Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Police

Sandeshkhali: অজিত মাইতিকে তাড়া গ্রামবাসীদের, সাড়ে ৪ ঘণ্টা পর অবশেষে আটক পুলিসের

ক্ষোভ-বিক্ষোভে উত্তাল সন্দেশখালি। শিবু-উত্তমের পর অত্যাচারি শাসকের খাতায় নাম তৃণমূল নেতা অজিত মাইতির। শেখ শাহজাহান, শেখ সিরাজউদ্দিনের পাশাপাশি অজিত মাইতির গ্রেফতারির দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে সরব বিক্ষোভকারীরা। জনরোষ থেকে বাঁচতে সিভিক ভলান্টিয়ারের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁকে দেখা মাত্রই ঝাঁটা-লাঠি নিয়ে সেখানে পৌঁছে যায় উত্তেজিত গ্রামবাসী। জনরোষ থামাতে কার্যত হিমশিম খেতে হয় পুলিসকে।

এদিন মন্ত্রী সুজিত বসু ও পার্থ ভৌমিকের কর্মসূচি থেকে ফেরার পথে অজিত মাইতিকে তাড়া করেন গ্রামের মহিলারা। অভিযোগ, গ্রামের ৭০ জনের নামে নতুন করে অভিযোগ দায়ের করেছেন অজিত মাইতি।

যদিও নিজেকে নির্দোষ বলে দাবি অজিত মাইতির। তবে আইন মোতাবেক কাজ হবে বলে দাবি পুলিসের। শাসকের ঔদ্ধত্য যেন ক্রমেই সীমা ছাড়ায়। এতকিছুর পরেও নাকি গ্রামবাসীদের হুমকি দিচ্ছেন অজিত মাইতি। প্রতি রাতে চলছে ভাঙচুর। আতঙ্কে গ্রামবাসী।

পুলিস-প্রশাসন ক্ষোভের আগুনে জল ঢালার চেষ্টা করলেও এত সহজে যে ঠাণ্ডা হবার নয় তা এদিনের জনরোষ থেকেই স্পষ্ট। অজিত মাইতির গ্রেফতারির দাবিতে অনড় গ্রামবাসী। এরপরেই অজিত মাইতিকে অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি তাকে আটক করে পুলিস। নিয়ে যাওয়া হয় সন্দেশখালি থানায়।

2 months ago
Sandeshkhali: সন্দেশখালি ঢুকতে বাধা, ভোজেরহাটেই দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আটকাল পুলিস

সন্দেশখালির পরিস্থিতির উপর টানা নজর রেখে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। রবিবার  সন্দেশখালি যাওয়ার পথে পুলিসি বাধার মুখে পড়ে দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ভোজেরহাটে আটকে দেওয়া হল তাদের। রাস্তায় বসে বিক্ষোভ ওই প্রতিনিধি দলের সদস্যদের। টেনেহিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হয়। গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যদের বলে সূত্রের খবর। কেন সন্দেশখালি যেতে বাধা দেওয়া হচ্ছে, প্রশ্ন তাদের।

এদিকে, দিল্লি থেকে চেয়ে পাঠানো হলো সন্দেশখালির প্রতিদিনকার রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ আগামী ৪ মার্চ রাজ্যে আসার কথা রয়েছে। ৫ই মার্চ তারা বৈঠক করবে সমস্ত রাজনৈতিক দল ও জেলা প্রশাসনের সঙ্গে।

প্রতিদিনই উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি। আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হওয়ায় জারি করতে হয়েছে ১৪৪ ধারা। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক অফিস সূত্রে খবর, প্রতিদিনই সন্দেশখালি নিয়ে রিপোর্ট পাঠানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনে। একই সঙ্গে সূত্র মারফত জানা গিয়েছে, চিফ ইলেকশন কমিশনার বৃহস্পতিবারই সিআরপিএফের নোডাল অফিসারের সাথে দীর্ঘ বৈঠক সেরেছেন নির্বাচনের কথা মাথায় রেখে।

গত জানুয়ারি মাসে রেশন দুর্নীতিকাণ্ডে তল্লাশি করতে গিয়ে ইডির আধিকারিকদের কার্যত রক্তাক্ত হয়ে খালি হাতে ফিরতে হয়েছিল কলকাতায়। তারপর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালি। স্থানীয়দের তরফে একাধিক অভিযোগ জমা করা হয়েছে পুলিস প্রশাসনের হাতে। শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে পথে নেমেছেন সন্দেশখালির মহিলারাও। নির্যাতনের কথা জানিয়েছেন প্রকাশ্যে। থানায় অভিযোগও দায়ের করেছেন। এখন অপেক্ষার কবে শান্ত হয় সন্দেশখালি।

2 months ago
Minakshi Mukherjee: 'পুলিসের এত বড় নখ!' কালো কাপড় বেঁধে ওরা কারা? মীনাক্ষীকে আটকাতে ছদ্মবেশী বাহিনী?

সন্দেশখালির তপ্ত ভূমে পা রাখেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যাত্রাপথে বাধা দেয় পুলিস। চারদিক থেকে ঘিরে ফেলা হয় ডিওয়াইএফআই নেতৃত্বকে। শুরু হয় বাকবিতণ্ডা। এরই মাঝে উঠে আসে অন্য এক ছবি। পুলিস ফোর্সের পোশাকে মুখে কালো কাপড় বাধা বেশ কয়েকজন। পুলিস পিকেটিংয়ের মাঝে এরা কারা? পুলিসের হাতে এত বড় বড় নখ কেন? প্রশ্ন ডিওয়াইএফআই নেতৃত্বের।

বাধা পেয়ে আচমকা মীনাক্ষী বলে ওঠেন, “এই তোমার নাম কী? তোমাদের নেমপ্লেট কোথায়?” পরক্ষণেই বলে ওঠেন, “ছবি তোল, পুলিসের পোশাকে তৃণমূল কর্মীরা এসেছেন। এরা পুলিস তো? মুখ ঢাকা কেন?” পাশ থেকে বাম কর্মীরা মহিলা পুলিস কর্মীদের নখ দেখে মন্তব্য করেন। সঙ্গে সঙ্গে মীনাক্ষী বলেন, “এদের নখ বড় কেন? নেলপলিশ পরে আছে পুলিস কর্মী? এরা কেউ পুলিসের লোক নাকি। এদের নখ দেখলেই বোঝা যাচ্ছে এরা পুলিসের কর্মী নয়। সব তৃণমূল কর্মী।”

নন্দীগ্রাম আন্দোলনে পুলিসের পোশাকে হামলা করেছিল সিপিএম ক্যাডাররা। পাল্টা ইতিহাস ঘেঁটে কটাক্ষ শাসক নেতা শান্তনু সেনের। অন্যদিকে বিজেপি নেতা সজল ঘোষ বলেন,  কালো কাপড়ে সন্দেহভাজন কারা? তদন্ত করবে না পুলিস। মানবাধিকার কমিশনে বিষয়টি জানানোর পরামর্শ দেন তিনি।

পুলিসের মধ্যে মিশছে আততায়ীরা? সত্যিই কি অন্য কেউ তপ্ত করছে সন্দেশখালি? মীনাক্ষী মুখোপাধ্যায়ের তোলা অভিযোগ কি অন্য অধ্যায়ের সূচনা করবে সন্দেশখালিতে? অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না, সেদিকে নজর থাকবে।

2 months ago


HS Exam: অশান্তি কমাতে পুলিসি ধরপাকড় সন্দেশখালিতে, পরীক্ষার্থীদের আটক! আতঙ্কে পরীক্ষা খারাপ, দায় কার?

দীর্ঘ অত্যাচার আর বঞ্চনার প্রতিবাদের আগুন ছড়িয়েছে সন্দেশখালি ছাড়িয়ে ঝুপখালি, বেড়মজুর এলাকাতেও। কিন্তু এলাকায় আয়ত্তে আনতে পুলিসি আচরণও প্রশ্নের মুখে ফেলছে। বাড়ি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। জীবনের বড় একটা পরীক্ষা, উচ্চ মাধ্যমিক। শুক্রবার বেড়মজুরের কাঠপোল এলাকায়  প্রবল অশান্তি ছড়ায়, এলাকা শান্ত করতে ১৪৪ ধারা জারি করে পুলিস। কিন্তু দীর্ঘ বছরের অন্যায় আর জমে থাকা ক্ষোভ শান্ত হতে চায়নি সহজে। অগত্যা শুরু হয় পুলিসি ধরপাকড়। গ্রামের বেশ কয়েকজনকে তুলে নিয়ে যায় পুলিস। তার মধ্যে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও। অভিযোগ, বহু অনুরোধেও ছাড়েনি পুলিস। 

শনিবার ছিল সংস্কৃত পরীক্ষা। আগের রাতে পড়াশোনা করার ছিল। কিন্তু তার বদলে হয়েছে পুলিসি জেরা, পড়াশোনা হয়নি কিছুই। আশানুরূপ হয়নি পরীক্ষা। পরীক্ষার্থীদেরও আটক? শুক্রবার দিনভর এই খবর দেখিয়েছে সিএন। সিএন খবরের জেরেই পরীক্ষার্থীকে ছাড়ে পুলিস, বলছেন স্থানীয়রাই।   

পুলিসের হাত থেকে বাঁচতে সারারাত পালিয়ে রাত কাটাতে হয় আর এক পরীক্ষার্থীকে।  একদিন ঝড় থেমে যাবে, শান্ত হবে সন্দেশখালি। কিন্তু জীবনের এই ধাপে যে অভিজ্ঞতা ও ক্ষতির সম্মুখীন হলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তা কী পূরণ হবে? 

2 months ago
Newtown: বাড়ি থেকে উদ্ধার সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ, তদন্তে ইকোপার্ক থানার পুলিস

বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে নিউটাউন হাতিয়ারায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পারিবারিক অশান্তি, নাকি আর্থিক অনটনের জেরে এই সিদ্ধান্ত তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিস।

পরিবারের দাবি, লেকটাউন ট্রাফিকে কর্মরত সিভিক ভলেন্টিয়ার কৌশিক দেবনাথ গত এক বছর আগে নিউটাউন হাতিয়ারা হেলাবটতলা এলাকায় বিয়ে করেন। বিয়ের পর থেকেই বিভিন্ন ধরনের দাবি করতে থাকে তাঁর স্ত্রী। অভিযোগ, কৌশিক দেবনাথকে দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল, যাতে তাঁর বাবা-মাকে ছেড়ে স্ত্রীর সঙ্গে অন্য কোথাও গিয়ে থাকেন। এই দাবি মানতে পারেননি কৌশিক। এরপরই কৌশিক-এর স্ত্রী নিজের বাবা-মায়ের বাড়িতে চলে যান।  নিয়মিত ফোন করে কৌশিককে মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল। পাশাপাশি কৌশিকের মা-বাবাকেও ফোন করে অকথ্য ভাষায় কথা বলতেন বলে অভিযোগ। আর এই মানসিক অবসাদে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে হাতিয়ারায় নিজের বাড়িতে আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের। যদিও মৃত্যুর পিছনে কি কারণ রয়েছে তা জানতে তদন্তে নেমেছে ইকোপার্ক থানার পুলিস।

2 months ago


HS Exam: শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে আক্রান্ত! দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ, ঘটনাস্থলে পুলিস ও র‍্যাফ

রাজ্য জুড়ে ছড়িয়ে রয়েছে শুধুই অরাজকতার ছবি। একদিকে যখন অশান্তির আগুনে জ্বলছে সন্দেশখালি, তখন নোদাখালিতে দুষ্কতীদের আক্রমণে গুরুতর জখম স্থানীয় ক্লাবের সদস্যরা। সূত্রের খবর, উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিতে যাওয়ার পথেই এলাকার সাউথ বাওয়ালীর শক্তি সংঘ ক্লাবের সদস্যদের উপর চড়াও হয় কয়েকজন যুবক।শুরু হয় বেধড়ক মারধর। গুরুতর জখম হন ৪ জন। ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছে নোদাখালি। সন্দেশখালির অশান্তির ছবি কি এবার দেখবে নোদাখালিও? আজ ক্লাব সদস্যের উপর চড়াও হয়েছে। কাল কি তাহলে এলাকার মেয়েদের উপরও হামলা হবে? প্রশাসনের কাছে জবাব চায় গ্রামের মহিলারা। দোষীদের শাস্তির দাবিতে মূলত বিক্ষোভ দেখায় এলাকাবাসী।ইতিমধ্যে অভিযুক্তের শাস্তির দাবিতে নোদাখালি থানায় দায়ে হয় অভিযোগ।

আহত এক সদস্যের দাবি পুরনো আক্রোশের জেরেই এই দুষ্কৃতী আক্রমণ।তবে অভিযুক্তের খোঁজে পুলিসের তৎপরতা ছিল রীতিমতো চোখে পড়ার মতো।জানালেন আহত সদস্যের বাবা।

দুষ্কৃতী হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির  নোদাখালি থানার একাধিক পুলিস আধিকারিকসহ বিশাল বাহিনী ও র‍্যাফ। কিন্তু বার বার কেন সাধারণ মানুষের উপরই ধেয়ে আসছে দুষ্কৃতীদের আক্রমণ।কেন পুলিসের এই সক্রিয়তা হামলার আগে চোখে পড়েনা। সন্দেশখালির ঘটনার পরও কি তবে হুঁশ ফেরেনি সরকারের? প্রশ্ন একাধিক কিন্তু উত্তর অধরা।

3 months ago
Police: খাস কলকাতায় নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী পুলিস কনস্টেবল

কলকাতা পুলিসের কনস্টেবলের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য। নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী ওই পুলিসকর্মী। এবার ঘটনাস্থল খাস কলকাতার পর্ণশ্রী থানা এলাকা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা।

জানা গিয়েছে, ওই পুলিস কর্মীর নাম পুলক ব্যাপারী। কলকাতা পুলিসের ওয়ারলেস ব্রাঞ্চে কর্মরত। পর্ণশ্রী এলাকায় পুলক ব্যাপারী তাঁর স্ত্রী ও এক ছেলেকে নিয়ে থাকতেন। এক প্রতিবেশী জানিয়েছেন, গত তিন মাস আগে এই এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে এসেছিলেন তিনি। ওই প্রতিবেশীর মতে পুলক ব্যপারীর পরিবারে কোনও অশান্তির ঘটনা ঘটতে দেখেননি তাঁরা।

ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিস। তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানার চেষ্টা করছে পারিবারিক অশান্তি নাকি মানসিক অবসাদের জেরে আত্মঘাতী হয়েছেন ওই পুলিস কনস্টেবল।

3 months ago
Bankura: থানার পুরনো কোয়ার্টারে উদ্ধার পুলিস কর্মীর ঝুলন্ত মৃতদেহ, চাঞ্চল্য় বাঁকুড়ার ছাতনা থানা

থানা চত্বর থেকে উদ্ধার হল এক পুলিস কর্মীর ঝুলন্ত মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে বাঁকুড়ার ছাতনা থানায়। পুলিস জানিয়েছে, মৃত ওই পুলিস কর্মীর নাম হরেন্দ্র নাথ বাউরী। নিছক আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ তা খতিয়ে দেখতে ইতিমধ্য়ে তদন্ত শুরু করেছে পুলিস। 

ছাতনা থানা সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে হরেন্দ্রনাথ বাউরী নামের ওই পুলিস কর্মীকে দেখতে না পেয়ে তাঁর সহকর্মীরা খোঁজ শুরু করেন। এরপর ছাতনা থানা চত্বরে একটি পরিত্যক্ত কোয়ার্টারের সিলিং থেকে হরেন্দ্রনাথ বাউরী-র ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তাঁর সহকর্মীরা। পুলিস কর্মীর মৃতদেহটি উদ্ধার করে দ্রুত নিয়ে যায় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। তবে কী কারণে আত্মঘাতী হলেন ওই পুলিস কর্মী তা নিয়ে দ্বন্ধে রয়েছে গোটা পুলিস মহল। গোটা ঘটনার আসল কারণ জানতে তদন্তে নেমেছে পুলিস। 

3 months ago


Accident: জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্য়ু এক পুলিস কর্মীর, চাঞ্চল্য় বীরভূমে

পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল এক পুলিস কর্মীর। নিয়ন্ত্রণ হারিয়ে বেসরকারি বাসের ধাক্কায় পুলিসের বাইকে। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে বীরভূমের ১৪ নম্বর জাতীয় সড়কের উপর রামপুরহাট কুঠি গ্রাম মোড়ের কাছে। জানা গিয়েছে, মৃত পুলিস কর্মীর নাম বিশ্বজিৎ ভট্টাচার্য। তিনি মুরারই থানায় কর্মরত। ঘটনাস্থলে রামপুরহাট থানার পুলিস গিয়ে ওই মৃত পুলিস কর্মীকে উদ্ধার করে নিয়ে যায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের কাছেই রয়েছে পশু হাট। এদিন দুপুরে সেই হাট থেকে কতগুলি গরু আসছিলো। আর সেই সময় গরুগুলিকে বাঁচাতে রামপুরহাট থেকে নলহাটি মুখি একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একই দিকে যাওয়া বাইক আরহী অর্থাৎ পুলিসের বাইকে ধাক্কা মারে। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্য়ু হয় ওই বাইক আরহী পুলিস কর্মীর। স্থানীয়দের অভিযোগ, গরুর হাটের জন্যই প্রায় দুর্ঘটনা ঘটে। 

3 months ago
Ayodhya: রামলালা দর্শনে ভক্তদের সুনামি, ভাঙল ব্যারিকেড, ভিড় সামলাতে নাজেহাল পুলিস

রামলালা দর্শনে অযোধ্যায় ভক্তদের সুনামি। যার জেরেই চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল রামমন্দির উদ্বোধনের পরের দিন সকালেই। জানা গিয়েছে, পুলিসের ব্যারিকেড ভেঙে রামলালা দর্শনে মন্দিরের দিকে এগিয়ে যান পুণ্যার্থীরা। পরিস্থতি সামাল দিতে অতিরিক্ত পুলিস বাহিনী আনছে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট।

সংবাদ সংস্থা এএনআইয়ের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা গিয়েছে, পুলিসের ব্যারিকেড ভেঙে হুড়মুড় করে মন্দিরের দিকে ছুটছে জনস্রোত। সেই সময়েই বেশ কয়েক জন পদপিষ্ট হয়েছেন বলে দাবি বেশ কিছু সংবাদ সংস্থার।

উল্লেখ্য, সোমবার দুপুর ১২টা ২৯ মিনিটে ‘শুভ মুহূর্তে’ রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়। উদ্বোধনের পর মঙ্গলবার সকাল ৭টায় খোলে মন্দিরের দরজা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত খোলা থাকে মন্দির। পরে আবার দুপুর ২টো থেকে সন্ধে ৭টা পর্যন্ত রামলালা দর্শন চলবে। সকাল সাড়ে ৬টায় ‘জাগরণ’ অর্থাৎ আরতি এবং সন্ধে সাড়ে ৭টায় সন্ধ্যারতি হবে। তা অনলাইনেও দেখতে পাবেন ভক্তরা। যদিও ভিড়ের চাপে আপাতত দর্শন বন্ধ। এছাড়া মন্দির সংক্রান্ত আরও নিয়মাবলী প্রকাশ করেছে মন্দির কর্তৃপক্ষ। সেগুলি হল-

* দিনে তিনবার আরতি হবে।

* প্রত্যেকবার আরতিতে ৩০ জন করে ভক্তকে সুযোগ দেওয়া হবে রামলালার আরতি দর্শনের।

* প্রত্যেকের কাছে থাকতে হবে পূর্ব অনুমতি পত্র এবং ভারত সরকারের দেওয়া সরকারি পরিচয় পত্র।

* অফলাইন এবং অনলাইনে এই আরতি দর্শনের পাস পাওয়া যাচ্ছে। অফলাইনে অযোধ্যার মন্দিরের ক্যাম্প অফিস থেকে মিলবে পাস।

* অনলাইনেও বুক করা যাচ্ছে এই পাস। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের ওয়েবসাইটে লগইন করে পাসের জন্য আবেদন জানাতে পারবেন ভক্তরা।

* দুপুরে ভোগ আরতি ১২টায়।

আরতি দর্শন করার জন্য আরতির নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যেতে হবে মন্দিরে।

3 months ago


Haridevpur: হরিদেবপুরে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, নিছক মৃত্যু? নাকি অন্য রহস্য? তদন্তে পুলিস

রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে বারবার আঙ্গুল উঠছে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার দিকে। সোমবার গভীর রাতে ঘটে যাওয়া এক ঘটনা নিয়ে হরিদেবপুরের বড়দা সরণিতে চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে রাস্তায় নর্দমার পাশে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী।

জানা যায়, মৃত ব্যক্তির নাম ফাল্গুনী দত্ত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। সূত্রের খবর, সোমবার রাতে বিয়ে বাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন ফাল্গুনী বাবু। তবে মঙ্গলবার সকালেই তাঁর দেহ উদ্ধার হয় হরিদেবপুরের বড়দা সরণির রাস্তার ধরে নর্দমার পাশ থেকে। স্থানীয় বাসিন্দারা হঠাৎ সকালে উঠেই সেখানে ফাল্গুনী বাবুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। এরপরেই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

তবে বছর ৫৬-এর ফাল্গুনী বাবুর এমন আচমকা মৃত্যুর তদন্তভার নিয়েছে হরিদেবপুর থানার পুলিস। দেহ উদ্ধার করে তা পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যও। তবে, এই মৃত্যু ঘিরে একটা জল্পনা যেমন থেকে যাচ্ছে, তেমনই ওই এলাকার নিরাপত্তা বলয় নিয়েও উঠছে প্রশ্ন।

3 months ago
Nadia: হাঁসখালিতে নির্যাতিতার পরিবারকে খুনের অভিযোগ! কোর্টে সাক্ষী দিতে বাধা

নদিয়ার হাঁসখালি থানার গাড়াপোতা এলাকার নির্যাতিতার পরিবারের ওপর হামলার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। শনিবার রাত আটটা নাগাদ নির্যাতিতার কাকাকে বাড়ি থেকে বের অভিযুক্তরা মারধর চালায় বলে অভিযোগ। বর্তমানে তিনি আহত অবস্থায় বগুলা হাসপাতালে চিকিৎসাধীন। 

নদিয়ার হাঁসখালিতে গণ যৌন নিগ্রহের পর কলকাতা হাইকোর্টের নির্দেশে নির্যাতিতার বাড়িতে রাজ্য পুলিসের নিরাপত্তার সুনিশ্চিত করা হয়। অভিযোগ, নিরাপত্তা থাকা সত্ত্বেও অভিযুক্তের ঘনিষ্ঠ দুষ্কৃতিরা গণধর্ষনকাণ্ডের মৃতা নির্যাতিতার একমাত্র সাক্ষী তাঁর এক আত্মীয়কে তুলে নিয়ে গিয়ে মারধর ও খুনের হুমকি দেয়। এমনকি রানাঘাট কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দিতে বলে হুমকি দেয় অভিযুক্তের ঘনিষ্ঠরা।

রাজ্য পুলিসের নিরাপত্তা দেওয়ার পরেও কী করে এই ধরনের ঘটনা সম্ভব ? তা নিয়ে আতঙ্কে রয়েছে রয়েছে নির্যাতিতার পরিবার। যদিও নিরাপত্তার তাগিদে কেন্দ্রীয় পুলিস দেওয়া দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার। অন্য়দিকে সি এন এর খবর হওয়ার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। হাঁসখালি থানার বিশাল পুলিস বাহিনী এসে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলে এবং গোটা এলাকা ঘুরে দেখেন।

3 months ago
Kolkata Marathon: কলকাতা ম্যারাথনে দুঘর্টনা! তোরণ ভেঙে আহত অ্যাডিশনাল সিপি ও এক মহিলা

রবিবার ছুটির দিনে শহরে কলকাতা পুলিসের তরফে আয়োজন করা হয়েছিল হাফ ম্যারাথন। এদিন ভোরে রেড রোড থেকে সূচনা হয় ম্যারাথনের। এদিন এই ম্যারাথনে অংশ নিতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। কিন্তু এর মাঝেই ঘটে গেল দুর্ঘটনা। সেফ ড্রাইভ সেফ লাইফ হাফ ম্যারাথনে ময়দানে অনুষ্ঠান চলাকালীন দমকা হাওয়ার জেরে তোরণ ভেঙে আহত হন কলকাতা পুলিসের অ্যাডিশনাল সিপি (১) মুরলীধর শর্মা। মাথায় লাগে তাঁর। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আহত হয়েছেন এক মহিলা প্রতিযোগী।

রবিবার সকালে এই হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছিল। জানা গিয়েছে, যে পয়েন্টে এই ম্যারাথন শেষ হওয়ার কথা সেখানে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, সকালে দমকা হাওয়ার জেরে সেই তোরণ আচমকাই ভেঙে পড়ে যায় নীচে। আর এই তোরণের নীচেই দাঁড়িয়েছিলেন কলকাতা পুলিসের এই কর্তা। জানা গিয়েছে, তোরণ ভেঙে পড়ার জন্য তাঁর ঘাড়ে, কোমরে ও মাথায় চোট লাগে। মাথার চোট তেমন গুরুতর নয় বলে সূত্রের খবর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। ইতিমধ্যেই এমআরআই ও সিটি স্ক্যান করা হয়েছে। এক মহিলা প্রতিযোগীরও মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে।

রবিবার হাফ ম্যারাথনে ১০ কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়ে সাধারণ প্রতিযোগীদের সঙ্গে দৌড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে ফিনিশিং পয়েন্ট পর্যন্ত দৌড়াতে দেখা যায় ডায়মন্ডহারবারের সাংসদকে। এছাড়াও কলকাতা পুলিসের হাফ ম্যারাথনে রবিবার সকালে অভিষেক ছাড়াও ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আবার দেব, আবীর চট্টোপাধ্যায়, ইশা সাহাদের মতো টলিউডের একাধিক তারকা ম্যারাথনে পা মিলিয়েছেন।

3 months ago


Duttapukur: জমি সংক্রান্ত বিবাদ! মহিলাকে লাথি, ঘুষি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জমি দখল নিয়ে বিবাদ। তার জেরে মহিলাকে ফেলে লাথি, ঘুষি, বাঁশ তুলে পেটানোর অভিযোগ ওঠে তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার সেই ফুটেজ ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও ভিডিওর সত্য়তা যাচাই করেনি সিএন ডিজিটাল। সোমবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর ২ নম্বর অঞ্চল জয়পুল মেঠোপাড়া এলাকায়।

অভিযোগ, জোর জবরদস্তি জমি দখল করতে যান স্থানীয় তৃণমূল নেতা তথা মেম্বার তাজউদ্দীন সহ তাঁর অনুগামীরা। সেই সময় বাধা দিতে গেলে আক্রান্ত হন মোসলেমা বিবি এবং তাঁর মেয়ে হাসিনা। তাঁদের দুজনের উপর চড়াও হন তাজউদ্দীন। প্রথমে মহিলাকে ধাক্কা মেরে মাঠে ফেলে দিয়ে চলে বেধড়ক মারধর। তারপর তাঁর মেয়ে বাধা দিতে এলে মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ। 

আক্রান্ত মহিলার অভিযোগ, তিনি সহ তাঁর পরিবার ঘর ছাড়া। তাঁদেরকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এমনকি দত্তপুকুর থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিস কোনওরকম সহযোগিতা করেনি। স্থানীয় বিধায়ককের কাছেও যাওয়া হয়। বিধায়ককেও পুরো ঘটনা ভিডিও সহ দেখানো হলেও কোনওভাবেই ন্যায় বিচার পায়নি ওই পরিবার।

অন্যদিকে অভিযুক্ত তাজউদ্দীন পাল্টা আক্রান্ত মোসলেমা বিবি ও হাসিনা বেগমের বিরুদ্ধেই জমি দখল করে রাখার অভিযোগ আনে। পাশাপাশি তিনি বলেন তাঁকে ফাঁসানোর জন্যই ঘটনাটি ক্য়ামেরা বন্দী করা হয়েছে। যদিও পরে তাজউদ্দীন নিজের ভুল স্বীকার করেন। তবে তাঁর বিরুদ্ধে যে হুমকি কিংবা বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ আনা হচ্ছে তা সঠিক নয় বলে জানান। কে কতটা দোষী এবং কার বিরুদ্ধে সঠিক কী অভিযোগ তা এখনো পরিস্কার না হলেও ভিডিও ফুটেজে তাজউদ্দীনের দাদাগিরি পরিস্কার। মহিলাদের গায়ে হাত এবং মাটিতে ফেলে মারধর যা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।

4 months ago
Gangasagar Mela: 'সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার', মেলার নিরাপত্তা ও পুণ্যার্থীদের জন্য় বিশেষ ব্য়বস্থা প্রশাসনের

রবিবার গঙ্গাসাগরে পুণ্যস্নান। রবিবার রাত থেকে শুরু পৌষ সংক্রান্তির পুণ্যস্নান। কনকনে শীত থাকলেও পুণ্যার্থীদের সমাগম কিন্তু কমে নি। সূত্রের খবর, শনিবার দুপুর ১২ টা পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪৫ লক্ষ পুণ্যার্থী এসেছেন। এই সংখ্যা আরও রেকর্ড হবে এই বছরে। তাই তীর্থযাত্রীদের সুবিধার্থে শুরু হয়েছে বিশেষ ব্যবস্থা। চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। রয়েছে পুলিস বাহিনী মোতায়েন।  আজ, রবিবার রাত ১২টা ১৩ মিনিট থেকে সোমবার রাত ১২ টা ১৩ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তির পূণ্য স্নান-এর তিথি। 

উন্নততর যাত্রী নিবাস সহ ২২ টি জেটি, ২৫০ টি বাস, ৬ বার্জ ও ১০০ টি লঞ্চের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে। তাছাড়া জলযানের অবস্থান সঠিক ভাবে চিহ্নিত করতে ব্যবহৃত হচ্ছে ইসরোর টেকনোলজি। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ১৪ হাজার পুলিস কর্মী। বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত ১১৫০ সিসিটিভি। এছাড়াও ৪৩ টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে নজর রাখছে ১৮ টি অ্যান্টি ক্রাইম টিম। পুণ্যার্থীদের সুরক্ষায় তৈরি হয়েছে ১১ টি ফায়ার স্টেশন, নিয়োজিত ৩৫৩ জন কর্মী। থাকছে ৭০ টি ফায়ার মোটর সাইকেলের ব্যবস্থা এবং ৩টি সাব স্টেশন। খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম। 

জলপথে পুণ্যার্থীদের নিরাপত্তায় রয়েছে মহিলা এনডিআরএফের আধিকারিক সহ ৭০ জনের টিম। যার মধ্যে ১২ জন মহিলাকে উদ্ধার কার্যের মূল দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে দিন-রাত নজরদারি চালাচ্ছে ৬ টি বোট। এই নজরদারির পাওয়ায় খুশি মহিলা এনডিআরএফ কর্মীরা। ৮ থেকে ১৮ই জানুয়ারি এই নজরদারি চলবে বলে জানিয়েছেন এনডিআরএফ আধিকারিক পুষ্পেন্দ্র কুমার। 

4 months ago