Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

UK

Sandipta: '৭ ডিসেম্বরের জন্য অপেক্ষা...', প্রিওয়েডিং ফটোশ্যুটে সৌম্যর বাহুডোরে সন্দীপ্তা

বলি থেকে টলিপাড়ায় এখন বিয়ের মরশুম! একের পর এক তারকারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। টলিপাড়ায় স্বর্ণেন্দু-শ্রুতির পর, পরমব্রত-পিয়া, শ্রীপর্ণা-শুভদীপ বিয়ের পিঁড়িতে বসেছেন। আর এবারে সন্দীপ্তা-সৌম্যর পালা। ৭ ডিসেম্বরই চার হাত এক হতে চলেছে সন্দীপ্তা-সৌম্যর। জানা গিয়েছে, ২ ডিসেম্বরই বাগদান পর্ব সারবেন তাঁরা। আর তার আগেই প্রিওয়েডিং ফটোশ্যুট করে ফেললেন তাঁরা। ছিমছাম পোশাকে নিজের কাছের মানুষের হাতে হাত রেখে তুললেন ছবি।

View this post on Instagram

A post shared by SANDIPTA SEN (@sandiptasen)

৭ ডিসেম্বর গাঁটছড়া বাঁধতে চলেছেন টলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর তার আগেই প্রিওয়েডিং শ্যুট সেরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন যে, সন্দীপ্তা সেই বিশেষ দিনটির জন্য কতটা উৎসুক। সন্দীপ্তা যে ছবিগুলো পোস্ট করেছেন, সেখানে দেখা গিয়েছে, কালো ব্লাউজ-মেরুন শাড়িতে সন্দীপ্তা আর কালো পঞ্জাবি-জিন্সের প্যান্টে হবু বর সৌম্য। এক ছবিতে দেখা গিয়েছে, সৌম্য বাহুডোরে হবু বউ সন্দীপ্তা। আবার আরও এক ছবিতে দেখা গিয়েছে, হাতে হাত রেখে ছবি তুলেছেন তারকা যুগল। তাঁদের দু'জনের মুখে প্রাণ খোলা হাসি। ছবিগুলো পোস্ট করে সন্দীপ্তা লিখেছেন, 'জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি। তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এই রকমভাবে অপেক্ষা করব। সৌম্য রেডি তো?'

সন্দীপ্তা-সৌম্য ছবিগুলো দেখার পর থেকে কমেন্ট সেকশন ভরে গিয়েছে শুভেচ্ছায়। অনুরাগীরাও এখন সন্দীপ্তা-সৌম্যর বিয়ের ছবি দেখার জন্য অধীর অপেক্ষায়।

6 months ago
Shyampukur: শহর কলকাতায় ফের খুন! শ্যামপুকুরে মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

শহর কলকাতার বুকে আবারও এক খুনের ঘটনা।  মঙ্গলবার খাস কলকাতার শ্যামপুকুর এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে, চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ৭১ নং যতীন্দ্রমোহন এভিনিউ এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে  থাকতে দেখেন তাঁরা। মাথায় এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের। প্রাথমিক অনুমান, খুন করা হয়েছে ওই ব্যক্তিকে।

পরবর্তীতে শ্যামপুকুর থানায় খবর দেওয়া হলে পুলিস এসে দেহটি উদ্ধার করে আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যদিও পুলিসের দাবি অতিরিক্ত মাদকের নেশায় আসক্ত হয়ে  মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। মৃত্যুর কারণ নিয়ে ক্রমশ জট বাঁধছে রহস্য। যদিও ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিস।

কল্লোলিনী কলকাতার বুকে একের পর এক খুনের ঘটনার পুনরাবৃত্তি। জয়নগর, চিৎপুর থেকে শুরু করে ময়দান, চিংড়িঘাটা এবং লেদার কমপ্লেক্স এলাকায় সামনে এসেছে প্রকাশ্যে খুনের ঘটনা। ভয়ের বাতাবরণ তৈরী হয়েছে রাজ্য জুড়ে। পরপর এতগুলো খুনের ঘটনা ঘটলেও, প্রশাসনের দিক থেকে রাজ্যের মানুষের নিরাপত্তার জন্য কোনওরকম হেলদোল নেই।  রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উঠছে প্রশ্ন। প্রশ্ন উঠছে পুলিস প্রশাসনের ভূমিকা নিয়েও। আর কত প্রাণ গেলে  টনক নড়বে প্রশাসনের? উত্তর চাইছে রাজ্যবাসী।

6 months ago
Amal Mukhopadhyay: সিঁড়ি থেকে পড়ে মৃত্যু শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়ের, শোকের ছায়া গোটা কলকাতায়

প্রয়াত বিদগ্ধ শিক্ষাবিদ অমল মুখোপাধ্যায়। রবিবার বিকেলে প্রয়াত হন তিনি। সূত্রের খবর, এদিন সকালেও বাজার যান তিনি। বাড়ি ফেরার পর হঠাৎ সিঁড়ি থেকে পড়়ে যান তিনি। এরপরেই  বিকেল ৪টে ৩৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত শিক্ষাবিদ। জানা গিয়েছে, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর রক্তপাত হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবারের লোকেরা। এরপর তৎক্ষণাৎ হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি করা হয় তাঁকে।

প্রেসিডেন্সি কলেজের ১৯৯১-১৯৯৭ সাল পর্যন্ত প্রিন্সিপাল ছিলেন অমলবাবু। প্রেসিডেন্সিকে বিশ্ববিদ্যালয় পরিণত করার নেপথ্যে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। প্রথমে রাষ্ট্রবিজ্ঞানের সিনিয়র প্রফেসর ও পরে রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান হন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকের আবহ গোটা শিক্ষা ও রাজনৈতিক মহলে।

6 months ago


Poster: কালিমাখা বিধায়ক শওকত মোল্লার 'মুখ', ভাঙড়ে পোস্টার বিতর্ক তুঙ্গে

ঘটনার ঘনঘটায় প্রায়ই গরম থাকে ভাঙড়ের হাওয়া। এবার ফের সেই দ্বন্দ্বই যেন ফের উস্কে দিল একটা কালিমাখা পোস্টার। কালিতে মাখামাখি বিধায়ক শওকত মোল্লার পোস্টার। বাসন্তী হাইওয়ের বালিগাদা মোড়ে এই ছবি দেখেই দিন শুরু হল ভাঙড়বাসীর। কিন্তু, কে বা কারা করল এই কাজ? যদিও সেই ব্যাপারে স্পিক টি নট এলাকাবাসী।

১৮ নভেম্বর থেকে ক্যানিংয়ে চলছে এমএলএ কাপ। সেই কারণেই বাসন্তী হাইওয়ের বালিদা মোড় সহ একাধিক জায়গায় তোরণ লাগানো হয়েছে। তার মধ্যে, সেই বালিদা মোড়েই দেখা গেল এই ঘটনা। কালি মাখা পোস্টার নিয়ে আইএসএফকে একহাত নিতে ছাড়ল না তৃণমূল। ছবি ছিঁড়ে লাভ নেই, ভাঙড়ের মনে মমতা, দাবি শওকতের।

পোস্টারে পড়ছে কালি। তাও কিনা আবার বিধায়কের ছবিতে। এমন কাণ্ড করল কারা সেই রহস্য তো আছেই। এই সুযোগে আবার দুই দলে যুদ্ধ বাধে নাকি সেটাই দেখার। 

6 months ago
Mukesh Ambani: 'আপনি সত্যিকারের অগ্নিকন্যা', মমতার ভূয়সী প্রশংসা আম্বানির

মঙ্গলে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এদিন নিউটাউনের বিশ্ববাংলা কনভেশন সেন্টারে পৌঁছে গিয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। আর তিনি মঞ্চে উঠেই বক্তৃতা দেওয়ার সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন মুকেশ আম্বানি। তিনি মমতাকে বললেন, "আপনি সত্যিই অগ্নিকন্যা।" এছাড়াও তাঁর মুখে শোনা গেল, 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।' আবার এদিন একগুচ্ছ বিনিয়োগ নিয়ে উপস্থিত থেকে বাংলার শিল্প এবং কর্মংসংস্থান সম্ভাবনাকে উস্কে দেন রিলায়েন্সের কর্ণধার।

বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মঞ্চে বক্তব্য রাখতে উঠে মুকেশ আম্বানির দাবি, সপ্তম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে উপস্থিত থাকতে পেরে তিনি সম্মানিত। বিশ্বমঞ্চ তৈরি করে এই ধরনের বাণিজ্য সম্মেলন আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সরকারকে অভিনন্দনও জানান তিনি। তিনি আরও জানান, গত চার বছরে রাজ্যে বাণিজ্য এবং বিনিয়োগের পরিসর বেড়েছে, এগিয়েছে বাংলা। আরও বেশি উজ্জীবিত এবং আত্মবিশ্বাসী বাংলা। শ্রদ্ধেয় মমতাদির গঠনমূলক নেতৃত্বের কারণে এই রূপান্তর সম্ভব হয়েছে। এর পর প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ এনে বলেন, 'অটল বিহারী বাজপেয়ী আপনাকে যেমন বলতেন, আপনি সত্যিই অগ্নিকন্যা।'

6 months ago


Ranveer: দীপাবলিতে দুটি ফ্ল্যাট বিক্রি করলেন রণবীর সিং, আর্থিক সঙ্কটে বলি অভিনেতা!

দীপাবলি, ধনতেরাস উপলক্ষে প্রায় প্রত্যেকেই সোনা, গয়না, বাড়ি কিনে থাকেন। কিন্তু বলিউড অভিনেতা রণবীর সিং-এর ক্ষেত্রে ব্যপারটা একেবারেই উল্টো হয়ে গেল। তিনি এবারে তাঁর দুটি বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে দিলেন, তাও আবার জলের দরে। এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় গুঞ্জন যে, আর্থিক সঙ্কটে নাকি বলি অভিনেতা!

জানা গিয়েছে, মুম্বইয়ের গোরেগাঁও এলাকায় অবস্থিত এই ফ্ল্যাট দুটির দাম ১৫.২৫ কোটি টাকা। এমনটাই জানা যাচ্ছে অনলাইন প্রপার্টি কনসালটেন্সি সংস্থা ইনডেক্সট্যাপ ডট কমের নথি থেকে। ২০১৪ সালের ডিসেম্বরে ফ্ল্যাট দুটি ৪.৬৪ কোটি টাকায় কিনেছিলেন রণবীর। সূত্রের খবর, নথি অনুযায়ী, ফ্ল্যাটটি একই হাউজিং কমপ্লেক্সের এক ব্যক্তির কাছে বিক্রি করেছেন রণবীর। কিন্তু কেন ফ্ল্যাট বিক্রি করে দিলেন? এই বিষয়ে অভিনেতার কাছে জানতে চাওয়া হয়েছিল। কিন্তু রণবীর কোনও প্রতিক্রিয়া দেননি।

6 months ago
Earthquake: এক সপ্তাহে তৃতীয়বার! ফের ভূমিকম্প রাজধানী দিল্লিতে

ফের ভূমিকম্প রাজধানী দিল্লিতে। এই নিয়ে এক সপ্তাহে তৃতীয়বার কম্পনে কেঁপে উঠল দিল্লি। সূত্রের খবর, শনিবার দুপুর ৩টে ৩৬ মিনিটে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.৬।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উত্তর দিল্লির ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পন অনুভূত হয়েছে উত্তর দিল্লি থেকে ২০ কিলোমিটার দূরে বুরারিতে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ভূমিকম্পের প্রভাবে কোনও ক্ষতি হয়নি বলেই খবর।

তবে ঠিক একদিন আগেই জোরালো কম্পনে কেঁপে উঠেছিল দিল্লি। রিখটার স্কেলে  এর মাত্রা ছিল ৫.৬। এই নিয়ে এক সপ্তাহে তিনবার কেঁপে উঠল রাজধানী।

6 months ago
Thakurpukur: বেহালার ঠাকুরপুকুর বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রাক্তন পুলিসকর্মীর

সোমবার সকালে বেহালার ঠাকুরপুকুরে ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিসকর্মীর। মঙ্গলবার এই দুঃসংবাদ জানা যায়। ঘটনায় প্রায় ১৯ জন আহত হয়েছিলেন। বর্তমানে তাঁদের মধ্য়ে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, মৃত প্রাক্তন পুলিসকর্মীর নাম নির্মল কুমার দাস (৬৯)। বাড়ি রিজেন্ট পার্ক থানা এলাকায়। 

গতকাল অর্থাৎ সোমবার ঠাকুরপুকুর ত্রিএ বাসস্ট্যান্ডে প্রাক্তন পুলিসকর্মী নির্মল কুমার দাস নিজের স্ত্রীর সঙ্গে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিলেন বুরুল যাবে বলে। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাক্সারি বাস ধাক্কা মারে ২৩৫ নং রুটের একটি বাসে। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এরপর গ্রিন পুলিস ওই প্রাক্তন পুলিসকর্মীকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। 

হাসপাতাল সূত্রে খবর, গতকাল অর্থাৎ সোমবার দুপুর তিনটে চল্লিশ নাগাদ মৃত্যু হয়েছে প্রাক্তন পুলিস কর্মী নির্মল কুমার দাস এর। বাস দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ট্রমা কেয়ার সেন্টার ভর্তি ছিলেন তিনি।

6 months ago


Accident: সাতসকালে ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা, আহত বহু

নিয়ন্ত্রণ হারিয়ে একটি লাক্সারি বাস ধাক্কা মারে ২৩৫ নং রুটের একটি বাসে। ধাক্কার জেরে বাসটি ডিভাইডারে উঠে যায়। সোমবার সকাল ৯.১০ নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বেহালার ঠাকুরপুকুর ৩এ বাস স্ট্যান্ডের নিকট। ঘটনায় প্রায় ২১ জন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিসের তৎপরতায় আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

জানা গিয়েছে, ২৩৫ নং বাসটি একটি প্রাইভেট গাড়ির উপর উঠে যায়। বাস দুটি ও চার চাকা গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। এছাড়াও সাতসকালের এই দুর্ঘটনায় রাস্তার ধারে ফল নিয়ে বসা এক ব্যবসায়ীও গুরুতর আহত হয়েছেন। ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্রে খবর।

উল্লেখ্য, কয়েক মাস আগেই বেহালার চৌরাস্তায় ঘটেছিল ভয়াবহ দুর্ঘটনা। এরপর আবার ঠাকুরপুকুরে। স্থানীয়দের দাবি, ট্রাফিক পুলিসদের আরও কড়া হতে হবে। প্রশাসনকে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন।

6 months ago
Birthday: জন্মদিন দুই হলেও আমরা এক নই

চিরঞ্জিত (বিধায়ক/অভিনেতা): হ্যাঁ ঠিকই, বৃহস্পতিবার ২ নভেম্বর আমার জন্মদিন এবং শাহরুখ খানেরও তাই। আমরা দুজনই রঙিন দুনিয়ার মানুষ। একসময় চুটিয়ে অভিনয় করেছি এবং পত্রপত্রিকা আমাকে একেবারে বাংলার সুপারস্টার নায়ক বলতো। উত্তমকুমারের পরে এই খ্যাতি যে পাবো তা কে জানতো । প্রসেনজিৎ নিয়ে আমার কিছু বলার নেই কারণ বুম্বা আমার অনেক পরে ওই খ্যাতি পেয়েছে। আরে বাবা আমার বয়স তো হয়েছে নাকি সুতরাং তুলনা অপ্রয়োজনীয়। যদিও আমার ছবির কাজে আসাটা টিভির দুনিয়ায় খবর পড়া বা সাংবাদিকতা করার পরে। একই দিনে শাহরুখ খানের জন্মদিন কাজেই  খবরওয়ালারা নিয়ম করে প্রতি বছরেই আমাকে শাহরুখ নিয়ে প্রশ্ন করে। অনেকটা এই রকম যে, একই দিনে আমাদের জন্মদিন কাজেই আমাদের মধ্যে মিল কতটা?

দেখুন, একটি বিষয়ে আমাদের অসম্ভব মিল, তা হচ্ছে, আমরা দুজনেই সুখী দাম্পত্য জীবন যাপন করছি কোনও গুঞ্জন ছাড়াই। আমাদের দুজনের কাছেই দিনের শেষে পরিবারই আসল। এছাড়া ওর আগমন টিভি থেকে আমারও কিন্তু অমিলটাই বেশি। শাহরুখ হিন্দি ছবির নায়ক। ওদের ব্যাপার স্যাপারই আলাদা। কোটি কোটি টাকার কারবার। ছবি চলুক বা ফ্লপ হোক টাকার পাহাড়ের খরচ থাকবেই। আজকাল তো শুনি শাহরুখ নিজেই তাঁর অধিকাংশ ছবির প্রযোজক। যদিও এখনকার ছবি আর নির্দিষ্ট হাউসে রিলিজ করে না। বেশিরভাগই শপিং মল বা মাল্টিপ্লেক্সে। এক সপ্তাহেই টাকা তুলতে হবে। এখন গ্রামগঞ্জে সিনেমা কোথায়? দেশের সাধারণ নিম্নবিত্ত মানুষ যদি আমার সিনেমা না দেখে তবে লাভ কি?

আমার শুরু কিন্তু সত্যজিৎ রায়ের সহযোগী হিসাবে। তাঁর একটি ডকুমেন্টরি ছবিতে অভিনয় করেওছি। পরিচালনার কাজটি ওনার কাছ থেকেই শেখা যে কারণে পরবর্তী সময়ে নিজেই পরিচালনায় হাত দিয়েছিলাম। এই সুযোগ আজকের দিনে রঞ্জিত মল্লিক আর দীপঙ্কর দে ছাড়া আর কার আছে? আজকে সুপারস্টার বলে কিছুই নেই। কাজেই শাহরুখের মতো যেকোনও চরিত্রে সবাই কাজ করছে।

আর একটি ব্যাপারে শাহরুখের সঙ্গে আমার মিল রয়েছে। আমরা দুজনই খেলার ভক্ত। যদিও শাহরুখ একটি ক্রিকেট দলের মালিক এবং ওই অবধি। আমি খেলতাম নিজে কাজেই খেলার টেকনিকাল দিকটা বুঝি। এই তো জন্মদিনের গপ্পো। (অনুলিখন-প্রসূন গুপ্ত) 

7 months ago


Dunki: জন্মদিনে ভক্তদের জন্য বড় উপহার 'কিং খান'-এর, মুক্তি পেল 'ডাঙ্কি'-র টিজার

২ নভেম্বর, আজ 'কিং খান' শাহরুখ খানের জন্মদিন। ৫৮ বছরে পাড়ি দিলেন বলিউড বাদশা। অনুরাগীরা জন্মদিনের দিন তাঁর এক ঝলক দেখবার জন্য মন্নতের বাইরে দাঁড়িয়ে থাকেন। ফলে তাঁদেরও নিরাশ করেননি শাহরুখ। ঘড়িতে রাত ১২ টা বাজতেই মন্নতের ব্যালকোনিতে এসে ভক্তদের সঙ্গে দেখা করলেন তিনি। তবে সকাল হতেই আরও এক চমক দিলেন শাহরুখ। প্রকাশ্যে আনলেন তাঁর আসন্ন ছবি 'ডাঙ্কি'-এর টিজার। তাঁর জন্মদিনে অনুরাগীদের কাছে এটাই হয়তো সবচেয়ে বড় উপহার ছিল!

২০২৩ সালের বেশির ভাগ সময়ই বক্স অফিসে দাপিয়ে বেড়িয়েছে শাহরুখ খানের 'জওয়ান' ও 'পাঠান'। অবশেষে 'ডাঙ্কি'-এর ঝলক দেখার জন্যই অপেক্ষায় ছিলেন তাঁর ভক্তরা। শাহরুখের জন্মদিনেই সেই অপেক্ষার অবসান হল। টিজার দেখার পরই নতুন নতুন চমক। পাঠান, জওয়ানের লুক ছেড়ে এক নতুন অবতারে ধরা দিলেন বাদশা। টিজারেই দেখা গেল বাদশার অন্যরকম লুক। এই অবতার ৫৮ বছর বয়সকেও যেন তুড়ি মেরে ওড়ালেন কিং খান! এছাড়াও এই ছবিতে তাপসী পান্নুর পাশাপাশি দেখা গেল ভিকি কৌশল, বোমান ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি, ধর্মেন্দ্রকে। এক পরিবারের স্বপ্ন লন্ডন যাওয়া। আর সকলের স্বপ্ন পূরণের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন শাহরুখ। আর সেই স্বপ্নপূরণ করতে গিয়ে কোন কোন ঝুঁকি নিতে চলেছেন তিনি, তা নিয়েই এই ছবি বলে প্রাথমিকভাবে অনুমান করা যায়।

বৃহস্পতিবার সকাল ১১ টা বাজতেই রাজকুমার হিরানি পরিচালিত ছবি 'ডাঙ্কি'-এর টিজার টুইট করে কিং খান লিখেছেন, 'বন্ধুত্ব, ভালোবাসা, একে অপরের পাশে থাকা… সম্পর্কে জড়িয়ে থাকার নামই হল বাড়ি। আমি ভাগ্যবান যে, এই প্রজেক্টের সঙ্গে জুড়তে পেরেছি নিজেকে। আশা করি, আপনারাও আমাদের এই সফরে আমাদের পাশে থাকবেন।' উল্লেখ্য, চলতি বছরের বড়দিনেই মুক্তি পেতে চলেছে শাহরুখের 'ডাঙ্কি'।

7 months ago
Ambani: ফের খুনের হুমকি ব্যবসায়ী মুকেশ আম্বানিকে, ২০০ কোটি টাকা দাবি দুষ্কৃতীদের

২৪ ঘণ্টা কাটতে না কাটতে মুকেশ অম্বানিকে ফের খুনের হুমকির অভিযোগ। এবার ২০ কোটি নয়, ২০০ কোটি দাবি করা হয়েছে। সেইসঙ্গে মেলে বলা হয়েছে, টাকা না পেলে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যানের মৃত্যু এবার অবধারিত। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ এবং ৫০৬ (২) ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা গিয়েছে, এবারও একই অ্যাকাউন্ট থেকে মেল করা হয়েছে মুকেশ অম্বানিকে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, প্রথম যে অ্যাকাউন্ট থেকে মেল আসে, সেটি আসলে সাদাব খান নামে এক ব্যক্তির। কিন্তু, অভিযুক্তের পুরোপুরি নাগাল পাওয়ার আগেই আবারও ওই অ্যাকাউন্ট থেকে হুমকি বার্তা আসে। পুলিশ সূত্রে খবর, ইমেলে বলা হয়েছে, "আগের পাঠানো ইমেলের কোনও উত্তর পাইনি। তাই টাকার পরিমাণ এ বার ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০০ কোটি করা হল। যদি এই টাকা না পাই, তা হলে মুকেশ অম্বানির মৃত্যু অবধারিত।" 

7 months ago
Deepika-Ranveer: বিবাহের ৫ বছর পর বিয়ের ভিডিও প্রকাশ্যে, দেখুন রণবীর-দীপিকার দুষ্টু-মিষ্টি প্রেম

অপেক্ষার অবসান! অবশেষে প্রকাশ্যে এল বলিউড জুটি রণবীর-দীপিকার রাজকীয় বিয়ের ভিডিও। আর এই ভিডিও প্রকাশ্যে আসার নেপথ্যে রয়েছেন করণ জোহর। ফলে রণদীপ অনুরাগীরা করণকেই ধন্যবাদ জানাচ্ছেন। কফি উইথ করণ-এর সিজন ৮-এ (Koffee With Karan 8) দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও রণবীর সিং (Ranveer Singh)-এর বিয়ের ভিডিও (Wedding Video) দেখানো হয়েছে। যা দেখে ভক্তরা বেশ উত্তেজিত হয়ে পড়েছেন।

২০১৮ সালের ১৪ নভেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন ও অভিনেতা রণবীর সিং। পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধবদের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন বলিউডের চর্চিত তারকা যুগল। আর এবারে বিয়ের ৫ বছর পর প্রকাশ্যে এল তাঁদের বিয়ের ভিডিও। এটি দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাঁদের অনুরাগীরা। ফলে অবশেষে তাঁদের ভিডিও দেখার পর অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

View this post on Instagram

A post shared by Vishal Punjabi (@theweddingfilmer)

'কফি উইথ করণ'-এর সিজন ৮-এ প্রথম অতিথি ছিলেন রণবীর-দীপিকা। ২৫ অক্টোবরই সেই পর্ব প্রকাশ্যে আসে। সেই শোয়েই তারকা দম্পতির রাজকীয় বিয়ের ভিডিও দেখা গেল। রণবীর-দীপিকার বিয়ের বিশেষ বিশেষ মুহূর্ত, একে-অপরের প্রতি ভালোবাসা-শ্রদ্ধা, বর-কনের দুষ্টু-মিষ্টি প্রেম, যাবতীয় রসদে ঠাসা এই বিয়ের ভিডিও। যা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন খোদ করণ জোহরও। অনুরাগীরাও উচ্ছসিত। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। পাশাপাশি এই বলি জুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভক্তরা।

7 months ago


Thakurpukur: স্কুটি থেকে নামিয়ে যুবককে ধারালো অস্ত্রের কোপ! ঠাকুরপুকুরে গ্রেফতার অভিযুক্ত

চতুর্থীর দিন সকালে ঠাকুরপুকুরে এক যুবককে খুনের অভিযোগ। সকাল সাড়ে আটটার সময় নিজের বোনকে টিউশনি দিয়ে ফিরছিলেন নিহত যুবক অনিমেষ সিং (২৬)। সেই সময় আচমকা রাস্তার মধ্যেই এক ব্যক্তি অনিমেষকে স্কুটি থেকে নামিয়ে ধারালো অস্ত্রের কোপ মারে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন অনিমেষ। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কী কারণে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে ঠাকুরপুকুর থানার পুলিস। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তির নাম সুবল সর্দার। ঠাকুরপুকুর থানা এলাকার ভট্টাচার্য পাড়ায় বাড়ি অভিযুক্তের। ঠাকুরপুকুর শীলপাড়া এলআইসি মোড়ের কাছে সকাল সাড়ে আটটা নাগাদ সুবল অনিমেষকে স্কুটি থেকে নামিয়ে কোপানো শুরু করে বলে অভিযোগ। তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেন অভিযুক্ত। তড়িঘড়ি স্থানীয়রা অনিমেষকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি।

কী কারণে এই খুন, তা এখনও জানা যায়নি। পুলিস জিজ্ঞাসাবাদ শুরু করেছে। সাতসকালে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

7 months ago
Deepika Padukone: পরনে উর্দি, হাতে বন্দুক, মুখে ক্রূর হাসি! 'লেডি সিংহম' রূপে দীপিকা পাডুকোন

দেবীপক্ষের সূচনালগ্নে রণংদেহি রূপ দেখা গেল বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের। পরনে পুলিসের ইউনিফর্ম, হাতে বন্দুক, চোখে-মুখে হিংস্রতার ছাপ। জানা গিয়েছে, 'সিংঘম এগেইন' (Singham Again) ছবিতে দেখা যাবে দীপিকা পাডুকোনকে (Deepika Padukone)। আর সেই ছবিতে দীপিকার লুকই প্রথম প্রকাশ্যে আনলেন খোদ পরিচালক রোহিত শেট্টি। দীপিকার এই রূপ দেখে বেজায় খুশি তাঁর অনুরাগীরা। 'কপ ইউনিভার্স'-এর ছবি 'সিংহম এগেইন'-এ পুলিসের চরিত্রে দেখবার জন্য মুখিয়ে রয়েছেন দীপিকার ভক্তরা।

View this post on Instagram

A post shared by Rohit Shetty (@itsrohitshetty)

বলিউডে 'কপ ইউনিভার্স'-এর সূচনাই পরিচালক রোহিত শেট্টির হাতে। প্রথমে 'সিংহম' ছবিতে পুলিসের চরিত্রে দেখা যায় অজয় দেবগনকে। 'সিংহম রিটার্নস'-এও ছিলেন অজয় দেবগন। এর পর 'সিম্বা'-তে রণবীর সিং ও 'সূর্যবংশী'-তে অক্ষয় কুমারকে পুলিসের চরিত্রে দেখা যায়। এবারে 'সিংহম এগেইন'-এ দেখা যায় দীপিকা পাডুকোনকে। জানা গিয়েছে, ছবিতে অজয় দেবগনের বোন শক্তি শেট্টি হিসাবে দেখা যাবে রণবীর পত্নীকে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় দীপিকার 'লেডি সিংহম' লুক প্রকাশ্যে এনে রোহিত লিখলেন, 'নারী যেমন সীতার রূপ, প্রয়োজনে দুর্গারও রূপ নিতে পারে। এই হিংস্র, অসহিষ্ণু অফিসারের সঙ্গে পরিচয় করুন। যিনি আমাদের পুলিm ব্রহ্মাণ্ডের শক্তি। আমার 'লেডি সিংহম' দীপিকা পাডুকোন।' উল্লেখ্য, রোহিত শেট্টির সিংহম এগেইম ২০২৪ সালের ১৫ অগাস্ট মুক্তি পাওয়ার কথা।

7 months ago