Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MadhyaPradesh

Bribe: ঘুষ নিতে গিয়ে ধরা পড়তেই মুখে পুড়লেন টাকা! সরকারি কর্মীর কাণ্ডে হতবাক নেটদুনিয়া

কিছুদিন আগেই বাংলার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীর ব্যালট পেপার খাওয়া নিয়ে অভিযোগ উঠেছিল। আর এটি ঘিরেই সরগরম ছিল রাজ্য রাজনীতি। আর এবারে এক সরকারী কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠল ঘুষের (Bribe) টাকা চিবিয়ে খাওয়ার। জানা গিয়েছে, সেই ঘুষের টাকা খাওয়ার পরও রেহাই পাননি তিনি। হাতেনাতে জব্বলপুরের লোকায়ুক্ত দলের (Jabalpur Lokayukta's Special Police Establishment) কাছে ধরা পড়েছেন তিনি। সোমবারের ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) কাটনির।

পুলিস সূত্রে খবর, রাজস্ব দফতরের এক কর্মী গজেন্দ্র সিং এক জমির মামলায় চন্দন সিং নামের এক ব্যক্তির থেকে প্রায় ৪ হাজার ৫০০ টাকা ঘুষ নিয়েছিলেন। জানা গিয়েছে, ঘুষ নেওয়ার ব্যাপারে চন্দন সিং লোকায়ুক্ত দলকে অভিযোগ করেন। এরপর সেই অভিযোগের ভিত্তিতে একদিন গজেন্দ্রর প্রাইভেট অফিসে হানা দেয় লোকায়ুক্ত দল। আর তখনই হাতেনাতে গজেন্দ্রকে টাকা ঘুষ নিতে দেখে ফেলেন লোকায়ুক্তর আধিকারিকরা। তাঁদের দেখতে পেয়েই তড়িঘড়ি সেই ঘুষের টাকা মুখে পুড়ে নেন গজেন্দ্র সিং। চিবোতেও থাকেন সেটা। তখনই তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর।

তবে সেই টাকা খেয়ে ফেলার পর তাঁকে তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এরপর অনেক চেষ্টা করে তাঁর মুখ থেকে সেই টাকা বের করে আনা হয়। সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চিকিৎসকরা পরে জানান যে, গজেন্দ্রর অবস্থাও স্থিতিশীল।

9 months ago
Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসের কোচে ভয়াবহ আগুন, নিরাপদে যাত্রীরা

বন্দে ভারতের (Vande Bharat Express) কোচে ভয়াবহ আগুন (Fire)। ঠিক এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওটিতে (Viral Video) দেখা গিয়েছে কিভাবে বন্দে ভারতের তলায় আগুন দাউ দাউ করে জ্বলছে। সোমবার সকালে এই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) কুড়ওয়াই কেথোরা এলাকায়। এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। যদিও কোচের মধ্যে থাকা যত্রীদের সুস্থভাবে বাইরে নিয়ে আসা সম্ভব হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। 

এই ঘটনায় রেল একটি বিবৃতিতে জানিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের তলায় থাকা ব্যাটারির বাক্সে ব প্রথমে আগুন দেখা দিয়েছে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নিভিয়েছেন। ব্যাটারি বক্সে আগুন দেখা গেলেও সেখানে কী ভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

10 months ago
MadhyaPradesh: টোম্য়াটো নিয়ে ঝগড়া! রেগে বাড়িই ছেড়ে চলে গেলেন স্ত্রী, এরপর...

ফের টোম্যাটো (Tomato) নিয়ে মজাদার খবর প্রকাশ্যে। এবারে টোম্যাটো নিয়েই ঝগড়া স্বামীও স্ত্রীর। আর এই ঘটনার জল গড়াল পুলিস স্টেশন পর্যন্ত। ঘটনাটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) শাহদোলের (Shahdol)। আকাশছোঁয়া হয়েছে টোম্যাটোর দাম। ফলে কোথাও শোনা যাচ্ছে, সোনা-গয়না-টাকার বদলে চুরি করা হচ্ছে টোম্যাটো, আবার কোথাও দেখা যাচ্ছে, টোম্যাটোর জন্য সবজির দোকানে রাখা হচ্ছে বাউন্সার। আর এবারে এই টোম্যাটো নিয়েই হয়ে গেল বর-বউয়ের ঝগড়া। আর এর ফলে বাড়ি ছেড়েও চলে গেলেন স্ত্রী, এমনটাই দাবি স্বামীর।


জানা গিয়েছে, সেই ব্যক্তির নাম সঞ্জীব বর্মন। তিনি জানিয়েছেন, তাঁর টিভিন সার্ভিস রয়েছে। ফলে তিনি সেই সব টিফিন বানানোর জন্য খাবারে দুটো টোম্যাটো ব্যবহার করেছিলেন, তবে তা স্ত্রীর থেকে অনুমতি না নিয়ে। আর এতেই নাকি চটে যান তাঁর স্ত্রী। আর এই ঝগড়া এমন অবস্থায় যায় যে তিনি তাঁর সন্তানকে নিয়ে বাড়িই ছেড়ে চলে যান। এরপর তাঁকে খোঁজার অনেক চেষ্টা করার পর তাঁকে না পেলে স্থানীয় পুলিস স্টেশনের দ্বারস্থ হন তিনি।

এরপর শাহদোলের স্টেশন হাউস অফিসার সঞ্জয় জয়সওয়াল জানান যে, সঞ্জীব পুলিসের কাছে এই ব্যাপারে জানালে তাঁরাও খুঁজতে করেন। অবশেষে তাঁর স্ত্রীকে খুঁজে পাওয়া গিয়েছে। তিনি ঝগড়ার পর কষ্ট পেয়ে বাড়ি ছেড়ে উমারিয়ায় তাঁর বোনের বাড়ি চলে গিয়েছিলেন। তবে তিনি ফিরে আসবেন বলে জানিয়েছেন।

10 months ago


MadhyaPradesh: 'আমি প্রথমে সব মিথ্যা বলেছিলাম', প্রস্রাব কাণ্ডে মুখ খুললেন নির্যাতিত

মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রস্রাব কাণ্ড (Urination Case) নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় রাজ্য-রাজনীতি। আদিবাসী শ্রমিকের গায়ে প্রস্রাব করার ঘটনায় এবারে এল নতুন মোড়। নির্যাতিত দাশমত রাওয়াত জানিয়েছেন, এই ঘটনার তদন্ত চলাকালীন প্রথমে তিনি মিথ্যা বলেছিলেন। কিন্তু পরে অভিযুক্ত প্রভেস শুক্লা সবটাই নিজে স্বীকার করে নেওয়ার পর দাশমতও পরে মুখ খোলেন।

নির্যাতিত দাশমত রাওয়াত জানিয়েছেন, গায়ে প্রস্রাব করার ভিডিও জুলাই মাসের প্রথম দিকে ভাইরাল হওয়ার পর তদন্ত শুরু হয়। তখন দাশমত পুরোটাই মিথ্যা বলেছিলেন বলে দাবি করেন। তিনি বলেছিলেন, ভিডিও-র নির্যাতিত ব্যক্তিটি তিনি ছিলেন না। আর এই ঘটনাটি ছিল ২০২০ সালের। এই ঘটনা নিয়ে কালেক্টরকেও মিথ্যা বলেছিলেন তিনি। কিন্তু তিনি পরে আরও বলেন, 'আমি সেদিন মদ্যপ অবস্থায় ছিলাম। বুঝতেই পারিনি, গায়ে কে প্রস্রাব করেছিল। এরপর আমাকে পুলিস স্টেশন ও পরে কালেক্টরের কাছে নিয়ে গেলে প্রথমে মিথ্যাই বলি। কিন্তু পরে অভিযুক্ত প্রভেস শুক্লা নিজেই ঘটনাটি স্বীকার করলে এরপর আমিও মেনে নিই।'

উল্লেখ্য, অভিযুক্ত প্রভেস শুক্লাকে এই ঘটনায় গ্রেফতার করার পর দাশমত তার মুক্তির আর্জি জানিয়েছেন সরকারের কাছে। তিনি বলেছেন, 'উনি তার ভুল বুঝতে পেরেছেন। এখন তাকে মুক্তি দেওয়া উচিত।'

10 months ago
Madhya Pradesh: 'ভুল বুঝতে পেরেছেন', প্রস্রাবকাণ্ডে ধৃতকে মুক্তি দেওয়ার আবেদন নির্যাতিতের

আদিবাসী শ্রমিকের (Tribal Labourer) গায়ে প্রস্রাব করার ঘটনা নিয়ে গত কয়েকদিন ধরেই শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। বিশেষ করে মধ্যপ্রদেশে শোরগোল পড়ে গিয়েছে এই ঘটনা নিয়ে। ফলে এই ঘটনায় অভিযুক্ত প্রভেস শুক্লাকে গ্রেফতার করা হয়েছে ও তাঁর অবৈধ সম্পত্তি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু এবারে এই অভিযুক্তের মুক্তির জন্য আর্জি জানালেন খোদ নির্যাতিতা দাশমত রাওয়াত। তিনি মধ্যপ্রদেশ সরকারের (Madhya Pradesh) কাছে তাঁর মুক্তি চেয়ে বলেছেন, 'তিনি তাঁর ভুল বুঝতে পেরেছেন।'

বেশ কয়েকদিন ধরেই গায়ে প্রস্রাব করার ভিডিও নিয়ে তোলপাড় ছিল রাজ্য-রাজনীতি। পরে তাই অভিযুক্ত প্রভেস শুক্লাকে গ্রেফতার করে পুলিস ও তার অবৈধ সম্পত্তিও বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। শুধু তাই নয়, মুখ্য়মন্ত্রী শিবরাজ সিং চৌহান নির্যাতিত দাশমতকে তাঁর বাসভবনে নিয়ে গিয়ে তাঁর পা ধুইয়ে দেন ও তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। এরপর তাঁর কাছে ক্ষমাও চান মুখ্যমন্ত্রী।

এরপর এই ঘটনার পরদিনই দাশমত অভিযুক্তের জন্য মুক্তির অনুরোধ করেন। তিনি মধ্যপ্রদেশ সরকারের কাছে আর্জি জানিয়ে বলেছেন, 'প্রভেস শুক্লাকে এবারে ছেড়ে দেওয়া উচিত। তিনি যা করেছেন, সেটা যে ভুল, তিনি বুবঝতে পেরেছেন।' তিনি আরও বলেন, 'উনি আমাদের গ্রামের পণ্ডিত। আমরা সরকারের কাছে তাঁর মুক্তির দাবি করেছি।'

10 months ago


Shivraj Chouhan: প্রস্রাবকাণ্ডে 'ক্ষমাপ্রার্থী' মুখ্যমন্ত্রী, আদিবাসীর পা ধুইয়ে দিলেন শিবরাজ চৌহান

আদিবাসী শ্রমিকের (Tribal) গায়ে প্রস্রাব (Urination Incident) করা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে পুরো দেশজুড়ে। এবারে এই বিতর্কের মাঝেই বৃহস্পতিবার সেই আদিবাসীর পা ধুইয়ে দিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh chouhan)। শুধু তাই নয়, তাঁর কাছে ক্ষমাও চাইলেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের এক যুবকের অত্যন্ত ঘৃণ্য কাণ্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, তার নাম প্রভেস শুক্লা। এই ঘটনাটি মধ্যপ্রদেশ রাজ্যের সিধি জেলার বেহরী থানা এলাকার। অভিযোগ উঠেছে, গত ৯-১০ দিন আগে ওই এলাকার একটি মোবাইল দোকানের সামনে বসে থাকা এক আদিবাসীর মুখে প্রস্রাব করে অভিযুক্ত প্রভেস শুক্লা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপরই শুরু হয় বিতর্ক। এরপর মঙ্গলবার বেহরী থানার পুলিশ স্বতঃপ্রণোদিত একটি মামলা রুজু করে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। সিধি জেলার পুলিশ সুপার ডঃ রভিন্দ্র বর্মা জানান, প্রভেশ শুক্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪,৫০৪ ধারায়, এনএসএ এবং এসসি/এসটি অ্যাক্টে মামলা রুজু হয়েছে।

অন্যদিকে সে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছিলেন। তাকে গ্রেফতার করার পরই বুধবার জানা যায়, তার সম্পত্তির কিছু অবৈধ অংশ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত প্রশাসনের তরফেই নেওয়া হয়েছে বলে খবর। এরপরই আজ দেখা যায়, মুখ্যমন্ত্রী সেই আদিবাসী শ্রমিক দাশমাত রাওয়াতকে তাঁর বাসভবনে নিয়ে গিয়ে তাঁর হাত-পা ধুইয়ে দেন। এরপর তাঁর কাছে ক্ষমাও চেয়েছেন ও তাঁকে একটি সাদা রংয়ের উত্তরীয় পরিয়ে দেন ও দিয়েছেন কিছু উপহার। আবার দাশমাতের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানকে।

10 months ago
Bulldozer: আদিবাসী শ্রমিকের উপর প্রস্বাব করার জের! বুলডোজার চালানো হল অভিযুক্তের বাড়িতে

বেশ কয়েকদিন ধরেই একটি গা শিউরে ওঠার মতো দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি মধ্যপ্রদেশের। অভিযোগ উঠেছে, মধ্যপ্রদেশের (Madhya Pradesh) এক যুবক এক আদিবাসী শ্রমিকের (Labourer) গায়ের উপর প্রস্বাব করেছে। আর সেই ভিডিও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) চোখে পড়তেই মঙ্গলবার তিনি তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেন। এরপর সেদিন রাতেই সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আর এবারে জানা গিয়েছে, তাকে 'শাস্তি' দিতে তার বাড়িতে চালানো হল বুলডোজার (Bulldozer)।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম প্রবেশ শুক্লা। আর এই ঘটনাটি মধ্যপ্রদেশের সিধি জেলায় ঘটেছে। এনএসএ-এর অধীনে তার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। এরপর বুধবার জানা গিয়েছে, তাকে শাস্তি দিতে তার বাড়িতে চালানো হয়েছে বুলডোজার। তার বাড়ির নির্মাণ অবৈধ বলে দাবি করা হয়েছে, ফলে সেই বাড়ি ভাঙা হয়েছে বলে সূত্রের খবর। আজ তার বাড়িতে বুলডোজার আসার সময় সেখানে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই তার বাড়ি ভাঙা হয়েছে।

এদিকে মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্র প্রবেশের এই ব্যবহারকে অত্যন্ত ঘৃণ্য ও নিন্দনীয় বলে উল্লেখ করেছেন। ফলে তার বাড়িতে বুলডোজার চালানোর সিদ্ধান্ত নেয় মধ্যপ্রদেশ সরকার।

10 months ago
Madhya Pradesh: শ্রমিকের গায়ের উপর প্রস্রাব ব্যক্তির, কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

মধ্যপ্রদেশে (MadhyaPradesh) ঘটে গিয়েছে এক অপ্রীতিকর ঘটনা, যা নিয়ে শুরু জোর বিতর্ক। অভিযোগ উঠেছে, মধ্যপ্রদেশের এক ব্যক্তি এক শ্রমিকের (Labourer) গায়ের উপর প্রস্রাব করেছেন। আর সেই দৃশ্য সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিও পরবর্তীতে সে রাজ্যের মুখ্যমন্ত্রীর চোখে পড়তেই কড়া পদক্ষেপ নিয়েছেন শিবরাজ চৌহান (Shivraj Chouhan)।

ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশের সিধি জেলার এক ব্যক্তি রাস্তায় থাকা এক শ্রমিকের সঙ্গে অভব্য আচরণ করে। এরপর সেই শ্রমিকের গায়ের উপর প্রস্বাব করতেও দেখা যায় সেই ব্যক্তিকে। এরপর এই ভিডিও ভাইরাল হতেই হইহই পড়ে মধ্যপ্রদেশ জুড়ে।

এই ভিডিও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের সামনে আসতেই তিনি জানান, সেই অভিযুক্ত এক আদিবাসী সম্প্রদায়ের ব্যক্তির সঙ্গে এমন অসভ্য আচরণ করেছেন। ফলে তার উপর এনএসএ লাগু করা উচিত। সেই অভিযুক্তের বিরুদ্ধে তিনি কড়া পদক্ষেপও নিতে বলেছেন। তিনি টুইটে লিখেছেন, 'তাঁর চোখে এমন ভিডিও পড়েছে। ফলে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে, সেই দোষীকে যেন অবিলম্বে গ্রেফতার করা হয় ও তার উপর যেন এনএসএ ধারায় মামলা করা হয়।'

10 months ago


Kuno: কুনোর জঙ্গলে চার চিতার লড়াই, সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে

প্রধানমন্ত্রীর গত বছর তাঁর জন্মদিন উপলক্ষ্য়ে কুনোর জঙ্গলে বেশ কিছু চিতা আনা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কুনোর জঙ্গলে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয়েছিল। মধ্যপ্রদেশের কুনোর জঙ্গলের জাতীয় উদ্য়ানে নামিবিয়ার এবং দক্ষিণ আফ্রিকা থেকে আনা চারটি চিতার মধ্যে লড়াই বাধে। লড়াই থামাতে একটি চিতাকে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্তারা। বন দফতর সূত্রে খবর, নামিবিয়া থেকে গৌরব এবং শৌর্য নামে দু’টি চিতাকে আনা হয় কুনোয়। এবং দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় অগ্নি এবং বায়ু নামের আরও দু’টি চিতাকে। 

সোমবার সন্ধ্যা ৬টায় চিতাগুলি নিজেদের মধ্য়ে লড়াই করতে শুরু করে। বনকর্তারা প্রাথমিক ভাবে সাইরেন বাজিয়ে এবং বাজি পটকা ফাটিয়ে তাদের লড়াই থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তাতেও কোনো কাজ না হওয়ায় বনকর্তারা ঘুমপাড়ানি গুলি ছোড়েন। 

ফরেস্ট অফিসার পিকে বর্মা জানিয়েছেন, অগ্নি নামের চিতাটির গায়ে গিয়ে ঘুমপাড়ানির গুলি লাগে। যদিও এখন চিতাটি ভাল আছে বলে জানা গিয়েছে। বন আধিকারিক জানিয়েছেন, নিজেদের মধ্যে লড়াইয়ে জড়িয়ে পড়া চিতাদের মধ্যে নতুন কিছু নয়। এমন ঘটনা প্রায়শই ঘটে থাকে। তবে এই লড়াইয়ের মারামারিতে অগ্নির শরীরে কোনও আঘাত লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

10 months ago
Road Accident: লরির ধাক্কায় একনিমেষে দুমড়ে-মুচড়ে গেল এসইউভি গাড়ি, মৃত ৭, আহত ২

মর্মান্তিক! ফের ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু হল ৭ জনের, গুরুতর আহত দু'জন। ঘটনাটি মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সিন্ধি জেলার। একটি চার চাকার গাড়িতে লরির ধাক্কা দেওয়ার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিস। মধ্য প্রদেশের সিন্ধি জেলায় সিন্ধি-টিকারি রোডে দোল গ্রামের কাছে ঘটেছে দুর্ঘটনা। আর এর ফলেই প্রাণ হারালেন ৭ জন। আহতদের হাসাপাতালে ভর্তি করা হয়েছে ও বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

এই ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ে সিন্ধি জেলার পুলিস সুপার রবীন্দ্র সিং জানিয়েছেন, সিন্ধি-টিকারি রোডে এসইউভি-র সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে লরিটির। লরিটি এসইউভি গাড়ির উল্টো দিক থেকে আসছিল। আর এই ধাক্কার পর গাড়ির উপর উল্টে যায় লরিটি। ফলে এক নিমেষের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। এর জেরেই এসইউভি-তে থাকা ৭ জনের মৃত্যু হয়েছে ও ২ জন আহত হয়েছেন। 

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। পুলিস গিয়ে মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে আহতদের। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিস। 

11 months ago


MP: প্রায় তিনদিন পর কুয়ো থেকে উদ্ধার করা হল আড়াই বছরের শিশুটিকে, তবে শেষ রক্ষা হল না

অবশেষে ৩০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হল আড়াই বছরের শিশুটিকে (Minor girl)। কিন্তু তাকে শেষপর্যন্ত বাঁচানো গেল না। গত মঙ্গলবার দুপুরের দিকে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সেহোর জেলার মুঙ্গাভালি গ্রামে এক চাষের ক্ষেতের বোরওয়েলে পড়ে যায় খুদেটি। তারপর থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। কিন্তু প্রায় তিনদিন হতে চললেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। অবশেষে ৪৬ ঘণ্টা পর তার দেহ উদ্ধার করা হয় কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।

জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরের দিকে মুঙ্গাভালি গ্রামের এক চাষের ক্ষেতে খেলছিল আড়াই বছরের শিশুটি। হঠাৎ পাশে থাকা বোরওয়েলে পড়ে যায় সে। সেহোর জেলার কালেক্টর জানিয়েছিলেন, শিশুটি প্রথমে ৩০০ ফুট বোরওয়েলের ২০ ফুটে আটকে যায়, এরপর আরও নীচে ৫০ ফুট গভীরে চলে যায় সে। এই ঘটনার পরই নাবালিকাকে উদ্ধার করতে পুলিস, দমকল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এমনকি সেনাও নামানো হয়েছে। তারপরেও সুরাহা না হওয়ায় আজ নামানো হয় রোবট বাহিনী। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। 

এরপর আজ ৫৪ ঘণ্টা পর তাকে গর্ত থেকে বের করা হয়। তাকে ১০০ ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। সেহোর জেলার জেলাশাসক বলেন, 'আমরা অনেক চেষ্টা করেও মেয়েটিকে বাঁচাতে পারিনি। দুই চিকিৎসকের একটি দলের ময়নাতদন্তে জানা যায়, তার দেহ পচতে শুরু করেছে। মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধ।'

11 months ago
MadhyaPradesh: ৪০ ঘণ্টা পার! এবারে বোরওয়েল থেকে আড়াই বছরের খুদের উদ্ধারে নামানো হবে রোবট

পেরিয়ে গিয়েছে ৪০ ঘণ্টা। এখনও ৩০০ ফুট গভীর বোরওয়েল (Borewell) থেকে উদ্ধার করা যায়নি আড়াই বছরের শিশুটিকে (Minor)। মঙ্গলবার দুপুরের দিকে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সেহোর জেলার মুগাভালি গ্রামে এক চাষের ক্ষেতের বোরওয়েলে পড়ে যায় খুদেটি। তারপর থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। কিন্তু প্রায় দু'দিন হতে চললেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। জানা গিয়েছে, প্রথমে শিশুটি ২০ ফুট গভীরে আটকে ছিল, কিন্তু পরে সে পিছলে ৫০ ফুট গভীরে চলে যায়। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। এবারে তিনি জানিয়েছেন, শিশুটিকে উদ্ধার করতে সাহায্য নেওয়া হবে রোবটের (Robot)।

জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরের দিকে মুগাভালি গ্রামের এক চাষের ক্ষেতে খেলছিল আড়াই বছরের শিশুটি। হঠাৎ পাশে থাকা বোরওয়েলে পড়ে যায় সে। সেহোর জেলার কালেক্টর জানিয়েছেন, শিশুটি প্রথমে ৩০০ ফুট বোরওয়েলের ২০ ফুটে আটকে যায়, এরপর আরও নীচে ৫০ ফুট গভীরে চলে যায় সে। এই ঘটনার পরই সেখানে উপস্থিত হয়েছে সেনা জওয়ান, এনডিআরএফ ও এসডিআরএফ।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নিজের জেলা এটি। ফলে এই বিষয়ে তিনি ওয়াকিবহাল। ফলে এই ঘটনার পরই শিশুটিকে নিরাপদে বের করার জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছেন তিনি। তাঁর তরফে ঘোষণা করা হয়েছে, উদ্ধারকার্যে রাজ্যের থেকে সমস্ত সহায়তা করা হবে।

11 months ago
Train: ফের ট্রেনে বিপত্তি! মধ্য়প্রদেশে লাইনচ্যুত রান্নার গ্যাসবোঝাই দু'টি ওয়াগন

করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express) ঘটনার পর থেকে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। এবারে দুর্ঘটনাস্থল মধ্যপ্রদেশের (MadhyaPradesh) জবলপুর (Jabalpur)। মঙ্গলবার রাতে একটি রান্নার গ্য়াসবোঝাই ওয়াগন লাইনচ্যুত হয়ে যায়। তবে এই দুর্ঘটনার জেরে মেন লাইনের কোনও ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি বলে জানা গিয়েছে।

রেলসূত্রে খবর, মঙ্গলবার রাতে লাইনচ্যুত হয় দু'টি ওয়াগন। জবলপুরের শাহপুরা ভিটোনি স্টেশনে একটি পণ্যবাহী ট্রেনের এলপিজি রেকের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে বলেই জানা গিয়েছে। যদিও এর প্রভাবে মেন লাইনে ট্রেন চলাচলে কোন প্রভাব পড়েনি। এই আবহে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা। তবে মেন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাতের দুর্ঘটনার পর বুধবার সকালে সেই লাইন মেরামতির কাজ শুরু হয়। সকাল থেকেই শুরু হয়েছে মালগাড়ী পুনরুদ্ধারের কাজ। তবে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালগাড়ির ওয়াগন কীভাবে লাইনচ্যুত হল, তা এখনও স্পষ্ট নয়। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

11 months ago


Indore: পুতুল-চকোলেটের বায়না করতেই মেয়েকে খুন বাবার! গ্রেফতার 'মাদকাসক্ত' বাবা

চকোলেট, পুতুলের বায়না করতেই প্রাণ গেল এক ৮ বছরের নাবালিকার (Minor Girl)। জানা গিয়েছে, এই নাবালিকা তার বাবার কাছে চকোলেট ও পুতুলের জন্য বায়না করছিল। আর এরপরেই বিরক্ত হয়ে মেয়েকে গত শনিবার খুন করে 'মাদকাসক্ত' বাবা বলে অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) ইন্দোরে (Indore)। যদিও পরে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে নেয়। নিজের মেয়েকে খুন করার অভিযোগে তাকে সোমবার গ্রেফতারও করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, প্রায়ই নাবালিকা চকোলেটের জন্য বায়না করত। কিন্তু তার রোজ এই বায়না নিতে পারেনি তার বাবা। তাই বিরক্ত হয়ে মাদকের নেশায় মেয়েকে খুন করেছে বলে খবর। পুলিস সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ চলাকালীন অভিযুক্ত নিজেই তার মেয়েকে খুন করার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, একটি নির্মীয়মান বহুতলে নিয়ে গিয়ে পাথর ও টাইলস দিয়ে মাথায় একাধিকবার মেরে মেয়েকে খুন করেছে। আর্থিক অনটনের মধ্যে দিয়ে যাচ্ছিল সে, কিন্তু তার মেয়ে চকোলেট, পুতুল ও জামার জন্য বায়না করেই চলেছিল। ফলে সে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্যই তার মেয়েকে খুন করে বলে জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি।

আরও জানা গিয়েছে, মৃত নাবালিকার মা কয়েকবছর আগেই তাদের ছেড়ে চলে যায়। তারপর থেকে তার বাবার সঙ্গে থাকত ছোট্ট মেয়েটি। আরও জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ভোটার কার্ড পাওয়া গিয়েছে। তবে রেশন কার্ড মেলেনি বলে ইন্দোর পুলিসের এক আধিকারিক জানিয়েছেন।

11 months ago
MP: মাকে মারধর করেন বাবা! গ্রেফতারির দাবি নিয়ে পুলিস স্টেশনে হাজির দুই নাবালিকা

নিজের বাবাকে গ্রেফতার (Arrest) করার দাবিতে পুলিস স্টেশনে গিয়ে হাজির দুই নাবালিকা। একজনের বয়স প্রায় ৫ ও আরেকজনের ৭। কিন্তু কী এমন কারণ, যার জন্য এই দুই শিশু পুলিস স্টেশনে। তাদের দেখে রীতিমতো হতবাক স্টেশনের কর্মরত পুলিসরা। জানা গিয়েছে, নাবালিকাদের দাবি, তাদের বাবা তাদের মায়ের উপর অত্যাচার করেন ও মারধর করেন। ফলে তাদের মায়ের তরফে একটি চিঠি নিয়ে এসেছে স্টেশনে অভিযোগ দায়ের করার জন্য। ঘটনাটি মধ্যপ্রদেশের (MadhyaPradesh) গোয়ালিওরের।

সূত্রের খবর, গোয়ালিওরের ভিতরওয়ার পুলিস স্টেশনে কর্মরত ছিলেন প্রতীপ শর্মা। তখন হঠাৎ দুই নাবালিকাকে স্টেশনে ঢুকতে দেখা যায়। তাদের হাতে একটি চিঠিও ছিল। তাদের দেখতে পেয়েই প্রতীপ শর্মা জিজ্ঞাসাবাদ করেন ও বলেন তারা যাতে ভয় না পায়। এরপরেই একে একে সব ঘটনা বলে দুই মেয়ে। তারা সেই চিঠি দিয়ে বলে, তাদের বাবা তাদের মাকে মারধর করেন। ফলে তাদের বাবাকে যেন গ্রেফতার করা হয়।

নাবালিকাদের অভিযোগ শোনার পরই প্রতীশ শর্মা তাদের বাড়ি যান ও তাদের বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। সেই দম্পতিকে ভালোভাবে বুঝিয়ে বলেন যে, তাঁরা যাতে পরবর্তীতে আর কোনও ঝগড়া না করেন। কারণ এতে সন্তানদের উপর খারাপ প্রভাব পড়ে।

11 months ago