Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

kolkata

Airport: মদ্যপ অবস্থায় বিমানে উঠতে বাধা, বিমানবন্দরের টার্মিনাল থেকে বার করে দেওয়া হল দুই যাত্রীকে

ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছিলেন না। সমানে টলছিলেন দুই যাত্রী (passenger)। নিজেদের সামাল দিতে না পেরে সিকিউরিটি পোর্টালের (Security portal) সামনে হুড়মুড়িয়ে মেঝেতে পড়ে যান। এরপর নিরাপত্তারক্ষীরা কোনওভাবে টেনে তোলেন তাঁদের। এবং বিমানবন্দরের টার্মিনাল (airport terminal) থেকে বাইরে বার করে দেন ওই দুই মদ্যপ অবস্থায় থাকা যাত্রীকে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কলকাতা বিমানবন্দরের (Kolkata Airport) অন্তর্দেশীয় টার্মিনালের ই-পোর্টালের কাছে।

বিমানবন্দর সূত্রে খবর, পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল, কোনওভাবেই দুই যাত্রী নিজেদের সামাল দিতে পারছিলেন না। মদ্যপ অবস্থায় বিমানে উঠতে দেওয়া নিয়মের বাইরে। তাই তাঁদের আটকানো হয়েছিল বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, বুধবার রাতে দুই ভারতীয় ইন্ডিগোর বিমানে বাংলাদেশ থেকে কলকাতায় আসেন চেন্নাই যাওয়ার জন্য। কলকাতা থেকে তাঁদের কানেক্টিং ফ্লাইট ছিল। অভিযোগ, দুই যাত্রী সিকিউরিটি পোর্টালের কাছে অচেতন হয়ে পড়েছিলেন দীর্ঘক্ষণ। বিমান সংস্থার কর্মীরা চিকিৎসক নিয়ে এসে তাঁদের পরীক্ষা করালে জানা যায় দুজনেই অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেছেন। এরপর তাঁদেরকে বিমানে তুলতে অস্বীকার করে সংশ্লিষ্ট বিমান সংস্থার কর্মীরা। পরে নিরাপত্তা রক্ষীরা দুজনকেই টার্মিনালের বাইরে বার করে দেন।

2 years ago
Tala bridge: রিমোটে চার লেনের টালা ব্রিজ খুলে দিলেন মুখ্যমন্ত্রী, শহরে আরও সেতু নির্মাণের ঘোষণা

প্রায় তিন বছর বন্ধ থাকার পর ফের জন সাধারণের জন্য খুলে গেল চার লেনের টালা ব্রিজ (Tala Bridge reopen)। নবনির্মিত এই ব্রিজে এখনই ভারী যান চলাচল নিষিদ্ধ। আপাতত পায়ে হেঁটে এবং ছোট দু'চাকার যান নিয়ে এই ব্রিজে ওঠা যাবে। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে রিমোট কন্ট্রোলে নবনির্মিত টালা ব্রিজে খুলে দেন মুখ্যমন্ত্রী (CM Mamata)। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী শশী পাঁজা, অরূপ বিশ্বাস-সহ মেয়র ফিরহাদ হাকিম স্থানীয় বিধায়ক অতীন ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, কলকাতার নগরপাল এবং ডিজিপি। 

ব্রিজ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, 'মাঝেরহাট ব্রিজ ভেঙে যাওয়ার পরে একটা সমস্যা বুঝতে পেরেছিলাম। টালা ব্রিজ যখন ভাঙা শুরু হয় ভাবতে পারিনি এত তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। স্থানীয় মানুষদের ফুটপাথ, সিড়ি, সার্ভিস রোড নিয়ে যা সমস্যা আছে পূর্ত দফতরকে বলবো দেখে নিতে। এই ব্রিজ নির্মাণে ৫০৪ কোটি টাকা খরচ হয়েছে। ব্রিজ ভাঙতে রেল নিয়েছে ৯০ কোটি টাকা। এখনই কোনও এখনো ভারী গাড়ি যাবে না।'

তিনি জানান, কলকাতায় ট্রাফিক জ্যাম কমে গিয়েছে। আগামীতে আরও কমবে। কলকাতায় আরও কয়েকটা উড়ালপুল হবে। টালা থেকে ডানলপ,পাইকপাড়া থেকে শিয়ালদহ। রাজ্যে চারটে নতুন বিমানবন্দর হচ্ছে। কোচবিহার,বালুরঘাট,মালদা এবং পুরুলিয়া।

স্থানীয়দের পুনর্বাসন সংক্রান্ত একটি সমস্যা তৈরি হয়েছে। তাঁদের দেখা গিয়েছে প্ল্যাকার্ড হাতে অবস্থান বিক্ষোভ করতে। সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, রেল যদি জায়গা বিক্রি করে, তাহলে এই পরিবারগুলোকে থাকার ব্যবস্থা করতে পারব। না হলে খাল ধারে ব্যবস্থা করে দেব।

এ প্রসঙ্গে উল্লেখ্য উত্তর কলকাতার শহরতলির সঙ্গে মধ্য কলকাতার সংযোগ হিসেবে বরাবর ব্যবহার হয়েছে টালা ব্রিজ। নতুন ভাবে নির্মাণের জন্য এই ব্রিজ বন্ধ থাকায় পাইকপাড়া টালা পার্ক দিয়ে গাড়ি ঘুরিয়ে শ্যামবাজার আনা হতো। আরও একটা ট্রাফিককে ঘুরিয়ে দেওয়া হতো চিড়িয়া মোড় থেকে কাশীপুর-লকগেট ফ্লাইঅভার দিয়ে। টালা ব্রিজ খুলে যাওয়ায় এখনও বাস, লরির মতো যান আগের এই রুট ব্যবহার করবে। কিন্তু দু'চাকা নিয়ে সহজেই টালা ব্রিজ, শ্যামবাজার হয়ে মধ্য কলকাতায় ঢুকতে পারবেন আম জনতা। এমনটাই কলকাতা পুলিস সূত্রে খবর।

2 years ago
NIA: দেশবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগ, পিএফআই-র পার্ক সার্কাসের অফিসে এনআইএ তল্লাশি

নাশকতামূলক কাজে যুক্ত থাকার অভিযোগে দেশজুড়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বা পিএফআই-র (PFI) একাধিক জায়গায় তল্লাশি অভিযান। এনআইএ (NIA) সূত্রে খবর, তিলজলা রোডের এই বাড়ির তিনতলায় একটি কল সেন্টার রয়েছে। সেখানে ইন্টারনেট প্রটোকল সিস্টেম বা আইপিএস ব্যবহার করে, কাদের ফোন করা হত, তা খতিয়ে দেখছে এনআইএ। কলকাতা (Kolkata) থেকেই কি দেশজুড়ে নাশকতার ঘটনায় আর্থিক মদত পিএফআই-র। খতিয়ে দেখার চেষ্টা করছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ।

এনআইএ সূত্রে খবর, দেশজুড়ে বিভিন্ন হিংসায় মদতের অভিযোগ রয়েছে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। শুধু কলকাতা নয় কেরল,কর্ণাটক,তামিলাড়ুতে চলছে তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ তিলজলা রোডের শেখ মোখতারের বাড়িতে যৌথ অভিযানে আসে আসে এনআইএ এবং ইডি। ৫৯-সি তিলজলা রোডের এই বহুতলের চার তলায় বাড়ি রয়েছে শেখ মোখতারের। তিন তলায় অফিস পলুপার ফ্রন্টের। শেখ মোখতারের বাড়িতে তল্লাশির পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে দেশ বিরোধী কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরেই সকাল থেকে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে শেখ মোখতারের বাড়িতে তল্লাশি অভিযান এনআইএ-র।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এখানে একটি কল সেন্টার রয়েছে। বেশ কিছু মানুষের আনাগোনা দেখা যেত এই বিল্ডিংয়ে। ইতিমধ্যে দেশব্যাপী তল্লাশি অভিযানে একাহদিক ব্যক্তিকে আটক করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পার্ক সার্কাসের বিল্ডিংয়ে তল্লাশি চলাকালীন বাইরে মোতায়েন বিশাল সংখ্যক সিআরপিএফ।

2 years ago


Madox Square: দু'বছর পর ফের পুরনো ছন্দে ম্যাডক্সের আড্ডা, প্রতিমা থাকছে সাবেকি-ই

কলকাতা শহরের দুর্গাপুজোর হৃৎপিণ্ড ম্যাডক্স স্কয়ার। খাওয়া দাওয়ার সঙ্গে মণ্ডপের সামনে অনেকটা ফাঁকা জায়গায় জমিয়ে গল্পগুজব। আড্ডাপ্রিয় বাঙালী আর কী চাই! তাই দুর্গা পুজোতে ঠাকুর দেখতে দেখতে ম্যাডক্স স্কোয়ারে ঢুঁ মারেন না এমন বাঙালী খুঁজে পাওয়া দুষ্কর। গল্প করতে করতে কত হৃদয়ের আদানপ্রাদান, কত প্রেম পেয়েছে পরিণতি। দু'বছর অতিমারিতে ফাঁকাই ছিল পুজো মণ্ডপ। এবারে আবার নিজের ছন্দে ফিরতে চলেছে ম্যাডক্সের আড্ডা। আশাবাদী পুজো উদ্যোক্তারা।

থিমের পুজোয় বিশ্বাসী নয় এই পুজো কমিটি। বরাবরই ম্যাডক্স স্কোয়ারের মণ্ডপে শোভা পায় সাবেকি প্রতিমা। এবারেরও সেই রীতি মেনেই তৈরি হচ্ছে প্রতীমা। তবে উদ্যোক্তাদের মতে  এবারের শারদোৎসবে বেশকিছু নতুন চমক থাকছে মণ্ডপে। আর ঊষা লগ্নে ঢাকের শব্দে উপস্থিত তরুণ-তরুণীদের নাচ ম্যাডক্সের আলাদা ইউএসপি। এমনটাই জানান এক পুজো উদ্যোক্তা।


2 years ago
Airport: কলকাতা বিমানবন্দরে ১ হাজার গ্রামের বেশি সোনা সহ আটক সিঙ্গাপুর ফেরত ভারতীয় নাগরিক

ফের কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) উদ্ধার সোনা। শুল্ক দফতরের (Excise) হাতে প্রায় ১ হাজার গ্রামের বেশি ওজনের সোনা (Gold) সহ আটক সিঙ্গাপুর (Singapore) ফেরত ভারতীয় নাগরিক। ধৃত যাত্রীর নাম মুকেশ আগরওয়াল।

শুল্ক দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা বিমানবন্দর শাখার আধিকারিকেরা গোপন সূত্রে খবর পেয়ে সিঙ্গাপুর ফেরত এক ভারতীয় নাগরিককে আটক করেন। এরপরে তল্লাশি চালিয়ে ওই যাত্রী থেকে ২৭ টি গোল্ড কয়েন (Gold Coin) ও তিনটি গোল্ড বার (Gold Bar) উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১১৪০ গ্রাম। এর বাজার মূল্য ৫৬লক্ষ ৭৮হাজার ৬৯৪টাকা।

উল্লেখ্য, গত শুক্রবার ইন্ডিগোর (Indigo) ৬ ই  ৮২২ ইম্ফলগামী বিমানে ওঠার সময় অভিযুক্ত সঙ্গীতা দেবীর লাগেজ চেকিং করা হয়। সেসময় স্ক্যানারে ব্যাগের মধ্যে প্যাকেট দেখা যায়। লাগেজ খুলতেই ১৩ টি প্যাকেট উদ্ধার করা হয়। আর সেই প্যাকেট গুলির মধ্যে মেলে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১ কোটি ২৩ লক্ষ ১ হাজার টাকা।

2 years ago


Weather update: পুজোর আগেই দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

সপ্তাহের শুরুতেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। কিন্তু এই আবহাওয়া বেশিক্ষণ স্থায়ী হবে কিনা সন্দেহ রয়েছে। কারণ, সোমবার থেকেই বঙ্গোপসাগরে শক্তি বাড়াতে শুরু করবে ঘূর্ণাবর্ত, এমনটাই পূর্বাভাস। জানানো হয়েছে, এই ঘূর্ণাবর্তের ফলে মহালয়া পর্যন্ত কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গে (South Bengal) ভারী বৃষ্টি হতে পারে। হাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার থেকেই মেঘে ঢাকবে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার আকাশ। বুধবার থেকে দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত সোমবার থেকেই শক্তি বাড়াতে শুরু করবে। পাশাপাশি মঙ্গলবার সেটি নিম্নচাপে (low pressure) পরিণত হবে। তার জেরে বুধবার থেকে বাংলা এবং ওড়িশা উপকূলে শুরু হয়ে যাবে ভারী বৃষ্টি (heavy rain)।

বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। হাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে আগামী চারদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতাতে এর প্রভাব পড়বে। চারদিন ধরে চলবে এই বৃষ্টি। তার জেরে তাপমাত্রা কিছুটা কমবে। আর্দ্রতাও কমবে।

অন্যদিকে উত্তরবঙ্গে গত কয়েক সপ্তাহ ধরেই ভারী বৃষ্টি হচ্ছিল। তবে গত কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল। এবার পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার থেকে ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

2 years ago
Metro: পুজোর চারদিন সকাল থেকেই মেট্রো! দেখুন পঞ্চমী-দশমী পর্যন্ত সূচি

এ বছর পুজোর (Durga puja 2022) ভিড়কে মাথায় রেখে আগে থেকেই মেট্রোর (kolkata Metro) সময়সূচি ঘোষণা করল কলকাতা মেট্রো। মেট্রোর রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান পুজোর চার দিন সকাল থেকেই চলবে মেট্রো। পঞ্চমী ও ষষ্ঠী অর্থাৎ শুক্রবার এবং শনিবার ২৮৮টি মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী, নবমী অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার চলবে মোট ২৪৮টি ট্রেন। দশমীতে চলবে ১৩২টি মেট্রো। একাদশী থেকে ত্রয়োদশী ২৩৪টি মেট্রো চলবে। পুজোয় আরপিএফ (RPF) থাকবে পর্যাপ্ত। গুরুত্বপূর্ণ স্টেশনে থাকবে পর্যাপ্ত পরিমাণে আরপিএফ। ভিড় সামলাতে দরকারে রাজ্য পুলিশের সাহায্য নেবে রেল পুলিস।

অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা থাকবে সপ্তমী থেকে নবমী পর্যন্ত। চলবে ৭২টি ট্রেন। ৪৮টি ট্রেন চলবে দশমীতে। প্রতিটি ট্রেন চলবে ২০ মিনিট অন্তর। পুজোর মুখে কলকাতা মেট্রোর দুটি সংযোজন জোকা থেকে তারতলা ও নিউ গড়িয়া থেকে রুবি নিয়ে সুখবর শোনালো কলকাতা মেট্রো। পুজোর আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে পর্যবেক্ষণের জন্য আবেদন করতে চলেছে। মেট্রো সূত্রে খবর, পুজোর পর আবেদন করা হবে। আর তার ১ মাসের মধ্যে নিউ গড়িয়া-রুবি পর্যন্ত কমিশনিং এর জন্য আবেদন করা হবে। আবেদনের ১ মাসের মধ্যেই সবুজ সংকেত পাওয়ার জন্য আশাবাদী মেট্রো রেলের। ২০২৩-এর জুন মাসের মধ্যে গঙ্গার নিচ দিয়ে মেট্রো দৌড়াবে বলে আশাবাদী মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা।

এছাড়াও সল্টলেক থেকে এয়ারপর্ট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে ২০২৫-২৬ সালে।

2 years ago
Airport: ফের বিপুল পরিমাণে মার্কিন ডলার উদ্ধার, কলকাতা বিমানবন্দরে আটক মহিলা

আবারও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা (Foreign currency) উদ্ধার হল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। উদ্ধার হওয়া টাকার পরিমাণ এক কোটিরও বেশি। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, শুক্রবার ওই টাকা উদ্ধার করতে ইডি (ED) আধিকারিকরা বিমানবন্দরে যান। ওই অভিযুক্ত যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছেন। এবং ইতিমধ্যে সঙ্গীতা দেবী নামে ওই যাত্রীকে আটক করেছেন আধিকারিকরা।

জানা গিয়েছে, শুক্রবার ইন্ডিগোর (Indigo) ৬ ই  ৮২২ ইম্ফলগামী বিমানে ওঠার কথা ছিল অভিযুক্ত সঙ্গীতা দেবীর। চেকিং করার সময় তাঁর লাগেজ পরীক্ষা করা হয়। তখনই স্ক্যানারে ব্যাগের মধ্যে প্যাকেট দেখা যায়। লাগেজ খুলতেই ১৩ টি প্যাকেট উদ্ধার করা হয়। আর সেই প্যাকেট গুলির মধ্যে মেলে ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১ কোটি ২৩ লক্ষ ১ হাজার টাকা।

এই অর্থ কি দুর্নীতির অর্থ? বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার উৎস কোথায়? সে সম্পর্কিত কোন তথ্যই ওই মহিলা যাত্রী দিতে না পারায় যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। কোথায় বা পাচার করার চেষ্টা করছিলেন তার তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

উল্লেখ্য, চলতি মাসের ৮ তারিখে ভারতীয় নাগরিক গৌতম রবিশংকর নামক ওই ব্যক্তির ব্যাগে ৪১ টি খামের সন্ধান মেলে। সন্দেহ হওয়ায় বিমানবন্দরে নিযুক্ত নিরাপত্তা রক্ষীরা তাঁর ব্যাগ খুলে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। পরীক্ষা করার সময় খাম গুলি খুললে দেখা যায় খামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা। যা ভারতীয় মূল্যে ৯ কোটিরও বেশি।

2 years ago


Puja: মনোবাঞ্ছা পূরণ করতে চান, এবার পুজোয় আসতেই পারেন শিব মন্দিরের মণ্ডপে

কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই দেশের ঐতিহ্যই  বিশ্বাস।  জীবনের সুখে দুঃখে ভগবানের প্রতি বিশ্বাস রাখে এ দেশের আপামর জনতা। কেন এবং কি জন্য ঈশ্বরের উপর তারা বিশ্বাস করে তাই ধাপে ধাপে তুলে ধরা হয়েছে এবারে ৮৬ তম বর্ষে শিবমন্দির সর্বজনীনের এবারের দুর্গোৎসবে।


মণ্ডপসজ্জার জন্য বেছে নেওয়া হয়েছে পরিবেশ বান্ধব উপকরণ। বিপদ দূর করতে লাল রঙের যে তাগা আমরা হাতে বাঁধি অথবা মনস্কামনা পূরণ করতে যেভাবে ঠাকুরবাড়ির গাছে সুতো, ঢিল বা হাঁড়ি বাঁধা হয়, সেই সকল ছবিই ফুটে উঠবে এই মণ্ডপে।

প্রতিমা নির্মাণেও রয়েছে বিশেষত্ব। বহু বছর আগে যে ভাবে তৈরি হত মা দুর্গার মূর্তি এবারে শীবমন্দির সার্বজনীননেও মায়ের আদি রূপকেই তুলে ধরা হবে।


2 years ago
BJP: আফগান থেকে আসা তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীর ২০০ কোটির হেরোইন আটক বন্দরে: বিজেপি

কয়লা পাচার, গোরু পাচার, লটারি দুর্নীতির পর এবার তৃণমূলের বিরুদ্ধে মাদক পাচারের (Drug Smuggling) অভিযোগ আনল বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার মুরলিধর সেন লেনে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ তোলে গেরুয়া শিবির (BJP)। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য নেতৃত্ব। রাজ্যের প্রধান বিরোধী দলের অভিযোগ, 'আফগানিস্থান (Afghanisthan), করাচি, দুবাই হয়ে কলকাতা বন্দরে এসেছিল ২০০ কোটি টাকার হেরোইন। সন্দেশখালি সড়বেরিয়া এলাকার ব্যবসায়ী সরিফুল মোল্লার সংস্থা সরিফুল এন্টারপ্রাইজের নামে ৪০ কেজির (40 KG) সেই ড্রাগস কনসাইনমেন্ট বুক ছিল। এই সরিফুল ইসলাম মোল্লা সরাসরি তৃণমূল কংগ্রেসের (TMC) সঙ্গে যুক্ত। এবং ওই এলাকার সন্দেশখালি এক এবং দুই নম্বর ব্লক সভাপতির ঘনিষ্ঠ।'

বিজেপির দাবি, ৯ সেপ্টেম্বর কলকাতা ডক থেকে সেই হেরোইন বাজেয়াপ্ত করে গুজরাত এটিএস, ডিআরআই। এরপর কাস্টমস এই মাদক পাচার নিয়ে সক্রিয় হতেই নিখোঁজ সরিফুল। সম্ভবত তাঁকে বাংলাদেশে পাচার করেছে শাসক দলের প্রভাবশালী মহল। রাজ্যের প্রধান বিরোধী দল এদিন জানিয়েছে, সরবেড়িয়ায় ইমারতি দ্রব্য এবং দেশী নৌকা তৈরি করে। সেই ব্যক্তি কীভাবে ৪০ কেজি মাদক পাচার করিয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করে কলকাতা বন্দরে আনিয়েছে? এই গোটা চক্রের নেপথ্যে কে? 

গেরুয়া শিবিরের দাবি, 'সন্দেশখালির ত্রাস হিসেবে পরিচিত শিবু হাজরা এবং সন্দেশখালি এক ব্লকের সভাপতি শেখ শাহাজাহানের যোগসূত্রেই সরিফুল এই হেরোইন নিয়ে আসে।' এই অভিযোগ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'এই প্রথম ভারত বর্ষের রাজনীতিতে কোনও এক রাজনৈতিক দলের সঙ্গে হেরোইন পাচার চক্রের যোগ পাওয়া গিয়েছে। তৃণমূল কংগ্রেস, সেই দলের কর্মীরা কি জড়িত? রাজ্যের শাসক দল কি এখন তালিবানের সঙ্গে যোগাযোগ করে মাদক পাচারে যুক্ত?'

তাঁর খোঁচা, 'সরিফুলের মতো ছোট ব্যবসায়ী কীভাবে এত টাকা বিনিয়োগ কীভাবে করল? তাহলে এতো কোটি টাকা কে জুগিয়েছে? এই বিনিয়োগের নেপথ্যে কি তৃণমূলের ওই দুই ব্লক সভাপতি? মাদক ভর্তি কন্টেনার কলকাতা বন্দরে আটকের পর শেখ শাহাজাহান কেন রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর চেম্বারে বৈঠক করেন?' বিজেপি সভাপতির প্রশ্ন, ' কে সেই মন্ত্রী? তিনি কি এই মাদক চক্রে জড়িত? এই মন্ত্রের সম্প্রতি দফতর পরিবর্তন হয়েছে, বলা বাহুল্য মুখ্যমন্ত্রী দুর্নীতির কারণে সেই দফতর পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সরিফুল একজন তৃণমূল কর্মী, সে এখন কোথায়? মূল অভিযুক্তকে সামনে এনে কি শাসক দল ওঠা অভিযোগ অস্বীকার করতে পারবে?'

বিজেপির দাবি, 'রাজু নামে একজন সরিফুল মোল্লাকে সীমান্ত পার করিয়েছেন। কে সেই রাজু? স্থানীয়স্তরে খোঁজ করলেই তাঁর পরিচয় মিলবে। এই মাদক পাচার-কাণ্ডে এনআইএ তদন্তের আওতায় পড়তে পারে। কারণ রাজ্য পুলিসের এখন লক্ষ্য বিজেপিকে আটকানো, মিথ্যা মামলায় ফাঁসানো।'

2 years ago


Car: নবান্ন অভিযানে গাড়িতে অগ্নিসংযোগ, ধৃত মূল অভিযুক্ত, ১১ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারা

বিজেপির নবান্ন অভিযানে (Nabanna Abhijan) পুলিসের গাড়িতে অগ্নিসংযোগের (Arson Case) ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ১১। বুধবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং বিভিন্ন সূত্রের খবরে জোড়াসাঁকো মণ্ডলকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিস (Kolkata Police)। তাঁকে জিজ্ঞাসাবাদ করে দীপ সরকার নামে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন। এঁদের প্রত্যেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি সাধারণ জীবনযাপনে আতঙ্ক বা অশান্তি তৈরি মতো ধারাতেও মামলা রুজু হয়েছে।

বুধবারই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, নবান্ন অভিযানের নামে যারা অসামাজিক কাজ করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিস। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বিজেপির নবান্ন অভিযানকে গুণ্ডামি-দাদাগিরি বিশেষণে দুষেছেন। এই পরিস্থিতিতে বুধবার বেলেঘাটা-নারকেলডাঙা থেকে ৪ জনকে গ্রেফতার করেছিল লালবাজার। ২৪ ঘণ্টা পেরোতে না পেরোতেই সেই গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১।

2 years ago
Dengue: রাজ্যে ডেঙ্গি থ্রি-এর হানা, বাড়চ্ছে উদ্বেগ

আতঙ্ক বাড়িয়ে এবার রাজ্যে হানা দিল ডেঙ্গি থ্রি (Dengue three)। রাজ্যের বিভিন্ন হাসপাতাল (hospital) থেকে পাঠানো নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় নাইসেডে। ৪৯ টি নমুনার মধ্যে ৩৫ টি নমুনাতে ডেঙ্গি থ্রি এর হদিস মিলেছে। এছাড়াও গত মাসে পাঠানো ৫০ টি নমুনার মধ্যে ২০ টিতে ডেঙ্গি থ্রি-এর হদিশ মিলেছে। যা যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে।

জানা যায়, রাজ্যের স্বাস্থ্য ভবনের তরফ থেকে গত সেপ্টেম্বর মাসের ১ তারিখে এই নমুনা পাঠানো হয়। তাতে পাঠানো ৫০ টি নমুনার মধ্যে ৩৫ টি ডেঙ্গি থ্রি-এর হদিস মিলেছে। চিকিৎসকদের মতে, আগে যারা ডেঙ্গিতে আক্রান্ত হতেন, তাদের প্লেটলেট কমতে থাকলে, নানান ধরনের উপসর্গ দেখা দিত। কিন্তু বর্তমানে যারা ডেঙ্গি থ্রিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, উল্লেখযোগ্যভাবে তাদের প্লেটলেট কমেনি। কিন্তু তাতেও ডেঙ্গি আক্রান্ত রোগীদের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ২০১৯ সালে এক সময় ডেঙ্গি টু দাপট দেখিয়েছিল। আর এবার ডেঙ্গি থ্রি। আরও জানা যায়, ডেঙ্গিতে আক্রান্তর শরীরে যে অ্যান্টিবডি রয়েছে, দ্বিতীয়বার ডেঙ্গি থ্রিতে আক্রান্ত হলে সেই অ্যান্টিবডি আর কাজ করবে না। ফলে চিন্তায় চিকিৎসকমহল থেকে আমজনতা।

চিকিৎসকরা জানান, এতে উপসর্গ একই রকম জ্বর, মাথা যন্ত্রণা, তবে প্লেটলেট ঠিক দেখাবে। কিন্তু এক টানা জ্বর থাকবে।

2 years ago
Police: বিজেপির নবান্ন অভিযানে আহত ২৭ পুলিসকর্মী, হাত ভেঙেছে সহ-কমিশনারের

নবান্ন অভিযানে (Nabanna Abhijan) বিজেপি কর্মী-সমর্থকদের মারধরে এখনও পর্যন্ত আহত ২৭ জন পুলিসকর্মী। যাঁদের মধ্যে জোড়াবাগান থানার অ্যাডিশনাল ওসি-সহ কলকাতা পুলিসের (Kolkata police) অ্যাসিসটেন্ট কমিশনার (AC) দেবজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন। এমনটাই অভিযোগ লালবাজার সূত্রের। জানা গিয়েছে, এসি পদমর্যাদার এই পুলিসকর্মীর ডান হাত ভেঙেছে। তিনি এসএসকেএম (SSKM) উডবার্ন ওয়ার্ডের চিকিৎসাধীন। মঙ্গলবার রাতেই এক্স-রে'র পাশাপাশি তাঁর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। চার সদস্যের চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। পাশাপাশি জোড়া বাগান থানার অতিরিক্ত ওসিকে সিএমআরআইতে ভর্তি করা হয়েছে।


কলকাতা পুলিস সূত্রে খবর, মেছুয়া বাজার এলাকায় পুলিসের গাড়িতে অগ্নিসংযোগ এবং এসি পদমর্যাদার ওই পুলিসকে মারধরের অভিযোগে দুটি মামলা রুজু হয়েছে। যেগুলোর মধ্যে আইপিসির ৩০৭ (খুনের চেষ্টা) ধারায় জামিন অযোগ্য মামলাও রয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীর কাজে বাধাদানের মতো ধারায় মামলা রুজু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জন গ্রেফতার হয়েছেন। বেলেঘাটা-নারকেলডাঙা এলাকা থেকে মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে এঁদের গ্রেফতার করেছে পুলিস। সিসিটিভি খতিয়ে দেখে এঁদের চিহ্নিত করা হয়েছে।

যদিও মঙ্গলবার বিজেপির মিছিল শান্তিপূর্ণ এবং আইন মেনেই ছিল। এই দাবি সংবাদ মাধ্যমের সামনে করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উলটে তাঁর অভিযোগ, তৃণমূল কিংবা পুলিস গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পাল্টা মঙ্গলবার রাতে বিজেপির নবান্ন অভিযানের খণ্ডচিত্র তুলে ধরে ট্যুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'আজ গোটা দেশ দেখল বিজেপির গুণ্ডারা কতটা তাণ্ডব করতে পারে। ভেবেই শঙ্কিত এরা ক্ষমতায় থাকলে কী করতে পারতো। বিজেপিকে প্রত্যাখাত করার জন্য ধন্যবাদ বাংলার জনগণকে।'

2 years ago


Durga: ৮৮তম বর্ষে দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজো, মা-কে এবার 'প্রতীক্ষা' ভাবনায় বরণ

গোটা একটা বছর বাঙালী অপেক্ষা করে থাকে মা দুর্গার (Durga Puja 2020) আগমনে। কিন্তু আগের দুটো বছর করোনার প্রভাবে বঙালী তেমনভাবে মায়ের আরাধনায় ব্রতী হতে পারেনি। মনের মধ্যে দুঃখ চেপে কাটিয়েছে এই দুটো বছর। তবে এবার বোধহয় প্রতীক্ষার অবসান হতে চলেছে। ৮৮তম বর্ষে সেই বার্তাই দর্শনার্থীদের দিতে চলেছে দক্ষিণ কলকাতার বিখ্যাত মুদিয়ালি ক্লাব (Mudiali Club)। তাদের থিমের নাম প্রতীক্ষা। দর্শকের ভিড়ে, আনন্দে আবার মুখরিত হয়ে উঠবে মুদিয়ালির পুজা প্রাঙ্গন।

প্রতিবারের মত মা এখানে সনাতনী। লাল বেনারসি পরিহিতা মুদিয়ালি ক্লাবের দুগ্গা ঠাকুর তাই কলকাতার পুজোর অন্যতম আকর্ষণ।

শিল্পী গৌরাঙ্গ কুইলার ভাবনা ও নির্মানে এক অন্য মাত্রা পেতে চলেছে এবারের মুদিয়ালি ক্লাবের দুরগোৎসব। তার উপর আলোর ক্ষেত্রে থাকছে  নতুন চমক। ইলেকট্রিকে নয়  পরিবেশ বান্ধব সৌরচালিত আলোয় সেজে উঠবে মুদিয়ালি ক্লাবের আলোকসজ্জা। যা সত্যই অভিনব। পুজোর একদিন যদি আপনার গন্তব্য হয় দক্ষিণ কলকাতা, তাহলে রবীন্দ্র সরোবর মেট্রোর ঢিল ছোড়া দূরত্বে এই পুজো ঘুরে আসতেই পারেন।


2 years ago
Liquor Mall: সুরাপ্রেমীদের জন্য সুখবর! মদের জন্য আস্ত একটা মল এই কলকাতায়, কোথায় জানেন?

সুখবর! সুরাপ্রেমীদের জন্য আনন্দের খবর। এবার খোদ কলকাতায় (Kolkata) তৈরি হতে চলেছে মদের শপিং মিল (Liquor shopping mall)। শুনে ভ্রু কুঁচকে গেল, তাই না? ঠিকই শুনছেন। ঝাঁ চকচকে ঠাণ্ডা শোরুমে ঢুকে একদিকে যেমন নিজের পছন্দ মতো ব্র্যান্ডের মদের বোতল কিনতে পারবেন। আবার অন্যদিকে সেখানে বসে মদ্যপানের ব্যবস্থাও থাকতে চলেছে। খুব শীঘ্রই মধ্য কলকাতার এজেসি বোস রোডের উপর খোলা হবে 'দারু'র এই এক্সক্লুসিভ শপিং মল।

নবান্ন (Nabanna) সূত্রে জানা গিয়েছে, পূর্ব ভারতের মধ্যে এটিই প্রথম মদের শপিং মল হতে চলেছে। সম্প্রতি আবগারি নিয়ম-বিধিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। যার ফলে রাজ্যে মদের শপিংমল খোলা সম্ভব হচ্ছে। তবে মদ বিক্রি সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ শপিংমলেও বহাল থাকছে বলে জানিয়েছে নবান্ন। এক্ষেত্রে কোনওরকম ছাড় পাবে না ঝাঁ চকচকে বিপণন কেন্দ্র।

এই শপিং মলে দেশের তৈরি মদ যেমন পাওয়া যাবে। তেমনই বিদেশি এবং বিদেশ থেকে আমদানি করা সব ধরনের মদও পাওয়া যাবে। বসে যাঁরা খেতে চাইবেন তাঁদের জন্য ব্যবস্থা থাকছে চাটেরও। সুতরাং, মদ কিনে অন্য কোথাও যেতে হবে না খাবারের জন্য।

উল্লেখ্য, পূর্বভারতে না থাকলেও দক্ষিণের বেঙ্গালুরু (Bengaluru) শহরে রয়েছে শুধুমাত্র মদের শপিংমল। সুরাপ্রেমীদের পাশাপাশি সেই মল দেখতে ভিড় জমান পর্যটকরাও।

2 years ago