
আফগানিস্তানে গণতন্ত্রের এখন একমাত্র ঠিকানা পাঞ্জশির । তবে সারা দেশের দখল হাতে নেওয়ার পর , পাঞ্জশির এর দখল নিতে মরিয়া তালিবান । আধুনিক ব্ল্যাক হক হেলিকপ্টার , মেশিন গান সব কিছু নিয়ে তারা বারবার ঝাঁপিয়ে পড়ছে পাঞ্জশির এর ওপর । তবে আমিরুল্লা সালেহ এর নেতৃত্বে নর্দান আলাইন্স তালিবদের সেই হামলা কে বরং রুখে দিচ্ছে ।
বৃহস্পতিবার ও পাঞ্জশির এর বিস্তীর্ন অংশে আবার ও হামলা চালায় তালিবান । রুখে দেয় নর্দান আলাইন্স । রাত ভোর অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। আফগানিস্তানের অধিকাংশ এলাকা তালিবানের কব্জায় এলেও পাঞ্জশির উপত্যকা এখনও তাঁদের দখলে আসেনি। উল্টে সেখানে ঢুকতে গিয়ে গত কয়েক দিনে বাধার মুখে পড়তে হয়েছে তালিব যোদ্ধাদের।
ওই এলাকা দখলের জন্য এ বার সর্বশক্তি দিয়ে ঝাঁপানোর কথা ঘোষণা করল তালিবান। জানিয়ে দিল, পঞ্জশির দখল করতে ইতিমধ্যেই রওনা হয়েছে শয়ে শয়ে তালিব যোদ্ধা। নর্দান অ্যালাইন্স এর সঙ্গে প্রবল গুলির লড়াইয়ের পর দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করে তালিবানরা । তবে ১২০ জন তালিবান বন্দুকবাজ কে যুদ্ধ বন্দি করেছে নর্দান অ্যালাইন্স।
তালিবানরা আবার ও পরাজিত হল নর্দান আলাইন্স এর কাছে ।হেলিকপ্টার নিয়ে এসেও যুধ্যে নর্দান অ্যালাইন্স এর কাছে হার মানতে বাধ্য হলো তালিবান। প্রায় ৪০ তালিবানি বন্দুকবাজ নিকেশ হল বলে দাবি রেসিস্টেন্স ফোর্সের মুখপত্র ফাইম দেশীর ।অন্যদিকে তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে।
নয়াদিল্লিঃ আচমকাই বিশ্বের বিভিন্ন প্রান্তে স্তব্ধ হয়ে গেল Instagram! কোনও এক অজ্ঞাত কারণে বিশ্বের বিভিন্ন জায়গায় হঠাৎই কাজ করছে না ইনস্টাগ্রাম। সব চেয়ে বেশি সমস্যায় পড়েছে ভারতের গ্রাহকরা। দেশের বহু গ্রাহক ইতিমধ্যেই টুইটে জানিয়েছেন, তাঁরা অ্যাপে Instagram লগ ইন করতে পারছেন না। গ্রাহকদের অভিযোগ, Android এবং iOS দুই জায়গা থেকেই Instagram অ্যাপ লোড হতে সমস্যা হচ্ছে।
যদিও Facebook এবং WhatsApp এর সার্ভার Insta-র সঙ্গে যুক্ত থাকলেও, এই দুটি প্ল্যাটফর্মে লগ-ইন সংক্রান্ত বা অন্যান্য কোনও সমস্যা দেখা যায়নি।
অভিযোগ,Instagram এর সমস্যার জন্য গ্রাহকদের বেশ ঝক্কি পোহাতে হচ্ছে। কারণ, Instagram ইদানিং কালে আর শুধু মাত্র একটি ছবি বা ভিডিয়ো শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবেই সীমাবদ্ধ নয়। বহু ছোট ও মাঝারি ব্যবসায়ীর অর্থ উপার্জনের অন্যতম মাধ্যম এখন ইনস্টা।
কতক্ষণে সমস্যা মিটবে সেই প্রশ্নই করেছেন অধিকাংশ গ্রাহক। সংস্থার তরফে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এই প্রথমবার নয়, সাম্প্রতিকালে একাধিকবার ফেসবুক মেসেঞ্জার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে।
সত্যজিৎ মুখোপাধ্যায়ঃ বৃহস্পতিবার সকাল থেকেই পাঞ্জশির বিভিন্ন পার্বত্য অঞ্চলে নতুন করে টহলদারি শুরু করলো নর্দান অ্যালাইন্স। রাতেই হেলিকপ্টার ও প্রচুর আধুনিক অস্ত্র নিয়ে তালিবান বাহিনী ঝাঁপিয়ে পড়ে পাঞ্জশির ওপর। দুপক্ষের তুমুল লড়াই এ পরাজিত হয় তালিবান। ১২০ তালিবান বন্দুকবাজ এই মুহূর্তে নর্দান অ্যালাইন্স এর হাতে বন্দী।
তবে সূত্রের খবর, পর্বত ঘেরা এই পাঞ্জশির বিভিন্ন অংশে লুকিয়ে আছে তালিবান বন্দুকবাজরা। সকাল থেকে তাদের খোঁজেই নেমেছেন নর্দান অ্যালাইন্স এর যোদ্ধারা।
রাতেই ব্ল্যাক হক হেলিকপ্টার ও আধুনিক অস্ত্র নিয়ে পাঞ্জশির দখলে ঝাঁপিয়ে পড়েছিল তালিবানরা। নর্দান অ্যালাইন্সের সঙ্গে প্রবল গুলির লড়াইয়ের পর দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করে তালিবানরা।
অর্থাৎ নর্দান অ্যালাইন্সের কাছে ফের পরাজিত হলো তালিবান। হেলিকপ্টার নিয়ে এসেও যুধ্যে নর্দান অ্যালাইন্সের কাছে হার মানতে বাধ্য হলো। প্রায় ৪০ তালিবানি বন্দুকবাজ নিকেশ হলো বলে দাবি রেসিস্টেন্স ফোর্সের মুখপত্র ফাইম দেশীর। এছাড়া খাওয়াক অঞ্চল এখনও নর্দান অ্যালাইন্সের দখলে রয়েছে।
শ্রীনগরঃ প্রয়াত জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানি ।মৃত্যুকালে গিলানির বয়স হয়েছিল ৯২ বছর। বুধবার শ্রীনগরে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন ‘পাকিস্তানপন্থী’ ওই প্রাক্তন হুরিয়ত কনফারেন্স নেতা।দীর্ঘদিন থেকেই বিচ্ছিন্নতাবাদী কাজকর্মে জড়িত থাকার অভিযোগে গৃহবন্দি ছিলেন গিলানি।
২০২০ সালে অভ্যন্তরীণ কলহের জেরে হুরিয়তের নেতৃত্বের পদ থেকে ইস্তফা দেন গিলানি। কাশ্মীরবাসীর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হুরিয়তের কিছু নেতা আর্থিক তছরুপে মেতে রয়েছেন এবং শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন বলে সেই সময় অভিযোগ করেন তিনি।
নয়ের দশক থেকে কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়ত কনফারেন্সকে নেতৃত্ব দিয়ে গিয়েছেন পাকপন্থী নেতা সৈয়দ আলি শাহ গিলানি। পরবর্তী সময়ে হুরিয়তের কট্টরবাদী আদর্শকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে উঠে আসেন মধ্যপন্থায় বিশ্বাসী তরুণ নেতা মিরওয়াইজ ওমর ফারুক।
তারপরই তৈরি হয় মতবিরোধ।দেশভাগের সময় ভারতের সঙ্গে কাশ্মীরের যোগ দেওয়া থেকে শুরু করে নব্বইয়ে উপত্যকায় সন্ত্রাসবাদীদের রক্তপাত ও কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা-সহ বেশ কিছু অধ্যায়ের সাক্ষী ছিলেন তিনি। বিশেষ করে, বারবারই পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
পাঞ্জশিরঃ রাতেই ব্ল্যাক হক হেলিকপ্টার ও আধুনিক অস্ত্র নিয়ে পাঞ্জশির দখল এ ঝাঁপিয়ে পড়েছিল তালিবানরা । নর্দান অ্যালাইন্স এর সঙ্গে প্রবল গুলির লড়াইয়ের পর দ্রুত পালিয়ে বাঁচার চেষ্টা করে তালিবানরা । তবে ১২০ জন তালিবান বন্দুকবাজ কে যুদ্ধ বন্দি করেছে নর্দান অ্যালাইন্স। তালিবানরা আবার ও পরাজিত হল নর্দান আলাইন্স এর কাছে ।
হেলিকপ্টার নিয়ে এসেও যুধ্যে নর্দান অ্যালাইন্স এর কাছে হার মানতে বাধ্য হলো তালিবান। প্রায় ৪০ তালিবানি বন্দুকবাজ নিকেশ হল বলে দাবি রেসিস্টেন্স ফোর্সের মুখপত্র ফাইম দেশীর ।অন্যদিকে তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে। তালিবানের বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বাদাখশন ও পুস্তখান গোষ্ঠীর মতানৈক্য।
পুস্তখান তালিবান গোষ্ঠী বাদাখশন গোষ্ঠীকে অপমান করছে। এমনটাই অভিযোগ বাদাখশন তালিবান গোষ্ঠীর। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতাকে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতার থেকে অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।অন্যদিকে ইতিমধ্যেই তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে।
পাঞ্জশিরে প্রবেশ এর পর তালিবানদের কি অবস্থা হলো। কতটা পর্যদুস্ত হলো তালিবানরা। নর্দান অ্যালাইন্স এর ভিডিও তে ধরা পড়ল সেই ছবি।
আবারও পরাজিত তালিবান। মঙ্গলবার রাতে পাঞ্জশির ও খাওয়াক অঞ্চলে অতর্কিত হামলা চালায় তালিবান বন্দুকবাজরা। তা রুখে দেয় নর্দান অ্যালাইন্স এর ন্যাশনাল রেসিস্টেন্স ফোর্স। এর পরই ভীত সন্ত্রস্ত তালিবানরা সেখান থেকে পালিয়ে যায় বলে খবর।
অন্যদিকে ইতিমধ্যেই তালিবান ঐক্যে ফাটল দেখা দিয়েছে। তালিবানের বিবাদমান দুই গোষ্ঠীর মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। বাদাখশন ও পুস্তখান গোষ্ঠীর মতানৈক্য। পুস্তখান তালিবান গোষ্ঠী বাদাখশন গোষ্ঠীকে অপমান করছে। এমনটাই অভিযোগ বাদাখশন তালিবান গোষ্ঠীর। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতাকে তিন ঘণ্টা আটকে রাখার অভিযোগ। বাদাখশন তালিবান গোষ্ঠীর নেতার থেকে অস্ত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আফগানিস্তান জুড়ে এখন শুধুই তালিবান রাজ। প্রত্যন্ত গ্রামে থেকে রাজধানী কাবুল সর্বত্র শুধুই কালাশনিকভ রাইফেল হাতে তালিবানি রক্ত চক্ষু। তারই মাঝে শুধুমাত্র গণতন্ত্র জেগে আছে পাঞ্জশির প্রদেশ-এ। সেখানে আমিরুল্লা সালেহ ও মাসুদ আহমেদ এর নেতৃত্বে তালিবানকে আগেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল নর্দান অ্যালাইন্স।