Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

RujiraBanerjee

Rujira: টানা সাড়ে ৮ ঘণ্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়

টানা সাড়ে ৮ ঘণ্টা পর ইডির দফতর থেকে বেরলেন অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। এই প্রথম নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় তাঁকে। বুধবার সকাল ১০ টা ৫৭ মিনিটেই সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক জায়া। এর পর সন্ধ্যা ৭ টা ৩১ মিনিটে বাইরে বেরিয়ে আসেন। সূত্রের খবর, এদিন ইডির আধিকারিকরা তাঁকে ২ দফায় জেরা করেন। লিপস অ্যান্ড বাউন্ডসের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে রুজিরাকে একাধিক প্রশ্ন করেন তাঁরা। তবে এদিন ইডির জিজ্ঞাসাবাদের ইডি দফতর থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি। দফতর থেকে বেরতেই সোজা গাড়়ি নিয়ে বেরিয়ে যান তিনি।

7 months ago
Rujira Banerjee: 'সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার নির্দেশ দিতে পারে না আদালত', রুজিরাকে ভর্ৎসনা আদালতের

অভিষেক (Abhishek Banerjee) পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) উদ্দেশ্য করে প্রশ্ন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে সংবাদ মাধ্যমগুলি অযথা অতিরঞ্জিত খবর করছে। আর এই অতিরঞ্জিত খবরের জেরে জনপ্রতিনিধি হিসেবে মানহানি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ বন্দ্যোপাধ্যায় পরিবারের। এই দাবি নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বুধবার বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, সংবাদমাধ্যমের কণ্ঠ রোধ করার নির্দেশ দিতে পারে না আদালত। আর এই ধরনের সংবাদ প্রকাশের বিরোধিতা করে কেন আদালত অবমাননার মামলা করছেন না? বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে।

এদিন মামলার শুনানিতে আবেদনকারী আইনজীবী কিশোর দত্ত বলেন, 'সংবাদ মাধ্যমের একটা সীমা থাকা প্রয়োজন। ইডি সিবিআই নিয়ে তারা যা যা খবর করছে তাতে মিডিয়া ট্রায়াল হচ্ছে। আমার পরিবার আছে এবং তাঁদের প্রত্যেকেই সম্মানীয়। সম্মান নিয়ে বাঁচার অধিকার সবার আছে। আদালতের এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে।' এর পর বিচারপতির পর্যবেক্ষণ, 'একটা সাংবিধানিক আদালত যদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করতে থাকে তাহলে সেটা গণতন্ত্রের জন্য ভাল ব্যবস্থা নয়। তবে সবকিছুর মধ্যে একটা ব্যালান্স থাকা উচিত। সেটা দেখতে হবে।' তিনি রুজিরার উদ্দেশে প্রশ্ন করেন, 'কেন এই খবরগুলোর বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা করছেন না?' বিচারপতি আরও বলেন, 'মিডিয়াকে নিয়ন্ত্রণে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের মামলার আবেদন শুনে মনে হচ্ছে কালীঘাট থানা যেন সারা রাজ্যের নিয়ন্ত্রক।'

অন্যদিকে কেন্দ্রের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, 'এই অভিযোগ নিয়ে মামলাকারী এখন বিদেশি আদালত অবমাননার মামলা করতে পারেন। কিন্তু তার নাগরিক অধিকার রক্ষার দাবি এই ক্ষেত্রে আযৌক্তিক। কারণ তিনি এই দেশের নাগরিক নন। এই মামলাকে কোনওভাবে গুরুত্ব দেওয়া উচিত নয়। কারণ স্ত্রীর দায়ের করা মামলায় পরিবার সমেত রক্ষার নির্দেশ দেওয়ার সুযোগ নেই।'

উল্লেখ্য, বুধবার ইডি দফতরে নিয়োগ দুর্নীতিতে হাজির হন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তার আগেই কলকাতা হাইকোর্টে তাঁর এই মামলা এবং বিচারপতির পর্যবেক্ষণে যেন উঠে এল একাধিক প্রশ্ন। ভারসাম্য রাখার কথা বললেও সংবাদমাধ্যমের কন্ঠরোধ করার আবেদনে সায় দিলেন না বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য।  বৃহস্পতিবার ফের রয়েছে এই মামলার শুনানি।

7 months ago
Rujira: ইডি দফতরে হাজিরা অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের

অবশেষে ইডির দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। ইতিমধ্যেই ইডি দফতরে উপস্থিত হয়েছেন তিনি। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে লিপস অ্যান্ড বাউন্ডস-যোগে তাঁকে তলব করেছিল ইডি। এর আগে কয়লা পাচার কাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। এই প্রথম অভিষেক পত্নীকে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হল। বুধবার সকাল ১০.৫৭ মিনিটে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।

সূত্রের খবর, ইডির নোটিস অনুযায়ী, বুধবার সকাল ১১টায় রুজিরার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সময়ের আগেই রুজিরা পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। একটি সাদা গাড়িতে তাঁকে প্রবেশ করতে দেখা যায়। দফতরে প্রবেশ করেই তিনি সোজা চলে যান ৬ তলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে। সেখানেই তাঁর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে সূত্রের খবর। এদিকে রুজিরার হাজিরাকে ঘিরে সিজিও কমপ্লেক্সে বাড়ানো হয় নিরাপত্তা। প্রচুর পুলিস মোতায়ন করা হয়েছে। ব্যারিকেট দিয়ে ঘিরে দেওয়া গিয়েছে সিজিও কমপ্লেক্সের গেট।

জানা গিয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্রকে হেফাজতে নিয়ে, যে সব তথ্য পাওয়া গিয়েছে, তার ওপর ভিত্তি করেই একাধিক প্রশ্ন তৈরি করেছে ইডি। রুজিরাকে ইডি যেসব প্রশ্ন করতে পারে, সেগুলো হল- 

১) লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টর পদে কবে যোগ দিয়েছিলেন?

২) কেন সেই পদ থেকে পড়ে সড়ে গেলেন?

৩) এই সংস্থার কাজ কী ছিল?

৪) নিয়োগ দুর্নীতির টাকা এই সংস্থার অ্যাকাউন্টে এলো কিভাবে?

7 months ago


Abhisekh: লক্ষ্মীবারে অভিষেকের লক্ষ্মীকে আটকাতে পারলো না ইডি ও দিল্লির আধিকারিকরা

মণি ভট্টাচার্য: তিনি এলেন, জবাব দিলেন, বিনয়ী হয়ে নমস্কার সেরে বেরিয়েও গেলেন। এতে অবশ্য বিরোধীরা কিছুটা আশাহত হলেন। কয়লা পাচার মামলায় এই নিয়ে দ্বিতীয় বার অভিষেক (Abhishek Banerjee) পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) তলব করেছিল ইডি। ইডির (ED) তলবে সাড়া দিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটা নাগাদ ইডির কলকাতার দফতর সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছন রুজিরা। এরপর চলে ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। প্রায় চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ সেরে চারটে কুড়ি মিনিটে ইডির কলকাতা দফতর থেকে বেরিয়ে গেলেন অভিষেক পত্নী রুজিরা। বেরোবার সময় গাড়িতে বসেই বিনয়ী ভাবে নমস্কার করলেন সবাইকে। যদিও এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিছুই জানাননি।

এরপরেই তৃণমূলের সিংহভাগ নেতৃত্বের মত লক্ষ্মীবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীকে কিছুই করতে পারল না ইডি। তাঁরা বলবেন নাই বা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় তাঁর অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন দুবাই। সোমবার দুবাই যাওয়ার পথে তাঁকে আটকান অভিবাসন দফতর। সেখান থেকে জানানো হয় ইডির লুকআউট নোটিশ আছে তাঁর বিরুদ্ধে। তখনই তড়িঘড়ি তাকে ৮ ই জুন অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা দফতরে হাজিরার জন্য নির্দেশ দেয় ইডি। যদিও ইডির নির্ধারিত সময়ের কিছুক্ষণ পরেই তিনি হাজিরা দেন।

ইডি সূত্রে খবর, অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য দিল্লির যুগ্ম ডিরেক্টর পদের অফিসার পঙ্কজ কুমার আরও এক উচ্চ পদের আধিকারিক সহ তিনজনের একটি দল দিল্লি থেকে আসেন কয়লা পাচারকাণ্ডে অভিষেক পত্নীকে জিজ্ঞেসাবাদের জন্য। সূত্রের খবর, তাদের একটি তিন পাতার প্রশ্নমালা ছিল। রুজিরার ব্যাংককের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লেনদেন সহ আরো সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে। জিজ্ঞাসাবাদের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

এ ঘটনায় বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছিলেন, অনেক ডাকাডাকি হয়েছে, এবার গ্রেফতারি হোক। এছাড়া রুজিরাকে দুবাই যাওয়ার পথে আটকানো, সমসাময়িক সময়ে ইডির ডিরেক্টর সঞ্জয় সিংহের কলকাতা আসা, সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দোপাধ্যায়কে ইডির তলব নিয়ে হালকা চাপেই ছিল তৃণমূল। এদিন জিজ্ঞাসাবাদ সেরে বেরোনোর পর কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে তাদের। এর পরেই তৃণমূলের একাংশের মত, বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীকে আটকাতে পারল না বিজেপি এবং দিল্লির আধিকারিকরাও।

11 months ago
ED: ইডির ডাকে সাড়া, নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর সিজিও কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা

ইডির (ED) তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) পৌঁছলেন অভিষের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee)। সকাল ১১টায় সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাঁকে। তার প্রায় দেড় ঘণ্টা পর অর্থাৎ সাড়ে ১২টা নাগাদ তাঁর কালো গাড়ি ঢুকল ইডি দফতরে। এদিকে, রুজিরাকে জেরা করতে দিল্লি থেকে দুই ইডির আধিকারিক সিজিও কমপ্লেক্সে এসেছেন। দিল্লি থেকে আসা এক জন আধিকারিক হলেন পঙ্কজ কুমার। তাঁর সঙ্গে রয়েছেন সহকারী ডিরেক্টর পদের এক কর্তাও।

বৃহস্পতিবার সকাল থেকেই কড়া পুলিসি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সিজিও কমপ্লেক্স। ইডি দফতরের বাইরে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, এদিন, বেলা ১২টা ৫ মিনিটে বাড়ি থেকে বের হন রুজিরা। বেলা ১২টা ৩০মিনিট নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি।

সম্প্রতি, বিদেশযাত্রার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরাকে আটকে দেওয়া হয়। দুবাইগামী বিমানে দুই সন্তান-সহ রুজিরাকে উঠতে বাধা দেওয়া হয়। এরপরই তাঁকে তলব করে ইডি। ইডি সূত্রে খবর, কলকাতার একাধিক সংস্থার ডিরেক্টর পদে ছিলেন রুজিরা। সেই সংস্থার সঙ্গে একাধিক দুর্নীতির যোগ রয়েছে। সম্প্রতি গ্রেফতার করা হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে। ইডি সূত্রে খবর, একাধিক নথি পরীক্ষা করতে গিয়ে অভিষেক জায়ার নাাম প্রকাশ্যে আসে।

11 months ago


Rujira: আজই কি অভিষেক পত্নীর গ্রেফতারির আশঙ্কা!

সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় (Rujira Banerjee) কলকাতা বিমানবন্দর মারফত দুবাই (Dubai) যাওয়ার চেষ্টা করলে তাকে বাধা দেয় অভিবাসন দফতর। তারপরই কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরাকে তলব করে ইডি। আজ অর্থাৎ ৮ই জুন রুজিরাকে ইডির কলকাতা অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় ইডি। এখন প্রশ্ন উঠছে অভিষেক পত্নী, রুজিরা বন্দ্যোপাধ্যায় কি আজ অর্থাৎ বৃহস্পতিবার ইডির দফতরে হাজিরা দেবেন।

ইডি সূত্রে খবর, সম্প্রতি কয়লা পাচারকাণ্ড নিয়ে অতি সক্রিয় হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি ও সিবিআই। ওই একই ঘটনায় সম্প্রতি গ্রেফতার হয়েছে দুই রাঘব বোয়াল। একজন ইসি-এর প্রাক্তন ডিরেক্টর, অন্যজন সিআইএসএফের ইন্সপেক্টর। তাদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই কিছু তথ্য জানতে পেরেছে বলে খবর। সূত্রের খবর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে তিনজন কয়লা পাচার তদন্তের আধিকারিক এসে পৌঁছেছেন কলকাতায় এবং রুজিটাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন পাতার প্রশ্নমালা এখনও অবধি তৈরি করেছে ইডি দফতর।

পাশাপাশি সম্প্রতি কলকাতা এসেছিলেন ইডির ডিরেক্টর সঞ্জয় কুমার সিং। কলকাতার সমস্ত উচ্চ পদাধিকারী অফিসারদের নিয়ে তিনি একটি বৈঠক করেন। এরপরই রুজিরা বন্দোপাধ্যায়ের দুবাই যাওয়ার চেষ্টা এবং বাধা পেয়ে সেই চেষ্টা বিফল হওয়া ও তারপরই তাঁকে ইডির তলব যে সন্দেহ বাড়াচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না।

এ প্রসঙ্গে অবশ্য বিজেপিকে টার্গেট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বিজেপি সমস্তটাই নবজোয়ার যাত্রা দেখে ভয় পেয়ে করছে। সমস্তটাই বিজেপির চক্রান্ত বলে দাবি করেন তিনি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে, তাঁর স্ত্রী ও তাঁর সন্তানদের গ্রেফতার করলেও বিজেপির কাছে মাথা নত করবেন না তিনি।

একদিকে বুধবার যখন গোটা রাজ্যের তিনটি জেলায় বিভিন্ন পুরসভায় সিবিআই হানা দেয় এবং হানা দেয় নগরোন্নয়ন দফতরেও। সে অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী, রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ইডির হাজিরা যে ভীষণ গুরুত্বপূর্ণ গোটা রাজ্য রাজনীতিতে তা বলার অপেক্ষা রাখে না।

11 months ago
Malay: কয়লা পাচারকাণ্ডে অভিষেক পত্নীর পর মলয় ঘটককে তলব ইডির

একদিকে যখন কয়লা পাচারকাণ্ডে (Coal Smuggling) অভিষেকের স্ত্রী রুজিরাকে (Rujira Banerjee) তলব করেছে ইডি (ED)। ৮ই জুন কলকাতার ইডির দফতরে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। ইতিমধ্যে শাসক দলের অস্বস্তি বাড়িয়ে কয়লা পাচারকাণ্ডে মলয় ঘটককে তলব ইডির। ১৯শে জুন আইনমন্ত্রী মলয় ঘটককে সশরীরে হাজিরা নির্দেশ দিয়েছে ইডি। পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব নিয়ে হাইকোর্টের নির্দেশ ছিল হাতে সময় রেখে তাকে তলব করতে হবে। সেজন্যই উনিশে জুন রাজ্যের আইনমন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এর পূর্বেও ২ বার আইন মন্ত্রীকে কয়লাপাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। যদিও তিনি হাজির হন নি।

11 months ago
Rujira: কয়লা পাচার মামলায় অভিষেক পত্নী রুজিরাকে তলব ইডির

৮ই জুন রুজিরাকে (Rujira Banerjee) তলব ইডির (ED)। আজ অর্থাৎ সোমবার সকালেই কলকাতা বিমানবন্দর মারফত দুবাই যাওয়ার চেষ্টা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিবাসন দফতর তাঁকে আটকে দেয়। কারণ হিসেবে জানা যায় একটি পুরনো মামলায় লুকআউট নোটিশ ছিল অভিষেক পত্নীর নামে। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় অভিষেক বন্দোপাধ্যায়য়ের স্ত্রীকে তলব ইডির। সোমবারই এ বিষয়ে অভিষেক পত্নী রুজিরাকে নোটিশ করে ইডি।

এরপর কলকাতা বিমানবন্দরে কিছুক্ষণ অপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে আসেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর তার কিছুক্ষণের মধ্যেই ইডির তরফে রুজিরাকে হাজিরা নির্দেশ।

11 months ago