Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Malda

Maldah: বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্য়ু দম্পতির, পলাতক অভিযুক্ত লরি চালক

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক দম্পতির। ঘটনার পর থেকে পলাতক ঘাতক লরি সহ চালক। রবিবার রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ থানার ডিসকো মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ওই দম্পতির নাম বাবলি ঠাকুর শীল (৩৫) এবং স্বামী শুভাস শীল (৪১)। বাড়ি হবিবপুর থানার আইহো নমটোলা এলাকায়। তাঁদের একটি ছেলে ও একটি মেয়েও রয়েছে।  

নিহতের পরিবার জানিয়েছে, গতকাল অর্থাৎ রবিবার রাতে স্বামী ও স্ত্রী দুজন মিলে মোটরবাইকে করে বুনিয়াদপুরে গিয়েছিলেন বিয়ে বাড়িতে। সেখান থেকে খাওয়া দাওয়া করে বাড়ির ফেরার পথে পুরাতন মালদহ থানার ডিসকোমোড় এলাকায় পিছন দিক থেকে একটি লরি তাঁদের ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন স্বামী ও স্ত্রী দুজনেই। 

এরপর তড়িঘড়ি ওই দম্পতিকে উদ্ধার করে মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। ইতিমধ্য়ে পুলিস ঘাতক লরি ও চালকের খোঁজ শুরু করে গোটা ঘটনার তদন্তে নেমেছে। 

5 months ago
Dubai: দুবাইয়ে গিয়ে বিপাকে ১৫ শ্রমিক, কাঠগড়ায় মালদহের ২ দালাল

চলতি মাসের ১ তারিখে অন্যান্য শ্রমিকদের সঙ্গে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেন গঙ্গারামপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপ্লব সরকার ও তাঁর ভাগ্নে দেবাশিস সরকার। পরিবারের দাবি, দুবাইয়ে ভালো কাজের আশায় জন প্রতি আড়াই লক্ষ টাকা খরচ করে তাঁরা সেখানে যান। কিন্তু সেখানে পৌঁছেই কাজের কথা শুনতেই মাথায় হাত পড়ে তাঁদের। ফিরে আসার কথা বললে দেওয়া হয় প্রাণনাশের হুমকি! এই অবস্থায় এক ভিডিও বার্তায় বিষয়টি তাঁরা পরিবারের সদস্যদের জানান।

এরপরেই বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের শরণাপন্ন হন মামা ও ভাগ্নের পরিবারের সদস্যরা। সুকান্ত মজুমদারের আশ্বাসে স্বস্তিতে সরকার পরিবার।

বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে সবাইকে দেশে ফেরানোর ব্যবস্থা করব।

বাংলার সরকার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে অনেক বড় বড় দাবি করলেও বাস্তবে তার কোনও প্রতিফলন দেখতে পাওয়া যায় না। তাই এই রাজ্যের বাসিন্দাদের কাজের জন্য ভিনরাজ্য এমনকি বিদেশেও পাড়ি দিতে হয়। সেখানে গিয়ে মাঝে মধ্যেই প্রতারণার শিকার হতে হয় তাঁদের। রাজ্যের কর্মসংস্থানের এই বেহাল দশার দায় কি বাংলার সরকারের নয়?  প্রশ্ন রাজ্যবাসীর।

5 months ago
Maldah: বাড়িতে ঢুকে দম্পতির হাত-পা বেঁধে ডাকাতি, চুরি চার ভরি সোনা, সাড়ে লক্ষাধিক টাকা

বাড়িতে ঢুকে দম্পতির হাত-পা বেঁধে রেখে চলল ভয়াবহ ডাকাতি। খোয়া গিয়েছে চার ভরি সোনা, সাড়ে তিন লক্ষ টাকা নগদ সহ বাড়ির সমস্ত কিছু। মালদহের ইংরেজ বাজার থানার লক্ষ্মীপুরের ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজ বাজার থানার পুলিস।                    

জানা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটেছে। তিনি জানিয়েছেন, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার পর বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাতের দল প্রবেশ করে তাঁর বাড়িতে। তারপর ডাকাতের দল সরাসরি প্রবেশ করে আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রীর শোবার ঘরে। এরপর তাঁদের দু'জনের হাত-পা বেঁধে রেখে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে এবং ভয় দেখিয়ে সর্বস্ব অবাধে লুটপাট চালায় ওই ডাকাতের দল। অভিযোগ, লুটপাট চালানোর সময় বাধা দিলে আনোয়ার হোসেনকে পায়ে হাঁশুয়ার কোপ লাগে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়

এরপর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা ছুটে আসতেই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় ওই ডাকাতির দল। তারপর স্থানীয়রা খবর দেয় পুলিসকে। এই ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ থানার পুলিস।

5 months ago


Maldah: কাটমানি না দেওয়ায় সরকারি সহায়তা থেকে বঞ্চিত চাঁচলের বৃদ্ধ দম্পতি!

দুরবস্থার মধ্যে আর্থিক অনাহারে দিন কাটছে বৃদ্ধ দম্পতি। অভিযোগ, কাটমানি না দেওয়ার কারণে মেলেনি কোনও সরকারি সাহায্য। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেইসব প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তারাই পাচ্ছেন না। প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কাটমানি। এমনই এক দুর্দশাগ্রস্থ পরিবারের ছবি সামনে এসেছে মালদহের চাঁচল সদর এলাকায়। যারা সরকারের প্রায় সব প্রকল্প থেকেই বঞ্চিত। 

জানা গিয়েছে, চাঁচল মহকুমা আদালতের পিছনে আমলাপাড়ায় বাস করেন ষাটোর্ধ্ব দম্পতি আনিসুর রহমান এবং বুলো দাস। একমাত্র ছেলে থাকা সত্ত্বেও তাঁর পরিবার নিয়ে অন্যত্র থাকে সে। বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক নেই। একসময় জমিতে দিনমজুরি করে সংসার চালাতেন। কিন্তু বয়সের ভারে সেই কাজও করতে পারেন না এখন। 

জরাজীর্ণ ভগ্নপ্রায় মাটির বাড়ির এক পাশে রয়েছে ছোট্ট গোয়ালঘর। সেই গোয়াল ঘরে রয়েছে একটি গৃহপালিত গরু। গরুর দুধ বিক্রি করেই কোনওরকমে চলে সংসার। কিন্তু বর্তমানে ঠিক মত গরুর দুধটাও হয় না। কারণ গরুর খাদ্য যোগানো বা ঠিকভাবে পরিচর্যা  করতে পারছেন না তাঁরা। স্ত্রী বুলো দাস বিগত কয়েক মাস ধরে চোখের সমস্যার কারণে অসুস্থ। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে অপারেশনের পরেও চোখের সমস্যা ঠিক হয়নি। উল্টে দৃষ্টি শক্তি আরও কমে গিয়েছে। ফলে তিনি সাংসারিক কাজ পর্যন্ত করতে পারছেন না। বার্ধক্য ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কিছুই মেলেনি। 

অভিযোগ বারংবার আবেদন করেছেন ওই বৃদ্ধ দম্পতি। এমনকি এর আগেও পঞ্চায়েতের স্থানীয় জনপ্রতিনিধিকে বললেও তিনি ভাতার জন্য তিন হাজার টাকা কাটমানি চেয়েছিলেন বলে অভিযোগ ওই বৃদ্ধ দম্পতির।

5 months ago
Accident: প্রাতঃভ্রমণে বেরিয়ে মালদহে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্য়ু এক যুবকের

ফের জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় মৃত্য়ু হল এক যুবকের। সেই সঙ্গে আহত আরও দুই যুবক। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদহের জাতীয় সড়কে। জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম আদিল মমিন (১৮)। বাড়ি উত্তর দারিয়াপুর মোমিন পাড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে কালিয়াচক থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। 

প্রত্য়ক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে জাতীয় সড়কের ওপর একটি বাস দাঁড়িয়ে ছিল। সেই সময় পিছন দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে একটি আলু বোঝাই লরি এসে ধাক্কা মারে ওই বাসটিকে। বাসটিকে ধাক্কা মারার পর বাসের সঙ্গে লরিটিও পাশের গর্তে পড়ে যায়। আর সেই সময় প্রাতঃভ্রমণে বেরিয়েছিল আদিল মমিন। তখনই লরির ধাক্কা লেগে ঘটনাস্থলে মৃত্য়ু হয় তাঁর। 

এরপর স্থানীয়রা ছুটে এসে আহত ওই দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বর্তমানে জখম ওই দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 

5 months ago


Maldah: আর্থিক অভাবে নিজের সন্তান বিক্রির অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে

আর্থিক অনটনের কারণে সদ্য়োজাতকে বিক্রির অভিযোগ উঠল নিজের মায়ের বিরুদ্ধে। চাঞ্চল্য়কর এই ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলায়। অভিযোগ, দেড় লক্ষ টাকার বিনিময়ে স্থানীয় এক ব্য়বসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল ওই সদ্য়োজাতকে। 

জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত পিপলার বাসিন্দা ওই সদ্য়োজাতের মা লক্ষ্মী দাস। তাঁর স্বামী ভিন রাজ্যে কাজ করেন। অভাব অনটনের মধ্য় দিয়ে কোনওরকমে দিন চলে। তাঁদের এক বছরের একটি সন্তানও রয়েছে। এবং চলতি মাসের ১ তারিখ আবার একটি পুত্র সন্তানের জন্ম দেয় লক্ষ্মী দাস। এরপর আর্থিক কারণে ১৮ দিনের সদ্য়োজাতকে এক ব্যবসায়ী দম্পতির কাছে দেড় লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করার অভিযোগ ওঠে মায়ের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ নিজের মুখে স্বীকার করেন সদ্য়োজাতের মা। 

এই খবর চাউর হতেই স্থানীয় এক তৃণমূল নেতা ওই সদ্যোজাতকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দেয় বলে জানা গিয়েছে। কিন্তু সেই দেড় লক্ষ টাকা জোরপূর্বক মায়ের কাছ থেকে নেওয়ার অভিযোগ ওঠে ওই নেতার বিরুদ্ধে। পরবর্তীতে এক লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত দিলেও ত্রিশ হাজার টাকা এখনো ফেরত দেননি বলে অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, তিনি শুধু এই বাচ্চা বিক্রি আটকেছেন। কোনরকম টাকা তিনি নেননি। অন্যদিকে ওই ব্যবসায়ী দম্পতি সন্তান কেনার অভিযোগ অস্বীকার করেছেন। 

6 months ago
Malda: বেহাল রাস্তায় ঢোকে না অ্যাম্বুলেন্স! খাটিয়া করে হাসপাতালে নিয়ে যেতে পথেই মৃত্যু মহিলার

রাস্তার বেহাল দশা। অ্যাম্বুলেন্স ঢুকতে পারবে না গ্রামের রাস্তায়। ফলে অসুস্থ রোগীকে খাঁটিয়া করে নিয়ে যাওয়া হচ্ছিল হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এমন মর্মান্তিক ঘটনাটি মালদার (Malda) বামনগোলা (Bamongola) ব্লকের মালডাঙ্গা গ্রামের। অভিযোগ, রাস্তা খারাপ থাকার ফলে অ্যাম্বুলেন্সের চালক গ্রামে ঢুকতে মানা করে দেন। এর পরই রোগীকে খাটিয়ায় করে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর। এই গা শিউরে ওঠার মত দৃশ্যই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। এই ঘটনার প্রতিবাদে শনিবার মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করেছিলেন গ্রামবাসীরা। পরে প্রায় তিন ঘণ্টা অবরোধ চলার পর ব্লক প্রশাসনের প্রতিশ্রুতিতে উঠল অবরোধ।

অ্যাম্বুলেন্স না আসায় খাটিয়ায় রোগীকে শুঁইয়ে হাসপাতালের পথে রওনা দিয়েছিলেন রোগীর পরিবারের সদস্যরা। কিন্তু চেষ্টা করেও শেষরক্ষা করা গেল না। জানা গিয়েছে, মৃতার নাম মামনি রায়। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা খারাপ। বর্ষার সময় ভয়াবহ পরিস্থিতি হয়। এর আগে স্থানীয় ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন, বিভিন্ন মহলে গ্রামবাসীরা রাস্তার জন্য দাবি জানিয়েছেন, পথ অবরোধ করেছেন। কিন্তু কোনও কিছুতেই কিছু হয়নি। এর পর আজ এমন মর্মান্তিক ঘটনার ঘটার পরই প্রতিবাদে মালদার নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বামনগোলা ব্লকের জয়েন্ট বিডিও উত্তম বিশ্বাস। রাস্তা তৈরির প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন। আবার বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে আসেন বামনগোলা ব্লকের বিডিও। আর সেখানেই অবরোধকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। গ্রামবাসীরা জানিয়ে দেন, যতক্ষণ জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস না আসবে ততক্ষণ তারা অবরোধ তুলবেন না। পরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ দেখানোর পর তাঁরা অবরোধ তুলে নেন।

6 months ago
Maldah: সারের কালোবাজারির রুখতে তৎপর প্রশাসন, উদ্ধার লরি ভর্তি ২৫ টন সার

অবশেষে প্রশাসনের তৎপরতায় ধরা পড়ল সারের কালোবাজারি। শুক্রবার পুরাতন মালদহের নারায়ণপুর জাতীয় সড়কে পুলিসের হাতে ধরা পড়ে লরি ভর্তি সার। বেশ কয়েকদিন ধরে আলু চাষে কালোবাজারি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর সেই সারের কালোবাজারি রুখতে জোরদার নজরদারি বাড়ানো হয়েছিল পুলিসের তরফে। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিস। এরপর মালদহ থেকে দক্ষিণ দিনাজপুরে দিকে যাওয়ার সময় নারায়ণপুরে একটি লরি আটক করা হয়। ঘটনাস্থলে ছিলেন জেলা কৃষি দফতরের আধিকারিক দিবানাথ মজুমদার, জেলা কৃষি দফতরের অ্যাসিস্ট্যন্ট প্লান প্রটেকশন অফিসার অলক কুমার দাস ও পুরাতন মালদহ ব্লক কৃষি আধিকারিক সৌমজিৎ মজুমদার। তারপর তল্লাশি চালিয়ে লরি থেকে ২৫ টন সার উদ্ধার করা হয়। যার বাজারমূল্য় প্রায় ৭ লক্ষ টাকা। 

এরপর খবর দেওয়া হয় মালদহ থানায়। খবর পেয়ে মালদহ থানার পুলিস এসে লরিটিকে উদ্ধার করে নিয়ে যায়। বেআইনিভাবেই কালোবাজির জন্য় নিয়ে লরিভর্তি সার নিয়ে যাওয়া হচ্ছিল বলে কৃষি দফতরের আধিকারিক জানান। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত ডিলারদের ইতিমধ্যে শোকজ করা হয়েছে। আগামী দিনে কেউ যদি এই ধরনের ঘটনা ঘটায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

6 months ago


Maldah: মাথায় চুল নেই, বাংলা-বিহার সীমান্তে মহিলার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে মালদহের চাঁচল থানার বাংলা বিহার সীমান্তবর্তী মায়াপুর গ্রাম এলাকার ঘটনা। সূত্রের খবর, শুক্রবার সকালে মরা মহানন্দা নদী থেকে উদ্ধার করা হয় ওই মহিলার মৃতদেহ। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃত ওই মহিলার কোনও পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মহানন্দা নদীর পাশ দিয়ে যাওয়ার পথে স্থানীয়দের নজরে আসে ওই অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এরপর স্থানীয়রা খবর দেয় চাঁচল থানার পুলিসকে। খবর পেয়ে ঘটনাস্থলে চাঁচল থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়।

পুলিস সূত্রে খবর, মৃতদেহটি উদ্ধারের সময় মৃতদেহের কোমরে বাঁধা ছিল দড়ি। মাথায় চুল নেই। যদিও এই মৃতদেহটি কার এবং কোথা থেকে এলো তা নিয়ে তৈরী হয়েছে একাধিক দ্বন্ধ। তবে কেউ ওই মহিলাকে মেরে ফেলে দিয়েছে কিনা! নাকি অন্য় কোনও কারণ রয়েছে এর পিছনে সে বিষয়ে এখনও কিছুই জানা যায় নি। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ওই মহিলা ভারসাম্যহীন। ইতিমধ্য়েই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

6 months ago
Maldah: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে পোকা, ঘটনায় বিক্ষোভ অভিভাবকদের

চাঁচলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খিচুড়িতে কিলবিল করছে পোকা।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচোলের ২ নং ব্লকের জালালপুর গ্রাম পঞ্চায়েতের বাহারাবাদ অঙ্গনওয়াড়ি সেন্টারে। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ  অভিভাবকদের।  এই ঘটনায় আবারও প্রশ্নের মুখ উঠে এসেছে শিশু প্রস্তুতিদের খাদ্য। 

অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের পুষ্টির জন্য খিচুড়ি দেওয়া হয়। আর সেই শিশুদের জন্য তৈরী খিচুড়িতে মিলছে পোকা। এমনকি চালটাও খুব নিম্নমানের এবং খিচুড়ি তৈরীর জন্য আনা সবজিতেও পাওয়া যাচ্ছে পোকা। এরপর যখন খিচুড়ি রান্না করা হচ্ছে সেখানে ভেসে বেড়াচ্ছে বড়ো বড়ো সাদা পোকা। যা খেলে অসুস্থ হয়ে পড়বে শিশুরা। জানা গিয়েছে, এদিন সকালে ওই কেন্দ্রে খিচুড়ি রান্না করার সময় হঠাৎ খিচুড়ির ভিতর থেকে পাওয়া গেছে সাদা সাদা পোকা। যা দেখে হতবাক সকলে। এই ঘটনা ঘিরে ব্য়াপক উত্তেজনা ছড়িয়েছে। 

শুক্রবার উত্তর ২৪ পরগনার আমডাঙায় মিডডে মিলের খিচুড়ি খেয়ে অসুস্থ হয় ১৯ শিশু। যাদের মধ্যে ৯ জন পড়ুয়া বর্তমানে চিকিৎসাধীন আমডাঙা হাসপাতালে। অভিযোগ, মিডডে মিল খাওয়ার পর থেকেই পেটে যন্ত্রণা, বমি হতে শুরু করে পড়ুয়াদের।

6 months ago


Malda: কামদুনির ছায়া মালদহে! জমির ক্ষেত থেকে উদ্ধার মহিলার ছিন্ন ভিন্ন দেহ

মালদহে জমির ক্ষেত থেকে এক মহিলার ছিন্ন বিচ্ছিন্ন দেহ উদ্ধার। ঝলসানো ছিল তাঁর মুখ। পুলিশের অনুমাণ গণধর্ষণের পর খুন করা হয়েছে ওই মহিলাকে। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরের কুশিদায়। তার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ধানজমির পাশে তাঁরা এক মহিলার দেহ দেখতে পান। তাঁর মুখটি বিকৃত অবস্থায় ছিল। অ্য়াসিড হানা হয়েছে বলে অনেকেই মনে করছেন। ময়না তদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

ওই মহিলাকে দেহে তাঁকে কেউ চিনতে পারেননি। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই মহিলা স্থানীয় বাসিন্দা নাকি বাইরে থেকে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ওই মৃতদেহের পাশে বেশ কিছু নিরোধের প্যাকেটও উদ্ধার করা হয়েছে।

7 months ago
Maldah: বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এমন সন্দেহে স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হন ওই গৃহবধূ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার পুরাতন ১৮ মাইল এলাকায়। পুলিস সূত্রে খবর, গৃহবধূর নাম রাধা মণ্ডল (২৪)। অভিযুক্ত স্বামীর নাম স্বপন মণ্ডল। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। বর্তমানে আহত ওই গৃহবধূ চিকিৎসাধীন রয়েছেন মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে। 

স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই স্ত্রীকে সন্দেহ করছিল স্বামী। যা নিয়ে স্বামী-স্ত্রী এবং দুই পরিবারের মধ্যে বেশ ঝামেলা-অশান্তি হচ্ছিল। এরমধ্যে এক অজানা নম্বর থেকে স্ত্রীর মোবাইলে ফোন আসায় আরও সন্দেহ বাড়ে স্বামীর মনে। আর তারপরেই স্ত্রীকে অবৈধ সম্পর্কে জড়িত থাকার সন্দেহে বেধড়ক মারধর করতে আরম্ভ করে তাঁর স্বামী। স্ত্রীকে মেরে তাঁর কপাল ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

এরপর আহত অবস্থায় ওই গৃহবধূকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বিষয়ে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী গা ঢাকা দিয়েছে বলে পরিবার সূত্রে জানা যায়। অভিযুক্তকে খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিস। 

7 months ago
Maldah: আবারও ভিনরাজ্য়ে কাজে গিয়ে প্রাণ হারালেন এক যুবক, শোকের ছায়া নেমেছে ইংলিশবাজারে

রাজ্যে কাজের অভাব। পাশাপাশি বন্ধ ১০০ দিনের কাজ। যার ফলে সংসারের হাল ধরতে ভিন রাজ্য়ে পাড়ি দিচ্ছেন এই রাজ্য়ের বেকার যুবকরা। সেই রকমই কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়ে প্রাণ হারালেন মালদহের (Maldah) ইতেকাপ শেখ। বুধবার তাঁর কফিনবন্দী দেহ ফিরলো গ্রামে। ওই যুবকের মৃত্য়ুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।  

পুলিস সূত্রে খবর, মালদহের ইংলিশবাজার ব্লকের ফুলবাড়িয়া অঞ্চলের নতুন নঘরিয়া এলাকার বাসিন্দা ছিলেন ইতেকাপ শেখ। এক মাস আগে গুজরাটের সুরাটে টাওয়ারের কাজে পাড়ি দিয়েছিল ওই যুবক। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না তাঁর। গত শনিবার টাওয়ার থেকে নিচে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ওই যুবকের। 

স্থানীয় বাসিন্দারা জানান, আগে ১০০ দিনের কাজ থাকার কারণে বাড়ির কাছাকাছি কাজ করা যেত। কিন্তু ১০০ দিনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় খুবই অসুবিধার মধ্য়ে পড়েছেন স্থানীয়রা। ফলে কাজের উদ্দেশ্য়ে একপ্রকার বাধ্য় হয়ে বাড়ির পুরুষদের ভিন রাজ্য়ে পাড়ি দিতে হয়। এইকারণে ভিন রাজ্য়ে কাজ করতে গিয়ে অনেকেই আর বাড়ি ফিরতে পারেননি। সেইকারণে সরকারের কাছে স্থানীয়দের অনুরোধ আবার যেন ১০০ দিনের কাজ শুরু করা হয়। 

এই বিষয়ে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল শেখ জানান, বিষয়টি খুব দুঃখজনক। আমরা মৃত যুবকের পাশে রয়েছি। ভিন রাজ্যে কাজে গিয়ে মারা গেলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। ইতিমধ্যে সেই টাকা পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

8 months ago


Malda: পরপর তিন কন্যাসন্তান, স্ত্রী ও কন্যাদের বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে

পরপর তিন কন্যাসন্তান। স্ত্রী ও কন্যাদের বিষ খাইয়ে খুনের চেষ্টার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। পুত্রসন্তানের জন্ম না হওয়ায় শারীরিক ও মানসিক অত্যাচার করত বলে আগেই ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ছিল। রবিবার স্ত্রী ও সন্তানদের খুনের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠল। ঘটনাটি মালদার গাজোল থানার গোসানিবাগ এলাকার। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই ব্যক্তি। 

পরিবার সূত্রে খবর, গাজোলের আলতোর গ্রামের বাসিন্দা অর্পিতা মণ্ডল। ১২ বছর আগে বিয়ে হয় তাঁদের। অভিযোগ, রবিবার রাতে ওই গৃহবধূর ও তার তিন কন্যা সন্তানকে মারধর করে জোর করে কীটনাশক খাওয়ানোর চেষ্টা করেন। কোনও মতে পালিয়ে গিয়ে দুই মেয়ে গ্রামবাসীদের বিষয়টি জানায়। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

8 months ago
Malda: সদ্যোজাতের অদলবদলের অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে, গ্রেফতার এক নার্সিং স্টাফ

সদ্যোজাতের বদল ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদহের (Malda) চাঁচলের (Chanchal) একটি নার্সিংহোমে। পাশাপাশি দুটি সদ্যোজাত পুত্র সন্তানের অদলবদলের অভিযোগকে ঘিরে বিপাকে পড়েন নার্সিংহোম কর্তৃপক্ষ। উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে সোমবার এক নার্সিং স্টাফকে গ্রেফতার (Arrested) করে পুলিস আদালতে পেশ করে।

পুলিস ও নবজাতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দঃ শালদহ ও ইলাম গ্রামের ২ প্রসূতি একই সঙ্গে নার্সিংহোমে ভর্তি হন। সেদিন রাতেই জানবী পারভীন ও চুমকি খাতুন পুত্র সন্তানের জন্ম দেন। দুই পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে এক সেবিকা তাঁদের সদ্যোজাতের মধ্যে অদলবদলের চেষ্টা করেন। সেই সময় সদ্যজাতের মায়েরা দেখে ফেলেন এবং পরিবারের সাথে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা নার্সিংহোমে ছুটে আসলে নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতন্ডা তৈরি হয়।

খবর পেয়ে চাঁচল থানার পুলিস গিয়ে পরিস্থিতি সামাল দেয়। রাতেই ওই অভিযুক্ত সেবিকাকে আটক করে থানায় নিয়ে যান। সদ্যোজাত শিশু বদলানোর চক্র আগে থেকেই কি ওই নার্সিংহোমে সক্রিয় রয়েছে? সেই নিয়ে প্রশ্ন তুলেছে পরিবারের লোকেরা। স্বাস্থ্য দফতরেও অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তাঁরা। যদিও এই প্রসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। চাঁচলের এই নার্সিংহোম চলতি মাসের ৯ তারিখেই খবরের শিরোনামে উঠে এসেছিল। সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়েছিল নার্সিংহোম চত্বরে। ভাঙচুর হয়েছিল নার্সিংহোম। গাফিলতির অভিযোগ উঠেছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এবার সদ্যোজাতের অদল বদলের অভিযোগ।

8 months ago