Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

kolkata

Beleghata: বেলেঘাটায় মাটি খুঁড়তেই বোমা বিস্ফোরণ, হাত উড়ে গেল শ্রমিকের

এবার খাস কলকাতায় বোমা বিস্ফোরণের (Bomb Blast) ঘটনা। প্রাথমিক অনুমান, সকেট বোমা ফেটেই ঘটেছে এই বিপত্তি। ঘটনায় গুরুতর জখম (injured) হয়েছেন দুজন। আহতদের মধ্যে একজন শ্রমিক ও অপরজন এলাকারই বাসিন্দা। জানা যায়, ঘটনায় হাত উড়ে গিয়েছে শ্রমিকের। জখম দুজনকে এনআরএস (NRS) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি বেলেঘাটা (Beleghata) থানা এলাকার।

জানা গিয়েছে, এই এলাকায় একটি নির্মাণের কাজ চলছিল৷ সেখানে শ্রমিকরা মাটি খুঁড়তেই আচমকা বিকট একটি শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখেন, দুজন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তাঁদের একজন শ্রমিক, যার ডান হাত উড়ে গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় বেলেঘাটা থানা এবং কলকাতা পুলিসের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা। গোয়েন্দাদের অনুমান, রাতের অন্ধকারে কোনও দুষ্কৃতী ওই জায়গায় সকেট বোমাগুলি মাটি চাপা দিয়ে রেখে গিয়েছিল। নির্মাণের কাজ চলাকালীন এদিন শ্রমিকরা মাটি খুঁড়তেই সেখানে চাপ পড়ে সকেট বোমাগুলি ফেটে যায়।

2 years ago
Behala: মৃত ছেলের পচাগলা দেহের পাশে পড়ে রইলেন কোমর ভাঙা অসহায় মা

মর্মান্তিক ঘটনা। বেহালার ১৭ পাঠকপাড়ার এই ঘটনা দেখে অনেকেই স্তম্ভিত। এলাকার মানুষের সঙ্গে কথা বলে পুলিস জানতে পেরেছে, মা রুমা বারিকের বয়স ৭৯ এবং ছেলে রতন বারিকের বয়স ৫৫ বছর। একসাথে নিজেদের বাড়ির দুতলায় থাকতেন এঁরা। দুতলায় আরও একজন ভাড়াটিয়াও থাকতেন।

স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে, মায়ের (Mother) দু'বছর আগে কোমর ভেঙে যায়। ফলে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। এরকম অবস্থায় ছেলে (Son) রতন বারিক মায়ের সেবা করতেন, দুজনে একসাথেই থাকতেন। গতকাল হঠাৎই পচা গন্ধ পান তাঁদের বাড়ির ভাড়াটিয়া। এবং বেশ কয়েকদিন ধরে দরজা খুলছিল না। সন্দেহ হলে প্রতিবেশীদের ও পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। থানা থেকে পুলিস এসে দরজা খুলে দেখে, মা অসহায় অবস্থায় ছেলের মৃতদেহর (Son DeadBody) পাশে পড়ে আছে। পর্ণশ্রী থানার পুলিস অসুস্থ মাকে উদ্ধার করে বিদ্যাসাগর হসপিটালে পাঠিয়েছে এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

2 years ago
Kolkata Pujo: পুরসভার নোটিসে মহম্মদ আলি পার্কে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি বন্ধ

কলকাতার ঐতিহ্যশালী বড় এবং প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম হল মহম্মদ আলি পার্ক (Md Ali Park)। সেখানে মণ্ডপ (Pandel) তৈরির কাজও প্রায় শেষের দিকে। কিন্তু বাধ সেধেছে কলকাতা পুরসভার (KMC) একটি নির্দেশিকা (Order)। এবং ওই নির্দেশিকা অনুযায়ী মণ্ডপ তৈরির কাজ এই মুহূর্তে বন্ধ রাখতে হবে। কারণ, নিচে যে রিজার্ভার রয়েছে, সেটি পুরসভার মতে পুরনো এবং বিপজ্জনক হয়ে আছে। ফলে এখানে কোনওরকম ভিড় করা যাবে না। কারণ ভিড়ের কারণে যে কোনও সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। তাই প্যান্ডেল তৈরির কাজ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। অন্য কোথাও সরিয়ে নিয়ে গিয়ে পুজো করারও পরামর্শ দেওয়া হয়েছে।


যদিও পুজো কমিটির তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করেই যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন।

উল্লেখ্য, গত দুবছর ধরে মহম্মদ আলি পার্কের পুজো অন্যত্র হচ্ছিল। ২০২১ সালে মহম্মদ আলি পার্কের যে গেট, সেই গেটের সামনে ছোট করে পুজো হয়। এবার তাঁরা আশা করেছিলেন, এই পুজো কিছুটা বড় করা হবে। কিন্তু সাধারণ মানুষকে প্রবেশ করানো যাবে না, এমনটাই নির্দেশিকা এসেছে কেএমসি-র তরফে। এরপরই কাজ সম্পূর্ণরূপে বন্ধ রাখা হল। যদিও কীভাবে পুজো হবে, তা উদ্যোক্তারা জানেন না। এই মুহূর্তে তাঁদের কিছুটা দিশাহারা অবস্থা। কারণ, হাতে সময় খুবই কম। এর মাঝে অন্যত্র পুজোর আয়োজন করাটাও খুব সহজ কাজ নয়।

2 years ago


Poster: 'পুরাতনই ভিত্তি, নতুনরাই ভবিষ্যৎ', এবার উত্তর কলকাতায় তৃণমূলের নামে পোস্টার

দক্ষিণ কলকাতার (South Kolkata) পর এবার উত্তর কলকাতায় তৃণমূলের (TMC) অভিনব পোস্টার ঘিরে বিতর্ক। সেই পোস্টারে তৃণমূল মানে পুরাতন এবং নতুনের মিশেল। এমনটাই উল্লেখ কড়া হয়েছে। কলকাতা পুরসভার (KMC) ২৮ নম্বর ওয়ার্ড অর্থাৎ রাজা রামমোহন রায় সরণি সংলগ্ন এলাকায় বসেছে এই হোর্ডিং। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো এই হোর্ডিংয়ে (Poster Campaign) লেখা, 'পুরাতনই ভিত্তি, নতুনরাই ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছিল, আছে, থাকবে।' নিচে লেখা প্রচারে ২৮ নম্বরে বাংলা সিটিজেনস ফোরাম।

এই হোর্ডিং প্রসঙ্গে সিটিজেনস ফোরামের এক কর্তা জানান, ২০১০ থেকে আমাদের সংগঠন সমাজসেবামূলক কাজ করছে। আর ২০১১ সালে রাজ্যে পরিবর্তন হয়েছে। সেই থেকে ১১ বছর আমরা বাংলাকে ভালোই দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রশাসন ভালোই কাজ করছে। পাশাপাশি আমরা দেখছি নতুন নিয়ে অভিষেক এগনোর চেষ্টা করছে। এই পরিকল্পনাও আমাদের ভালো লেগেছে। তাই এই প্রচার।

ইতিমধ্যে দক্ষিণ কলকাতায় শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে 'নতুন তৃণমূল' তৈরির প্রচার ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বলছেন পুরাতন বনাম নব্য তৃণমূলের দ্বন্দ্ব। সেই প্রসঙ্গে সিটিজেনস ফোরামের ওই কর্তা বলেন, 'দক্ষিণ কলকাতায় কী পোস্টার পড়েছে, সেটা যারা প্রচারের দায়িত্বে তাঁরা বলতে পারবেন। কিন্তু সেই পোস্টারের পাল্টা হিসেবে আমাদের এই পোস্টার নয়।'

2 years ago
Bihar: বেলেঘাটায় ডাকাতিতে ওয়ান্টেড, বিহার পুলিসের চোখে ফাঁকি, হাসপাতাল থেকে পলাতক সেই বন্দি

বিহার পুলিসের (Bihar Police) নজর এড়িয়ে ডাকাতিতে অভিযুক্ত (Dacoity) এক বন্দি হাসপাতাল থেকে চম্পট দিল। মতিহারি সদর হাসপাতালের এই ঘটনায় সাসপেন্ড দুই হোমগার্ড। পলাতক বন্দির খোঁজে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিস। জানা গিয়েছে, বাংলা এবং বিহার দুই রাজ্যেই ডাকাতির জন্য অভিযুক্ত ওই ব্যক্তি। বেলেঘাটার এক আইনজীবীর বাড়িতে ডাকাতির পর কলকাতা পুলিস (Kolkata police) তাকে গ্রেফতার করেছিল। সেবারও কোর্টে তোলার আগে তাকে হাসাপাতালে নিয়ে যাওয়া হলে কলকাতার পুলিসের হাত ফসকে পালায় এই অভিযুক্ত। দীর্ঘ তল্লাশির পর বিহারে খোঁজ মেলে তার।

কলকাতা পুলিসের একটি দল বিহারে গিয়ে সেই অভিযুক্তর হেফাজত চাইলে, তাঁদের খালি হাতে ফিরতে হয়। সেই সময় বিহার পুলিস, কলকাতা পুলিসকে জানায় এই রাজ্যের ডাকাতিতে অভিযুক্ত সেই ব্যক্তিকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে। সেই থেকে মতিহারি জেলা পুলিসের হেফাজতে এই অভিযুক্ত। কিন্তু সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে তাকে চিকিৎসাধীন করা হয়েছিল। পাশাপাশি হাসপাতালে বেডের সঙ্গে তাকে বেঁধে রেখে নজরদারির জন্য রাখা হয়েছিল দুই হোমগার্ডকে। কিন্তু শুক্রবার সকালে তারা দেখেন বিছানার দড়ি কাটা, পলাতক সেই বন্দি। এরপরেই চকিয়া থানায় খবর যায়। ঊর্ধ্বতন অফিসাররা এসে খোঁজাখুঁজি করেও কোনও হদিশ মেলে না ওই অভিযুক্তর।

এরপর আলাদা করে এফআইআর দায়ের করে মতিহারি জেলা এবং রাজ্যজুড়ে শুরু হয়েছে নাকা তল্লাশি। পাশাপাশি কর্তব্যে গাফিলতির অভিযোগে ওই দুই হোমগার্ডকে ক্লোজ করে একবছর ডিউটি না করার শাস্তি দেওয়া হয়েছে।

2 years ago


Tapsee Pannu: ছবি প্রচারে কলকাতায় এসে কালীঘাটে পুজো তাপসী পান্নুর

দোবারা ছবির প্রচারে কলকাতায় অভিনেত্রী তাপসী পান্নু (Actress Tapsee Pannu)। শুক্রবার কালীঘাট মন্দিরে (Kalighat Temple) গিয়ে পুজো দিয়েছেন তিনি। তাঁর 'শাবাশ মিতু' ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। মিশ্র প্রতিক্রিয়া দর্শকমহলে। এদিকে, এই মুহূর্তে বয়কট ঝড়ে বেজায় বিপাকে সদ্যমুক্তি প্রাপ্ত লাল সিং চাড্ডা এবং রক্ষাবন্ধন। এই বয়কট ট্রেন্ডেরও বিরোধিতায় সরব বরাবরের ঠোঁটকাটা তাপসী। একইভাবে কলকাতায় (Kolkata Visit) এসেও ছবির কনটেন্ট প্রসঙ্গে সরব হলেন এই অভিনেত্রী।

বিনোদন বা এন্টারটেইনমেন্ট প্রসঙ্গে তাপসী পান্নু এবং বিদ্যা বালনের অবস্থান এক। এদিন সংবাদ মাধ্যমের করা প্রশ্নের জবাব শুনে তেমনটাই বলছেন সিনে সমালোচকরা। তাপসী বলেন, 'আমি তো স্বেচ্ছাসেবী সংস্থা খুলিনি। আমরা তো ছবি বানিয়েছি, মানুষকে বিনোদন দেওয়ার জন্য। প্রতি ছবিতেই সমাজের উদ্দেশ্যে কোনও না কোনও বার্তা দিতেই হবে, তা জরুরি নয়। তবে হ্যাঁ এই ছবি দেখতে হলে মাথা খাটাতে হবে৷'

সম্প্রতি নিজেকে 'প্রাউড আউট সাইডার্স' তকমা দিয়েছেন পান্নু। বলিউডি কোনও পার্টি কিংবা জনপ্রিয় চ্যাট শোয়ে দেখা যায় না এই অভিনেত্রীকে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'কফি উইথ করণে তিনি ডাক পান না। কারণ তিনি করণ জোহর ঘনিষ্ঠ নয়।' এমনকি স্বেচ্ছায় বলিউডি পার্টি থেকে নিজেকে দূরে রাখেন তাপসী। যেহেতু তিনি বলিউডে 'বহিরাগত', সেই অভিনেত্রীর ভালোই উপভোগ করেন তিনি। কলকাতায় ছবির প্রচারে এভাবেও অকপট জবাব দিয়েছেন তাপসী।

2 years ago
Amitabh Bacchan: অমিতাভ বচ্চন আদতে কলকাতার জামাই নয়, জানতেন এই তথ্য?

প্রসূন গুপ্ত: কলকাতা বা অন্য প্রান্ত থেকে বহু বাঙালি সেলিব্রেটিরা নাম করেছেন বলিউডে। নায়িকা যাঁরা এই রাজ্য থেকে মুম্বইতে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম শর্মিলা ঠাকুর, ঠাকুর পরিবারের কন্যা। কার্যত তাঁদের আদি বাড়ি ওপার বাংলায়। মৌসুমী চট্টোপাধ্যায়ের পূর্ব পুরুষরাও ওপর বাংলা থেকে এসেছেন। কিন্তু ক'জন জানেন জয়া বচ্চন বা জয়া ভাদুড়ির আদি বাড়িও ছিল ওপার বাংলায়। ফলে অমিতাভ যতই নানা অনুষ্ঠানে বলুন না কেন তিনি কলকাতার জামাই, তা আদতে ভুল। তাঁর শ্বশুরবাড়ি ছিল ওপর বাংলার নেত্রকোনায়।

ঢাকা শহর থেকে ১৭৫ কিলোমিটার দূরে নেত্রকোনার পূর্বধলায়। এটি আদতে একটি গ্রাম। এই গ্রামেই জন্ম হয়েছিল জয়ার বাবা প্রখ্যাত সাংবাদিক তরুণ ভাদুড়ির। দেশ ভাগের পর ১৯৪৭-এ তাঁরা প্রথমে কলকাতায় পরে মধ্যপ্রদেশের ভোপালে বসবাস শুরু করেন।শোনা যায় সবাই চলে এলেও জয়ার দাদা সুধীর ভাদুড়ি নাকি এ বাংলায় আসেননি। তিনি চলে যান ময়মনসিংহতে। সেখানেই তাঁর মৃত্যু।

আপাতত নেত্রকোনার বাড়িটি ভঙ্গুর হয় গেলেও দখল হয়নি। একতলা সাদা বড়-বড় পিলার দেওয়া বাড়ি। সামনে মস্ত বাগান, সেখানে আম, জাম, নারকেল বা লিচুর গাছ আছে। আজও ফলন হয়। ওই বাড়ির রক্ষণাবেক্ষণ করে একটি হিন্দু পরিবার। তাঁদের বক্তব্য, কেউ দাবিদার নেই। মাঝে মধ্যে ভাদুড়িদের কোনও আত্মীয় এলে এদের বাড়িতেই খাওয়া দাওয়া করেন। তাদের আক্ষেপ বাংলাদেশ সরকার, ভারতের বিখ্যাত বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত বাড়িটি হেরিটেজ করে রেখেছে। কিন্তু কখনও জয়া বা অমিতাভ বচ্চন আসেননি। তাদের বক্তব্য, জয়ার এখন বয়স হয়েছে, কে কবে আছে কে চলে যায় কে জানে। কিন্তু পৈতৃক ভিটে দেখার আগ্রহ তো মানুষের থাকা উচিত। বাংলাদেশে জয়া এসেছেন কয়েকবার কিন্তু নেত্রকোনায় আসার প্রয়োজন বোধ করেননি। হয়তো আসবে,  এই আশায় বসে ওই বাঙালি পরিবার।

2 years ago
IT raid: সক্রিয় আয়কর দফতর, কলকাতায় ৩০টি জায়গায় একযোগে তল্লাশি

এই মুহূর্তে রাজ্যে ঘটে চলা সাম্প্রতিক ঘটনার মধ্যে অন্যতম গরু পাচার, কয়লা পাচার, এসএসসি নিয়োগ দুর্নীতি, টেট দুর্নীতি। এইসব দুর্নীতির তদন্তে তত্পর ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। পার্থ-অর্পিতার পর অনুব্রত মণ্ডলও সিবিআই হেফাজতে। এই আবহে ইডি-সিবিআইয়ের পর এবার রাজ্যে সক্রিয় হল আরও একটি কেন্দ্রীয় এজেন্সি। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে হানা দিলেন আয়কর বিভাগের আধিকারিকরা। সূত্রের খবর, এদিন এলগিন রোড, পার্ক সার্কাস, পার্ক স্ট্রিট–সহ একাধিক জায়গায় হানা দেন আয়কর আধিকারিকরা।

সূত্রের খবর, শহরের ৩০ টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ১৫০ জন আয়কর দফতরের আধিকারিকরা। যে ঠিকানাগুলিতে এদিন তল্লাশি চালানো হয়েছে সেগুলি মূলত তিনটি নির্মাণ সংস্থার বলে দাবি। যদিও ঠিক কীসের ভিত্তিতে তল্লাশি চালানো হচ্ছে, তা স্পষ্ট করেনি আয়কর বিভাগ। এর মধ্যে তিনটি বিখ্যাত নির্মাণ সংস্থার সদর দফতর ছিল বলে আয়কর বিভাগ সূত্রের দাবি।

তবে সূত্রের দাবি, তিনটি নামী নির্মাণ সংস্থা থেকে বেশ কিছু নথি মিলেছে। আধিকারিকরা এদিন কথা বলেন তিনটি সংস্থার উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে। এই নির্মাণ সংস্থাগুলি ভুয়ো বা ড্যামি সংস্থা তৈরি করে লেনদেন করত বলে খবর। এমনকী কর ফাঁকি দেওয়ার জন্য বেশ কিছু পদ্ধতিও তাঁরা বের করেছিল বলে সূত্রের দাবি। 

2 years ago


AIR: কলকাতার বাতাসে বহিছে বিষ! দেশের দ্বিতীয় দূষিত শহর তিলোত্তমা

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (Most Polluted Cities) তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা (Kolkata)। এককথায় কলকাতার বাতাসে বহিছে বিষ। আর সেই তালিকায় প্রথমে রয়েছে ভারতের রাজধানী দিল্লি (Delhi)। এমনই রিপোর্ট দিয়েছে স্টেট অফ গ্লোবাল এয়ার (SOGA)।

২০২২-এর রিপোর্ট অনুসারে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় কলকাতা রয়েছে দ্বিতীয় নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক স্বাস্থ্য সংস্থা, হেলথ ইফেক্টস ইনস্টিটিউট (HEI) দ্বারা প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে কলকাতার বাতাসে পিএম২.৫ (PM2.5) ঘনত্বের বার্ষিক গড় 84g/m3। যা নিরাপদ সীমা থেকে ১৭ গুণ বেশি। একই রিপোর্টে দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাতাসে ভাসমান নানা ধরনের নানা আকারের দূষণ কণা থাকে। এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস তাদের রিপোর্টে সবচেয়ে ক্ষতিকারক দুটি দূষণকারীর নাম উল্লেখ করে। সূক্ষ্ম কণা পদার্থ (PM2.5) এবং নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) এর উপর বেশি জোর দেয় তারা।  দূষণ কণা যাদের ব্যাস আড়াই মাইক্রন বা তারও কম হয়। এদের বলা হয় ‘পার্টিকুলেট ম্যাটার ২.৫ (পিএম২.৫)’। এক মাইক্রন বলতে বোঝায় এক মিলিমিটারের এক হাজার ভাগের এক ভাগ। মানবরক্তের লোহিত কণিকার ব্যাস পাঁচ মাইক্রন। আর মাথার চুলের ব্যাস গড়ে ৫০ থেকে ১০০ মাইক্রন। তবে আকারে অত্যন্ত ক্ষুদ্র হয় বলেই পিএম ২.৫ দূষণ কণা সবচেয়ে বেশি বিপজ্জনক।

উল্লেখ্য, ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে পিএম ২.৫ মারাত্মক বৃদ্ধি পাওয়া ২০টি শহরের মধ্যে ভারতেরই রয়েছে ১৮টি। বাকি দুটি ইন্দোনেশিয়ার।

2 years ago
Ekbalpur Murder: রাতের শহরে মায়ের সামনেই ছেলেকে ছুরি মেরে খুন

রাতের শহরে মায়ের (Mother) সামনে ছেলেকে (Son) খুন (Murder), এবার ঘটনাস্থল খাস কলকাতার একবালপুর (Ekbalpur)। সোমবার রাতে একবালপুরে সন্দীপ পুন নামে ২২ বছর বয়সের এক যুবককে মায়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠল। পরিবার সূত্রে খবর, গতকাল সন্ধ্যা থেকেই এই সন্দীপের সঙ্গে পাড়ারই সাত থেকে আটজন যুবকের টাকা লেনদেন সংক্রান্ত কারণে গণ্ডগোল শুরু হয়। সন্দীপের মা বিনা পুনের বক্তব্য, তাঁর ছেলেকে ৭ থেকে ৮ জন এসে প্রথমে পিঠে ব্লেড মারে। তখন তিনি ছেলেকে কোনওভাবে বাঁচাতে সক্ষম হন। তারপর সন্দীপকে নিয়ে বাড়িতে ঢুকে যান। 

তারপরেও ওই যুবকরা সন্দীপের বাড়ির সামনে একটি আবাসনে লুকিয়ে ছিল। সন্ধ্যাবেলা  যখন আবার সন্দীপ আর তাঁর মা বেরোয়, তখন সন্দীপের ওপর চড়াও হয় ওই যুবকরা এবং ধারালো অস্ত্র দিয়ে মায়ের সামনেই তাকে খুন করে। ধারালো অস্ত্র দিয়ে খুন করে তাকে জলে ফেলে দেয়। মা অসহায় অবস্থায় তাকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় বাড়িতে নিয়ে যান এবং তারপর এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তরা ঘটনা ঘটিয়েই পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে বর্নফিল্ড রো-এর পাঁচিলের পশ্চিমদিকের ভিতরে।

ইতিমধ্যে একবালপুর থানার পুলিস একজনকে গ্রেফতার করেছে এবং বাকিদের খোঁজ চালাচ্ছে। খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি পুলিস জানার চেষ্টা করছে, এই খুনের আসল কারণ কী। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, ঘাতক এবং নিহত, দুজনেই মাদকাসক্ত ছিল।

2 years ago


Weather: বড়সড় পরিবর্তন বঙ্গের আবহাওয়ায়, ভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের একটানা বৃষ্টি (rain) হলেও দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির ঘাটতি থেকেই গিয়েছিল। তবে গত কয়েকদিনে বঙ্গোপসাগরে নিম্নচাপ (low pressure) সৃষ্টি হওয়ায় বৃষ্টির দেখা মিলেছিল শহর কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী এলাকায়। কিন্তু সেই নিম্নচাপও শক্তি হারায়। এবার ফের একটি নিম্নচাপ শক্তি বৃদ্ধি করছে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে মূলত শক্তি বৃদ্ধি করছে। ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্তটি। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আসছে বড়সড় পরিবর্তন, এমনটাই পূর্বাভাস। আলিপুর হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, শনিবার থেকে বদলাতে শুরু করবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। রবিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারে বদলে যাবে।

আবহাওয়া অফিসে (Meteorological Office) সূত্রে খবর, উপকূলবর্তী জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এরমধ্যে দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে বেশি। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকাগুলিতেও। শনিবার বিকেল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তবে রবিবার সেই বৃষ্টির মাত্রা আরও বাড়বে।

এছাড়াও আরও পূর্বাভাস, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বাড়িয়েছে শনিবারই। বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যার ফলে ওড়িশা ও বাংলার উপকূলবর্তী এলাকায় ব্যাপক বৃষ্টি হবে। রবিবার সেই বৃষ্টির দাপট বাড়বে। তবে ভারী বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে উপকূলবর্তী এলাকায়। যার জেরে ইতিমধ্য়েই সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর হাওয়া অফিসের তরফে। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সৈকতে নামতে নিষেধ করা হয়েছে পর্যটকদের। সোমবার পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের শনিবারের মধ্যেই ফিরে আসার বার্তা দেওয়া হয়েছিল আগেই।

2 years ago
Cow: অনুব্রতর তালাবন্দি বাড়ির সামনে হঠাৎ হাজির গরু! তৃণমূল নেতাকে সিবিআই আনল কলকাতায়

গরু পাচার মামলায় গ্রেফতার করে সিবিআই (CBI) অনুব্রত মণ্ডলকে বৃহস্পতিবার  আসানসোলে নিয়ে যায়। কিন্তু এদিন সকালে যখন তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে (Anubrata Mondal) যখন গ্রেফতার করে তখন লোকে-লোকারণ্য তাঁর বোলপুরের বাড়ি। কিন্তু বেলা গড়াতেই শুনশান হয়ে যায় সেই এলাকা। পাশাপাশি তালা পড়ে অনুব্রতর বাড়ি এবং অফিসে। কিন্তু সেই ফাঁকা বাড়ির সময় ঘুরতে দেখা যায় এক গরুকে। কিছুক্ষণ সেই গরু, অনুব্রতর বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়েও থাকে। আবার রাস্তায় নেমে হাঁটতে শুরু করে।

এদিকে, বীরভূম থেকে অনুব্রতকে যখন আসানসোল নিয়ে যাওয়া হচ্ছে তখন রাস্তায় একাধিকবার তাঁকে গরু চোর কটাক্ষ শুনতে হয়েছে। এমনকি, আসানসোল আদালতেও বিক্ষোভ দেখায় বাম কর্মী-সমর্থকরা। তাঁর উদ্দেশে ছোড়া হয় জুতোও।

এদিন তাঁকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত। অপরদিকে, বৃহস্পতিবার রাতেই অনুব্রতকে আনা হয়েছে কলকাতায়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে কলকাতা আসার পথে একাধিকবার তাঁর কনভয় দাঁড়ায়। তাঁর কাছে গিয়ে সংবাদমাধ্যম কিছু জানতে চাইলে অনুব্রত মণ্ডল কিছুই জানাবেন না বলে হাত নেড়ে জানিয়ে দিন।

2 years ago
Fighter Plane: কলকাতা বিমানবন্দরে একসঙ্গে ৯ টি যুদ্ধবিমান!

হঠাৎ করেই যুদ্ধ বিমানের (Fighter Plane) দেখা মিলল কলকাতা বিমানবন্দরে। বিমানবন্দরের (Kolkata Airport) অ্যাপ্রন এরিয়াতে সার দিয়ে দাঁড়িয়ে একাধিক যুদ্ধ বিমান। একটি, দুটি বা তিনিটি নয়। একসাথে ৯ টি যুদ্ধ বিমান। সবগুলিই কোরিয়ান যুদ্ধবিমান (টি৫০বি)। কালো-হলুদ রঙের বিমানের গায়ে লেখা ব্ল্যাক ঈগলস।

তবে কি কোথাও কোন যুদ্ধ (War) বাধল? এই প্রশ্ন যখন উঁকি মারছে বিমানবন্দরে কর্তব্যরত কর্মীদের মধ্যে, তখন অভয় দিচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বুধবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, দক্ষিণ কোরিয়ার ওই যুদ্ধ বিমানগুলি কলকাতা বিমানবন্দরে নেমেছে জ্বালানি ভরার জন্য এবং পাইলটদের বিশ্রামের জন্য। এটি আসলে যাঁরা যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন, মূলত তাঁদের জন্য এই এয়ার ক্র্যাফট ব্যবহার করা হয়। কোরিয়ার এই ৯ টি বিমান ইংল্যন্ড গিয়েছিল ব্রিটিশ এয়ার শোতে অংশ নিতে। এরা মঙ্গলবার কলকাতায় নামে জ্বালানি ভরতে এবং বিশ্রাম নিতে।

2 years ago


Crossing: আইসল্যান্ডের আদলে কলকাতার রাস্তায় থ্রিডি জেব্রা ক্রসিং

আইসল্যান্ডের (Iceland) একটি শহরের আদলে এবার কলকাতায় দেখা যাবে থ্রি-ডি পেন্টিং জেব্রা ক্রসিং (3D Painting Zebra Crossing)। কলকাতা পুরসভার (KMC) পক্ষ থেকে কলকাতা ট্রাফিক পুলিসকে (Kolkata Traffic Police) এই পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর। এই ধরনের জেব্রা ক্রসিং তৈরি করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে বলে মত কলকাতা পুরসভার। আসলে এর থেকে একটা ইলিউশন তৈরি হবে। ফলে গাড়িচালকরা স্বাভাবিক গতিতে বা জোরে গাড়ি চালালেও যখন তাঁরা এই থ্রি-ডি পেন্টিং জেব্রা ক্রসিংয়ের সামনে আসবেন, তখন তাঁদের মনে হবে, জেব্রা ক্রসিং লাইন রাস্তা থেকে খানিকটা উঠে আছে। তাঁদের মনে একটা ধাক্কা লাগার আশঙ্কাও থাকবে। তাই বিপদ এড়াতে তাঁরা স্বাভাবিকভাবেই গাড়ির গতি কমিয়ে দেবেন। আর এইভাবেই দুর্ঘটনা (Accident) এড়ানো সম্ভব হবে।

বিভিন্ন ঘটনায় দেখা গিয়েছে, বেশিরভাগ গুরুত্বপূর্ণ মোড় বা জেব্রা ক্রসিংয়ে গাড়িচালকরা সিগন্যাল লাল হয়ে যাওয়ার আশঙ্কায় গাড়ির গতি বাড়িয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। ফলে দুর্ঘটনা ঘটতেই থাকে। নতুন ওই ব্যবস্থায় রাস্তার সংযোগস্থলে গাড়ির গতির উপরে লাগাম পরানো সম্ভব হবে। সেই কারণেই কলকাতা ট্রাফিক পুলিসকে এই থ্রিডি পেন্টিং ক্রসিং তৈরি করার পরামর্শ দিয়েছে কলকাতা পুরসভা, এমনটাই সূত্রের খবর। 

উল্লেখ্য, অভিনেতা সলমন খানের হিট অ্যান্ড রান হোক বা রেড রোডে কুচকাওয়াজের মহড়ার সময় প্রাক্তন বিধায়কপুত্রের বেলাগাম গাড়িতে এক সেনাকর্মীর মৃত্যুর ঘটনা বা সদ্য বালিগঞ্জের এক মহিলার হিট অ্যান্ড রান কেস। এই ধরনের ঘটনা পুরোপুরি না কমলেও আংশিকভাবে এই ধরনের জেব্রা ক্রসিংয়ে দুর্ঘটনা কিছুটা এড়ানো সম্ভব হবে বলে মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যে কলকাতা পুরসভার পক্ষ থেকে কলকাতা পুলিসের ট্রাফিকের ডিসি সুনীলকুমার যাদবের কাছে এই পরামর্শ পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। অনেক সময় দেখা যায়, শহরের ছোট-বড়-মাঝারি রাস্তায় আকছার পথদুর্ঘটনা ঘটেই চলেছে। তবে এই থ্রিডি পেন্টিং ক্রসিং তৈরি হলে দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। পথচারী থেকে গাড়িচালক, বাসচালক কিংবা বাইক আরোহী সবাই মনে করছেন, এই থ্রি-ডি পেন্টিং জেব্রা ক্রসিংয়ে ফলে তাঁরাও সাবধান হয়ে গাড়ি চালাবেন। ফলে কিছুটা হলেও দুর্ঘটনা এড়ানোর উপায় বেরবে।

শুধু তাই নয়, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ মোড়ে একটা করে প্ল্যাটফর্ম তৈরি করা হবে। যাতে পথচারীরা জেব্রা ক্রসিং পার করার সময় সাবধানে, নিশ্চিন্তে রাস্তা পারাপার করতে পারেন। স্বাভাবিকভাবেই এই অভিনব কৌশলে তৈরি জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে পথ দুর্ঘটনা কমবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে দুর্ঘটনা এড়াতে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রকল্প বাস্তবায়িত করেছেন। তার সুফলও দেখা গিয়েছে। শহর সহ জেলাতেও দুর্ঘটনার হার কমেছে। তাই এবার থ্রি-ডি পেন্টিং জেব্রা ক্রসিংয়ের মাধ্যমে আরও বেশি পথদুর্ঘটনা কমবে, এমনটাই মনে করছেন পুরসভার আধিকারিকরা।

2 years ago
Gym: জিমে গিয়ে অসুস্থ হয়ে অজ্ঞান, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা বাঁশদ্রোণীর তরুণীকে

জিমে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক তরুণীর। জানা গিয়েছে, নিরঞ্জনপল্লির বাসিন্দা মৃত তরুণীর নাম ঋত্বিকা দাস। মৃত্যুর আগে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।  মঙ্গলবার সন্ধ্যায় বাঁশদ্রোণীর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া। এই ঘটনা প্রসঙ্গে মৃতার এক বান্ধবী বলেন, 'সাড়ে ৪টা নাগাদ আমার সঙ্গেই ছিল। তাহলে কীভাবে এই ঘটনা ঘটল। চিকিৎসকরা বলেছে ময়না তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।' যদিও তাঁর সঙ্গে সেই সময় জিমে থাকা এক ব্যক্তি বলেছেন, 'জিম করতে গিয়ে বুকে ব্যথা অনুভব করে ঋত্বিকা। তারপরেই অজ্ঞান হয়ে যান।'

স্থানীয় কাউন্সিলর জানান, কী ঘটনা ঘটেছে পুলিস দেখবে। সেই জিমের লাইসেন্স রয়েছে কিনা সেটাও দেখা হবে। জানা গিয়েছে, ছ'মাস আগে ঋত্বিকা ওই জিমে ভর্তি হয়েছিল। সেই জিমে ট্রেনার থাকলেও, ছিল না সঠিক চিকিৎসা। যদি অসুস্থ হয়ে যাওয়ার পর ওই তরুণীকে চিকিৎসা করানো হত, তাহলে এই ঘটনা ঘটত না। এমনটাই মনে করছেন মৃত তরুণীর পরিবার। এমনকি তাঁর ক্রনিক কোনও সমস্যা ছিল না। এমনটাও পুলিসকে জানিয়েছে পরিবার। 

হাসপাতাল সূত্রে খবর, এমআর বাঙ্গুর হাসপাতালে আনার একঘণ্টা আগে অবধি জীবিত ছিল ঋত্বিকা।

2 years ago