Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Malda

Maldah: মুম্বইয়ে কাজে গিয়ে মৃত্যু ১ মাছ ব্যবসায়ীর, মারধর করে খুন বলে অভিযোগ পরিবারের

মুম্বইয়ে (Mumbai) কাজে গিয়ে মারা (Death) যান মালদহের (Maldah) ১ মৎস্য ব্যবসায়ী। প্রথমে জানা যায়, ম্যালেরিয়ায় (Malaria) মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। পরবর্তী সময়ে মৃতদেহ বাড়িতে এসে পৌঁছলে দেখা যায়, শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। মৃত ব্যবসায়ীর পরিবারের সদস্যদের অভিযোগ, তাঁকে মারধর (Beaten) করে খুন (Murder) করা হয়েছে।

ইতিমধ্যেই ওই ব্যবসায়ীর মৃতদেহ কবরস্থ করা হয়েছে। এই পরিস্থিতিতে সঠিক তদন্তের জন্য মৃতদেহ যাতে কবর থেকে তুলে পোসমার্টাম করা হয় সেই দাবি জানান পরিবারের সদস্যরা। এই নিয়ে মোথাবাড়ি থানায় অভিযোগ জানানো হলেও ব্যবস্থা নেয়নি পুলিস বলে অভিযোগ। বাধ্য হয়ে এবার জেলাশাসক ও পুলিস সুপারের দ্বারস্থ হন ওই পরিবার।

পুলিস সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম আফজাল হক। চলতি মাসের ৮ তারিখে মুম্বইতে তাঁর মৃত্যু হয়। মালদার মোথাবাড়ি থানার অন্তর্গত লাহারদিটোলা গ্রামের বাসিন্দা ওই ব্যবসায়ী পরিবার।

2 years ago
Maldah: হাসপাতাল মৃত ঘোষণার পরেও সাপের কামড়ে মৃত ছাত্রকে বাঁচাতে ঝাড়ফুঁক

এ যুগেও কুসংস্কার (superstition)? এখনও বিশ্বাস ঝাড়ফুকে? হ্যাঁ, এখনও কুসংস্কারে ভরা মানুষের মন। সাপের (snake) কামড়ে রোগীর হাসপাতালে (hospital) মৃত্যুর পর নিয়ে যাওয়া হয় ওঝার কাছে। আর সেই মৃতদেহ ফেলে রেখেই চলে ছাত্রের ঝাড়ফুঁক। মালদহ (Maldah) থানার চর কাদিরপুরে নালাগোলা রাজ্য সড়কের ধারে চলেছে ঝাড়ফুঁক।

জানা গিয়েছে, প্রথমে সাপে কামড়ানো রোগীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই রোগীর মৃত্যু হয়, এরপর হাসপাতাল থেকে বাড়িতে এনে চলে ঝাড়ফুঁক। স্থানীয় সূত্রে খবর, মৃত ছাত্রের নাম মিঠুন মণ্ডল। রবিবার তাকে সাপে কামড়ায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এরপরই এক অভূত কাণ্ড। পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাড়িতে এসে ওঝা এবং গুনিন ডাকে। এরপরই চলে মৃতদেহ ফেলে রেখে ঝাড়ফুঁক। খবর পেয়ে মালদহ থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

2 years ago
Maldaha: ক্ষমতা অপব্যবহার করে স্বামীকে রেশন ডিলারশিপ? কাঠগড়ায় তৃণমূল সভানেত্রী

নিজের পদ ব্যবহার করে নিজের স্বামীকে রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। মালদহের (Maldaha) রতুয়া ১ নম্বর ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী রুখসানা পারভীনের বিরুদ্ধে এমন অভিযোগ। ঘটনার পরই শোড়গোল এলাকাজুড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

সম্প্রতি, রতুয়া (Ratua) ১ নম্বর ব্লকের সাহাপুর এলাকায় রেশন ডিলারশিপের জন্য বিজ্ঞপ্তি বের হয়। নিয়োগ করা হয়েছে রেশন ডিলার। আর এই নিয়োগ ঘিরে শুরু বিতর্ক।  অভিযোগ, নিয়ম না মেনে নিজের পদের ক্ষমতা ব্যবহার করে নেত্রীর স্বামীকে রেশন ডিলারশিপ (Ration Dealership) দেওয়া হয়েছে। এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের হয়েছে জেলা খাদ্য দফতর ও মালদহ জেলা শাসকের কাছে। এমনকি মেল করে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে (Chief Minister)। রেশন ডিলারশিপের জন্য আবেদনকারী শেখ আতাউরের অভিযোগ, সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তাঁকে ডিলারশিপ দেওয়া হয়নি। প্রভাব খাটিয়ে নিজের স্বামীকে ডিলারশিপ পাইয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছেন। প্রয়োজনে হাইকোর্টের দ্বারস্থ হবেন।

যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রতুয়া ১ নম্বর ব্লকের মহিলা তৃণমূল সভানেত্রী রুখসানা পারভীন। তিনি বলেন, "আমি ২০২২ এ পদ পেয়েছি। কিন্তু রেশন ডিলারশিপের প্রক্রিয়া দীর্ঘদিন আগে থেকেই চলছিল।"

আর এই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলার বিজেপি সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, "তৃণমূল কংগ্রেস একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির স্টাফ জেলা তৃণমূল নেতৃত্ব। তাই টাকা ছাড়া তৃণমূলে কোনও কাজ হচ্ছে না। চাকরি থেকে রেশন ডিলারশিপ সব বিক্রি হচ্ছে।"

এই বিষয়ে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু বানায়ন চৌধুরী বলেন, "দলবল বলে কোনও কথা নেই। অনিয়ম হলে ডিলারশিপ ক্যানসেল হবে।"

2 years ago


Dance: মালদহে চটুল নাচের আসরে ছাত্র-যুবদের ভিড়! কাঠগড়ায় তৃণমূল, পাল্টা ব্যবস্থা নেওয়ার আশ্বাস

শাসকদলের মদতেই চলছে চটুল নাচের আসর। চটুল গানে উদ্দাম নাচ (dance) স্বল্পবসনা নর্তকীদের। সঙ্গেই আবার চলছে জুয়া খেলা। সেই আসরে ভিড় জমিয়েছে এলাকার ছাত্র (student) থেকে যুবকরা। অভিযোগ তুলে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির (bjp)। ব্যবস্থা নেওয়া হবে বলে সাফাই শাসকদলের। জানা যায়, মালদহের (Maldaha) হরিশ্চন্দ্রপুর থানা এলাকার অন্তর্গত ছত্রক গ্রামে যাত্রা পালার নামে চটুল গানে নাচের আসর। এলাকার সংস্কৃতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। সঙ্গে পুলিস (police) প্রশাসনকে সক্রিয় হওয়ার আহ্বানও জানানো হয়েছে। যদিও এই অভিযোগ সত্যি হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব।

এই প্রসঙ্গে উত্তর মালদহ জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক রূপেশ আগরওয়াল বলেন, "ছত্রক গ্রামে নাচের আসর বসেছে। ছোট ছোট জামাকাপড় পড়ে মেয়েরা নাচছে। সেখানে ছাত্ররা পর্যন্ত গিয়েছে। জুয়া খেলা হচ্ছে। সম্পূর্ণটাই তৃণমূলের মদতে। জুয়া থেকে টাকা তুলছে তৃণমূল। পুলিসের উচিত তৃণমূলের কোনও কর্মসূচি হলেই নজর রাখা।"

তবে অন্যদিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তোবারক হোসেন চৌধুরী বলেন, "এই অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।"

যদিও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে এই ধরনের চটুল নাচের আসর বসানোর অভিযোগ এই প্রথম নয়। এর আগেও বহুবার রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ছবি উঠে এসেছে। এমনকি স্বল্পবাসনা নর্তকিদের সঙ্গে মঞ্চে কোমর দোলাতে দেখা গিয়েছে শাসকদলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের। যা নিয়ে বারবার তীব্র সমালোচনা করেছে বিরোধীরা।

2 years ago
Maldaha: দুষ্কৃতীমূলক কাজে মদত না দেওয়ায় স্কুল ছাত্রকে বেধড়ক মারধর, গ্রেফতার ২ অভিযুক্ত

পাড়াতে দুষ্কৃতীমূলক কাজে মদত না দেওয়ায় এক স্কুল ছাত্রকে (School Student) বেধরক মারধর (Beaten)। আহতর ডান চোখ ও মাথায় গুরুত্বর আঘাত লাগে। আহত ছাত্র মালদহ (Maldah) মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদহের মোথাবাড়ি মেহেরাপুর এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার (Arrested) করেছে পুলিস।

জানা গিয়েছে, আহতর নাম তাজদীর শেখ (১৪)। সে স্থানীয় গঙ্গাধর স্কুলের নবম শ্রেণির ছাত্র। অভিযুক্ত রোহিত শেখ, রাজু শেখ সহ পাঁচজনের নাম উঠে এসেছে। আহত জানিয়েছেন, পাড়ার রোহিত ও রাজু দলবল নিয়ে শিক্ষক দিবসের দিন স্কুলের ভিতরে ঢুকে তাকে মারধর করেন। তাদের কুকর্মের বিষয়টি প্রকাশ্যে চলে আসে। অভিযুক্তদের সন্দেহ তাজদীর ঘটনাটি গ্রামে প্রকাশ্যে নিয়ে আসবে। এরপরই তাজদীরকে মারার চক্রন্ত শুরু করে রোহিত ও রাজুর দলবল।

সোমবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সাইকেল নিয়ে স্কুলের ভিতরে যখন ঢোকে, সেই সময় অভিযুক্তরা দলবল দিয়ে তাজদীপকে বেধরক মারধর করে। স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যান। আহতকে তড়িঘরি উদ্ধার করে প্রথমে স্থানীয় বাঙিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর মাথায় ও ডান চোখে গুরুত্বর আঘাত থাকায় মালদহ মেডিক্যালে কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে আহতের পরিবার। তদন্তে নেমে দুইজনকে গ্রেফতার করেজে পুলিস। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

2 years ago


Chachal: চাকরি দেওয়ার নামে ১৮ লক্ষ টাকা আত্মসাৎ, কাঠগড়ায় এবার মালদহের এক সরকারি আইনজীবী

এবার চাকরি (job) দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল চাঁচল (Chachal) মহকুমা আদালতের এক সরকারি আইনজীবীর (lawyer) বিরুদ্ধে। এমনকি ১৮ লক্ষ টাকা নিয়ে ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ পেয়েই প্রতারণার মামলা করেছে পুলিস (police)। শুরু হয়েছে তদন্ত, ঘটনায় চাঞ্চল্য মালদহের চাঁচলে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, চাঁচল মহকুমা আদালতের এক সরকারি আইনজীবী মোতাসির আলম চাকরি দেওয়ার নামে ১৮ লক্ষ টাকা নিয়েছেন। এমনই অভিযোগ করেন চাঁচলেরই শীতলপুর এলাকার বাসিন্দা আসিরুদ্দিন। সরকারি আইনজীবি মোতাসিরকে তিন দফায় নগদ ১৮ লক্ষ টাকা দিয়েছেন বলে তাঁর অভিযোগ। আরও অভিযোগ, চাঁচল আদালতে তাঁর পরিবারের তিনজন সদস্যকে চাকরি দেবেন বলে ওই টাকা দিয়েছিলেন। সরকারি আইনজীবী হওয়ায় আদালতে তাঁর চাকরি দেওয়ার ক্ষমতা রয়েছে, এমন ভাবনা থেকেই সরকারি আইনজীবীর ফাঁদে পা দেন তিনি।

সম্প্রতি মোতাসির ভুয়ো সিল, সই করা তিনটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও তাঁদের হাতে দিয়েছেন। কিন্তু ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলি দেখে তাঁর সন্দেহ হয়। আদালতে গিয়ে নিয়োগপত্রগুলির সত্যতা যাচাই করেন। তখন তিনি জানতে পারেন নিয়োগপত্রগুলি ভুয়ো।

এরপর সরকারি আইনজীবী মোতাসির আলমকে ফোন করেন, তাঁর বাড়িতেও যান। কিন্তু তিনি বাড়িতে অভিযুক্তকে দেখতে না পেয়ে পুলিসের দ্বারস্থ হন। অভিযোগ পেয়েই নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়েছে বলে পুলিস জানিয়েছে। চাকরি দেওয়ার নামে সরকারি আইনজীবীর বিরুদ্ধে টাকা নেওয়ার বিষয়টি সামনে আসতেই ক্ষুব্ধ আদালতের আইনজীবীদের অনেকেই।

এই নিয়ে চাঁচোল আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা কামাল জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কী করে মোতাসির আলমের মতো ব্যক্তি সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন, তাও জানা নেই।

বিষয়টি নিয়ে অভিযুক্ত সরকারি আইনজীবী মোতাসির আলমের প্রতিক্রিয়া জানতে গেলে তিনি ও তাঁর দলবল সংবাদমাধ্যমের কর্মীর উপর চড়াও হন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

2 years ago
Maldaha: পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার দম্পতির ঝুলন্ত দেহ, চাঞ্চল্য

মাঝ রাতে পরিত্যক্ত একটি ঘর (house) থেকে বৃদ্ধ দম্পতির ঝুলন্ত দেহ (hanging body) উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদহের (Maldaha) চাঁচোলের কলিগ্রাম এলাকায়। কেন এই মর্মান্তিক পদক্ষেপ? ঘটনার তদন্তে পুলিস (police)। 

জানা গিয়েছে, মৃত বৃদ্ধ দম্পতি বছর ৫০ এর যোগেন রক্ষিত ও বছর ৪০ এর সোনামনী রক্ষিত। পেশায় জমি কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন যোগেন বাবু। 

শুক্রবার সন্ধ্যাবেলা বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে তাঁদের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় চাঁচোল থানায়। এরপর রাতেই পুলিস ঘটনারস্থলে এসে মৃতদেহ গুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। 

স্থানীয় এবং পরিবারের সদস্যদের প্রাথমিক অনুমান, বাজারে দেনার দায়ে এই আত্মহত্যা। তবে এখনও সঠিক কারণ জানা যায়নি। 

2 years ago
university: দুর্নীতির আঁতুড়ঘর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়? এবার ল্যানের অর্থ নয়ছয়ের অভিযোগ

আবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের (university) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ওয়াই-ফাই কেলেঙ্কারির পর লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যান নিয়ে এবার দুর্নীতির অভিযোগ। অস্থায়ী কর্মীকে দিয়ে টেন্ডার করানো এবং কাজ না করে টাকা আত্মসাৎ-এর অভিযোগ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের বিরুদ্ধে। ঘটনায় জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দুর্নীতির আঁতুড়ঘর কটাক্ষ বিজেপির (BJP)। বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা দুর্নীতির আখড়া এটা মেনে নেওয়া যায় না প্রতিক্রিয়া তৃণমূলের। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস মালদহের (Maldaha) জেলা শাসকের।   

প্রসঙ্গত, চলতি বছরের মার্চ এবং এপ্রিল মাসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় লোকাল এরিয়া নেটওয়ার্কের জন্য টেন্ডার ডাকা হয়। এক কোটি ৬১ লক্ষ টাকার এই টেন্ডার বিশ্ববিদ্যালয়ের লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং এন্টিভাইরাস কেনার জন্য বরাদ্দ হয়। সেই টেন্ডার আহ্বান করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট ইলেকট্রিক ইঞ্জিনিয়ার মাসুর আলম। যিনি এই বিশ্ববিদ্যালয়ের একজন অস্থায়ী কর্মী। একজন অস্থায়ী কর্মী কীভাবে এত টাকার টেন্ডার আহ্বান করেন, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। 

এমনকি জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ম না মেনে টেন্ডার করে পুরো টাকাটাই আত্মসাৎ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর যার বিরুদ্ধে আইন বহির্ভূতভাবে টেন্ডার ডাকার অভিযোগ সেই মাসহূর আলম জানান, 'নিয়মে আমি টেন্ডার করতে পারি না। আমি একজন অস্থায়ী কর্মী আমি টেন্ডার করতে পারি না। কিন্তু ভিসির অর্ডার ফলো করেছি। চাকরির খাতিরে আমি করতে বাধ্য হয়েছি। ভিসিকে আমি জানিয়েছিলাম যে আমার এটা করা উচিত না কিন্তু তার নির্দেশে আমি করতে বাধ্য হয়েছি।'

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দুর্নীতির এই অভিযোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, 'গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় দুর্নীতির আতুরঘর। শিক্ষক নিয়োগ থেকে ওয়াই-ফাই এখন দেখছি ল্যান সবকিছুতেই দুর্নীতি, এর পেছনে কিছু রাজনৈতিক ব্যক্তি জড়িত রয়েছে। প্রতিটা ক্ষেত্রে পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো উচিত। তাহলে এই বিশ্ববিদ্যালয়ের আসল তথ্য উঠে আসবে।'

তবে দুর্নীতির এই ইস্যুতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়ালেন না তৃণমূল নেতৃত্ব। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, "জন্ম লগ্ন থেকেই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে। মুখ্যমন্ত্রী মালদহ সফরে এসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে ভৎসনা করেছিলেন। তারপরও ওদের ঘুম ভাঙেনি। একের পর এক এই ধরনের কাজ করছে। জেলাশাসক তদন্ত করবেন যারা অভিযুক্ত হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বিশ্ববিদ্যালয়ের মত একটা পবিত্র জায়গা দুর্নীতির আখড়া এটা মেনে নেওয়া যায় না।"

2 years ago


Maldaha: ঘুমন্ত ২ বছরের শিশুকে আছড়ে ফেলায় জেঠিমার বিরুদ্ধে খুনের পরিকল্পনার মামলা

নৃশংসতার সীমা পার মালদহে (Maldaha)। ঘুমন্ত দুই বছরের শিশুকে মেঝেতে আছড়ে ফেলেছিলেন খোদ নিজের জেঠিমা। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্যাতিত শিশুর মা অপর্ণা বিশ্বাস অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে মালদহ থানার পুলিস (Police) গত শুক্রবার গ্রেফতার (arrest) করে অভিযুক্ত জেঠিমা শিবানী বিশ্বাসকে। শনিবার অভিযুক্ত ওই মহিলার বিরুদ্ধে ৩৭০ ধারা অর্থাৎ খুন (murder) করার পরিকল্পনার অভিযোগে কেস দায়ের করে মালদহ থানার পুলিস। এদিনই অভিযুক্ত মহিলাকে মালদহ জেলা আদালতে (court) পাঠানো হয়। 

অভিযুক্ত শিবানী বিশ্বাস ওই শিশুর উপরে সেদিন অত্যাচার করার কথা স্বীকার করে নেন। যদিও এর আগে কোনওদিন নির্যাতন করেনি তাকে এবং সেদিন যে তার কী হয়ে গিয়েছিল, তিনি নিজেও বুঝে উঠতে পারছেন না, এমনটাই জানালেন সাংবাদিকদের সামনে।

অন্যদিকে নির্যাতিত শিশুর মা অপর্ণা বিশ্বাসের অভিযোগ, দীর্ঘ এক বছর ধরে প্রতি শনিবার এবং মঙ্গলবার করে তাঁর শিশুকে একা পেয়ে নির্যাতন করত জেঠিমা। পাশাপাশি সেদিন মোবাইলে ক্যামেরাবন্দি করেন, ছেলেকে কীভাবে নির্যাতন করছে। তাই অভিযুক্ত ওই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।


2 years ago
Poster: আগামী ছমাসের মধ্যে আসছে নতুন তৃণমূল, এবার পোস্টার মালদহে

দক্ষিণ কলকাতা (Kolkata) জুড়ে শুধুই তৃণমূল কংগ্রেসের হোর্ডিং, আর যা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে (politics)। শাসক দলের হোর্ডিংয়ে শুধুই দেখা মিলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। পোস্টারে উধাও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাসবিহারী, কালীঘাট, ভবানীপুর-সহ একাধিক জায়গায় এই পোস্টার পড়তে দেখা গিয়েছে। তবে কলকাতার পর এবার মালদহের চাঁচোলে (Chanchol) শুরু তরজা। কারণ, শহর জুড়ে পড়েছে তৃণমূলের পোস্টার, যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা, আগামী ছমাসের মধ্যে আসছে নতুন তৃণমূল। এমনকি চাঁচলের বিধায়ক নিহাররঞ্জন ঘোষের চাঁচলের অস্থায়ী বাসভবনেও লাগানো হয়েছে এই পোস্টার। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন।

তবে এই নিয়ে উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, তৃণমূল গোষ্ঠীর কোনও দলের জেরেই এই পোস্টার। অন্যদিকে চাঁচোলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের দাবি, এর পিছনে রয়েছে রাজনৈতিক চক্রান্ত।

2 years ago


shootout: মদের আসরেই চলল গুলি, দুই বন্ধুর মধ্যে বচসা থেকে চলে গুলি, গুলিবিদ্ধ ১

রাজ্যে একের পর এক ঘটে চলেছে দুঃসাহসিক শুটআউটের (shootout) ঘটনা। ফের শুটআউট, এবার মদের আসরেই চলল গুলি। আসরে মত্ত ছিলেন দুই বন্ধু। আর সূত্রপাত সেখান থেকেই। আচমকাই আসরে দুই বন্ধুর মধ্যে শুরু হয় বচসা। আর সেই বচসার জেরে চলে গুলি। এমনই ঘটনা মালদহের (Maldaha) ইংরেজবাজার থানার নঘরিয়া গ্রামে। 

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাত দশটা নাগাদ দুই বন্ধুর মধ্যে বচসার জেরে চলে গুলি। মনিরুল খান নামে এক বন্ধুকে লক্ষ্য করে গুলি চালায় রকি শেখ নামে অপর এক বন্ধু, এমনটাই অভিযোগ। ঘটনার পর থেকে ফেরার রকি শেখ। স্থানী সূত্রে আরও খবর, ঘটনায় মনিরুলের নাকে গুলি লাগে। গুরুতর আহত (injured) অবস্থায় মালদহের একটি বেসরকারি হাসপাতালে (hospital) চিকিৎসাধীন মনিরুল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস (police)। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিস।

তবে মালদহে এমন ঘটনায় লেগেছে রাজনৈতিক রঙ। শাসক দলের প্রচ্ছন্ন মতে অস্ত্র মজুদ করা হচ্ছে, অভিযোগ উত্তর মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মুর।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এলাকা থেকে নির্বাচিত জেলা পরিষদ সদস্য তথা তৃণমূল নেতা স্বপন মিশ্র।

তবুও স্থানীয়দের প্রশ্ন, এত অস্ত্র আসছে কোথা থেকে? কতটা সুরক্ষিত তাঁরা আদতে? প্রশ্নে   পুলিসের ভূমিকা। প্রশাসন কি আদতেও কোনও পদক্ষেপ নেবে? উত্তর অজানা। 

2 years ago
NIA: 'মালদা বিস্ফোরণ, পুলিস নিষ্ক্রিয়', এনআইএ-র দাবি হাইকোর্টে

মালদায় বিস্ফোরণের (Maldaha Blast) ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) আবেদন জানানো হল হাইকোর্টে (High Court)। আবেদনকারী জানান, এখনও এই মামলার তদন্ত করছে রাজ্য পুলিস। কিন্তু তদন্ত এগোয়নি একটুও। তাই এনআইএ তদন্তের দাবি নিয়ে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আজকের মতো সেই মামলার শুনানি (Hearing) শেষ। পরবর্তী শুনানি আগামী শুক্রবার।

আবেদনকারী আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, ২০২২ সালের ২৪ এপ্রিল বিস্ফোরণের ঘটনাটি ঘটে। পাঁচজন শিশু জখম হয়। পুলিসের তরফ থেকে কোনও স্বতঃপ্রণোদিত কেস করা হয়নি। একজন ক্ষতিগ্রস্তের আত্মীয় অভিযোগ করার পর তার ভিত্তিতে তদন্ত শুরু হয়। এফআইআর হয় ২৫ এপ্রিল দুপুর ১২ টার পর। যদিও ঘটনা ঘটে ২৪ এপ্রিল দুপুর ২ টো ১৫ মিনিটে। অথচ আইনে আছে, এই ধরনের ঘটনা ঘটলে তদন্তকারী সংস্থা স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে। কিন্তু রাজ্য পুলিসের তদন্তকারী অফিসার সেদিন কিচ্ছু করেননি। এলাকায় অপরাধ বেড়েছে বহুদিন। পুলিসের ভূমিকা নিষ্ক্রিয়। এটা সীমান্ত এলাকা এবং অপরাধের আঁতুড়ঘর। পুলিসেরই রিপোর্টে পাওয়া যাচ্ছে, ওখানে মাঝে মাঝেই বোমা পাওয়া যায়। এলকাবাসী সুরক্ষিত নয়। তাই এনআইএ তদন্তের প্রয়োজন।

রাজ্যের আইনিজীবী অনির্বাণ রায় বলেন, আমরা তদন্ত করছি, কোথা থেকে এল অত পরিমাণে বিস্ফোরক। ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় আছি। তদন্ত চলছে। এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে মামলাটি এলে তদন্ত দেরি হবে। অপরাধীরা পালিয়ে যেতে পারে।

রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় আরও জানান, এফআইআর দেরিতে করা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। রাজ্য এক্সপ্লোসিভ অ্যাক্টেই অভিযোগ দায়ের করে তদন্ত করছে এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়।

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, সমস্ত সিডিউল অফেন্স এনআইএ সংস্থা তদন্ত করে। সার্বভৌমিকতা, দেশের নিরাপত্তা ইত্যাদি বিষয় জড়িত থাকলে তবেই। সন্ত্রাসবাদ ও জাতীয় ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনা আছে, এমন ঘটনা হলেই তারা তদন্ত করে।

2 years ago