
ইতিহাস গড়ার একদিন আগেই শেষ হল যাত্রা। চাঁদের (Moon) মাটিতে অবতরণের আগেই ভেঙে পড়ল রুশ মহাকাশযান 'লুনা ২৫' (Luna 25 Crashed)। ফলে প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয়ের স্বপ্ন শেষ রাশিয়ার (Russia)। রুশ মহাকাশ সংস্থা রসকসমস রবিবার এই খবর জানিয়েছে। বেপরোয়া গতির জেরেই মহাশূন্যে দুর্ঘটনা? লুনা ২৫-র ভেঙে পড়ার খবর প্রকাশ্যে আসতেই উঠেছে নানা প্রশ্ন। যদিও রসকসমসের পক্ষ থেকে জানানো হয়, শেষ মুহূর্তে লুনায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে।
সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ান যানের। ৪৭ বছর পর রাশিয়া ফের চন্দ্র অভিযানে নেমেছিল। কিন্ত স্বপ্ন অধরাই রয়ে গেল। রসকসমসের তরফে পেশ করা দু’লাইনের বিবৃতিতে বলা হয়েছিল, ‘অবতরণের আগে লুনাকে অন্তিম কক্ষপথে ঠেলতে গিয়ে জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে চন্দ্রযানটির স্বয়ংক্রিয় স্টেশনে। ফলে এই পরিস্থিতিতে যানটি অবতরণের জন্য প্রয়োজনীয় কিছু কাজ করা সম্ভব হচ্ছে না।’
এদিকে, আগামী ২৩ অগাস্ট বুধবার চাঁদের বুকে অবতরণ করতে চলেছে ভারতের চন্দ্রযান ৩। আর এরপরেই এই মহাকাশযান চাঁদে নেমে একাধিক পরীক্ষা চালাবে। সব ঠিক থাকলে চাঁদের বুকে সফট ল্যান্ডিং হওয়ার কথা বিক্রমের। চাঁদের কাছাকাছি পৌঁছে যাওয়ায় সফট ল্যান্ডিংয়ের জন্য বেগ কমাতে শুক্রবার প্রথম ডিবুস্টিং প্রক্রিয়া শুরু করে বিক্রম। ইসরোর প্রাক্তন প্রধান জানিয়েছেন, বিক্রম নামের ল্যান্ডারটি স্বয়ংক্রিয় মোডে চলে গিয়েছে।
বৃহস্পতিবারই ইসরো (ISRO) সূত্রে জানা গিয়ছিল, 'প্রোপালশন মডিউল' থেকে সফলভাবে বিচ্ছিন্ন হয়েছে 'ল্যান্ডার মডিউল' (Lander Module)। ফলে বর্তমানে চাঁদের উদ্দেশে একাই ছুটে চলেছে 'ল্যান্ডার বিক্রম'। আর এর মধ্যেই প্রকাশ্যে আসল চাঁদের কিছু চোখধাঁধানো ছবি। যা দেখে হুঁশ উড়ল মানুষের। এর আগেও একাধিক ছবি তুলেছিল চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। কিন্তু এবারে আগের তুলনায় আরও স্পষ্ট ছবি পাঠিয়েছে চন্দ্রযান ৩। আর সেগুলোই দুটি ভিডিও-র আকারে শেয়ার করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো।
সূত্রের চন্দ্রযান ৩-এর তোলা ছবিগুলো ১৫ অগাস্টের। অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন মহাকাশযানটি চাঁদের খুব কাছে গিয়ে একাধিক ছবি তুলেছে। আবার কিছু ছবি ১৭ অগাস্টও তুলেছে। জানা গিয়েছে, চাঁদের এই ছবিগুলো তুলেছে ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা (Lander Position Detection Camera)। ছবিগুলোতে দেখা যাচ্ছে, ধূসর রংয়ের 'চাঁদমামা' ও তার এবড়ো-খেবড়ো পৃষ্ঠ। এর গহ্বরগুলোও স্পষ্ট এসেছে ছবিতে। তবে ছবিগুলো ১৫ অগাস্ট ১৭ অগাস্ট তোলা হলেও এগুলো আজ অর্থাৎ ১৮ অগাস্ট শেয়ার করেছে ইসরো। আবার তারা ছবিগুলোকে ভিডিও আকারে প্রকাশ্যে এনেছে। যা দেখে আপনার মন জুড়িয়ে যাবে।
১৭ অগাস্টের তোলা ছবিতে প্রথমেই দেখা গিয়েছে লুনার ইমপ্যাক্ট ক্রেটার 'ফ্যাবরি'। তার পর ধীরে ধীরে দেখা গিয়েছে, 'জর্ডানো ব্রুনো', 'হার্খেবি জে'-এর মতো একের পর এক চেনা গহ্বর। বিশাল চন্দ্রপৃষ্ঠের সামনে পৃথিবীকে দেখাচ্ছে একটি ছোট্ট দানার মতো। জানা গিয়েছে, প্রোপালশন মডিউল থেকে ল্যান্ডার মডিউল বিচ্ছিন্ন হওয়ার ঠিক পরেই এই ছবিগুলো তুলেছে ল্যান্ডার বিক্রম-এ লাগানো ক্যামেরা।
চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চাঁদের শেষ কক্ষপথ পরিবর্তন করার ধাপও অতিক্রম করল চন্দ্রযান ৩। এবারে শুধু চাঁদের বুকে সফট ল্যান্ডিং করার পালা। ফলে আজ অর্থাৎ ১৬ অগাস্ট দিনটিকে চন্দ্রযান ৩-এর জন্য একরকমের পরীক্ষার দিন বলা চলে। কারণ এদিনই চাঁদের পাঁচ নম্বর কক্ষপথ পরিবর্তন সম্পূর্ণ করল মহাকাশযানটি। ইসরো সূত্রে খবর, ১৭ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবারও আরও এক গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যা সফল হলেই ইতিহাস তৈরি করার পথে এক ধাপ এগিয়ে যাবে ইসরো। জানা গিয়েছে, আগামীকাল চন্দ্রযান ৩ মডিউল থেকে ল্যান্ডার বিক্রম আলাদা হতে চলেছে।
ইসরো সূত্রে খবর, সকাল সাড়ে ৮ টা নাগাদ চন্দ্রযান ৩ চাঁদের কক্ষপথ পরিবর্তন করা সম্পূর্ণ করেছে। বর্তমানে এটি ১৫৩ কিমি X ১৬৩ কিমি দূরত্বে অবস্থান করছে। এবারে চন্দ্রযান ৩-এর থেকে ল্যান্ডার আলাদা হওয়ার অপেক্ষায় ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো সূত্রে খবর, আগামী ১৭ অগাস্ট, প্রপালশন মডিউল থেকে পৃথক হয়ে যাবে ল্যান্ডার মডিউল। সহজ কথায়, চন্দ্রযান ৩ থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার 'বিক্রম'। তারপর ২৩ অগাস্ট পালকের মতো হালকা স্পর্শে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩। শেষে ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের দক্ষিণ মেরুতে নামানো হবে চন্দ্রযান ৩ কে। সব ঠিক থাকলে ২৩ অগাস্ট ৫টা ৪৭ মিনিটে চাঁদের বুকে নামবে ল্যান্ডার।
দক্ষিণ মেরুতে অবতরণ করলেই সৃষ্টি হবে ইতিহাস। কিন্তু অন্যদিকে রাশিয়ার 'লুনা ২৫' চাঁদের দক্ষিণ মেরুতে নামার পথে রয়েছে। জানা গিয়েছে, 'লুনা ২৫' ২১ অগাস্ট চন্দ্রপৃষ্ঠ ছুঁতে চলেছে। ফলে এখন এটাই দেখার যে, কে প্রথমে চাঁদের মাটি ছুঁতে সফল হবে।
চাঁদের আরও কাছে ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চাঁদের বুকে নামতে এখন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মাত্র ১৭৭ কিমি পথ পার করলেই চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে চন্দ্রযান ৩। ইসরো সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার আরও একটি চাঁদের কক্ষপথ ঘোরা সম্পূর্ণ করেছে চন্দ্রযান ৩। এরপর ১৬ অগাস্ট ফের একবার চাঁদের কক্ষপথ পরিবর্তন করবে মহাকাশযানটি।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 14, 2023
Orbit circularisation phase commences
Precise maneuvre performed today has achieved a near-circular orbit of 150 km x 177 km
The next operation is planned for August 16, 2023, around 0830 Hrs. IST pic.twitter.com/LlU6oCcOOb
ইসরো সূত্রে খবর, সোমবার আজ অর্থাৎ সোমবার সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে চাঁদের আরও একটি কক্ষপথ সফলভাবে ঘোরা সম্পূর্ণ করেছে। এরপর আগামী ১৬ অগাস্ট সকাল সাড়ে ৮টা নাগাদ ফের এক কক্ষপথ পরিবর্তন করবে চন্দ্রযান ৩। বর্তমানে মহাকাশযানটি ১৫০ কিমি X ১৭৭ কিমি দূরের কক্ষপথে রয়েছে। ফলে আর মাত্র কয়েকদিনের মধ্যেই চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করতে চলেছে ল্যান্ডার বিক্রম। জানা গিয়েছে, চাঁদের আর মাত্র দুটি কক্ষপথ পরিবর্তন করা বাকি রয়েছে। আর এই ধাপ অতিক্রম করলেই এই ইতিহাস গড়বে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে প্রথমবারের জন্য অবতরণ করে এই রেকর্ড গড়ার পথে ইসরো। ফলে সেই দিনটিই দেখার অপেক্ষোয় বিশ্ববাসী।
৯ অগাস্ট চাঁদের দ্বিতীয় কক্ষপথ ঘোরা সম্পূর্ণ করেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। এই খুশির খবর বুধবারই দিয়েছেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা। এবারে চাঁদের তৃতীয় কক্ষপথে যাওয়ার পথেই আরও এক ছবি তুলেছে মহাকাশযানটি। এই ছবিতে চাঁদের এক একটি গহ্বর স্পষ্ট, সেখানকার এবড়ো-খেবড়ো চন্দ্রপৃষ্ঠও স্পষ্ট। এর আগেও চাঁদের এক ছবি তুলেছিল মহাকাশযানটি। কিন্তু এবারের ছবিটি আরও কাছ থেকে তোলা ও অনেক বেশি স্পষ্ট ও উজ্জ্বল। চন্দ্রযানের তোলা ছবিটি ইসরো তার টুইটে শেয়ার করেছে। শেয়ার করা হয়েছে পৃথিবীর ছবিও।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 10, 2023
🌎 viewed by
Lander Imager (LI) Camera
on the day of the launch
&
🌖 imaged by
Lander Horizontal Velocity Camera (LHVC)
a day after the Lunar Orbit Insertion
LI & LHV cameras are developed by SAC & LEOS, respectively https://t.co/tKlKjieQJS… pic.twitter.com/6QISmdsdRS
ইসরো সূত্রে খবর, চন্দ্রযান ৩-এ থাকা 'ল্যান্ডার হোরাইজোনটাল ভেলোসিটি ক্যামেরা'র মাধ্যমে চাঁদের এই ছবি তোলা হয়েছে। জানা গিয়েছে, এই ক্যামেরাটি ও ক্যামেরার 'ল্যান্ডার ইমেজার'টি আহমেদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার ও বেঙ্গালুরুর ল্যাবরেটরি ফর ইলেকট্রো-অপটিকস সিস্টেম তৈরি করেছে। এই ল্যান্ডার ইমেজারটি শুধুমাত্র চাঁদের এই চোখধাঁধানো ছবিটিই তোলেনি। তার আগে ১৪ অগাস্ট চন্দ্রযান ৩ উৎক্ষেপণর পরই পৃথিবীর ছবিও তুলেছিল। ফলে চাঁদ ও পৃথিবীর জোড়া ছবি প্রকাশ্যে আনল ইসরো।
এবারে ক্যামেরাবন্দি করেছে ধূসর গোলকের এই চোখধাঁধানো ছবি। এই ছবিতে যেমন স্পষ্ট চাঁদের জমি, তেমনই দেখা যাচ্ছে গভীর গহ্বরগুলো। ইসরো সেগুলোর নামকরণও করেছে। চন্দ্রযান থেকে পাঠানো ছবিগুলো টুইটে শেয়ার করেছে ইসরো। সেই ছবিতেই গহ্বরগুলো চিহ্নিত করেছেন ইসরোর বিজ্ঞানীরা। অন্যদিকে শেয়ার করা আরেকটি ছবিতে দেখা যাচ্ছে পৃথিবীর নীলাভ বর্ণ।
এখন আরও কাছে চাঁদ (Moon)। আজ অর্থাৎ বুধবার এমনটাই জানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। ইসরো সূত্রে খবর, চাঁদের প্রথম কক্ষপথ প্রদক্ষিণ করার পর এবারে দ্বিতীয় কক্ষপথও ঘোরা সম্পূর্ণ করল চন্দ্রযান ৩। ফলে এবারে অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার। আর কিছুদিন পরই ফের এক কক্ষপথ ঘোরা সম্পূর্ণ করে অবশেষে চাঁদের বুকে নামবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম।
Getting ever closer to the moon!
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 9, 2023
The #Chandrayaan3 spacecraft successfully underwent a planned orbit reduction maneuver. The retrofiring of engines brought it closer to the Moon's surface, now to 174 km x 1437 km.
The next operation to further reduce the orbit is scheduled for… pic.twitter.com/vCTnVIMZ4R
ইসরো সূত্রে খবর, ম্যানুভারিংয়ের মাধ্যমে কক্ষপথ থেকে চাঁদের দিকে নীচে নামতে থাকবে। আর সেই 'লোয়ারিং ম্যুনুভারিং'-এর প্রথম ধাপ সম্পন্ন হয়েছিল গত ৫ অগাস্ট। আর আজ দ্বিতীয় ধাপে চাঁদের আরও কাছে চলে এসেছে চন্দ্রযান ৩। আজ বেলা ১টা নাগাদ চাঁদের কক্ষপথে দ্বিতীয় ম্যানুভারিং সম্পন্ন হয়। বর্তমানে এটি চাঁদের থেকে সর্বনিম্ন ১৭৪ কিমি এবং সর্বোচ্চ ১৪৩৭ কিমি দূরত্বে নির্দিষ্ট কক্ষপথে রয়েছে। আরও জানা গিয়েছে, আগামী ১৪ অগাস্ট ভারতীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে আরও এক ধাপ নীচে নামবে এই মহাকাশযান। ফলে বর্তমানে চাঁদের থেকে চন্দ্রযানের দূরত্ব মাত্র ১৪৩৭ কিমি।
স্বপ্নপূরণের আরও কাছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। গত শনিবার সন্ধ্যাতেই 'চাঁদের দেশে' অর্থাৎ কক্ষপথে প্রবেশ করেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। এবারে সেখানে ঢুকে পড়তেই সেখানকার প্রথম ছবি পাঠাল চন্দ্রযান ৩। চন্দ্রপৃষ্ঠে পা রাখতে এখনও দেরী আছে কিছুদিন। তবে তার আগেই চাঁদের খুব কাছে থেকেই 'চাঁদ মামা' দর্শন হয়ে গেল। চাঁদের কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছে মহাকাশযানটি। যা রবিবার প্রকাশ করা হয়েছে ইসরোর তরফে। কীরকম দেখতে লাগছে চাঁদকে তার ছবি তুলে পাঠিয়ে দিয়েছে চন্দ্রযান-৩।
The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, 2023.#ISRO pic.twitter.com/xQtVyLTu0c
— LVM3-M4/CHANDRAYAAN-3 MISSION (@chandrayaan_3) August 6, 2023
এই প্রথম এত কাছ থেকে চাঁদের চেহারা ধরা পড়ল চন্দ্রযানের ক্যামেরায়। ৪৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে ইসরো। সেখানেই দেখা যাচ্ছে, কিছুটা নীলাভ-সবুজ লাগছে চাঁদকে। গোলকের মতো দেখাচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহকে। এবড়ো খেবড়ো তার চন্দ্রপৃষ্ঠ। বেশ স্পষ্ট বৃহদাকার গহ্বরগুলিও। যেহেতু চাঁদকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান-৩ তাই চাঁদের পাশের অংশও কিছুটা ধরা পড়েছে তার ক্যামেরায়।
শনিবার চাঁদের কক্ষপথের প্রবেশ করেছে চন্দ্রযান ৩। এখনও পর্যন্ত চাঁদের যাত্রাপথের দুই তৃতীয়াংশ পার করেছে সে। ইসরোর তরফে জানানো হয়েছে, আগামী আড়াই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ চন্দ্রযানের জন্য। কারণ সব ঠিক থাকলে ২৩ তারিখ বিকেল ৫.৪৭ মিনিটে চন্দ্রযানের ঐতিহাসিক অবতরণ হতে চলেছে। ল্যান্ডার বিক্রম এই সফট ল্যান্ডিং সফল ভাবে করতে পারলেই চাঁদের বুকে এঁকে দেবে অশোক স্তম্ভ ও ইসরোর প্রতীক চিহ্ন। সৃষ্টি হবে এক নতুন ইতিহাস।
স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। শনিবার সন্ধ্যায় ৭ টা নাগাদ অবশেষে পৃথিবীর মায়া কাটিয়ে 'চাঁদের দেশে' (Moon Orbit) ঢুকে পড়ল চন্দ্রযান ৩। কোনও বাধা ছাড়াই চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে মহাকাশযানটি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাকে সুখবর জানিয়ে বার্তাও পাঠিয়েছে চন্দ্রযান ৩। জানিয়েছে, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভব করতে পারছে। এবারে শুধু চাঁদের বুকে অবতরণ করার প্রতীক্ষা।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) August 5, 2023
“MOX, ISTRAC, this is Chandrayaan-3. I am feeling lunar gravity 🌖”
🙂
Chandrayaan-3 has been successfully inserted into the lunar orbit.
A retro-burning at the Perilune was commanded from the Mission Operations Complex (MOX), ISTRAC, Bengaluru.
The next… pic.twitter.com/6T5acwiEGb
ইসরো সূত্রে খবর, এবার চাঁদের চারপাশে ১৬৬ কিমি X ১৮০৫৪ কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে চন্দ্রযান। চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর থেকেই ধীরে ধীরে গতিবেগ কমাতে শুরু করবে এটি। চাঁদের চারপাশে ৫-৬টি কক্ষপথ সম্পূর্ণ করে তা অবতরণ করবে চন্দ্রপৃষ্ঠে। এরপর ২৩ অগাস্ট সন্ধ্যা ৫টা ৪৭ মিনিট নাগাদ রোভার প্রজ্ঞানকে সফট ল্যান্ডিং করাবে ল্যান্ডার বিক্রম। ফলে এখন সবচেয়ে বড় পরীক্ষা হল প্রজ্ঞানকে নিরাপদে চাঁদে নামানো।
আর এই ল্যান্ডিং সফল হলেই তৈরি হবে এক নয়া ইতিহাস। ভারত প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে সফল হবে বলে বিশ্বাস ইসরোর। এর আগে তিনটি দেশ চাঁদের মাটিতে পা রাখলেও তারা কেউই দক্ষিণ মেরুতে নামতে পারেনি। ফলে ভারত সেই অসাধ্য সাধনের পথেই ধীরে ধীরে এগিয়ে চলেছে।
অবশেষে চাঁদের কক্ষপথে (Moon Orbit) প্রবেশ করতে চলেছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি পেরিয়ে গিয়েছে অনেক আগেই। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে বের করে লুনার ট্রান্সফার ট্র্যাজেকটরি পদ্ধতির মাধ্যমে চাঁদের দিকে ঠেলে দেওয়া হয়েছে মহাকাশযানটিকে। পৃথিবীর কক্ষপথ ছেড়ে গত ১ অগাস্ট চাঁদের দিকে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ৩। আর আজ অর্থাৎ শনিবার অবশেষে চাঁদের কক্ষপথে প্রবেশ করতে চলেছে মহাকাশযানটি। সূত্রের খবর, শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান ৩।
১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল ইসরোর এই মহাকাশযান। আজ ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান ৩। ইসরো সূত্রে খবর, চন্দ্রযান ৩ স্বাভাবিক অবস্থাতেই রয়েছে এবং চন্দ্রপৃষ্ঠে আগামী ২৩ অগাস্ট সফট ল্যান্ডিং অর্থাৎ অবতরণ করবে ল্যান্ডার এবং রোভার। ২৩ অগাস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৫ টা ৪৭ মিনিটে অবতরণ করতে চলেছে ল্যান্ডার 'বিক্রম'।
জানা গিয়েছে, আজ এই চন্দ্রযানের চাঁদের কক্ষপথে প্রবেশ করার সময় এক লুনার অরবিট ইনসারশন পরিকল্পনা করা হয়েছে। সেখানে চাঁদের কক্ষপথে থাকা একটি মহাকাশযান দেখা যাবে। এটি একটি কৌশল যা বেঙ্গালুরুর ISRO Telemetry, Tracking and Command Network (ISTRAC) থেকে পরিচালনা করা হবে। আবার, চাঁদের মাটিতে ল্যান্ডার সফলভাবে অবতরণের পর রোভার এক চন্দ্র দিন সেখানে পর্যবেক্ষণ চালাবে বলে জানিয়েছে ইসরো। এই এক চন্দ্র দিন পৃথিবীর ১৪ দিনের সমান।
স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। ইসরো (ISRO) সূত্রে খবর, পৃথিবীর চারপাশে ঘোরার কাজ সম্পূর্ণ করেছে চন্দ্রযান ৩। এবারে রওনা দিয়েছে চাঁদের উদ্দেশে। জানা গিয়েছে, মঙ্গলবার, ১ অগাস্ট পৃথিবীর কক্ষপথ একেবারে ছেড়ে চাঁদের কক্ষপথে প্রবেশ নিতে চলেছে চন্দ্রযান ৩। লুনার ট্রান্সফার ট্র্যাজেকটরি পদ্ধতির মাধ্যমে চাঁদের দিকে ঠেলে দেওয়া হয়েছে মহাকাশযানটিকে।
Chandrayaan-3 Mission:
— ISRO (@isro) July 31, 2023
Chandrayaan-3 completes its orbits around the Earth and heads towards the Moon.
A successful perigee-firing performed at ISTRAC, ISRO has injected the spacecraft into the translunar orbit.
Next stop: the Moon 🌖
As it arrives at the moon, the… pic.twitter.com/myofWitqdi
মঙ্গলবার টুইট করে ইসরো জানিয়েছে, মঙ্গলবারই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থেকে বের করিয়ে চাঁদের আকর্ষণ ক্ষেত্রের দিকে ঠেলে দেওয়া হয়েছে চন্দ্রযানটিকে। আর এটি ট্রান্সলুনার অরবিট ইনজেকশন পদ্ধতির মাধ্যমে করা হয়েছে। আর এটি করার জন্য সোমবার মধ্য়রাতেই চন্দ্রযান-৩ এর বেগবৃদ্ধি করেছিল ইসরো। জানা গিয়েছে, ১ অগাস্ট সকাল ১২টা থেকে ১টার মধ্যে চাঁদের কক্ষপথ ধরতে পারে চন্দ্রযান, এমনটাই জানিয়েছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। ইসরো থেকে আরও জানানো হয়েছে, ৫ অগাস্ট চন্দ্রযান চাঁদের কক্ষপথে প্রবেশ করতে পারে। এরপর চলতি মাসের ২৩ তারিখেই চাঁদের বুকে অবতরণ করবে ল্যান্ডার 'বিক্রম'। সফলভাবে চন্দ্রযানের ল্যান্ডার অবতরণ করতে পারে কিনা, সেদিকেই তাকিয়ে পুরো দেশবাসী।
১৪ জুলাই চাঁদের উদ্দেশে রওনা দিয়েছে ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান ৩। ফলে চন্দ্রযান ৩-এর উৎক্ষেপণের ১০ দিন পেরিয়ে গিয়েছে। জানা গিয়েছে, বর্তমানে এটি পৃথিবীর চার নম্বর কক্ষপথে রয়েছে। পাঁচ নম্বর কক্ষপথ পেরিয়ে তারপর চাঁদের কক্ষপথের দিকে রওনা দেবে চন্দ্রযান ৩।
ইসরোর তথ্য অনুযায়ী, এই মুহূর্তে ৭১৩৫১ কিমি x ২৩৩ কিমি কক্ষপথে অবস্থান করছে চন্দ্রযান ৩। তবে এখনও তা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির অধীনেই রয়েছে। পৃথিবীর টান কাটিয়ে চাঁদের দিকে যেতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে ইসরো। জানা গিয়েছে, ২৫ জুলাই দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে পৃথিবীর পাঁচ নম্বরে কক্ষপথে থাকবে চন্দ্রযান ৩।
এরপর এই কক্ষপথ পরির্তন করে এটি গতি বাড়িয়ে চাঁদের কক্ষপথের দিকে রওনা দেবে। তখন চাঁদের মাধ্যাকর্ষণ বল চন্দ্রযানকে টেনে নেবে। ফলে এই বলের অধীনে যাওয়ার আগেই পৃথিবীর কক্ষপথে ঘুরে পৃথিবীর মাধ্য়াকর্ষণকে কাজে লাগিয়ে এর গতি বৃদ্ধি করে নিচ্ছে। জানা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে ২৩ বা ২৪ অগাস্ট চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে চন্দ্রযানের ল্যান্ডার 'বিক্রম'।
সবাইকে চমকে ৯ জুলাই চুপিসারে আইনি বিয়ে সারেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Samaddar)। তাঁদের প্রেমের সম্পর্কের কথা প্রায় সবারই জানা ছিল, কিন্তু আচমকাই তাঁদের বিয়ে করতে দেখে উত্তেজিত হয়ে পড়েন তাঁদের অনুরাগীরা। তবে তাঁদের বিয়ের পর্ব শেষ, তাই এবারে একা কিছু সময় কাটাতে দু'জনেই উড়ে গেলেন উত্তরবঙ্গে। পাহাড়-জঙ্গল-নদী দিয়ে ঘেরা ডুয়ার্সে চলে গেলেন তাঁদের 'মিনি হানিমুন' কাটাতে। হ্যাঁ, শ্রুতি-স্বর্ণেন্দু তাঁদের হানিমুনকে (Honeymoon) 'মিনি হানিমুন' বলেই উল্লেখ করেছেন। আর সেখানে যেতেই একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় 'রাঙা বউ'।
শ্রুতির শেয়ার করা একাধিক ছবি-রিলস ভিডিও-তে দেখা যাচ্ছে, ডুয়ার্সে গিয়ে তাঁরা একে অপরের ভালোবাসায় মজে রয়েছেন। হানিমুনে যেতেই কখনও ছবি দিয়েছেন বিমানবন্দরের, আবার কখনও ছবি দিয়েছেন নদীর পাশে দাঁড়িয়ে। সেই নদীর পাশে দাঁড়িয়ে রিলস ভিডিও শেয়ার করেছেন তিনি। আবার কোনও ছবিতে দেখা গিয়েছে, নিজের জীবনসঙ্গীর কাঁধে মাথা রেখে ও তাঁক জড়িয়ে ধরে আদুরে ছবি।
তাঁর শেয়ার করা রিলস ভিডিও-তে দেখা গিয়েছে, এক পাহাড়ি নদীর পাশে সেই সৌন্দর্যকে উপভোগ করছেন। এরপর হানিমুনের দ্বিতীয় দিন সকাল সকাল মূর্তি নদীর উপর বানানো সেতুর উপর দাঁড়িয়ে তাঁকে রিল বানাতে দেখা গেল। তাঁর পরনে ছিল নিয়ন রঙের একটি চুড়িদার। ফলে ডুয়ার্সের শান্ত পরিবেশ, বৃষ্টিভেজা সবুজে মাখা জঙ্গল ও পাহাড়ি নদীর স্রোতে তাঁদের 'মিনি হানিমুন' যেন পরিপূর্ণ হয়ে উঠেছে।
২০১৯ সালে ইসরোর (ISRO) ব্যর্থতার পরও ফের আশায় বুক বেঁধেছেন বিজ্ঞানীরা। আর এবারে সেই আশা রেখেই চাঁদের উদ্দেশে ফের পাড়ি দিয়েছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চাঁদে অবতরণ করে সেখানকার যাবতীয় জিনিস মাটি-পাথর নিয়ে গবেষণা করা তো হবেই, আবার সেখানে ভারতের 'উপস্থিতি'ও স্থাপন করবে চন্দ্রযানের রোভার 'প্রজ্ঞান'। অর্থাৎ এটি চাঁদের মাটিতে খোদাই করে দেবে ভারতের জাতীয় প্রতীক ও ইসরোর লোগো। উল্লেখ্য, চলতি মাসের ১৪ তারিখ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান ৩। আশা করা হয়েছে, পরের মাসের অর্থাৎ অগাস্ট মাসের ২৩ বা ২৪ তারিখে চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযানের ল্যান্ডার 'বিক্রম'।
জানা গিয়েছে, ইতিমধ্যেই চন্দ্রযান ৩ পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। পেলোডও ছেড়ে দিয়েছে। এবারে শুধু চাঁদের কক্ষপথে যাওয়ার অপেক্ষা ও তারপরেই চাঁদের বুকে নামবে ল্যান্ডার বিক্রম। এর আগে ২০১৯ সালে বিক্রম সফট ল্যান্ডিং করতে পারেনি। তবে এবারে আশাবাদী বিজ্ঞানীরা। ফলে বিক্রম ল্যান্ডিং করতে পারলেই তা থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। এই প্রজ্ঞানই চাঁদের বুকে একে দেবে ভারতের জাতীয় প্রতীক অশোকস্তম্ভ ও ইসরোর লোগো।
চাঁদের বুকে প্রজ্ঞান নামার সঙ্গে সঙ্গে চাঁদের মাটি-নুড়ি-পাথর-গহ্বর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা তো করবেই, এর পাশাপাশি যে জায়গা দিয়ে প্রজ্ঞান যাবে, সেখানে স্থাপন করবে ইসরোর লোগো ও অশোকস্তম্ভ।
ফের এক ইতিহাস গড়ার পথে ভারত। এবারে ফের চাঁদে পাড়ি দেওয়ার জন্য প্রস্ততি নিচ্ছে ইসরো (ISRO)। ইসরো সূত্রে খবর, চলতি মাসের ১৪ তারিখ চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান ৩ (Chandrayaan-3)। এর আগে ২০১৯ সালে চন্দ্রযান (Moon Mission) চাঁদের উদ্দেশে পাঠানো হয়েছিল, তবে সেবার সফল হতে পারেনি। ফলে এবারে ফের এই উদ্যোগ নিয়েছে ইসরো। ফলে এবারে চাঁদের মাটিতে ইসরোর চন্দ্রযান পৌঁছতে সফল হলে এক নতুন নজির গড়ে তুলবে, তা বলাই বাহুল্য।
বৃহস্পতিবার ইসরোর তরফে জানানো হয়েছে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের সবচেয়ে ভারী লঞ্চ ভেহিকেল এলভিএম৩ থেকে ওইদিন দুপুর ২.৩৫ মিনিটে রওনা দেবে চন্দ্রযান ৩। এছাড়াও ইসরো জানিয়েছে, বুধবার লঞ্চ ভেহিকেল মার্ক৩-এর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চন্দ্রযান ৩-কে। এই রকেটে করেই মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান ৩। এরপর সেটি চাঁদে পা রাখবে। এর আগে ইসরো জানিয়েছিল, ১৩ জুলাই পাড়ি দেবে যানটি। এবার জানা গেল, সেদিন নয়, পরের দিন যাত্রা শুরু করবে এটি।
কিছুদিন আগেই আইনি বিয়ে সেরেছেন টলিউডের জনপ্রিয় জুটি উদয় প্রতাপ সিং (Uday Pratap Singh) ও অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)। কোনও ঘোষণা ছাড়াই একেবারে ছিমছাম বিয়ে সারলেন তাঁরা। ২৮ জুন আইনি বিয়ে করেন 'মিঠাই' সিরিয়ালের রাতুল ও 'এখানে আকাশের নীল' সিরিয়ালের হিয়া। প্রায় আড়াই বছরের প্রেম ছিল তাঁদের। তাঁদের এই প্রেমের সম্পর্ক পরিণতি পেল। এবারে বিয়ের পরই তাঁদের দেখা গেল হানিমুনে (Honeymoon) ঘুরতে যেতে। তবে এখানেও রয়েছে বিশেষ চমক।
বর্তমানে হানিমুন মানেই তো বিদেশ ভ্রমণ। তবে এক্ষেত্রেও উদয়-অনামিকা এর উল্টো স্রোতে গেলেন। দেখা গিয়েছে, তাঁরা হানিমুনের জন্য কোনও বিদেশ যাননি, তাঁরা গিয়েছেন তাকদহ ঘুরতে। তাও আবার একা নয়, বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে। সাধারণত হানিমুনে নবদম্পতিই ঘুরতে যান। কিন্তু এক্ষেত্রে উদয় ও অনামিকা একা ঘুরতে না গিয়ে বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন তাঁরা। আর সেই ছবিই পাওয়া গিয়েছে অনামিকার ইনস্টাগ্রাম ছবিতে। দেখা গিয়েছে, হানিমুনে গিয়ে একগুচ্ছ ছবি স্টোরিতেই পোস্ট করেছেন অনামিকা। সেখানে বন্ধুদের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে নবদম্পতিকে।