Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

flight

Pilot: আর ওড়াতে পারবেন না বিমান, জরুরি অবতরণের পর কেন এমন বললেন বিমানচালক

ফের বিমানবন্দরে (Airport) এক হুলস্থুল কাণ্ড। রবিবার লন্ডন থেকে দিল্লিগামী বিমান নিয়েই জয়পুর বিমানবন্দরে (Jaipur Airport) হইহই পড়ে যায়। জানা গিয়েছে, গতকাল আবহাওয়া ঠিক না থাকায় লন্ডন থেকে দিল্লি আসার সময় এয়ার ইন্ডিয়া সংস্থার (Air India) বিমানকে জয়পুরে জরুরি অবতরণ করানো হয়। এরপর আকাশ পরিষ্কার হয়ে গেলে ফের বিমান ওড়ানোর অনুমতিও দেওয়া হয়। কিন্তু তাতেই বেঁকে বসেন পাইলট। তিনি বলে ওঠেন, তিনি আর বিমান ওড়াতে পারবেন না। কারণ তার কাজের সময় ফুরিয়ে গিয়েছে। আর এর ফলেই চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রীদের।

জানা গিয়েছে, ৩৫০ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দিল্লির পথে উড়ান দিয়েছিল এয়ার ইন্ডিয়ার এআই-১১২ বিমান। আবহাওয়া খারাপ থাকার কারণে দিল্লি না গিয়ে জয়পুরের বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তবে আবহাওয়া পরিষ্কার হয়ে গেলেও অবতরণের দু'ঘণ্টা পর জয়পুর বিমানবন্দর থেকে যাত্রা শুরু করতে রাজি হলেন না এয়ার ইন্ডিয়া বিমানের পাইলট। তখনই তিনি বলে ওঠেন, তিনি আর বিমান চালাতে পারবেন না। কারণ তাঁর সময় ফুরিয়েছে।

বিমানচালক যেতে না চাইলে ও তাঁর জেদেই তিনি অনড় থাকায় পরে বিমানযাত্রীরা কেউ কেউ নিজেরাই নিজেদের মতো সড়কপথেই দিল্লিতে ফিরে যান। এরপরও ৫ ঘণ্টা পেরিয়ে যায়, তখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, আসলে কোনও পাইলটের ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন পেরিয়ে গেলে তিনি আর বিমান চালাতে পারবেন না। তাই যাত্রীদের জন্য বিমানকর্মী সহ অন্য বিমান দেওয়া হবে আশ্বাস দেওয়া সংস্থার পক্ষে।

10 months ago
Dhoni: ধোনির ট্যাবে ক্যান্ডি ক্রাশ দেখে যা করলেন নেটিজেনরা, বিবৃতি জারি গেম কতৃপক্ষের

'একটাই তো হৃদয়, আর কতবার জিতবেন?' ভারতীয় ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) জন্যই এই শব্দবন্ধগুলি সাধারণত প্রয়োগ করে থাকেন ভক্তরা। খেলার ময়দানে হোক কিংবা ব্যক্তিগত মুহূর্তযাপনে, তারকার ভাবভঙ্গি দর্শকদের মন জিতে নেয়। সম্প্রতি তারকা কোনও এক সফরের জন্য বিমান (flight) পরিষেবা নিয়েছেন। আসনে বসে থাকা ধোনিকে দেখে মনেই হবে না তিনি ক্রিকেট জগতের মহীরুহ। বিমানের ভিতরের সফরের একটি ছোট্ট ভিডিও ভাইরাল হতেই লাভ হল এক গেমিং সংস্থার।

নেট মাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছিল, ধোনির ট্যাবে জ্বলজ্বল করছে জনপ্রিয় খেলা ক্যান্ডি ক্রাশ। সেই ভিডিও দেখেই উত্তেজিত হয়ে পড়েছিলেন ধোনি ভক্তরা। ধোনি যে গেমটি খেলছেন, সেটি খেলতে চেয়ে শুরু হয় দেদার ডাউনলোড। অবশেষে ক্যান্ডি ক্রাশ কর্তৃপক্ষের সামাজিক মাধ্যম থেকে ধোনির ভিডিও আপলোড করে লেখা হয়েছে, '৩ ঘন্টায় প্রায় ৩৫ লক্ষ ডাউনলোড। ধন্যবাদ ক্রিকেটের লেজেন্ড ধোনি। আমরা আপনার কারণেই ভারতে চর্চিত।'

p style="text-align: justify; ">ধোনির ওই সফরের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। বিমানের সেবিকা ক্রিকেট তারকার কাছে চকোলেটের একটি ট্রে নিয়ে গিয়েছিলেন। তবে ধোনি সেখান থেকে একটিও চকোলেট তোলেননি। বদলে একটি খেঁজুরের প্যাকেট নিয়েছিলেন। নিজেকে ফিট রাখার জন্য যে ধোনি কঠোর নিয়মাবলী মেনে চলছেন সেই প্রমাণ পাওয়া গিয়েছে আরও একবার।



10 months ago
Air India: ফের খবরের শিরোনামে এয়ার ইণ্ডিয়া সংস্থা, একাধিক অভিযোগ, জানুন ঘটনা

ফের এয়ার ইন্ডিয়া (Air India) বিমানের (Flight) ককপিটে বান্ধবীকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুই পাইলটের বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়া সংস্থার একটি বিমানে। এমনই অভিযোগ করেছেন বিমানের কেবিন ক্রু। অভিযুক্ত ওই দুই পাইলটকে সাময়িকভাবে সাসপেণ্ড করলেন বিমান সংস্থা। গত ২৭ ফেব্রুয়ারিও একই ঘটনা ঘটেছিল এয়ার ইণ্ডিয়ার দিল্লি-দুবাই বিমানে। বিমানের ককপিটে বান্ধবীকে নিয়ে গিয়েছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট। ওই ঘটনায় অভিযুক্ত পাইলটের লাইসেন্স সাসপেন্ড করেছিল ডিজিসিএ। পাশাপাশি ৩০ লক্ষ টাকার জরিমানার নির্দেশও দেওয়া হয়েছিল বিমান সংস্থাকে।

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়া সংস্থার বিরুদ্ধে বারবার নানান অমানবিকতার অভিযোগ উঠেছে। এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড়ানের অপেক্ষায় প্রায় ৯ ঘণ্টা ধরে বিমানবন্দের অপেক্ষা করেছেন যাত্রীরা। তবে এই লম্বা সময়েই মাঝে যাত্রীদের প্রয়োজনীয় জল পরিষেবাও দেয়নি এই বিমান সংস্থা, এমনটাই অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। 

যাত্রীদের অভিযোগ, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দর থেকে মুম্বই যাওয়ার উড়ান এআই ৬১০-এ বোর্ডিংয়ের অপেক্ষা করছিলেন যাত্রীরা। সন্ধ্যে ৭ টা ২০ নাগাদ বিমানটি রওনা হওয়ার কথা ছিল। তবে তা ছাড়তে ঘণ্টাখানেক দেরি হবে বলে জানায় বিমান কর্তৃপক্ষ। কিন্তু এক-দু ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও বিমান উড়ানের কোনও তথ্য পাওয়া যায়নি। উপরন্তু খাবার জল শেষ হয়ে যাওয়ায়, এয়ার ইন্ডিয়ার বিমানবন্দর কর্মীদের কাছে জল চাওয়া হয়েছিল। তাঁরা তা দিতে চাননি, এমনটাই অভিযোগ। এই দুটি ঘটনাতেই এয়ার ইন্ডিয়ার বিমানের যাত্রীরা তাঁদের দায়িত্বজ্ঞানহীনতা এবং পরিষেবার অবনতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

11 months ago


Flight: খারাপ আবহাওয়ার কারণে বাতিল একাধিক বিমান, মুম্বই বিমানবন্দরে ভোগান্তিতে যাত্রীরা

রবিবার খারাপ আবহাওয়ার (Bad Weather) কারণে বেশ কিছু বিমান (Flight Cancel) বাতিল করে দেওয়া হয় মুম্বই (Mumbai) বিমানবন্দরে। এমনকি নির্ধারিত সময়ে ছাড়েনি বহু বিমান। তবে এই অবস্থায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে বিমানবন্দরে আসা যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের বিমানবন্দরেই অপেক্ষা করতে হয়। আবার কিছু সময় বিমানবন্দরে বিমান নামতেই পারেনি খারাপ আবহাওয়ার জন্য। ফলে সেই বিমানের ভিতরে যাঁরা ছিলেন, তাঁরা যেমন ভীতস্থ ছিলেন, তেমনই যাত্রীদের স্বাগত জানাতে বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা পরিজনেরাও বেশ আতঙ্কে ছিলেন। 

 তবে যাত্রীদের এই ভোগান্তির জন্য পরিষেবা নিয়ে টুইট করেছে এয়ার ইন্ডিয়া। তারা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে এবং মুম্বই বিমানবন্দরের ৯/২৭ রানওয়ে সাময়িক ভাবে বন্ধ রাখার কারণে কিছু বিমান বাতিল করতে হয়েছে এবং কিছু বিমান দেরিতে ছাড়া হয়েছে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশও করেছে এই বিমান সংস্থা।

11 months ago
Indigo: মা-মেয়ে দুজনেই কেবিন ক্রু, মেয়ের কথাতে কেঁদে ভাসালেন মা, কী এমন বললেন তিনি

১৪ মে সারা বিশ্বজুড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃ দিবস (International Mother's Day)। রবিবার নেটদুনিয়ায় দেখা গিয়েছে, মায়েদের সম্মান ও শ্রদ্ধা জানাতে একাধিক ছবি-ভিডিও শেয়ার করা হয়েছে। কিন্তু এবারে আরও এক ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে আপনার চোখে জল আসবেই। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, মা-মেয়ে একই বিমানের কেবিন ক্রু ও মায়ের কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করছেন মেয়েও। এই মা-মেয়ের মিষ্টি মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়েছে ইন্ডিগোর (Indigo) ট্যুইটার অ্যাকাউন্টে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, রাবিরা সাশমি নামের বিমানের এক ক্রেবিন ক্রু যাত্রীদের কাছে তাঁর মায়ের বিষয়ে কিছু ঘোষণা করছেন। এরপর তিনি তাঁর মাকে কাছে ডেকে নেন ও তাঁকে পরিচয় করিয়ে দেন। রাবিরা জানান, এই প্রথম বিমান ক্রু হিসাবে তাঁর মাকে একই ইউনিফর্ম ও একই বিমানে পেলেন তিনি।

রাবিরা বলেন, 'আমি তাঁকে কেবিনের সব কাজ করতে দেখেছি। আর আজ আমি তাঁরই সঙ্গে একই দায়িত্বে আছি। গত ছয় বছর ধরে, আমি তাকে এই পিএ-তে কথা বলতে দেখেছি। অবশেষে আজ আমার হাতে সেটি। আশা করি আজ আমি তাঁর গর্বের কারণ হয়ে উঠতে পারব।' এই বলার পর তাঁর মা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। আনন্দে কেঁদে ফেললেন তিনি। এরপর তাঁর মা তাঁকে কাছে টেনে স্নেহে ভরা চুম্বন করলেন। তাঁদের এমনভাবে দেখে বিমানযাত্রীরাও হাততালি দেন ও তাঁরাও আবেগপ্রবণ হয়ে পড়েন।

12 months ago


Flight: মাঝ আকাশে মহিলা বিমানকর্মীর শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত 'মদ্যপ' যুবক

ফের বিমানে (Flight) ধুন্ধুমার কাণ্ড! মাঝ আকাশে বিমানের মধ্যে এক মহিলা বিমানকর্মীকে শ্লীলতাহানির (Harrassment) অভিযোগে গ্রেফতার করা হল এক যাত্রীকে। সূত্রের খবর, ঘটনাটি রবিবারের। ইন্ডিগো বিমান (Indigo Flight) সংস্থার ৬ই ১৪২৮ দুবাই থেকে অমৃতসরগামী বিমানে এই ঘটনাটি ঘটেছে। এরপর বিমানটি অমৃতসর বিমানবন্দরে অবতরণ করতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিসি হেফাজতে রয়েছেন। এই ঘটনার তদন্তও করছে পুলিস।

সূত্রের খবর, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রজিন্দর সিং। রবিবার সন্ধ্যার দিকে ইন্ডিগো বিমান করে দুবাই থেকে অমৃতসরে ফিরছিলেন তিনি। অভিযোগ উঠছে, তিনি অত্যধিক মদ্যপান করেন এবং মদ্যপ অবস্থায় মহিলা বিমানকর্মীর সঙ্গে অশ্লীল ব্যবহার করেন। এরপরেই বিমানকর্মী সেই বিষয়ে জানালে বিমানের বাকি কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিসেও খবর দেওয়া হয়। তারপর অমৃতসরে বিমান অবতরণ করতেই রজিন্দরকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাঁকে পুলিসি হেফাজতেই রাখা হয়েছে। বিমানে ঠিক কী কী ঘটেছিল, সেই বিষয়েও তদন্ত করছে পুলিস।

উল্লেখ্য, গত কয়েকমাস থেকেই বিমানে একের পর এক অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। কখনও সহযাত্রী গায়ে প্রস্রাব, আবার কখনও বিমানকর্মীদের সঙ্গে অশ্লীল ব্যবহার আবার কখনও সহযাত্রীদের সঙ্গে হাতাহাতি, এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরও এমন ঘটনা ঘটেই চলেছে।

12 months ago
Flight: বিমানের কাচে চিড়, কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ হংকংগামী বিমানের

বড়সড় দুর্ঘটনার (Accident) হাত থেকে রক্ষা পেল সৌদি আরবের (Soudi Arabia) একটি মালবাহী বিমান (Flight)। সূত্রের খবর, শনিবার সকালে জরুরি ভিত্তিতে কলকাতা বিমানবন্দরে অবতরণ করা হয়। সূত্রের খবর, বিমানটি হংকং যাচ্ছিল, মাঝআকাশে বিমান চালক দেখতে পায় বিমানের সামনের কাচে চিড়। তড়িঘড়ি বিমান চালক ভারতের কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। তারপর বিমানটিকে নিরাপত্তার দিক দেখে সুরক্ষিতভাবে অবতরণ করা হয়। 

বিমানবন্দর সূত্রের খবর, শনিবার সকালে ৪ জন কর্মীকে নিয়ে সৌদি আরবের বিমান সংস্থা সৌদির ওই মালবাহী বিমানটি জেড্ডা-হংকংয়ের উদ্দেশে রওনা দেয়। সকালে বিমানটির সামনের কাচে চিড় দেখা যায়। সকাল ১১টা ৩৭ মিনিট নাগাদ জরুরি ভিত্তিতে উড়ানটি অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বেলা ১২টা ২ মিনিটে সেটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। একটু খানির জন্য রক্ষা পেল ওই বিমানটি।

one year ago
Air: মাঝ আকাশে কেবিন ক্রুদের মারধর, অভব্য যাত্রীকে শিক্ষা দিতে বিমান দিল্লিতে নামালো পাইলট

বিমান বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। কখনও মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব। আবার কখনও বিমানের ক্রু-এর সঙ্গে ঝগড়া। আবার বিমানের টয়লেটে বসে ধূমপান। একের পর এক ঘটনা যেন ঘটেই চলেছে। এবার এক যাত্রীর (Passenger) অভব্য আচরণের জন্য তাঁকে বিমান থেকেই নামিয়ে দেওয়া হল। সোমবার এয়ার ইন্ডিয়ার বিমানে (Air India) ঘটেছে এই ঘটনা।

সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার AI111 বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে লন্ডনের উদ্দেশে পাড়ি দিয়েছিল সোমবার সকাল ৬টা ৩৫ মিনিটে। মোট ২২৫ জন যাত্রী ছিল সেই বিমানে। জানা গিয়েছে, মাঝ আকাশে এক ব্যক্তি বিমান কর্মীদের সঙ্গে বচসা শুরু করেন। তাঁকে বারবার সতর্ক করা হলেও তিনি থামেননি। বরং বিমান কর্মীকে মারধর করতে শুরু করেন।

এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, তাঁর এই আচরণে আহত হয়েছেন দুই বিমানকর্মী। সঙ্গে সঙ্গে পাইলট বিমানকে দিল্লিতে ফিরিয়ে নিয়ে যান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই ওই ব্যক্তিকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। এরপর ফের লন্ডনের উদ্দেশে রওনা দেয় বিমানটি।

প্রসঙ্গত, গত মাসে এয়ার ইন্ডিয়ার লন্ডন থেকে মুম্বইগামী একটি বিমানে এক যাত্রীকে ধূমপান করতে দেখা যায়। তাঁর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে বিমান কর্তৃপক্ষ। এদিকে গত বছরের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনা ঘটে। সেই ঘটনা নিয়ন্ত্রণে এয়ার ইন্ডিয়া ব্যর্থ হওয়ার এই বছরের প্রথম দিকে ৩০ লক্ষ টাকা জরিমানা করা হয় এয়ার ইন্ডিয়াকে।

one year ago


Flight: মাঝ আকাশে বিমানের জরুরি দরজার সামনে মদ্যপ ব্যক্তি! মাতালের কীর্তিতে আতঙ্ক

টেনে হিঁচড়ে বিমানের(Flight) দরজা খোলার চেষ্টা এক মত্ত ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দিল্লি-বেঙ্গালুরু (Delhi-Bengaluru Flight) ইন্ডিগোর একটি বিমানে। ঘটনার জেরে বেশ আতঙ্কিত বিমানের বাকি যাত্রীরা। শুক্রবার সকাল ৭টা ৫৬ মিনিটে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানে এই ঘটনা ঘটে। ওই যাত্রী মত্ত অবস্থায় ছিলেন, দাবি বিমান সংস্থার। বিমানটি অবতরণের পর ওই যাত্রীর বিরুদ্ধে মামলাও করেছেন বিমান কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিমানটি মাঝ আকাশে থাকাকালীনই এই ঘটনা ঘটান এক ব্যক্তি। প্রথমে ওই ব্যক্তি নিজের আসন ছেড়ে টলমল করতে করতে এগিয়ে যান। টলমল পায়েই একেবারে জরুরি দরজার কাছে পৌঁছে গেলেন ওই যাত্রী। তারপরই তিনি জোর করে বিমানের দরজা খোলার চেষ্টা করেন। এই দেখে বিমানে উপস্থিত বিমানকর্মীরা তাঁকে ধরে নিয়ে গিয়ে আসনে বসান। 

বিমান সংস্থা সূত্রে খবর, বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের পর ওই মত্ত যাত্রীটিকে সিআইএসএফ (CISF) আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ওই যাত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে, এমনটাই জানাচ্ছে বিমান সংস্থা। 

one year ago
Flight: ফের বিমানসেবিকা এবং সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার! অভিযুক্ত দুই মত্ত যাত্রী

ইন্ডিগো বিমানে (Indigo Flight) বিমানসেবিকা এবং সহযাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও উত্যক্ত করার অভিযোগ উঠেছে দুই মত্ত যাত্রীর বিরুদ্ধে। ঘটানাটি ঘটেছে দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমানে। বিমানটি মুম্বইয়ে অবতরণ করার পর মত্ত দুই অভিযুক্তকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পেশ করলে আদালতের তরফে তাঁদের জামিন মঞ্জুর করা হয় বলে পুলিস আধিকারিকরা জানিয়েছেন।

সম্প্রতি ১১ মার্চ বিমানের শৌচালয়ে ধূমপান করার অভিযোগ সহ বিমানের যাত্রীদের অসংযত ব্যবহারের এটি এই বছরের সপ্তম ঘটনা। এক পুলিস আধিকারিক জানান, ওই দুই মত্ত অভিযুক্ত পালঘর এবং কোলাপুরের নালাসোপাড়ার বাসিন্দা। তাঁরা দুজনেই দুবাইয়ে কাজ করেন। তাই প্রায় এক বছর পর বাড়ি ফেরার আনন্দে বিমানের মধ্যেই মদ্যপান করেন তাঁরা। এক জন চলন্ত বিমানের করিডরেই মদ্যপান করতে শুরু করেন। বিমান সেবিকারা বাধা দিতে গেলে বিমান সেবিকা ও সহযাত্রীদের অকথ্য ভাষায় কথা বলেন অভিযু্ক্তরা।

তাই অভিযুক্তদের বিরুদ্ধে সাহার থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে ওই পুলিস আধিকারিক জানিয়েছেন।

one year ago


Indigo: ফের বিমানের শৌচাগারে ধূমপান! গ্রেফতার ইন্ডিগোর যাত্রী

বিমানের শৌচাগারে গিয়ে সিগারেট ধরানোর (Smoking) অপরাধে গ্রেফতার করা হয় এক বিমান যাত্রীকে (Passenger)। অসম থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগো বিমানের (Indigo Flight) এক ব্যক্তি নেশায় আসক্ত হয়ে পড়েন। যার ফলে বিমানের শৌচাগারে গিয়েই সিগারেট ধরিয়ে ফেলেন বলে অভিযোগ।

জানা গিয়েছে, শুক্রবার রাত দেড়টা নাগাদ রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই ওই ব্যক্তি আসন ছেড়ে ধীরে ধীরে শৌচাগারের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় পাশের কেবিনের একজন সহযাত্রীর বিষয়টি নজরে পড়ে। ওই ব্যক্তিকে সিগারেট হাতে পাকড়াও করেন ওই সহযাত্রী। রবিবার একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ইন্ডিগো সিক্স ই সেভেন ওয়ান সিক্স বিমানের যাত্রী ছিলেন ওই অভিযুক্ত।

উল্লেখ্য, কয়েক দিন আগেই একইরকম ঘটনা ঘটে লন্ডনে। তাঁর বিরুদ্ধে বিমানের শৌচাগারে সিগারেট খাওয়ার অভিযোগ ওঠে। এছাড়াও যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ছিল। বেঙ্গালুরু বিমানবন্দরে নামতেই বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় ওই ব্যক্তিকে।

one year ago
Landing: মাঝআকাশে হৃদরোগে আক্রান্ত যাত্রী, জরুরি অবতরণের পরও শেষরক্ষা হয়নি

ফের বিমানেই (Airplan) মৃত্যু হল এক যাত্রীর (dead)। বিমানের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ওই যাত্রী। বিমানটিকে তড়িঘড়ি নাগপুরে (Nagpur) বিমানটিকে জরুরি অবতরণ করেও শেষরক্ষা হল না। রাঁচি থেকে পুনেগামী ইন্ডিগোর (Indigo) একটি বিমানেই ঘটে এই ঘটনা। জরুরি অবতরণের পরই দ্রুত ওই ব্যক্তিকে ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানের চিকিৎসকরা ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। 

জানা গিয়েছে, রাঁচি থেকে পুনেগামী ইন্ডিগোর একটি বিমানেই উঠেছিলেন ওই ব্যক্তি। বিমান যখন আকাশে উড়ছে ঠিক সেই সময়ই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বিমানের মধ্যেই অচেতন হয়ে পড়েন তিনি। এই পরিস্থিতির কথা জানাতেই তড়িঘড়ি মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে বিমানটিকে অবতরণ করার অনুমতি দেওয়া হয়। অবতরণও করা হয় বিমানটিকে। বিমানের মধ্যে এক ব্যক্তি অসুস্থ হওয়ার কথা শুনে আগে থেকেই তৈরি ছিল অ্যাম্বুল্যান্স। কোনও প্রয়োজনের কথা ভেবে বিমানবন্দরেই অ্যাম্বুল্যান্স রেখে দেওয়া হয়। সেই অ্যাম্বুল্যান্সে করেই ওই ব্যক্তিকে নিকটবর্তী ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই অ্যাম্বুল্যান্সের রক্ষণাবেক্ষণকারী আয়াজ শামি জানিয়েছেন, ওই ব্যক্তির হৃদরোগে আক্রান্ত হয়ে বিমানের মধ্যেই অচেতন হয়ে পড়েন। সেই অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা জানান, রোগীর মৃত্যু হয়েছে। সম্প্রতি ইন্ডিগোর দিল্লি-দোহাগামী বিমানেও এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁরও মৃত্যু হয়।  

one year ago
Landing: দোহাগামী ভারতীয় বিমানের পাকিস্তানে অবতরণ! তারপর আরও মর্মান্তিক

দিল্লি-দোহাগামী (Delhi to Doha) বিমানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক যাত্রী। ইন্ডিগোর এক বিমানের এই ঘটনায় বিমানটিকে জরুরিভিত্তিতে পাকিস্তানের করাচি বিমানবন্দরে (Karachi Airport) অবতরণ করানো হয়। তাতেও শেষরক্ষা হয়নি, ওই যাত্রীকে বিমান থেকে নামাতেই চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জানা গিয়েছে, মৃত মহিলাটি নাইজেরিয়ার এক নাগরিক। সোমবার দিল্লি থেকে দোহাগামী ইন্ডিগো বিমানে যাওয়ার হঠাৎ মাঝ আকাশে অসুস্থ (Mid Air Sickness) হয়ে পড়েন। তাঁর শারীরিক অসুস্থতার কারণে তড়িঘড়ি বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করানো হয়। চিকিৎসকদের দাবি, বিমানের মধ্যেই মৃত্যু হয়েছে ওই যাত্রীর। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে।  

 নাইজেরিয়ান ওই যাত্রীর মৃত্যুতে বিমানসংস্থার তরফে শোকবার্কা প্রকাশ করে বলা হয়েছে, তাঁর মৃত্যুতে সংস্থার সকলে গভীরভাবে শোকাহত। এমনকি তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের সমবেদনাও জানানো হয়েছে। তবে বিমানে আটকে থাকা অন্য যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যে তাদের দায়িত্ব, তাও জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ।

one year ago


Air India: এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের খাবারে পোকা, ছবি ভাইরাল হতেই ক্ষমা প্রার্থনা

ফের অভিযোগের কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া (Air India)। এবার এয়ার ইন্ডিয়ার একটি অন্তর্দেশীয় বিমানের খাবারে জীবন্ত পোকা ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। ছবি ভাইরাল হতেই ক্ষমাপ্রার্থী এই বিমান সংস্থা। ঘটনাটি সরাসরি টুইট (Tweet) করে জানিয়েছেন ওই বিমানের এক যাত্রী। জানা গিয়েছে, মুম্বই থেকে চেন্নাই যাচ্ছিলেন মহাবীর জৈন নামে এক যাত্রী। বিজনেস ক্লাসে ভ্রমণের কারণে তাঁকে  খাবার পরিবেশন করা হয়। মহাবীর ওই খাবারের ভিডিও করে সঙ্গে সঙ্গে তা টুইটারে পোস্ট করেন।

ওই যাত্রী টুইটারে লেখেন, তিনি এয়ার ইন্ডিয়ার উড়ান এআই-৬৭১-এর বিজনেস ক্লাসে মুম্বই থেকে চেন্নাই যাচ্ছিলেন। কিন্তু সেখানে যে খাবার দেওয়া হয়, তাতে পোকা ছিল। তিনি আরও বলেন, 'স্বাস্থ্যবিধি মেনে এখানে খাবার দেওয়া হয় বলে মনে হচ্ছে না। এই ধরনের উদাসীনতা গ্রহণযোগ্য নয়।'

এরপরই এই টুইট নিয়ে নানা সমালোচনা শুরু হয়ে যায়। এই সমস্ত তীব্র সমালোচনার পর অবশ্য এয়ার ইন্ডিয়া তরফে টুইট করা হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস নিয়ে এয়ার ইন্ডিয়ার টুইটে লেখা হয়েছে, 'আমাদের পরিষেবা গ্রহণ করার পর আপনার এরকম অভিজ্ঞতা হয়েছে বলে আমরা দুঃখিত। আমরা স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা অনুসরণ করি। আপনার অভিযোগের উপর ভিত্তি করে আমরা যথাযথ পদক্ষেপ করব।'

one year ago
Airport: দেরিতে বিমান ওড়ায় বিরক্ত! প্লেনে বসেই হাইজ্যাক ট্যুইট, শ্রীঘরে অভিযুক্ত যুবক

বিমানে (International Flight) লং জার্নি করতে গেলে অনেকেই প্রথমে ভাবেন, কীভাবে এতটা সময় চুপচাপ বসে কাটাবেন? এর জন্য অনেকে সিনেমা ডাউনলোড করে নিয়ে ওঠেন। আবার কেউ গান শুনতে শুনতে, তো কেউ ঘুমিয়ে পাঁচ-সাত ঘণ্টা কাটিয়ে ফেলেন। তবে বিমানে এক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলে একঘেয়েমি লাগবেই। এই একঘেয়েমি কাটানোর জন্য বিমান হাইজ্যাকের (Hijack Tweet) টুইট করবেন কেউ, তা হয়তো সত্যি অভাবনীয়! গত ২৫শে জানুয়ারি এমনই ঘটনা ঘটান দুবাই থেকে জয়পুরগামী (Dubai-Jaipur Flight) স্পাইসজেটের এসজি-৫৮ বিমানের এক যাত্রী।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটিকে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে অবতরণ করানো হয়। সেখানে বিমানটি নামে সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ। প্রায় ৪ ঘণ্টা অপেক্ষা করে দুপুর ১টা ৪০ নাগাদ জয়পুরের উদ্দেশে রওনা হওয়ার অনুমতি পায়। সেসময় ওই বিমানে বসে থাকা ২৯ বছরের এক যুবক বিরক্ত হয়ে টুইট করেন, বিমান হাইজ্যাক করা হয়েছে। কর্তৃপক্ষের নজরে আসতেই শোরগোল পড়ে যায় গোটা বিমানবন্দরে।

সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মালপত্র নামানো হয় বিমান থেকে। নিরাপত্তারক্ষীরা গোটা বিমান তল্লাশি চালান। পরে জানা যায়, ওই যুবক এমন ধরনের টুইট করেছেন। তড়িঘড়ি বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিস ওই যুবকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। জিজ্ঞাসাবাদের সময় ওই   অভিযুক্তর দাবি, বিমান অনেকক্ষণ দিল্লি বিমানবন্দরে দাঁড়িয়ে থাকায় তিনি বিরক্ত হয়ে পড়েছিলেন। তাই নাকি তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।

one year ago