Breaking News
Film Festival: শুরু ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, উদ্বোধনে 'বাদশা' নয় ভাইজান      SSKM: বেড নেই এসএসকেএম-এ! দেড় বছরের শিশুকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে      BJP: জাতীয় সঙ্গীত 'অবমাননা' মামলায় জোর ধাক্কা রাজ্যের! বিজেপি বিধায়কদের গ্রেফতারে 'না' হাইকোর্টের      Recruitment Scam: ফের তৃণমূলের দুই কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত নথি ও অ্যাডমিট কার্ড!      Congress: স্বাধীনতার পর প্রথম তেলেঙ্গানায় সরকার গঠনের পথে কংগ্রেস      Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই     

Injured

Bomb: বোমা বিস্ফোরণে গুরুতরভাবে জখম ন'বছরের শিশু, বাদ পড়ল ডান হাত

বোমা বিস্ফোরণে (Bomb Blast) গুরুতরভাবে জখম (Ijured) এক ন'বছরের শিশু। জানা গিয়েছে, বিস্ফোরণের জেরে ডান হাতটি ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। রবিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে বসিরহাটের (Basirhat) নলকোড়া গোলবাগান এলাকায়। বোমকে বল ভেবে খলতে গিয়েই ঘটে বিস্ফোরণ। ঘটনার পরেই স্থানীয়রা ওই শিশুটিকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। এরপরেই খবর পেয়ে ওই ভাটাতে পৌঁছয় বসিরহাট থানার পুলিস (Police)। বাকি বোমা গুলিও উদ্ধার করে পুলিস। এমনকি কে বা কারা এই ধরনের বোমা মজুত করে রেখেছে তার তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।   

সূত্রের খবর, আহত ওই শিশুটির নাম ইউসুফ মণ্ডল (৯)। বাড়ি উত্তর ২৪ পরগনার বসিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গোলবাগান এলাকায়। এই ঘটনায় স্থানীয় প্রতিবেশীরা ইউসুফকে উদ্ধার করে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায়। তবে ওই শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতা আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবার সূত্রে খবর, ইতিমধ্যেই জ্ঞান ফিরেছে ইউসুফের। একটু একটু করে কথাও বলছে সে। তবে ওই শিশুটির ডান হাতের কবজি থেকে বাকিটা বাদ দিতে হয়েছে। পরিবারের দাবি, যে বা যারা এই বোমাগুলি মজুত করছিল পুলিস তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দিক।

যদিও এই ঘটনায় ভাটার মালিক হাজী মোহাম্মদ মসিবর বৈদ্য বলেন, "ভাটাটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। কে বা কারা এসে বোমাগুলি রেখেছে তা জানা যায়নি‌। তবে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।"

4 months ago
Malda: বোমা বিস্ফোরণে গুরুতর জখম নাবালক, ঘটনার তদন্তে পুলিস

আচমকা বোমা বিস্ফোরণে (Bomb Blast) গুরুতর জখম (Injured) এক নাবালক। রবিবার ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) মানিকচক থানার নারায়ণপুর চর এলাকায়। বোমা বিস্ফোরণের জেরে আহত নাবালক বর্তমানে মালদহের মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। রবিবারই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস (Police)। এমনকি ঘটনাস্থলটি ঝাড়খন্ড সংলগ্ন হওয়ায় পৃথকভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়খণ্ড পুলিসও। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ওই এলাকায়। 

এই বিষয়ে আহত নাবালক বলে, রবিবার মহিষ চরাতে মাঠে গিয়েছিল সে। তারপর কিছুক্ষণ মাঠে খেলাধুলোও করে। এরপরেই প্রচণ্ড রোদের কারণে সামনে থাকা একটি বাঁশ বাগানে গিয়ে বসে আরাম করে জল খায়। তারপরেই বাঁশ বাগানের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে। ওই নাবালকের দাবি, সে বাঁশ বাগান থেকে ব্যাগটি তুলে দেখে তার মধ্যে একটি বোমা। তারপরেই ভয়ে সে ব্যাগটিকে মাটিতে ফেলে দেয়। আর তারপরেই ঘটে ওই বিস্ফোরণ। আহতর পরিবারের দাবি, যে বা যারা এলাকার মধ্যে বোমা মজুত করছে, যার জেরে বারবার বিস্ফোরণ ঘটে চলেছে, পুলিস তাদের গ্রেফতার করে।

4 months ago
Saltlake: নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা বাসের, ঘটনায় আহত ৫ যাত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো স্টেশনের পিলারে ধাক্কা (Accident) মারলো বাস। ঘটনায় কোন হতাহত না হলেও আহত (Injured) হয়েছেন মোট ৫ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে সল্টলেক (Saltlake) বিকাশ ভবনের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিস এবং বিধাননগর ট্রাফিক গার্ডের পুলিস (Police) আধিকারিকেরা। পুলিস আহতদের উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে চিকিৎসার জন্য। যদিও এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করে দিয়েছে পুলিস। এমনকি ঠিক কি কারণে এই ঘটনাটি ঘটলো তাও খতিয়ে দেখছে পুলিস। ঘটনায় বেশ আতঙ্কিত বাসের বাকি যাত্রীরা।    

সূত্রের খবর, রবিবার লেকটাউন বাঙ্গুর থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল কেবি ১৬ রুটের একটি বাস। ঠিক সেই সময় বিকাশ ভবনের সামনে মেট্রো স্টেশনের পিলারে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসটি। বাসের মধ্যে ছিল মোট ২০ জন যাত্রী, তার মধ্যে ৫ জন যাত্রী আহত হয়েছেন।

4 months ago


Rubel Das: ভাঙা পা নিয়ে বিছানায় বসেই শ্যুটিং করছেন রুবেল

অভিনেতা রুবেল দাস (Rubel Das) টলিউড অভিনয় জগতের পরিচিত মুখ। বর্তমানে অভিনয় করছেন 'নিম ফুলের মধু' (Neem Phuler Modhu) ধারাবাহিকে। তবে বাড়িতে বসেই। কারণ দিন কয়েক আগেই শ্যুটিংয়ের সেটে গুরুতর আহত হন রুবেল। চলতি ধারাবাহিকের জন্য বাস থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যের শ্যুটিং হয়েছিল। সেই সময়ই অভিনেতার দুই পায়েরই গোড়ালি ভেঙে যায়। বর্তমানে তিনি বাড়িতেই শয্যাশায়ী।

রুবেলের অসুস্থতার খবর জানতে পেরেই অনেকে ভেবেছিলেন, তাঁর পরিবর্তে বোধহয় অন্য কোনও অভিনেতা আসবেন। যদিও তা হয়নি। ধারাবাহিকের লেখক বর্তমানে গল্পের মোড় ঘুরিয়েছেন মহিলা চরিত্রদের দিকে। তাঁদেরকেই এখন বেশিরভাগ সময় পর্দায় দেখা যাচ্ছে। ফলে রুবেল বিশ্রাম পাচ্ছেন। তবে মাঝে মধ্যে বিছানায় বসে বসে শ্যুটও করছেন অভিনেতা।

আগামী মাসেই রুবেলের পায়ের প্লাস্টার কাটা হবে। বর্তমানে ধারাবাহিকে তাঁর সহ অভিনেতা অভিনেত্রীরা রুবেলের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে তাঁর প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য বেশ চিন্তিত। শ্যুটিংয়ের ফাঁকে মাঝেমধ্যেই বারাসতে রুবেলের বাড়িতে গিয়ে তাঁকে দেখে আসছেন শ্বেতা। সামাজিক মাধ্যমেও রুবেলের দিনযাপনের ছবি শেয়ার করছেন অভিনেত্রী।

4 months ago
Nicco Park: রাইড চড়াকে কেন্দ্র করে বিবাদ, বেধড়ক মার নিকো পার্কের সিনিয়র অফিসারকে

নিকো পার্কে (Nicco Park) রাইড চড়াকে কেন্দ্র করে বচসা। আর তার ফলেই নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসারকে মারধর (Beaten)। গুরুতর আহত (Injured) অবস্থায় সেই অফিসারকে ভর্তি করা হয়েছে বিধান নগর সাব ডিভিশনাল হাসপাতালে। এই ঘটনায় পাঁচজন মূল অভিযুক্তকে গ্রেফতার (Arrest) করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিস (Police)। রবিবার ধৃতদের বিধাননগর আদালতে তোলা হয়েছে। 

পুলিস সূত্রে খবর, পার্কের সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের নাম মুক্তার আলম, মোহাম্মদ শাহজাদ আলম, আফরোজ আলম, মোহাম্মদ ফিরোজ আলম এবং মোহাম্মদ সেলিম।  

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার পাঁচজন যুবক নিকো পার্কে রাইড চড়তে যাওয়ার সময় লাইনে দাঁড়াতে অস্বীকার করে। সেই সময়ই নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার মলয় চ্যাটার্জি তাদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় ওই পাঁচজন যুবক মলয় চ্যাটার্জিকে বেধড়ক মারধর করে। যার ফলে গুরুতরভাবে জখম হয় মলয় চ্যাটার্জী। তারপরেই তাঁকে আহত অবস্থায় বিধান নগর সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয়, এমনটাই জানা গিয়েছে।

5 months ago


Howrah: প্রাক্তন কাউন্সিলর উপর সশস্ত্র দুষ্কৃতী হামলা, ঘটনায় গুরুতর আহত

হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেব কিশোর পাঠকের ওপর দুষ্কৃতী হামলা (Attack)। ঘটনায় গুরুতর আহত (Injured) হন তিনি। এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়া ফ্লাইওভারের উপরে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস আসা মাত্রই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত প্রাক্তন কাউন্সিলর ও তাঁর পরিবার। 

প্রাক্তন কাউন্সিলর দেব কিশোর পাঠক জানিয়েছেন, শনিবার একটি নিমন্ত্রিত বাড়ি থেকে ফেরার সময় আচমকাই তাঁর ওপর এই হামলা হয়। সশস্ত্র দুষ্কৃতীরা হামলা করে তাঁর মাথা ও কোমরে রড দিয়ে মারে। যার ফলে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন প্রাক্তন কাউন্সিলর দেব কিশোর। এরপর এই ঘটনার খবর পেয়ে পুলিস দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালায়। তবে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

পুলিস সূত্রে খবর, ইতিমধ্য়ে চার থেকে পাঁচ জন মতো দুষ্কৃতীদের মধ্যে দু'জনকে চিহ্নিত করা গিয়েছে। ঘটনায় অভিযুক্তদের নাম হল হারি তেওয়ারি ও ছোট তেওয়ারি। সম্পর্কে তারা কাকা ভাইপো। এর আগেও তাদের বিরুদ্ধে খুনের মামলা রজু হয়েছিল।

5 months ago
Accident: মুর্শিদাবাদে দ্রুত গতির লরির ধাক্কায় মৃত এক ও আহত এক, তদন্তে পুলিস

লরির ধাক্কায় মৃত্যু (Death) হল এক মহিলার। ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক। শনিবার, এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকলের বাগডাঙ্গা মজুমদার পাড়া এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃতার নাম আনসুরা বিবি (৩২) এবং আহতের নাম পিন্টু শেখ (২৬)। দু'জনের বাড়ি বাগডাঙ্গা এলাকাতে। ঘটনার খবর পেয়ে পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য় পাঠায়। এই ঘটনায় ব্য়পক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

জানা গিয়েছে, এদিন দুুপুর বেলায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছিল পিন্টু। সেই সময় হঠাৎ ডোমকল থেকে কুশাবাড়িয়াগামী একটি লরি দ্রুতগতিতে এসে তাঁকে ধাক্কা মারে। ওই লরিটি পিন্টু শেখকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপার করছিলেন আনসুরা বিবি। তাঁকেও ধাক্কা মারে লরিটি। আনসুরা বিবি রাস্তার উপর ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। 

স্থানীয়রা দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে গিয়ে আনসুরা বিবিকে উদ্ধার করে ডোমকল সুপার ষ্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্য়ে পুলিস ঘাতক লরিটিকে আটক করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। 

5 months ago
Daimond Harbour: পুরানো বাড়ির সানসেড ভেঙে মৃত্যু হয়েছে এক রাজমিস্ত্রীর, আহত আরও এক

পুরানো বাড়ি সারাতে গিয়েই ঘটল বড়সড় বিপত্তি। প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে বাড়ির সানসেড। আর তারই আঘাতে মৃত্যু (Dead) হলো এক রাজমিস্ত্রীর। এই ঘটনায় গুরুতর (Injured) জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের (Daimond Harbour) লালবাটি এলাকায়। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় শোকাস্তব্ধ গোটা গ্রাম। সূ্ত্রের খবর, মৃত ব্যক্তির নাম হৃদয় হালদার। অন্যদিকে গুরুতর জখম হয়েছে দেবনাথ দলুই।    

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালবাটির বাসিন্দা রবীন ঘড়ুয়ের পুরানো বাড়ি সারাই করার কাজ চলছিল। শনিবার সকালে সেই কাজই করছিলেন প্রায় পাঁচ ছজন কর্মী। কিন্তু প্রবল বৃষ্টির ফলে আচমকা ওই পুরানো বাড়ির সানসেডটি ওপর থেকে ভেঙে পড়ে। সেই সময় নীচে হৃদয় ও দেবনাথ নামে দুই শ্রমিক কাজ করছিলেন। নীচে থাকার ফলে সানসেডটি ভেঙে তাঁদের মাথার উপরেই পড়ে। যার ফলে তাঁরা গুরুতরভাবে জখম হয়।

স্থানীয়দের দাবি, এই ঘটনার পরেই তড়িঘড়ি ওই দুজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদয় হালদারকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। অন্যদিকে দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।

5 months ago


Tollywood: শ্যুটিং ফ্লোরে গুরুতর আহত রুবেল, সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ শ্বেতার

জনপ্রিয় নাচের রিয়েলিটি শো থেকে উত্থান হয়েছিল রুবেল দাসের (Rubel Das)। এরপর বহু ধারাবাহিকে অভিনয় করে তিনি এখন অভিনেতা হিসেবেই জনপ্রিয়। বর্তমানে তিনি অভিনয় করছেন 'নিম ফুলের মধু' ধারাবাহিকে। সেই ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েই গুরুতর আহত হলেন রুবেল। ধারাবাহিকে একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং ছিল। দৃশ্যটিতে বাসের মাথা থেকে লাফাতে হয়েছে অভিনেতাকে। এই স্টান্ট করতে গিয়েই দু পায়ের গোড়ালিতে গুরুতর চোট পেয়েছেন অভিনেতা।

এমন অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন রুবেলের প্রেমিকা, অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। সামাজিক মাধ্যমেই রুবেলের অসুস্থতায়, নিজের মনের কথা লিখলেন অভিনেত্রী। শ্বেতা লিখেছেন, 'খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ আমার চ্যাম্পিয়ান। তুমি খুব সাহসী ছেলে। আমার বিশ্বাস তুমি সুস্থ হয়ে উঠবে খুব তাড়াতাড়ি। তুমি ভালো তাই তোমার সাথে কোনও খারাপ হতে পারে না। শুধু কয়েকটা দিনের অপেক্ষা। আমি তোমাকে ভালোবাসি বাবাই। সবসময় তোমার সঙ্গে আছি।'

রুবেলের দু'পায়েই চোট গুরুতর। আগামী ৬ মাস তাঁকে বিশ্রাম নিতে বলেছেন চিকিৎসক। রুবেলের অনুপস্থিতিতে শ্যুটিং করে রাখা ব্যাঙ্ক থেকেই চলছে ধারাবাহিকের সম্প্রচার। তবে অভিনেতা ৬ মাস শ্যুটিং করতে না পারলে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরী হবে। এই মুহূর্তে রুবেলের স্বাস্থ্য নিয়ে চিন্তায় রয়েছেন দর্শকেরাও। সকলেই তাঁর সুস্থতা প্রার্থনা করছেন।

5 months ago
Chanchal: ভয়াবহ পথ দুর্ঘটনায় মালদহে মৃত্যু হলো এক যুবকের, আহত আরও এক যুবক

ভয়াবহ পথ দুর্ঘটনায় (Accident) মৃত্যু (Death) হল এক যুবকের, আহত (Injured) আরও এক যুবক। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) চাঁচল-গালিমপুর গ্রামীণ সড়কের ভীমপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় চাঁচল থানার পুলিস (Police)। পুলিস ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  

পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রেজা আলী (২২)। বাড়ি মতিহারপুর অঞ্চলের দিঘাবসতপুর গ্রামে। এই ঘটনায় আহত হওয়া যুবকের নাম রাহুল আলী (২১)। তিনি ওই অঞ্চলের কালিয়াপাড়া এলাকার বাসিন্দা। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর চিকিৎসা চলছে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে দুটি মোটরবাইক চাঁচল আসছিল। ঠিক তখনই একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। যার ফলেই এই দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, গভীর রাত হওয়ায় দেরিতে দেহ দেখতে পান বাসিন্দারা। তবে পথচারীরাই প্রথমে খবর দেন এলাকাবাসীকে। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষজন রেজা আলীর নিথর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। রাহুলকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়।

5 months ago


Basirhat: মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু এক মৎস্যজীবীর, আহত আরও এক

মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে (Lighting) মৃত্যু (Death) হল এক মৎস্যজীবীর। এই ঘটনায় আহত (Injured) আরও এক ব্যক্তি। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাড়োয়া থানার অন্তর্গত বসিরহাট (Basirhat) মহকুমার সোনাপুকুর শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কুলগাছি গ্রামে। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিস (Police)।  

পুলিস সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম দিলীপ মণ্ডল (৫৮)। এই ঘটনায় ওই আহত ব্যক্তির নাম বিকাশ মণ্ডল (৩২)। পুলিস আরও জানিয়েছে, শুক্রবার রাত আড়াইটা নাগাদ কুলগাছি গ্রামের একটি মেছোভেরিতে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই বজ্রাঘাতে গুরুতর আহত হয় তাঁরা। তারপরেই স্থানীয়রা তাঁদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিত্সকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। এমনকি এই ঘটনায় আহত ওই ব্যক্তি এখনও হাসপাতালে ভর্তি।

5 months ago
Bomb: ভোটের পরেও জেলায় জেলায় উদ্ধার বোমা, মুর্শিদাবাদে বিস্ফোরণে গুরুতর আহত দুই শিশু

ভোটের পরেও জেলায় জেলায় বোমা বিস্ফোরণ (Bomb Blust)। আর সেই বিস্ফোরণের জেরে আহত (Injured) হচ্ছে সাধারণ মানুষ। বোমা বিস্ফোরণের আঘাতে আহত হয়েছে দুই শিশু। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সালারের ভাষা দিবসে শহীদ আবুল বরকতের গ্রাম কাগ্রামে। আহত শিশুদের উদ্ধার করে সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাস্থলে সালার থানার বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়েছে। সূত্রের খবর, সকালে ওই দুই শিশু পাড়ার একটি বাগানের মধ্যে খেলা করছিল। সেই সময় বল ভেবে বোমাটি হাতে নিলেই বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। তারপরেই আহত ওই দুটি শিশুকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

প্রসঙ্গত, মুর্শিদাবাদের রেজিনগর সহ বেশ কিছু জায়গায় তাজা বোমা উদ্ধার হয়েছে। কোথায় ব্যাগে আবার কোথাও জারের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে ভর্তি ভর্তি বোমা। রেজিনগর থানার অন্তর্গত একডালা মধুপুর, নাজিরপুর, জানপুর ও ছেতিয়ানিতে উদ্ধার করা হয়েছে বোমাগুলি। বোমা উদ্ধারের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছে রেজিনগর থানার পুলিস। এমনকি বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে বোম গুলিকে নিষ্ক্রিয় করার জন্য। এমনকি বিশাল পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় ওই এলাকাগুলিতে পুলিস মোতায়েন করা হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে কে বা কারা এই বোমাগুলি মজুত করে চলেছে তার তদন্ত শুরু করেছে পুলিস।

5 months ago
Chopra: কেন্দ্রীয় বাহিনীর এলোপাথারি লাঠিচার্জ, জখম চোপড়ার বিধায়ক সহ একাধিক তৃণমূল কর্মী

কেন্দ্রীয় বাহিনীর এলোপাথারি লাঠিচার্জে জখম চোপড়ার বিধায়ক হামিদুল রহমান (MLA Hamidul Rahman) সহ একাধিক তৃণমূল কর্মী। এই ঘটনার পরেই চোপড়া (Chopra) বিধায়ক হামিদুর রহমানকে আহত (Injured) অবস্থায় প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ও পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেলে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। এই ঘটনায় বেশ কয়েকজন তৃণমূলের কর্মীরা গুরুতরভাবে আহত অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা চোপাড়ায়। 

জানা গিয়েছে, ইসলামপুর ব্লকের ৪ নম্বর জেলা পরিষদ প্রার্থী হয়েছেন হামিদুর কন্যা অর্জুনা বেগম। তারই গণনা কেন্দ্রে নিজেদের কাউন্টিং এজেন্টদের নিয়ে তিনি যাচ্ছিলেন। তবে সেখানে থাকা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে আইডেন্টিফিকেশন কার্ড নিয়ে বচসা হয়। ঠিক তারপরেই কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে বেধড়ক লাঠিচার্জ করা হয়।

এই ঘটনায় ইতিমধ্যেই শাসক দলের পক্ষ থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়েছে।

5 months ago


Malda: তৃণমূলের বিজয় মিছিলে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

ভোট (Panchayat Election 2023) মিটেছে। ফলও বেরিয়েছে। রক্তপাত কিন্তু থামছে না। ফের ভোট পরবর্তী (political) হিংসার বলি একজন। কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার, ঘটনাটি ঘটেছে মালদহ (Malda) জেলার রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত (dead) কংগ্রেস কর্মীর নাম ফটিকুল হক (২৪)। ঘটনায় আহত (injured) হয়েছেন আরও পাঁচজন কংগ্রেস কর্মী। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিস। 

অভিযোগের তীর ভাদো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী রোজিনা বিবি ও তাঁর স্বামী তোফাজুল হক সহ তাঁর দলের বিরুদ্ধে। স্থানীয় ও পুলিস সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভাদো গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী রোজিনা বিবি। জয়ের পরেই এলাকায় বেরিয়েছিল বিজয় মিছিল। সেই মিছিলেই ফটিকুল হকের বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল রোজিনা বিবির স্বামী ও তাঁর দলের কর্মীরা। আর তার প্রতিবাদ করাতে ফটিকুল হককে বেধরক মারধর করা হয়। 

পাশাপাশি তাঁর মাথায় বাঁশের আঘাত করা হয় বলে অভিযোগ। তাঁকে বাঁচাতে আসেন ফুটিকুলের মামা হবিবুর রহমান সহ তাঁর পরিবারের সদস্যরা। তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তড়িঘড়ি আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ফটিকুল ও তাঁর মামা হবিবুরকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

বুধবার, সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ফটিকুল হকের। এই বিষয়ে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। ঘটনা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিস। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারসহ গোটা গ্রামে।

ইতিমধ্য়ে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্য জুড়েই হিংসার পরিবেশ সৃষ্টি করেছে তৃণমূল দাবি জেলা বিজেপির দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ীর। তৃণমূলের মালদহ জেলার সহ-সভাপতি শুভময় বসু বলেন, রাজ্য থেকেই ঘোষণা হয়েছে কোনও বিজয় মিছিল করা যাবে না। কেউ যদি বিজয় মিছিল করে থাকে দল তার দায়ভার নেবেনা।

5 months ago
Murshidabad: ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনা, আহত লরির চালক

ওভারটেক করতে গিয়ে পথ দুর্ঘটনা (Accident)। একটি মালবাহী লরিকে পিছন থেকে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কারবাহী লরি। ঘটনায় গুরুতর জখম (Injured) হয়েছেন লরির চালক। রবিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জ থানার ঘোষপাড়া ও ব্যালাসরান মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিস (Police)। পুলিস আহত ওই চালককে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরিই জঙ্গিপুরের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। তবে ট্যাঙ্কবাহী লরিটি অনেক দ্রুত গতিতে যাচ্ছিল। এমনকি সামনে থাকা একটি মালবাহী লরিকে ওভারটেক করতেও চাইছিল। যার ফলে গাড়ির গতি আরও বাড়িয়ে দেয় ঘাতক লরিটি। তবে রাস্তার উপর একটি ছাগল চলে আসায় ওই তেল ট্যাঙ্কবাহী লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ওই ছাগলটিকে বাঁচাতে গিয়ে মালগাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে।

5 months ago