
ফের পাচারকার্য (Sumggling) রুখলো বিএসএফ (BSF)। সোনা রূপোর পর এবার সীমান্ত থেকে উদ্ধার হল একজোড়া বিদেশি কুকুর, একটি বিদেশি বিড়াল (Foreign Animals) সহ ৫ প্যাকেট মাছের চারা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার অন্তর্গত কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তে। ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী জওয়ানদের তৎপরতায় রোধ করা গিয়েছে এই পাচারকার্য। জওয়ানরা খাঁচাবন্দি পশু গুলিকে উদ্ধার করলেও পাচারকারী এখনও পলাতক। তবে উদ্ধার হওয়া ওই প্রাণী গুলিকে তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ।
বিএসএফ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাংলাদেশ হয়ে ভারতে ঢুকছিল পাচারকারী। তখনই ওই সীমান্তে টহলদারিতে ছিলেন ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষীরা। সেই সময়ই জওয়ানরা সীমান্তের জিরো পয়েন্টে পাচারকারীদের দেখতে পায়। তবে সীমান্তরক্ষীদের দেখতে পেয়ে ঘটনাস্থলেই একজোড়া বিদেশি কুকুর, একটি বিড়াল ও মাছের চারা ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। তারপরেই বিএসএফের তরফে ওই প্রাণীগুলিকে উদ্ধার করা হয়।
বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, বিদেশি কুকুরগুলি রটওয়িলার জার্মান প্রজাতির। মূলত শীত প্রধান দেশে এই কুকুরগুলি দেখা যায়। থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতীয় বাজারে এর দাম কয়েক লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার হওয়া বিড়ালটি হিমালয়ান পার্শিয়ান প্রজাতির। আমেরিকা, থাইল্যান্ড ও ইরানে এই প্রজাতির বিড়াল বেশিরভাগ দেখা যায়।