে (পড়ুন জুন, ২০২৩ পর্যন্ত) আরও অনেকে প্রশাসক মণ্ডলীর প্রধান হয়েছেন। তাই আদালত বিচার করবে, মানুষ বিচার করবে।'

2 years ago
Agitation: ভাড়াবৃদ্ধির প্রতিবাদে নন্দীগ্রামে ফেরিঘাটের গেট বন্ধ রেখে বিক্ষোভ! অসহায় অপেক্ষায় নিত্যযাত্রীরা

মহাষষ্ঠীর সকালেই নন্দীগ্রাম (Nandigram)-হলদিয়া (Haldia) ফেরির ভাড়াবৃদ্ধির প্রতিবাদে ফেরি বন্ধ করে আন্দোলন শুরু যাত্রী কমিটির। পরিষেবা (service) বন্ধ হওয়ায় সকাল থেকেই উত্তেজনা এলাকায়। বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে ফেরি পরিষেবায়। যাত্রী পিছু ২ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ। বেড়েছে মোটর সাইকেল-সহ নানা যান-পরিবহণের ভাড়াও। তার প্রতিবাদেই ফেরিঘাটের গেট বন্ধ করে আন্দোলন চলে। ষষ্ঠীর সকাল ৭টা থেকেই চলছে আন্দোলন। বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল চেয়ারম্যান পীযুষ ভূঙ্যাও। সঙ্গেই ছিলেন ফেরি চলাচল বন্ধ থাকায় সমস্যায় দুইপাড়ের বাসিন্দারা।

প্রসঙ্গত, হলদি নদীর উপর এই ফেরি পরিষেবার দায়িত্বে রয়েছে হলদিয়া পুরসভা (Haldia Municipality)। তারা একটি সংস্থাকে সেটি ইজারা দিয়েছে। ফেরিঘাটের ইজারাপ্রাপ্ত সেই কর্তৃপক্ষের দাবি, পুরসভার অনুমতি নিয়েই ভাড়া বাড়ানো হয়েছে। তারপরও কেন বিক্ষোভ?

আন্দোলনকারীদের বক্তব্য, দেড় মাস আগে ভাড়া বাড়ানোর একটি প্রক্রিয়া শুরু হয়েছিল। তখন পুরসভা বিষয়টি থেকে পিছু হঠে। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, সে সময় বলা হয়েছিল নন্দীগ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেই ভাড়া ঠিক করা হবে। কিন্তু সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ। কথাবার্তা কিছু না বলে আজ সকাল থেকেই বর্ধিত ভাড়া নেওয়া শুরু হয়। ভাড়ার তালিকাও তৈরি করে দেওয়া হয়েছে। তারই প্রতিবাদে নন্দীগ্রামের কেন্দামারী ফেরিঘাট থেকে আন্দোলন শুরু হয়।

শাসকদলের একাধিক নেতারও বক্তব্য, আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। এই মুহূর্তে প্রশাসনিক স্তরে দফায় দফায় আলোচনা চলছে। বেলা বাড়তেই পুলিস (police) এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পরবর্তীকালে কী সিদ্ধান্ত হবে, সেটার দিকেই অপেক্ষা করে অনেকে। তবে পুলিসের হস্তক্ষেপে এই বিক্ষোভ উঠে যায়। চালু হয় ফেরি চলাচল।

2 years ago


Habra: এসএসসি দিয়েও মেলেনি চাকরি, পুরসভার জঞ্জাল সাফাইকর্মীদের সুপারভাইজার ইতিহাসে এমএ গোবিন্দ

শিক্ষক (teacher) হওয়ার স্বপ্ন নিয়ে ইতিহাসে অনার্স করে এমএ (MA in History)। বর্তমানে ২০২ টাকা রোজে পুরসভার সাফাই কর্মীদের সুপারভাইজার (Supervisor) হিসেবে কাজ করছেন হাবরার (Habra) ওই যুবক। একাধিকবার এসএসসি (SSC) পরীক্ষা দিয়েও মেলেনি চাকরি (job)।

জানা যায়, ইতিহাস নিয়ে এমএ পাস করেছেন হাবড়ার আশুতোষ কলোনির বাসিন্দা বছর ৪৩ এর গোবিন্দ সাহা। এরমধ্যে কয়েকবার এসএসসি, প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা, খাদ্য বিভাগের চাকরির জন্য পরীক্ষা সবই দিয়েছেন। কিন্তু ভাগ্যে জোটেনি একটিও চাকরি। বর্তমান সময়ে যখন চাকরির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বেনিয়ম, পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়া অথচ যোগ্য চাকরি প্রার্থীরা চাকরি পাচ্ছে না এমন প্রশ্ন উঠতে শুরু করেছে। তখন ইতিহাস নিয়ে এমএ পাস করা বর্তমানে ওই যুবক ২০২ টাকার দিনমজুরিতে জঞ্জাল সাফাইয়ের কাজ করছেন। গোবিন্দর মতে, সঠিক নিয়োগ হলে তিনি হয়তো তাঁর চাকরিটা পেয়ে যেতেন। স্বপ্ন দেখতেন একজন শিক্ষক হবেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে পারতেন।

বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী ও দশ বছরের একটি ছেলে রয়েছে। তাই সংসারের হাল ধরতে চাকরি না পাওয়া উচ্চ শিক্ষিত গোবিন্দ প্রতিদিন সকাল হলেই হাবড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে জঞ্জাল সাফাইয়ের দেখাশোনার কাজে নেমে পড়েন। মাঝেমধ্যে নিজেও জঞ্জাল সাফাইয়ে ও বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহের কাজে হাত লাগান। রাস্তার পাশে প্রয়োজনে ব্লিচিং ছড়ানো সবই করেন তিনি। সামনে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। তবে গোবিন্দের মুখে হাসি নেই, কারণ সপ্তাহে চারটে রবিবার বাদ দিলে প্রতিদিন কাজ করার পর তাঁর মেরে কেটে মাসিক আয় হাজার পাঁচেক টাকা। তা দিয়ে সংসার চালাবেন, না ছেলের পড়াশোনা করাবেন, না ছোটখাটো শখ পূরণ করবেন, ভেবেই পান না গোবিন্দ।

বিজেপির স্থানীয় নেতা অবশ্য বলছেন রাজ্যের কর্মসংস্থান এমন অবস্থায় ঠেকেছে যে একজন এমএ পাস যুবককেও জঞ্জাল সাফাইয়ের কাজ করতে হচ্ছে। এমন কাম্য নয়।

এবিষয়ে হাবরা পুরসভার পুরপ্রধান বলেন, পারিশ্রমিক কম থাকলেও সুপারভাইজারের কাজ সম্মানজনক। তাঁর যোগ্যতা থাকলে নিশ্চয়ই তিনি ভালো পরীক্ষায় বসে চাকরি পাবেন।

2 years ago
Bidyut: পুরসভার ড্রাইভার বিদ্যুতের ৩৩ কোটির সম্পত্তি? অনুব্রত ঘনিষ্ঠের এই উত্থানে হতবাক স্থানীয়রা

মাত্র দু'বছরে বোলপুরে একাধিক সম্পত্তির মালিক অনুব্রতর (Anubrata Mandal) 'পোষ্য পুত্র' হিসেবে পরিচিত বিদুৎবরণ গায়েন (Bidyut Gayen)। ২০২০-২১ সালের মধ্যে বোলপুরে (Bolpur) ৫৬০ কাঠা জমি কিনেছেন বিদুৎ। যার আনুমানিক বাজার মূল্য ৩৩ কোটি টাকার বেশি। একজন পুরসভার (Bolpur Municipality) ড্রাইভারের এত সম্পত্তি দেখে হতবাক সাধারণ মানুষ! কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎ গায়েনের এমনই সম্পত্তির তথ্য নাকি পাওয়া গিয়েছে সরকারি খাতায়।

সরকারি অফিসের তথ্য বলছে বোলপুরে বিদ্যুতের মোট জমি ৭২টি। যা প্রায় ৫৬০ কাঠা, কাঠা প্রতি এই জমির মূল্য যদি ৬ লক্ষ টাকাও ধরা হয়, তাহলে এই সম্পত্তির পরিমাণ ৩৩ কোটির বেশি। বোলপুরের কালিকাপুর মৌজাতেই ৫৭টি জমি রয়েছে বিদ্যুতের। এই মৌজা এলাকাতেই বাড়ি বিদ্যুৎ গায়েনের, পাশাপাশি অনুব্রত মণ্ডলের বাড়িও এই মৌজাতেই।। এছাড়াও, বোলপুর মৌজায় রয়েছে ২টি জমি, সুরুল মৌজায় ২টি জমি, বল্লভপুর মৌজায় ৭টি জমি, কংকালীতলা মৌজায় ৪টি জমি।

সরকারি তথ্য বলছে, ২০২০-২১ সালেই কেনা হয়েছিল এই সমস্ত জমি। পাশাপাশি সিবিআইয়ের তথ্য অনুযায়ী অনুব্রত কন্যা সুকন্যার দু'টি কোম্পানিরও অন্যতম ডিরেক্টর হিসাবে রয়েছে এই বিদ্যুৎ।

এদিকে, বিদ্যুৎ বরণের বাড়ির সামনে পড়ে রয়েছে ব্যাংক একাউন্টের নথি। তাঁর বাবা পঞ্চানন গায়েনের নামে থাকা একাউন্টের নথি হদিশ বাড়ির সামনে। ব্যাংক চেক, ক্যান্সেল চেক, ব্যাংকে টাকা জমা দেওয়ার স্লিপ পড়ে রয়েছে বাড়ির সামনে ড্রেনের উপর। সব নথি ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ব্যাঙ্কের নথি এভাবে ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে কেন? তাহলে ব্যাংকের তথ্য গোপন করার চেষ্টা?

2 years ago
Anubrata: সকাল থেকে বোলপুরে অনুব্রতর চার ঘনিষ্ঠের বাড়িতে সিবিআই, আটক এক কাউন্সিলর

বুধবার সকাল থেকেই বোলপুরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ চার জনের বাড়িতে সিবিআই (cbi) তল্লাশি। গোরু পাচারে তছরূপ হওয়া বিপুল টাকার হদিশ পেতেই কেন্দ্রীয় সংস্থার এই তল্লাশি। এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ২৪টি সম্পত্তির নথি হাতে পেয়েছে সিবিআই। ২৬টি সম্পত্তি মেয়ে সুকন্যা মণ্ডলের নামে আর ৫টি ছবি মণ্ডলের নামে। পাশাপাশি বোলপুর (Bolpur) পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে সিবিআই। তাঁর ব্যবহার করা গাড়ির নথি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। যদিও এখনো পর্যন্ত আয়কর রিটার্ন সংক্রান্ত নথি সিবিআইকে দিতে পারেননি কাউন্সিলর।

তাঁর হিসেবরক্ষক বা অ্যাকাউন্টেন্ট কয়েকদিন ধরে এলাকায় নেই। তাই কোনও নথি দিতে পারছেন না বিশ্বজ্যোতিবাবু। বাড়িতেই চলছে তাঁর জিজ্ঞাসাবাদ। পাশাপাশি চলতি মাসেই একবার অনুব্রত মণ্ডলের চাটার্ড অ্যাকাউন্টেন্ট মনীশ কোঠারির বাড়িতেও সিবিআই। পাশাপাশি এখনও পর্যন্ত তদন্তে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ মহল মিলিয়ে ১৬২টি সম্পত্তি চিহ্নিত করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল এবং ছবি মণ্ডল ছাড়াও কমলকান্তি ঘোষ, রাজা ঘোষ, পারমিতা ঘোষ, বিদ্যুৎ গায়েন, মহুয়া গায়েন, অনসূয়া গায়েনের নামেও মিলেছে সম্পত্তির হদিশ।

পাশাপাশি কাউন্সিলর ঘনিষ্ঠ এক এবং অনুব্রত ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর বাড়িতে চলছে সিবিআই তল্লাশি। অপরদিকে, গরুপাচার অভিযোগে সিবিআই স্ক্যানারে অনুব্রত মণ্ডল। সিবিআই এড়াতে চেষ্টা কিছু কম করেননি। অসুস্থতার কথা বলেছিলেন বারবার। কিন্তু কিছুতেই ভোলানো যায়নি আদালতকে। অবশেষে জেল হেফাজতে অনুব্রত মণ্ডল। বীরভূম এখন বদলেছে অনেকটাই। যারা এতদিন মুখ খুলতে পারেনি অজানা আশঙ্কায়। 

তারা এখন মুখ খুলছে কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে। কেষ্ট ঘনিষ্ঠদের কাছ থেকে উদ্ধার হচ্ছে কুবেরের সম্পত্তি। জেলের ওপারে বসে প্রথম প্রথম মনমরা থাকলেও, দলের সুপ্রিমো সঙ্গে আছে দেখে ফের স্ব মহিমায় অনুব্রত মণ্ডল। একই জেলে রয়েছে সহচর সায়গল। দুজনকে পাশাপাশি বসিয়ে জেরা করার জন্য আসানসোল সংশোধনাগারে এলো সিবিআই আধিকারিকরা। তদন্তে সহযোগিতা করলেন না অনুব্রত।


2 years ago


Bongaon: বনগাঁয় পুরসভার উপনির্বাচনে বিজেপি বিধায়ককে মারধরের অভিযোগ, সরগরম এলাকা

আজ পুরসভার উপ নির্বাচন বেশ কিছু জায়গায়। তবে এই নির্বাচনকে ঘিরেই উত্তপ্ত বনগাঁ (Bonga)। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে (BJP MLA Swapan Majumder) মারধর করার ছবি প্রকাশ্যে। স্বপন মজুমদারের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকেও মারধর করার অভিযোগ। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিসবাহিনী (police)। ঘটনায় নেতৃত্ব দিতে দেখা যায় বনগাঁ পুরসভার তৃণমূল কাউন্সিলর নারায়ণ ঘোষকে।

অন্যদিকে, বনগাঁ ১৪ নম্বর ওয়ার্ডের উপর নির্বাচনে কবি কেশবলাল বিদ্যাপীঠের সামনে হঠাৎই উত্তেজনার সৃষ্টি হয়। পাপাই রাহা নামে তৃণমূল প্রার্থীর দাবি, বিজেপির পক্ষ থেকে বাইরের লোক নিয়ে আসা হয়েছে। এখানে এমএলএ এসেছেন, এমএলএ-র সঙ্গে আরও কিছু বাইরের লোক এসেছে ভোট করানোর জন্য, এমনটাই বলছেন তৃণমূল প্রার্থী। কিন্তু পাল্টা বিজেপি বিধায়ক অশোক কীর্তন বলেন, "আমি ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি আসতেই পারি।"

সকাল থেকেই বেশ সরগরম হয়ে ওঠে এলাকা। তারপরেই কুইক রেস্পন্স টিম এসে পরিস্থিতি সামাল দেয়। যারা ভোটার একমাত্র তাদেরকেই ভোটদান কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। বাকিদের বুথ ও এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়। সব মিলিয়ে নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বনগাঁ।

2 years ago
Death: কলকাতার পর এবার হাওড়া, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত যুবক, পুর পরিষেবায় ক্ষোভ স্থানীয়দের

ফের উদ্বেগ বাড়াছে ডেঙ্গু (Dengue)। মাঝ বর্ষায় হাওড়ায় ডেঙ্গুতে মৃত্যু (death) এক যুবকের। হাওড়া (Howrah) কর্পোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। এই এলাকায় ডেঙ্গু ছড়ালেও পুর পরিষেবার বিষয়ে বিস্তর অভিযোগ ও ক্ষোভ স্থানীয়দের।

জানা যায়, মৃত ২২ বছরের মিলন রিত। হাওড়া পুরসভার ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ওই যুবক গত ১৪-ই অগাস্ট জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। একদিন পার হতে না হতেই ১৫-ই অগাস্ট সোমবার তাঁর মৃত্যু হয়েছে। এই মরসুমে হাওড়া পুর এলাকায় এই প্রথম ডেঙ্গুতে আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটেছে।

তবে অন্যদিকে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী গত তিন সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করেছেন। একইসঙ্গে এলাকাবাসীদের একরাশ ক্ষোভ ও অভিযোগ কর্পোরেশনের বিরুদ্ধে। এলাকায় মশা দমনে এতদিন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি অভিযোগ তুলে সরব স্থানীয়রা।

2 years ago


Viral: 'পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার, কেটে বাদ দিয়েছে দল', বিস্ফোরক নিউ ব্যারাকপুরের পুরপ্রধান

পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধানের। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ক্যানসার (cancer) বলে সম্বোধন নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার। সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল হওয়া এক ভিডিও, তাতে দেখা যাচ্ছে নিউ বারাকপুর (New Barrackpore) পুরসভার পুরপ্রধানের এমন মন্তব্য ঘিরেই শোরগোল পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ ডিজিটাল। 

প্রসঙ্গত, আগামী ২৮ শে অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর সেই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নিউ ব্যারাকপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা করা হয়। সেই মঞ্চেই পুর চেয়ারম্যান প্রবীর সাহার মন্তব্য ঘিরেই শুরু হয়েছে শোরগোল। তিনি সেদিন সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "চায়ের দোকানে তোলপাড় করে লাভ নেই। পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছে তৃণমূল তাকে কেটে বাদ দিয়ে দিয়েছে। শরীরের কোনও অংশে ক্যান্সার হলে কেটে বাদ দিয়ে দিতে হয়। পার্থ চট্টোপাধ্যায় সেই ক্যান্সার, তাই দল বাদ দিয়ে দিয়েছে। দল দলের মত চলছে।

ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্যালকাটা নিউজ ডিজিটাল

প্রসঙ্গত, তৃণমূল প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরই অস্বস্তিতে শাসক দল। এরপরই তৃণমূলে তাঁর সব পদ থেকে অপসারিত করা হয়েছে। মমতা ক্যাবিনেট থেকেও সরানো হয়েছে তাঁকে।

2 years ago