Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Terrorist

Balakot: বড় সাফল্য সেনার! জম্মু-কাশ্মীরে সেনার অভিযানে নিকেশ ২ জঙ্গি

পুঞ্চের বালাকোট (Balakot) সেক্টরে রাতব্যাপী অভিযানে নিহত (Death) হয়েছেন দুই জঙ্গি (Terrorist)। শনিবার সন্ধ্যায় একজন প্রতিরক্ষা আধিকারিক জানিয়েছেন, সৈন্যরা বালাকোট সেক্টরে এলওসি বরাবর একটি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এবং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছে বুধতে পেরে গুলি চালান। বেগতিক বুঝে পাল্টা সেনা কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় তারা। সেনাদের গুলিতে দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে সূত্রের খবর।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সীমান্তের ওপার থেকে এপারের জেহাদি কার্যকলাপে মদত দেওয়ার উদ্দেশ্যে সীমান্ত পার করার চেষ্টা করছিল তারা। কিন্তু সেনার নজরে পড়ে যাওয়ায় সেই উদ্দেশ্য সফল হয়নি। সেনা সূত্রের খবর, ওই গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এক সেনাকর্তা জানিয়েছেন, আরও কোনো জঙ্গির উপস্থিতি রয়েছে কিনা তা জানার জন্য তল্লাশি চলছে।

উল্লেখ্য, বছরের প্রথম দিন যখন সকলে আনন্দে মেতে ঠিক সেই সময়েই জঙ্গিদের গুলিতে এবং বিস্ফোরণে কাশ্মীরে হিন্দুদের মৃত্যু হয়। প্রথম হামলাটি হয় শ্রীনগরে। সেখানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিবাহিনী। এর পরপরই রাজৌরির ডাঙরি গ্রামে ভয়াবহ হামলা চলে। জোড়া হামলায় মোট ৭ জন নিহত হয়েছে। যার মধ্যে ২ জন শিশুও ছিল। সেই হামলার পর কেন্দ্র জম্মু-কাশ্মীর জুড়ে প্রায় ২ হাজার আধা সামরিক বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। সন্ত্রাসবাদ অভিযান চলছে জোর কদমে। প্রতিটি সন্দেহজনক এলাকায় চলছে তল্লাশি।

one year ago
Kashmir: বছরের শুরুতে সন্ত্রাস ফিরলো কাশ্মীরে! জোড়া জঙ্গি হামলায় নিহত ৪, আহত অন্তত ৯

বছরের শুরুতে রবিবার সন্ধ্যায় জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। কাশ্মীরের (Jammu and Kashmir) শ্রীনগর ও রাজৌরিতে রবিবার জোড়া হামলা চালায় সন্ত্রাসবাদীরা। হামলায় নিহত হয়েছেন ৪ জন আর গুরুতর আহত অবস্থায় ৯ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানান্তরিত করা হয়েছে জম্মুর হাসপাতালে।

ঘটনার পরও থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। তল্লাশি জারি রেখেছে পুলিস। জানা গিয়েছে,নিহতরা সতীশ কুমার (৪৫), দীপক কুমার (২৩), এবং প্রীতম লাল (৫৭) এবং  শিব পাল। স্থানীয় সূত্রের খবর, হাসপাতালে মারা যান শিব পাল।

আহতদের মধ্যে শিশু পাল (৩২), পবন কুমার (৩৮), রোহিত পণ্ডিত (২৭), সরোজ বালা (৩৫), রিধাম শর্মা (১৭) এবং পবন কুমার (৩২) রয়েছেন। গুরুতর আহত ব্যক্তিদের জম্মু শহরে বিমানে করে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, এই ঘটনায় আহত এবং নিহত সকলেই ধর্মীয় সংখ্যাগুরু। পুলিস সূত্রের খবর, জঙ্গিরা যে এলাকায় আক্রমণ করে, সেই এলাকা সংখ্যাগুরু অধ্যুষিত। ওই এলাকার তিনটি বাড়িতে হামলা চালায় দুই জঙ্গি।

স্থানীয় সূত্রে খবর, রবিবার একটি এসইউভি গাড়ি করে জঙ্গিরা ডাংরি গ্রামে হামলা চালায়। সন্ত্রাসীরা গাড়ি থেকে নেমে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। তারপর স্থানীয়রা আহতদের রাজৌরির সরকারি হাসপাতালে নিয়ে যান। এদিন রবিবার প্রথম হামলাটি হয় শ্রীনগরে। সেখানে গ্রেনেড হামলা চালায় জঙ্গিবাহিনী। তাতে ৬ জনের জখম হওয়ার খবর মেলে। এরপরই ডাংরি গ্রামে হামলা চলে।

প্রসঙ্গত, সকাল থেকে রাজৌরি মেডিক্যাল কলেজের সামনে গ্রামবাসীরা জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। জঙ্গিবিরোধী স্লোগান তোলেন তাঁরা। এমনকি তাঁদের প্রাণ সংশয় নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার, আরও কঠোর নিরাপত্তা বাড়ানোর দাবি জানান। তবে জোড়া হামলার পর দুই এলাকাতেই নিরাপত্তাবলয় আরও আঁটোসাঁটো করা হয়েছে।

one year ago
Kashmir: ফের জঙ্গি দমনে সাফল্য নিরাপত্তা বাহিনী, গুলির লড়াইয়ে খতম ৩ জঙ্গি

ফের জঙ্গি দমনে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সিধরা এলাকায় শুরু হয় গুলির (Encounter) লড়াই। জঙ্গিরা ওই এলাকায় গা-ঢাকা দিয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপর ওই এলাকায় অভিযান চালাতেই সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনার গুলিতে নিহত হয় ৩ জঙ্গি (Terrorist)।                                     

একজন আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিধরা এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু করেছিল। সন্দেহজনক স্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিরা বাহিনীর উপর গুলি চালায়। এরপর পাল্টা গুলি চালায়  সেনারা। এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়।

জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের শনাক্ত করা হচ্ছে। তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল তা এখনও জানা যায়নি। এদিকে গত ২৪ ডিসেম্বর উরি থেকেও প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য, গত সপ্তাহে কাশ্মীরের শোপিয়ান এলাকায় তিন লস্কর জঙ্গিকে খতম করেছিল কাশ্মীর পুলিস। জানা যায়, এলাকায় নজরদারি চালানোর সময়ে আচমকাই পুলিসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পালটা আক্রমণেই মৃত্যু হয় তিন জঙ্গির।

one year ago


Kashmir: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩ এলইটির জঙ্গি

মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরের (Kashmir) শোপিয়ান (Shopian)জেলার জৈনপোরার মুঞ্জ মার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের বন্দুকযুদ্ধ (Encounter) হয়। পুলিস সূত্রে খবর, এই সংঘর্ষে  তিন লস্কর-ই-তৈবা (এলইটি) (LeT terrorists) সন্ত্রাসী নিহত হয়েছে। এই সন্ত্রাসীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিস।

জিএনএস-এ পৌছানো রিপোর্টে বলা হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনীর ১আরআর  এবং ১৭৮ সিআরপিএফ-এর একটি যৌথ দল মুঞ্জ মার্গে অভিযান শুরু করে। বাহিনীর যৌথ দল সন্দেহভাজন স্থানের দিকে গেলে লুকিয়ে থাকা জঙ্গিরা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর শুরু হয় গুলির লড়াই।

উল্লেখ্য, ইতিমধ্যে দুই সন্ত্রাসীকে শোপিয়ানের লতিফ লোন এবং অনন্তনাগের উমর নাজির হিসাবে চিহ্নিত করা হয়েছে। পুলিস জানিয়েছে, লতিফ লোন একজন কাশ্মীরি পন্ডিত পুরাণ কৃষ্ণ ভাটের হত্যার সঙ্গে জড়িত ছিল। আর  উমর নাজির নেপালের তিল বাহাদুর থাপা হত্যার সঙ্গে জড়িত ছিল।

পুলিস সন্ত্রাসীদের কাছ থেকে ৪৭ রাইফেল ও দুটি পিস্তল উদ্ধার করেছে। কাশ্মীর জোন পুলিস একটি টুইট বার্তায় জানিয়েছ, "নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন এলইটি-এর সঙ্গে জড়িত ৩ সন্ত্রাসী নিহত হয়েছে।"

one year ago
Terrorist: হরিদেবপুরে জঙ্গির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য, খুন না আত্মহত্যা দেখছে পুলিস

জঙ্গির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিদেবপুরে (Haridevpur)। বাংলাদেশের কুখ্যাত জঙ্গি (terrorist) তমাল রায় চৌধুরী ওরফে ম্যাক্সন নামক ব্যক্তির দেহ উদ্ধার হয় বৃহস্পতিবার। গত ফেব্রুয়ারি মাসেই ডানলপ (Dunlop) এলাকা থেকে গ্রেফতার করেছিল সিআইডি (CID)। এরপর ৮ এপ্রিল সে ছাড়া পায়। পরবর্তীকালে জীবনের মূল স্রোতে ফেরার চেষ্টাও করেছিল সে। অর্পিতা হাজরা নামে এক মহিলাকে বিয়েও করে। হরিদেবপুর থানা অন্তর্গত মতিলাল গুপ্ত রোডে ভাড়া নিয়ে থাকাও শুরু করে তারা। এরপর বৃহস্পতিবার তার দেহ উদ্ধার (deadbody) ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। খুন নাকি আত্মহত্যা? খুন হলে কী কারণে তাকে খুন হতে হল? তার মৃত্যুর নেপথ্যে আদতে কার বা কাদের হাত রয়েছে? সব মিলিয়েই শুরু হয়েছে ধোয়াশা।

পুলিস সূত্রে খবর, এর আগে সিআইডি তাকে গ্রেফতার (arrest) করেছিল বাংলাদেশের একটি জঙ্গি দলের সঙ্গে সে সক্রিয়ভাবে যুক্ত ছিল সে কারণে। তবে জেল থেকে ছাড়া পেয়ে সে জীবনের মূল স্রোতে ফেরার চেষ্টা করেছিল। স্থানীয়দের বক্তব্য, এই ফ্ল্যাটে অনেকেরই যাতাযাত ছিল। এই ম্যাক্সন নামক ব্যক্তি তার পার্টনারকে নিয়েই থাকত। তবে দুজনেই বিবাহিত ছিল। সেই নিয়ে মাঝে মধ্যেই গণ্ডগোল হতো। ম্যাক্সনের পার্টনারের গায়ে মারের দাগ দেখা যেত। তবে প্রতিবেশীদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার ছিল তার। কিন্তু হাতে কোনও কাজ ছিল না ম্যাক্সনের।

বৃহস্পতিবার তার পার্টনার বাজার যান, বাড়ি ফিরে এসে দেখেন ম্যাক্সনের ঝুলন্ত দেহ। তড়িঘড়ি বাঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিস। তার পার্টনারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত বিষয়। 

one year ago


Delhi: লালকেল্লা হামলায় জড়িত লস্কর জঙ্গি আরিফের ফাঁসির সাজা বহাল সুপ্রিম কোর্টে

লালকেল্লায় (Red Fort Attack) ২০০০ সালের জঙ্গি হামলায় (Terrorist) ঘটনার দোষী মহম্মদ আরিফে ওরফে আশফাকের ফাঁসির (Life Conviction) সাজা বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার সদস্য আরিফ মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার জন্য শীর্ষ আদালতে আবেদন করেছিল। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ তা খারিজ করেছে। ২০০০-র ২২ ডিসেম্বর লালকেল্লায় জঙ্গি হামলায় জড়িত ছিল পাক জঙ্গি আরিফ। ওই ঘটনায় দু'জন সেনা এবং এক সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। ২০০৫ সালে নিম্ন আদালত তাঁকে ফাঁসির সাজা দেয়। দিল্লি হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বহাল রাখে। ২০১১ সালে সুপ্রিম কোর্টও লালকেল্লা হামলার মূল দোষীকে একই সাজা দেয়।

এদিকে, এই হামলার আরিফের সহযোগী অভিযোগে ২০১৮ সালে বিলাল আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল গুজরাত পুলিসের এটিএস ও দিল্লি পুলিশের স্পেশাল সেল। কিন্তু জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছিল, বিলালের বিরুদ্ধে লস্কর-যোগের কোনও প্রমাণ নেই।

2 years ago
Kashmir: সেনা সক্রিয়তায় কুপওয়ারা দিয়ে ব্যর্থ জঙ্গি অনুপ্রবেশ, বাহিনীর গুলিতে মৃত এক সন্ত্রাসবাদী

গোটা দেশ যখন আলোর উৎসবে মশগুল, তখন জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা (Indian Army)। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু এক জঙ্গির। ঘটনাটি উপত্যকার কুপওয়াড়া জেলার নিয়ন্ত্রণ রেখার কাছে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার, নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর কারনাহ সেক্টরে সেনার চোখে ধুলো দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছিল। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় সেনা। দু তরফে শুরু হয় তুমুল গুলির লড়াই। সেনার গুলিতে এক জঙ্গির (Terrorist) মৃত্যু হয়েছে। গত মাসেই কুপওয়াড়াতে সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। সে বারও একইভাবে নিয়ন্ত্রণ রেখা টপকে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সেদিন গুলির লড়াই থামার পর সেনা তল্লাশিতে পিস্তল, গ্রেনেড উদ্ধার হয় মৃতদের থেকে।

বছর ঘুরলেই সম্ভবত জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন। তাই জনমানসকে আতঙ্কে রাখতে এবং নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করতে এখন থেকেই জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা পড়শি দেশের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীগুলোর। আর তাঁদের এই কু চক্রান্ত ব্যর্থ করতে বারবার সফল দেশের সেনাবাহিনী। এমনটাই জানিয়েছেন প্রাক্তন সেনাকর্তারা।


2 years ago
Jammu & Kashmir: ফের বড় সাফল্য জম্মু ও কাশ্মীর পুলিসের, ব্যর্থ হল সন্ত্রাসী হামলা

ফের বড় সাফল্য পেল জম্মু ও কাশ্মীর পুলিস (Jammu Kashmir Police)। শনিবার পাকিস্তান সন্ত্রাসীদের (Pakistani Terrorist)একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে। কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকা থেকে তিনটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং স্টিকি বোমা (sticky bombs) উদ্ধার করেছে কাশ্মীরি পুলিস।

পুলিস সূত্রে খবর, ২ অক্টোবর কাঠুয়া থেকে গ্রেফতার করা জইশ-ই-মোহাম্মদ (জেএম) সন্ত্রাসীর প্রকাশের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। তল্লাশি চলাকালীন উদ্ধার হয় বিস্ফোরক, স্টিকি বোমা।  জানা গিয়েছে, পুলিস উচ্চ বিস্ফোরক, তিনটি স্টিকি বোমা, তিনটি ডেটোনেটর উদ্ধার করেছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কাঠুয়ার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিস (এসএসপি) আরসি কোতওয়াল বলেছেন, "কাঠুয়ার মালাড বিল্লাওয়ারের বাসিন্দা প্রাক্তন সন্ত্রাসী জাকির হুসেন ভাটকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন জানা যায়,  তিনটি স্টিকি বোমা, তিনটি ডেটোনেটর, একটি রিমোট কন্ট্রোল এবং বিস্ফোরকের জন্য ব্যবহৃত উপাদান যা একটি ব্যাগে ভরে বিল্লাওয়ারের মালাড এলাকায় একটি গোপন আস্তানায় লুকিয়ে রাখা হয়েছিল।"

কাঠুয়ার এসএসপি আরও বলেছেন যে, পুলিস একটি বড় দুর্ঘটনা এড়াতে পেরেছে। এই জাতীয় সামগ্রী উদ্ধার না করলে ঘটতে পারৎ যে কোনও বড় বিপদ। কারণ উৎসবের মরসুম চলছে। বিস্ফোরকটি যে কোনও জায়গায় ব্যবহার করত।

তিনি আরও বলেন, সন্ত্রাস জাকিরকে ২ অক্টোবর বিল্লাওয়ার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল। এবং পুলিস তার কাছ থেকে একটি স্টিকি বোমা এবং ২০,০০০ টাকা উদ্ধার করেছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে বিস্তারিত জানতে আরও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

এর আগে শুক্রবার, জম্মু ও কাশ্মীরের রাজ্য তদন্ত সংস্থা (এসআইএ) বলেছিল যে, পাকিস্তানি মাস্টারমাইন্ড অর্থাৎ পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সমর্থনে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র করছে।  সেই  মতো তল্লাশির সময় অপরাধমূলক সামগ্রী, মোবাইল ফোন এবং তদন্তে থাকা অন্যান্য জিনিসপত্র উদ্ধার ও জব্দ করা হয়।

2 years ago


Vaccination: পাকিস্তানে পোলিও টিকাকর্মীদের উপরে জঙ্গিদের হামলা, মৃত ৪ স্বাস্থ্যকর্মী

গোটা বিশ্বের মধ্যে আফগানিস্তান (Afghanistan) ও পাকিস্তান (Pakistan) এই দুটি দেশে পোলিও রোগের টিকাকরণ একেবারে কচ্ছপের গতিতে এগোচ্ছে। দুটি দেশে সন্ত্রাসবাদী হামলা (Terrorist attack) এবং সেখানকার মানুষের অন্ধবিশ্বাসের জেরে সেখানে টিকাকরণ (Polio Vaccination) প্রায় অব্যাহত। এবার ফের জঙ্গি হামলার শিকার হল পাক স্বাস্থ্যকর্মীদের কনভয়। ঘটনাটি ঘটেছে খাইবার-পাখতুনখোয়া প্রদেশে। এই ঘটনায় টিকাকর্মীদের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিসকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর।

গত এপ্রিল মাস থেকে পাকিস্তানে পোলিওর ১৪টি নতুন মামলা সামনে এসেছে। আর সব ক’টির উৎসস্থল হচ্ছে পাক-আফগান সীমান্তের খাইবার-পাখতুনখোয়া প্রদেশ। তাই পরিস্থিতি সামাল দিতে সেখানে দ্রুত টিকাকরণ চালাচ্ছে পাক প্রশাসন। এই পরিস্থিতিতে বারবার তা ধাক্কা খাচ্ছে এই ধরনের নৃশংস হামলার ঘটনায়।

শুক্রবার ওই প্রদেশের গুল ইমান অঞ্চলে আচমকাই হানা দেয় দুষ্কৃতীরা। যে পুলিস মোবাইল ভ্যানটি দরজায় দরজায় গিয়ে টিকা দিচ্ছিল, তার উপরে হামলা চালায় তারা। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে পুলিসের উপরে। গুলিবিদ্ধ হয়ে চার পুলিসকর্মীর মৃত্যু হয় ঘটনাস্থলেই। আহত দুই। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে পুলিস এলাকায় তল্লাশি শুরু করে। দীর্ঘ সময় ধরে হামলাকারীদের সঙ্গে পুলিসের গুলির লড়াই চলার কথা জানা গিয়েছে।

এদিকে, এখনও পর্যন্ত এই হামলার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি। তবে নিরাপত্তা সংস্থাগুলির মতে, হামলার নেপথ্যে হাত তেহরিক-ই-তালিবানের হাত থাকতে পারে। কারণ, পাকিস্তানের জনজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে এর আগে টিকাকর্মীদের উপর হামলা চালিয়েছে তারা। জঙ্গি গোষ্ঠীটি মনে করে, পোলিও টিকাকরণ ‘ইসলামে নিষিদ্ধ’। তাই প্রশাসনের শত চেষ্টা সত্ত্বেও জনজাতি অধ্যুষিত অঞ্চলে পোলিও নির্মূল করা একটি বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গোটা বিশ্বকে এই দুই দেশের কারণেই এখনও পোলিওমুক্ত করা যায়নি।

2 years ago
Diamond Harbour: জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগ, মুম্বই থেকে গ্রেফতার ডায়মন্ড হারাবারের দুই

বড়সড় সাফল্য পেল পশ্চিমবঙ্গ পুলিসের এসটিএফ (STF)। জঙ্গি যোগের অভিযোগে মুম্বইয়ের নির্মল নগর থেকে গ্রেফতার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) দুই বাসিন্দা।  ধৃতরা, সাদ্দাম হোসেন খান এবং সমীর হোসেন। পুলিস  সূত্রে খবর, দু'জনকেই বানিজ্য নগর থেকে গ্রেফতার করে রাজ্য পুলিসের এসটিএফ এবং মুম্বই পুলিস। এই দু'জনের সঙ্গে জিহাদি জঙ্গিদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। ঘটনায় মুম্বই পুলিসের সহযোগিতায় রাজ্য পুলিসের এসটিএফ গ্রেফতার করেছে তাদের।

আজ সকালে ডায়মন্ড হারবার থানা এলাকার চাঁদনগর-দেউলপোতার বছর ৩০-এর সামির হোসেন শেখকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ধৃত বছর ৩৪ এর সাদ্দাম হোসেন খান আব্দুলপুরের বাসিন্দা। নিষিদ্ধ জেহাদি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং অত্যন্ত উগ্রবাদী গোপন কার্যকলাপের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে। উভয়কেই তদন্তের জন্য আদালতে পাঠানো হয়েছে।

2 years ago


Terrorist: ফের উরিতে হামলার ছক পাকিস্তানি জঙ্গিদের, নিহত তিন সন্ত্রাসী

ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি একটি ভিডিও (Video) শেয়ার করেছে। যেখানে দেখা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের (Jammu-Kashmir) উরিতে (Uri) নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে।

সেনা কর্মকর্তাদের মতে, বৃহস্পতিবার উরি সেক্টরের কমলকোট এলাকায় মাদিয়ান নানক পোস্টের কাছে তিনজন পাকিস্তানি সন্ত্রাসী ভারতে ঢোকার চেষ্টা করেছিল। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর ইলেকট্রনিক নজরদারি গ্যাজেট দ্বারা তাদের সনাক্ত করা হয়েছিল।

কর্মকর্তারা জানিয়েছেন, অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করেন ভারতীয় সেনারা। ঘটনাস্থলে উপস্থিত ভারতীয় সেনা সদস্যরা হামলা চালানোর আগেই সতর্ক হয়ে যান। এরফলে জঙ্গিদের লক্ষ্য করে গুলি চালাতে থাকেন। তাতে নিহত হয় জঙ্গিরা।

শ্রীনগর-ভিত্তিক পিআরও, প্রতিরক্ষা, কর্নেল এমরন মুসাভি বলেছেন, সন্ত্রাসীরা অনুপ্রবেশের জন্য ঘন গাছপালা, ঝরা পাতা এবং বৃষ্টিপাত এবং নিম্ন মেঘের আবরণ ব্যবহার করার আশা করছিল। কিন্তু তা কোনটাই সফল হয়নি।

উল্লেখ্য, গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়।  এছাড়া দুটি একে রাইফেল, একটি চাইনিজ এম-১৬ রাইফেল সহ অন্যান্য যুদ্ধের মতো স্টোর উদ্ধার করা হয়েছে।

2 years ago
AlQaeda: রাজ্য পুলিসের এসটিএফের জালে গ্রেফতার ২ আল কায়দা জঙ্গি

রাজ্য পুলিসের এসটিএফের বড় সাফল্য। এসটিএফের জালে গ্রেফতার(arrest) দুই আল কায়দা(Al-Qaeda) জঙ্গি। উত্তর ২৪ পরগনার শাসনের খড়িবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের নাম আবদুর রফিক সরকার ওরফে হাবিবুর এবং কাজি এহসান মোল্লা ওরফে হাসান। ধৃত আবদুর রফিক সরকার আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টের (AQIS) পশ্চিমবঙ্গের অপারেশনের চার্জে(operational charge) ছিলেন। সে নিজে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের বাসিন্দা। কাজি আহসান উল্লাহর বাড়ি হুগলিতে। ধৃতদের বিরুদ্ধে দেশদ্রোহ আইন এবং ভারতীয় দণ্ডবিধিতে একাধিক মামলা রুজু করা হয়েছে। দু’জনকে জেরা করে মোট ১৭ জনের নাম সামনে এসেছে বলেই খবর।

খড়িবাড়ি রাজারহাট রোড, খুব সহজেই বসিরহাটের দিক থেকে কলকাতার দিকে রওনা দেওয়া যায়। এই রাস্তাতে পুলিসের নজরদারি বলতে কিছুই নেই। আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে।আল কায়দার ভারতের শাখা সংগঠন (আল কায়দা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্ট বা আকিস)।

এসটিএফ সূত্রে খবর, তাঁরা খবর উত্তর ২৪ পরগনার খড়িবাড়িতে আরও এক জঙ্গির সঙ্গে দেখা করতে আসবে আবদুর রফিক। গোয়েন্দারা জানতে পারেন, বাংলাদেশ সীমান্তে ট্রেনিংয়ের ব্যবস্থা করা এমন কারও সঙ্গে দেখা করতে আসবেন আবদুর রফিক সরকার। সেই ব্যক্তি কাজি এহসান মোল্লা। এরপর থেকেই আবদুর রফিকের উপর নজর রাখতে শুরু করেন অফিসাররা। বুধবার যখন তারা একসঙ্গে হন, তখন তাদের গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর ।এরপরই গোপনে অপারেশন চালায় এসটিএফ (STF)। তখনই আসে সাফল্য। একসঙ্গে দুই আল কায়েদা জঙ্গি অফিসারদের জালে ধরা পড়ে। 

 সূত্রের খবর, ধৃতদের কাছ থেকে তিনটে জায়গার সন্ধান পেয়েছে এসটিএফ। সেই সূত্রকে কাজে লাগিয়ে ওই স্থানে তল্লাশি চালায় এসটিএফ। সূত্রের খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছেন যে তারা আল কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কন্টিনেন্টের সদস্য। ধৃতদের কাছ থেকে বহু মৌলবাদী নথি এবং বহু গোপন তথ্য উদ্ধার হয়েছে।

নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠীর হয়ে তারা বহুদিন ধরে কাজ করত বলেই খবর। ধৃতদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে। ভারতে নাশকতার উদ্দেশ্যে বাংলা-সহ একাধিক ভাষায় আচরণবিধি প্রকাশ করে সুন্নি জঙ্গি সংগঠনটি। সংবাদমাধ্যমে একটি অডিও বার্তায় সংগঠনটির সদস্যদের কার্যকলাপের পন্থা নির্দিষ্ট করে দিয়েছে জঙ্গি সংগঠনটি। গোয়েন্দা সূত্রে খবর, এক ডজনের বেশি ওয়েবসাইট রয়েছে বাংলায়। ওই ওয়েবসাইটগুলিতে আল কায়দার মতাদর্শ থেকে শুরু করে সংগঠনের শীর্ষ জেহাদি নেতাদের আরবি বক্তব্যকে বাংলায় অনুবাদ করে প্রচার করছে।সেগুলিকে চিহ্নিত করে সেই সাইটগুলি বন্ধ করা হলে ফের অন্য নামে জেহাদি ওয়েবসাইট খুলছে আল কায়দা বলে সূত্রে মারফত জানা গেছে। 

2 years ago
Kashmir: কাশ্মীরে ফের জঙ্গি নিশানায় পণ্ডিতরা, আপেল বাগানে এলোপাথাড়ি গুলিতে মৃত এক

কাশ্মীরের (Kashmir) শোপিয়ানের (Shopian) একটি আপেল বাগানে অতর্কিতে হামলা চালায় সন্ত্রাসবাদীরা (Terrorist Attack)। এই হামলায় নিহত (Death) হয়েছেন একজন কাশ্মীরি পণ্ডিত এবং আহত আরও এক। দু'জনেই কাশ্মীরি পণ্ডিত বলে জানিয়েছে পুলিস। সন্ত্রাসী হামলায় মৃত ব্যক্তির নাম সুনীল কুমার। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ভাই পিন্টু কুমার।

জানা গিয়েছে, শোপিয়ানের ছোটিপোরা এলাকার একটি আপেল বাগানে জঙ্গিরা নিরীহ নাগরিকের উপর গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। কাশ্মীর পুলিস টুইট করে জানিয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কারা এই নাশকতার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে যৌথ বাহিনী।

উল্লেখ্য, সোমবার স্বাধীনতা দিবসের বিকেলে শ্রীনগরে কাশ্মীর পুলিসের কন্ট্রোল রুম লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। গ্রেনেডের আঘাতে আহত হন এক পুলিসকর্মী। একজন সাধারণ নাগরিকও ঘটনায় আহত হয়েছেন। আপাতত দু'জনেই হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকায় চলছে তল্লাসি।

2 years ago


Jammu-Kashmir: রাজৌরিতে আত্মঘাতী জঙ্গি হামলায় নিহত ৩ জওয়ান, পাল্টা খতম ৩ জঙ্গি

ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu-Kashmir)। কাশ্মীরের রাজৌরি (Rajouri) সেক্টর থেকে ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার সেনা ঘাঁটিতে একটি আত্মঘাতী জঙ্গি হামলায় (terrorist attack) শহিদ হয়েছেন তিন সেনা জওয়ান (Army)। আহত আরও তিন। নিরাপত্তাবাহিনীর পাল্টা আক্রমণে খতম হয়েছে তিন জঙ্গি।

জানা গিয়েছে,  ওই সেনা বেসের অপারেটিং ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এবং সেনা ক্যাম্পে অনুপ্রবেশের চেষ্টা করছিল দুই জঙ্গি। সেনা জওয়ানরা দেখতে পেয়ে বৃহস্পতিবার ভোরে গুলি করে খতম করেন তাদের।  প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, এখনও আশপাশে জঙ্গিদের তল্লাশি চলছে। জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে সেনারা।

জম্মু জোনের অতিরিক্ত পুলিস কমিশনার মুকেশ সিং বলেছেন, হামলায় কয়েকজন সেনা কর্মীও আহত হয়েছেন। নিরাপত্তা আধিকারিকরা এলাকাটি ঘেরাও করে রেখেছেন এবং ঘটনাস্থলে অতিরিক্ত টিম পাঠানো হয়েছে। ওই তিন জঙ্গি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা চালাতে এসেছিল। কিন্তু সেনার সতর্ক প্রহরায় তা সফল হতে পারেনি। নয়তো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারত। এই জঙ্গিরা আত্মঘাতী (ফিদায়েঁ) বাহিনীর বলেই অনুমান।

2 years ago