
চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। চাঁদের শেষ কক্ষপথ পরিবর্তন করার ধাপও অতিক্রম করল চন্দ্রযান ৩। এবারে শুধু চাঁদের বুকে সফট ল্যান্ডিং করার পালা। ফলে আজ অর্থাৎ ১৬ অগাস্ট দিনটিকে চন্দ্রযান ৩-এর জন্য একরকমের পরীক্ষার দিন বলা চলে। কারণ এদিনই চাঁদের পাঁচ নম্বর কক্ষপথ পরিবর্তন সম্পূর্ণ করল মহাকাশযানটি। ইসরো সূত্রে খবর, ১৭ অগাস্ট অর্থাৎ বৃহস্পতিবারও আরও এক গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, যা সফল হলেই ইতিহাস তৈরি করার পথে এক ধাপ এগিয়ে যাবে ইসরো। জানা গিয়েছে, আগামীকাল চন্দ্রযান ৩ মডিউল থেকে ল্যান্ডার বিক্রম আলাদা হতে চলেছে।
ইসরো সূত্রে খবর, সকাল সাড়ে ৮ টা নাগাদ চন্দ্রযান ৩ চাঁদের কক্ষপথ পরিবর্তন করা সম্পূর্ণ করেছে। বর্তমানে এটি ১৫৩ কিমি X ১৬৩ কিমি দূরত্বে অবস্থান করছে। এবারে চন্দ্রযান ৩-এর থেকে ল্যান্ডার আলাদা হওয়ার অপেক্ষায় ইসরো। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো সূত্রে খবর, আগামী ১৭ অগাস্ট, প্রপালশন মডিউল থেকে পৃথক হয়ে যাবে ল্যান্ডার মডিউল। সহজ কথায়, চন্দ্রযান ৩ থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার 'বিক্রম'। তারপর ২৩ অগাস্ট পালকের মতো হালকা স্পর্শে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান ৩। শেষে ল্যান্ডার থেকে বেরিয়ে আসবে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের দক্ষিণ মেরুতে নামানো হবে চন্দ্রযান ৩ কে। সব ঠিক থাকলে ২৩ অগাস্ট ৫টা ৪৭ মিনিটে চাঁদের বুকে নামবে ল্যান্ডার।
দক্ষিণ মেরুতে অবতরণ করলেই সৃষ্টি হবে ইতিহাস। কিন্তু অন্যদিকে রাশিয়ার 'লুনা ২৫' চাঁদের দক্ষিণ মেরুতে নামার পথে রয়েছে। জানা গিয়েছে, 'লুনা ২৫' ২১ অগাস্ট চন্দ্রপৃষ্ঠ ছুঁতে চলেছে। ফলে এখন এটাই দেখার যে, কে প্রথমে চাঁদের মাটি ছুঁতে সফল হবে।