Breaking News
CBI: সোমে জাস্টিস সিনহার তাবড়ে মঙ্গলের সকাল থেকে তল্লাশি অভিযানে সিবিআই      Dumdum: দমদম নাগেরবাজারে বৃদ্ধ খুনের ঘটনায় উদ্ধার অস্ত্র, জেরায় খুনের কথা স্বীকার অভিযুক্তের      Court: অভিষেকের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই! ইডি-সিবিআইকে তীব্র ভর্ৎসনা জাস্টিস সিনহার      Dengue: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে একাধিক নির্দেশিকা জারি মুখ্যসচিবের      Dengue: ডেঞ্জার 'ডেঙ্গি' রুখতে হটস্পট, বিশেষ ব্যবস্থা স্বাস্থ্য ভবনেরও      Raghav-Parineeti: বর-কনে সাজে রাঘব-পরিণীতি, প্রকাশ্যে 'রাঘনীতি'-র রূপকথার বিয়ের ছবি      Dengue: ডেঙ্গি কিন্তু ডেঞ্জারাস...      India: ৪০০ রানের টার্গেট, শ্রেয়স-গিলের জোড়া সেঞ্চুরিতে পাহাড় সমান রান ভারতের      Resignation: মানসিক চাপ সৃষ্টি করছে টিএমসিপি! অভিযোগ তুলে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অধ্যক্ষর      Mamata: 'অনেক কাজ করতে পেরেছি...' স্পেন থেকে কলকাতায় ফিরে জানালেন মমতা     

weather

weather update সরস্বতী পুজোর আগেই বৃষ্টির ভোগান্তি কয়েকটি জেলায়

পশ্চিমী ঝঞ্ঝা থেকে এখনও মুক্ত হতে পারেনি রাজ্য। ফলে সরস্বতী পুজোর আগেই ফের উত্তরবঙ্গের সমস্ত জেলা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশারও সম্ভাবনা রয়েছে দুই বঙ্গে।

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে ৩ তারিখ হালকা বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা সহ পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। ৪ তারিখ, অর্থাৎ সরস্বতী পুজোর আগেরদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি বাড়বে। তারই মধ্যে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্য়ুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ৫ তারিখ, অর্থাৎ সরস্বতী পুজোর দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে। কলকাতায় সরস্বতী পুজোর দিন সকালে হালকা বৃষ্টি হবে। তবে তারপর দুপুর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। আগামী ৩ দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি।

অন্য়দিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় পাঁচটি পাহাড়ি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টিরও হতে পারে। এরপর ৩ তারিখ থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে বজ্রবিদ্য়ুতের সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে ৪ তারিখ। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে ৫ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গেও রাতের তাপমাত্রা আগামী দু-তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে।

2 years ago
weather update আরও ২৪ ঘণ্টা জমিয়ে শীতের আমেজ, জানাল হাওয়া অফিস

উত্তুরে হাওয়ার দাপট কমবে। বাড়বে পূবালী হওয়ার প্রভাব। বাড়বে তাপমাত্রা। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও স্বাভাবিকের নিচে পারদ। আরও ২৪ ঘণ্টা জমিয়ে শীতের আমেজ। শহর কলকাতায় আগামী কয়েকদিন পরিস্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় স্বাভাবিক এর নিচেই থাকবে পারদ। আগামী ২৪ ঘণ্টা থাকবে জমিয়ে শীত। সকালের দিকে সামান্য কুয়াশাচ্ছন্ন আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি । সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। মঙ্গলবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬.২ ডিগ্রি সেলসিয়াস,  স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি নিচে। সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।যা স্বাভাবিক। 

মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকে । বুধবার পর্যন্ত কুয়াশার দাপট থাকবে সকালের দিকে। উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস। হালকা বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জেলায়। বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় । বুধবার বৃষ্টি একটু কমবে। দার্জিলিং কালিম্পং জেলাতেই শুধু হালকা বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনে দার্জিলিংয়ের উপরের দিকে হালকা তুষারপাত অথবা গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে।

দক্ষিণবঙ্গে মেঘমুক্ত পরিস্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। জমিয়ে শীতের আমেজ থাকবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে তাপমাত্রা বাড়বে। সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে বেশ কয়েকটি জেলায়। কাল ও পরশু পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশার দাপট বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশা। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।

পাশাপাশি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। ২রা ফেব্রুয়ারি আরও একটি পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার আবহাওয়ার পরিবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। এই পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া ও পুবালি হওয়ার সংঘাতে বৃষ্টি হবে রাজ্যে।

পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের সর্তকতা। মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্য গুলিতে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ আগামী ২৪ ঘণ্টা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা নাগাল্য়ান্ডে আগামী কয়েকদিন হালকা বৃষ্টির সম্ভাবনা।

2 years ago
weather update রাজ্যে তাপমাত্রা নিম্নমুখী

পশ্চিমী ঝঞ্ঝার বাধা কাটিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ ঝকঝকে পরিষ্কার। রয়েছে উত্তুরে হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি রবিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে সরস্বতী পূজার দিন বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে তামিলনাড়ুতে তৈরি হওয়া ঘূর্ণাবর্তর জেরে এই বৃষ্টি হবে।

আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা নিম্নমুখী। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১২.১ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।  

তবে রাজ্য়ে তাপমাত্রা নামলেও জাঁকিয়ে শীত যে খুব বেশিদিন স্থায়ী হবে না, তারও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

 দেখা যাচ্ছে,  দু-দিনে তাপমাত্রা নামল পাঁচ ডিগ্রির বেশি। বইছে উত্তুরে হাওয়াও। তাই সপ্তাহের শেষে জমিয়ে শীতের স্পেল। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন পরিষ্কার থাকবে আকাশ। স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। দক্ষিণবঙ্গে শনি-রবিবার জমিয়ে শীতের আমেজ। তা থাকবে মঙ্গলবার পর্যন্ত। বুধবার থেকে তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গেও আজ থেকে পরিষ্কার আকাশ। নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিন স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে। শুক্র-শনিবার দার্জিলিং সহ উপরের জেলাতেই বৃষ্টির পূর্বাভাস।

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা। জোড়া পশ্চিমী ঝঞ্ঝার আবহাওয়ার পরিবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্তও।

আবহাওয়ার পরিবর্তন হবে এইসব কারণেই। অন্যদিকে, উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। 




 


2 years ago


Weather update bengal ফের ক্ষণিকের শীত, ফেব্রুয়ারিতেই বাড়বে তাপমাত্রা

শুরু হতে চলেছে চলতি মরশুমে শীতের শেষ ইনিংস। বায়ুমণ্ডলের যা পরিস্থিতি, তাতে রাতের তাপমাত্রা আপাতত দু-তিনদিন বেশ ভালোরকমই নামবে। আবহাওয়া অফিস আগেই জানিয়ে দিয়েছে, তিনদিনে তাপমাত্রা নামবে ৩ থেকে ৫ ডিগ্রি। শুক্রবারই তা কমে দাঁড়ায় ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ১৬ থেকে ১৭ ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছে, তা এই সপ্তাহান্তে নেমে aসতে পারে ১৩ ডিগ্রিতে। কলকাতায় রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস হলে কয়েকটি জেলায় তা যে ১০ ডিগ্রির আশপাশে পৌঁছে যাবে, তা বলাই বাহুল্য। তবে উত্তরবঙ্গে বৃষ্টির প্রকোপ কাটতে দক্ষিণবঙ্গের তুলনায় একটু বেশি সময় লাগতে পারে।

সামগ্রিক যা পরিস্থিতি, তাতে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার দাপট কেটে গেছে। ফলে গত কদিন মেঘলা আবহাওয়ায় যে একটা স্যাঁতস্যাঁতে ভাব ছিল, সেটা কেটে অাপাতত ঝকঝকে, পরিষ্কার আকাশের দেখা মিলতে পারে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগর থেকে গত কদিন যে জলীয় বাষ্প পূর্ণ গরম হাওয়া ঢুকছিল, তাতেও ইতি।

ফলে শীতের চেনা ছবিই ফিরতে চলেছে বঙ্গে।

যদিও তার স্থায়িত্ব কদিন? এই প্রশ্নটা গত কদিন ধরেই সবার মুখে শোনা যাচ্ছে। অাবহাওয়াবিদরা যা জানাচ্ছেন, তাতে এই শীত খুবই ক্ষণস্থায়ী। হয়তো এই মাসটুকুই শীতের দাপট থাকবে। ফেব্রুয়ারি থেকে ফের বাড়তে শুরু করবে তাপমাত্রা।

2 years ago
weather update রাত থেকে ফের পারদ পতনের সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

বৃষ্টি না হলেও সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মঙ্গলবার বিকেলের পর থেকে আরও মেঘলা হবে আকাশ। তবে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই হাওয়া অফিস সূত্রে। এদিন সারাদিন রোদ ওঠার সম্ভাবনা ক্ষীণ। রাজ্য়ের অন্য়ান্য় জেলাতেও আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্য়মানতা কম।

আগামী ২৪ ঘণ্টায় আরও তাপমাত্রা নামবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। তবে রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটার প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা ফের এক বার নামতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরের হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা২১.৯, সর্বনিম্ন ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

2 years ago


Weather update bengal আজ সপ্তাহ শুরুতেও বৃষ্টি বঙ্গে, দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা

এখনও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবমুক্ত হতে পারেনি রাজ্য। ফলে আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেও বৃষ্টির হাত থেকে নিস্তার মিলছে না। উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে বৃষ্টির দাপট কমবে পরের দিন, অর্থাৎ মঙ্গলবার থেকে। ওইদিন শুধু হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৬ জানুয়ারি থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। তা পুরোপুরি মেঘমুক্ত হতে ২৭ জানুয়ারি হয়ে যাবে।

তবে উত্তরবঙ্গের আবহাওয়া ঠিক হতে আরও এক-দুদিন বেশি সময় লাগতে পারে। সেখানে বৃষ্টিপাত চলবে ২৭ পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া আপাতত বাধাপ্রাপ্ত হচ্ছে। তার জেরে বাড়ছে তাপমাত্রাও। ফলে গত কদিনের মতো আপাতত দু-তিনদিন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। ২৭ তারিখের পর তাপমাত্রা ধীরে ধীরে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ফলে শীতের অনুভূতিও ফের ফিরে আসতে পারে ওই সময় থেকে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সেখানে তাপমাত্রাও থাকছে বঙ্গের অন্যান্য জায়গার তুলনায় কম। যেমন রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যেখানে হয়েছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, সেখানে দার্জিলিংয়ে তাপমান নেমে এসেছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াসে।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশি থাকলেও শীতের অনুভূতি কিছুটা হলেও থাকছে। তার কারণ, মেঘলা আবহাওয়ার জন্য দিনের তাপমাত্রা সেভাবে বাড়তে পারছে না। যেমন কলকাতায় রবিবার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াসে। ফলে দিনভর একটা স্যাঁতস্যাঁতে ভাব থাকছে। 

আপাতত দু-তিনদিন এমনটাই চলবে বলে পূর্বাভাস।

2 years ago
WB Weather Update ২২ থেকে ২৪ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্য জুড়েই ২২ থেকে ২৪ জানুয়ারি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্য়ে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া,পঃ বর্ধমানে বেশি বৃষ্টির সম্ভাবনা। এর ফলে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, জানাল হাওয়া অফিস। কোথাও কোথাও বজ্র বিদ্য়ুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস মতো শনিবার থেকে শহরে শুরু হল বৃষ্টি। ভোর থেকে কলকাতার আকাশের মুখ ভার। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার গতি রুদ্ধ করছে। সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যা বঙ্গোপসাগর হয়ে গঙ্গাসাগর পর্যন্ত যাওয়ার সময় দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প রেখে দিয়ে গিয়েছে। তবে  বৃষ্টি কমলে আগামী বুধবার থেকে ঠাণ্ডা বাড়ার সম্ভাবনা জানাল হাওয়া অফিস।

কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকবে। ফলে দৃশ্য়মানতায় সমস্যার কারণে ট্রেন, ট্রাফিক গার্ড,মাঝিদের সতর্ক করা হয়েছে। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৪.৮ ও ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ জানুয়ারি বিকেল থেকে বৃষ্টি কমবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর।

2 years ago
Weather Update West Bengal :পরশু থেকে বঙ্গে বৃষ্টির দাপট বাড়বে

শীতসুখ আর বেশিদিন নয়। ঠান্ডার আমেজে বাধা সেই পশ্চিমী ঝঞ্ঝা। পূর্বাভাস আগেই দেওয়া হয়েছিল। সামগ্রিক পরিস্থিতিও সেদিকেই এগোচ্ছে। বৃষ্টির ভ্রূকুটি গোটা রাজ্যজুড়ে। ধাপে ধাপে হবে বৃষ্টিপাত। শুরু হয়ে যেতে পারে কাল শুক্রবার থেকেই, তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায়। কিন্তু শনিবারের পর পরিস্থিতি একটু একটু করে খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে তো বটেই, দক্ষিণবঙ্গের কলকাতা সহ বাকি জেলাগুলির জন্যও হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। যা শনি থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় চলতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝা মানেই একদিকে যেমন বৃষ্টির ঘনঘটা, অন্যদিকে শীতেরও দফারফা। গত কদিন পর্যায়ক্রমে তাপমান অনেকটাই নেমে এসেছে। চার-পাঁচদিনের হিসেব নিলে দেখা যাবে, একসময় সর্বনিম্ন তাপমাত্রা যেখানে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গিয়েছিল, তা ধাপে ধাপে নেমে এসেছে কলকাতায় ১৩ ডিগ্রির নিচে। জেলায় জেলায় তো সন্ধ্যার পরই হাড়কাঁপানো ঠান্ডার পরিস্থিতি। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম প্রভৃতি জায়গায় তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে চলে এসেছে। ফলে মাঘের শুরু থেকেই শীতের এই দাপুটে ব্যাটিংয়ে কিছু মানুষের কষ্ট হলেও অনেকেই বিষয়টি উপভোগ করছিলেন।

কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে প্রথমত বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস দক্ষিণবঙ্গে ঢুকতে শুরু করবে। যার জেরে শুরু হবে মেঘের আনাগোনা, শুরু হবে বৃষ্টি। একইসঙ্গে তা উত্তুরে হাওয়ার গতিপথেও কিছুটা বাধার সৃষ্টি করবে। ফলে গত কদিন ধরে কনকনে হাওয়ায় যে হাড়কাঁপানো শীতের অনুভূতি ছিল, সেটা আর থাকবে না। অর্থাৎ সাময়িক শীত ফের উধাও হয়ে যাবে।

কিন্তু এই অস্বাভাবিক পরিস্থিতি বা অকাল বৃষ্টির হাত থেকে রেহাই মিলবে কবে?? আবহাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে সেই সুদিন ফিরতে অন্তত ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। জানুয়ারির শেষে হয়তো শীত এই মরশুমে দ্বিতীয়বার ঝোড়ো ব্যাটিং করতে পারে। তবে আগামি দিনে তাপমান যে খুব নিচে নামবে, তেমন সম্ভাবনা ক্ষীণ।

2 years ago


Weather update bengal বঙ্গে বৃষ্টি থামার লক্ষণ কোথায়?

গত এক ডজন বছর ধরে পশ্চিমবঙ্গ তথা নিকটবর্তী অঞ্চলে একই নাটক, শীত এসেই চলে যায়। কেন প্রতি বছর এইরকম আবহাওয়ার বহর, প্রশ্নের উত্তরে এক সময় বিশেষজ্ঞরা বলেছেন, এত পলিউশন বাংলায়, বিশেষ করে কলকাতা ও নিকটবর্তী স্থানে যে বারবার শীত বাধাপ্রাপ্ত হচ্ছে। এই যুক্তি কি সত্যি মানা যায়? ভারতের সব থেকে দূষণের অন্যতম স্থান দিল্লি, সেখানে তো ভীষণ শীত তিন মাস ধরে থাকে। উত্তর নেই। একসময় এই বাংলায় গরম পড়ত, কিন্তু সহনীয় ছিল। আজকাল সেই গরমই সহ্য করা যায় না। দু বছর ধরে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া বলে, বেশি বৃষ্টি মানেই বেশি শীত। 

কিন্তু বৃষ্টি থামার লক্ষণ কোথায়? শীতের সময় নিম্নচাপের জন্য কখনও একবেলা বৃষ্টি হতেই পারে। কিন্তু তাই বলে শিলাবৃষ্টি, বজ্রপাত! কিন্তু এই করোনা আবহে তাও এই বছর দেখল মানুষ। 

কয়েকদিন ধরে চলে যাওয়া ঠান্ডা ফিরে এসেছে। বাঙালি শীতকাতুরে হলেও উপভোগ করছিল এ বছরের দেরিতে আসা শীত। এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, ফের নাকি পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টি আসছে। যত দোষ 'পশ্চিমি ঝঞ্ঝা'। আগামী বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা হওয়ার কথা উত্তর ও দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবারই বৃষ্টি হবে না। বৃষ্টি শুরু হবে শনিবার উত্তরবঙ্গ এবং রবিবার থেকে আবহাওয়া খারাপ হয়ে বৃষ্টি নামবে দক্ষিণেও। এতে শীতের তাপমান বাড়বে। 

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৩ ডিগ্রির আশেপাশে, তা বেড়ে ১৬ বা ১৭ ডিগ্রি হবে। আবহাওয়া স্যাঁতস্যাঁতে থাকবে। এ ছাড়া শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে ঝড় থাকবে না বা সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা নেই। তবে ক্ষেতের ফসলের ক্ষতি হবে যদি শিলাবৃষ্টি নামে। ঘন ঘন আবহাওয়ার এই পরিবর্তনে মানুষের শরীর খারাপও হতে পারে।

2 years ago
weather পরশু থেকেই কি বৃষ্টি রাজ্যে?

মাঘের শুরুতেই শীত ফের নতুন করে খেলা শুরু করেছে। গত কদিনেই তাপমান যেভাবে ধাপে ধাপে নেমে এসেছে, তাতে শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই ঠাণ্ডার দাপট শুরু হয়েছে। কদিন আগেও সর্বনিম্ন তাপমাত্রা উঠে গিয়েছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। সেটাই তিনদিনে প্রায় ৫ ডিগ্রি কমে ১৩ ডিগ্রির ঘরে চলে আসে মঙ্গলবার। যা এই সময়কার স্বাভাবিকের তুলনায় কম। সঙ্গে উত্তুরে হাওয়ার তীব্রতাও কনকনে ভাব আরও বাড়িয়ে দিয়েছে।

তবে হাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে এই পরিস্থিতি চলবে বড়জোর ২ দিন। শুক্রবার থেকেই নিম্নচাপের জেরে ফের মেঘের ঘনঘটা এবং বৃষ্টির সম্ভাবনার কথা মঙ্গলবারই জানিয়ে দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত পরিস্থিতি একই আছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হতে পারে। কাল অথবা পরশু থেকেই বায়ুমণ্ডলের পরিস্থিতি বদলে যাবে, এমনটাই মনে করা হচ্ছে।

ফলে সপ্তাহান্তেই আবহাওয়ার পরিবর্তন ঘিরে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঁকিঝুঁকি মারছে, তবে কি শীতেরই পাকাপাকি বিদায় আসন্ন? এ বিষয়ে অবশ্য হাওয়া অফিসের তরফে পরিষ্কার কোনও আভাস মেলেনি।

2 years ago


Weather Update ফের নিম্নচাপ, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে কোথাও কোথাও ঘন কুয়াশা। একইসঙ্গে তাপমাত্রাও কম। ফলে শীতের অনুভূতি গোটা রাজ্য জুড়ে ভালোই। সন্ধ্যার পর উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ভাব আরও বেড়ে যাচ্ছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাসই ছিল, আপাতত তাপমাত্রা কমের দিকেই থাকবে। বাস্তবে তেমনটাই ঘটছে। গত রবিবার থেকে তাপমাত্রা যেভাবে দ্রুত নেমে এসেছে, তাতে মাঘের শুরুতেই শীতের দাপট টের পাচ্ছেন বঙ্গবাসী। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। রবিবার এক ধাক্কায় তা তিন ডিগ্রি কমে হয় ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার তা আরও কমে হয় ১৪.২ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার কলকাতায় যে শুধু তাপমাত্রা কম ছিল, এমনটা নয়। তা স্বাভাবিকের চেয়েও নিচে নেমে গিয়েছিল। ফলে আচমকাই বাড়িয়ে দিয়েছিল শীতের অনুভূতি।

তবে আপাতত রাতের তাপমাত্রা কমের দিকেই থাকবে বলে আবহাওয়া অফিস পূর্বাভাসে জানিয়েছে। কোথাও কোথাও এই তাপমাত্রা নেমে আসতে পারে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াসে। ফলে সূর্যাস্তের পর রাত যত বাড়বে, শীতের কনকনে ভাবও ততই বাড়বে।

পরিস্থিতি অবশ্য বদলে যেতে পারে শুক্রবার থেকে। ফের নিম্নচাপ অার পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। ফলে এই শীত অার কদিন স্থায়ী হয়, সেটাই দেখার।

বৃহস্পতিবারই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

2 years ago
Weather Update: তাপমাত্রা কমছে, সঙ্গে কনকনে হাওয়া

মাঘ পড়তেই শুরু হয়ে গেল শীতের নয়া ইনিংস। রবিবারই তাপমাত্রা প্রায় ২-৩ ডিগ্রি নেমে এসেছিল। সঙ্গে ছিল উত্তুরে হাওয়ার দাপট। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে। উল্লেখ্য, রবিবারই এটি ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। বোঝাই যায়, তাপমাত্রা একদিনে কতটা নেমে এসেছে। ফলে ঠান্ডার মধ্যে কনকনে ভাবটাও যেন ধীরে ধীরে ফিরে আসছে। আবহাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে আপাতত তাপমাত্রা আরও কিছুটা কমবে। বাড়বে শীতের অনুভূতি। গোটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জন্য একই পূর্বাভাস রয়েছে।

এদিকে দার্জিলিংয়েও তাপমাত্রা নেমে এসেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলায় তাপমাত্রা নেমে এসেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। ফলে বোঝাই যায়, জেলায় জেলায় ইতিমধ্যেই কনকনে শীতে মানুষের জবুথবু অবস্থা।

শ্রীনিকেতন, পানাগড়, কৃষ্ণনগর প্রভৃতি জায়গায় বরাবরই অবস্থানগত কারণে তাপমাত্রা কমই থাকে। এইসব জায়গাতেও তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

সব মিলিয়ে পৌষের শেষে নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে গোটা রাজ্যে শীতের যেরকম দফারফা হয়ে গিয়েছিল এবং সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ১৮ ডিগ্রি সেলসিয়াসকে ছাপিয়ে গিয়েছিল, সেই জায়গার অনেকটাই পরিবর্তন ঘটছে। মাঘের শুরু থেকেই মেঘ বিদায় নিয়ে পরিষ্কার আকাশের দেখা মিলতে শুরু করেছে।

যদিও কুয়াশার দাপট আপাতত থাকবে বলেই আবহাওয়া অফিস জানিয়েছে। কোথাও কোথাও এর জন্য যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটতে পারে।

আপাতত বুধবার পর্যন্ত শীতের এই ইনিংস চলবে, এমনটাই ধারণা আবহাওয়াবিদদের। তারপর হয়তো সুখের দিন শেষ।

সবচেয়ে বড় কথা, বিগত দিনগুলিতে যেভাবে একেক পর এক নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝায় বিপর্যস্ত হয়ে পড়েছিল গোটা রাজ্য, সেই জায়গায় দাঁড়িয়ে আবহাওয়া কতদিন স্থিতিশীল থাকে, সেটা খুবই অনিশচয়তার বিষয়। ফলে এই ঠান্ডার আমেজও কতদিন বঙ্গবাসীকে স্বস্তিতে রাখবে, তাও সঠিক করে বলতে পারছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা।  

2 years ago
Weather Update West Bengal বঙ্গে তাপমাত্রা কমল অনেকটাই

পূর্বাভাস ছিলই। সেইমতো পারদের পতনও শুরু হল। শনিবারই লেখা হয়েছিল, ধীরে ধীরে বৃষ্টি কমে যাবে এবং ঘুরে দাঁড়াবে শীত। তেমনটাই হয়েছে। রবিবার ছুটির দিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উল্লেখ্য, আগেরদিন এটাই ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেক এবং দমদমের তাপমাত্রা আরও কম।

জেলায় জেলায়ও পরিস্থিতি মোটামুটি একই। বাঁকুড়া এবং পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৫.৪ এবং ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তাপমাত্রার তালিকা থেকে একটা বিষয় পরিষ্কার, গোটা রাজ্যেই তাপমাত্রা ফের কমছে। কোথাও শনিবারের তুলনায় ২ ডিগ্রি কম, কোথাও ৩ ডিগ্রি পর্যন্ত।

উত্তরবঙ্গেও শুরু হয়েছে কনকনে ঠান্ডার দাপট। দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ৩ ডিগ্রি সেলসিয়াসে, কালিম্পংয়ে ৮ ডিগ্রিতে, কোচবিহারে ১০.৫ এবং জলপাইগুড়িতে ১০.৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিসের যা পূর্বাভাস, তাতে সব জেলাতেই বায়ুমণ্ডল শুষ্ক থাকবে। আপাতত নতুন করে যদি কোনও প্রতিকূল পরিস্থিতি তৈরি না হয়, তাহলে এটা চলবে অন্তত ৩-৪ দিন। রাতের তাপমাত্রাও আগামী ৩ দিন ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমবে। অর্থাৎ তাপমাত্রা নেমে আসতে পারে ১২ থেকে ডিগ্রির ঘরে।

এই সময় পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপও নেই। ফলে উত্তুরে হাওয়া আসার পথও পরিষ্কার।

তাই ফের কনকনে শীতের কাউন্টডাউন শুরু হয়ে গেল মাঘের শুরু থেকেই।

তবে হাড়কাঁপানো ঠান্ডা বলতে যা বোঝায়, সেই অনুভূতি অবশ্য এখনই মিলবে না। কারণ তাপমাত্রা কমলেও তা খুব নিচে নামবে, এরকম সম্ভাবনা খুব একটা নেই। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা চলছে ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এটা নেমে বড়জোর ১২-১৩ ডিগ্রির আশপাশে নামতে পারে। উল্লেখ্য, এবার সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। ফলে তাপমাত্রা এতটা নিচে নামবে, এরকম সম্ভাবনা খুবই কম। তারপরে যদি আবার নিম্নচাপ বা পশ্চিমী ঝঞ্ঝার সৃষ্টি হয়, তাহলে তো কথাই নেই।

2 years ago


Weather Update Today: বঙ্গে ফের ঘুরে দাঁড়াচ্ছে শীত

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস মতো বৃষ্টি হয়েছে মকর সংক্রান্তির দিনও,অর্থাৎ শুক্রবার। এছাড়া কোথাও বৃষ্টি সেভাবে না হলেও দিনভর আকাশ ছিল মেঘলা। ফলে দিনের তাপমাত্রা খুব একটা বাড়তে পারেনি। তার জেরে গোটা রাজ্য ছিল জবুথবু অবস্থায়।

নিম্নচাপের ঘনঘটা এবার কাটতে শুরু করেছে। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, শনিবার উত্তর ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে। বাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আকাশ পরিষ্কারই থাকবে।

অনেকেই ভেবেছিলেন, শীত বোধহয় এবারকার মতো পাকাপাকি বিদায় নিল। তাঁদের জন্য আশার কথা, আপাতত ৩ দিন তাপমাত্রা কমবে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত। সঙ্গে থাকবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। তাপমাত্রা কমার এই পূর্বাভাস অবশ্য তারপর আর নেই। অর্থাৎ এদিন থেকেই পারদের পতন হয়তো অনুভব করা যেতে পারে। ফের ঘুরে দাঁড়াতে পারে শীত।

মেঘলা আকাশের জেরে জবুথবু ভাবের জন্য অনেক সময় শীত শীত অনুভূতি হলেও তাপমাত্রা কিন্তু এখনও যথেষ্ট বেশিই আছে। যেমন শনিবার বিভিন্ন জায়গার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এইরকম। কলকাতা ১৮.২, দমদম ১৭.৪, সল্টলেক ১৮.৫, উলুবেড়িয়া ১৯, পুরুলিয়া ১৩.৫, মেদিনীপুর ১৭.৩, হলদিয়া ১৮.৭, দিঘা ১৭.৩, ক্যানিং ১৮.৪, বর্ধমান ১৬.৪, বাঁকুড়া ১৫.৪, আসানসোল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের কয়েকটি জায়গার তাপমাত্রা ছিল এইরকম। দার্জিলিং ৩.৪, জলপাইগুড়ি ১১, কালিম্পং ৮, শিলিগুড়ি ১০.৬ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখযোগ্য বিষয় হল, অধিকাংশ জায়গাতেই সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ফারাক কম থাকায় শীত শীত ভাবটা রয়েছে। যেমন কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হল যথাক্রমে ২০.৯ এবং ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। বোঝাই যায়, ফারাক প্রায় নেই বললেই চলে।

আপাতত তাপমাত্রা ফের কমবে, সেই আশাতেই বঙ্গবাসী।

2 years ago
Weather Update বৃষ্টি চলবে, পারদ নামবে ১৬ তারিখের পর

বৃষ্টির হাত থেকে রেহাই মিলতে আরও অন্তত দু থেকে তিনদিন অপেক্ষা করতে হবে। আলিপুর আবহাওয়া অফিসের পর্যবেক্ষণ অন্তত এমনটাই। নিম্নচাপের জেরে যে বৃষ্টি মঙ্গলবার রাজ্যবাসীকে চরম দুর্ভোগে ফেলেছিল, তা আজও যে চলবে, এমন পূর্বাভাস কালই দিয়েছিল হাওয়া অফিস। আজ তারা জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টাই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়ার গতিপথের পরিবর্তন আর সেই সাথে আসা বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া, এই দুইয়ের প্রভাবেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের প্রভাব বেশি পড়বে পশ্চিমের জেলাগুলিতে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব -পশ্চিম বর্ধমান, বীরভূম,মুর্শিদাবাদ-এই জেলাগুলিতে ৪৮ ঘণ্টায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৪৮ ঘন্টায়। পশ্চিমের জেলাগুলির দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ১৩ এবং ১৪ তারিখ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও হালকা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে। ১৫ তারিখ থেকে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে ১৫ তারিখও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং তারপর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। এখন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ থেকে ৫ ডিগ্রি বেশি চলছে। উল্লেখ্য, গত কদিন ধরেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এটা তিন-চার দিনে কোনও পরিবর্তন হবে না। তবে ১৬ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা আবার কমবে।

কলকাতার ক্ষেত্রে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা এবং ১৩ ও ১৪ তারিখ বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভবনা। কলকাতার ক্ষেত্রেও সর্বনিম্ন তাপমাত্রা চারদিন স্বাভাবিকের থেকে উপরে থাকবে। কিন্তু ১৬ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা কমবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে ৪৮ ঘণ্টায় সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আজ উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখও হালকা বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। তবে ১৪ এবং ১৫ তারিখ শুধুমাত্র দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা।

2 years ago