
অবৈধভাবে গ্ৰামের পুকুর থেকে বালি (Sand Sumggling) তুলে বাজারে পাচার করার অভিযোগ। অভিযোগ উঠেছে চোরা কারবারীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি থানার যশোহরি ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের ব্রাহ্মণ পাড়া গ্ৰামের ঘটনা। এমনকি এই ঘটনায় বাধা দিতে গেলে স্থানীয়দের গ্ৰামছাড়া করার ও রাস্তা বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় পাচারকারীরা, এমনটাই অভিযোগ। এমনকি এই ঘটনার খবর করতে গিয়ে অভিযুক্তদের রোষের মুখে পড়তে হয় সাংবাদিকদেরকেও।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত তিন ধরে গ্ৰামের ওই পুকুরটির অংশীদারের মদতেই পুকুরটি থেকে প্রকাশ্যেই বালি খনন করছে কিছু ব্যক্তি। আর যার ফলে বসত বাড়ি তলিয়ে যাওয়া সহ প্রাণ সংশয়ের আতঙ্কে ভুগছে ঐ পুকুর পাড়ে থাকা বাসিন্দারা। এমনকি অবৈধ কাজে বাধা দিতে গেলে গ্রাম ছাড়া করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে স্থানীয়দের।
স্থানীয়রা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে কাতর আবেদন করে জানিয়েছেন, অবিলম্বে এই বালি খননের কাজ বন্ধ করুক প্রশাসন। এছাড়াও তাঁরা বলেছেন, প্রাণভয়ে পুলিস প্রশাসনের কাছে কোনও অভিযোগ জানাতে যেতে পারছি না। তবে এভাবে যদি বালি খনন হতে থাকে তাহলে আগামী দিনে বসতবাড়ি সহ প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা বাড়বে।