
মুম্বইয়ের মহেশ লাঞ্চ হোমের কোস্টাল খাবারের সারা ভারতজোড়া খ্যাতি। এখানকার পমফ্রেট, সুরমাই, চিংড়ি, কাঁকড়া, স্কুইড প্রভৃতি রকমারি সুস্বাদু কোস্টাল পদ স্বাদে-গন্ধে অতুলনীয়। রাজ কাপুর, ঋষি কাপুর, জিতেন্দ্র, সুনীল গাভাসকার, শচীন তেন্ডুলকর, মাধুরী দীক্ষিত, পদ্মিনী কোলাপুরি, আশা ভোঁসলে প্রমুখ বহু বিখ্যাত ব্যক্তি এখানকার কোস্টাল খাবারের ভক্ত ছিলেন ও আছেন। মহেশ লাঞ্চ হোমের বিখ্যাত খাবারগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ক্র্যাব মিট স্যুপ, সি ফুড স্যুপ, বম্বে ডাক ফ্রাই, প্রন গাসসি, ক্র্যাব গাসসি, পনির ঘি রোস্ট, প্রন ঘি রোস্ট, ক্র্যাব/পনির মল্লিপুরম, আভিয়া, ফিশ থেকরি, নীর ধোসা, আপ্পাম প্রভৃতি।
যাঁরা কোস্টাল খাবার, বিশেষত সি-ফুডের ভক্ত, তাঁরা মুম্বই গেলে অবশ্যই একবার মহেশ লাঞ্চ হোমে গিয়ে এখনকার খাবারের স্বাদ গ্রহণ করে আসবেন। যাঁরা বাড়িতে বসেই মহেশ লাঞ্চ হোমের বিখ্যাত কোস্টাল খাবারের স্বাদ গ্রহণ করতে চান, তাঁরা মহেশ লাঞ্চ হোমের খাবারের রেসিপি দেখে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু কোস্টাল খাবার।