Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Mp

Baharampur: গণেশ চতুর্থী উৎসবে মাততে ১০ স্বাদের মোদক বানিয়ে তাক লাগালেন বহরমপুরের মিষ্টি ব্যবসায়ী

মহারাষ্ট্রের (Maharashtra) অন্যতম প্রধান উৎসব গণেশ চতুর্থী। আর এই গণেশ চতুর্থী উপলক্ষ্যে গণেশ পুজোয় মেতে ওঠেন মুম্বাইবাসী (Mumbai)। তবে শহর মুম্বাইয়ের পাশাপাশি এখন বাঙালিরাও গণেশ পুজোয় মেতে উঠেছে। গণেশ পুজো উপলক্ষ্যে বহরমপুরে (Baharampur) একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান সেজে উঠেছে মোদক আর লাড্ডুতে।

এখানকার মিষ্টি ব্যবসায়ী সুমন কল্যাণ ঘোষ জানান, গত তিন বছর ধরে তাঁরা মোদক আর লাড্ডু বানাচ্ছেন এই গণেশ চতুর্থী উপলক্ষ্যে। এবারেও তাঁরা বেশ কিছু মোদক আর বিপুল সংখ্যক লাড্ডু বানিয়েছেন। সুমন বাবু আরও জানিয়েছেন, এবার তাঁরা প্রায় ১০ রকম স্বাদের মোদক তৈরি করেছেন। তিনি বলেন, বাঙালিরা একটু ভোজন রসিক। তাই তাঁদের কথা চিন্তা করেই বিভিন্ন স্বাদের মোদক বানিয়েছেন। মোদক বানানোর উপকরণ হিসেবে নেওয়া হয়েছে ছানা, মোয়া, নারকেল ও চিনি। বিভিন্ন স্বাদের মোদক থাকলেও সাধারণ মোদকেরই চাহিদা বেশি। পাশাপাশি ২ টো ৪ টে করে অন্য স্বাদের মোদকও এবছর নিচ্ছেন ক্রেতারা। পাশাপাশি এবার লাড্ডুতেও চাহিদা রয়েছে ব্যাপক।

কিছু লাড্ডু কেজি ওজনের বানানো হয়েছে ক্রেতাদের কথা মাথায় রেখে। এছাড়াও সাধারণ মাপের লাড্ডুও রয়েছে প্রচুর। বাঙালিরা দুর্গা পুজোর আগে গণেশ চতুর্থীতে গণেশ পুজো দিয়েই দুর্গাপুজো সূচনা শুরু করে দেন। তাি সকলের মধ্যেই উত্সাহ লক্ষ্য করা যায় এই সময়। 

2 years ago
ED: কয়লা পাচার-কাণ্ডে ফের অভিষেককে ইডির তলব, শুক্রবার সিজিও কমপ্লেক্সে হাজিরা

প্রসূন গুপ্ত: ফের আগামী শুক্রবার কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছে ইডি। যদিও ২৮ তারিখ রবিবার তাঁকে নোটিস মেইল করা হয়েছে। এমনটাই সূত্র মারফৎ খবর। এবার তাঁকে যেতে হবে ইডির কলকাতা দফতর সিজিও কমপ্লেক্সে। জানা গিয়েছে, দিল্লি থেকে বিশেষ আধিকারিকরা আসছেন তাঁকে জিজ্ঞাসাবাদ করতে। তিনি অবশ্যই আইনি পরামর্শ নিয়েই ইডি সমনে সাড়া দেবেন। পর্যবেক্ষকদের কাছে রহস্যময় বিষয় এই যে সোমবার সমাবেশ মঞ্চ থেকে অভিষেক জানিয়েছিলেন, ২১ জুলাইয়ের মেগা সমাবেশের ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। কে বলতে পারে আজকের সমাবেশের পর (পড়ুন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান) ৪-৫ দিনের মধ্যে আবার কারও ডাক আসতে পারে। এই আশঙ্কাই খানিকটা আক্রমণের সুরে করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সেই সম্ভাবনাকে উসকে দিয়ে চিঠি একদিন আগে এলেও, মেয়ো রোডের সমাবেশের ঠিক ৪ দিনের মাথায় খোদ অভিষেকেরই ডাক পড়লো ইডি দফতরে। এদিকে, সোমবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। সাধারণত ২৮ অগাস্ট প্রতিষ্ঠা দিবস, কলকাতার মেয়ো রোডেই অনুষ্ঠান হয়ে থাকে। প্রাথমিক বক্তব্য ছাত্র সভাপতি বা দু-একজন বক্তা বক্তব্য রাখার পর প্রধান বক্তা হিসাবে মঞ্চে আসেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার ব্যতিক্রম। এবার দলের নাম্বার টু অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন অন্যতম বক্তা। সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে অভিষেক এখন তৃণমূলের কোনও প্রধান অনুষ্ঠানে প্রথমসারির বক্তা।

কারণ অবশ্য অনেক। এই মুহূর্তে সারা বাংলা-সহ যেখানে তৃণমূলের অবস্থান আছে সেখানেই অভিষেক, কারণ সংগঠনকে মজবুত করা দরকার। শোনা যায়, দলের নিচুতলার কর্মী-সমর্থকরা অন্তত তেমনটাই জানেন। দলের সংগঠন দেখবেন তিনিই এবং শেষ কথাও তিনি বলবেন| সোমবারের সমাবেশে তৃণমূলের আদি নেতারা মোটামুটি সকলেই ছিলেন এবং যাঁরা ভাষণের মাঝে নেত্রীর নাম উল্লেখ করেন। গতকাল কিন্তু মানুষ দেখলো বা শুনলো অন্য কথা। ববি হাকিমের মতো প্রবীণ নেতার মুখেও তৃণমূলের আগামী নেতা হিসেবে অভিষেকের নাম। মমতা ঘনিষ্ঠ অন্য নেতা তথা মন্ত্রী অরূপ বিশ্বাসও বক্তব্য শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের সঙ্গে জুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। 

এখন প্রশ্ন, কেন অভিষেকের নাম রাজ্যের একাধিকক মন্ত্রীর মুখে। রাজনৈতিক মহলে শোনা গিয়েছে, ইডি বা সিবিআই তদন্তে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কম্পন শুরু হয়েছে। তখন একমাত্র অভিষেক নিয়মিত যাচ্ছেন ইডির ডাকে সাড়া দিতে। বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে দাপটে কেন্দ্রকে সমালোচনার সুরে বিঁধছেন তিনি। বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে। সোমবারও তাঁর অন্যথা হয়নি।

2 years ago
Weather: উত্তরে ভারি বৃষ্টি, দক্ষিণ আপাতত শুকনোই থাকবে

ফের উত্তরবঙ্গে বৃষ্টি। মৌসুমী অক্ষরেখা (axis) বেশ খানিকটা সরে গিয়ে হিমালয়ের বৃষ্টিচ্ছায় অঞ্চলে অবস্থান করছে। এরফলে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়লেও দক্ষিণবঙ্গে (south bengal) বৃষ্টিপাতের সম্ভাবনা কম। হাওয়া অফিসের সূত্র অনুসারে চলতি সপ্তাহে ইতস্থত বিক্ষিপ্ত কম ও অতি কম মাত্রায় বৃষ্টিপাত হবে দক্ষিনবঙ্গে। অপরদিকে আগামী ৪-৫ দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি হবে। উত্তর বঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারি বৃষ্টির সম্ভাবনা।

আজ শহর কলকাতা ও তার উপকন্ঠে সারা দিনের তাপমাত্রা (temperature) ঘোরাফেরা করবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছেপিঠে। বাতাসে আদ্রতার পরিমাণ ৭০ শতাংশের কাছে পিঠে থাকলেও। বৃষ্টিপাতের (rainfall) সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বাতাস  বইবে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টার আশেপাশে। গোটা দিন ধরেই গুমোট অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

2 years ago


BJP: সেভেন স্টার বৈদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবির, থাকছেন বি সন্তোষ-সুনীল বনসলও

বঙ্গবিজেপির (BJP) তিন দিনের প্রশিক্ষণ শিবির বসছে বিলাসবহুল রিসর্ট বৈদিক ভিলেজ (Vedic Village)। প্রশিক্ষণ দিতে আসছেন দিল্লির তাবড় তাবড় বিজেপি নেতারা। প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ প্রকল্পের প্রচারের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে বিলাসবহুল সেভেন স্টার রিসর্টে। আর সেটা নিয়েই বেদিক ভিলেজের প্রবেশ পথ হাতিশালাতে ঝাড়ু, জুতো-সহ পোস্টার তৃণমূল (TMC) কর্মীদের।

একদিকে সামনে পঞ্চায়েত নির্বাচন, অপরদিকে লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। রাজ্যের ভোট ক্যালেন্ডার মেনে সেমিফাইনাল এবং ফাইনাল। তাই এ রাজ্যে বিজেপির সংগঠন জোরদার করতে তৎপর গেরুয়া শিবির। এ জন্য সোমবার থেকে তিনদিনের প্রশিক্ষণ শিবির হবে রাজারহাটের বৈদিক ভিলেজে। নিউ টাউন সাপুরজি মোড় হয়ে ভাঙড়ের হাতিশালা, পাকাপোল হয়ে বৈদিক ভিলেজ যাওয়ার মূল রাস্তা। সেই রাস্তার মোড়ে মোড়েই পোষ্টার তৃণমূলের। ২৯ থেকে ৩১ অগাস্ট টানা তিনদিনের এই প্রশিক্ষণ শিবির।

বিজেপির এই প্রশিক্ষণ শিবিরে থাকবেন রাজ্যের দলীয় সব সাংসদ এবং বিধায়করাও। রাজ্যস্তরের নেতারাও থাকবেন। কর্মসূচিতে ক্লাস নেবেন সংগঠনের দায়িত্বে থাকা বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ, অমিত মালব্যরা। ক্লাস নেবেন অমিত শাহ ঘনিষ্ঠ রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলও।

জানা গিয়েছে এ জন্য ওই রিসর্টে দেড়শোর বেশি রুম বুক করা হয়েছে। একইসঙ্গে সুইমিং পুল, ক্যাফে, রেস্তোরাঁ বুক করা হয়েছে। তাই  বিলাস-বৈভবের এই প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে আসা বিজেপি নেতাদের ঝাড়ু হাতে 'স্বাগত' জানাতে তৈরি ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। এ জন্য বৈদিক ভিলেজের প্রবেশদ্বার নিউটাউন সংলগ্ন ভাঙড়ের হাতিশালায় রীতিমতো মঞ্চ তৈরি হয়েছে। হাতিশালা থেকে গাবতলা রাস্তার দু'পাশে বিজেপির বিরুদ্ধে পোষ্টারে ছয়লাপ।

পোষ্টারে লেখা 'বিজেপির তিন জামাই ইডি, আইটি, সিবিআই।' ১০০ দিনের টাকা-সহ জিএসটির পাওনা টাকা নিয়ে পোষ্টার তৈরি করে রাস্তার মোড়ে মোড়ে লাগিয়ে প্রতিবাদে মুখর ভাঙড়ের তৃণমূল নেতৃত্ব। সোমবার সকাল থেকেই হাতিশালা মোড়ে এজন্য সভা করবেন ভাঙড় বিধানসভার তৃণমূল চেয়ারম্যান রেজাউল করিম ও তার অনুগামীরা। এই সভা থেকে যাতে কোন অপ্রতীকর পরিস্থিতি তৈরি না হয় সেজন্য হাতিশালাতে পুলিশ মোতায়েন করবে কলকাতা লেদার কমপ্লেক্স থানা।

2 years ago
TMC:দুর্নীতিতে অভিযুক্ত হলেই ডানা ছাঁটা, নেপথ্যে কি অভিষেক?

কোনও সন্দেহ নেই যে আজও তৃণমূল কংগ্রেস দলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আজও দলের শেষ কথা তিনিই বলেন। এমনটাই মনে করেন শাসক দলের কর্মী-সমর্থকরা। কিন্তু একটা সম্ভাবনাও রাজনৈতিক পর্যবেক্ষকদের ভাবাচ্ছে, সুচিন্তিতভাবে কি দলের সংগঠনের দায়িত্ব কোনওভাবে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই হস্তান্তর হচ্ছে? খানিকটা এমনটাই সত্যি মনে করেন সাংসদ তথা প্রাক্তন ফুটবল খেলোয়াড় প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

তৃণমূলের হাওড়ার সাংসদ প্রসূনবাবু টেলিফোন সাক্ষৎকারে সিএন পোর্টালকে জানালেন, নতুন পুরাতন বলে দলে কিছু নেই। দিদিই আমাদের আদর্শ কিন্তু অভিষেক দায়িত্ব নেওয়ার পর তাঁর মনে হয়েছে, এতো অল্প বয়সে এই অভিজ্ঞতা খুব কম মানুষের আছে। যা এখন পাওয়া যাচ্ছে। তাঁকে প্রশ্ন করা হয়, দল কি তবে অভিষেকের ফর্মুলা মেনে এক ব্যক্তি এক পদ নিয়ে চলেছে? 

তিনি বললেন, 'এটা খারাপ কীসে? দীর্ঘদিন ধরে একই নেতারা সবধরনের ক্ষমতা দখল করে রয়েছেন এটা ঠিক নয়, এতে আত্মম্ভরিতা বাড়ে। দায়িত্ব সবসময়ে ভাগ করে দিতে হয়।' প্রসূনবাবু বললেন, 'দলের অন্দরে ১ শতাংশ মানুষেরও যদি কোনও কেলেঙ্কারি মানুষের সামনে চলে আসে তবে সেটা তো দলেরই সংকট। তাই পরিবর্তন যদি আসে মন্দ কী?' 

এই সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে প্রসূন জানান, অভিষেক কারও উপর কিছু চাপিয়ে দেওয়ার ছেলে নয়। বরং সর্বদা আলোচনা করে সকলের অভিমত জানতে চান, যেটা তাঁদেরও ক্ষেত্রে হয়েছে দিল্লিতে। প্রশ্ন করা হয়, অভিষেক তো সব তরুণদের দায়িত্ব দিতে চাইছে? প্রসূনবাবু বলেন একদম বাজে কথা, ও উপযুক্ত মানুষকেই খুঁজে নিচ্ছে যেখানে বয়স কোনও সমস্যা নয়। 

বাস্তবেই কিন্তু তার প্রমাণ পাওয়া যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা কেলেঙ্কারির কারণ এক লহমায় দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। তেমনই শুক্রবার অনুব্রত মণ্ডলকে সরিয়ে দেওয়া হলো পূর্ব বর্ধমানের দায়িত্ব থেকে। বাকি রইলো বীরভূম, সে তো সময়ের অপেক্ষা| 

2 years ago


DA: বকেয়া ডিএ-র দাবিতে ৩০ অগাস্ট রাজ্যব্যাপী দু'ঘণ্টার কর্মবিরতি সরকারি কর্মচারী সংগঠনের

রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১% মহার্ঘ ভাতার দাবিতে ৩০ অগাস্ট কর্মবিরতি পালন করবে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পালিত হবে কর্মবিরতি। রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য সরকারি কর্মীদের এই সংগঠন।

সংগঠনের তরফে আয়োজিত সাংবাদিক বৈঠকে অভিযোগ তোলা হয়েছে, ডিএ বা মহার্ঘ ভাতা চাইতে গেলে সরকারি কর্মীদের প্রতি খারাপ ব্যবহার করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা প্রত্যক্ষ সংগ্রামে নামবো। ৩০ তারিখের কর্মসূচির পর বৃহৎ আন্দোলনের পথে হাঁটবো।

রাজ্য কো-অর্ডিনেশন কমিটির দাবি, 'কেন্দ্রের ডিএ এবং বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে সব রাজ্যেই তাদের বকেয়া ডিএ দিচ্ছে। কিছু রাজ্য এখনও কিস্তিতে পিছিয়ে। কিন্তু আমাদের রাজ্যে এখনও পর্যন্ত ৩১% ডিএ বকেয়া। তারপরেও সরকারের ভূমিকা এবং বঞ্চনার প্রতিবাদে আমাদের কর্মসূচি। মূলত তিন দফা দাবিতে আমাদের কর্মবিরতি পালন হবে।'

এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বকেয়া ডিএ চেয়ে এদিন নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে বিক্ষোভ দেখানো হয়েছে। এই সংগঠনের দুটি দাবি, 'আদালতের নির্দেশে অবিলম্বে বকেয়া ডিএ মেটানো। আর সরকারি সব দফতরের শূন্যপদ পূরণ করা।'

2 years ago
Goutam Pal: প্রাথমিক শিক্ষা পর্ষদকে স্বচ্ছ রাখার বার্তা নতুন চেয়ারম্যানের

মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জায়গায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি হচ্ছেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পাল (Gautam Pal)। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদে ১১ জনের নতুন একটি অ্যাড হক কমিটিও গড়েছে রাজ্য। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের (highcourt) নির্দেশ মেনে শেষমেশ মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় রাজ্য সরকার।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌতম পাল জানান, " আমি সব কিছু স্বচ্ছতার সঙ্গে করব। এই বোর্ডের অধীনে অনেক শিক্ষক যুক্ত, অনেক স্কুল যুক্ত। যদি কোনও অস্পষ্ট, অস্বচ্ছ বাতাবরণ তৈরি হয়ে থাকে, আমি আজ থেকে দায়িত্ব নিচ্ছি, কথা দিচ্ছি স্বচ্ছতা থাকবে। সেই অস্পষ্টতা দূর করার দায়িত্ব আমি নিলাম। আগামী দিনে সব স্বচ্ছ করে করব। যারা টেট পরীক্ষা দেবে, প্যানেল বেরোবে, তাঁদের বলি কোনও কিছু লুকাবো না। বোর্ড মেম্বারদের মতামত নেব, কোনও কিছু সিদ্ধান্ত নেওয়ার হলে, একা নেব না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানাবো। আগামীদিনে চেষ্টা করব চাকরি প্রার্থীদের কোনও প্রশ্ন থাকলে সেটার উত্তর দেওয়ার। প্রতি বছর টেট হবে। নির্দিষ্ট সময়ে মেধা তালিকা বের হবে। 

তিনি আরও কী কী বলেছেন শুনুন---

2 years ago
Bagtui: বগটুই-কাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত আরও ৭, ফের ঘটনাস্থলে সেন্ট্রাল ফরেন্সিক দল

বগটুইয় গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে ৭ জন সিবিআইয়ের হাতে ধৃত। তাঁদের মঙ্গলবার আদালতে তোলা হলে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। ফের ধৃতদের ২ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালন শেখকে দু-দিনের সিবিআই (CBI) হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

সিবিআই সূত্রে খবর, মঙ্গলবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে (Court) তোলা হয়। ধৃতদের নাম নুর আলি শেখ, শের আলি শেখ, বিকির আলি শেখ, আসিফ শেখ, জসিফ শেখ, সাইদুল শেখ, জামিনুল শেখ। 

উল্লেখ্য, ওই পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর থেকে উত্তপ্ত হয়ে ওঠে বগটুই (Bagtui) গ্রাম। একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। তাতেই ৮ জনের প্রাণ গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিসকে কড়া ব্যবস্থা নিতেও বলেছিলেন। এই ঘটনার পর নমুনা সংগ্রহ করেছিলেন কেন্দ্রীয় ফরেনসিক বিশেষজ্ঞরা। এখানে কীভাবে আগুন লাগল? তা জানতেই আবার আসছে কেন্দ্রীয় ফরেনসিক টিম।

2 years ago


Anubrata Pump: পেট্রোল পাম্প দখল করে খুনের হুমকি, কাঠগড়ায় সেই অনুব্রত বাহিনী

অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আরও নতুন নতুন কীর্তির কথা প্রকাশ্যে আসছে। সিবিআই জানতে পেরেছে, তাঁর বাহিনী নাকি পেট্রোল পাম্পও (Petrol Pump) কার্যত দখল করেছে। বর্ধমানের এক ব্যবসায়ীর পেট্রোল পাম্প রয়েছে বীরভূমের ইলামবাজারে। অনুব্রতর ইন্ধনে সেই পেট্রোল পাম্প দখল করেছেন তৃণমূলের এক প্রাক্তন বিধায়ক এবং অনুব্রত ঘনিষ্ঠ সস্ত্রীক এক তৃণমূল নেতা, এমনটাই প্রকাশ্যে অভিযোগ করছেন ওই ব্যবসায়ী।

আমার পেট্রোল পাম্প দখলের পিছনে মাস্টারমাইন্ড অনুব্রত মণ্ডল। ইন্ডিয়ান অয়েলের কর্তাদের সঙ্গে যোগসাজশ করে আমার ডিলারশিপ বাতিল করিয়েছে। পুলিস-প্রশাসন কোনও সহযোগিতা করছে না। আমি মামলা করলেও আইনজীবীরা মামলা লড়তে সাহস করছে না। সব অনুব্রতর জন্য হচ্ছে। এদিকে শুধু পেট্রোল পাম্প নয়, বর্ধমানের বসতভিটা পর্যন্ত দখল করেছে। আমায় খুন (Murder) করার হুমকি (Threatning) দিচ্ছে। আমার বাড়িতে এসে হামলা করছে। আমার সব কিছু দখল করে নিচ্ছে অনুব্রত বাহিনী।

এভাবেই নিজের অসহায়তার কথা শোনালেন ওই ব্যবসায়ী অরিন্দম বন্দ্যোপাধ্যায়। শুনুন তাঁর নিজের মুখ থেকেই।

যদিও এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।


2 years ago
Court: অসুস্থতার যুক্তি খারিজ, অনুব্রতর ঠিকানা ফের নিজাম প্যালেস

অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ। ফের ৪ দিনের জন্য সিবিআই হেফাজতে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। ২৪ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালত। অর্থাত্ বীরভূমের দাপুটে নেতার ফের ঠিকানা নিজাম প্যালেস।


অনুব্রতর শারীরিক অসুস্থতার যুক্তি খারিজ আদালতে। সূত্রের খবর, জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন, তাই প্রভাবশালী তত্ত্বে খারিজ জামিনের আবেদন।

উল্লেখ্য, গরু পাচার মামলায় গত ১১ আগস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। সেদিন থেকেই সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। শনিবার ১০ দিনের সিবিআই হেফাজত শেষে সকালে আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে নিয়ে আসানসোলের আদালতে তোলা হয়। অনুব্রতর শরীর ভালো নয়, তাঁকে জামিন দেওয়া হোক, আদালতে জানিয়েছিলেন তাঁর আইনজীবীরা। যদিও সেই আবেদন এদিন খারিজ হয়ে যায়।

2 years ago


Asset: বিরোধী দলের নেতাদের নামে কোর্টে মামলা, তরজায় জড়ালেন সুকান্ত, অধীর, কুণাল

তৃণমূলের ১৯ নেতামন্ত্রীর সম্পত্তিবৃদ্ধি (Asset Case) নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) বিচারাধীন জনস্বার্থ মামলা (PIL)। পাশাপাশি বিরোধী দলের ১৭ নেতার সম্পত্তিবৃদ্ধি নিয়েও বৃহস্পতিবার পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টেই। এবার শাসক-বিরোধী দলের নেতাদের নামে চলা এই জোড়া মামলা ঘিরে তুঙ্গে চাপানউতোর। বিরোধী দলের যে ১৭ নেতানেত্রীর নামে মামলা দায়ের হয়েছে, সেই তালিকায় নাম আছে বিজেপির দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, সৌমিত্র খাঁ প্রমুখদের। সেই প্রসঙ্গে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আমরা ইডি, সিবিআই যে কোনও ধরনের তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। তৃণমূল নেতারা ইডির বিরোধিতা করে কোর্টে গিয়েছে। কিন্তু আমাদের কেউ বিরোধিতা করতে কোর্টে যাবে না।'

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় জানান, এটা প্রতিহিংসার রাজনীতি। আমরা কষ্ট করে জনপ্রতিনিধি হয়েছি। এদিকে তৃণমূল নেতারা যা সম্পত্তি বানিয়েছে, তাঁদের কাছে আমরা অনেকটাই ক্ষুদ্র। পাল্টা দায়ের হওয়া জনস্বার্থ মামলায় নাম আছে প্রাক্তন বিরোধী দলনেতা আবদুল মান্নানের। সেই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'আমরা চাই সবার তদন্ত হোক। সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পত্তিরও তদন্ত হোক। আমি শুধু জানতে চাই বিধায়ক, মুখ্যমন্ত্রী হিসেবে বেতন না নিয়ে দিদির চলে কীভাবে?'

তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'তৃণমূল নেতাদের নামে মামলা হলে সব ঠিক আছে। আর বিজেপি কারও নামে মামলা হলে সেটা প্রতিহিংসা। ২০১৬ সালে তো বিজেপিই পার্টি অফিসে টিভি চালিয়ে শুভেন্দুর টাকা নেওয়ার ছবি দেখিয়েছিল। এবং স্লোগান তুলেছিল সিবিআই চাই। শুভেন্দু তো এখন তাঁদের সঙ্গেই ঘুরে বেড়াচ্ছে।'

ঠিক কী বললেন সুকান্ত মজুমদারম, অধীর চৌধুরী এবং কুণাল ঘোষ?

2 years ago
Hug: হাড়ভাঙা আলিঙ্গন! সহকর্মীর আলিঙ্গন, বুকের হাড় ভাঙল মহিলার

একজন পুরুষের ভালোবাসার আলিঙ্গন (Hug) তাঁর মহিলা সহকর্মীর কাছে যে কতখানি মর্মান্তিক এবং বেদনাদায়ক হতে পারে, তারই উদাহরণ মিলল চিনে (China)। ঘটনার বিবরণে জানা যাচ্ছে, অফিসের মধ্যে এক ব্যক্তি তাঁর মহিলা সহকর্মীকে (Co Worker) এতটাই জোরে আলিঙ্গন করেছিলেন যে, তাঁর পাঁজরের তিনটি হাড়ে (Ribs) চিড় ধরে যায়।

কী বলবেন একে? হাড়ভাঙা আলিঙ্গন? সে যাই হোক, ওই মহিলা সোজা অভিযোগ জানালেন আদালতে। আর আদালত প্রাথমিকভাবে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে।

হুনান প্রদেশের মহিলার অভিযোগ, পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় প্রচণ্ড যন্ত্রণার জন্য তাঁকে অফিস থেকে ছুটি নিতে হয়েছে। চিকিত্সা বাবদও তাঁর অনেক টাকা বেরিয়ে গিয়েছে। তাই তাঁকে এর উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। বিচারক যে ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করে দিয়েছেন, তা হল দেড় হাজার ডলার।

ওই মহিলা জানিয়েছেন, অফিসে কাজ করার সময় ওই সহকর্মী তাঁর দিকে এগিয়ে আসেন এবং তাঁকে প্রবল জোরে আলিঙ্গন করে বসেন। আর ঠিক তারপরই তিনি বুকে অসহ্য ব্যথা অনুভব করেন। বাড়ি ফিরে নিজেই কিছু যন্ত্রণা নিবারক ওষুধ খেয়েছিলেন। কিন্তু তাতে যন্ত্রণা কমেনি। ফলে তিনি ছুটে যান হাসপাতালে। সেখানে স্বাভাবিকভাবেই এক্স-রে করা হয়। আর তা দেখেই মহিলা অবাক হয়ে যান। তাঁর পাঁজরের তিনটি হাড় ভেঙে গিয়েছে, দুটি ডানদিকের এবং একটি বাঁদিকের। ফলে তাঁকে ছুটি নিতে হয়। এর ফলে একদিকে যেমন তিনি বেতন পাননি, অন্যদিকে, চিকিত্সার খরচের বোঝাও বইতে হয়।

যদিও ওই সহকর্মী তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, এমন কোনও প্রমাণ নেই যে, তাঁরই আলিঙ্গনে মহিলার পাঁজর ভেঙেছে।

2 years ago
Kerala: স্ত্রীর সঙ্গে অন্য মহিলার তুলনা মানসিক নির্যাতনঃ কোর্ট

নিজের স্বামীর (Husband) মুখে অন্য কোনও মেয়ে বা মহিলার নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠেন কম-বেশি সব মহিলারাই। সেখানে নিজের স্ত্রীয়ের (Wife) সঙ্গে অন্য মহিলার তুলনা (Comparing) করার অর্থ নিজের পায়ে নিজে কুড়ুল মারা। এমনকি এবিষয়টি আইনের চোখেও অপরাধ। এবং স্বামীর তরফে এহেন মন্তব্য মানসিক নির্যাতনের (Mental torture) সমান। আজ্ঞে হ্যাঁ, সম্প্রতি এমনটাই জানিয়েছে কেরল হাইকোর্ট (Kerala High Court)।

কোনও স্বামী যদি তাঁর স্ত্রীকে অন্য নারীদের সঙ্গে বারবার তুলনা করেন কিংবা বিভিন্ন বিষয়ে কটুক্তি করতে থাকেন, তাহলে আইনের চোখে সে স্বামী অপরাধী বলেই গণ্য হবেন। ৪ই অগাস্ট একটি মামলার রায়ে এমনটাই জানিয়েছেন কেরল হাইকোর্টের বিচারপতি অনিল কে নরেন্দ্রনাথ এবং বিচারপতি সিএস সুধারের ডিভিশন বেঞ্চ। বিচারপতিরা রায়ে এও বলেছেন, স্বামীদের এই ধরনের ব্যবহার বিবাহ বিচ্ছেদের অন্যতম কারণ হতে পারে।

উল্লেখ্য, পরিবার আদালতে বিবাহ বিচ্ছেদের রায় ঘোষণা করেছিল ওই দম্পতিকে। সেই রায়ের বিরুদ্ধে কেরল হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন স্বামী। কিন্তু তাঁর আবেদন খারিজ করেছে হাই কোর্ট বলে, পরিবার আদালতে বিচ্ছেদের রায় ঘোষণার সময়ে জানানো হয়েছিল, স্বামী-স্ত্রীর সম্পর্কে পরিপূর্ণতা না-থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া ১৮৬৯ সালের বিচ্ছেদ আইনের উল্লেখ করে বিচারপতি জানিয়েছেন, এ ক্ষেত্রে বিষয়টি মানসিক নির্যাতনের মধ্যে পরে।

ওই মামলায় দেখা গিয়েছে, বিয়ের পরে খুব কম সময়েই একসঙ্গে ছিলেন ওই দম্পতি। দীর্ঘ সময় বিচ্ছিন্ন থাকার পরে বিবাহ বিচ্ছেদের রায় দিয়েছিল পরিবার আদালত। হাই কোর্ট আরও জানিয়েছে, স্বামী মনে করতেন তাঁর প্রত্যাশা মত স্ত্রী একেবারেই দেখতে সুন্দর নন। এই ধরনের ক্রমাগত কটুক্তি বিবাহ বিচ্ছেদের জন্য যথেষ্ট। এছাড়া এই ধরনের বিষয় অবশ্যই সামাজিক স্বার্থে বিবেচনা করা উচিত। কারণ এর সঙ্গে একজন মহিলার মানসিক স্বাস্থ্য জড়িয়ে রয়েছে।

2 years ago


Donald Trump: ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে ঘণ্টায় খরচ লক্ষাধিক

আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ভারত সফরে কত খরচ হতে পারে? সম্প্রতি কেন্দ্রের তথ্য কমিশন (Information Commission) সূত্রে যে হিসাব মিলেছে, সেই অনুযায়ী, তাঁর সফরে প্রতি ঘণ্টায় দেশের খরচ (Expenses) হয়েছে এক লক্ষ টাকারও বেশি। এর মধ্যে রয়েছে মূলত থাকা, খাওয়া এবং পরিবহণ। ২০২০ সালের ২৪-২৫ ফেব্রুয়ারি সস্ত্রীক এবং সকন্যা ট্রাম্প এসেছিলেন ভারত সফরে। তিনি ছিলেন সব মিলিয়ে ৩৬ ঘণ্টা। তাতে খরচ হয়েছে ৩৮ লক্ষ টাকা।

ট্রাম্পের ওই সফরে তাঁর ঘোরার জায়গার মধ্যে ছিল আহমেদাবাদ, আগ্রা এবং নিউদিল্লি। ২৪ তারিখ তিনি আহমেদাবাদে ছিলেন তিন ঘণ্টা। সেখানে তিনি ২২ কিমি রোড শো-তে অংশ নেন। সবরমতী আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে 'নমস্তে ট্রাম্প' শীর্ষক এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তারপর তিনি চলে যান আগ্রায়, তাজমহল দর্শনে। এখান থেকে ডোনাল্ড ট্রাম্প ২৫ ফেব্রুয়ারি গিয়েছিলেন রাজধানীতে। সেখানে তিনি অংশ নিয়েছিলেন মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে।

উল্লেখ্য, ওই বছরেরই ২৪ অক্টোবর বিদেশ মন্ত্রকের কাছে জানতে চাওয়া হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার ফার্স্ট লেডির ভারত ভ্রমণে দেশের কত খরচ হয়েছে? তারই উত্তর আবেদনকারী পেলেন, তবে অনেক পরে।

2 years ago
Fraud: চিকিত্সক বাবা ও ছেলে মিলে চাকরি দেওয়ার নামে আধ কোটির প্রতারণা

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পরই একাধিক জায়গায় দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রতারিতরা প্রতারকদের বাড়ি গিয়েও চড়াও হয়েছে, কিন্তু ফল কিছুই হয়নি। যে টাকা গিয়েছে তা আর ফেরত পাওয়া যায়নি। তবে অভিযুক্তরা গ্রেফতার হয়েছেন বেশ কিছু জায়গায়, আবার অনেকেই পলাতক। সেই তালিকায় এবার নাম জুড়েছে দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর (Sonarpur) থানা এলাকা। বুধবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর প্রতারণার অভিযোগে গ্রেফতার (arrest) করা হয় একই সঙ্গে বাবা ও ছেলেকে।

পুলিস (police) সূত্রে খবর, সরকারি চাকরি দেওয়ার নামে প্রায় ১৫৬ জনের কাছ থেকে ৫০ লক্ষ টাকার মতো এই দুই অভিযুক্ত নিয়েছিল, এমনটাই অভিযোগ করেছিলেন এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিস। এরপর মঙ্লবারই এই ঘটনায় আটক করা হয়েছিল পেশায় চিকিৎসক উত্তম মুখোপাধ্যায় ও তার ছেলে অর্ণব মুখোপাধ্যায়কে। সেদিন তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২২ হাজার টাকা বাজেয়াপ্ত করে পুলিস। পাশাপাশি অশোকস্তম্ভ দেওয়া প্রচুর সরকারি নথি উদ্ধার হয়েছে। এরমধ্যে চাকরির নিয়োগপত্রও রয়েছে। যদিও সেগুলি নকল নাকি আসল, তা খতিয়ে দেখছে পুলিস। তবে ধৃতরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছে।

তবে ধৃত অভিযুক্তদের সঙ্গে আর কারও যোগাযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।


2 years ago