Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

flight

Indigo: মাঝ আকাশে অসুস্থ যাত্রী, মুখে উঠে এল রক্ত, জরুরি অবতরণের পরেই মৃত্যু

মাদুরাই থেকে দিল্লির (Madurai-Delhi) দিকে রওনা হওয়া ইন্ডিগোর বিমানে (IndiGo flight) হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন এক যাত্রী (Passenger)। বিমানটি তখন মাঝ আকাশে। যাত্রীর অবস্থা এতটাই আশঙ্কাজনক হয়ে পড়েছিল, তাঁর মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। সঙ্গে সঙ্গে জরুরি অবতরণ (Emergency Landing) করা হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই যাত্রীর নাম অতুল গুপ্ত (৬০)।

সূত্রের খবর, দিল্লি পৌঁছনোর আগেই বিমানটিকে ইন্দোরে দেবী অহল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। তারপর সঙ্গে সঙ্গে ওই প্রৌঢ় যাত্রীটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

বিমানবন্দরের ডিরেক্টর ইনচার্জ প্রবোধ চন্দ্র শর্মা জানিয়েছেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, অতুল গুপ্ত ইন্ডিগোর বিমান ৬ই-২০৮৮-এর যাত্রী ছিলেন। তাঁর মুখ থেকে রক্তপাত হচ্ছিল এবং মাঝ আকাশেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিমানটি জরুরি অবতরণ করে।”

এয়ারপোর্ট থেকে ওই ব্যক্তিকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানকার ডাক্তাররা জানান, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছিলেন। বিমান অবতরণের পরেই তাঁর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাসপাতলে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

মাদুরাই থেকে দিল্লিগামী বিমানটি শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গন্তব্যে পৌঁছয়। পুলিস জানিয়েছে, মৃত যাত্রী নয়ডার বাসিন্দা। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পর তা তুলে দেওয়া হবে পরিবারের হাতে।

one year ago
Flight: লাভ ইজ ইন দা এয়ার! মাঝআকাশে হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, আপনিও চান নাকি

ভালোবাসার (Love) মানুষের কাছে প্রেম নিবেদন (Proposal) করতে মানুষ কত রকমের কত উপায়ই না খুঁজে বের করে। অভিনব ভাবনাতে কাছের মানুষকে নিজের মনের কথা জানাতে এগিয়ে যান। কেউ হয়ত ১০১টি গোলাপের তোড়া নিয়ে আসে প্রেমিকার জন্য, কেউবা একগুচ্ছ বেলুনের মধ্যে প্রিয়জনের নাম লিখে বা অন্য কোনও উপায়ে। তবে এবারের ঘটনা আরেকটু ভিন্ন।

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার (Air India) মুম্বইগামী বিমানে প্রেমিকাকে সকলের সামনে বিয়ের প্রস্তাব দিয়ে চমকে দিলেন প্রেমিক। অরে সেই আবেগঘন মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেছেন একজন বিমানসেবিকা। ৫১ সেকেন্ডের এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এমন রোমান্টিক প্রেম নিবেদন দেখে হৈহৈ পড়ে যায় নেটপাড়ায়।  ফুলের তোড়া এবং পোস্টার হাতে দেখা যায় প্রেমিককে। এরপর হাঁটু মুড়ে বসে প্রেমিকার হাতে পরিয়ে দেন একটি রিং। প্রেমিকাও বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ সম্মতি দেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, চুপিসারে পিছন থেকে এসে যুবক নিজের প্রেয়সীকে চমকে দেন। প্রেমিককে দেখে ওই যুবতীও আনন্দে ভেসে যান। নিজের  আসন ছেড়ে উঠে আসেন। এরপর পোস্টার, ফুল এবং আংটি দিয়ে হাঁটু মুড়ে তাঁকে বিয়ের প্রস্তাব দেন তাঁর প্রেমিক। ওই যুবতী প্রেমের প্রস্তাব গ্রহণ করার পর একে অপরকে আলিঙ্গন করতেই হাততালি দিয়ে ওই যুগলের জন্য উল্লাস করতে দেখা যায় বাকিদের। তবে ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন পোর্টাল।

one year ago
Delhi: মাঝ আকাশে যাত্রী অভব্যতা কিছুতেই কমছে না! এবার দিল্লি-পাটনা বিমানে মদ্যপের তাণ্ডব

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানে মত্ত অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় (Air India Urination Case) তোলপাড় হয়েছিল গোটা দেশ। এবার দিল্লি-পাটনা (Delhi-Patna) ইন্ডিগো ফ্লাইটে (Indigo flight) মদ খাওয়ার অভিযোগে দু'জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮:৪৪ নাগাদ দিল্লি-পাটনা ইন্ডিগো ফ্লাইট 6E-6383-এ।

জানা গিয়েছে, রবিবার রাতে দিল্লি থেকে পটনাগামী এক বিমানে মদের বোতল নিয়ে উঠেছিলেন দুই যাত্রী। তাঁরা মাঝ আকাশে নিজেদের আনা বোতল থেকে মদ খাওয়ার চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়ে বিমান সেবিকার। সে তাঁদের বাধা দেয়। উল্টে ওই বিমানসেবিকাকে হেনস্থা করে বলে অভিযোগ।

এরপর পাটনায় বিমানটি অবতরণ করলে সিআইএসএফ-র হাতে তুলে দেওয়া হয় দু'জনকে। মত্ত অবস্থায় থাকা এই দুই যাত্রীকে পরে পাটনা পুলিস গ্রেফতার করে। এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানানো হয়। পাটনা বিমানবন্দরের সংশ্লিষ্ট আধিকারিক গোটা বিষয়টি পুলিসকে জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযুক্ত যাত্রীরা লিখিতভাবে ক্ষমা চেয়েছেন ক্রুদের কাছে। ইন্ডিগো বিমান সংস্থার ম্যানেজারের পক্ষ থেকে সকল যাত্রীদের প্রতি ক্ষমা চেয়ে নিয়েছেন এই ঘটনার জন্য। তবে কোনও অপ্রীতিকর ঘটনা বা হাঙ্গামার সৃষ্টি হয়নি বলে জানা গিয়েছে।

one year ago


Colombia: মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে বহুতলে ধাক্কা বিমানের, ঘটনাস্থলেই মৃত ৮

ভয়াবহ বিমান দুর্ঘটনা (Plane Accident)। মাঝ আকাশে হঠাৎ ভারসাম্যহীন হারিয়ে আবাসনে ধাক্কা বিমানের। দুর্ঘটনাটি ঘটেছে কলম্বিয়ায় (Colombia)। বিমান সংস্থা সূত্রে খবর, ওই বিমানে ৮ জন ছিলেন। প্রত্যেকেরই মৃত্যু (Death) হয়েছে।

ইতিমধ্যেই বিমান ভেঙে পড়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমতো আঁতকে উঠছেন নেটপাড়াবাসী। কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেডেলিন। সেখানে একটি আবাসনে ধাক্কা খেয়ে বিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। আবাসনের উপর থেকে বেরিয়ে চলেছে কালো ধোঁয়া। ভিডিও ফুটেজ থেকেই স্পষ্ট কিছুক্ষণ আগেই ভেঙে পড়েছে বিমানটি।

মেডেলিন পুরসভার মেয়র ড্যানিয়েল কুইনটেরো জানিয়েছেন, 'শহরে একটি বিমান দুর্ঘটনা হয়েছে। সরকারের তরফে সর্বশক্তি দিয়ে উদ্ধারের কাজ চালানো হচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সব রকম সহায়তা করা হবে।' জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি আকারে ছোট হওয়ার কারণে সেখানে মাত্র ৮ জনই ছিলেন। তাঁদের মধ্যে ৬ জন যাত্রী এবং বাকি ২ জন বিমানকর্মী।

মঙ্গলবার সকালে ওলায়া হেরারা বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে বিমানটি। কিন্তু পরে জানা যায়, বিমানটির ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে একটি আবাসনে ধাক্কা খায় বিমানটি। সেখানেই ভেঙে পড়ে।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। আবাসনের যথেষ্ট ক্ষতি হয় দুর্ঘটনায়। তবে আবাসনের বাসিন্দাদের হতাহতের খবর পাওয়া যায়নি। আবাসনের উপরের তলাগুলি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

one year ago
gold: মোজার মধ্যে সোনার ডাস্ট পাচারের চেষ্টা, বিমানবন্দরে আটক দোহা থেকে আসা এক ব্যক্তি

এবার অভিনব কৌশলে মোজার মধ্যে লুকিয়ে সোনা (gold) গুঁড়ো পাচার করতে গিয়ে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) আটক এক যাত্রী। ধৃতের নাম শেখ কাউসা।

বিমানবন্দর সূত্র মারফত খবর, দোহা থেকে কলকাতাগামী বিমান কাতার এয়ারওয়েজের কিউআর ৫৪০ কলকাতা বিমানবন্দরে পৌঁছয়। বিমানবন্দর থেকে বেরোনোর সময় শেখ কাউসারের চলাফেরায় অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। এরপরই ওই যাত্রীকে আটক করে বিমানবন্দরে নিযুক্ত শুল্ক দফতরের আধিকারিকরা, শুরু হয় তল্লাশি।

তল্লাশি চালানোর সময় জুতো খুলতেই চক্ষু চড়ক গাছ আধিকারিকদের। ধৃতের মোজার ভেতরে ৩৯৯.৪৬০ গ্রাম সোনার পেস্ট উদ্ধার হয়। ভারতীয় টাকায় যার বাজার মূল্য ২১ লক্ষ ৩৯ হাজার ১০৮ টাকা। পরবর্তী সময়ে ওই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাস করা হয়, এই সোনা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং কার কাছে সোনা পাচার করার উদ্দেশ্য ছিল? ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

অন্যদিকে, চলতি সপ্তাহেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে ১১ লক্ষ টাকা নগদ ও ৩ লক্ষ টাকার সোনার জিনিস। যার মোট বাজারমূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার তাঁদের একটি দল হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মের শেষ প্রান্তে নজরদারি চালাচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে আটক করে শুরু হয় জিজ্ঞাসাবাদ।

তল্লাশি চললে, তাঁর ব্যাগ খুলতেই বেড়িয়ে আসে বিপুল পরিমাণে নগদ টাকা ও কিছু সোনার জিনিস। রাজ্যে ইতিমধ্যেই এই একইভাবে সোনা পাচার করতে গিয়ে নানা ব্যক্তি ধরা পড়েছে। 

one year ago