
ফের জঙ্গি দমনে সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার সকালে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সিধরা এলাকায় শুরু হয় গুলির (Encounter) লড়াই। জঙ্গিরা ওই এলাকায় গা-ঢাকা দিয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। এরপর ওই এলাকায় অভিযান চালাতেই সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। সেনার গুলিতে নিহত হয় ৩ জঙ্গি (Terrorist)।
একজন আধিকারিক জানিয়েছেন, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিধরা এলাকায় যৌথ বাহিনীর অভিযান শুরু করেছিল। সন্দেহজনক স্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে লুকিয়ে থাকা জঙ্গিরা বাহিনীর উপর গুলি চালায়। এরপর পাল্টা গুলি চালায় সেনারা। এনকাউন্টারে তিন জঙ্গি খতম হয়।
জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের শনাক্ত করা হচ্ছে। তারা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য ছিল তা এখনও জানা যায়নি। এদিকে গত ২৪ ডিসেম্বর উরি থেকেও প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছিল। উল্লেখ্য, গত সপ্তাহে কাশ্মীরের শোপিয়ান এলাকায় তিন লস্কর জঙ্গিকে খতম করেছিল কাশ্মীর পুলিস। জানা যায়, এলাকায় নজরদারি চালানোর সময়ে আচমকাই পুলিসকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পালটা আক্রমণেই মৃত্যু হয় তিন জঙ্গির।