Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

MadhyaPradesh

Madhya Pradesh: বেপরোয়া গতির বলি ৩, ট্রাকের ধাক্কায় মৃত্যু

ফের ট্রাকের (truck) ধাক্কায় মৃত্যু (Death)। মঙ্গলবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বুরহানপুর (Burhanpur) জেলায় একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই জন কলেজ ছাত্র (college student) এবং ওই কলেজ ভ্যান চালকের (van driver)। পুলিস সূত্রে খবর, আহত হয়েছেন আরও সাতজন।

পুলিস সুপার (এসপি) রাহুল কুমার জানিয়েছেন, সকাল ৯.৩০ মিনিটে ইন্দোর-ইছাপুর মহাসড়কের শাহপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে। ছাত্র বহনকারী ভ্যানটি পাশের একটি গ্রাম থেকে বুরহানপুরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলেই দুই ছাত্রী ও ভ্যান চালকের মৃত্যু হয় বলে ওই কর্মকর্তা জানান। তিনি আরও জানান, আহত আরও সাত পড়ুয়াকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ছাত্রদের সঙ্গে দেখা করতে জেলা হাসপাতালে যান বুরহানপুরের জেলাশাসক প্রবীণ সিং এবং এসপি। এদিকে ট্রাক চালক বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিস।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটারে সড়ক দুর্ঘটনায় ছাত্র ও চালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।

2 years ago
KKR: আগামি আইপিএলে চমক দিল কেকেআর, দলের কোচ নিযুক্ত রঞ্জিজয়ী চন্দ্রকান্ত পণ্ডিত

ইংল্যান্ড জাতীয় দলের কোচ হয়েছেন ব্রেন্ডন ম্যাককালাম (Brenodn McCulum)। তাঁর জায়গায় কলকাতা নাইট রাইডার্সের (KKR Coach) নতুন কোচ হলেন চন্দ্রকান্ত পণ্ডিত। বুধবার এই নিয়োগ চূড়ান্ত করেছে নাইট রাইডার্স। রঞ্জিজয়ী মধ্যপ্রদেশের কোচকে আগামি আইপিএল-র জন্য কোচ হিসেবে নিয়োগ করলেন শাহরুখ খান-বেঙ্কি মাইসোরররা। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেন, 'কলকাতা দলে চন্দ্রকান্তকে পেয়ে আমরা দারুণ খুশি। তাঁর হাত ধরেই আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। ঘরোয়া ক্রিকেটে ওঁর সাফল্য রয়েছে। শ্রেয়স আয়ারের সঙ্গে ওঁর জুটি দেখার জন্য আমরা মুখিয়ে।'

এবার রঞ্জি ফাইনালে মুম্বইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মধ্যপ্রদেশ। আর এই সাফল্যের পিছনে ছিলেন গুরু চন্দ্রকান্ত। ঘরোয়া ক্রিকেটে কোচ হিসাবে তাঁর সাফল্য নজর কেড়েছিল। এবার আইপিএল মতো টুর্নামেন্টে দায়িত্ব পেয়ে চন্দ্রকান্ত বলেন, 'আমার কাছে এটা গর্বের দায়িত্ব। নাইটদের দলে থাকা একাধিক ক্রিকেটারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এই দল সম্পর্কে আমি জানি। এই দলের সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।'

২০২১-এ আইপিএলের ফাইনালে উঠে হেরে গিয়েছিলেন শ্রেয়স আইয়াররা। এখনও পর্যন্ত মাত্র দু’বার আইপিএল জিতেছে তারা। এবার চন্দ্রকান্তের হাত ধরে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে কেকেআর।

2 years ago
Madhya Pradesh: প্রেমিককে ছেড়ে স্বামীর ঘরে ফেরা, রাগে মহিলাকে নগ্ন করে মারধর যুবকের

প্রেমিকের (Lover) সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মহিলা। কয়েকমাস পর বুধবার ফিরে এলেন স্বামীর ঘরে। আর তার শাস্তিস্বরূপ সেই মহিলাকে নগ্ন করে মারধরের (beaten) অভিযোগ উঠল প্রেমিক মুকেশের বিরুদ্ধে, অভিযুক্ত আরও ৩ জন। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ঝাঝুয়া জেলার রূপারেল গ্রামে।

পুলিস সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরে স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের সঙ্গেই থাকছিলেন মহিলা। বুধবার শ্বশুরবাড়ি ফিরে আসেন মহিলা। আর তাতেই রেগে যান প্রেমিক। গ্রামের কয়েকজনকে নিয়ে এসে মহিলার শ্বশুরবাড়িতে চড়াও হন। এমনকি মহিলার স্বামীকে মারধর করা হয় বলেও অভিযোগ।

এরপর মহিলাটিকে টেনে বাড়ি থেকে বার করে নিয়ে গিয়ে নগ্ন করে মারধর করেন প্রেমিক এবং তাঁর সঙ্গীরা। গ্রামবাসীরা ছুটে এসে মহিলাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও ক্ষান্ত হননি তাঁরা। এরপর পুলিস এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে মুকেশ এবং তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিস।

2 years ago


Rape: ভণ্ডামি! সন্তান সুখের আশায় সাধুবাবার শরণাপন্ন হয়ে ধর্ষণের শিকার বধূ

সাধুর নামে ভণ্ডামি। এক মহিলা ভক্তকে ধর্ষণের (Rape) অভিযোগ উঠল এক গুরুর বিরুদ্ধে। সন্তানহীন দম্পতি সন্তানের আশায় ওই সাধুর কাছে যান। আর সেই সুযোগ নিয়ে ওই মহিলাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার (Arrested) করা হল ওই গুরুকে। ওই ধৃত গুরুর নাম  বৈরাগ্যনন্দ গিরি (Vairagyanand Giri)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)।

জানা গিয়েছে, ওই মহিলা ১৭ জুলাই ওই সাধুর কাছে যান। দীর্ঘদিন ধরেই চেষ্টা করেও সন্তান সুখ পান না। বৈরাগ্যনন্দের কথা জানতে পেরে তাঁর কাছে যান। তিনি একটি যজ্ঞের কথা বলেন। যজ্ঞ করলেই সব ঠিক হয়ে যাবে। সেই মতো যজ্ঞের  দিন ওই মহিলাকে প্রসাদের নাম করে কিছু খাইয়ে বেহুঁশ করে দেন বলে দাবি করেন অভিযোগকারী। তারপর ওই অভিযুক্ত গুরু তাঁকে ধর্ষণ করেন।

গত সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। প্রথমে লোক জানাজানির ভয়ে, লজ্জায় অভিযোগ দায়ের করতে চাননি। পরে সাহস জুগিয়ে থানার দারস্থ হন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার তাঁকে গোয়ালিয়র থেকে গ্রেফতার করে ভোপালে নিয়ে আসে পুলিস।

2 years ago