
দফায় দফায় বৃষ্টি হলেও ভ্যাপসা গরম। শনিবার সকাল থেকে হালকা বৃষ্টি (Rain) হলেও বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। পাশপাশি আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবারে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবার জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রা বৃদ্ধিরও কোনও পূর্বাভাস নেই।
কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-ওক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৯০ শতাংশ।
রাত থেকেই টানা বৃষ্টি হয়ে চলেছে। আজও শুক্রবার কলকাতা (Kolkata) সহ শহরতলির একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update)। শনিবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। শনিবার জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন থেকে পরবর্তী দু থেকে তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। পাশাপাশি দক্ষিণবঙ্গের সবকটি জেলায়ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
শুক্রবারও কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
নিম্নচাপের জেরে টানা কয়েকদিন ধরে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি (Rain) হয়ে চলেছে। তবে আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি হারিয়েছে। এরফলেই দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলেছে। যদিও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পাশাপাশি দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪-৫ দিন বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। মূলত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। সঙ্গে তাপমাত্রাও বাড়বে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলয়িসায়। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৭০ শতাংশ।
কখনও রোদ, কখনও আংশিক মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ (Weather Update)। তার প্রভাব পড়েছে বাংলায় (Bengal)। এরফলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারেও জেলাগুলিতে একই পরিস্থিতি অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রারও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।
মৌসম ভবন সূত্রে আরও খবর, কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলয়িসায়। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার যা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ, সর্বনিম্ন ৭৩ শতাংশ।
মঙ্গলবার ভোর থেকেই ঝেঁপে বৃষ্টি শহর কলকাতা ও সংলগ্ন এলাকায়। সোমবার থেকে বৃষ্টির জেরে শহর কলকাতায় বহু জায়গায় রাস্তায় জল জমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। ওদিকে উত্তরবঙ্গের বেশকিছু জেলায় সামান্য বৃষ্টিপাত হবে বলেই সূত্রের খবর।
সোমবারের মতই মঙ্গলবারও কলকাতাবাসীর দিন শুরু হল বৃষ্টি দিয়ে। দিনের অধিকাংশ সময় আকাশ মেঘলা থাকবে বলছে আলিপুর আবহাওয়া দফতর। ওদিকে কখনও বৃষ্টিরও দেখা মিলবে বলেই সূত্রের খবর।
বাংলার উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তার জেরে সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী এলাকাগুলিতে পর্যটকদের সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টি ও বজ্রপাতের জেরে ইতিমধ্যেই কলকাতায় গত ৩ দিনে মৃত্যু হয়েছে ৩ জনের। ওদিকে একই বৃষ্টির জেরে উড়িষ্যায় বজ্রপাতের জেরে ১০ জনের মৃত্যু হয়েছে। সেপ্টম্বরের শুরুতেই জোড়া ঘূর্ণাবর্তের ধাক্কায় রাতারাতি বদলেছে বাংলা বিশেষত দক্ষিণবঙ্গের আবহাওয়া।
সকাল হতেই আকাশ কালো করে বৃষ্টি (Rain)। সঙ্গে মেঘের গর্জন। যার জেরে কলকাতার বেশ কিছু জায়গায় জল জমে যায়। আবহাওয়া দফতরের (Weather Update) তরফে সকালেই ১১ টি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে বজ্রপাতেরও পূর্বাভাস দেওয়া হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আরও জানা গিয়েছে, সোমবার বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সোমবার সেখানেই আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। মঙ্গলবারের মধ্যে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে। আর এই জোড়া ঘূর্ণাবর্ত থেকে উপকূলের জেলাগুলিতে বদ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও জেলাগুলিতে একই পরিস্থিতি অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। রবিবার যা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২৯.৪ মিমি।
সকাল থেকে বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি (Weather Update)। তবে রোদের দাপট কিছুটা কমেছে কলকাতা (Kolkata) সহ আশেপাশের এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে নেই বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়া দফতরের পূর্ভাবাস অনুযায়ী, উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। আগামী দিন তিনেক তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা হ্রাস হতে পারে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন সূত্রে আরও খবর, আগামী ২৪ ঘণ্টা কলকাতা ও আশেপাশের আকাশ মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় কয়েক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার যা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৬৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ২২.২ মিমি।
শনিবার সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আকাশ। আর সেই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। তবে ক্ষণিকের বৃষ্টিতে স্বস্তি মিললো কলকাতা সহ আশপাশের এলাকায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর বাতাসে জলীয় বাষ্প ১০০ শতাংশ। যা স্বাভাবিকের থেকে অনেক বেশি। ফলে আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে এখনই রেহাই পাওয়া যাবে না বলে জানিয়েছে মৌসম ভবন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাত্ রবিবার উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরী হতে পারে। তার পরবর্তী ৪৮ ঘন্টার মধ্য়ে নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার ফলে রবিবার থেকে মঙ্গলবারের মধ্য়ে দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। তবে শনিবার দক্ষিণবঙ্গ সহ কলকাতা সংলগ্ন বেশ জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টিতে সামান্য স্বস্তি পাওয়া গেলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। আলিপুর আবহাওয়ার তরফে পশ্চিমবঙ্গের উপকূলের কয়েকটি জেলা এবং ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীরপুর ও হাওড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব কলকাতার ওপর পড়তে পারে। দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সঙ্গে উত্তরবঙ্গে কমবে বৃষ্টি। উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
সকাল থেকে রোদের দাপট। তার উপর আর্দ্রতাজনিত অস্বস্তি গোটা রাজ্যজুড়ে (Bengal)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত এই পরিস্থিতি চলতে থাকবে। রবিবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন (Weather Update) হতে পারে। উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। কোথাও ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুজায়ই, শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবারেও জেলাগুলিতে একই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা ও আশপাশের এলাকার আকাশ শুক্রবারও আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উল্লেখ্য, এই মুহূর্তে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এহং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এছাড়া সোমবার একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। এরফলে রবিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
নেই স্বস্তির বৃষ্টির (Rain) দেখা। তীব্র গরমে নাজেহাল কলকাতাবাসী (Kolkata)। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় রয়েছে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। পাশাপাশি দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
মৌসম ভবন আরও জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ আর সর্বনিম্ন ৫৬ শতাংশ।
বুধবার রাখির দিন সকাল থেকেই মুখ ভার আকাশের। কখনও রোদ কখনও বৃষ্টি। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে গরমের তাপমাত্রা। কয়েকদিনের এই খামখেয়ালী আবহাওয়ার দরুণ ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েই চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন দিনভর শহরজুড়ে আকাশ মেঘলা থাকলেও আপাতত আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে রেহাই নেই কলকাতাবাসীর। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এবং সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশের আশাপাশে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ অর্থাত্ বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ৩১ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টি না হলেও, অপরদিকে ১ সেপ্টেম্বর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেই সময়ে অস্বস্তিকর আবহাওয়া থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার যাবে বলে মনে করা হচ্ছে।
অন্য়দিকে বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পঙ এই পাঁচ জেলায় রয়েছে বজ্রবিদুত্ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং ও কালিম্পঙ এই দুই জেলায় হতে পারে ভারী বৃষ্টি। তবে শনিবার থেকে উত্তরবঙ্গে কমতে পারে বৃষ্টিপাতের পরিমাণ এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
সকাল থেকেই কড়া রোদ কলকাতা (Kolkata) ও আশেপাশের অঞ্চলে। সঙ্গে বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তিও। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Update) আপাতত শুকনো থাকবে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা (Temperature) আরও বৃদ্ধি পেতে পারে। আপাতত ভারী বৃষ্টির (Rain) কোনও পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। হালকা বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোনও রকমের ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। সোমবার কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ আর সর্বনিম্ন ৬৫ শতাংশ।
টানা কয়েকদিন বৃষ্টি (Rain) হলেও রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। নেই বৃষ্টির দেখা। আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) সূত্রে খবর, প্রতিবেশী বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখার পূর্ব দিকের অংশ বাঁকুড়ার ওপর দিয়ে গিয়েছে। আরেকটি অক্ষরেখা হিমালয় সংলগ্ন পশ্চিবঙ্গ থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এরফলে এখনই বৃষ্টি থেকে মুক্তি নেই। তবে কমবে ভারী বৃষ্টির পরিমাণ।
মৌসম ভবন সূত্রে আরও খবর, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সেখানে রবিবার কিছুটা বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার, মঙ্গলবার ও বুধবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
অন্যদিকে, রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার কোনও জেলাতেই আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে।
গত দু'দিন ধরে টানা বৃষ্টি (Rain) হয়ে চলেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এর জেরে তাপমাত্রাও (Temperature) কমেছে অনেকটা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারও দফায় দফায় বৃষ্টি হবে শহর কলকাতায় (Kolkata)। উত্তর ও দক্ষিণবঙ্গে শনি ও রবিবার পর্যন্ত বৃষ্টির পুর্বাভাস (Weather Update) জারি করেছে মৌসম ভবন। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতাও।
হাওয়া অফিস জানিয়েছে, শনিবারও বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি জারি থাকবে। কলকাতা সংলগ্ন জেলা দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা রবিবার থেকে আবার বাড়তে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গেও ২৬ অগাস্ট পর্যন্ত বৃষ্টি হবে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় তেমন কোনও সতর্কতা নেই।
সকাল থেকেই আকাশের মুখ ভার শহরের (Kolkata)। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার ভোর থেকেই কলকাতায় শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি (Rain)। ফলে তাপমাত্রার পারদ নেমেছে খানিক। উত্তর ও দক্ষিণবঙ্গে শনি ও রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি (Weather Update) বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্র ও শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টি হতে পারে। যে কারণে অরেঞ্জ ওয়ার্নিং জারি করা হয়েছে। দার্জিলিং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। বাকি সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
শুক্রবার কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।