Breaking News
Mamata: রব্বানীকে সরিয়ে সংখ্যালঘু দফতর খোদ নিজের হাতে নিলেন মুখ্যমন্ত্রী      Boxing: মেরিকমের কৃতিত্ব ছুঁয়ে ভারতকে তৃতীয়বারের মত সোনা দিলেন নিখাত জারিন      DA: ডিএ-র দাবিতে যৌথ মঞ্চের আন্দোলনকে সমর্থন, নবান্ন থেকে বদলি ১০ কর্মী      Anubrata: 'প্রভাবশালী' বলেই জেলে থেকেও জেলা সভাপতি কেষ্ট !      Rahul: সাংসদ পদ খোয়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, বিজ্ঞপ্তি লোকসভার      Rahul: সুরাতের আদালতে দোষী সাব্যস্ত রাহুল গান্ধী, দু'বছরের জেল সাংসদের      Mamata: ওড়িয়াতে কহন্তি, লেকিন হামারা ভুল-ভাল হো জায়েগা: মমতা      Film: কৌশিক গাঙ্গুলির পরিচালনায় অয়নের ছবিতে ঋত্বিক-সোহিনী, বিতর্কে কী প্রতিক্রিয়া?      ISL: ফাইনাল খেলার ভোরে স্বপ্ন দেখলাম মোহনবাগান জিতেই গিয়েছে: মমতা      Ayan: শান্তনু ঘনিষ্ঠ অয়নের সঙ্গে নিয়মিত যোগাযোগ বহু পুরসভার চেয়ারম্যানের, তবে কি ইডির ডাক পাবেন তাঁরাও?     

আন্তর্জাতিক

Afghanistan: মসজিদে বোমা বিস্ফোরণে মৃত বেড়ে ৬২

কাবুলঃ ফের আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল কান্দাহার। দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রভিন্সের এক মসজিদে আচমকাই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে ৬২ জনের মৃত্যু হয়েছে,আহত শতাধিক। এমনটাই সূত্রের খবর। 

শুক্রবার নামাজের জন্য ওই মসজিদে জড়ো হয়েছিল প্রায় ৫০০ জন। আচমকাই মসজিদের সিকিউরিটি চেকিং গেটে আচমকাই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটে। প্রাণ বাঁচাতে নিরাপত্তারক্ষীরা পালাতে গেলে আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে সেখানে। 

বিস্ফোরণের পর মসজিদের মধ্যে আতঙ্কিত মানুষ আর্তনাদ করতে থাকে এবং পালানোর চেষ্টা করতে থাকে, সেই সময় সিকিউরিটি চেকিং গেট দিয়ে আরও দুইজন দৌড়ে ভিতরে ঢুকে পরপর আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। 

পর পর চারটি বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ। তখন চারিদিকে শুধু আর্তনাদ আর হাহাকার। এদিক-ওদিক পড়ে আছে রক্তাক্ত মৃতদেহ ,  মসজিদের দেয়ালে বারবার প্রতিধ্বনি' হচ্ছে তখন আহতদের আর্তনাদ। কান্দাহার প্রভিন্সের প্রশাসনিক কর্তা ব্যক্তিরা খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। উদ্ধার কাজে হাত লাগায় পুলিশ প্রশাসন, স্থানীয় মানুষ এবং মসজিদ কর্তৃপক্ষ। 

কান্দাহার প্রভিন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রায় ৩০ টি মৃতদেহ আর ৭০ জন আহত ব্যক্তিকে। অন্য আর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় একাধিক মৃতদেহ এবং ৫৬ জন আহত ব্যক্তিকে। কান্দাহার প্রভিন্সের প্রশাসনিক মুখপাত্র বিলাল করিমি জানান, ঘটনাস্থল থেকে ৪৭ টি মৃতদেহ উদ্ধার হয়েছে, পাশাপাশি প্রায় ১০০ জনের উপর আহতকে স্থানান্তরিত করা হয়েছে দুটি হাসপাতলে। আরও কিছু আহত ব্যক্তিকে অন্যান্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

কান্দাহার প্রভিন্সের তথ্য এবং প্রযুক্তি দপ্তরের তালিবান কর্মকর্তা হাফিজ শহিদ জানান ৪৭ জনের মৃত্যু হয়েছে এই আত্মঘাতী বোমা বিস্ফোরণে। এই বিস্ফোরণের দায়ভার এখনো কোনও সংগঠন স্বীকার করেনি। তবে দ্রুততার সঙ্গে আহতদের স্থানান্তরিত করা হয়েছে এবং তাদের সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 

প্রসঙ্গত ২০১৭ অক্টোবর তালিবান প্রভিন্স এ এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল এক মসজিদে, যে বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ৫৬ জনের। এবারের এই বিস্ফোরণ ও পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে বলে অভিযোগ। প্রথমে সিকিউরিটি চেকিং এর গেটে ঘটানো হয় আত্মঘাতী বোমা বিস্ফোরণ যাতে নিরাপত্তারক্ষীরা ছত্রভঙ্গ হয়ে যায় আর সেই সুযোগেই আরও দুই আত্মঘাতী জঙ্গী শরীরে বোমা নিয়ে ঢুকে যায় মসজিদের ভিতরে, আর সেখানে ঘটায় বিস্ফোরণ।

 আফগানিস্তানের তালিবান সরকার গঠনের পর এই একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ সহ হামলা চালাচ্ছে আইএস খরশান গোষ্ঠী। এক্ষেত্রেও এই বিস্ফোরণের পিছনে আইএস ঘর্ষণ গোষ্ঠী আছে কিনা সে বিষয়ে তদন্ত করে দেখছে তালিবান সরকার।


one year ago
Durga Puja 2021: বাংলাদেশে মন্ডবে তান্ডব,ঢাকার সঙ্গে যোগাযোগ রাখছে ভারত

ঢাকাঃ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে দুর্গাপুজোর মণ্ডপে ও মন্দিরে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার অর্থাৎ অষ্টমীর রাতে একাধিক পুজোমণ্ডপে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সেদেশের সরকার অশান্তি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করেছে। তবুও প্রতিবেশী দেশের এই পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। এমনটাই সূত্রের খবর। 

এই হিংসাত্মক ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। গতকাল টুইট করেন তিনি, তাতে লিখেছেন বাংলাদেশে দুর্গাপুজোর উপর আঘাত ও অশান্তির গুরুতর অভিযোগ আসছে। এটা উদ্বেগের। অভিযোগের তদন্ত হোক। ঘটনাক্রম সত্যি হলে বাংলাদেশ সরকার ব্যবস্থা নিক। ভারত সরকার অবিলম্বে কথা বলুন। আমরা ভারতে যেমন সংখ্যালঘু সুরক্ষার পক্ষে, তেমনই বাংলাদেশেও সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত চাই।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন, হিন্দু মন্দিরে যারা তাণ্ডব চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এই ধরনের ঘৃণ্য কাজের বিরুদ্ধে সাধারণ মানুষকেও নজর রাখার আহ্বান জানিয়েছেন তিনি। 

সূত্রের খবর, চাঁদপুরের হাজিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন মন্দিরে হামলা চালানো হয়। তারপর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে। যাতে দেখা যায় দুর্গামন্ডব ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

one year ago
Indo-China: ভেস্তে গেল ভারত-চীন সামরিক আলোচনা

লাদাখে ভারত ও চীনা সেনাবাহিনীর কমান্ডারদের মধ্যকার সর্বশেষ আলোচনা ভেস্তে গিয়েছে। সীমান্তে উত্তেজনা রেখেই রবিবার, ১০ অক্টোবর ১৩ তম সামরিক বৈঠকে বসেছিল ভারত -চীন। এর আগে ১২ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চীনা ভূখণ্ডে মালডোতে। প্রায় ১১ ঘণ্টা ধরে চলা সেই বৈঠকের নির্যাস খুব একটা ফলপ্রসূ হয়নি।

এবার বৈঠক শেষে এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অবশিষ্ট এলাকার সমস্যা সমাধানে গঠনমূলক পরামর্শ দিয়েছিল ভারত। কিন্তু চীনা পক্ষ সম্মত হয়নি এবং তারা কোনও প্রস্তাব দিতে পারেনি। ফলে অবশিষ্ট এলাকা নিয়ে কোনও সমাধানে পৌঁছানো যায়নি।

পৃথক বিবৃতিতে চীনা সামরিক বাহিনীর ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড বলছে, ভারত অযৌক্তিক এবং অবাস্তব দাবির ওপর জোর দিয়েছে। যা সমঝোতার ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করছে।

এর আগেও একাধিকবার ভারত -চীন বৈঠক হলেও সে বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি। একাধিকবার বৈঠকের পরেও দেখা গেছে চীন-ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছে। ২০১৭ সালের মে মাসে গলওয়ান প্রদেশ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছি তার পরেই উত্তরাখণ্ডের বারাহতি দিয়ে ১০০ জন চীনা ঘোড়সওয়ার সৈনিক ভারতের অংশে অনুপ্রবেশের চেষ্টা করে । পাশাপাশি একটা অস্থায়ী ব্রিজ উড়িয়ে দেয় তারা। 

সম্প্রতি অরুণাচল প্রদেশ তাওয়াং দিয়ে ২০০ জন সেনা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় অনুপ্রবেশের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। গত বছরই বেগম লেকের পাশে মুখোমুখি হয়েছিল ভারত আর চীন সেনা। দুই পক্ষের মধ্যে লোহার রড কার্ড দিয়ে সংঘর্ষে প্রাণ হারায় ভারতীয় ২০ জন সেনা পাশাপাশি বেশ কিছু সংখ্যক চিনা সেনার মৃত্যু ঘটে সংঘর্ষে। 

গত শনিবার চিনা অধিকৃত আকসাই চীন এলাকায় সীমান্ত সংলগ্ন অঞ্চলে ১০ হাজার লাল ফৌজ মোতায়েন করেছে চীনা সরকার। সেইসঙ্গে মাঝারি মাপের ক্ষেপণাস্ত্র। মাঝারি মাপের কামানো সঙ্গে করে নিয়ে অবস্থান করছে লাল ফৌজ। যার পাল্টা ভারত সীমান্তে ও সৈন্য সংখ্যা বাড়াচ্ছে ভারত সরকার। 

৩৪৪০ কিলোমিটার জুড়ে লাইন অব একচুয়াল কন্ট্রোলকে ঘিরেই সমস্যা। 


one year ago


China: দেশ ভাসছে জলে ,তাও নজর ভারতে

সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের উন্নতি ঘটিয়েছে চীন। তথ্যপ্রযুক্তি হোক কিংবা কৃষি ক্ষেত্র, শিক্ষা ,স্বল্প মাঝারি শিল্প সহ ভারী শিল্পেও উন্নতি সাধন করেছে চীন। আমেরিকার পরেই বৈদেশিক বাণিজ্যে নিজেদের অবস্থান ধীরে ধীরে উপরের সারিতে নিয়ে এসেছে চীন। 

মূলত এশিয়ায় ব্যবসা-বাণিজ্যসহ ক্ষমতার রাস নিজেদের হাতে তুলে নেওয়ার জন্য বরাবরই সচেষ্ট। চীনের এই আগ্রাসী নীতির ফলে অনেক সময়ই প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে বৈদেশিক সম্পর্ক অনেক সময়ই তলানিতে ঠেকেছে। 

সম্প্রতি পাকিস্তানের সঙ্গে গাঁটছড়া বেঁধে তালিবান-সরকার প্রতিষ্ঠাতা সহযোগিতা করছে চীন। তারই ফলস্বরূপ ভারতীয় ভূখণ্ডে একাধিকবার অনুপ্রবেশের চেষ্টা করছে চীন। ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর কিছুটা হলেও পিছু হটেছে চীন। তারপর পেরিয়ে গেছে বহু বছর তারি মাঝে একাধিকবার ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করেছে চীন। 

সম্প্রতি তাওয়াং সীমান্তের  বুমলা এবং কুন্টোস দিয়ে চীনা ১০০ জন সৈনিক ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। ভারতীয় সেনা বাহিনীর তৎপরতায় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হয় কিন্তু তারপরেই এদিন ১৩ তম সামরিক বৈঠকে মুখোমুখি হলো ভারত ও চীনের সামরিক বাহিনীর আধিকারিকরা। 

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বৈঠকের আগেই সীমান্তে ১০ হাজার সৈনিক মোতায়েন করেছে চীন ফলে চীনের সদিচ্ছা নিয়ে বরাবরই প্রশ্ন চিহ্ন থেকেই গেছে। একদিকে যখন ভারতের সীমান্তে সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে চীন, তখন অন্যদিকে চীনের সাংসি প্রদেশ সহ একাধিক শহর-গ্রাম সম্মুখীন হয়েছে ভয়াবহ বন্যার। 

চীনের সরকারি মুখপত্রের খবর অনুযায়ী প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষকে অস্থায়ীভাবে স্থানান্তরিত করা হয়েছে সাংসি প্রদেশ থেকে। বিগত ৩০ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যার সম্মুখীন হয়নি চীন। ১ লক্ষ ৯০ হাজার হেক্টর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন বহু মানুষ। দেশের অভ্যন্তরে বিপর্যস্ত বর্ণনায় অথচ অন্য রাষ্ট্রের সীমান্তে সমস্যার সৃষ্টি করতে তৎপর চিনা সরকার। বরাবরই চীন দ্বিমুখী নীতি নিয়ে চলে সে কথা আবারও প্রমাণিত।


one year ago
Durga Puja: সরকারি অনুদান ৩ কোটি, করোনাকালে বেড়েছে ওপার বাংলার পুজো

ঢাকাঃ দুর্গাপুজো উপলক্ষে এপার বাংলার পাশাপাশি মেতে উঠেছে ওপার বাংলাও। আর এপার বাংলার মতো ওপার বাংলাতেও পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া হয়েছে সরকারের তরফে। এই পরিস্থিতিত করোনা রক্তচক্ষুকে উপেক্ষা করে গতবছরের তুলনায় এবছর সেদেশে দুর্গাপুজোর মণ্ডপ বেড়েছে ১ হাজার ৯০৫টি। এর ফলে বাংলাদেশ জুড়ে মোট দুর্গাপুজোর মণ্ডপের সংখ্যা বেড়ে হয়েছে ৩২ হাজার ১১৮টি।জানা গিয়েছে শুধুমাত্র রাজধানী ঢাকাতেই পুজো হচ্ছে ২৩৮টি। পাশাপাশি গতবছর যেখানে শেখ হাসিনার সরকার পুজো উপলক্ষে ২ কোটি টাকা অনুদান দিয়েছিল, এই বছর সেই অনুদানের পরিমাণ বাড়িয়ে ত কোটি টাকা করা হয়েছে।

এদিকে দুর্গাপুজো মণ্ডপে পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক যাতায়তের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ভিড় ঠেকাতে মেলা, আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠানের উফর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। পাশাপাশি প্রতিমা বিসর্জনের সময় শোভাযাত্রা করা যাবে না। তাছাড়া দশমী শুক্রবার হওয়ায় জুম্মার নমাজের কারণে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা যাবে না।

করোনার কারণে পুজো এবং প্রতিমা বিসর্জন নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে সেদেশেও। মণ্ডপে ঢোকার অনুমতি মিললেও দর্শনার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। পাশাপাশি পুরোহিতকেও মাস্ক পরেই থাকতে হবে। তাছাড়া মণ্ডপে ঢোকার মুখে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া এবং থার্মাল স্ক্যানারের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে আয়োজকদের।

one year ago


Indo-China: সীমান্তে উত্তেজনা, রবিবার বৈঠকে বসতে চলেছে ভারত-চীন

সীমান্তে উত্তেজনা রেখেই ১৩ তম সামরিক বৈঠকে বসতে চলেছে ভারত -চীন। চুসুল-এ অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের তরফ থেকে জেনারেল পি,জি,কে মেনন। অন্যদিকে চীনের তরফ থেকে উপস্থিত থাকবেন জেনারেল লিউ লিন। এমটাই সূত্রের খবর। 

রবিবার অনুষ্ঠিত হতে চলা এই বৈঠকের দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল। একাধিকবার ভারত -চীন বৈঠক হলেও, সে বৈঠক খুব একটা ফলপ্রসূ হয়নি। একাধিকবার বৈঠকের পরেও দেখা গেছে চীন-ভারত সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করেছে। 

২০১৭ সালের মে মাসে গলওয়ান প্রদেশ দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তার পরই উত্তরাখণ্ডের বারাহতি দিয়ে ১০০ জন চিনা ঘোড়সওয়ার সৈনিক ভারতের অংশে অনুপ্রবেশের চেষ্টা করে । পাশাপাশি একটা অস্থায়ী ব্রিজ উড়িয়ে দেয় তারা। দু'দিন আগেই অরুণাচল প্রদেশ তাওয়াং দিয়ে ২০০ জন সেনা ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় অনুপ্রবেশের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। 

গত বছরই বেগম লেকের পাশে মুখোমুখি হয়েছিল ভারত আর চীন সেনা। দুই পক্ষের মধ্যে লোহার রড কার্ড দিয়ে সংঘর্ষে প্রাণ হারায় ভারতীয় ২০ জন সেনা। পাশাপাশি বেশ কিছু সংখ্যক চীনা সেনার মৃত্যু ঘটে সংঘর্ষে। শনিবার চীনার অধিকৃত আকসাই চীন এলাকায় সীমান্ত সংলগ্ন অঞ্চলে ১০ হাজার লাল ফৌজ মোতায়েন করেছে চীনা সরকার। সেইসঙ্গে মাঝারি মাপের ক্ষেপণাস্ত্র। মাঝারি মাপের কামানও সঙ্গে করে নিয়ে অবস্থান করছে লাল ফৌজ। 

যার পাল্টা ভারত সীমান্তেও সৈন্য সংখ্যা বাড়াচ্ছে ভারত সরকার। এই উত্তেজনার আবহেই ১৩ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে রবিবার। এর আগে ১২ তম সামরিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল চীনা ভূখণ্ডে মালডোতে। প্রায় ১১ ঘণ্টা ধরে চলা সেই বৈঠকের নির্যাস খুব একটা ফলপ্রসূ হয়নি।

৩৪৪০ কিলোমিটার জুড়ে লাইন অব একচুয়াল কন্ট্রোলকে ঘিরেই সমস্যা। সেই সমস্যার সমাধান এই ১৩ তম সামরিক বৈঠকে কতটুকু নিষ্পত্তি হবে সে দিকে তাকিয়ে সাড়া বিশ্ব। 

one year ago
Afghanistan: আফগানিস্তানের বোমা বিস্ফোরণের পিছনে কি আফিম ব্যবসা!

কাবুলঃ আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলার একটি মসজিদে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করলো ইসলামিক স্টেট। বোমা বিস্ফোরণে নিহত হয় প্রায় ৫০ জন, আহত বহু। 

ঘটনার দুই দিন পর্যন্ত কোন জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। অবশেষে আইএস তাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে বিস্ফোরণের দায় স্বীকার করলো। পাশাপাশি তারা জানান মোহাম্মদ উল উইঘুড়ি নামের এক ব্যক্তি তাদের নির্দেশেই এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে। প্রশ্ন উঠছে কেনই বিস্ফোরণ ? কেন এই আত্মঘাতী হামলা ?

কেন এই আত্মঘাতী হামলা?

দ্বিতীয়বারের জন্য আফগানিস্থানের ক্ষমতা দখল করে তালিবান। ক্ষমতা দখলের পর তারা সরকার গঠন করে। যদিও আন্তর্জাতিক মহলের স্বীকৃতি না পেলেও, পাকিস্তান তালেবানের এই নবগঠিত সরকারকে মান্যতা দেয়। ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আখুনজাদা। সরকারে যোগদান করে হাক্কানী গোষ্ঠী ও। কিন্তু বরাবরই তালিবান বিরোধী বলে খ্যাত ইসলামিক এস্টেট খোরশান গোষ্ঠী। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হয় মোল্লা মোহাম্মদ হাসান আখন্দ, উপপ্রধানমন্ত্রী হর্ন মোল্লা আব্দুল বরাদার। 

প্রথম মন্ত্রিসভার বৈঠকের মাঝেই গন্ডগোল বাদে নিজেদের মধ্যে সূত্রের খবর অনুযায়ী, সেই গন্ডগোলে গুলিবিদ্ধ হন মোল্লা আব্দুল বরাদর। তলায় তলায় ততদিনে সক্রিয় হয়েছে আইএস খোরসান গোষ্ঠী। পাকিস্তানের আইএস প্রধান এর তত্ত্বাবধানে নবগঠিত সরকার কাজ শুরু করে। পাকিস্তানের সহযোগিতায় একমাত্র বিরোধী পাজ্ঞশির উপত্যাকায় হামলা চালায় তালিবানরা। তখন থেকেই তালিবানদের নবগঠিত সরকারের ক্ষমতায়নের অন্দরমহলে ঢুকতে চায় আই এস। 

বিশ্বের সবচেয়ে বেশি মাদক উৎপাদনকারী এবং পাচারকারী দেশ হল আফগানিস্থান। আফগানিস্তানের অধিকাংশ জমিতেই পপি অর্থাৎ আফিম চাষ হয় সর্বসমক্ষে। এই আফিম চাষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তালিবানরা। আফিম এবং আফিম জাত মাদক জাতীয় দ্রব্য বেআইনিভাবে আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বৈদেশিক অর্থ আমদানি হয়, তার অধিকাংশ ব্যবহৃত হয় জঙ্গিগোষ্ঠীগুলোর অস্ত্র, হাতিয়ার ক্রয় এবং জঙ্গিগোষ্ঠী পরিচালনার ক্ষেত্রে। নিষিদ্ধ মাদকদ্রব্যের জন্য বিখ্যাত গোল্ডেন ট্রায়াঙ্গেল। অর্থাৎ মায়ানমার, লাওস,থাইল্যান্ড। 

কিন্তু এই গোল্ডেন ট্রায়াঙ্গেল এর বাইরে ও বিশ্বের আফিম চাষে প্রথম স্থান ধরে রেখে দিয়েছে আফগানিস্তান। ফলে এই আফিম এর ক্ষেত এবং আফিম এর ব্যবসা নিজেদের কুক্ষিগত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আইএস গোষ্ঠী। এই আফিম মাদক ব্যবসা যদি আইএস গোষ্ঠীর হাতে যায়, সে ক্ষেত্রে খুব সহজেই তারা পাকিস্তানের সহযোগিতায় ভারতসহ অন্যান্য দেশে রপ্তানি করতে পারবে ।

এই ব্যবসা থেকে প্রাপ্ত অর্থ জঙ্গিগোষ্ঠীর কাজে ব্যবহার করতে পারবে।  ফলে তালিবানদের সঙ্গে আইএস গোষ্ঠীর বরাবরই সংঘাত আফিম এর ব্যবসাকে সামনে রেখে। সে লক্ষ্যেই একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তালিবানদের উপর আইএস গোষ্ঠী। অন্যদিকে সরকার এবং ব্যবসা দুটোই নিজেদের হাতে রাখতে মরিয়া তালিবানরা ও। ফলে এই সংঘাতের বাতাবরণ আগামী দিনেও আফগানিস্থানে বজিয়ে থাকবে বলেই মত আন্তর্জাতিক মহলের।

চলতি বছরের অগস্ট মাসে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ঘোষণা করেছেন আফগানিস্তানে আফিং  চাষ নিষিদ্ধ করবে তালিবান। কিন্তু তালিবানদের ক্ষেত্রে এটা প্রমাণিত মুখে এক কাজে আর এক। ফলে তালিবান মুখপত্রের এই বার্তা কতটা বাস্তবায়িত হবে সেটা নিয়েও যথেষ্ট সন্দিহান আন্তর্জাতিক মহল।



one year ago
Maleria Vaccine: এই প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকা, ছাড়পত্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্বে প্রথম শিশুদের জন্য ম্যালেরিয়া টিকার ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মূলত আফ্রিকা মহাদেশে শিশুদের মধ্যে অতিমারীর চেহারা নিয়েছে ম্যালেরিয়া। হু-র সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, আফ্রিকায় প্রতিবছর পাঁচ বছরের নীচে আড়াই লক্ষেরও বেশি শিশুর ম্যালেরিয়ায় মৃত্যু হয়।একদিকে যখন করোনা অতিমারী চলছে, তখন ম্যালেরিয়ার প্রাদুর্ভাব গোটা রাজ্যে। ধবার এক সোশ্যাল মিডিয়ায় লাইভ হওয়া এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে হু-এর মহাসচিব তেদ্রোস আধানম ঘেব্রেইসাস বলেন, “এটি একটি ঐতিহাসিক মুহূর্ত।

শিশুদের জন্য বহু প্রতীক্ষিত এই ম্যালেরিয়া ভ্যাকসিন আদতে বিজ্ঞান, শিশু স্বাস্থ্য এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য একটি যুগান্তকারী প্রমাণিত হবে। এদিকে হু এর আফ্রিকা মহাদেশের আঞ্চলিক অধিকর্তা মাৎসিদিশো মোয়েতি বলেন, বহু শতাব্দী ধরে ম্যালেরিয়া সাব-সাহারান আফ্রিকায় ত্রাস সৃষ্টি করেছে।

যার ফলে প্রচুর মানুষ কষ্ট পেয়েছেন। আমরা দীর্ঘদিন ধরে একটি কার্যকরী ম্যালেরিয়া ভ্যাকসিন আশা করেছিলাম এবং এখন প্রথমবারের মতো আমাদের কাছে এই ধরনের অনুমোদিত টিকা ব্যাপকভাবে ব্যবহারের জন্য এসেছে। 


one year ago


University Reopening: চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলছে ওপারবাংলায়

ঢাকাঃ চলতি মাসেই দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার মন্ত্রিসভা বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আলোচনার সময় এ কথা জানান তিনি। 

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘স্কুল-কলেজ তো আমরা খুলে দিয়েছি, পরীক্ষাও ঘোষণা করা হয়েছে। শিক্ষামন্ত্রীও জানিয়েছেন,পরীক্ষা নিতে কোনো অসুবিধা হবে না। 

তিনি আরও বলেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়া যায় কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নির্দেশনাও দিয়েছেন। এছাড়া মন্ত্রিসভা বৈঠকে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন আইন ২০২১-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩টি আবাসিক হল খুলে দেওয়া হলো। হলগুলো হল বঙ্গবন্ধু হল, শের-ই বাংলা হল ও শেখ হাসিনা হল। যেসব শিক্ষার্থী কোভিড-১৯ ভ্যাকসিনের কমপক্ষে এক ডোজ নিয়েছেন তাদেরকে হলে প্রবেশ করতে দেওয়া হবে। সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত হলে প্রবেশ করতে পারবেন। হলে প্রবেশের সময় অবশ্যই ভ্যাকসিনের সার্টিফিকেট এর ফটোকপি গেটে জমা দিয়ে প্রবেশ করতে হবে। 


one year ago
School: শনিবার থেকে ৩য়-৪র্থ শ্রেণির ক্লাস সপ্তাহে ২ দিন, ওপারবাংলায়

ঢাকাঃ শনিবার (২ অক্টোবর) থেকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস সপ্তাহে ২ দিন করে। তবে মানতে হবে  করোনা বিধি। জানাল প্রাথমিক শিক্ষা দফতর। 

করোনা পরিস্থিতিতে সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সপ্তাহে একদিন করে ৩য়-৪র্থ শ্রেণির ক্লাস হয়ে আসছিল। এবার তা বাড়িয়ে ২ দিন করা হল। পাশাপাশি অষ্টম ও নবম শ্রেণিতেও সপ্তাহে দুইদিন করে ক্লাস হচ্ছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে তৃতীয় শ্রেণির ক্লাস সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার এবং চতুর্থ শ্রেণির ক্লাস শনিবার ও বুধবার। এছাড়া মঙ্গলবার প্রথম শ্রেণি এবং সোমবার দ্বিতীয় শ্রেণির ক্লাস হবে। আর পঞ্চম শ্রেণির ক্লাস আগের মতোই চলবে। কিন্তু শিশু শ্রেণি, নার্সারি বা কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের  ক্লাস আপাতত বন্ধই থাকছে। 

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর বাংলাদেশে গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। 


2 years ago


জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন ভারত-বাংলাদেশ উভয়দেশের প্রধানমন্ত্রী!

জাতিসংঘের ৭৬ তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে ২১ সেপ্টেম্বর। চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। জানা গিয়েছে, এই অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। 

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে মুজিবকন্যা তথা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।

এদিকে বাংলাদেশ এবং ভারত বাংলাদেশের স্বাধীনতার ৫০  বছর এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করছে। 

১৯৭১ -এর সেপ্টেম্বরে বাংলাদেশের সমর্থনে ভারত একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে ২৪ টি দেশ অংশগ্রহণ করেছিল। তারা বাংলাদেশ গঠনের  সমর্থনে আওয়াজ তুলেছিল। পাশাপাশি পাকিস্তানি সৈন্যদের নিষ্ঠুর বর্বরতা এবং গণহত্যা সংগঠিত করার অভিযোগ উঠেছিল। সেই সময় বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ ভারতে পালিয়ে গিয়েছিল। ভারত শরণার্থী সমস্যার সম্মুখীন হয়েছিল। তার জন্য অনেকেই ভারতের প্রতি সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছিল। 

আজ থেকে ৫০ বছর আগে ১৯৭১ সালের ২৭ শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের তৎকালীন বিদেশ মন্ত্রী সর্দার স্বর্ণ সিং-এর নেতৃতে ভারতীয় প্রতিনিধিদল তখনকার পূর্ব পাকিস্তানে কি ধরনের নিষ্ঠুরতা সংগঠিত হয়েছিল সেটি সারা বিশ্বকে অবহিত করান। 

পাকিস্তানের জেল হেফাজতে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে মুক্তি দেবার কথাও পাকিস্তানকে বলেছিলেন সর্দার স্বর্ণ সিং। তিনি বলেছিলেন, " ওই এলাকায় আন্তর্জাতিক রেড ক্রশকে যেতে দেওয়া হয় নি এবং বিশ্বের সেই অংশে কি হচ্ছে তা গোপন করার জন্য সবধরনের প্রচেষ্টা করা হয়েছিল। চারদিক জুড়ে হত্যা , ধর্ষণ, অগ্নি সংযোগ এবং লুঠতরাজ।"  

তাছাড়া ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্য সমর্থন জোগানোর উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন রাজধানী সফর করেছিলেন। বাংলাদেশের স্বার্থে যুক্তরাজ্য, পূর্ব ও পশ্চিম জর্মানি, ফ্রান্স, রাশিয়া এবং পোলান্ড সহানুভূতি ও সমর্থন জানানোর ফলে ভারতের কূটনৈতিক প্রচেষ্টা ফলপ্রসূ হয়। আমেরিকার সাথে যুক্তরাজ্য এবং ফ্রান্সের সম্পর্ক ছিন্ন করতেও ভারত সাফল্য লাভ করে এবং ১৯৭১ সালের শেষের দিকে জাতিসংঘের সুরক্ষা পরিষদে পাকিস্তান পন্থী নির্দেশনা বন্ধ করতে সক্ষম হয়েছিল।    

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় চিন পাকিস্তানকে সমর্থন করেছিল এবং নয় মাস ব্যাপী স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানি সৈন্যদের দ্বারা বর্বরোচিত গণহত্যা এবং অত্যাচারের নীরব দর্শক হয়েছিল। এমনকি বাংলাদেশের স্বাধীনতার পরেও চিন জাতিসংঘে নবগঠিত দেশকে প্রবেশের বিরুদ্ধে ভেটো প্রদানও করেছিল।

2 years ago
Modi : আমেরিকায় পা রাখলেন মোদি

 এবার টানা সফর শেষে  ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে আমেরিকায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অ্যান্ড্রুজ জয়েন্ট বায়ুসেনা ঘাঁটিতে তাঁর বিমান অবতরণ করে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য আগে থেকেই সেখানে হাজির ছিলেন আমেরিকার প্রশাসনিক কর্তা এবং সে দেশে ভারতের রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু।তিন দিনের এই আমেরিকা সফরে মোদী কোয়াড শীর্ষ বৈঠকে যোগ দেবেন। ভাষণ দেবেন রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদেও। তা ছাড়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও কথা রয়েছে তাঁর।ই বৈঠকে আফগানিস্তান, সীমান্ত সন্ত্রাস, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, জলবায়ু এবং নিরাপত্তা-সহ একাধিক বিষয়গুলি উঠে আসতে পারে।

বিশেষ করে আফগানিস্তান থেকে বাইডেন সেনা সরানোর পরই যে ভাবে তালিবান আফগানিস্তানের ক্ষমতায় এসেছে এবং তালিবান সরকারের গতিপ্রকৃতিও আলোচনায় উঠে আসতে পারে। অন্য দিকে, তালিবান শাসন যে নয়াদিল্লির চিন্তা বাড়াচ্ছে সেই বিষয়টিও এই বৈঠকে তুলে ধরতে পারেন মোদী। এমনই মনে করছে কূটনৈতিক মহল। ২০১৪-তে ক্ষমতায় আসার পর এই নিয়ে সাত বার আমেরিকা সফর মোদীর। তবে বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথম তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হতে চলেছে তাঁর।

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে মোদীর একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। তাই তাঁকে স্বাগত জানাতে আমেরিকার প্রশাসনিক কর্তারা ছাড়াও হাজির ছিলেন শতাধিক ভারতীয়। ওয়াশিংটনে পা রেখেই মোদী টুইট করেন, ‘ওয়াশিংটনের ভারতীয়দের সাদর অভ্যর্থনায় আমি অভিভূত।

2 years ago
Kashmir: কাশ্মীরে সেনা-জঙ্গির তুমুল লড়াই

 আবার ও সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ধরা পড়লো চীনা নাগরিক । রবিবার  সন্ধ্যেবেলা ইন্দো নেপাল সীমান্তে র খড়ি বড়ি এলাকা থেকে ওই সন্ধিগ্ধ চীনা নাগরিক লোক সেং লুমা (৩৫) কে গ্রেপ্তার করে এস এস বি র জওয়ানরা । এদিন সীমান্ত রক্ষী বাহিনী চ্যালেঞ্জ করলে , নেপাল এ ফের পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই সন্দেহভাজন । পরে ধৃতের কাছ থেকে জাল ভারতীয় আধার ও ভোটার কার্ড ও ম্যাপ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয় । আজ তাকে স্থানীয় আদালত এ পেশ করা হয় । কিছু আগে হ্যাঁন জুনেই  নামে এক সন্দেহ ভাজন চীনা নাগরিক কে গ্রেপ্তার করা হয়েছিলো মালদা সীমান্ত থেকে । হ্যান ভারতে চর বৃত্তির উদ্যেশে এসেছিল বলেই তথ্য ছিলো গোয়েন্দা দের কাছে । কাশ্মীর এর উড়ি সেক্টরে সেনা জঙ্গির তুমুল গুলির লড়াই চলছে.  জম্মু-কাশ্মীরের (Jammu-Kashmir) উরিতে (Uri) বড়সড় নাশকতার ছক পাক মদতপুষ্ট জঙ্গিদের।

রবিবার এবং সোমবার রাতে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছে একাধিক জঙ্গি। লক্ষ্য উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা। আর সেই হামলা রুখতে তৎপর ভারতীয় সেনা।ইতিমধ্যে বারামুলা জেলার উরিতে বন্ধ করে দেওয়া হয়েছে ফোন এবং ইন্টারনেট পরিষেবা। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি। শুধু তাই নয়, অতিরিক্ত বাহিনী এনে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে।

যাতে কোনওভাবেই জঙ্গিরা ওই এলাকা থেকে পালাতে না পারে। এ ব্যাপারে সরকারি বিবৃতি না দেওয়া হলেও একাধিক সূত্রের খবর, মঙ্গলবার সকালেও উরির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। কোনওভাবেই জঙ্গিরা যাতে পালাতে না পারে সেজন্য আরও সেনা মোতায়েন করে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিকে, বদগাঁও এলাকায় আইইডি বিস্ফোরক উদ্ধার করে তা নষ্ট করল ভারতীয় সেনা।

2 years ago


Panjshir: বাড়ি থেকে মহিলাদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে তালিবানরা

পাঞ্জশিরঃ আফগানিস্তান এর পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠেছে । বিশেষ করে পাঞ্জশির । অভিযোগ তালিবান বন্দুকবাজরা যখন তখন যে কোনো নাগরিক এর বাড়ীতে ঢুকে লুঠপাট চালাচ্ছে । মহিলাদের জোর করে তুলে নিয়ে যাচ্ছে । বন্ধ ব্যবসা বাণিজ্য । স্তব্দ পাঞ্জশির । মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছেন । এমনই এক ছবি ধরা পড়লো কিছুক্ষণ আগের তোলা একটি ভিডিও তে । দেখা যাচ্ছে তালিব বন্দুকবাজরা রাস্তা থেকে দুই স্থানীয় যুবক কে জোর করে গাড়ির ডিকির ভেতরে আটকে দেয় । এরপর বেপাত্তা হয়ে যায় ওই তালিব বন্দুকবাজরা। 

ওই যুবকদের ভবিষ্যৎ যে তালিবানদের বন্দুক এর বুলেট , তেমনটাই মনে করছেন স্থানীয়রা।এবার শুধুমাত্র তাজিক বংশভুত হওয়ার অপরাধে স্কুলের প্রধান শিক্ষক কে গুলি করে খুন করলো তালিবান বন্দুক বাজ রা । শুক্রবার অন্ধ রাব জেলার নাওবাহার এলাকায় তালিবান বন্দুকবাজ রা প্রকাশ্যে গুলি চালিয়ে খুন করে ওই প্রধান শিক্ষককে । মুখ বদলের দাবি করেছিল তালিবান । কিন্তু মুখ ও মুখোশের ফারাক দ্রুত মিলিয়ে গেলো তালিব শাসকদের । জ্বালিয়ে দেওয়া হলো পাঞ্জশির বিশ্ববিদ্যালয় ।


2 years ago
Modi-Biden: আফগানিস্তান নিয়ে মুখোমুখি হবে মোদি-বাইডেন

আগামী শুক্রবার প্রথমবার শীর্ষ দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওই একই দিনে রয়েছে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের চতুর্দেশীয় অক্ষ কোয়াড-এর বৈঠক।বিদেশ মন্ত্রক সূত্রের মতে, মোদী-বাইডেন শীর্ষ বৈঠকে অগ্রাধিকার পাবে আফগানিস্তান, পাকিস্তান এবং চিনের প্রসঙ্গ। পাশাপাশি থাকবে কোভিড পরিস্থিতি, প্রতিষেধকের যৌথ উৎপাদন, পরিবেশ উষ্ণায়নের মতো বিষয়গুলিও। তাৎপর্যপূর্ণ ভাবে বাইডেনের সঙ্গে বৈঠকের আগের দিন জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে কথা বলবেন মোদী পৃথক পৃথক ভাবে।

দেশে কোভিড সংক্রমণের পরে এই প্রথম এশিয়ার বাইরে পা রাখছেন মোদী। কোয়াড এবং দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনেও বক্তৃতা দেবেন মোদী। কূটনৈতিক শিবিরের মতে, এমন একটি সময়ে আমেরিকার নতুন প্রেসিডেন্টের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী যখন বিশ্বের ভূকৌশলগত পরিস্থিতি উত্তপ্ত।

পশ্চিম এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা প্রশ্নের মুখে। কাবুল তালিবানের দখলে যাওয়ার জেরে ভারত এবং প্রতিবেশী বলয়ে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্ত হবে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি। অন্য দিকে চিনের সঙ্গে সংঘাতের বার্তা দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে পরমাণু-চালিত ডুবোজাহাজ ব্যবহার সংক্রান্ত চুক্তি করল ব্রিটেন ও আমেরিকা।


2 years ago