
অবশেষে ৩০০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার করা হল আড়াই বছরের শিশুটিকে (Minor girl)। কিন্তু তাকে শেষপর্যন্ত বাঁচানো গেল না। গত মঙ্গলবার দুপুরের দিকে মধ্যপ্রদেশের (MadhyaPradesh) সেহোর জেলার মুঙ্গাভালি গ্রামে এক চাষের ক্ষেতের বোরওয়েলে পড়ে যায় খুদেটি। তারপর থেকেই শুরু হয়েছে উদ্ধারকার্য। কিন্তু প্রায় তিনদিন হতে চললেও শিশুটিকে উদ্ধার করা যায়নি। অবশেষে ৪৬ ঘণ্টা পর তার দেহ উদ্ধার করা হয় কিন্তু হাসপাতালে নিয়ে যেতেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরের দিকে মুঙ্গাভালি গ্রামের এক চাষের ক্ষেতে খেলছিল আড়াই বছরের শিশুটি। হঠাৎ পাশে থাকা বোরওয়েলে পড়ে যায় সে। সেহোর জেলার কালেক্টর জানিয়েছিলেন, শিশুটি প্রথমে ৩০০ ফুট বোরওয়েলের ২০ ফুটে আটকে যায়, এরপর আরও নীচে ৫০ ফুট গভীরে চলে যায় সে। এই ঘটনার পরই নাবালিকাকে উদ্ধার করতে পুলিস, দমকল, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, এমনকি সেনাও নামানো হয়েছে। তারপরেও সুরাহা না হওয়ায় আজ নামানো হয় রোবট বাহিনী। এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান।
এরপর আজ ৫৪ ঘণ্টা পর তাকে গর্ত থেকে বের করা হয়। তাকে ১০০ ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর। সেহোর জেলার জেলাশাসক বলেন, 'আমরা অনেক চেষ্টা করেও মেয়েটিকে বাঁচাতে পারিনি। দুই চিকিৎসকের একটি দলের ময়নাতদন্তে জানা যায়, তার দেহ পচতে শুরু করেছে। মৃত্যুর কারণ ছিল শ্বাসরোধ।'