Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Metro

Metro: পুজোপ্রেমীদের জন্য সুখবর, সারারাত চলবে মেট্রো

পুজোর চারদিন সারারাত চলবে মেট্রো। এমনই খবর জানিয়েছেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। অন্য বছরের মতো এবারও ৬,৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, পঞ্চমী এবং ষষ্ঠীর দিন মোট ২৮৮ টি মেট্রো চলবে। তার মধ্যে আপ ও ডাউনে ১৪৪টি করে মেট্রো দেওয়া হয়েছে। অন্যদিকে সপ্তমী থেকে দশমী পর্যন্ত মোট ২৪৮ টি মেট্রো পরিষেবা দেওয়া হবে। ওই চারদিন দুপুর ১২টা ৫৫ থেকে পরিষেবা শুরু হবে এবং শেষ হবে পরের দিন ভোর ৫টায়।

পঞ্চমী ও ষষ্ঠীতে মেট্রো পরিষেবা

কবি সুভাষ থেকে প্রথম মেট্রো সকাল ৬টা ৫০-এ

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬টা ৫০-এ

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৭টায়

7 months ago
Kolkata Metro: যাত্রীদের মনোরঞ্জনের জন্য নয়া উদ্যোগ, কার্টুন দেখাবে মেট্রোরেল

যাত্রীদের মনোরঞ্জনের জন্য নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর। এবার লম্বা পথের যাত্রা আর একঘেয়ে লাগবে না। কারণ যাত্রীদের জন্য এবার মেট্রো কামরাতেই 'টম অ্যান্ড জেরি' কিংবা 'ছোটা ভীম'-এর মতো জনপ্রিয় কার্টুন দেখানোর ব্যবস্থা করল কলকাতা মেট্রো রেল।

শুক্রবার থেকেই এই বিশেষ ব্যবস্থা চালু হয়ে গিয়েছে। মূলত স্কুল পড়ুয়াদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। এতদিন মেট্রো রেলের ভেতরের বোর্ডে পরবর্তী স্টেশনের নাম দেখানো হত।

সেই বোর্ডেই এবার থেকে স্টেশনের পাশাপাশি এই সব জনপ্রিয় কার্টুন দেখানো হবে। আপাতত দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করা নর্থ-সাউথ মেট্রোতেই এই কার্টুন পরিষেবা পাবেন যাত্রীরা।

8 months ago
Metro: ভিক্টোরিয়ায় নতুন মেট্রো স্টেশন পাচ্ছে কলকাতা, নাম কি হচ্ছে জানেন!

সুখবর। নতুন মেট্রো স্টেশন পেতে চলেছে কলকাতাবাসী। তাও আবার ভিক্টোরিয়ার  সামনেই। নতুন স্টেশনের নামও দেওয়া হচ্ছে ভিক্টোরিয়ার নামে। ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন। জোকা-বি-বা-দী বাগ মেট্রো প্রকল্পের অন্তর্গত এই স্টেশন। তাই এবার ভিক্টোরিয়া থেকে বাড়ি বা অন্যত্র যাওয়ার জন্য বাস বা ট্যাক্সির পাশাপাশি থাকছে মেট্রোর অপশনও। অনেক জটিলতার পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের অনুমতি মিলেছে। তাই ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক উল্টো দিকেই তৈরি হবে মেট্রো স্টেশন। দু'টো গেট থাকবে। একটা গেট তৈরি করা হবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে, আরেকটা এসএসকেএম-এর দিকে। বর্তমানে ময়দান চত্বরের পাঁচ হাজার বর্গমিটার জায়গা ঘিরে ফেলার কাজ শুরু হয়েছে। এরপর তৈরি হবে দীর্ঘ ডায়াফ্রাম ওয়াল। মেট্রোর কাজের সময় মাটির ধস আটকানোর জন্য ওই দেওয়াল তৈরি করা হয়। এছাড়া, ভিক্টোরিয়ার সামনের ফোয়ারাটি ভেঙে ফেলা হবে বলে মেট্রো সূত্রে খবর। সব কাজ শেষ হয়ে গেলে, পরে পুনর্নির্মাণ করা হবে ওই ফোয়ারা।

ভিক্টোরিয়ার সামনে মেট্রো স্টেশন করার বিষয়ে প্রথমেই অনুমতি মেলেনি ভিক্টোরিয়া কর্তৃপক্ষের। ভিক্টোরিয়ার নীচ দিয়ে মেট্রো গেলে সৌধের কোনও ক্ষতি হবে কি না, সেই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল গত কয়েক বছর ধরে। কৃত্রিম কম্পন তৈরি করেও পরীক্ষা চালানো হয়। অবশেষে অনুমতির চাওয়ার প্রায় ৫-৬ বছর পর ভিক্টোরিয়া কর্তৃপক্ষের তরফে মেট্রোর কাজে ছাড়পত্র দিয়েছে।

8 months ago


Modi: জন্মদিনে একাধিক কর্মসূচিতে ব্যস্ত মোদী, উদ্বোধন করলেন কনভেনশন সেন্টার 'যশোভূমি'

আজ ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। তবে এদিনও তিনি নেননি কোনও ছুটি। বরং তাঁর জন্মদিনেও একাধিক প্রকল্প উৎসর্গ করেছেন দেশবাসীদের জন্য। ৭৩ তম জন্মদিনে প্রধানমন্ত্রী একগুচ্ছ কর্মসূচিতে দিনভর ব্যস্ত থাকছেন। এদিন মোদী উদ্বোধন করেন দিল্লির দ্বারকার যশোভূমি কনভেনশন সেন্টার। রবিবার সকাল ১১ টা নাগাদ নয়াদিল্লির দ্বারকায় ভারতকে তিনি উৎসর্গ করলেন ভারতের আন্তর্জাতিক সম্মেলন এবং এক্সপো সেন্টারের প্রথম ধাপ, 'যশোভূমি' (YashoBhoomi)।

সূত্রের খবর, কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টারটি প্রায় ৫৪০০ কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে। যশোভূমি নামে এই কনভেনশন সেন্টারটি বিশ্বের সবচেয়ে বড় কনভেনশন সেন্টার বলে দাবি করা হচ্ছে। এই কনভেনশন সেন্টারে থাকছে, একাধিক প্রদর্শনী হল এবং অন্যান্য সুবিধা। ১১০০০-এরও বেশি প্রতিনিধিদের বসার জায়গা সহ, ১৫টি কনভেনশন রুম, গ্র্যান্ড বলরুম এবং ১৩ টি মিটিং রুম রয়েছে এতে।

এদিন শুধুমাত্র যশোভূমি নয়, দ্বারকা সেক্টর ২১ থেকে একটি নতুন মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত দিল্লি বিমানবন্দর মেট্রো এক্সপ্রেস লাইনের সম্প্রসারণেরও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। দিল্লির এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইন সম্প্রসারিত হয়ে তা যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ পর্যন্ত বিস্তৃত হয়েছে। আর সেই মেট্রো লাইন ধরেই আজ সফর করেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে যশোভূমি দ্বারকা সেক্টর ২৫ মেট্রো স্টেশন পর্যন্ত যান মোদী। এই মেট্রো লাইনের উদ্বোধনের পরই এদিন তিনি কনভেনশন সেন্টার উদ্বোধন করেন।

8 months ago
Narendra Modi: সংস্কৃতে গান গেয়ে মোদীকে অভিনব উপায়ে 'বার্থডে উইশ' করলেন তরুণী, ভিডিও ভাইরাল

১৭ সেপ্টেম্বর, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৩ তম জন্মদিন (Birthday)। গোটা দেশজুড়েই তাঁর অনুরাগীরা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উদযাপন করছেন। এছাড়াও তাঁকে পাঠানো হচ্ছে গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছাবার্তা। এবারে এক অভিনব উপায়ে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এক তরুণী। দিল্লি মেট্রোতে মহিলারা গান গেয়ে প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। আবার এক তরুণী মোদীর পাশে বসে সংস্কৃত ভাষায় গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা দিলেন। সংস্কৃত ভাষায় শুভেচ্ছা জানানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।

রবিবার নিজের জন্মদিনের সকালে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের নয়া অংশের উদ্বোধন করেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে নয়া মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত উদ্বোধন করেন। তারপর নয়াদিল্লিতে 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার' উদ্বোধনের জন্য মেট্রো ধরেন। আর তখনই মেট্রোতে যাত্রীদের পাশে বসে কথা বলেন। বাচ্চাদের সঙ্গে হাসি-মজা করেন। যাত্রীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 'হ্যাপি বার্থডে' বলেন ও মোদীর সঙ্গে সেলফিও তোলেন।

তারই মধ্যে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলের নজর কেড়ে নেন ওই তরুণী। মোদী যেখানে বসেছিলেন, সেটার ঠিক পাশে বসেই ওই তরুণী হাসিমুখে মোদীকে বলেন, 'আজ আপনার জন্মদিন। আপনাকে সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই।' তরুণীর মুখে সংস্কৃত ভাষায় গানের মাধ্যমে শুভেচ্ছা বার্তা শুনে প্রধানমন্ত্রীর মুখেও হাসি দেখা যায়।

8 months ago


Metro: অফিস টাইমে মেট্রো বিভ্রাট কালীঘাট স্টেশনে, সমস্যায় বহু নিত্যযাত্রী

ফের মেট্রো বিভ্রাট। কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির জেরে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। তার জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলছে স্বাভাবিক ভাবেই।

মেট্রোর তরফে জানানো হয়েছে, কালীঘাট স্টেশনে যান্ত্রিক সমস্যার জন্য এই পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যে পাওয়ার ব্লক করে মেরামতের কাজ চলছে। খুব শীঘ্রই পরিষেবা ফের চালু হবে। এদিকে অফিস টাইমে মেট্রো পরিষেবা বন্ধ হওয়ার ফলে থিকথিকে ভিড় স্টেশনগুলিতে। বাসেও একই অবস্থা তৈরি হয়েছে। অন্যদিকে অন্যদিকে বাইক ট্যাক্সির চাহিদা বাড়ায় অনেকেই বুক করতে পারছেন না।

এর আগে বৃহস্পতিবার গিরীশ পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক ব্যক্তি। যদিও সেখানে উপস্থিত নিরাপত্তাকর্মী এবং যাত্রীরা দ্রুত তাঁকে উদ্ধার করেন। সেদিনও ওই ঘটনার জন্য দীর্ঘক্ষণ মেট্রো চলাচলে সমস্যা তৈরি হয়।

8 months ago
Metro: ডিসেম্বর থেকেই শুরু, ১২ মিনিট অন্তর চলবে হাওড়া-এসপ্ল্যানেড মেট্রো, ঘোষণা কতৃপক্ষের

১২ মিনিট অন্তর চলবে হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রো। আপাতত দুদিক থেকেই দুটি রেক চলবে। বুধবার এমনই জানিয়েছেন কলকাতা মেট্রোর-এর এমডি ভিকে শ্রীবাস্তব।  ডিসেম্বর থেকেই এই রুটে মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে। সল্টলেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত পরিষেবা চালু হবে আগামী বছর জুন মাসে।

রাজ্যের অন্যান্য রুটের মেট্রো পরিষেবার কাজ এত কম গতিতে কেন। তা নিয়েও এদিন ভিকে শ্রীবাস্তব জানিয়েছেন, সেক্টর ফাইভ থেকে হলদিরাম ভায়া তেঘরিয়া মেট্রোর কাজ দ্রুত শুরু হবে। এই প্রকল্পে ৫০ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে। রাজ্য এখনও তা নিয়ে আগ্রহ দেখায়নি। রাজ্য জানিয়েছে, তাঁদের কোষাগারে টাকা নেই।

মেট্রোর পক্ষ থেকে পুরো প্রকল্পের অর্থের জন্য রেলবোর্ডের কাছে আবেদন করা হবে। এই ৬.৫ কিলোমিটার মেট্রোর প্রকল্পের খরচ প্রায় ২৩৬৫ কোটি টাকা।

8 months ago
Metro: নবসাজে কলকাতা মেট্রো, থাকছে চার্জিং পোর্ট-কোভ লাইট, দেখুন সেই ছবি

নতুন সাজে সেজে উঠছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। সিটি অফ জয়ের সঙ্গে শহরতলির সংযোগ স্থাপনের পাশাপাশি নতুন রুপে সেজে উঠবে মেট্রো। থাকছে চার্জিং পোর্ট-কোভ লাইট। রেকগুলিতে থাকছে বাংলার ব্রাইডাল এবং টেরাকোটা শিল্পকর্মের কারুকার্য। মসৃণ, আরামদায়ক এবং দ্রুত রাইডিং অভিজ্ঞতা প্রদানের জন্য এই ব্যবস্থা গ্রহণ করছে কলকাতা মেট্রো।

শীঘ্রই হুগলি নদীর তলদেশে চলবে কলকাতা মেট্রো। নতুন গন্তব্যে পৌঁছানোর পাশাপাশি, কলকাতা মেট্রো তার যাত্রীদের মসৃণ, আরামদায়ক এবং দ্রুত রাইডিং অভিজ্ঞতা প্রদানের জন্য এই ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। পরিবর্তন আসছে কোচেও। নয়া মেট্রো কোচ কেমন দেখতে হবে এবং তাতে কী কী ধরণের সুযোগ সুবিধা থাকবে, প্রেস বিজ্ঞপ্তির মধ্যে তা জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ।


রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে মেট্রো সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, নতুনভাবে ডিজাইন করা এই এসি রেকগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হবে। বাংলার ব্রাইডাল এবং টেরাকোটা শিল্পকর্ম থেকে অনুপ্রেরণা নিয়ে এই রেকগুলি ডিজাইন করা হচ্ছে। যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে এই রেকের প্রতিটি কোচে স্থানীয় শিল্প ও কারুশিল্প তুলে ধরা হবে। এছাড়া প্রতিটি কোচের দুই পাশে থাকবে ইউএসবি চার্জিং পোর্ট।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ও মেট্রো যাত্রা আরও আরামদায়ক করা জন্য থাকছে বিশেষ হ্যান্ডেল, অ্যান্টি-স্কিড ফ্লোরিং এবং অগ্নি নির্বাপক ব্যবস্থা। এছাড়া জরুরি কোনও পরিস্থিতিতে, যাত্রীরা 'টক টু ড্রাইভার ইউনিট'-এর মাধ্যমে মোটরম্যানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে সক্ষম হবেন। রিয়েল-টাইম ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কোচের ভিতরে কৌশলগতভাবে সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হবে।


দিনের ব্যস্ত সময়ে প্রচণ্ড ভিড়ের কথা মাথায় রেখে, যাত্রীদের ভেস্টিবুলে দাঁড়াতে না দেওয়ার জন্য কোচে থাকবে উন্নতমানের 'রুফ গ্র্যাব হ্যান্ডেল'। তথ্যপ্রযুক্তি সামগ্রী প্রদর্শনের জন্য রেকের ভিতরে বিশেষ ডিজিটাল ডিসপ্লে বোর্ডও স্থাপন করা হবে। কোচের ভিতরে উষ্ণ পরিবেশ তৈরি করার জন্য, বিশেষ কোভ আলোর ব্যবস্থা থাকবে। যাত্রীদের সুবিধার জন্য কোচের প্রবেশপথে এবং রেকের ভিতরে বসার বেঞ্চের উপরে মজবুত গার্ড রেল এবং গ্র্যাব পোল দেওয়া হবে।

কবে থেকে সেজে উঠবে নতুন রূপে মেট্রো? নতুন সাজের জন্য কত খরচ পড়ছে? প্রেস বিজ্ঞপ্তিতে জালালেন কৌশিক মিত্র। নতুন ধরনের এই রেকগুলি ২০২৬ সাল নাগাদ চালু করা যাবে বলে আশা করছেন মেট্রো কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে ৮৫টি নতুন রেক অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করা হচ্ছে৷ নতুন এই রেকের জন্য ব্যয় হবে ৬ হাজার কোটি টাকা, যা রেলমন্ত্রক ইতিমধ্যেই মঞ্জুর করেছে বলে জানানো হয়েছে।

নতুন এই রেক চালু হলে মেট্রো যাত্রা আরও নিরাপদ ও আরও আরামদায়ক হয়ে উঠবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ। মেট্রোর এই ব্যবস্থাপনা শুরু হলে কলকাতার মেট্রো পরিষেবা পরিবহন ব্যবস্থার শিখরে পৌঁছবে। যতদিন যাচ্ছে মেট্রোর ইতিহাসে রচিত হচ্ছে নতুন অধ্যায়ের। মেট্রোর এই নতুন রুপ দেখার জন্য দিন গুনছেন এখন বঙ্গবাসী।

9 months ago


Metro: মেট্রোতে এবার থেকে একদিকেই খুলবে দরজা, নয়া পদক্ষেপ কতৃপক্ষের

মেট্রোতে এবার থেকে একদিকেই খুলবে দরজা। নয়া পদক্ষেপ রেল কর্তৃপক্ষের। অনেকসময় দেখা যায়, স্টেশন আসতেই মেট্রোর দু'দিকের দরজা খুলে যাচ্ছে। অর্থাৎ স্টেশনের দিকের দরজার পাশাপাশি উল্টো দিকের দরজাও খোলার ঘটনা ঘটেছে। এতে বিপদের সম্ভাবনা থাকে। সেকথা মাথায় রেখে একদিকেই দরজা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। উন্নত ও নিরাপদ যাত্রী পরিষেবার জন্য সাজানো কলকাতা মেট্রোকে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রেকে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম ও ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম, এই দুই প্রযুক্তির ব্যবহার হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি এক চালক দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে গাড়ি দাঁড়ানোর পর উল্টো দিকের দরজা খুলে মুত্র ত্যাগ করছিলেন। বিষয়টি নজরের আসে মেট্রো কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের তরফে স্টেশনের উল্টো দিকের দরজা সব সময় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

9 months ago
Metro: দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে

ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ থাকবে আগামী ১৯ ও ২৬ অগাস্ট। সল্টলেক সেক্টর-ফাইভ থেকে শিয়ালদহ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড- ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুই বিচ্ছিন্ন অংশকে সফটওয়্যার এবং হার্ডওয়্যার প্রযুক্তির মাধ্যমে যোগ করার কাজ শুরু করে দিয়েছে কলকাতা মেট্রো। তার ফলেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ফলে, শনিবার যাঁদের এই মেট্রো ধরে কর্মক্ষেত্রে যেতে হয়, তাঁদের ১৯ ও ২৬ অগাস্ট বিকল্প রাস্তায় যেতে হবে। দুই শনিবার ট্রেন না চলার ফলে মেট্রোর ইঞ্জিনিয়াররা পর পর দু'সপ্তাহ ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের সুযোগ পাবেন।

উল্লেখ্য, পরিকাঠামো উন্নয়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে কলকাতা মেট্রো। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন, দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে বসানো হবে ‘ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম’। দেশের মধ্যে প্রথম কলকাতা মেট্রোয় এই অত্যাধুনিক প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিপর্যয় হলেও সুড়ঙ্গের মধ্যে আর মেট্রোর রেক আটকে পড়বে না।

9 months ago


Metro: মেট্রোর কাজের জন্য বন্ধ রাস্তা, রবিবার কোন পথে এয়ারপোর্ট থেকে সল্টলেকে যাবেন!

টেকনোপলিস মোড়ের কাছে নবদিগন্ত মেট্রো (Metro) স্টেশন তৈরির কাজ চলছে। ফলে রবিবার রাত থেকেই বন্ধ হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তাটি। এয়ারপোর্ট থেকে সল্টলেকের (Saltlake) দিকে এই রাস্তা দিয়েই যাওয়া যায়। সেখানে ব্যস্ততম রাস্তাটি বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়তে সাধারণ মানুষকে। সেকথা মাথায় রেখেই বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে। বিকল্প রুটগুলি জেনে নিন।

নিউ টাউন নারকেল বাগান মোড় থেকে এম আর ধরে চিংড়ি ঘাটা যাওয়া যাবে। একই রাস্তায় সল্টলেকও যাওয়া যাবে। কলকাতার দিকে যেতে গেলে নিউটাউন বক্স ব্রিজ থেকে নেমে কেয়া মোটর্স হয়ে ফিলিপস মোড়, আরএস সফটওয়্যার মোড় হয়ে যাওয়া যাবে।

সল্টলেকে যাওয়ার জন্য কেয়া মোটর্সের সামনে হয়ে টেকনো পলিস বিল্ডিংয়ের ব্যাক সাইড দিয়ে যেতে পারবেন। প্রয়োজনে ট্রাফিক কন্ট্রোল রুমের রুটিন নম্বরে যোগাযোগ করতে পারেন। জানা গিয়েছে, এয়ারপোর্টমুখী রাস্তায় কোনও পরিবর্তন হচ্ছে না।

উল্লেখ্য, অনেক জট কাটিয়ে নবদিগন্ত মেট্রো স্টেশন তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো প্রকল্পের এটি ১৩ তম স্টেশন। স্টেশনটি ১৮০ মিটার লম্বা ও ৩৫ মিটার চওড়া। আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।

9 months ago
Metro: সুরাপ্রেমীদের জন্য সুখবর, এবারে মেট্রোতেও নিয়ে যাওয়া যাবে মদের বোতল!

দিল্লির সুরাপ্রেমীদের জন্য সুখবর। এবার থেকে দিল্লির মেট্রোতে (Delhi Metro) মদের বোতল (Alcohol Bottle) নিয়ে যেতে পারবে যাত্রীরা। শুক্রবার এমনটাই জানানো হয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে। এবারে এক নয়া বিজ্ঞপ্তি জারি করল দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন শুক্রবার এ নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, এবার থেকে দিল্লি মেট্রোতে দুটি সিল করা মদের বোতল নিয়ে যাওয়া যাবে। তবে মেট্রোর মধ্যে মদ খাওয়া বা অভব্য কোনও আচরণ করা একেবারেই নিষিদ্ধ। আর এই নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা নেওয়া হবে।

এতদিন পর্যন্ত এয়ারপোর্ট এক্সপ্রেস লাইন ছাড়া দিল্লি মেট্রো লাইনে অ্য়ালকোহল নিষিদ্ধ ছিল। কিন্তু এবারে সেই নিষেধাজ্ঞা সরিয়ে দেওয়া হল। শুক্রবার ডিএমআরসি-এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, 'সিআইএসএফ ও ডিএমআরসি-এর আধিকারিকদের সমন্বয়ে গঠিত একটি কমিটি তালিকাটি পর্যালোচনা করেছে এবং সংশোধিত তালিকা অনুসারে, বিমানবন্দর এক্সপ্রেস লাইনের বিধানগুলির সঙ্গে সমানভাবে দিল্লি মেট্রোতে ব্যক্তি প্রতি দুটি সিল করা মদের বোতল বহন করার অনুমতি দেওয়া হয়েছে।'

তবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মদের বোতল নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলেও মেট্রোর ভিতরে মদ সেবন নিষিদ্ধ। কোনওরকমের অভব্য আচরণ দেখা গেলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।

11 months ago
Modi: কনভয় ছেড়ে হঠাৎ মেট্রোতে মোদী, কথা বললেন যাত্রীদের সঙ্গেও, ভিডিও ভাইরাল

কনভয় ছেড়ে এবারে দিল্লি মেট্রোতে (Delhi Metro) দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কনভয় ছেড়ে হঠাৎ দিল্লি মেট্রোতে কেন, এই নিয়ে যাত্রীদের মধ্য়ে কৌতুহল বেড়ে যায়। জানা গিয়েছে, শতবর্ষ পূর্ণ হয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের। ফলে সেই অনুষ্ঠানেরই প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আর সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য় মেট্রো পথকেই বেছে নিয়েছেন তিনি। শুক্রবার মেট্রোতে চেপে তাঁকে যাত্রীদের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। সূত্রের খবর, সেই অনুষ্ঠানে গিয়ে তিনি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

শতবর্ষ উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয়ের তরফে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত প্রধানমন্ত্রী। তাই শুক্রবার সকালেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন প্রধানমন্ত্রী মোদী। কড়া নিরাপত্তার মধ্যেই গাড়িতে চেপে নয়, বরং সাধারণ মানুষের মতো মেট্রোয় চেপে তিনি যান। যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি। ইতিমধ্য়েই সেই ভিডিও-ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র অনুষ্ঠানেই যোগ দেবেন না, সেখানে তিনটি নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। পাশাপাশি তিনি একটি কফি টেবিল বইয়ের উদ্বোধনও করবেন। যে তিনটি বিল্ডিংয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী মোদী, সেগুলিতে প্রযুক্তি, কম্পিউটার সেন্টার ও অ্যাকাডেমিক ব্লক তৈরি করা হবে। ৮ তলা এই ভবনগুলিতে বিশ্বমানের সমস্ত প্রযুক্তি ও পরিষেবা থাকবে বলে জানা গিয়েছে।

11 months ago


Metro: ফের চর্চায় 'দিল্লি মেট্রো', দুই শক্তিমানের লড়াইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, দেখুন

ফের চর্চায় দিল্লি মেট্রো (Delhi Metro)। প্রায়শই কিছু না কিছু ঘটেই চলেছে রাজধানীর মেট্রোয়। কখনও পোশাক নিয়ে বিতর্ক, কখনও যুগলের চুম্বন, কখনও আবার বসার জায়গা নিয়ে দুই যাত্রীর মধ্যে চুলোচুলি, এই সব কিছু নিয়েই দিল্লির বুক চিড়ে যাত্রী বহন করে চলেছে দিল্লি মেট্রো। এবার মেট্রোর মধ্যে দুই ব্যক্তির মারপিটের ভিডিও প্রকাশ্যে (Viral Video) এসেছে। যদিও সেই ভিডিওর (Social Media) সত্যতা যাচাই করেনি সি এন পোর্টাল।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, দুই ব্যক্তির মধ্যে কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। সেখান থেকে মারপিটে পৌঁছয়। দুজনেই একে অপরকে চড়-কিল-ঘুষি  মারতে থাকে। বাকি মেট্রো যাত্রীরা তাঁদের সামাল দেওয়ার চেষ্টা করলেও বিশেষ কিছু লাভ হয়নি। তবে স্টেশন চলে আসায় মারপিট থামিয়ে তাঁদের মধ্যে হঠাৎই এক জন মেট্রো থেকে নেমে যান।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে বিবৃতি জারি করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। এই প্রসঙ্গে, ডিএমআরসির জনসংযোগ আধিকারিক অনুজ দয়াল বলেন, ‘‘আমরা অনুরোধ করছি যাতে মেট্রোতে ভ্রমণ করার সময় যাত্রীরা সঠিক আচরণ করেন। কোনও যাত্রীর আপত্তিকর আচরণ লক্ষ করলে অন্যরা যেন অবিলম্বে ডিএমআরসির হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। মেট্রোর নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যেই যাত্রীদের অভব্য আচরণ বন্ধ করতে নজরদারি বাড়িয়েছে।’’

ভাইরাল হতেই ভিডিওটিতে একাধিক মন্তব্য করেন নেটাগরিকরা। কেউ কেউ মজার ছলে বলে বসেন, দুই শক্তিমানের লড়াই চলছে।

11 months ago
Delhi Metro: ফের খবরের শিরোনামে দিল্লি মেট্রো! এবারে যুগলের চুম্বনের ভিডিও ভাইরাল

খবরে বারবার উঠে আসে দিল্লি মেট্রোর (Delhi Metro) নাম। দিল্লি মেট্রোতে যেন একের পর এক  কাণ্ড ঘটেই চলেছে, শেষ হওয়ার যেন নামই নেয় না। এর আগে একাধিক ঘটনা ঘটেছে দিল্লি মেট্রোতে। কখনও স্বল্পবসনায় দেখা গিয়েছে মহিলাকে, কখনও কাউকে রিলস বানাতে দেখা গিয়েছে, আবার কখনও দেখা গিয়েছে হস্তমৈথুন করতে। আর এবারে প্রকাশ্যে এল এক যুগলের চুম্বনের (Kissing) ছবি। আর এই ছবি ভাইরাল হতেই নেটিজেনদের ক্ষোভে পড়েছে দিল্লি মেট্রো। এসবের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হয় না, এই নিয়েই ক্ষোভপ্রকাশ করেছে নেটদুনিয়া।

সম্প্রতি এক যুগলকে দিল্লি মেট্রোর অন্দরে চুম্বন করতে দেখা গিয়েছে। আর এই সেই ঘটনার ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আবার তা দেখে প্রতিক্রিয়াও দিয়েছেন দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ। কিন্তু রেল কর্তৃপক্ষের এই বক্তব্য মেনে নিতে পারেনি নেটিজেনরা। এই ভাইরাল ছবি দেখে দিল্লি মেট্রোর তরফে বলা হয়েছে, 'এই ধরনের অসুবিধার জন্য দুঃখিত। হুডা সিটি সেন্টার স্টেশনে খোঁজ চালানো হয়েছে। কিন্তু এ রকম কোনও যাত্রীর খোঁজ মেলেনি।'

তবে দিল্লি মেট্রোর এমন প্রতিক্রিয়ায় হতাশ নেটিজেনরা। নেটিজেনদের একাংশ মনে করছেন, রেল কর্তৃপক্ষ নজরদারি না করলে এরকম ঘটনা কখনই বন্ধ হবে না।

11 months ago