Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ShahrukhKhan

Pathan: 'কিং খানের কামব্যাক মুভি!', পাঠান দেখতে কলকাতাজুড়ে শাহরুখ প্রেমীদের উন্মাদনা

পাঁচ বছর পর মুক্তি পেল শাহরুখ খানের ছবি। অগ্রিম টিকিট বুকিংয়ের নিরিখে ইতিমধ্যে বলিউডের অনেক তাবড় ছবিকে পিছনে ফেলেছে পাঠান। এবার ছবি মুক্তির প্রথমদিনেই কলকাতাজুড়ে শাহরুখ প্রেমীদের উন্মাদনা। হাজরা বসুশ্রী সিনেমা হলের অনুরাগীদের ব্যাপক ভিড়। শাহরুখ ফ্যান ক্লাবসের সদস্য থেকে শুরু করে অনুরাগীরা রীতিমতো উৎসব উদযাপন করছেন। পাঁচ বছর পর শাহরুখ খানের ছবি দেখতে পাবেন বড় পর্দায়। বেহালা শাহরুখ খান ফ্যানস ক্লাবের সদস্যরা এদিন ভিড় করেন দক্ষিণ কলকাতার এই প্রেক্ষাগৃহে।


এদিকে, পাঠান ছবি নিয়ে ইতিমধ্যে দেশজোড়া বিতর্ক। প্রজাতন্ত্র দিবসের একদিন আগে ছবি মুক্তি ঘিরে অনুগামীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতোন। অনুরাগীরা ফুলমালা নিয়ে হাজির বলিউডের 'বাদশাহ' শাহরুখ খানকে বড় পর্দায় বরণ করতে। 'উই লাভ শাহরুখ' স্লোগানে মুখরিত হাজরা চত্বর। ফার্স্ট ডে ফার্স্ট শো কিংবা সেকেন্ড শো দেখতে ভিড় জমান শাহরুখ ফ্যানরা। 

শাহরুখ কারও প্রথম প্রেম, অবার কেউ পাঠান সিনেমাকে ঘিরে সেলিব্রেশনের মুডে। কেক কাটিং থেকে শুরু করে মাথায় টিকা দেওয়া থেকে আরতি নিয়ে হাজির শাহরুখের ভক্তরা। এমনকি 'জব তক হে জান' ছবির শাহরুখের স্লোগানে মেতে উঠেন দর্শকরা। ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের টিকিট হাতে পেয়ে অনেকেই উচ্ছ্বসিত।

এদিকে, দক্ষিণ কলকাতায় যখন পাঠান ছবি ঘিরে অনুরাগীদের মধ্যে উন্মাদনা, তখন পিছিয়ে নেই শহরতলিও। বুধবার সকালে নাগেরবাজার মোড়ে জমায়েত হয়েছিলেন শাহরুখ খান ফ্যানস ক্লাবের সদস্যরা। শাহরুখের ছবি-ব্যানার নিয়ে বাদ্যযন্ত্রের তালে তাল মিলিয়ে একটা পদযাত্রা হয় সেখানে। নাগেরবাজার মোড়-ডায়মন্ড প্লাজা মলের সামনে এসে শেষ হয় তাঁদের র‍্যালি।

সেখানে শাহরুখের ছবিতে মালা পরিয়ে, আরতি করে ও দুধ দিয়ে স্নান করিয়ে পাঠান ছবির মুক্তি উপলক্ষে আনন্দে মাতেন 'ভক্ত'রা। এরপর ডায়মন্ড প্লাজা মলের পিভিআর হলে শাহরুখ অভিনীত পাঠান ছবি দেখতে প্রবেশ করে তাঁর। এই ছবি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে শাহরুখ, দীপিকা, জন অভিনীত এই ছবি নিয়ে উৎসাহের কোন ভাঁটা নেই। এদিন সকালের প্রথম শো দেখতে এসে দর্শকরা জানাযন, 'এটা শাহরুখ খানের কাম ব্যাক মুভি, বলিউডেরও কাম ব্যাক মুভি। তাই সবার এটা দেখা উচিত।'

one year ago
Pathan: মুক্তির ৭ দিনেই পাঠানের ৩০০ কোটির ব্যবসার সম্ভাবনা, টিকিট বিক্রির ট্রেন্ডে সুখবর

নানারকম বিপত্তি পেরিয়ে ৫ বছর পর ফের বড় পর্দায় শাহরুখ খান (Shahrukh Khan)। ২০২৩ সালে মেগা চলচ্চিত্র 'পাঠান' (Pathan)। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ছবির টিজার, এমনকি গান ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। দীপিকা পাডুকোনের (Deepika Padukone) পোশাকের রং ও ধরণ নিয়েও বিতর্ক। ছবি নির্মাতারা আগে থেকেই তটস্থ ছিলেন যাতে কোনওরকম বির্তক ছাড়াই বড় পর্দায় মুক্তি পায় এই ছবি।

তবে টিকিটের অগ্রিম বুকিং দেখে ভরসা পাচ্ছেন নির্মাতারা। সময়ের আগেই যেভাবে টিকিট বুকিং হয়েছে তা ইতিমধ্যেই ১ লাখ ছাড়িয়েছে। ব্যবসায়ীদের অনুমান, ছবি মুক্তির দিন ২৫ কোটি টাকার উপরে ব্যবসা করবে পাঠান। সপ্তাহ খানেকের মধ্যে এই ছবি বিশ্বব্যাপী ৩০০ কোটির উপর বক্স অফিসে আয় করবে বলে আশা ফিল্ম সমালোচকদের। তবে এই ছবি শুধু হিন্দিতে নয়,তামিল,তেলেগু ভাষাতেও মুক্তি পাবে। তাতে ব্যবসা আরও বাড়ার সম্ভাবনা।

ইতিমধ্যেই নব্বই হাজারের উপর টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনের জন্য। দেশের এক মাল্টিপ্লেক্স চেনে বিক্রি হওয়া টিকিটের পরিসংখ্যান অনুযায়ী ১৯ তারিখ রাতে ৩০ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়েছে। অপর একটি মাল্টিপ্লেক্স চেন প্রায় ৩৫ হাজরের মতো আর বাকিরা প্রায় ২৫ হাজারের মতো টিকিট বিক্রি করেছে। এভাবে টিকিট বিক্রি হতে থাকলে আশার আলো দেখছেন ছবি ব্যবসায়ীরা।


one year ago
Deepika: মুক্ত পাঠানের ট্রেলর! শত বিতর্কের মাঝে মুম্বই বিমানবন্দরে কী বললেন দীপিকা

'পাঠান' (Pathan Movie) ছবির ট্রেলার আসার আগেই উঠেছিল বিতর্কের ঝড়। যদিও সেই বিষয়ে মাথা ঘামাননি ছবির মূল চরিত্ররাই। শাহরুখ (Shahrukh Khan) যদিওবা তাঁর অনুরাগীদের সঙ্গে কথা বলেছিলেন। কলকাতা চলচ্চিত্র উৎসবে (KIFF) ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শাহরুখ। মুখবন্ধ ছিল দীপিকার, তবে এবার তিনিও মৌনতা ভাঙলেন।

১০ জানুয়ারি মুক্তি পেয়েছে বহুচর্চিত 'পাঠানের' ট্রেলার। বুধবার মুম্বইয়ের বিমানবন্দরে ট্রেলার নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। এদিন আলোকচিত্রীদের ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গিয়েছে 'পাঠান গার্লকে'। শুধু তাই নয় তাঁদের সঙ্গে প্রশ্ন উত্তরেও মেতেছিলেন অভিনেত্রী। আলোকচিত্রীদের কাছে দীপিকার কৌতুহলি প্রশ্ন, 'তোমরা পাঠানের ট্রেলার দেখেছ? ভাল লেগেছে?'সকলেই মাথা নেড়ে সম্মতি জানান।

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘যশরাজ ফিল্মস স্পাই ইউনিভার্স’-এর শাহরুখ দীপিকার ছবি ‘পাঠান’। ছবি মুক্তির আগেই অভিনেত্রীর গেরুয়া পোশাক পরা নিয়ে স্যোশাল মিডিয়ায় উঠেছিল জোর বিতর্ক।  প্রশ্ন হলো হলঘরে 'পাঠান' তার বিতর্ক মুছে ফেলতে পারে কিনা।

one year ago


Ritwick Chakraborty: ক্যামেরার সামনে গাজর খেলে বিতর্ক হবে? পাঠানের বেশরম রঙ নিয়ে এবার সরব ঋত্বিক

শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী সিনেমা পাঠানের (Pathan) সদ্য প্রকাশিত গান 'বেশরম রঙ' নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা দেশ। ছবির নায়িকা দীপিকা পাড়ুকন (Deepika Padukone) এই গানে গেঁড়ুয়া রঙের অত্যন্ত খলামেলা পোশাকে নাচ করেছে। আর তাতেই আপত্তি জানিয়েছে কট্টর সনাতনপন্থী থেকে রাজনৈতিক মহলের একাংশ। শুধু তাই নয়, বাদ নেই বেশ কয়েকজন বিশিষ্টজনরাও। কেন গেঁড়ুয়া রঙের পোশাকের সঙ্গেই এরকম নাচ! পোশাকের রঙ সবুজ কেন নয়, এই নিয়ে চলছে জোরদার তরজা, আর এই বিতর্কিত আবহেই এবার মুখ খুললেন বাংলার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তী (Ritwik Chakraborty)। সম্পূর্ণ অন্যরকম ভাবে নিজের বক্তব্যকে তুলে ধরেন তিনি।

ক্যামেরার সামনে চিবিয়ে চিবিয়ে গাজর খেলে কি আপত্তি হবে? বড়দা ঋত্বিককে এরকমই প্রশ্ন করতে দেখা গেল হাতের বাইরে চলে যাওয়া পুতুলকে। 'আরে বড়দা! গাজরের রংটা ভাবো! কী একটা গানে ব্যবহৃত হয়েছে, তা নিয়ে খুব ঝামেলা হচ্ছে। কোনও মানে হয় বলো?' এরকমভাবেই প্রশ্ন করল পুতুল। আর জবাবে ঋত্বিকের সাফ কথা, তাঁর খেয়ে দেয়ে কাজ নেই এসব বিষয় নিয়ে কন্ট্রোভার্সি করার। এদিকে এই পুতুলের সঙ্গে দেখা গিয়েছে আরও এক পুতুলকে। যার মাথায় সবুজ চুল আর মুখ গেঁড়ুয়া। সম্প্রতি নিজের স্যশাল মিডিয়া সাইটে এই ভিডিও আপলোড করেছেন অভিনেতা। আর যা হয়ে গিয়েছে এখন রীতিমত ভাইরাল।

one year ago
Aryan: চিত্রনাট্য লেখার কাজ শেষ! এবার সুরা তৈরির ব্যবসায় বিনিয়োগ আরিয়ান খানের

২০২১ মান্নতের জন্য দুঃসময়ের বছর। সে বছর দিওয়ালির আগে মাদক-কাণ্ডে অভিযুক্ত হিসেবে জেলে গিয়েছিলেন আরিয়ান খান (Aryan Khan)। প্রায় একমাস নাওয়া-খাওয়া ভুলেছিল শাহরুখ-গৌরী (Shahrukh Khan)। এখন আবার বেকসুর খালাস আরিয়ান। শাহরুখ পুত্র ধীরে ধীরে ফিরেছেন ছন্দে। পেশা হিসেবে বেছেছেন ছবির চিত্রনাট্য লেখার কাজকে। সেই কাজ আপাতত শেষ। এবার আরও এক নতুন পথে শাহরুখ-পুত্র। নতুন ব্যবসায় বিনিয়োগের (Entrepreneurship) কথা ঘোষণা করেচেন আরিয়ান। শুরু করলেন ভদকা তৈরি অর্থাৎ নতুন মদের ব্যবসা। আরিয়ানের এই নতুন সংস্থা আপাতত  ভদকা প্রস্তুত করবে। অনেক দিন ধরেই এই ধরনের ব্যবসায় বিনিয়োগের পরিকল্পনা আরিয়ানের। ছেলের এই নতুন ব্যবসার পরিকল্পনা শুনে কী প্রতিক্রিয়া শাহরুখের?

বাবার মতামত প্রসঙ্গে আরিয়ান বলেন, “আমার বাড়িতে সকলের স্বাধীনতা আছে। যে যার নিজের ইচ্ছামতো কাজ করতে পারে। আমার বাবা অভিনেতা, কিন্তু তাঁর ভিএফএক্স সংস্থা আছে। আর মায়ের ঘর সাজানোর একটি ডিজ়াইনার ব্র্যান্ড আছে। ফলে আমার এই পরিকল্পনাতেও তাঁদের মত রয়েছে।”

one year ago


SRK: সহ-অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক শাহরুখের, জানতে পেরে আলাদা থাকতে চেয়েছিলেন গৌরী?

বলিউডের রাজমহলে পারফেক্ট কাপল হিসেবেই পরিচিত তাঁরা। একজন 'কিং' হলে অপরজন সেই রাজত্বের একছত্র সম্রাজ্ঞী। বাজিগর বাইরে যতই হাত বাড়িয়ে বলুন না কেন 'ম্যাহ হু না', তাঁর মনের একমাত্র 'পারো' হলেন যিনি, তিনি গৌরী খান (Gauri Khan)। কথা হচ্ছে বলিউডের 'বাদশা' শাহরুখ খানের (Shahrukh Khan)। কিন্তু এত মধুর সম্পর্কের মধ্যেও ধরেছিল চিড়! না, কোনও সিনেমার প্লট নয়, বরং কঠিন বাস্তব।

৩১ বছরের দাম্পত্য জীবন, সেখানে হাজার ওঠাপড়া থেকেছে। আর পাঁচটা অন্যান্য দম্পতির মতোই কিংবা তারথেকে কিছুটা বেশিই বর্ণময় তাঁদের জীবন। সেক্ষেত্রে কিছু কিছু বিষয়ে সম্পর্কে উঠে এসেছে সমস্যার কথা। 'ডন' (Don) ছবির শ্যুটিং চলাকালীন খুব ভাল সম্পর্ক তৈরি হয়েছিল শাহরুখ এবং প্রিয়াঙ্কার (Priyanka Chopra) মধ্যে। এমনকি এক সাক্ষাৎকারে শাহরুখ স্বীকার করেছিলেন যে তিনি খুব ইন্ট্রোভার্ট, সহজে সকলের সঙ্গে মিশতে পারেন না। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে শাহরুখের সম্পর্ক ছিল খুবই সুন্দর।

তাঁরা যে একে অপরের সঙ্গে কাজ করার ক্ষেত্রে খুবই স্বচ্ছন্দ বোধ করেন সে কথাও দুজনে জানিয়েছেন একাধিকবার। কিন্তু শাহরুখ এবং প্রিয়াঙ্কার সম্পর্ক গাঢ় হচ্ছে, এই কথা গৌরীর কানে যেতেই নাকি বেজায় চটেছিলেন তিনি। এমনকি শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কাকে ভবিষ্যতে কোনও ছবি করতে বারণ করেন তিনি। শুধু তাই নয়, গৌরী খানের ঘনিষ্ঠ পরিচালক, প্রযোজকরা অনেকেই প্রিয়াঙ্কাকে নিজেদের সিনেমায় কাজ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন বলেও শোনা যায় বলিউডে কান পাতলে।

জল নাকি এতদূর গড়িয়েছিল যে শাহরুখ-গৌরী আলাদা থাকার কথাও চিন্তা করছিলেন। সহ-অভিনেতাদের সঙ্গে ভাল সম্পর্ক তৈরি হলে কাজ করতে সুবিধা হয় বলে মত কিং খানের। কিন্তু 'অনেক সময় অনেকে সেই সম্পর্ককে নিয়ে অন্যরকম ভেবে ফেলে' বলেও সমালোচনার সুর শোনা গিয়েছে শাহরুখের গলায়। তবে বলা বাহুল্য যে এই ঘটনার পর আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়াকে।

2 years ago
Shahrukh Khan: ভারতীয় পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ শাহরুখ-এর

ভারতীয় পড়ুয়াদের জন্য সুবর্ণ সুযোগ। মেয়েদের জন্য বিশেষ বৃত্তির (Shahrukh Khan Scholarship) কথা ২০১৯-এই ঘোষণা করেছিলেন বলিউড কিং খান শাহরুখ খান (Shahrukh Khan)। মেলবোর্নের ‘লা ট্রোব বিশ্ববিদ্যালয়ে’ (La Trobe University) ঘোষণা হয়েছিল এই নতুন বৃত্তির। যে সকল নারী এই বৃত্তির আওতায় পিএইচডি (PhD) করবেন, তাঁরা বিশেষ সুবিধা পাবেন।

'শাহরুখ খান লা ট্রোব বিশ্ববিদ্যালয়’ বৃত্তি প্রথম ২০২০ সালে ভারতীয় পড়ুয়া গোপিকা কোত্তোনথারাইল ভাসিকে দেওয়া হয়। তিনি এই বছর সেই বৃত্তি নিয়ে পিএইচডি’র জন্য অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেন। বিশ্বে মৌমাছির জনসংখ্যা রক্ষা করার জন্য নতুন কৌশল নিয়ে গবেষণা করছেন তিনি।

উল্লেখ্য, এই বৃত্তি পেলে চার বছরের জন্য বিনা খরচে মেলবর্নের লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার সুযোগ পাবেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর জানিয়েছেন শাহরুখ খান নিজেই এই প্রস্তাব তাঁদের দিয়েছিলেন।

শাহরুখ বরাবরই পড়াশোনা ভালোবাসেন। সে কথা অনেকবারই তাঁর মুখে শোনা গিয়েছে। এবার এই উদ্যোগ তা আরও ভালোভাবে প্রমাণ করে।

2 years ago
Aryan Khan: ওয়েব সিরিজের গল্পকার হিসেবে বলিউডে আত্মপ্রকাশ আরিয়ানের, খবর কিন্তু সেরকমই

সম্প্রতি মাদক মামলায় (Drug Case) ক্লিনচিট পেয়েছেন আরিয়ান খান (Aryan Khan)। ফেরত পেয়েছেন ইডির বাজেয়াপ্ত করা পাসপোর্টও। তারপর মুম্বইয়ের এক নাইটক্লাবে শাহরুখ (Shahrukh Khan) পুত্রের সেলিব্রেশনের ছবি ধরা পড়েছে। এবার বাবার পথে হেঁটে বলিউডকেই পেশা করতে চলেছে শাহরুখ-গৌরীর বড় সন্তান। যদিও শাহরুখ খান বরাবর দাবি করে এসেছেন অভিনয়ে আসতে অনিচ্ছুক আরিয়ান। কিন্তু খবর অন্য! বোন সুহানা ইতিমধ্যে দা আর্চিস ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। কিন্তু দাদা আরিয়ান ক্যামেরার সামনে নয়, অন্য ভূমিকায় থাকবেন আরিয়ান। জানা গেল, শীঘ্রই একটি ওয়েব সিরিজের গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করবেন আরিয়ান। টিনসেল টাউনের জন্য স্যাটায়ার লিখছেন কিং খানের পুত্র। ইতিমধ্যে লেখালেখির কাজ শুরু করে দিয়েছেন তিনি। মুম্বইয়ের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, আরিয়ানের লেখা গল্প বেশ মর্মস্পর্শী। তরুণ অভিনেতার কর্মজীবন নিয়ে। বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা এলেও আদতে সেটি কাল্পনিক চিত্রনাট্য। এদিকে, মাদক-কাণ্ড থেকে নিষ্কৃতি পাওয়ার পর স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরছেন খান পরিবার। শাহরুখ খানও করছেন চুটিয়ে কাজ। তবে বাবা প্রযোজক হলেও, ছেলের ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছে। আগে ছবি তৈরির পদ্ধতি ভাল করে রপ্ত করে নিতে চাইছেন চিত্রনাট্যকার হিসেবে।

সম্প্রতি মাদক মামলায় (Drug Case) ক্লিনচিট পেয়েছেন আরিয়ান খান (Aryan Khan)। ফেরত পেয়েছেন ইডির বাজেয়াপ্ত করা পাসপোর্টও। তারপর মুম্বইয়ের এক নাইটক্লাবে শাহরুখ (Shahrukh Khan) পুত্রের সেলিব্রেশনের ছবি ধরা পড়েছে। এবার বাবার পথে হেঁটে বলিউডকেই পেশা করতে চলেছে শাহরুখ-গৌরীর বড় সন্তান। যদিও শাহরুখ খান বরাবর দাবি করে এসেছেন অভিনয়ে আসতে অনিচ্ছুক আরিয়ান। কিন্তু খবর অন্য!


বোন সুহানা ইতিমধ্যে দা আর্চিস ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন। কিন্তু দাদা আরিয়ান ক্যামেরার সামনে নয়, অন্য ভূমিকায় থাকবেন আরিয়ান। জানা গেল, শীঘ্রই একটি ওয়েব সিরিজের গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করবেন আরিয়ান।


টিনসেল টাউনের জন্য স্যাটায়ার লিখছেন কিং খানের পুত্র। ইতিমধ্যে লেখালেখির কাজ শুরু করে দিয়েছেন তিনি। মুম্বইয়ের এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, আরিয়ানের লেখা গল্প বেশ মর্মস্পর্শী। তরুণ অভিনেতার কর্মজীবন নিয়ে। বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা এলেও আদতে সেটি কাল্পনিক চিত্রনাট্য।


এদিকে, মাদক-কাণ্ড থেকে নিষ্কৃতি পাওয়ার পর স্বাভাবিক জীবনে ধীরে ধীরে ফিরছেন খান পরিবার। শাহরুখ খানও করছেন চুটিয়ে কাজ। তবে বাবা প্রযোজক হলেও, ছেলের ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছে। আগে ছবি তৈরির পদ্ধতি ভাল করে রপ্ত করে নিতে চাইছেন চিত্রনাট্যকার হিসেবে।


2 years ago