Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Sumggling

Arrest: ফের মাদক পাচারের ছক বানচাল করলো পুলিস, হেরোইন সমেত এক ব্যক্তিকে গ্রেফতার

ফের মাদক দ্রব্য পাচারের ছক বানচাল করলো পুলিস। হেরোইন (Heroin) সমেত এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করলো পুলিস। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল থানার অন্তর্গত বিলাশপুর কাটাদারা ব্রিজে। সাত দিনের পুলিসি হেফাজতের আবেদন চেয়ে অভিযুক্তকে বৃহস্পতিবার জেলা আদালতে পেশ করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিস (Police)। এই হেরোইন কী করে অভিযুক্তের কাছে আসলো এবং সেটি কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিস।   

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির নাম রাকিবুল ইসলাম। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বিলাশপুর কাটাদারা ব্রিজে অভিযান চালায় পুলিস। তারপরেই ওই ব্রিজে রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তিকে দেখতে পান। সন্দেহের জেরে তার কাছে তল্লাশি চালায় পুলিস। তারপরেই ওই ব্যক্তির কাছ থেকে হেরোইন উদ্ধার হয়। ধৃতের কাছ থেকে প্রায় ১৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডোমকল থানার পুলিস। 

11 months ago
Basirhat: ফের সীমান্তে পাচারের ছক বানচাল করল বিএসএফ, উদ্ধার লক্ষ টাকার জিনিস

ফের পাচারের (Sumggling) ছক বানচাল করল বিএসএফ (BSF)। মারণ রোগের ওষুধ, একাধিক চিকিৎসার সরঞ্জাম সহ রুপোর গয়না ও মাছের পিন বাংলাদেশে পাচারের আগেই তা উদ্ধার করলো বিএসএফ। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। উদ্ধার হওয়া সামগ্রীগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ইতিমধ্যেই পাচারকারীদের সন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ।

বিএসএফ সূত্রে খবর, কিছু পাচারকারী বেশ কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তের বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের দেখে তারা সেই মালপত্রগুলি রেখে পালিয়ে যায়। বিএসএফ গিয়ে ওই বস্তাগুলি উদ্ধার করে। বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, ওই বস্তার মধ্যে থেকে উদ্ধার হয় মারণ রোগের দুর্মূল্য ওষুধ, ইঞ্জেকশন, সিরিঞ্জ, ব্লাড টেস্টে ব্যবহৃত রাবার ও রুপোর এক কিলো গয়না। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।

অপরদিকে, বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় কালাঞ্চি চেকপোস্ট থেকেও ৪৭টি গলদা মাছের পিনের প্যাকেট উদ্ধার করলো বিএসএফ। যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান, এগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। 

11 months ago
Murshidabad: অবৈধভাবে গ্ৰামের পুকুর থেকে বালি তুলে বাজারে পাচারের অভিযোগ চোরা কারবারীদের বিরুদ্ধে

অবৈধভাবে গ্ৰামের পুকুর থেকে বালি (Sand Sumggling) তুলে বাজারে পাচার করার অভিযোগ। অভিযোগ উঠেছে চোরা কারবারীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি থানার যশোহরি ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ব্রাহ্মণ পাড়া গ্ৰামের ঘটনা। এমনকি এই ঘটনায় বাধা দিতে গেলে স্থানীয়দের গ্ৰামছাড়া করার ও রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় পাচারকারীরা, এমনটাই অভিযোগ। এমনকি এই ঘটনার খবর করতে গিয়ে অভিযুক্তদের রোষের মুখে পড়তে হয় সাংবাদিকদেরকেও।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন ধরে গ্ৰামের ওই পুকুরটির অংশীদারের মদতেই পুকুরটি থেকে প্রকাশ্যেই বালি খনন করছে কিছু ব্যক্তি। আর যার ফলে বসত বাড়ি তলিয়ে যাওয়া সহ প্রাণ সংশয়ের আতঙ্কে ভুগছে ঐ পুকুর পাড়ে থাকা বাসিন্দারা। এমনকি অবৈধ কাজে বাধা দিতে গেলে গ্রাম ছাড়া করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে স্থানীয়দের। 

স্থানীয়রা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কাতর আবেদন করে জানিয়েছেন, অবিলম্বে এই বালি খননের কাজ বন্ধ করুক প্রশাসন। এছাড়াও তাঁরা বলেছেন, প্রাণভয়ে পুলিস প্রশাসনের কাছে কোনও অভিযোগ জানাতে যেতে পারছি না। তবে এভাবে যদি বালি খনন হতে থাকে তাহলে আগামী দিনে বসতবাড়ি সহ প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা বাড়বে।

11 months ago


Cheetah: চিতাবাঘের চামড়া সহ এক যুবককে গ্রেফতার করল বনদফতর

চিতাবাঘের (Cheetah Skin) চামড়া সহ এক যুবককে গ্রেফতার (Arrest) করেছে বৈকুন্ঠপুর বনদফতরের আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে শালুগাড়া রেঞ্জের শিলিগুড়ির (Siliguri) ওলদাবাড়িতে। বন দফতর (Forest Division) সূত্রে খবর, বাজেয়াপ্ত করা ওই চিতাবাঘের চামড়ার দৈর্ঘ্য আনুমানিক ২ ফুট, প্রস্থ আনুমানিক ১ ফুট। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জ। বন দফতর সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ বেলাল আলি। সে চালসার বাসিন্দা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গাড়িটি ওদলাবাড়ি হয়ে মালবাজারের পথে রওনা হয়েছিল। তার আগেই বন দফতরের কর্মীদের জালে ধরা পড়ল অভিযুক্ত যুবক। বন দফতরের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় ওদলাবাড়িতে। অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি আটক করে শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা। তারপরে গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়া। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। 

তবে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে চিতাবাঘের চামড়াটি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং তা কোথায় পাচার করা হচ্ছিল? এমনকি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বন দফতর।

11 months ago
Basirhat: সীমান্ত থেকে বিদেশি কুকুর, বিড়াল সহ ৫ প‍্যাকেট মাছের চারা উদ্ধার করল বিএসএফ

ফের পাচারকার্য (Sumggling) রুখলো বিএসএফ (BSF)। সোনা রূপোর পর এবার সীমান্ত থেকে উদ্ধার হল একজোড়া বিদেশি কুকুর, একটি বিদেশি বিড়াল (Foreign Animals) সহ ৫ প‍্যাকেট মাছের চারা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার অন্তর্গত কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তে। ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী জওয়ানদের তৎপরতায় রোধ করা গিয়েছে এই পাচারকার্য। জওয়ানরা খাঁচাবন্দি পশু গুলিকে উদ্ধার করলেও পাচারকারী এখনও পলাতক। তবে উদ্ধার হওয়া ওই প্রাণী গুলিকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।  

বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছিল পাচারকারী। তখনই ওই সীমান্তে টহলদারিতে ছিলেন ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা। সেই সময়ই জওয়ানরা সীমান্তের জিরো পয়েন্টে পাচারকারীদের দেখতে পায়। তবে সীমান্তরক্ষীদের দেখতে পেয়ে ঘটনাস্থলেই একজোড়া বিদেশি কুকুর, একটি বিড়াল ও মাছের চারা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। তারপরেই বিএসএফের তরফে ওই প্রাণীগুলিকে উদ্ধার করা হয়। 

বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, বিদেশি কুকুরগুলি রটওয়িলার জার্মান প্রজাতির। মূলত শীত প্রধান দেশে এই কুকুরগুলি দেখা যায়। থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতীয় বাজারে এর দাম কয়েক লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হওয়া বিড়ালটি হিমালয়ান পার্শিয়ান প্রজাতির। আমেরিকা, থাইল্যান্ড ও ইরানে এই প্রজাতির বিড়াল বেশিরভাগ দেখা যায়।

11 months ago


Arrest: বড় সাফল্য পুলিসের, ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার

ফের বড় সাফল্য পুলিসের। ৩০০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar) সহ এক ব্যক্তিকে গ্রেফতার (Arrest) করলো বাগডোগরা (Bagdogra) থানার পুলিস (Police)। পুলিস সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগরার কেষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে একটি চার চাকার গাড়িতে তল্লাশি চালায় পুলিস। পরে ওই গাড়ি থেকেই উদ্ধার হয় ৩০০ গ্রাম ব্রাউন সুগার, নগদ ৮০০০ টাকা সহ দুটি মোবাইল ফোন। এমনকি গাড়িতে থাকা ওই অভিযু্ক্ত ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে। 

জানা গিয়েছে, ধৃতের নাম শাহজামাল (২৯)। ধৃত ঠাকুরগঞ্জের বাসিন্দা। ধৃতকে আজ, বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে, এমনটাই জানাচ্ছে পুলিস। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া মাদক মালদহ থেকে বিহারের ঠাকুরগঞ্জে পাচার করার চেষ্টা চলছিল। তবে সেই পাচারকার্য রুখলো পুলিস। 

11 months ago
Silver: ফের বড় সাফল্য বিএসএফের, সীমান্তে ২৩ কেজি রুপোর গয়না সহ গ্রেফতার পাচারকারী

পাচারের আগেই পাচারকারীকে (Sumggling) গাড়ি সহ গ্রেফতার (Arrest) করল বিএসএফ জওয়ানরা (BSF)। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) স্বরুপনগর থানার অন্তর্গত বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে। তল্লাশি চালিয়ে চারচাকা গাড়ি সিটের ভিতর থেকে প্রায় ২৩ কেজি রুপোর গয়না উদ্ধার করল বিএসএফ। যার বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ৬৪ হাজার ৫৬৩ টাকা। 

বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত ওই পাচারকারীর নাম অনিমেষ দাস। হাকিমপুরের দাসপাড়ার বাসিন্দা। মঙ্গলবার রাতে অভিযুক্ত চারচাকা গাড়ি করে বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছিল। সেই সময়ই সন্দেহের জেরে হাকিমপুর চেকপোষ্টে গাড়ি দাঁড় করিয়ে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীরা ওই গাড়িটির তল্লাশি চালায়। তল্লাশির পরেই গাড়ির সিটের মধ্যে থেকে প্রায় ২৩ কেজির রুপোর গয়না উদ্ধার করা হয়। 

 বিএসএফ জানিয়েছে, অভিযুক্তের ওই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয় অভিযুক্তকে। এমনকি উদ্ধার হওয়া রুপোর গয়না সহ পাচারকারীকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

11 months ago
Gold: ফের বড় সাফল্য বিএসএফের, ১৫০.৯৪০ গ্রাম ওজনের একটি সোনার চেইন সহ এক যাত্রীকে সীমান্তে গ্রেফতার

বিএসএফ (BSF) আইসিপি পেট্রাপোলে সোনা (Gold Sumggling) পাচার করতে যাওয়া এক যাত্রীকে হাতেনাতে আটক করা হয়েছে। দক্ষিণবঙ্গ সীমান্তের আইসিপি পেট্রাপোল ১৪৫ ব্যাটালিয়নের সতর্ক জওয়ানরা সোনা পাচারের প্রচেষ্টা ব্যর্থ করে। ১৫০.৯৪০ গ্রাম ওজনের একটি সোনার চেইন সহ এক যাত্রীকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ৯,২৯,৪৮৯ টাকা। আটক যাত্রীকে সোনার চেইনসহ পেট্রাপোল কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে। জানা গিয়েছে, আটক যাত্রীর নাম শ্রীকান্ত চন্দ্র সিংহ। বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা।

বিএসএফ সূত্রে খবর, যাত্রী টার্মিনালে চেক করার সময় এক সন্দেহভাজন যাত্রীকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে দেখেন তাঁরা। জওয়ানরা তাঁকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তারপরেই জওয়ানরা তালাশি করে তাঁর কাছ থেকে একটি ভারী সোনার চেইন বাজেয়াপ্ত করে। যা ওই যাত্রী তাঁর কাপড়ে লুকিয়ে রেখেছিলেন। জোয়ানরা যাত্রীর কাছ থেকে সোনার চেইনটির নথি ও বিবরণ জানতে চাইলে সে তা উপস্থাপন করতে পারেননি। এরপরেই জওয়ানরা যাত্রীকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য পোস্টে নিয়ে আসে। 

বিএসএফের জিজ্ঞাসাবাদে ওই যাত্রী জানায়, সে গত ছয় বছর ধরে নিজের দোকানে স্বর্ণকারের কাজ করে আসছে। কলকাতার মধ্যমগ্রামে কাকা দিলীপের সঙ্গে প্রথম বার দেখা করতে আসছিল। সে এখানে আসার পর ওই সোনার চেইনটি তাঁর কাকাকে দিত। 

সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, জওয়ানদের এত বড় সাফল্যে তিনি খুশি প্রকাশ করে বলেছেন, চোরাকারবারীরা নতুন নতুন উপায়ে পাচারের চেষ্টা করে চলেছে। কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতা ও বুদ্ধিমত্তার কারণে চোরাকারবারীরা ক্রমাগত ধরা পড়ছে এবং তাঁদের পরিকল্পনা প্রতিনিয়ত নস্যাৎ হচ্ছে। 

12 months ago


Gold: ফের ভারত-বাংলাদেশ সীমান্তে সোনা পাচারের প্রচেষ্টা রুখল বিএসএফ জওয়ান

ফের বড় সাফল্য পেল বিএসএফ (BSF)-এর জওয়ানরা। ভারত-বাংলাদেশ সীমান্তে ২৮ টি সোনার (Gold) বিস্কুট সহ ২ চোরাচালানকারীকে গ্রেফতার করেছে বিএসএফ। উদ্ধার হওয়া ওই ২৮ টি সোনার বিস্কুটের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। উদ্ধার করা সোনা সহ গ্রেফতার হওয়া পাচারকারীদের (Smuggling) পরবর্তী আইনানুগ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বনগাঁর কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। 

জানা গিয়েছে, বিএসএফ-এর জওয়ানরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। অনেকক্ষণ জিজ্ঞাসাবাদের পরে, জওয়ানরা তাঁদের কাছ থেকে ২৮ টি সোনার বিস্কুট উদ্ধার করে। ঘটনার পর জানা গিয়েছে, চোরাকারবারীরা সম্পর্কে পিতা-পুত্র। দুজনেই দীর্ঘদিন ধরে সোনা পাচারের কাজ করে চলেছে। ধৃতদের নাম আমজাদ মণ্ডল এবং হাজগর মণ্ডল। তাঁরা দুজনেই উত্তর ২৪ পরগনার বাসিন্দা। 

বিএসএফ কর্মীদের জিজ্ঞাসাবাদে ধৃত আমজাদ মণ্ডল জানায়, সে গত ৩০ এপ্রিল বাংলাদেশের ঝিনাইদহ জেলার শরীফ মণ্ডলের থেকে এইসব সোনার বিস্কুট নিয়ে এসেছিল। কিন্তু সীমান্তের কাছে বিএসএফ জওয়ানদের দেখা মাত্রই তারা এই সোনার বিস্কুটগুলো ঝোপের মধ্যে লুকিয়ে রেখে পালিয়ে যায়। সে আরও জানায়, এর আগে ৩০ এপ্রিল সে বনগাঁ গ্রামের রাজুর কাছে ৫ টি সোনার বিস্কুট হস্তান্তর করেছিল। আর এই বাকি ২৮ টি সোনার বিস্কুটও হস্তান্তর করতে যাচ্ছিল সে। কিন্তু বিএসএফ জওয়ানরা তাদের প্রচেষ্টা ব্যর্থ করে।

দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেন, চোরাকারবারীরা নতুন নতুন উপায়ে পাচারের চেষ্টা করে। কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্কতা এবং বোঝাপড়ার কারণেই চোরাকারবারীরা ক্রমাগত ধরা পড়ছে এবং তাঁদের পরিকল্পনা প্রতিনিয়ত ব্যর্থ করা হয়েছে। জওয়ানদের এত বড় সাফল্যে তিনি অত্যন্ত আনন্দিত।

তবে দিন দিন বেড়ে চলা এই পাচার কাজের ফলে বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তে বসবাসকারী লোকদের কাছে কিছু আবেদন করেছে। আবেদনে বলা হয়েছ, যদি কোনও এলাকাবাসী সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পায়, তাহলে তাঁরা যেন বিএসএফের সীমা সাথী হেল্পলাইন নম্বর ১৪৪১৯-এ যোগাযোগ করে সবটা জানান। এ ছাড়াও সোনা চোরাচালান সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ করে পাঠানোর জন্য আরও একটি নম্বর ৯৯০৩৪৭২২২৭ জারি করেছে দক্ষিণবঙ্গ সীমান্ত। এমনকি সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের অর্থও প্রদান করা হবে এবং তাঁর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানায় বর্ডার সিকিউরিটি ফোর্স।

12 months ago
Gold: চোরাচালানে ২ হাজার টাকা পারিশ্রমিক, সীমান্তে সোনা-সহ গ্রেফতার মহিলা

পেট্রাপোল সীমান্তে ফের ১ কোটি ৩০ লক্ষ টাকার সোনা (Gold) উদ্ধার। সোনাগুলি উদ্ধার করেছে বিএসএফের (BSF) কর্মীরা। ঘটনায় ধৃত এক বাংলাদেশী মহিলা পাচারকারী (Sumggling)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পেট্রাপোল সীমান্ত বন্দরে৷ বিএসএফ কর্মীরা জানিয়েছেন, ধৃতর থেকে মোট ২৭টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। যার ওজন ২ কেজির একটু বেশি। ভারতে যার বাজারমূল্য আনুমানিক প্রায় ১ কোটি ২৯ লক্ষ ৩৩ হাজার টাকা৷ জানা গিয়েছে, ধৃত মহিলার নাম মনিকা ধর (৩৪)৷ বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা। 

বিএসএফ জানিয়েছে, ভারতীয় আইসিপি পেট্রাপোলে নিযুক্ত ১৪৫ নম্বর ব্যাটেলিয়ানের মহিলা জওয়ানরা খবর পান বাংলাদেশি এক মহিলা চোরাকারবারি সোনা নিয়ে যাত্রী টার্মিনালের রাস্তা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করছে।  বিএসএফ সূত্রে খবর, পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বেনাপোল থেকে যাত্রী টার্মিনালের রাস্তা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছিল এক বাংলাদেশী মহিলা যাত্রী৷ সন্দেহজনক গতিবিধি দেখে বিএসএফ জওয়ানরা তল্লাশি চালায় ওই মহিলাকে। তখনই মহিলার কাছ থেকে উদ্ধার হয় ২৭টি সোনার বিস্কুট৷ এমনকি বিস্কুটগুলি কাপড়ে লুকিয়ে কোমরে বেঁধে রেখেছিল ওই মহিলা। ওই মহিলাকে শুক্রবার পেট্রাপোল শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

বিএসএফের জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানান, এই সোনার বিস্কুটগুলি তাঁকে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা সুমন ধর দিয়েছে। ভারতে পৌঁছনোর পরে, তিনি বারাসতের এক অজানা ব্যক্তির কাছে এই সোনার বিস্কুটগুলি হস্তান্তর করতেন। তিনি আরও জানান, তিনি এই প্রথম চোরাচালান করছেন এবং এই কাজের জন্য সে ২০০০ টাকাও পাবেন।

12 months ago


Basirhat: নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগে শ্রীঘরে পোস্ট অফিসের পিওন

বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ (Cough syrup) পাচারের চেষ্টা। ডাক বিভাগের চিঠির বস্তায় করে পাচারের (Sumggling) ছক পিওনের। তবে বিএসএফের (BSF) তৎপরতার শ্রীঘরে পোস্ট অফিসের পিওন। বসিরহাটের স্বরূপনগর থানার (Swarupnagar Police) ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। ঘটনায় চিঠির বস্তা থেকে উদ্ধার হয় প্রায় ৩৮ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ফেনসিডিল। অভিযুক্তকে আটক করে স্বরূপনগর থানার পুলিসের  হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্মীরা। জানা গিয়েছে, ধৃত ওই পাচারকারীর নাম তালাক মাহমুদ। তিনি স্বরূপনগরেরই দত্তপাড়ার বাসিন্দা। 

জানা গিয়েছে, হাকিমপুর পোস্ট অফিসের পিওন তালাক মাহমুদ শনিবার পোস্ট অফিস থেকে চিঠির বস্তা নিয়ে বেরিয়েছিল বাড়ি বাড়ি চিঠি পৌঁছে দেওয়ার জন্য। মোটরবাইকে করে হাকিমপুর সীমান্তে আসতেই তাঁর গতিবিধিতে বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের সন্দেহ হয়। তাঁকে আটকে ধরে জেরা করে তল্লাশি চালাতেই ওই চিঠির বস্তা থেকে উদ্ধার হয় প্রায় ৩৮ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ ফেনসিডিল। 

বিএসএফ-এর প্রাথমিক অনুমান, বাংলাদেশে পাচার করার উদ্দেশে ওই কাফ সিরাপগুলি বস্তাবন্দি করে নিয়ে যাচ্ছিল ওই পিওন। ধৃত পাচারকারীকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। এমনকি এই ঘটনার পিছনে আরও বড়সড় কোনও পাচার চক্র আছে কিনা তা খতিয়ে দেখছে স্বরূপনগর থানার পুলিস ও বিএসএফ জওয়ানরা।

one year ago
Bail: কয়লা-কাণ্ডে শর্তাধীনে কলকাতা হাইকোর্টে জামিন বিকাশ মিশ্রর, জমা রাখতে হবে পাসপোর্ট

কয়লা পাচার-কাণ্ডে শর্তাধীনে জামিন পেলেন বিকাশ মিশ্র। শুক্রবার ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ডে তাঁকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জামিন শর্তে জানিয়েছে, এখনই দেশ ছাড়তে পারবে না বিকাশ। জমা রাখতে হবে পাসপোর্ট। কলকাতা পুরসভা এলাকায় তাঁকে থাকতে হবে। কয়লা পাচার মামলার শুনানি আসানসোলের বিশেষ আদালতে চলাকালীন তাঁকে হাজির থাকতে হবে। অসুস্থতার প্রয়োজনে কোথাও যেতে হলে জানাতে হবে সিবিআইকে।

যদিও বিকাশের জামিন আবেদনের বিরোধিতায় সিবিআই আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিল, জামিন পেলে দাদার মতোই দেশ ছেড়ে পালাতে পারে বিকাশ। বিনয় মিশ্রের ব্যবসার সব হিসেব দেখতেন বিকাশ মিশ্র। এদিকে, কয়লা পাচার-কাণ্ডে আরও তৎপর হবে ইডি। পুজোর পরে কোমর বেঁধে নামছে এই কেন্দ্রীয় সংস্থা। ডাকা হতে পারে মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক এবং অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে। সম্প্রতি রাজ্যে একাধিক আইপিএসকে কয়লা কাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সেই সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তলবের সম্ভাবনা এমনটাই সূত্রের খবর।

2 years ago