Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

HighCourt

HC Fine: মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে উদাসীনতার অভিযোগ, জরিমানা দেবেন ৪ প্রধান শিক্ষক

মাধ্যমিক শিক্ষা পর্ষদে নাম নথিভুক্ত করাতে হয় নবম শ্রেণিতে। সেই রেজিস্ট্রেশনের একটা নির্দিষ্ট সময় ধার্য করা থাকে। এবছরও তা ধার্য করা হয়েছে। তবে এই রেজিস্ট্রেশন নিয়ে উদাসীন রাজ্যের কয়েকটি স্কুল। যার জেরে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর তোপের মুখে পড়লেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকরা। রেজিস্ট্রেশন না হওয়ায় এই প্রধান শিক্ষকদের নিজের পকেট থেকে দিতে হবে ফাইন। এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

বিচারপতি বসু নির্দেশ দিয়েছেন, মোট ২ লক্ষের বেশি টাকা জরিমানা দিতে হবে চার প্রধান শিক্ষককে। এদের মধ্যে রয়েছে, ভগবানপুর কেবিএস হাইস্কুলের প্রধান শিক্ষক আতাউর রহমান। তাঁকে দিতে হবে ১ লক্ষ ২০ হাজারের বেশি টাকা। পর্ষদের দাবি, ওই স্কুলের ২৪ জন পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়নি। তালিকায় রয়েছে নব নালন্দা (শান্তিনিকেতন) হাইস্কুলের নাম। সেখানে এক পড়ুয়ার রেজিস্ট্রেশন হয়নি। ফলত, প্রধান শিক্ষক গৌরগোপাল চট্টোপাধ্যায়কে ৫০ হাজারের বেশি টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া হুগলির বিনাপানি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বাতী বসুকে দশ হাজারের বেশি টাকা জরিমানা দিতে হবে। কারণ সেখানে একজন ছাত্রীর রেজিস্ট্রেশন হয়নি। রয়েছে আসানসোলের সেন্ট মেরি হাইস্কুলের প্রধান শিক্ষিকা মনিকা সরকার। তাঁকে ২৫ হাজারের বেশি টাকা জরিমানা। বৃহস্পতিবার  এই পড়ুয়াদের তথ্য জমা নেবে মধ্যশিক্ষা পর্ষদ বলে জানা গিয়েছে।

3 months ago
HC:পার্থ ও সুজয়ের হয়ে সওয়াল এজির! এমন কাণ্ডে বিস্ময় প্রকাশ বিচারপতির

বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি ছিল নিয়োগ মামলার দুই মূল অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের। সেই মামলায় পার্থ এবং সুজয় দু’জনের জামিন চেয়ে আদালতে সওয়াল করছিলেন রাজ্যের এজি। রাজ্যের এজির সওয়ালে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। রাজ্যের প্রতিনিধি কেন নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্তদের হয়ে সওয়াল করছেন রাজ্যের এজি কিশোর দত্তের কাছে জানতে চান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রশ্ন করেন, আপনার কাছে অনুমতি আছে? তারপরেই বিচারপতি স্পষ্ট করে দেন রাজ্যের অনুমতি পত্র ছাড়া সওয়াল শোনা সম্ভব নয়। যার জেরে পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলার শুনানি।

উল্লেখ্য, রাজ্যের এজি পদে স্থলাভিষিক্ত হওয়ার আগে থেকেই পার্থ এবং সুজয়ের জামিনের মামলা হাইকোর্টে লড়ছেন কিশোর দত্ত। সেই মামলা চলছে দীর্ঘ দিন ধরে। এই আবহেই রাজ্যের নতুন এজি পদে দায়িত্ব নেন কিশোর। তারপরে বুধবার পার্থ এবং সুজয়ের জামিনের শুনানি পড়ে। নিজের হাতে থাকা পুরোনো মামলা নিজেই লড়তে এসেছিলেন বর্ষীয়ান এই আইনজীবী। কিন্তু সওয়াল করতে এসেই বিচারপতির প্রশ্নের মুখে পড়েন তিনি। এর পরেই সময় চান রাজ্যের এজি কিশোর দত্ত। রাজ্যের অনুমতি নিয়ে সওয়ালে অংশ নেওয়ার কথা জানান তিনি। বিচারপতি জানান, রাজ্য যদি অনুমতি দেয়, তবে আদালতের কোনও অসুবিধা নেই।

আগামী ৮ ফেব্রুয়ারি পার্থের জামিনের মামলার শুনানি হবে। সুজয়ের মামলাটির পরবর্তী শুনানি ৬ ফেব্রুয়ারি। 

3 months ago
High Court: মাধ্যমিকের সময় পরিবর্তন নিয়ে মামলা হাইকোর্টে, রাজ্যের কাছে জবাব তলব বিচারপতির

মাধ্যমিকের সময়সীমা পরিবর্তনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে। রাজ্যের কাছে জবাব তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর। ছাত্র ছাত্রীদের কথা ভেবে উদ্বিগ্ন বিচারপতি। রাজ্যকে সময় পরিবর্তনের ব্যাপারে মতামত জানানোর নির্দেশ দেন। আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে মামলার শুনানির সম্ভাবনা। রাজ্যকে জানাতে হবে সময় পরিবর্তনের পিছনে কী ভাবনা ছিল তাদের, এমনটাই নির্দেশ বিচারপতির।

মামলাকারী আইনজীবীর দাবি, আগের সময়েই পরীক্ষার নির্দেশ দিক আদালত। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, নতুন সময়ে পরীক্ষা হলে সমস্যায় পড়বে বহু ছাত্রছাত্রী। বিশেষত গ্রামাঞ্চল, পাহাড় বা সুন্দরবন এলাকার ছাত্রছাত্রীরা সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবে না বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা শুরু হত সকাল ১১টা ৪৫ মিনিটে, শেষ হত দুপুর ৩টেয়। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ে দেখার জন্য সময় দেওয়া হত পড়ুয়াদের। এবার সময় এগিয়ে আনা হয়েছে। পর্ষদের নোটিস অনুযায়ী, পরীক্ষা শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১টায়।

3 months ago


HC: শুভেন্দুর আর্জি খারিজ, মমতার সম্প্রীতি মিছিলে অনুমতি হাইকোর্টের

একাধিক শর্তসাপেক্ষে ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্প্রীতি মিছিলের অনুমতি দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে ওই সম্প্রীতি মিছিলের অনুমতি দিল।

আগামী ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিনেই বাংলায় সম্প্রীতি যাত্রার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা ছাড়াও সব জেলার ব্লকে ব্লকে ওই মিছিল করার কথা বলা হয়েছে। সেই মিছিল নিয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই যাত্রায় এবার অনুমতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে মিছিল করার আগে বে কিছু বিষয় মাথায় রাখার কথা বলা হয়েছে।

এদিন প্রধান বিচারতি টি এস শিবজ্ঞানম উল্লেখ করেছেন, সংহতি যাত্রা চলাকালীন কোনও বক্তব্যে ধর্মীয় আবেগে আঘাত করা চলবে না। তাছাড়া এই ধরনের মিছিলে যানবাহনের সমস্যা হয়, সাধারণ মানুষের সমস্যা হয়, আটকে পড়তে পারে অ্যাম্বুল্যান্স, রাজ্য এবং শাসকদলকে সেদিকটাও নজর রাখতে বলেছে হাই কোর্ট।

প্রধান বিচারপতির মন্তব্য, প্রতি ব্লকে যদি এই র‍্যালি হয় সেখানকার মানুষের সমস্যা হবে। এই র‍্যালির জন্য আগে থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। ওই দিন আরও ৩৫ টি মিছিলের আবেদন জমা পড়েছে। সেগুলি অনুমতি পেলে সমস্যা আরও বাড়বে বলে পর্যবেক্ষণ আদালতের।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর সম্প্রীতি মিছিলের দিন বদলের দাবিতে হাই কোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তাঁর দাবি ছিল, রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, শুভেন্দুর সেই আবেদন কার্যত খারিজ করে দিল।

4 months ago
High Court: রাজ্যে জব কার্ড দুর্নীতির তদন্তে চার সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

রাজ্যে জব কার্ড দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার তিন সদস্যের কমিটি গঠন হাইকোর্টের। কেন্দ্র, রাজ্য ও সিএজির তরফে ১ জন করে প্রতিনিধি এবং অ্যাকাউনটেন্ট জেনারেলের তরফে ১ জন করে প্রতিনিধি নিয়ে চার সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দিযেছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। 

কেন্দ্র ও রাজ্যকে যত দ্রুত সম্ভব এই আধিকারিকদের নাম জানাতে হবে আদালতে। তারা গোটা রাজ্যে ভুয়ো জব কার্ড নিয়ে তদন্ত করে রিপোর্ট দেবে আদালতে। আগামী বৃহস্পতিবার এই মমলার ফের শুনানি। এই মামলায় এদিন প্রধান বিচারপতি মন্তব্য করেন- ২০২৩-২৪ অর্থবর্ষে যাতে নতুন করে কাজ চালু হয় তার জন্য কেন্দ্র ও রাজ্যকে সজাগ থাকতে হবে।

খেত মজদুর সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আমরা শ্রমিক। আমাদের পারিশ্রমিক নিয়ে কথা। আমরা কাজের আবেদন জানিয়েছি। কিন্তু কাজ পাইনি। কেন্দ্র বা রাজ্য কারা দায়িত্ব নেবে সেটা তারাই ভাবুক। কিন্তু তাদের দায়িত্ব শ্রমিকদের জন্য কাজ ও উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা করা। 

প্রধান বিচারপতি বলেন, বর্তমান পরিস্থিতি কী? যতই দুর্নীতি বা যা কিছু থাক। যারা প্রকৃত অভাবী তাদের জন্য কি করা হয়েছে? কাউকে তো দায়িত্ব নিতে হবে?

২০২১ সালে কেন্দ্রের একটি টিম এসেছিল মালদা এবং পাহাড়ে। তখন তারা জানিয়েছিল, জব কার্ড নিয়ে তারা সন্তুষ্ট নয়। ২০২৩ সালে কলকাতায় ১৫ টি টিম আসে। তারা ফিরে যাওয়ার পর রাজ্যের কাছে কিছু তথ্য চেয়ে পাঠায়। রাজ্যের তরফে সেগুলো পাঠানো হয়। তারপরে নতুন আর টাকা দেয়নি কেন্দ্র। একাধিক বার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হয়েছে যাতে নতুন করে এই প্রকল্প চালু করা হয়। নথি দেওয়া হয়েছে কেন্দ্রকে।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের কাছে আবেদন করেন, জব কার্ড দুর্নীতির জন্য তিন সদস্যের একটা কমিটি গঠন করে এই পুরো বিষয়ের তদন্ত করার জন্য। সমস্ত সওয়াল জবাব শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চও তিন সদস্যের কমিটি গঠন করার জন্য নির্দেশ দেন। এখন দেখার আদালতের এই নির্দেশের পর জব কার্ড দুর্নীতির মামলা কোন দিকে মোড় নেয়।

4 months ago


Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে রাজ্য পুলিসে অনাস্থা! পুলিস ও সিবিআই নিয়ে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সন্দেশখালি ঘটনায় তদন্ত করবে সিট। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। বুধবার সকাল থেকেই সারা বাংলার নজর ছিল বিচারপতির রায়ের দিকেই। অবশেষে দেখা গেল, সন্দেশখালি ঘটনায় তদন্তভার দেওয়া হল সিটের হাতেই। এখনই সিবিআই তদন্তের নির্দেশ না দিয়ে রাজ্য পুুলিসের সঙ্গে সিবিআই নিয়ে সিট গঠনের নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।

সন্দেশখালিকাণ্ডের ১২ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এরপরই এই ঘটনায় সিবিআই তদন্তের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বুধবার বিকেল ৪ টায় বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, 'সন্দেশখালি ঘটনায় সিট গঠন করা হবে। এখনই সিবিআই তদন্তের নির্দেশ নয়। তবে সিবিআই এবং রাজ্য যৌথ ভাবে তদন্ত করবে। কিন্তু আদালত নজরদারিতে তদন্ত হবে। ন্যাজাট পুলিস স্টেশন-এর কোনও অফিসার থাকতে পারবে না।'

বুধবার সন্দেশখালির ঘটনার তদন্তে সিবিআই ও রাজ্য পুলিসকে দিয়ে বিশেষ তদন্তকারি দল গঠন করল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, তদন্তকারি দলের মাথায় থাকবেন সিবিআই-এর এসপি পদমর্যাদার অধিকারিক। দলে থাকবেন ইসলামপুর পুলিস ডিস্ট্রিক্ট-এর এসপি জাসপ্রিত সিং। বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে ওই বিশেষ দলে নিযুক্তির জন্য তাঁদের সদস্যদের নাম জানাতে হবে। এই বিশেষ তদন্তকারী দল রাজ্য বা কেন্দ্র কোথাও রিপোর্ট জমা দিতে পারবে না। সংশ্লিষ্ট জেলা আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট জমা দিতে হবে। হাইকোর্টের নির্দেশ ছাড়া চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া যাবে না। হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলবে। সব রিপোর্ট রাজ্যকে সিট-এর কাছে জমা দিতে হবে। সিসিটিভি সহ সব নির্দেশ বজায় থাকবে। পরবর্তী শুনানি ১২ ফেব্রুয়ারি।

4 months ago
Sheikh Shahjahan: হাইকোর্টের নির্দেশেই নড়েচড়ে বসল পুলিস! শেখ শাহজাহানের বাড়ির চারিদিকে বসল সিসিটিভি

অবশেষে আদালতের নির্দেশে নড়েচড়ে বসল পুলিস। রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত 'নিখোঁজ' তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে বসানো হল সিসিটিভি ক্যামেরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি বসানো হয়েছে। জানা গিয়েছে, বুধবারই শাহজাহানের বাড়িতে সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছে পুলিস। সূত্রের খবর, মোট তিনটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া সরবেড়িয়াতে মার্কেটেও বসানো হয়েছে চারটি সিসি ক্যামেরা।

সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্ত করতে গিয়ে আক্রান্ত হন তদন্তকারী সংস্থা ইডি। এই ঘটনায় এখনও পর্যন্ত রাজ্য পুলিস সাতজনকে গ্রেফতার করলেও, মূল অভিযুক্ত শেখ শাহজাহান এখনও অধরা। ১২ দিন কেটে যাওয়ার পরও সন্দেশখালির ঘটনার পর থেকে শুনশান এলাকা। যেখানে কয়েকদিন আগে শেখ শাহজাহানের বাড়ি সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলোতে সকাল হলেই জমজমাট থাকত মানুষের ভিড়ে, সে জায়গাগুলি এখন প্রায় জনশূন্য। ১২ দিন পেরিয়ে গেলেও এখনও 'পলাতক' শেখ শাহজাহানকে ধরতে পুলিস ব্যর্থ। ফলে এই ঘটনায় মঙ্গলবার হাইকোর্টে বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে পুলিস। এরপরই বিচারপতি জয় সেনগুপ্ত এই তৃণমূল নেতার বাড়ি সামনে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন। আর আদালত কড়া হতেই রাতারাতি ভোল বদল রাজ্য পুলিসের। বিচারপতির নির্দেশ মেনে শেখ শাহজাহানের বাড়ির সামনে মোট তিনটি সিসিটিভি লাগানো হয়েছে। এছাড়াও এলাকায় তাঁর গতিবিধি জানার জন্য সরবেড়িয়ার মার্কেটেও বসানো হয়েছে চারটি সিসি ক্যামেরা।

4 months ago
High Court: আদালতের রোষানলে মধ্যশিক্ষা পর্ষদ, হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা পর্ষদ সেক্রেটারির

চাকরির সুপারিশ পাওয়ার ২ বছর পরও মেলেনি নিয়োগ। ঘটনায় গাফিলতি স্বীকার করে ক্ষমা চাইলেন মধ্যশিক্ষা পর্ষদ সেক্রেটারি। ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর অনুকম্পা জনিত নিয়োগের জন্য উমা প্রামানিক নামে এক প্রার্থীকে বাঁকুড়ার শালতোড়া গার্লস স্কুলে ক্লার্ক পদে নিয়োগের জন্য সুপারিশ করেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু তারপর প্রায় ২ বছর কেটে গেলেও তাকে নিয়োগ না দেওয়ার কারণে পর্ষদের সেক্রেটারির কাছে জবাব তলব করে কলকাতা হাইকোর্টে। হাইকোর্ট জানতে চেয়েছিল, কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না? সেই প্রশ্নের উত্তরে সোমবার নিঃশর্ত ক্ষমা চেয়েছেন পর্ষদ সেক্রেটারি। পাশাপাশি তিনি জানিয়েছেন, কর্মীদের গাফিলতির জন্য এই ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।

বিচারপতি বিশ্বজিৎ বসু সেক্রেটারির পাঠানো ওই ক্ষমাপত্র গ্রহণ করেছেন। পাশাপাশি কোন ক্ষেত্রে কত শূন্য পদ আছে তা নির্ধারণের জন্য শিক্ষা দফতর, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশনকে নিজেদের মধ্যে বৈঠকের নির্দেশ দিয়েছেন বিচারপতি বসু। ওই বৈঠকে যে তথ্য উঠে আসবে তা আদালতে জানাতে হবে। তারপরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। আগামী ২২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

দুর্নীতির জালে ইতিমধ্যে কালিমালিপ্ত গোটা বাংলা। নিয়োগে কারচুপিসহ একাধিক অরাজকতায় বেসামাল বঙ্গ রাজনীতি। আদালতে থরে থরে জমে দুর্নীতির মামলা। এই আবহে এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্নের মুখে রাজ্যের শিক্ষাব্যবস্থা। আদালতের রায়ে আগামীদিনে দুর্নীতিমুক্ত বাংলার শিক্ষাব্যবস্থা তৈরি হয় কিনা এখন সেটাই দেখার।

4 months ago


Sheikh Shahjahan: সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান, আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে শেখ শাহজাহান!

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনার পর কেটে গিয়েছে ১০ দিন। কিন্তু এখনও অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান। আর এই নিয়ে এবারে পুলিসের ভূমিকা নিয়ে  প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। পুলিসের 'ইনঅ্যাকশন' দেখে কার্যত বিস্ময় প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। তাঁর প্রশ্ন, 'যে ঘটনায় প্রায় তিন হাজার মানুষ অভিযুক্ত, সেই ঘটনায় মাত্র ৪ জনকে কেন গ্রেফতার করা হল? আর সোমবার এরই মাঝে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শেখ শাহজাহানের আইনজীবী। আইনজীবী মারফত শাহজাহান হাইকোর্টকে জানান, তিনি সন্দেশখালির মামলায় যুক্ত হতে চান। কারণ, তিনি চান এই ঘটনায় তাঁর বক্তব্যও শোনা হোক। কিন্তু তাতেও বিচারপতির ভর্ৎসনার মুখে পড়তে হয় শাহজাহানের আইনজীবীকে।

ইডির আইনজীবী এসভি রাজু সন্দেশখালির ঘটনার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন। মামলায় আদালতের ভর্ৎসনার মুখে রাজ্য পুলিস। শেখ শাহজাহানের নামে বাড়িতে থেকে বাইরে অশান্তি ছড়ানোর অভিযোগ পাওয়ার পরও পুলিস শেখ শাজাহানের বাড়িতে গিয়ে তাঁর খোঁজ করলো না কেন, প্রশ্ন বিচারপতির। 'এটাই পুলিশ ইন অ্যাকশন', মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তের। 'এমন মামলায় কেস ডাইরি না দেখে কোনো অর্ডার দেওয়া যায় না। পুলিস এতদিন ধরে কী করেছে সেটা কেস ডাইরি দেখেই বোঝা সম্ভব। কাল কেস ডাইরি আনতে হবে পুলিসকে।' এমনটাই মন্তব্য বিচারপতির। এরপরই রাজ্যের কাছে কেস ডাইরি তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের। আগামীকাল রাজ্যকে দিতে হবে কেস ডাইরি ও ভিডিও ফুটেজ। আর সেই দিনের পর লুঠ হওয়া সম্পত্তির মধ্যে কী কী উদ্ধার করতে পেরেছে, তাও জানাতে হবে হাইকোর্টকে। এরপরই শাহজাহানের আইনজীবী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান।

শেখ শাহজাহানের আইনজীবীকে বিচারপতির প্রশ্ন, 'আপনার মক্কেল কেন সারেন্ডার করছেন না? এতক্ষণ আপনি এজি কে প্রভাবিত করার চেষ্টা করছেন। এতক্ষণ আমি ভেবেছি আপনি রাজ্যের জুনিয়র আইনজীবী। আপনি এজি কে থামানোর চেষ্টা করছিলেন কেন? এজি আপনাকে চুপ করতে বলার পরেও আপনি তাঁকে প্রভাবিত করার চেষ্টা করেছেন।' আগামীকালই এই মামলার পরবর্তী শুনানি।

4 months ago
Sandeshkhali: সন্দেশখালিকাণ্ডে ইডি অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

সন্দেশখালির ঘটনায় হাইকোর্টের নির্দেশে সাময়িক স্বস্তিতে ইডি আধিকারিকরা। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রক্ষাকবচ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। সন্দেশখালি ঘটনায় ইডি অফিসারদের বিরুদ্ধে সোমবার পর্যন্ত কোনও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারবে না পুলিস, মৌখিকভাবে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

রেশন বন্টন দুর্নীতির মামলায় তদন্তে গিয়ে ৫ জানুয়ারি সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তাঁর অনুগামীদের হাতে আক্রান্ত ইডি। এই ঘটনায় পুলিসের পক্ষ থেকে দায়ের ২টি পৃথক মামলা। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনায় পুলিস এফআইআর দায়ের করে। বেশ কয়েকজনকে জামিন যোগ্য ধারায় গ্রেফতারও করে। পাশাপাশি স্থানীয় পুলিস প্রশাসনকে না জানিয়ে ইডি আধিকারিকদের তল্লাশি অভিযান চালানোর জন্য ইডির বিরুদ্ধেও পৃথক স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। যদিও সেই মামলায় যে ধারা পুলিসের পক্ষ থেকে দেওয়া হয়েছে ইডি আধিকারিকদের বিরুদ্ধে, সেগুলো সবই জামিন অযোগ্য বলে সূত্রের খবর।

অভিযোগ, সন্দেশখালিতে তৃণমূল নেতার শেখ শাহজাহানের অনুগামীদের আক্রমণের ঘটনায় পুলিস নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও ইডি আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলার পাশাপাশি পুলিসের করা এফআইআরের কপি না দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টে রক্ষাকবচের আবেদন করে ইডি। গত মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল। পাশাপাশি বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে পৃথক দুটি মামলা দায়ের হয় সন্দেশখালির ঘটনায়। ২০১৮-তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে তিনটি পৃথক খুনের মামলা রয়েছে, যা পুলিস এবং সিআইডি তদন্ত করছিল। সেই মামলাতেও সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ মৃতদের পরিবার।

বৃহস্পতিবার বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, রাজ্য পুলিস, ইডি আধিকারিকদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। আগামী সোমবার রয়েছে মামলার পরবর্তী শুনানি। এই সময়ের মধ্যে ইডি আধিকারিকদের তলব করতে পারবে না পুলিস। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপও গ্রহণ করতে পারবে না পুলিস।

4 months ago


Ram Puja: রাম মন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রামপুজোয় 'না' পুলিসের, হাইকোর্টে মামলা দায়ের

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটে রামপুজোর আয়োজনে 'না' পুলিসের। সেই নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে সোমবার মামলার শুনানি হবে। বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে শুরু জোর তরজা।

আগামী ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। 'রামলালা' অর্থাৎ ভগবান রামের মূর্তির প্রাণপ্রতিষ্ঠা ঘিরে সাজ সাজ রব সেখানে। আর সেই আবহেই কলকাতার কালীঘাটে রামপুজো করা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। জানা গিয়েছে, একমাস আগেই পুলিসের কাছে আবেদন করা হয় যে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার দিন কালীঘাটে রাম পুজো করার। কিন্তু তাতেও অনুমতি না দেওয়ায় পুলিসের বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে।

কালীঘাট বহুমুখী সেবা সমিতির উদ্যোগেই এই পুজো। জানা গিয়েছে, বাদামতলা ৬৬ পল্লীতে অযোধ্যার রাম পুজোর টিভিতে দর্শন সহ এখানে পুজো ও ভোগ বিতরণের অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে না পুলিস। কালীঘাট বহুমুখী সেবা সমিতির পক্ষ থেকে এই আবেদন করা হয়। আর আজ অর্থাৎ বুধবার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কালীঘাট বহুমুখী সেবা সমিতির সদস্যরা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা।

4 months ago
SujayKrishna: আরও বিপাকে 'কালীঘাটের কাকু'! কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা 'কালীঘাটে কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের! তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের উপরে কোনওরকমের হস্তক্ষেপ করল না বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। কণ্ঠস্বরের নমুনার পরবর্তী প্রক্রিয়ার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সাফ জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সেই মামলার প্রেক্ষিতেই ডিভিশন বেঞ্চ হস্তক্ষেপ না করে এমনটাই নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। ফলে এখনও আর ফ্যাসাদে সুজয়কৃষ্ণ ভদ্র।

নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য কম জলঘোলা হয়নি। এদিন সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী বলেন, 'সুজয়কৃষ্ণ ভদ্র-এর জোর করে ভয়েস টেস্ট এর জন্য নিয়ে গিয়েছে ইডি।বিচারপতি অমৃতা সিনহা মামলার শুনানি করলেন রুদ্ধদ্বার। যার ভয়েস টেস্ট হবে তিনি এই মামলায় যুক্ত ছিলেন না। রাত ৮টার পর ইডি অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে কণ্ঠস্বর পরীক্ষা করতে নিয়ে গেলো এসএসকেএম থেকে ইএসআই জোকায়। এটা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ।'

এর পরই কেন্দ্রের আইনজীবী বিল্লোদল ভট্টাচার্য্য বলেন, 'বিচারপতি সিনহার আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে জামিনের আবেদনের মামলায় ভয়েস টেস্টের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি ঘোষ। এই কণ্ঠস্বর পরীক্ষার নির্দেশ বিচারপতি সিনহা নতুন দেননি। বিচারপতি ঘোষের নির্দেশ-এ দেরি হচ্ছিল, তদন্ত শ্লথ হচ্ছিল। তাই তিনি ইডিকে নির্দেশ দিয়েছিলেন তদন্তের স্বার্থে।'

ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী বলেন, 'বিচারপতি সিনহার নির্দেশের পর আমরা এসএসকেএম যাই। ওনাকে সাবধানে নিয়ে গিয়ে টেস্ট করাই ও তারপর আবার এসএসকেএম-এ ফেরত দি। এসএসকেএম-এ তিনি দীর্ঘদিন ধরে ভর্তি আছেন। এসএসকেএম বলছে তিনি সুস্থ না। অথচ অন্য হাসপাতাল ইএসআই জোকা বলেছে তিনি সুস্থ। ওনার কণ্ঠস্বর পরীক্ষা না করলে তদন্ত দেরি হচ্ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে তদন্ত শেষ করতে হবে।' এছাড়াও ইডির আইনজীবীর অভিযোগ, 'আমরা তদন্ত কিভাবে করবো? গোটা রাজ্য আমাদের বিরুদ্ধে। রাজ্য অসহযোগিতা করছে।'

এর পরই বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয়, এই মামলায় হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ। মামলার পুরো সিদ্ধান্ত নেবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চ। তবে তিনি প্রশ্ন করেন, 'ইডি হেফাজতে আছে ওই অভিযুক্ত। তাহলে ইডি ওই হাসপাতালেই কণ্ঠস্বর পরীক্ষার ব্যবস্থা করতে পারতো। সেটা না করে একজন অসুস্থ মানুষকে নিয়ে গেলো জোকা ইএসআই। আর কণ্ঠস্বর পরীক্ষার রিপোর্ট কখনও কোনও প্রমাণ হিসাবে গণ্য করা হয় না। তবে এই কণ্ঠস্বর পরীক্ষা নিয়ে কিসের তৎপরতা ইডির? কী উদ্দেশে?'

4 months ago
ED: আক্রান্ত অফিসারদের বিরুদ্ধেই এফআইআর! সন্দেশখালিকাণ্ডে এবারে হাইকোর্টের দ্বারস্থ ইডি

সন্দেশখালিতে ইডির তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবারে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের কাছে আবেদন করেছিলেন তাঁরা।মামলা দায়েরের অনুমোদন দিয়েছেন বিচারপতি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই শুনানি বলে জানা গিয়েছে।

ইডির অভিযোগ, 'রেশন দুর্নীতির মামলায় তল্লাশি করতে গিয়ে হামলার মুখে পড়েন ইডি অফিসাররা। উল্টে আমাদের অফিসারদের বিরুদ্ধে পুলিস এফআইআর করেছে বলে আমরা শুনতে পাচ্ছি। সব সংবাদমাধ্যমে এটা প্রচার হচ্ছে। আমরা বসিরহাট কোর্টেও খোঁজ নিয়েছি। কিন্তু সেখানেও এমন কোনও এফআইআৎ কপি যায়নি। ওয়েবসাইটে আপলোড করা হয়নি। উল্টে পুলিস প্রতিদিন আমাদের অফিসে খোঁজ করছে, কোন কোন অফিসার সেদিন সেখানে গিয়েছিল। আমাদের আশঙ্কা, তাঁদের নামেও নতুন অভিযোগ দায়ের করবে হেনস্থার জন্য।' ইডি আরও জানিয়েছে, সন্দেশখালিতে ইডি অফিসারদের বিরুদ্ধে রাজ্য পুলিসের এফআইআর-এর কপি দিচ্ছে না পুলিস। তাই আদালতের দারস্থ হয়েছে ইডি।

4 months ago


High Court: নিয়োগ মামলায় ৬ মাসের মধ্যে ট্রায়াল শেষের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় মামলাকারী রাকেশ মণ্ডলের করা মামলার ভিত্তিতে বড় নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই মঙ্গলবার জানায়, নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিম্ন আদালতকে নির্দেশ দেন ছয় মাসের মধ্যে মামলার ট্রায়াল শেষ করতে হবে। তিনি জানতে চান নিম্ন আদালত কবে থেকে কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলের বিচার প্রক্রিয়া শুরু করবে?

বিচারপতির প্রশ্নের উত্তরে সিবিআই জানায়, বুধবার থেকে চার্জ ফ্রেম করা হবে। এই তিনজন অভিযুক্তের পক্ষ থেকে আদালতে তাদের বক্তব্য জানালেও তার কাগজ আদালতে জমা পরেনি। ফলে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন নতুন করে এই তিনজন আর কোনও বক্তব্য জানাতে পারবে না। তিনি সিবিআইকে নির্দেশ দেন আগে এই সংক্রান্ত যে আবেদনগুলি জমা পড়েছে সিবিআইয়ের বিশেষ আদালতকে সেগুলির তাড়াতাড়ি নিষ্পত্তি করতে হবে। অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এই তিনজনের বিরুদ্ধে। পার্থ সেন ও কৌশিক মাঝিকে চার্জশিট জমা দিয়ে চার্জ ফ্রেম করে, আগামী ছয় মাসের মধ্যে মামলাগুলির নিষ্পত্তি করতে হবে বলে সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী রাকেশ মণ্ডল। ২০১৪ সালের টেটের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৬ সালে। মামলাকারীর আইনজীবী দিবেন্দু চট্টোপাধ্যায় অভিযোগ করেন কোনও অতিরিক্ত মেধা তালিকা প্রকাশ করা হয়নি।নিয়োগ মামলার তদন্ত করছে সিবিআই। ২১শে ডিসেম্বর সিবিআই রিপোর্ট জমা দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মুখ বন্ধ খামে জমা দেওয়া রিপোর্ট খতিয়ে দেখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।সিবিআইয়ের পক্ষে জহিরউদ্দিন শেখ, টাইগার হোসেন, শান্তনু বন্দ্যোপাধ্যায় , তাপস কুমার মণ্ডল, নীলাদ্রি ঘোষ ও কুন্তল ঘোষের নামে নিম্ন আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে।

চার্জশিট দাখিল করা হয়েছে ১৪ই ডিসেম্বর। তবে এখনও পর্যন্ত চার্জ ফ্রেম করা হয়নি নিম্ন আদালতে বলেই এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানায় সিবিআই। বিচারপতিকে সিবিআই এও জানায় যে মেধা তালিকা প্রকাশ হয়েছিল তাতে প্রভাব খাটিয়েছিল তাপস কুমার মণ্ডল। এস বসু রায় কোম্পানির সঙ্গে যোগসাজোশ করে এই দুর্নীতি করা হয়েছিল বলেই অভিযোগ করেছে সিবিআই।

এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের কাছে জানতে চান প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই সুপ্রিম কোর্টে ঠিক কি জানিয়েছিল? সমস্ত কিছু শোনার পর নিম্ন আদালতকে এই মামলা দ্রুত শেষ করার জন্য কড়া নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

4 months ago
BJP: শেখ শাহজাহানকে গ্রেফতারির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি, মামলা দায়েরের অনুমতি আদালতের

সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর হামলার ঘটনায় এবার আদালতের দ্বারস্থ বিজেপি। ইডির উপর প্রাণঘাতী হামলার বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে। সন্দেশখালিতে রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে যায় ইডি গোয়েন্দারা। সেখানেই শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত ইডি গোয়েন্দারা। ভাঙচুর করা হয় ইডির গাড়ি। আক্রান্ত সংবাদমাধ্যম। এরপর থেকই নিখোঁজ শাহজাহান। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হয়েছে ইতিমধ্যেই। এর পর তাকে অবিলম্বে গ্রেফতার করার দাবিও জানায় বিজেপি।

সোমবার শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। মামলাও গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা বলে জানায় আদালত।

বিজেপি পক্ষের আইনজীবী সুস্মিতা সাহা দত্ত দাবি করেন, সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাজাহানের বাড়িতে ইডি তল্লাশি করতে গিয়ে ইডির তদন্তকারী আফিসাররা আক্রান্ত হন। শুধু তাই নয়, বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়িতে তল্লাশি করতে গিয়েও একই পরিস্থিতির শিকার হন ইডি আধিকারিকরা। তাই এই ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্তের দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে। এবং সন্দেশখালিতে এই আবহে যাতে আর কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করার আবেদনও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

4 months ago