
ফের পাচারের (Sumggling) ছক বানচাল করল বিএসএফ (BSF)। মারণ রোগের ওষুধ, একাধিক চিকিৎসার সরঞ্জাম সহ রুপোর গয়না ও মাছের পিন বাংলাদেশে পাচারের আগেই তা উদ্ধার করলো বিএসএফ। বসিরহাটের (Basirhat) স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। উদ্ধার হওয়া সামগ্রীগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ইতিমধ্যেই পাচারকারীদের সন্ধানে তদন্ত শুরু করেছে বিএসএফ।
বিএসএফ সূত্রে খবর, কিছু পাচারকারী বেশ কয়েকটি বস্তা নিয়ে বাংলাদেশ সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। সেই সময় সীমান্তের বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের দেখে তারা সেই মালপত্রগুলি রেখে পালিয়ে যায়। বিএসএফ গিয়ে ওই বস্তাগুলি উদ্ধার করে। বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, ওই বস্তার মধ্যে থেকে উদ্ধার হয় মারণ রোগের দুর্মূল্য ওষুধ, ইঞ্জেকশন, সিরিঞ্জ, ব্লাড টেস্টে ব্যবহৃত রাবার ও রুপোর এক কিলো গয়না। যার বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা।
অপরদিকে, বিএসএফের ১১২ নম্বর ব্যাটালিয়নের তৎপরতায় কালাঞ্চি চেকপোস্ট থেকেও ৪৭টি গলদা মাছের পিনের প্যাকেট উদ্ধার করলো বিএসএফ। যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। বিএসএফের প্রাথমিক অনুমান, এগুলি ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা।