Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ShahrukhKhan

Jawan: 'আমাদের সিনেমা ফিরে এসেছে', শাহরুখের সাফল্যে উচ্ছ্বসিত অক্ষয় কুমার

৯ মাসের ব্যবধান, পাঠান আর জওয়ানের ব্যাক টু ব্যাক হিটে শাহরুখ খান একপ্রকার বুঝিয়ে দিয়েছেন, বাদশা তো বাদশাই। গত বৃহস্পতিবার সারা ভারতের সিনেমাহলে মুক্তি পেয়েছে 'জওয়ান' (Jawan)। কথায় আছে না, 'সকাল দেখেই বোঝা যায় পুরো দিন কেমন কাটবে'। ঠিক একইভাবে শাহরুখের সিনেমা প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করতেই, বোঝা গিয়েছিল আগামী কেমন হতে চলেছে।

দর্শকেরা এখন শাহরুখ জ্বরে কাবু হয়েছেন, সিনেমা সমালোচকরাও শাহরুখের প্রশংসা না করে পারছেন না। তালিকায় যুক্ত হল ইন্ডাস্ট্রির খিলাড়ি কুমার। কোনও রাখঢাক না রেখে, একেবারে খুল্লাম খুল্লা প্রশংসা করলেন তিনি। সামাজিক মাধ্যমে অক্ষয় লিখেছেন, 'কত বড় সাফল্য! অভিনন্দন আমার জওয়ান পাঠান শাহরুখ খান। আমাদের সিনেমা ফিরে এসেছে।' সিনেমা জগতের এত বছরের সহকর্মী- বন্ধু অক্ষয়ের পোস্টের উত্তর দিয়েছেন, খোদ কিং খান।

শাহরুখ অক্ষয়ের উদ্দেশে লিখেছেন, 'তুমি সবার জন্য দোয়া করেছিলে না, কিভাবে খালি যাবে। শুভেচ্ছা এবং ভালো থেকো খিলাড়ি। ভালোবাসা নিও।' প্রসঙ্গত অক্ষয়ের সিনেমা ওহ মাই গড-২ মুক্তি পেয়েছিল কিছুদিন আগেই।  মোটের উপর ভালোই ব্যবসা করেছিল সিনেমাটি। তবে ঈর্ষা না রেখে যে বন্ধুর সাফল্যেও আনন্দ পাওয়া যায়, তা প্রমান করলেন খিলাড়ি কুমার।

8 months ago
ShahRukh Khan: শাহরুখ নিজেকে পাল্টে ফেলেছেন

প্রসূন গুপ্তঃ যুগে যুগে মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিজে বহু নায়ক বা অভিনেতারা এসেছেন এবং জনমানসে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। একেবারে গোড়ার দিকে অশোককুমার শুরু করেছিলেন রোমান্টিক নায়ক হিসাবে, কিন্তু কালে কালে খলনায়কের চরিত্রেও অভিনয় করেছেন যথা জুয়েল থিফ। দিলীপকুমার দেব আনন্দ কিন্তু রোমান্টিক অভিনয় করেও চরিত্রাভিনয়ও করেছিলেন। পরবর্তীতে রাজেন্দ্রকুমার থেকে রাজেশ খান্না সকলেই জনতার মনের দাবি মেটানো ফর্মুলা ফিল্মই করেছেন। ব্যতিক্রম হওয়া শুরু অমিতাভ বচ্চন থেকে। অমিতাভ একেবারে গোড়ার দিকেই সৌদাগর বলে একটি ছবিতে একেবারে সুবিধাবাদী এক গুড় ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন এরপর পরওয়ানা নামে এক গোয়েন্দা ছবিতে মূল খুনির চরিতে অভিনয় করেছেন। অমিতাভ তাঁর সুবর্ণ সময়ে যে সমস্ত ছবিতে অভিনয় করে মেগাস্টার হয়েছিলেন তার অধিকাংশ চরিত্র নেতিবাচক হিরো। আইন ভাঙা অথবা 'বদলা' নেওয়ার চরিত্র।

গত ২৫ বছরে ওই রোমান্টিক হিরো বা ভালোমানুষের ধারণা পাল্টে আজকের হিরোরা যে কোনও চরিত্রে অভিনয় করছেন। একেবারে শাহরুখ, অক্ষয়, অজয় দেবগন, আমির ইত্যাদি প্রায় সকলেই নেতিবাচক বা খারাপ লোকের ভূমিকায় অভিনয় করেছেন বা করছেন। ব্যতিক্রম সলমন খান, নেতিবাচক চরিত্র থাকলেও চরিত্রটি ইতিবাচকই হয়েছে এখনও।

শাহরুখ কিন্তু সেরা সময়ে নেতিবাচক চরিত্র এবং খারাপ লোকের চরিত্রে অভিনয় করেও দর্শকের সেন্টিমেন্ট আদায় করেছেন। তবে এটা বাস্তব রাজেশ খান্নার পরে রোমান্টিক হিরো বলতে প্রথমেই শাহরুখের নাম করতেই হয়। দুই অভিনেতার মধ্যে ম্যানারিজমের ধারা বজায় ছিল। সব ক্ষেত্রে ভালো না হলেও দর্শক কিন্তু গ্রহণ করেছে।

এখন শাহরুখের বয়স ৬০ এর দোরগোড়ায়। তিনি জানেন যে, তথাকথিত রোমান্টিক নায়ক হিসাবে তাঁর গ্রহণযোগ্যতা কমছে। তিনি নিজেকে পাল্টিয়ে ফেলেছেন। ডন ১ থেকে পাঠান ছবিগুলিতে তার বিপক্ষে কম বয়সী নায়িকারা কাজ করেছেন ঠিকই কিন্তু কোনওটাই রোমান্টিক ছবি বরং সাসপেন্স থ্ৰীলারে সমৃদ্ধ। অন্য শাহ্রুখকেও দর্শক গ্রহণ করছে। আজকের মাল্টিপ্লেক্স যুগে কোটি কোটি টাকার ব্যবসা করছে শাহরুখের ছবি। সদ্য রিলিজ করা জওয়ান ছবিটি দর্শক মতে 'সুপার'। বোধহয় শাহরুখের প্রযোজিত এই ছবি বলিউডের সেরা ব্যবসার মধ্যে পড়বে।

8 months ago
Shahrukh Khan: 'আপনার নেতৃত্বে আমরা সমৃদ্ধ হব', জি২০-এর সাফল্যে মোদীকে ধন্যবাদ শাহরুখের

'স্বস্তি অস্তু বিশ্ব', অর্থাৎ সারা দেশের জন্য শান্তি প্রার্থনা করে, রবিবারই জি২০ (G20) সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সম্মেলনের এই সাফল্যে বেশ খুশি ভারতের কিং খান। আবেগ ধরে রাখতে না পেরে, তাই সামাজিক মাধ্যমেই দেশের প্রধানমন্ত্রীর জন্য নিজের কৃতজ্ঞতা প্রকাশ করলেন। জওয়ান সিনেমার পরতে পরতে উঠে আসা সংলাপে যখন দর্শকেরা শাহরুখের (Shahrukh Khan) রাজনৈতিক অবস্থান বিচার করছেন, তখনই শাহরুখের এই পোস্ট তাৎপর্যপূর্ণ।

শাহরুখ তাঁর এক্স হ্যান্ডেলে (একদা টুইটার) জি২০ সম্মেলনের একটি ঝলক শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন নিজের মনের কথা। শাহরুখ লিখেছেন,  'সম্মাননীয় প্রধানমন্ত্রীজি জি২০-এর সাফল্যের জন্য আপনাকে অভিনন্দন। সুন্দর ভবিষ্যতের জন্য এই সম্মেলন রাষ্ট্রগুলির মধ্যে একতা আনল। প্রত্যেক ভারতীয়র হৃদয় সম্মানিত এবং গর্বিত হল। স্যার আপনার নেতৃত্বে এই দেশ সমৃদ্ধ হবে, বিচ্ছিন্নভাবে নয় বরং সংঘবদ্ধভাবে। এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ।'

প্রসঙ্গত অনেকের মতে, শাহরুখ ইদানিং রাজনৈতিক হয়ে উঠেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত জওয়ান সিনেমাটিকেও অনেকে শাহরুখের রাজনৈতিক সিনেমা বলে ব্যাখ্যা দিচ্ছেন। বেকারত্বের মতো প্রসঙ্গ উঠে এসেছে সিনেমার সংলাপে। অনেকে যখন কিং খানকে দেশের শাসক দলের বিরোধী শিবিরের সমর্থক বলে ধরে নিচ্ছেন, সেই সময় শাহরুখ এই পোস্টে কি আতান্তরে নিজের রাজনৈতিক অবস্থান বুঝিয়ে দিলেন?

8 months ago


Shahrukh: 'জওয়ান' দেখে ভালোলাগা জানাতে চান শাহরুখকে? এই রইল ফোন নম্বর

৯ মাস আগে মুক্তি পেয়েছিল শাহরুখ খান (Shahrukh Khan) অভিনীত ছবি পাঠান। সারা ভারতে ৫০০ কোটির ব্যবসা করে, রেকর্ড করেছিল পাঠান। যদিও জওয়ান (Jawan) মুক্তি পেতেই একপ্রকার ভেসে গেল সেই রেকর্ড। বৃহস্পতিবার মুক্তি পেয়েই বক্স অফিসে জওয়ানের কালেকশন ছিল ১০০ কোটি টাকা। রবিবার পর্যন্ত সেই সংখ্যা দাঁড়িয়েছে, ২৫০ কোটিতে। নেট মাধ্যমে অনেক ভক্ত শাহরুখের জন্য নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। তবুও আফসোস থেকে গিয়েছে মনে। অনেকেই ভাবছেন, 'ইশ, যদি এত ভালোলাগা খোদ শাহরুখকে বলা যেত!' হতাশ হবেন না, সেই উপায়ও রয়েছে।

আপনি শাহরুখকে ফোন করেই নিজের ভালোলাগার কথা জানাতে পারেন। ভাবছেন তো কীভাবে জানাবেন? সেই মুশকিল আসান করেছেন কিং খান নিজেই। কয়েক মাস আগে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শাহরুখ খান। ভক্তরা গুগলে তাঁকে নিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলি করেন, তার একটি তালিকা দেওয়া হয়। দেখা যায়, সেই তালিকায় অনেক ভক্ত তাঁর ফোন নম্বর চেয়েছেন।

View this post on Instagram

A post shared by Shahrukh Khan Empire (@srk_kolkata_)

শাহরুখও আর ভনিতা না করে নিজের ফোন নম্বর দিয়ে দেন। কিং খান বলেন, 'আমার ফোন নম্বর, ৫৫৫৯৯৬০৩২১। মধ্যরাতে যেকোনও সময় ফোন করো।  আমি ফোন ধরব।  না হলে একটা মেসেজ করে দিও আমি একটি ইমোজিসহ উত্তর দেব।'

8 months ago
ShahRukh: 'জওয়ান' জ্বরে কাবু আনন্দ মাহিন্দ্রা, শাহরুখকে 'জাতীয় সম্পদ' ঘোষণা করার দাবি শিল্পপতির

৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার 'জওয়ান' (Jawan) মুক্তি পাওয়ার পর থেকেই দেশবাসীর উত্তেজনা-উন্মাদনার শেষ নেই। হিন্দি সিনেমার জগতে ইতিহাস তৈরি করেছে শাহরুখের জওয়ান। ভেঙে দিয়েছে আগের সমস্ত রেকর্ড। ফলে এই থেকেই ফের প্রমাণিত কিং খান ফুরিয়ে যাননি, বরং তিনি কোনও ফুরিয়ে যেতেই পারেন না। আর তারই স্বপক্ষে বললেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। এবারে তিনি নিজেই তাঁর এক্স অ্যাকাউন্টে পোস্ট শেয়ার করে দাবি করলেন, শাহরুখ খানকে 'জাতীয় সম্পদ' বলে ঘোষণা করা হোক। আর এর প্রতিক্রিয়াও দিয়েছেন 'বাদশাহ' নিজে।

শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা যে বাকিদের মতো তিনিও যে বড় শাহরুখ ভক্ত, তা আগেই দেখা গিয়েছে। 'জিন্দা বান্দা' গানটি মুক্তি পাওয়ার পর পোস্ট দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর এবারে দুবাইয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে শাহরুখের উপস্থিতি ঘিরে উন্মাদনার ভিডিও শুক্রবার এক্স-এ পোস্ট করেন আনন্দ। তাতে তিনি লেখেন, 'প্রত্যেক দেশ নিজের প্রাকৃতিক খনিজ সম্পদকে আগলে রাখে। খনন করে তা তুলে রফতানি করে বিদেশে, যাতে সঞ্চিত বিদেশি মুদ্রার ভাঁড়ার ফুলে ফেঁপে ওঠে। এবার হয়ত শাহরুখ খানকে জাতীয় সম্পদ ঘোষণার সময় এসেছে।'

এর উত্তর দিতে দেরি করেননি কিং খান। শাহরুখ লেখেন, 'অসংখ্য ধন্যবাদ। ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমে, সিনেমা তৈরি করে দেশমাতাকে গর্ববোধ করানোর চেষ্টা চালিয়ে যাই আমি। আশাকরি 'জাতীয় সম্পদ' হিসেবে আমি সীমিত নই।'

8 months ago


Jawan: 'জওয়ান' ঝড়ে ভেঙে চুরমার আগের সমস্ত রেকর্ড, মুক্তির প্রথম দিনেই ব্যবসা ১৫০ কোটির!

প্রত্যাশিতই ছিল। নিজের রেকর্ড নিজেই ভাঙবেন কিং খান (Shah Rukh Khan)। ঠিক তেমনটাই হল, 'জওয়ান' (Jawan) ঝড়ে উড়ে গেল 'পাঠান'-এর করা সমস্ত রেকর্ড। জানা গিয়েছে, মুক্তির প্রথম দিনে বিশ্বজুড়ে অ্যাটলি পরিচালিত ছবি 'জওয়ান' মোট ব্যবসা করেছে প্রায় ১৫০ কোটি। ফলে প্রথম দিনেই রেকর্ড গড়ল 'জওয়ান'। অ্যাটলি পরিচালিত ছবি জওয়ান হিন্দি সিনেমার জগতে এক ইতিহাস তৈরি করেছে। তাই ৭ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় উৎসবের মেজাজ।

৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিশ্বজুড়ে শাহরুখ খানের ছবি 'জওয়ান' মুক্তি পায়। উন্মাদনা-উচ্ছ্বাসের সঙ্গে কিং খানের অনুরাগীরা স্বাগত জানিয়েছেন 'জওয়ান'কে। আর তার প্রতিফলনও দেখা গেল বক্স অফিসে। জানা গিয়েছে, প্রথম দিনেই এই ছবি শুধুমাত্র ভারতে ব্যবসা করেছে ৬৫.৫০ কোটি টাকা। যা যে কোনও ছবির জন্য এটা সর্বকালের সেরা ওপেনিং। ট্রেড অ্যানালিস্টদের দাবি, দ্বিতীয় দিনের শুরুতেই শুধুমাত্র দেশেই এই ছবি পার করে ফেলেছে ১০০ কোটি। ফলে এক ট্রেড অ্যানালিস্টের হিসাব অনুযায়ী, বিশ্বের দরবারে এই ছবি ১৫০ কোটির ব্যবসা পেরিয়ে গিয়েছে। তবে শেষপর্যন্ত কত টাকার ব্যবসা করে বাদশাহর এই ছবি, সেটা দেখারই অপেক্ষায় দেশবাসী।

8 months ago
Shahrukh: 'ব্রে'কিং খান, কোথাও ফুল-মালা, কোথাও পোষ্টারে দুধ ঢেলে চলছে 'জওয়ান' আরাধনা

শাহরুখ, নাম তো ইয়াদ হোগা। নাম তো তখন মনে পড়বে, যখন কেউ নাম ভুলে যাবেন। বক্স অফিসে যেভাবে পদার্পণ করল শাহরুখ (Shahrukh Khan) অভিনীত সিনেমা জওয়ান, তাতে কিং খানের নাম ভুলে যাওয়া দেশবাসীর কাছে একেবারে অসম্ভব বললেই চলে। বলিউড সিনেমা জগতে যে তিনিই 'বাদশা' তা আর বুঝতে বাকি নেই। বৃহস্পতিবার সারা ভারতে মুক্তি পেয়েই ঝড় তুলেছে 'জওয়ান' (Jawan)। প্রথম দিনেই দুপুর সাড়ে ৩টে পর্যন্ত জওয়ানের বক্স অফিস কালেকশন ১০০ কোটি।

ভোর সাড়ে ৪টে থেকে সিনেমাহলের বাইরে ভিড় জমিয়েছিলেন শাহরুখ ভক্তরা। সকাল গড়িয়ে বৃহস্পতিবার দুপুর-বিকেল-রাত, সব শো হাউজফুল। আবেগে ভাসছেন কিং খানের ভক্তরা। 'জওয়ান' একবার দেখে মন ভরেনি ভক্তদের, আরও একবার দেখবেন বলে ঠিক করেছেন। অনেকের কাছে আবার শাহরুখ ঈশ্বরের থেকে কম কিছু নয়, তাই পুজো অর্চনাও শুরু হয়েছে শাহরুখের ছবিতে।

বেশ কিছু জায়গায় শাহরুখের ছবিতে মালা পরানো হয়েছে, ফুল ছড়ানো হয়েছে। এখানেই সীমাবদ্ধ থাকেনি কিং খানের ভক্তরা। একটি জায়গায় আবার শাহরুখের পোস্টারের মাথা থেকে দুধ ঢালতে দেখা গেল ভক্তদের। সব মিলিয়ে জওয়ানের ঝড় নয়, জ্বরও কাবু করেছেন দর্শকদের।

8 months ago
Jawan: রোম্যান্স কিং নয়, 'অ্যাকশন হিরো' শাহরুখে বুঁদ ভক্তরা! 'জওয়ান' ঝড়ে উড়ল 'পাঠান'

প্রথমে 'পাঠান' তারপর 'জওয়ান' (Jawan) মাঝে মাত্র ৯ মাসের ব্যবধান, কিন্তু শাহরুখ (Shahrukh Khan) ভক্তদের আবেগ একইরকম রয়েছে। বৃহস্পতিবার, সারা ভারতে মুক্তি পেয়েছে কিং খান অভিনীত 'জওয়ান'। এদিন সারা কলকাতায় চিত্রটা একেবারে অন্যরকম। ভোর সাড়ে ৪টে থেকে লাইন পড়েছিল মাল্টিপ্লেক্সের বাইরে। ঘুম থেকে উঠে সকাল ৫টার শোয়ে 'জওয়ান' দেখেছেন ভক্তরা। কিং খান ভক্তরা অবশ্য আগাম বুকিং করে রেখেছিলেন সিটগুলি। টলিউডের অনেক সেলেবদের দেখাও মিলল সকালের শোয়ে।

কথায় আছে, 'মর্নিং শোওজ দ্যা ডে' অর্থাৎ সকাল কীভাবে শুরু হচ্ছে তা দেখে বোঝা যায় পুরোদিন কেমন কাটবে। বৃহস্পতিবার যেভাবে জওয়ানের জন্য উত্তেজনা দেখা গেল, তাতে মনে হচ্ছে 'পাঠান'কেও অনায়াসে টেক্কা দেবে ছবিটি। বক্স অফিসে ৫০০ কোটির বেশি অর্থ উপার্জন করে হিন্দি সিনেমার জগতে রেকর্ড করেছিল সিনেমাটি। জওয়ানও সেই পথেই হাঁটবে বলে বিশ্বাস। তবে পরপর এই দুটি সিনেমার প্রতি দর্শকদের ঝোঁক দেখে বোঝা যাচ্ছে, কিং খানকে অন্যভাবেই দেখতে চাইছিলেন দর্শক।

বলিউডে শাহরুখকে এতদিন ভক্তরা রোম্যান্স কিং হিসেবেই চিনতেন।  বাদশা বরাবরই বক্স অফিসে সফল। তবে 'পাঠান', 'জওয়ান ঘিরে যেন দর্শকদের উন্মাদনা অনেক বেশি। লক্ষণীয়, এই দুই সিনেমায় ছক ভেঙেছেন শাহরুখ। এখানে তিনি একেবারেই অ্যাকশন হিরো। জওয়ান-এ মুখে চুরুট নিয়ে শাহরুখের মারামারির দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল এই মুহূর্তে। শাহরুখ যে সত্যিই ইন্ডাস্ট্রির বাদশা, তা আর বুঝতে বাকি নেই কারও।

8 months ago


Shahrukh Khan: 'জওয়ান' মুক্তির আগেই মেয়ে সুহানাকে নিয়ে তিরুপতিতে শাহরুখ

বলিউডের 'বাদশা' শাহরুখ খানের (Shahrukh Khan) ভক্তিভাব দেখে ইদানিং মুগ্ধ হচ্ছেন তাঁর ভক্তরা। পাঠান সিনেমা মুক্তির আগেই শাহরুখকে ধর্মীয় স্থানে যেতে দেখা গিয়েছিল। জওয়ান সিনেমার ক্ষেত্রেও একই রইলেন 'কিং খান'। ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সারা ভারতে মুক্তি পাবে 'পাঠান'। এর আগেই তিরুপতিতে পুজো দিতে গেলেন শাহরুখ। সঙ্গে নিয়ে গেলেন মেয়ে সুহানা-কেও। জওয়ানে শাহরুখের সহ অভিনেত্রী নয়নতারাকেও দেখা গেল একইসঙ্গে।

মঙ্গলবার সকাল থেকেই বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। দেখা গিয়েছে, ঘিয়ে রঙের কুর্তা ও ওড়নায় নিজেকে জড়িয়েছেন শাহরুখ। বাবার সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক পরেছিলেন সুহানাও। একেবারে গোপনে তিরুপতি মন্দির দর্শন সারতে চেয়েছিলেন অভিনেতা। কিন্তু বাদশা যেখানে ক্যামেরাও সেখানে। এমনকি মন্দির চত্বরে সাধারণ মানুষও যখন তাঁকে দেখে উল্লাসে ফেটে পড়েছেন, হাত নাড়িয়ে, চুমু ছুড়ে, নমস্কার করে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বাদশা। 

ভক্তদের মধ্যে জওয়ান সিনেমা নিয়ে এমনিই আগ্রহের সীমা নেই। ইতিমধ্যেই অনেক টিকিট বিক্রি হয়ে গিয়েছে। ৫০০ কোটি টাকার বেশি বক্স অফিস কালেকশন করে, হিন্দি সিনেমার ইতিহাসে নাম লিখেছিল 'পাঠান'। জওয়ানও সেই পথেই হাঁটবে বলে বিশ্বাস ভক্তদের।

অন্যদিকে এই বছর শাহরুখ কন্যা সুহানার জন্যও বিশেষ। বাবার পদাঙ্ক অনুসরণ করে সেও পা ফেলেছে অভিনয়ে। চলতি বছরের ৭ ডিসেম্বর ওটিটির পর্দায় মুক্তি পাবে 'দ্যা আর্চিজ'। সব মিলিয়ে বাবা ও মেয়ের ভাগ্য পরীক্ষা হবে একই বছরে।

8 months ago
Jawan: 'ছেলেকে ছোঁয়ার আগে বাবার সঙ্গে কথা বল', জওয়ানের ট্রেলারে ঝড় উঠল দিনে দুপুরে

বৃহস্পতিবার বেলার দিকে মুক্তি পেয়েছে, শাহরুখের বহু প্রতীক্ষিত সিনেমা জওয়ানের (Jawan) ট্রেলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডের এই ট্রেলার, দর্শকদের অপেক্ষা বাড়ানোর জন্য যথেষ্ট। দক্ষিণের তারকা পরিচালক এটলি পরিচালিত এই ছবিতে দক্ষিণী ছাপ স্পষ্ট। শাহরুখের (Shahrukh Khan) মুখে চুরুট কাঁধে দাঁত লাগানো কাটারি দিয়ে অ্যাকশনের দৃশ্য দেখে কয়েক হাজার সিটি পড়ার কথা। পাঠানের পর যে শাহরুখ ভক্তরা আরও একটি অ্যাকশন সিনেমা পেতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই।

সিনেমায় শাহরুখের সঙ্গে তারকাদের ফৌজ দেখা যাবে। অভিনেত্রী নয়নতারাকে দেখা যাবে শাহরুখের বিপরীতে। বিজয় সেতুপতিকে দেখা যাবে ভিলেনের চরিত্রে। বিশেষ চরিত্রে অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে জোর টক্কর নিতে দেখা যাবে কিং খানকে। ট্রেলারে এই দৃশ্যের আভাস পাওয়া গিয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ামণি, সান্যা মালহোত্রা ও অন্যান্য অভিনেতাদের।

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

জওয়ানের প্রিভিউ ভিডিওতে, শাহরুখের পুরোনো হিন্দি গানে নাচার দৃশ্য ভাইরাল হয়েছিল। সিনেমার ট্রেলারের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে একটি সংলাপ। বাদশাকে তাঁর চেনা অন্দাজে বলতে শোনা গিয়েছে, 'ছেলেকে ছোঁয়ার আগে বাবার সঙ্গে কথা বল।' পুরো সিনেমাজুড়ে ধামাকা দেখার জন্য অপেক্ষা করছেন দর্শক। চলতি বছরের সেপ্টেম্বরের ৭ তারিখ মুক্তি পাওয়ার কথা 'জওয়ান'-এর।             

8 months ago


Karan: 'শাহরুখই আমার জীবনের প্রথম পুরুষ...' সমকামিতা নিয়ে অকপট করণ জোহার

১৯৯৮ সালে 'কুছ কুছ হোতা হ্যায়' সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন পরিচালক ও প্রযোজক করণ জোহার (Karan Johar)। এরপর সিনেমার অন্য এক ধারা শুরু হল। প্রথম সিনেমায় করণ কাজ করেছিলেন শাহরুখ খানের (Shahrukh Khan) সঙ্গে। সকলেই জানেন, পরিচালক ও অভিনেতার সম্পর্কেই সীমাবদ্ধ ছিলেন না শাহরুখ ও করণের সম্পর্ক। বরং করণের জীবনে বাদশা একটু বেশিই স্পেশাল। সম্প্রতি সেই নিয়েই মুখ খুললেন করণ।

করণ অনেক আগেই প্রকাশ্যে বলেছিলেন, তাঁর যৌন অবস্থান। তিনি নারীদের প্রতি আকৃষ্ট হতেন না ছোট থেকেই। কিন্তু তখন সমাজ 'এলজিবিটিকিউ' নিয়ে মানসিকভাবে অগ্রসর ছিল না। সেসময় করণকে বেশ লড়তে হয়েছিল। স্কুলে পড়া কালীন করণকে দেখে অনেকেই টোন-টিটকিরি মারত। নামের পাশ থেকে 'সমকামী' তকমা ঘোচাতে করণ স্কুলের এক সহপাঠীর সঙ্গে প্রেম করতে শুরু করেন। সাক্ষাৎকারে করণ বলেছেন, 'আমি যখন দশম শ্রেণীতে পড়তাম একটি মেয়ের সঙ্গে প্রেম করার ভান করতাম।'

করণ আরও বলেছেন, তখনকার দিনে সমকামী, উভয়লিঙ্গদের অবমাননাকর মন্তব্য করা হত। এই ধরণের কথাগুলো তাঁকে এতই পীড়িত করত যে তিনি রীতিমতো নিজের চারপাশে একটি খোলস তৈরি করেছিলেন। এমন একটি সময়ে পরিচালকের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শাহরুখ খান।  করণ সেই সাক্ষাৎকারে বলেন, 'শাহরুখ আমার জীবনের প্রথম পুরুষ যে আমাকে সম্মান দিয়েছিলেন।'

8 months ago
Bollywood: চন্দ্রযান থ্রি-এর সফল অবতরণে গর্বিত তারকারা, সামাজিক মাধ্যমে পোস্ট

২৩ অগাস্ট ২০২৩, বুধবার ভারতবাসীর জন্য গর্বের দিন হয়ে থাকল। নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান থ্রি (Chandrayan 3)। এমন ঐতিহাসিক মুহূর্তে গর্বে বুক ফুলে উঠেছে ভারতবাসীর। বলিউড (Bollywood) তারকারাও এই তালিকা থেকে বাদ যাননি। সকাল থেকেই নানারকম পোস্ট করেছিলেন তাঁরা। ভারতের সাফল্যের পর সামাজিক মাধ্যমে আবারও নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন তাঁরা।  

অভিনেতা অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে লিখেছেন, 'লক্ষ লক্ষ হৃদয় ধন্যবাদ জানাচ্ছে ইসরো। আপনারা আমাদের গর্বিত করেছেন। ভারত ইতিহাস তৈরী করছে, এমন মুহূর্তের সাক্ষী থেকে গর্বিত। ভারত চাঁদে, আমরা চাঁদে।'


অভিনেতা অজয় দেবগণ লিখেছেন, 'গর্বিত, অভিভূত, উচ্ছ্বাসিত, সম্মানিত, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে। ভারত মায়ের জয়।' 


অভিনেতা শাহরুখ খান লিখেছেন, 'আজ ভারত এবং ইসরো সারা বিশ্বে ছেয়ে গিয়েছে। সমস্ত বিজ্ঞানীদের, ইঞ্জিনিয়ারদের এবং পুরো টিম যারা আমাদের গর্বিত করেছেন তাঁদের শুভেচ্ছা। চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান তিন।'তাঁর টুইট শেয়ার করেছেন,প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী সুস্মিতা সেন। 


পদ্মশ্রী সম্মান প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত একটু ভিন্নভাবে দেখছেন এই বিষয়টি। তিনি লিখেছেন, 'কি অদ্ভুত। যে বিজ্ঞানী এই মিশনে নেতৃত্ব দিয়েছেন, তাঁর নাম সোমনাথ। সোম মানে চাঁদ, নাথ মানে ঈশ্বর। সোমনাথ মানে চাঁদের ভগবান। কি সুন্দর।'


9 months ago
Jawan: 'জওয়ান' জ্বর! ছবি মুক্তির ২১ দিন আগেই শুরু অগ্রিম টিকিট বুকিং!

'পাঠান'-এর (Pathan) পর শাহরুখের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan) নিয়ে উন্মাদনা তুঙ্গে। ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে 'জওয়ান' ছবি। কিন্তু সিনেমা মুক্তির প্রায় ৩ সপ্তাহ আগেই শুরু হয়ে গিয়েছে অগ্রিম বুকিং। দীর্ঘ ৫ বছর পর 'পাঠান'-এর মধ্য দিয়ে বড় পর্দায় ফিরে আসেন কিং খান। আর প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই তাঁর সিনেমা গড়ে তুলেছিল একের পর এক রেকর্ড। এবারে সেই ছবির মুক্তির প্রায় ৬ মাসের মধ্যেই আরও এক ছবি প্রেক্ষাগৃহে আসতে চলেছে তা হল 'জওয়ান'। আর তা মুক্তি পাওয়ার প্রায় ২১ দিন আগেই ইউএই অর্থাৎ আরব আমিরশাহীতে অগ্রিম বুকিং শুরু হয়েছে। এককথায়, বিদেশের মাটিতে ঝড় তুলতে চলেছেন কিং খান।

অ্য়াকশন ও এন্টারটেইমেন্টে ভরপুর সিনেমা জওয়ান মুক্তির অপেক্ষায় সারা বিশ্ববাসী। তবে মুক্তির মাত্র ২১ দিন রয়েছে। কিন্তু তাতেও শাহরুখ অনুরাগীদের অপেক্ষা আর সহ্য হচ্ছে না। আর তার মধ্যেই খবর এল, বিদেশের মাটিতে এরই মধ্য়ে শুরু হয়েছে অগ্রিম টিকিট বুকিং। শুধু আরব আমিরশাহীই নয়, আমেরিকা, জার্মানি ও অস্ট্রেলিয়াতেও শুরু হয়ে গিয়েছে টিকিট বুকিং।

শাহরুখের এক অনুরাগী সমাজমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে 'ভক্স', 'নোভো', 'রিল' ও 'রক্সি'র মতো সিনেমা হলের চেনগুলিতে বুকিং শুরু হয়ে গিয়েছে।

9 months ago


Don3: ডনের চরিত্রে রণবীরের সমালোচনা নেট দুনিয়ায়, সরব হলেন ফারহান আখতার

ডন থ্রি কবে আসবে, এই নিয়ে কত জল্পনাই না হয়েছে কয়েক বছরে। অবশেষে গত সপ্তাহে ডন থ্রি-এর (Don-3) ঘোষণা করেছেন ফারহান আখতার। দর্শকেরা আশা করেছেন, 'পাঠান'-এর মতো হিট সিনেমা দেওয়ার পর শাহরুখ খানই হবে ডনের অবধারিত মুখ। তবে সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতে দেখা যায়, শাহরুখ নয়, এই জমানার ডন হতে চলেছেন অভিনেতা রণবীর সিং। কেউ কেউ মনে করেছেন, এই চরিত্রে রণবীরকে (Ranveer Singh) নির্বাচন করা সঠিক সিদ্ধান্ত। আবার কেউ কেউ সমালোচনা করছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ফারহান (Farhan Akhtar)।

সিনেমার সহ প্রযোজক এবং চিত্রনাট্য লেখক ফারহান আখতার, এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, 'ডনের চরিত্রে যখন আমরা শাহরুখ খানকে নিলাম, তখনও একই ঘটনা হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, আমরা অমিতাভ বচ্চনের পরিবর্তে কীভাবে শাহরুখ খানকে নিলাম? সেই ডন মুক্তি পেতেই সকলে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ হন।'

'চরিত্র নির্ভর করে অভিনেতার উপর। তাঁরা আসেন, নিজস্ব স্টাইল দিয়ে চরিত্রটি তৈরী করেন। রণবীরের নিজের স্টাইল রয়েছে। এই চরিত্রের জন্য ওঁ সেরা। আমি নিশ্চিত ও খুব ভালো কাজ করবে। বাকি সবটাই নির্ভর করছে আমার স্ক্রিপ্টের উপর।'

9 months ago
Jawan: মুক্তি পেল শাহরুখের 'জওয়ান' সিনেমার প্রথম গান 'জিন্দা বান্দা'

পাঠানের পর দর্শকদের জন্য আরও একটি সিনেমা নিয়ে তৈরী রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shahrukh Khan)। তাঁর আসন্ন সিনেমার নাম 'জওয়ান'(Jawan)। পরিচালনায় রয়েছেন, দক্ষিণের তথা সর্বভারতের জনপ্রিয় পরিচালক এটলি। এর আগে মুক্তি পেয়েছিল সিনেমার টিজার। সেই ঝলক দেখেই বোঝা গিয়েছিল পাঠানের মতোই ধামাকেদার সিনেমা হতে চলেছে জওয়ান। সিনেমার প্রথম গানেও সেই ঝলক পাওয়া গেল।

সোমবার মুক্তি পেয়েছে জওয়ান সিনেমার গান 'জিন্দা বান্দা'। যদিও গানের শুরুতে শাহরুখের সংলাপ শোনা গিয়েছে আবহে। কিং খান বলছেন, নীতিতে যখন আঁচ আসে, তখন এর সঙ্গে লড়াই করা জরুরি। পুরুষ যদি বেঁচে থাকে, তাহলে নজরে আসা জরুরি। যদি পুরুষ হয়, তাহলে যেন জীবিত হয়।' এরপর শুরু হয়েছে অনিরুদ্ধ সম্পাদিত গান। শাহরুখকে দেখা গিয়েছে, চেনা মেজাজে। সঙ্গে দেখা গিয়েছে অভিনেত্রী সানিয়া মালহোত্রা এবং প্রিয়ামণিকে।

ইতিমধ্যেই এই গান নিয়ে সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয়েছে। চলতি বছরের ৭ সেপ্টেম্বর বড় পর্দায়, হিন্দি-তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পেতে চলেছে ছবিটি। অভিনেত্রী নয়নতারাকে দেখা যাবে কিং খানের বিপরীতে। ভিলেনের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতিকে। ছবিতে অবশ্য বিশেষ দৃশ্যে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। প্রিভিউ এবং প্রথম গান শুনে দর্শকের আগ্রহ আরও বেড়ে গিয়েছে।

9 months ago