Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ModiBirthday

SRK-Modi: 'কাজ থেকে একটু ছুটি নিয়ে...', প্রধানমন্ত্রীর জন্মদিনে বিশেষ শুভেচ্ছা বার্তা শাহরুখের

সারা দেশেজুড়েই রবিবার বেশ ধুমধামের সঙ্গে উদযাপন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। দেশ-বিদেশ থেকে আসছে শুভেচ্ছাবার্তা। রাজনৈতিক সতীর্থ থেকে বিপক্ষ, সবাই অভিবাদন জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। ফলে শুভেচ্ছা জানাতে পিছিয়ে থাকেননি বলি পাড়ার তারকারাও।  শাহরুখ থেকে শুরু করে কঙ্গনা, সলমন, অক্ষয় অনেকেই মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে নজর কেড়েছে শাহরুখের বার্তা।

রবিবার এক্স হ্যান্ডলে মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন ‘জওয়ান’ শাহরুখ। তিনি লেখেন, 'শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী! সুস্থ থাকুন, দিনটা আনন্দে ভরে উঠুক। প্রার্থনা করি, আপনি যেন কাজ থেকে একটু ছুটি পান এবং একটু আনন্দ করার সময় পান। অনেক শুভেচ্ছা।' দেশের প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পরামর্শও দিয়েছেন যে, যাতে তিনিও ছুটি নিয়ে বিশেষ দিনটি উদযাপন করতে পারেন।

শাহরুখের পাশাপাশি অক্ষয় কুমার, সলমন খান, কমল হাসান, সোনু সুদ, রাজকুমার রাও, হেমা মালিনি-সহ বলিপাড়ার একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। কঙ্গনা রানাউত আবার প্রধানমন্ত্রীকে নতুন ভারতের বিশ্বকর্মা বলেও আখ্যা দেন।

8 months ago
Vishwakarma Yojana:দর্জি-নাপিত-রাজমিস্ত্রি সবাই পাবেন ১৫ হাজার টাকা! দেশের 'বিশ্বকর্মা'দের জন্য চালু 'পিএম বিশ্বকর্মা যোজনা'

প্রতিশ্রুতি দিয়ে তা রাখতে জানেন দেশের প্রধানমন্ত্রী! এমনটাই শোনা যাচ্ছে জনমুখে। বিশ্বকর্মা পুজোর আগের দিনেই নিজের জন্মদিনের দিন দেশবাসীকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে পিএম বিশ্বকর্মা যোজনা (PM Vishwakarma Yojana) চালু করলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের জন্য সমাজের শিল্পী ও কারিগররা একাধিক সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। আগেই এই পিএম বিশ্বকর্মা যোজনার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু এই নতুন যোজনা অনুযায়ী, শিল্পী ও কারিগররা আরও বেশি সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের উদ্বোধন করে মোদী বলেন, 'গরিবের ছেলে মোদী আপনাদের সেবায় সদা তৎপর।'

নিজের ৭৩তম জন্মদিনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লির দ্বারকায় এক্সপো সেন্টার ‘যশোভূমি’ (YashoBhoomi) উদ্বোধন করেন মোদী। পাশাপাশি বিশ্বকর্মা জয়ন্তীতে সূচনা করলেন 'পিএম বিশ্বকর্মা' প্রকল্পেরও। পিএম বিশ্বকর্মা যোজনার অধীনে ২০২৩-২৪ থেকে ২০২৭-২৮ আর্থিক বছরে ১৩ হাজার কোটি টাকা ব্যয় করবে কেন্দ্র।

এই প্রকল্পের অধীন সুবিধাভোগীদের ১৫ হাজার টাকা পর্যন্ত টুলকিট প্রদান করা হবে। সুবিধাভোগীদের ৫০০ টাকা স্টাইপেন্ডে মৌলিক দক্ষতা সম্পন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। ৩ লক্ষ টাকা পর্যন্ত জামানত মুক্ত ঋণ দেওয়া হবে শিল্পী ও কারিগরদের। পাশাপাশি তৈরি করা পণ্যের জন্য গুণমান শংসাপত্র, ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপনের জন্য বিপনন সহায়তা করা হবে। মোট ১৮ ধরনের শিল্পী ও কারিগররা পিএম বিশ্বকর্মার সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

8 months ago
Narendra Modi: সংস্কৃতে গান গেয়ে মোদীকে অভিনব উপায়ে 'বার্থডে উইশ' করলেন তরুণী, ভিডিও ভাইরাল

১৭ সেপ্টেম্বর, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ৭৩ তম জন্মদিন (Birthday)। গোটা দেশজুড়েই তাঁর অনুরাগীরা প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উদযাপন করছেন। এছাড়াও তাঁকে পাঠানো হচ্ছে গুচ্ছ গুচ্ছ শুভেচ্ছাবার্তা। এবারে এক অভিনব উপায়ে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন এক তরুণী। দিল্লি মেট্রোতে মহিলারা গান গেয়ে প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। আবার এক তরুণী মোদীর পাশে বসে সংস্কৃত ভাষায় গান গেয়ে জন্মদিনের শুভেচ্ছা দিলেন। সংস্কৃত ভাষায় শুভেচ্ছা জানানোর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল।

রবিবার নিজের জন্মদিনের সকালে দিল্লি এয়ারপোর্ট মেট্রো এক্সপ্রেস লাইনের নয়া অংশের উদ্বোধন করেন মোদী। দ্বারকা সেক্টর ২১ থেকে নয়া মেট্রো স্টেশন 'যশোভূমি দ্বারকা সেক্টর ২৫' পর্যন্ত উদ্বোধন করেন। তারপর নয়াদিল্লিতে 'ইন্ডিয়া ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো সেন্টার' উদ্বোধনের জন্য মেট্রো ধরেন। আর তখনই মেট্রোতে যাত্রীদের পাশে বসে কথা বলেন। বাচ্চাদের সঙ্গে হাসি-মজা করেন। যাত্রীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান। 'হ্যাপি বার্থডে' বলেন ও মোদীর সঙ্গে সেলফিও তোলেন।

তারই মধ্যে সংস্কৃতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকলের নজর কেড়ে নেন ওই তরুণী। মোদী যেখানে বসেছিলেন, সেটার ঠিক পাশে বসেই ওই তরুণী হাসিমুখে মোদীকে বলেন, 'আজ আপনার জন্মদিন। আপনাকে সংস্কৃত ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই।' তরুণীর মুখে সংস্কৃত ভাষায় গানের মাধ্যমে শুভেচ্ছা বার্তা শুনে প্রধানমন্ত্রীর মুখেও হাসি দেখা যায়।

8 months ago


Modi Birthday: ৭৩-এ পা প্রধানমন্ত্রীর, বিরোধ ভুলে মোদীকে জন্মদিনের শুভেচ্ছা বিরোধী দলের নেতাদের

১৭ সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিন। ৭৩ বছরে পা দিলেন তিনি। প্রধানমন্ত্রীর জন্মদিন (Modi Birthday) উপলক্ষে সকাল থেকেই বয়ে চলেছে শুভেচ্ছার বন্যা। রাষ্ট্রনেতা থেকে শুরু করে দেশের বিভিন্ন নেতা-মন্ত্রীরাও মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। বিরোধী দলের নেতা-মন্ত্রী হওয়া সত্ত্বেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও তাঁর সুস্থতার কামনা করেছেন তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী, নীতিশ কুমারের মত তাবড় তাবড় নেতারা মোদীকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন। কিন্তু দেখা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধীর শুভেচ্ছা বার্তা।

রাজনীতির ময়দানে কেউ কাউকে ছেড়ে কথা বলেন না। এককথায় রাজনীতির ময়দানে চির শত্রু তাঁরা। তবে এবারে সৌজন্যের জন্য প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন,'জন্মদিনের শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রীকে।' অন্যদিকে শুভেচ্ছা জানিয়ে এক্স অ্যাকাউন্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।' অর্থাৎ শুভেচ্ছা জানালেও কেউই মোদীকে নিয়ে বেশি কিছু বলেননি। আবার শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনও। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও।

আবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সকলেই মোদীকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা জানান। যোগী আদিত্যনাথ মোদীকে 'আর্কিটেক্ট অফ নিউ ইন্ডিয়া' বলে সম্বোধন করেছেন।

8 months ago
Abhishek: মোদীর জন্মদিনে শুভেচ্ছা অভিষেকের

প্রসূন গুপ্ত: রাজনীতিতে সৌজন্য থাকাটা আবশ্যিক কিন্তু গত কয়েক বছর ধরে ভারতের রাজনীতির ধরণটি হয়েছে, কে কাকে কতটা কুবাক্য বলতে পারে তার নগ্ন প্রতিযোগিতা। এ বছর শেষের দিকে প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ীর জন্ম শতবর্ষের শুরু। জানা নেই সরকার তাঁর বিষয়ে কি ভাবনা ভেবেছে। কয়েক বছর আগে আর এক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্ম শতবর্ষ হয়ে গেলো নীরবেই। দেশের সর্বকালের অন্যতম সেরা প্রধানমন্ত্রীর জন্ম শতবর্ষ মানুষ জানতেই পারলো না। অথচ এই ইন্দিরার অবদান সর্বজন বিদিত। সরকারে অন্য দল থাকলে বিরোধিতার জন্য নিশ্চিত কিছু দল তো থাকবে কিন্তু এই বিরোধী বিষয়টিই তুচ্ছ তাচ্ছিল্যের স্থানে চলে গিয়েছে। কোথায় হারিয়ে গিয়েছে সৌজন্যবোধ।

রবিবার ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন। বিশ্বকর্মা পূজোর দিন জন্মেছিলেন তিনি। ১৯৫০ এর আজকের দিনে। আজ ঘটনা চক্রে বিশ্বকর্মা পূজো নেই, হবে সোমবার। কিন্তু সাধারণত ১৭ সেপ্টেম্বরেই পূজো হয় কাজেই মোদীকে অনেকেই ভালোবেসে 'নব্য বিশ্বকর্মা' বলে থাকে। ৭৩ পূর্ণ করে প্রধানমন্ত্রী ৭৪ এ পা দিলেন। আগের দিন হলে বলা যেত মোদীজির আর এক বছর হাতে আছে কারণ তাঁদেরই নিয়ম ৭৫ এর পর প্রকাশ্য রাজনীতি থেকে সরে যেতে হয়। কিন্তু তিনি হলেন নরেন্দ্র মোদী। তাঁর ক্ষেত্রে কোনও নিয়মই 'নিয়ম' নয়। কাজেই বিজেপির বিভিন্ন কর্মী সমর্থক এই জন্মদিনকে কেন্দ্র করে নিজ নিজ এলাকায় অনুষ্ঠান করছে।

বিরোধীদের দিক থেকে মোদী কত শুভেচ্ছা পেলেন জানা নেই কিন্তু আজকের রাজনীতির বুদ্ধিমান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যুইট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। কয়েক মাস বাদে লোকসভা নির্বাচন। মোদী, অভিষেক দুজনই প্রার্থী হবেন এবং ভাষণে দুই ব্যক্তিত্ব পরস্পরকে ছেড়ে কথা বলবেন না কিন্তু জন্মদিন যে কোনও মানুষের কাছে একটি ব্যক্তিগত সুখের দিন কাজেই সৌজন্য দেখতে ক্ষতি কোথায়?

8 months ago