Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Judge

Abhijit: নিয়োগ দুর্নীতির মাথা কে! জানতে মরিয়া অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কটাক্ষ তৃণমূলের

পরপর বিস্ফোরক হাইকোর্টের বিচারপতি (Judge) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। যারপরেই তৃণমূলের নিশানায় বিচারপতি। নিয়োগ দুর্নীতির মূল মাথা অবধি পৌঁছাতে না পারলে, আমি জানি কি করতে হয়। সিবিআই-ইডিকে উদ্দেশ্য করে এমনটাই বললেন বিচারপতি অভিষেক গঙ্গোপাধ্যায়। তিনি বৃহস্পতিবার সিবিআই-ইডির বিরুদ্ধে করা কুন্তলের অভিযোগ নিয়ে বিশেষ নজর দেন। নির্দেশ দেন সিবিআই-ইডিকে নিয়ে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিস। এমনকি তিনি নির্দেশ দেন, প্রয়োজনে অভিষেক বন্দোপাধ্যায়কে কুন্তলের সামনে বসিয়ে জেরা করতে পারবে ইডি।

নিয়োগ দুর্নীতিতে প্রথমবার বিচারপতির মুখে নাম এলো অভিষেক বন্দোপাধ্যায়ের। যারপরেই তৃণমূলের নিশানায় কুনাল ঘোষ। সূত্রের খবর, বৃহস্পতিবার কুনাল ঘোষ একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কটাক্ষ করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তিনি লেখেন, 'যদি রাজনীতি করতে হয় চেয়ার ছেড়ে আসুন, চেয়ারে বসে রাজনীতি করবেন না।' এর পরেই নতুন করে শুরু হয়েছে বিতর্ক। এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, 'তৃণমূল কাউকে সন্মান করতে জানে না, সন্মানীয় বিচারপতিকে এভাবে হুমকি দিয়ে বিচার ব্যাবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছেন তৃণমূল।'

পাশাপাশি সোমবার ইডি-সিবিআইয়ের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি ইডির আধিকারিকদের বলেন, 'নিয়োগ দুর্নীতির '‘মাথা’' তো দূর অস্ত, তদন্তে নেমে দুর্নীতির ‘'কোমর'' পর্যন্ত ঠিকভাবে পৌঁছতে পারেননি। তবে এবার যদি নিয়োগ দুর্নীতির মূল মাথা পর্যন্ত পৌঁছতে না পারে কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলি, তা হলে আমি জানি কী করতে হবে।' বৃহস্পতিবার কুন্তলের চিঠির মামলার শুনানি চলাকালীন কড়া বার্তা দিয়ে এমনটাই জানালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি শুনানি চলাকালীন নিয়োগ দুর্নীতির তদন্ত প্রক্রিয়া নিয়েও তিনি প্রশ্ন তুললেন। বিচারপতির দাবি, নিয়োগ মামলায় যাঁদের এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, তাঁরা ‘দালাল’। অবৈধ ভাবে নিয়োগের টাকা আসলে কোথায় পৌঁছেছে, তা দ্রুত তদন্ত করে বার করার বার্তাও তিনি দিয়েছেন।

one year ago
Tet: 'মানিক ভট্টাচার্যর জুতোয় পা গলাবেন না' পর্ষদ সভাপতিকে সতর্ক করল হাইকোর্ট

পর্ষদ সভাপতিকে কড়া ভাষায় সতর্ক করল কলকাতা হাইকোর্টের (High court) বিচারপতি (Judge) অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay)। শুক্রবার বিচারপতি বলেন, 'মানিক ভট্টাচার্যর জুতোয় পা গলাবেন না।' আজ শুক্রবার পর্ষদ সভাপতির হাজিরা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। টেট সার্টিফিকেট দিতে দেরি হচ্ছে কেনো? সেই জন্য শুক্রবার, পর্ষদ সভাপতি গৌতম পালকে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। শুক্রবার পর্ষদ সভাপতি আদালতে জানায়, '২০১৪-র টেট সার্টিফিকেট দিতে প্রচুর অর্থ খরচ হতে পারে।'

সে প্রশ্নের উত্তরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, 'কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের আইনজীবী রাখতে পারছেন, আর এটুকু খরচ করতে সমস্যা? যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের টেট সার্টিফিকেট দিয়ে দিন।' পাশাপাশি কলকাতা হাইকোর্টের বিচারপতি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও মন্তব্য করেন, 'মানিক ভট্টাচার্যর জুতোয় পা গলাবেন না।' যদিও এবিষয়ে পর্ষদ সভাপতি গৌতম পাল কোনও প্রতিক্রিয়া দেননি।


one year ago
Highcourt: কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন টি এস শিবগ্নানাম

আজ অর্থাৎ শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি (Judge) প্রকাশ শ্রীবাস্তবের কর্মজীবনের (Prakash Srivastava) শেষ দিন। সূত্রের খবর, নতুন দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন টিএস শিবগ্নানাম। গতমাসেই কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি টিএস শিবগ্নানামকে নিয়োগের সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি হিরণময় ভট্টাচার্যর সঙ্গে আজ অর্থাৎ শুক্রবার ডিভিশন বেঞ্চে বসবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবগ্নানাম। বৃহস্পতিবার বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব শুনানি শেষ করে ওঠার সময় বলেছিলেন 'হে বন্ধু বিদায়'। বাঙালি হয়েও অবাঙালিদের প্রতি ভালোবাসা জন্মেছে তাঁর। তারই নিদর্শন স্বরূপ গতকাল তিনি এই কথা জানান।

one year ago


Court: কৌস্তভের গ্রেফতারি, কলকাতার সিপির রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট

আইনজীবী কৌস্তব বাগচীর (Koustav bagchi) গ্রেফতারিতে, কলকাতা পুলিস কমিশনারের (CP) রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি (Judge) রাজশেখর মান্থা। সোমবার এই মামলার শুনানিতে সিপির রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় হলফনামা জমা দেওয়ার জন্য, ১২ এপ্রিল পর্যন্ত সময় দিলো হাইকোর্ট। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী নির্দেশ বহাল থাকবে বলে জানিয়েছেন বিচারপতি। এঘটনার পরবর্তী শুনানি ২০ এপ্রিল।

সূত্রের খবর, শুনানির সময়ে, সরকারি কৌঁসুলিকে বিচারপতি মান্থা বলেন, ' কমিশনারের রিপোর্ট গ্রহণযোগ্য নয়। আপনার সিপি গোটা পুলিস অভিযান যুক্তি গ্রাহ্য বলছেন! গোটা ঘটনা গ্রহণীয় নয়, সবাই সেটা জানে। অথচ সিপি কি তাঁর পুলিসকে বেআইনি কাজে উৎসাহ দিচ্ছেন? এই ধরনের আচরণ মানতে পারছি না। ' তিনি আরও বলেন, ' এটা কি খুব গ্রহণযোগ্য, পাবলিক ফিগার একজন আরেকজনের বিরুদ্ধে ব্যাক্তিগত আক্রমণ করবে? '

সূত্রের খবর, সোমবার তিনি সরকারি কৌঁসুলিকে বলেন, ' পুলিসকে সতর্ক করা জরুরি। ' পাশাপাশি সূত্রের খবর, সিআরপিএফ নিরাপত্তা দিতে আপত্তি করলেও, সিআইএসএফকে নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে মামলায় যুক্ত করা হলো। আগামী দিনে সি আই এস এফ ওই জায়গা ঘুরে দেখবে এবং  নিরাপত্তা দিতে পারবে কিনা, সেটা জানিয়ে রিপোর্ট দেবে।


one year ago
Partha: 'আমি মন্ত্রী, এই আমার অপরাধ?' বিচারককে প্রশ্ন পার্থর

বৃহস্পতিবার আলিপুর সিবিআই (CBI) আদালতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chaterjee) পেশ করা হয়েছে। প্রথম পক্ষের সওয়াল জবাবের পর, পার্থ বিচারককে বলেন, 'আপনি আগের দিন বলেছিলেন ৫ মিনিট সময় দেবেন।' এরপর বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে বিচারক কথা বলার অনুমতি দেন। অনুমতি পেয়েই আদালতে পার্থ বলেন, '৮ মাস অন্ধকারে আছি। বিচারব্যবস্থার প্রতি আমার শ্রদ্ধা আছে। আমার বিশ্বাস যাই ঘটুক না কেন সত্য একদিন প্রকাশিত হবে। কিন্তু সেটা কতদিন? আমি মন্ত্রী তাই আমার অপরাধ? স্যার প্রাইমাফেসি মানে কি?' বিচারককে প্রশ্ন করেন পার্থ।

তিনি বিচারকে আরও বলেন, ' যা প্রাথমিক ভাবে দেখা গিয়েছে। আমার ৭০ বছর বয়স। আমার বিরুদ্ধে থানায় কোনো ডাইরি নেই। বিরোধী নেতা থাকাকালীন আমার বিরুদ্ধে শাসককুল কিছু বলতে পারেনি। আমি কোথায় পালিয়ে যাবো স্যার? আমার মামা সাহিত্যিক। বংশপরম্পরা আছে। আমি আমার জীবদশায় এই বিচার দেখে যেতে পারবো কিনা জানিনা।' এরপর বিচারক বলেন, 'প্রাইমাফেসি মানে আপাত গ্রাহ্য।'

এরপরে পার্থ বলেন, 'আপাত গ্রাহ্য ভাবে কতদিন চলবে? আমার আপনার উপর আস্থা আছে। আমি অন্ধকারে বসে আছি। আমি নিয়োগকর্তা নই। বোর্ড দ্বারা পরিচালিত সবাই। এটাই আমার বিনীত নিবেদন।' পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার আদালত থেকে বেরিয়ে, সাংবাদিকদের বলেন, 'যাঁরা নিজেরা কালিমালিপ্ত, তাঁরা আমায় কী কালিমালিপ্ত করবে? আমি দলের সঙ্গে আছি আছি।'

one year ago


Letter: ‘অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানো হবে’, হুমকি চিঠি পেলেন বিচারক

গরু পাচার মামলায়(cattle smuggling case) সিবিআই(CBI) হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। আসানসোল সিবিআই আদালতে চলছে গরু পাচার সংক্রান্ত মামলা। বুধবরাই আদালতে পেশ করার কথা অনুব্রতকে। তার আগেই আসানসোলের বিশেষ সিবিআই বিচারককে হুমকি চিঠি।

কি লেখা সেই চিঠিতে ?

অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন(BAIL) দিতে হবে। না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারকে। বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি(threat letter) এক ব্যক্তির। গত ২০ শে আগস্ট হুমকি চিঠি পান বিচারক। ২২ শে আগস্ট বিষয়টি জেলা জজকে জানান বিচারক রাজেশ চক্রবর্তী। জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। চিঠিতে এমনটাই লেখা হয়েছে বলে অভিযোগ।

সূত্রের খবর, জনৈক বাপ্পা চট্টোপাধ্যায় নামে এক ব্যক্তি ওই চিঠি দিয়েছেন বলে অভিযোগ। চিঠি পাওয়ার পর সে বিষয়ে রেজিস্ট্রারকে অভিযোগ জানিয়েছেন বিচারক। বাপ্পা নামে ওই ব্যক্তি চিঠিতে যা লিখেছেন, তা হল, অনুব্রতকে জামিন না দেওয়া হলে এনডিপিএস তথা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারককে। তবে এই হুমকিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিচারক রাজেশ চক্রবর্তী। তাঁর দাবি, এই ধরনের বড় মামলায় এমন ঘটনা ঘটেই থাকে।

অনুব্রতর অন্যতম আইনজীবী এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। এতে বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করা হচ্ছে বলে মনে করেন তিনি।

2 years ago