Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Injured

Accident: শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা, ২ শিশু সহ ৩ জনের উপর উঠে গেল গাড়ি

কলকাতায় ভয়াবহ পথ দুর্ঘটনা। দুই শিশু সহ তিনজনের উপর উঠে গেল চলন্ত গাড়ি। রক্তে ভাসলো চারিদিক। বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে ঘটে মর্মান্তিক এই পথ দুর্ঘটনা। গাড়িটি দ্রুতগতিতে এসে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাচ্চা সহ মোট তিনজনকে ধাক্কা মারে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফুলবাগান থানার পুলিস। 

জানা গিয়েছে, কাঁকুড়গাছির দিক থেকে বাইপাসে দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি গাড়ি। রাস্তার মধ্যে উল্টে গিয়ে পাল্টি খায় গাড়িটি। সেই সময়ই আচমকা গাড়িটির ধাক্কায় গুরুতরভাব জখম হয় শিশু দুটি। ধাক্কা মারার পরই পালিয়ে যায় ড্রাইভার। স্থানীয়রা গাড়ি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আহতদের হাসপাতালে নিয়ে যায়। আর তারপরই নিরীহ বাচ্চা দুটির এই শোচনীয় পরিণতিতে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিস এলে পুলিসের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে তাঁরা। 

2 weeks ago
Beliaghata: গাঁজা ব্য়বসা বন্ধের দাবিতে বিক্ষোভ, আহত তিন, উত্তেজিত শাসনের বেলিয়াঘাটা

শাসনের বেলিয়াঘাটায় অবৈধভাবে রমরমিয়ে চলছে গাঁজার ব্যবসা। সেই ব্য়বসায় বন্ধের প্রতিবাদে আক্রান্ত তিনজন। অভিযোগ, পুলিসের মদতে চলে গাঁজা ব্যবসা। ঘটনায় উত্তেজিত হয়ে গ্রামবাসীরা ভাঙচুর চালায় অভিযুক্তের বাড়ি। পলাতক অভিযুক্ত গাঁজা ব্য়বসায়ী। যদিও গোটা ঘটনা স্বীকার করেছে অভিযুক্ত গাঁজা ব্যবসায়ীর স্ত্রীর। বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আহত ওই তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শাসন থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গ্ৰামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মোবিল বিক্রির দোকানের আড়ালে রমরমিয়ে চালাছিল গাঁজার ব্যবসা। এরফলে বহিরাগতদের আনাগোনায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। গতকাল অর্থাৎ শুক্রবার রাতে স্থানীয় যুবক দিনেশ সর্দার গাঁজা বিক্রির প্রতিবাদ করলে অভিযুক্ত গাঁজা ব্যাবসায়ী তাঁকে কাঠ দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। তাঁকে বাঁচাতে গিয়ে আরও দুজন প্রতিবাদীকে মারধর করে অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী। 

a month ago
Attack: রাতে অন্ধকারে অবৈধভাবে বালি চুরি, গ্রামবাসীদের উপর আক্রমণ বালি মাফিয়াদের, আহত পাঁচজন

ফের অবৈধভাবে বালি চুরির অভিযোগ উঠেছে রাজ্য়ে। মহানন্দা নদী থেকে বালি চুরি করতে এসেছিল দুষ্কৃতীরা। আর সেই সময় বাধা দিতে গেলে গ্রামবাসীদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা। ঘটনায় আহত সাতজন। অভিযোগ, বালি চুরিতে বাধা দিলে লাঠি দিয়ে আঘাত করা হয় গ্রামবাসীদের। পাঁচজনের মাথা ফেটে যায় লাঠির আঘাতে। বর্তমানে তিনজন গুরুতর আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি। ঘটনাস্থলে থাকা জেসিবি চালক এবং জেসিবিটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

জানা গিয়েছে, রাতের অন্ধকারে মহানন্দা নদী থেকে মাটি মাফিয়ারা পাচারের জন্য় জেসিবির মাধ্যমে নদী থেকে বালি কেটে পাচার করছিল। খবর পেয়ে মিনি ঢাকপাড়া গ্রামের বেশ কিছু গ্রামবাসী ছুটে যায় সেখানে। এরপর শুরু হয় বালি মাফিয়া ও গ্রামবাসীদের মধ্যে হাতাহাতি। খবর দেওয়া হয় বিধাননগর থানার পুলিসকে। তবে ঘটনাস্থলে পুলিস আসার আগেই বালিমাফিয়া ও গ্রামবাসীদের মধ্যে শুরু হয় মারধর। 

অভিযোগ, বচসার জেরে গ্রামের বেশ কয়েকজনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। যার জেরে পাঁচ জন ব্যক্তির মাথা ফেটে যায় এবং আরও বেশ কিছু ব্যক্তি গুরুতর আহত হয়। অবশেষে আহতদের বিধাননগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে এবং সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ওই আহত পাঁচজনের মধ্যে থেকে তিন জনের অবস্থা খুব আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

2 months ago


Mamata Banerjee: ফের গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভর্তি SSKM হাসপাতালে

গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে হাঁটাহাটি করার সময় আচমকা পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। কপাল ফেটে রক্ত বেরোতেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন হাসপাতালে।

হাসপাতাল সূত্রে খবর, উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি। একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আঘাত কতটা গুরুতর তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। এমআরআই, সিটি স্ক্যান করা হবে।

লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার সংবাদে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। এই দুঃসংবাদ জানানো হয়েছে তৃণমূলের সোশাল মিডিয়া পেজে। ছবিতে দেখা যাচ্ছে, কপাল থেকে নাক বেয়ে রক্ত পড়ছে, হাসপাতালের শয্যায় শুয়ে রয়েছেন মমতা। ক্যাপশনে লেখা, 'আমাদের চেয়ারপার্সন গুরুতর আহত হয়েছেন। উনার জন্য প্রার্থনা করুন আপনারা।' তাঁর সুস্থতা কামনায় ভক্তরা ভিড় করেছেন হাসপাতালে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ কলকাতায় সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তির উদ্বোধন করেন মমতা। এর পর তিনি বাড়ি চলে যান। ঘটনার সময় বাড়িতেই ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কাজরী বন্দ্যোপাধ্যায়। তাঁরাই দ্রুত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে হাসপাতালে পৌঁছয়। এই নিয়ে পর পর বেশ কয়েক বার দুর্ঘটনায় আঘাত পেলেন তিনি।

2 months ago
Beaten: পাঁচিল টপকে শ্বশুর বাড়িতে জামাই, কোপানোর অভিযোগে গ্রেফতার

জামাইয়ের হাতে ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত বউ ও শ্বশুর-শাশুড়ি। আহত আরও একজন প্রতিবেশী। ঘটনার জেরে গ্রেফতার অভিযুক্ত জামাই। শনিবার ঘটনাটি ঘটেছে পর্ণশ্রী থানার অন্তর্গত বিজি প্রেস অটোস্ট্যান্ডের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিস। 

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার রাতে অভিযুক্ত জামাই তাঁর শ্বশুরবাড়ির পাঁচিল টপকে ছাদে উঠে ঘরের ভিতরে ঢোকে। তারপর আজ, শনিবার সকালে জামাইকে দেখা মাত্রই শুরু হয় ঝামেলা। তখন জামাই তাঁর স্ত্রীকে মারধর করতে থাকলে শ্বশুর-শাশুড়ি আটকাতে যান। আর সেই সময় জামাই হঠাৎই ধারালো অস্ত্র বের করে প্রথমে শ্বশুরের মাথায় কোপ মারে এবং পরে শাশুড়িকে কোপ মারে, স্ত্রীকেও কোপ মারে বলে অভিযোগ। 

এরপরই চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে গেলে একজন প্রতিবেশীর গায়েও লাগে সেই ধারালো অস্ত্রের কোপ। কোনওক্রমে অভিযুক্ত জামাইকে ধরে ফেলে প্রতিবেশীরা। তাঁর হাত পা বেঁধে রাখে। খবর দেওয়া হয় পর্ণশ্রী থানায়। তারপর তড়িঘড়ি শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে। পুলিস পরে আহত শ্বশুর-শাশুড়ির অবস্থা অবনতি হলে বিদ্যাসাগর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে। 

2 months ago


Accident: পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত তিন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সহ পাঁচ

স্কুটার ও অটোর মুখোমুখি সংঘর্ষে আহত হল উচ্চমাধ্যমিকের তিন পরীক্ষার্থী সহ পাঁচ জন। তিন পরীক্ষার্থীর অবস্থা গুরুতর। বর্তমানে আহত ওই তিন পড়ুয়া ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এক অটোযাত্রীকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর অটোযাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থির বানেশ্বরপুরে। 

জানা গিয়েছে, জখম পরীক্ষার্থীরা কেসিলি বরকতিয়া হাই মাদ্রাসার পড়ুয়া। তাঁদের পরীক্ষা সিট পড়েছিল বানেশ্বরপুরে। শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চমাধ্য়মিক পরীক্ষা। এদিন পরীক্ষার শেষে তিন পরীক্ষার্থী স্কুটারে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টোদিক থেকে আসা অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই ছাত্রী সহ তিন পরীক্ষার্থী ছিটকে পড়েন। তারপর দ্রুত তাঁদেরকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। দুই ছাত্রীর অপারেশন প্রয়োজন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

3 months ago
BJP: পারিবারিক বিবাদের জেরে হামলা! গুরুতর জখম বিজেপি নেতা, তদন্তে বিষ্ণুপুর থানার পুলিস

রাজনৈতিক উত্তাপে উত্তাল বঙ্গ। ইতিমধ্যেই, লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এরইমাঝে পারিবারিক বিবাদের জেরে রক্ত ঝরল বাঁকুড়া বিষ্ণুপুর ব্লকের মড়ার গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যের। সোমবার রাতে ছুরি দিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য দেবাশিস রায়ের উপর হামলার অভিযোগ। পারিবারিক বিবাদের জেরে পাশের বাড়ির এক মহিলা কয়েকজন স্থানীয়দের সঙ্গে নিয়ে অতর্কিত হামলা চালায় বলেই দাবি বিজেপি নেতার। চড়, থাপ্পড় মারার পাশাপাশি ছুরি দিয়েও আঘাত করার অভিযোগ তুলেছেন আহত বিজেপি নেতা।

ঘটনার পরই আহত বিজেপি নেতাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। অন্যদিকে লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বিষ্ণুপুর থানার পুলিস। এদিকে, রাজ্যজুড়ে বিরোধীদের নিরাপত্তা ঘিরে উঠেছে প্রশ্ন। আর কত হিংস্রতার পরিচয় দেবে বঙ্গ, এখন সেটাই দেখার।

3 months ago
Maldah: মালদহে শুটআউট! দুষ্কৃতীদের গুলিতে মৃত ব্য়বসায়ী, আহত ১

মালদহে ফের শুটআউট। গুলিবিদ্ধ হয়ে মৃত্য়ু হল এক ব্য়বসায়ীর। ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বর্তমানে আহত ব্য়ক্তি মালদহ মেডিক্য়াল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের গাজোল থানার রশিদপুর এলাকায়। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্য়বসায়ীর নাম চিন্ময়ী বারুই। অন্যদিকে ঘটনায় আহত আরও এক যুবকের নাম প্রসেনজিৎ মোদি। তাঁদের বাড়ি গাজোল থানার হরিদাস এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মদের দোকানের সঙ্গে যুক্ত ছিল এই দুই যুবক। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার  রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয় ওই দুজন। চিন্ময়ী বারুই-এর পিঠে গিয়ে লাগে সেই গুলি। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে। তারপর সেথানের কর্মারত চিকিৎসকারা তাঁকে মৃত বলে দাবি করেন।

পুলিসের অনুমান, মদের দোকানে আসা কোনও বচসার জেরেই এই ঘটনা ঘটেছে। যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে গাজোল থানার পুলিস। একের পর এক গুলি চলার ঘটনায় পুলিসের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও এই ঘটনাকে ঘিরে ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে।

3 months ago


Canning: ক্য়ানিংয়ে কুকুর আতঙ্ক! কামড়ে জখম ৪, আতঙ্কিত এলাকাবাসী

ক্য়ানিংয়ে কুকুরের কামড়ে আহত পথ চলতি চারজন। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ক্যানিং থানার তালদি গ্রাম পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। বর্তমানে ওই আহত চারজন ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন কৃষ্ণপদ বৈদ্য, প্রশান্ত কুমার মণ্ডল, সোমনাথ নাইয়া ও বসন্ত মণ্ডল। এই ঘটনার থেকে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

জানা গিয়েছে, সোমবার রাতে আচমকা একটি কুকুর হানা দেয় পথ চলতি ও দোকানে দাঁড়িয়ে থাকা এমনকি বাড়ির ভিতরে থাকা মানুষজনদের উপর। একসঙ্গে চারজনকে কামড়ে দেয় ওই কুকুরটি। আহত একজন জানিয়েছেন, রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা একটি কুকুর ছুটে এসে কামড়ে দেয়। অনুমান করা হচ্ছে ওই কুকুর রাস্তার কুকুর কিংবা পাগলা কুকুর নয়। কোনো বাড়ির পোষ্য় হতে পারে। কারণ ওই কুকুরটির গলায় একটি শিকল দেখতে পাওয়া যায়। কুকুরটি কামড় দিয়ে সঙ্গে সঙ্গে একটি বাড়িতে ঢুকে গিয়েছিল। গুরুতর আহত অবস্থায় ওই চারজনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।

3 months ago
Mamata Banerjee: বর্ধমানে দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রীর গাড়ি, মাথায় চোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

ফের আঘাত পেলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়ির সামনে হঠাৎ অন্য এক গাড়ি চলে আসায় ব্রেক কষতেই মাথায় চোট পান তিনি। তবে এই চোট তেমন গুরুতর নয় বলেই জানা গিয়েছে। আজ অর্থাৎ বুধবার গোদার জনসভা থেকে বেড়োনোর সময় এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বর্ধমানে প্রশাসনিক সভা সেরে কলকাতা ফিরেছেন।

২৪ জানুয়ারি, বুধবার বর্ধমানে প্রশাসনিক সভা ছিল। সেখানে পৌঁছতে হাওড়ার ডুমুরজলা থেকে এদিন হেলিকপ্টারে চেপে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কলকাতায় ফেরার সময় গাড়িতে চেপে রওনা দেন। কিন্তু মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে হঠাৎ একটি গাড়ি চলে আসায় তাঁর গাড়ি জরুরী ভিত্তিতে ব্রেক কষতেই মাথায় আঘাত পান তিনি। মুখ্যমন্ত্রীর কপাল উইন্ড স্ক্রিনে ঠুকে যায়। এরপর বেশ কিছুক্ষণের জন্য তাঁর কনভয় দাঁড়িয়ে যায়। প্রায় দেড় মিনিট পর ফের কনভয় কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর আঘাত গুরুতর নয়। সামান্য আঘাত পেয়েছেন তিনি। কনভয়ের সামনে কী করে গাড়ি চলে এলো তা খতিয়ে দেখছে পুলিস। তবে জানা যাচ্ছে, কুয়াশার কারণেই দুর্ঘটনার কবলে পরে মুখ্যমন্ত্রীর গাড়ি।

3 months ago


Mursidabad: চলল গুলি! আহত তৃণমূল কর্মী, উত্তপ্ত মুর্শিদাবাদের রানীনগর

রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে চলল পর পর গুলি। গুলির আঘাতে আহত হন এক ব্য়ক্তি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানীনগরের সীমান্তবর্তী এলাকার একান্ন বর্ডার পাড়া এলাকায়।

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ বুধবার রাত সাড়ে বারোটা নাগাদ বাড়িতেই ছিলেন মনোজ মণ্ডল নামের ওই ব্যক্তি। হঠাৎই রাতে সেই সময় কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে এসে ডাকাডাকি শুরু করে। তারপর তাঁর স্ত্রী দরজা খুলতেই তাঁকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে মনোজ মণ্ডলকে লক্ষ্য় করে গুলি চালাতে শুরু করে। আর  গুলিবিদ্ধ হয়েই মাটিতে লুটিয়ে পড়েন মনোজ মণ্ডল। এরপর তড়িঘড়ি তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এই ঘটনাকে ঘিরে রীতিমত ধোঁয়াশা শুরু হয়েছে এলাকা জুড়ে।  রাজনৈতিক ব্যক্তি বর্গের দাবি, জখম কর্মী তৃণমূলের কর্মী। বিগত পঞ্চায়েত ভোটে এলাকায় রাজনৈতিক ভাবে যথেষ্ট সক্রিয় ছিল ওই ব্যক্তি। সেই কারণে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির নেতৃত্ব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর পুলিস প্রশাসন।

3 months ago
Accident: মদ্য়পের তাণ্ডব! পরপর তিন থেকে চারটি গাড়িতে ধাক্কা, আহত ভ্য়ান চালক

ফের শহর কলকাতায় ঘটে গেল গাড়ি দুর্ঘটনা। আহত ভ্য়ান চালক। অভিযোগ, মদ্য়প অবস্থায় গাড়ি চালিয়ে ধাক্কা মারেন ভ্যান চালককে। ঘটনার পর আটক করা হয় অভিযুক্ত গাড়ি চালককে। বুধবার সকাল ছয়টা নাগাদ ঘটনাটি ঘটেছে সেন্ট্রাল অ্য়াভিনিউতে। জানা গিয়েছে, আহত ভ্য়ান চালকের নাম মোহাম্মদ আলী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

প্রত্য়ক্ষদর্শী এক ব্যক্তি জানান, এদিন সকাল ছটা নাগাদ মোহাম্মদ আলী পার্কের দিক থেকে সেন্ট্রাল অ্য়াভিনিউ-এর দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় একটি বিলাসবহুল গাড়ি রাস্তায় চলতে চলতে প্রায় তিন থেকে চারটি গাড়িকে ধাক্কা মারে। অভিযোগ, রীতিমতো মদ্য়প অবস্থায় ছিলেন ওই গাড়ির চালক। শেষমেষ সেন্ট্রাল অ্য়াভিনিউ এর মুখে এসে ওই বিলাসবহুল গাড়িটি ধাক্কা মারে ভ্য়ান চালককে। ঘটনায় গুরুতর আহত হন ভ্যান চালক। এরপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং অভিযুক্ত ওই গাড়ির চালককে জোড়াসাঁকো থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তার শরীরে অ্যালকোহলের পরিমাণ পরীক্ষা করার জন্য নিয়ে যাওয়া হয়। ঘাতক গাড়িটিকে নিয়ে যাওয়া হয় জোড়াসাঁকো থানায়।

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত ওই গাড়ি চালককে যখন গাড়ি থেকে নামানো হয় তখন সে মদ্য়প অবস্থায় থাকায় দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না তার। এরপর গাড়ি থেকে নেমে অভিযুক্ত গাড়ি চালক ট্রাফিক পুলিসের উপর রীতিমতো অকথ্য় ভাষা এবং অভব্য় আচরণ শুরু করেছিল বলে অভিযোগ। এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

4 months ago
Accident: সাতসকালে বীরভূম জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১, আহত ৩

ফের জাতীয় সড়কে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। লরির সঙ্গে বন দফতরের স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত এক এবং আহত তিনজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কাঁটাগড়িয়া পেট্রল পাম্পের কাছে ১৪ নং জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করা ময়নাতদন্তের জন্য় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠায়। বর্তমানে আহতরাও রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোড়গ্রাম থেকে নলহাটি যাচ্ছিল লরিটি এবং অপরদিক বন দফতরের গাড়িটি যাচ্ছিল। সেই সময় লরি ও স্করপিও গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় স্করপিও গাড়ির চালকের মৃত্যু হয় এবং আহত হয় ওই গাড়িতে থাকা আরও তিন জন। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যায়। এবং খবর দেয় পুলিসকে। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিস এসে গাড়ি দুটিকে সরিয়ে নিয়ে যাওয়ার পর আবার যান স্বাভাবিক হয়।

4 months ago


Accident: শীতের সকালে ফের বেপরোয়া গতির বলি খড়দহে, ঘটনায় মৃত ১ আহত ২

সাতসকালে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্করপিওর সঙ্গে ডাম্পারের ধাক্কায় মৃত্য়ু হল তিনজনের। গুরুতর আহত আরও ছয় জন। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে খড়দহে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। 

প্রত্য়ক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরবেলাতে স্করপিও করে আটজন মহিলা কাঁচরাপাড়া থেকে ঘোলা মুড়াগাছা ফিরছিলেন। সেই সময় কল্যাণী হাইওয়েতে স্করপিওর সঙ্গে ধাক্কা লাগে একটি ডাম্পারের। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্য়ু হয় গাড়ির চালক সহ গাড়িতে থাকা দুজন মহিলার। আর গুরুতর আহত হন বাকি ছয়জন মহিলা। 

এরপর স্থানীয়রা গিয়ে ওই বাকি ছজন মহিলাকে উদ্ধার করে কলকাতার হাসপাতালে চিকিৎসার জন্য় পাঠায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় রহড়া থানার পুলিস। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য় যান চলাচল বন্ধ থাকলেও ঘটনাস্থলে পুলিস যাওয়ার পরে সব স্বাভাবিক হয়ে ওঠে। 

5 months ago
Bankura: জমি সংক্রান্ত বিবাদ! ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

প্রতিবেশীর হাতে খুনের অভিযোগ একই পরিবারে দুই জনের। জানা গিয়েছে, প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে মৃত্য়ু হয়েছে ওই দু'জনের। অভিযোগ ঘটনায় আহত আরও এক মহিলা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত পিন্টু রুইদাস নামের ওই প্রতিবেশী। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার নতুনচটি এলাকায়। বর্তমানে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আহত ওই মহিলা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছ, বাঁকুড়া নতুনচটি এলাকায় অবসরপ্রাপ্ত শিক্ষক মথুর মোহন দত্তের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা সংক্রান্ত বিবাদ চলছিল প্রতিবেশী পিন্টু রুইদাসের। রবিবার সন্ধ্যায় সেই ঝামেলা বিশাল আকার নেয়। অভিযোগ, ঝামেলা চলাকালীন পিন্টু রুইদাস নামে ওই প্রতিবেশী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের পরিবারের সদস্য়ের উপর। এরপর খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত জখম অবস্থায় মথুর বাবু ও তাঁর স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করে। 

এরপর বাঁকুড়া মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হল মথুর মোহন দত্ত ও তাঁর ছেলে শ্রীধর দত্তের। গুরুতর জখম অবস্থায় এখনও চিকিৎসাধীন মৃত মথুর বাবুর স্ত্রী। জমি সংক্রান্ত বিবাদ নাকি অন্য় কোনও কারণ রয়েছে এর পিছনে তা নিয়ে তদন্ত শুরু করেছে বাঁকুড়া সদর থানার পুলিস।

5 months ago