Breaking News
Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা      ED: কখনও হৃদরোগ, কখনও বা মানসিক, কাকুর কণ্ঠস্বর নিয়ে ইডির সঙ্গে লুকোচুরি এসএসকেএমের     

HS

Rail: ওভারহেডের তাঁর ছিঁড়ে বিপত্তি, সপ্তাহের শেষে যাত্রী ভোগান্তি শিয়ালদহ দক্ষিণ শাখায়

শিয়ালদহ দক্ষিণ (Sealdah South) শাখায় ওভারহেডের (OverHead) তার ছেড়ে বিপত্তি। যার জেরে দীর্ঘক্ষন ট্রেন চলাচল বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখায়। পূর্ব রেল সূত্রে খবর, আজ অর্থাৎ শনিবার বিকেল পাঁচটা দশের সময় সোনারপুর (Sonarpur) ও নরেন্দ্রপুর স্টেশনের মধ্যেখানে ওভারের তার ছিড়ে যায়। এর ফলে সব স্টেশনে দাঁড়িয়ে পড়ে ওই শাখার ট্রেন গুলি। অফিস ফেরৎ সময় এমন ঘটনায় রীতিমত বিপাকে পড়ে সাধারণ যাত্রীরা।

পূর্ব রেল সূত্রে খবর, এ ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেলের তরফে তাঁর সারাইয়ের কাজ শুরু করে রেল কর্মীরা। ওদিকে জনজোয়ার সৃষ্টি হতে থাকে শিয়ালদহের দক্ষিণ শাখায়। প্রায় দেড়ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যে সাড়ে ছটায় ফের ওই শাখায় ট্রেন চলাচল শুরু হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, 'ওভারহেডের তার ছিঁড়ে যাওয়া বিপত্তি হয়েছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।'

5 months ago
Sikkim: বিপর্যস্ত উত্তর সিকিম! প্রবল বৃষ্টি ও ধসে আটকে ৩০০ পর্যটক, চলছে উদ্ধারকাজ

এক পশলা বৃষ্টির অপেক্ষায় হাপিত্যেশ করছে দক্ষিণবঙ্গ (South Bengal)। তখন প্রবল বৃষ্টিতে দুর্যোগ অবস্থা সিকিমে (Sikkim)। উত্তর সিকিমে (North Sikkim) গত তিন দিন ধরে টানা বৃষ্টি হয়ে চলেছে। কিছু এলাকাতে আবার ধসও (Collapse) নেমেছে। যার ফলে বিপদে পড়েছেন বহু পর্যটক। 

জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত দু’হাজারের বেশি পর্যটক আটকে ছিলেন। শনিবার সিকিমে ২,১০০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ৩০০-র বেশি পর্যটক সিকিমে আটকে আছে বলে খবর। যাঁরা আটকে ছিলেন, তাঁদের মধ্যে ৩৬ জন হলেন বিদেশি। এছাড়াও একটি সরকারি কলেজের ৬০ জন পড়ুয়াও আটকে পড়েন সিকিমের এই ধসে। সিকিম সরকার আটকদের উদ্ধারের জন্য ২৩টি বাস এবং ২০৮টি ছোট গাড়ির ব্য়বস্থা করেছে। মঙ্গন জেলার জেলাশাসক জানিয়েছেন, বৃষ্টি এবং ধসের কারণে লাচেন এবং লাচুংয়ে ২,৪০০ জন পর্যটক আটকে পড়েছিলেন। শনিবার মধ্যেই সমস্ত পর্যটককে উদ্ধার করার চেষ্টা করা হয়েছিল। 

সিকিমে ধসের কারণে চুংথাং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। পর্যটকদের খোঁজখবর নেওয়ার জন্য উত্তর সিকিম জেলা প্রশাসন দু’টি হেল্পলাইন নম্বর (৮৫০৯৮২২৯৯৭ এবং ৮১১৬৪৬৪২৬৫) খুলেছে। পরিবার পরিজনেরা চাইলে সেখানে যোগাযোগ করে পর্যটকদের খবর জানতে পারবেন। দুর্যোগের মাঝে নতুন করে উত্তর সিকিম যাওয়ার অনুমতি আপাতত কাউকে দেওয়া হচ্ছে না। তবে অনির্দিষ্ট কালের জন্য লাচেন, লাচুং যাওয়া বন্ধ। 

6 months ago
Manish: ফের ধাক্কা! মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট

ফের দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। আজ, সোমবার ফের দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তিহাড় জেলে বন্দি তিনি। গত শনিবার কিছুক্ষণের জন্য স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষপর্যন্ত হয়নি। এরপর তাঁর স্ত্রীর অসুস্থতার জন্যই ছয় সপ্তাহের জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট।

স্ত্রীর অসুস্থতার জন্য এবার ছয় সপ্তাহের অন্তর্বর্তী জামিনের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু সোমবার হাইকোর্ট প্রাক্তন আপ মন্ত্রীর সেই আবেদন খারিজ করে দিয়েছে। সোমবার মামলার শুনানিতে জামিনের বিরোধিতা করে কেন্দ্রীয় সংস্থা ইডি। প্রভাবশালী তকমা দিয়ে সিসোদিয়ার বিরুদ্ধে মামলা প্রভাবিত করার আশঙ্কা প্রকাশ করা হয়। এরপরেই আপ নেতার জামিনের আবেদন নাকচ করে দেন দিল্লি হাইকোর্টের বিচারপতি। তবে জামিনের আর্জি খারিজ করে দিলেও অসুস্থ স্ত্রীর সঙ্গে ফের একটা দিন কাটানোর অনুমতি দেওয়া হয়েছে সিসোদিয়াকে।

6 months ago


Dhoni: ধোনির ভক্ত, যুবকের কাণ্ড শুনলে অবাক হবেন!

বিয়ের কার্ডে এবার মহেন্দ্র সিং ধোনি। সেই কার্ড সামনে আসতেই ভাইরাল। দেশের প্রতিটি কোণেই মাহি ভক্তের শেষ নেই। তেমনই এক ধোনি ভক্ত ছত্তিশগড়ের দীপক। যাঁর বিয়ে এই মাসের সাত তারিখ। নিজের বিয়ের কার্ডে ধোনির ছবি দিয়ে থালা বলে সম্বোধনও করেছেন। পাত্রী গরিমাও এই কাছে সাহায্য করেছেন দীপককে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই বিয়ের কার্ড। রায়গড় জেলার বাসিন্দা এই দীপক।

সদ্য শেষ হওয়া আইপিএলেই দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির ভক্তদের ঢল। কলকাতা থেকে আমেদাবাদ, সব মাঠই ভরে গিয়েছিল সরষে ফুলের মতো। ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ দিয়েও আরও একটি বছর মাঠে থাকার কথাই জানিয়েছিলেন মাহি। তবে সবটাই তাঁর শরীর উপর নির্ভর করছে বলেও দাবি করেছিলেন।

এরমধ্যেই মুম্বইয়ে তাঁর হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। ভাল আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তারমধ্যেই ভাইরাল হল তাঁর ছবি দিয়ে ছাপানো বিয়ের কার্ড।

6 months ago
Manish: কিছুক্ষণের জন্য জেলের বাইরে মণীশ সিসোদিয়া, তবে সাক্ষাৎ হল না স্ত্রীর সঙ্গে

অবশেষে আড়াই মাস পর জেল থেকে বেরোতে পারলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। ৭ ঘণ্টার জন্য জেলের বাইরে বেরোতে পেরেছিলেন তিনি। অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্যই শুক্রবার দিল্লি হাইকোর্ট (Delhi High Court) অন্তর্বর্তী জামিনের নির্দেশ দিয়েছিল তাঁকে। তবে কিছু শর্ত রাখা হয়েছিল। ফলে আজ, শনিবার সকালে কয়েক ঘণ্টার জন্য বাড়িতে ফিরলেন মণীশ সিসোদিয়া। তবে দেখা হল না স্ত্রীর সঙ্গে। সিসোদিয়া বাড়িতে ঢোকার আগেই স্ত্রীকে দিল্লির লোকনায়ক হাসপাতালে (Loknayak Hospital) ভর্তি করতে হয়। তাঁর স্বাস্থ্যের অবনতির জন্য তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ, শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মণীশ সিসোদিয়াকে অসুস্থ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেওয়া হয়েছিল। তবে এই সময়ের মধ্যে মণীশ সিসোদিয়া মোবাইল, ট্যাব সহ কোনও গ্যাজেট, ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, এমনকি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারবেন না বলেও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে আদালতের নির্দেশ মেনেই এদিন সকাল ১০টার পর পুলিসের পাহাড়ায় মথুরা রোডে নিজের বাড়িতে পৌঁছন মণীশ সিসোদিয়া। কিন্তু এদিন সকালে সিসোদিয়া বাড়িতে পৌঁছনোর আগেই তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে হয়। ফলে নিজের বাড়িতে কিছুক্ষণ থাকার পরই তাঁকে ফের তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, আদালত সূত্রে জানা গিয়েছে, মণীশ সিসোদিয়ার স্ত্রী ব্রেন এবং নার্ভের জটিল রোগে ভুগছেন।

6 months ago


Cheetah: চিতাবাঘের চামড়া সহ এক যুবককে গ্রেফতার করল বনদফতর

চিতাবাঘের (Cheetah Skin) চামড়া সহ এক যুবককে গ্রেফতার (Arrest) করেছে বৈকুন্ঠপুর বনদফতরের আধিকারিকরা। ঘটনাটি ঘটেছে শালুগাড়া রেঞ্জের শিলিগুড়ির (Siliguri) ওলদাবাড়িতে। বন দফতর (Forest Division) সূত্রে খবর, বাজেয়াপ্ত করা ওই চিতাবাঘের চামড়ার দৈর্ঘ্য আনুমানিক ২ ফুট, প্রস্থ আনুমানিক ১ ফুট। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বৈকুন্ঠপুর বনবিভাগের শালুগাড়া রেঞ্জ। বন দফতর সূত্রে খবর, ধৃতের নাম মহম্মদ বেলাল আলি। সে চালসার বাসিন্দা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই গাড়িটি ওদলাবাড়ি হয়ে মালবাজারের পথে রওনা হয়েছিল। তার আগেই বন দফতরের কর্মীদের জালে ধরা পড়ল অভিযুক্ত যুবক। বন দফতরের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় ওদলাবাড়িতে। অভিযান চালিয়ে একটি চারচাকা গাড়ি আটক করে শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা। তারপরে গাড়ির ভিতরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি পূর্ণাঙ্গ চিতাবাঘের চামড়া। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। 

তবে ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে চিতাবাঘের চামড়াটি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এবং তা কোথায় পাচার করা হচ্ছিল? এমনকি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বন দফতর।

6 months ago
Manish: কিছুটা স্বস্তি মণীশ সিসোদিয়ার, অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট

কিছুটা স্বস্তি পেলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। অবশেষে কিছুক্ষণের জন্য হলেও জেল থেকে মুক্তি পাবেন মণীশ সিসোদিয়া। অসুস্থ স্ত্রীর সঙ্গে দেখা করার জন্যই দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীকে অন্তর্বর্তী জামিন দিল দিল্লি হাইকোর্ট (Delhi High court)। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Liquor Scam) গত ফেব্রুয়ারি মাস থেকে জেলবন্দি তিনি। কিছুদিন আগেই প্রভাবশালী তকমা দিয়ে তাঁর জামিনের আবেদন খারিজ করা হয়েছিল। তবে এবারে তাঁর স্ত্রী-এর জন্য অন্তর্বর্তী জামিন পেলেন তিনি।

তবে আজ, ২ জুন দিল্লি হাইকোর্ট থেকে কিছু শর্তের কথা বলা হয়েছে। অর্থাৎ মণীশ সিসোদিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়ার কিছু শর্ত রয়েছে। দিল্লি আদালত থেকে জানানো হয়েছে, আগামীকাল, ৩ জুন জেল হেফাজতে থাকাকালীন সময়ের মধ্যেই সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, ৭ ঘণ্টা তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে আদালত। এই সময়ে স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন তিনি। তবে এই সময়ের মধ্যে মণীশ সিসোদিয়া মোবাইল, ট্যাব-সহ কোনও গ্যাজেট ব্যবহার করতে পারবেন না, ইন্টারনেটে সংযোগ করতে পারবেন না, এমনকি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারবেন না বলেও আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।

6 months ago
Adah Sharma: মাইনাস ১৬ ডিগ্রিতে ৪০ ঘণ্টা জল না খেয়ে এ কী দশা হল অদাহ শর্মার!

২০২৩ সালে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্য সবচেয়ে বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। আর এই বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে ২০০ কোটির গন্ডি পার করেছে ছবিটি। সমালোচনা হলেও এই ছবির অভিনেত্রী অদাহ শর্মার (Adah Sharma) অভিনয়ের প্রশংসা করেছেন অনেকেই। দর্শকদের মতামত ছিল যে, এই ছবির মধ্যে অদাহর অভিনয় সত্যিই মন ছুঁয়ে গিয়েছে। তাঁকে এই ছবির জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, তা বোঝাই যাচ্ছে। তবে, এবারে তাঁকে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তারই এক ঝলক প্রকাশ্যে আনলেন অদাহ শর্মা। আর সেই ছবি দেখে শিউরে উঠবেন আপনি। এ কী পরিস্থিতি অদাহর!

অদাহর শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, মুখের ছাল উঠে গিয়েছে, ঠোঁট ফেটে গিয়ে রক্ত পড়ছে। একেবারে করুণ দশা অদাহর। ছবি করতে হয়ে কোন কোন পরিস্থিতির মধ্যে যেতে হয়েছে তাঁকে, তাই তুলে ধরেছেন তিনি। তিনি জানিয়েছেন, এই ছবির এই দৃশ্যটির জন্য -১৬ ডিগ্রিতে তিনি প্রায় ৪০ ঘণ্টা জল না খেয়ে ছিলেন। অদাহ একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'সানকিসড, কেরালা স্টোরি শুটের মুহূর্ত, জলের অভাবে ফাটা ঠোঁট, -১৬ ডিগ্রিতে টানা ৪০ ঘণ্টা জল পান না করার ফল।'

নেটিজেনরা অদাহর পরিশ্রম দেখে মন্ত্রমুগ্ধ ও তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কমেন্টে কেউ লিখেছেন, 'আপনার কঠোর পরিশ্রম সত্যিই অভাবনীয়।' অন্য একজন লিখেছেন, 'দেশের অন্যতম সেরা অভিনেত্রী।'

6 months ago


Director: সিনেমায় হিরো বানানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা, গ্রেফতার পীযূষ সাহা

টলিউডের (Tollywood) জনপ্রিয় পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠল। গ্রামের এক যুবককে সিনেমায় হিরো বানানোর প্রতিশ্রুতি দিয়ে তাঁর থেকে লক্ষাধিক টাকা আত্মস্যাৎ করেছেন সেই পরিচালক (Director), এমনটাই অভিযোগ। প্রসঙ্গত পরিচালকের হাত ধরে সিনেমায় অভিনয় করে পরবর্তীতে নাম কামিয়েছেন, এমন উদাহরণ অনেক আছে। সেই পরিচালককে নিজের সঞ্চয় দিয়ে ঠকে গিয়েছেন, এই অভিযোগে থানায় মামলা দায়ের করেছিলেন প্রতারিত যুবক।

প্রতারিত ওই যুবকের নাম অক্ষয় গুপ্ত। তিনি বীরভূমের রামপুরহাটের বাসিন্দা। অভিনয় জগতে আসতে চেয়ে পরিচালক পীযূষ সাহার অভিনয় ক্লাসে ভর্তি হয়েছিলেন তিনি। প্রসঙ্গত, পীযূষ পরিচালিত 'কেল্লাফতে' সিনেমায় অভিনয় করে সিনেমা জগতে নাম কামিয়েছিলেন অঙ্কুশ হাজরা। এমনকি 'বাজিমাত' সিনেমায় অভিনয় করে 'মাস্টার বিট্টু' থেকে হিরো সোহম চক্রবর্তী যাত্রা শুরু করেছিলেন, সেই সিনেমাটির পরিচালকও ছিলেন পীযূষ। পরিচালকের কৃতিত্ব দেখেই তাঁকে অন্ধ বিশ্বাস করে বসেন অক্ষয়।

২০১৯ সালের দিকে পরিচালক নাকি অক্ষয়কে বলেন, তাঁকে সিনেমায় হিরো হিসেবে নিতে চান। সিনেমা তৈরী করতে খরচ হবে ১ কোটি টাকা। এর মধ্যে ৫০ লক্ষ টাকা দিতে হবে অক্ষয়কে। এসব শুনে প্রথমটায় অক্ষয় অবাক হয়ে গেলে পরিচালক তাঁকে বোঝান, 'এভাবেই সিনেমা তৈরী হয়'। একেই মধ্যবিত্ত পরিবারের ছেলে, তার উপর ছোটবেলায় পিতৃহারা। ফলে কিছু কিছু করে টাকা জমিয়ে পরিচালকের হাতে ২০ লক্ষ টাকা তুলে দেন।

কিন্তু সময় পেরিয়ে যায়। করোনা আসে, লকডাউন আসে কিন্তু সিনেমা আর তৈরী হয় না। অক্ষয়ের ফোন ধরা কমিয়ে দেন পরিচালক। এদিকে অক্ষয়ের মা ক্যান্সার আক্রান্ত হন, এই সময় পরিচালকের কাছে অনেক আকুতি মিনতি করেও অক্ষয় টাকা ফেরত পায় না। অবশেষে ২০২২ সালে থানায় অভিযোগ দায়ের করা হলে ২৭ মে পুলিস গ্রেফতার করে পরিচালককে। আদালতে অভিযুক্ত জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এই মামলায় তদন্ত চলছে।


  

6 months ago
Manish: আবগারি মামলায় বিপাকে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী, জামিনের আবেদন খারিজ

আবগারি নীতি মামলায় অস্বস্তি বাড়ল দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার (Manish Sisodia)। মঙ্গলবার, ৩০ মে তাঁর জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি মাসে দিল্লির উপ-মুখ্যমন্ত্রীকে আবগারি নীতি মামলায় (Liquor Scam) গ্রেফতার করে সিবিআই। রাজধানী দিল্লিতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আম আদমি পার্টির নেতার বিরুদ্ধে। আর এবারে তাঁর জামিনের আবেদনও খারিজ করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)।

দিল্লি হাইকোর্টে প্রভাবশালী তকমা দিয়ে মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করল দিল্লি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। বিচারপতি দীনেশ কুমার শর্মা এদিন মণীশ সিসোদিয়ার জামিন খারিজ করেছেন। বিচারপতির পর্যবেক্ষণ, 'তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তাঁকে জামিন দেওয়া হলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন তিনি।' ফলে তাঁকে প্রভাবশালী তকমা দিয়ে তাঁর জামিনের আবেদন খারিজ করেছেন বিচারপতি।

6 months ago


Jaya Ahsan: মনীশ মালহোত্রার শাড়িতে আন্তর্জাতিক অনুষ্ঠানে জয়া, দেখুন ছবি

অভিনেত্রী জয়া এহসানের (Jaya Ahsan) ব্যাপ্তি কেবল বাড়ছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী এপার বাংলাতেও যথেষ্ট জনপ্রিয়। এবার আন্তর্জাতিক ক্ষেত্রেও স্বীকৃতির মঞ্চে গেলেন অভিনেত্রী। সম্প্রতি তিনি আমন্ত্রণ পেয়েছিলেন 'আন্তর্জাতিক ভারতীয় সিনেমা একাডেমি এওয়ার্ড অনুষ্ঠানে'। সেখানে উপস্থিতও হয়েছিলেন অভিনেত্রী (Actress)। বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার ডিজাইন করা শাড়ি পরেছিলেন জয়া। তাঁর মোহময়ী রূপের ছবি তিনি আপলোড করেছেন সামাজিক মাধ্যমে।


জয়া বেছে নিয়েছিলেন কালো রঙের শাড়ি। জরির পাড়ের সঙ্গে সদৃশ ব্লাউজ পরেছিলেন তিনি। গলায় পরেছিলেন হীরের হার এবং কানে হীরের দুল। মাথার চুলে খোঁপা বেঁধেছিলেন জয়া। মেকআপ রেখেছিলেন সিম্পল। কালো স্মোকি চোখের সঙ্গে ন্যুড রঙের লিপস্টিক বেছে নিয়েছিলেন। জয়াকে যেন এই পোশাকে আরও বেশি মোহময়ী লাগছিল। সামাজিক মাধ্যমে আপলোড করা ছবিতে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন।


6 months ago
Mamata: 'কুড়মিরা এ কাজ করতে পারে না,' অভিষেকের কনভয়ে হামলা প্রসঙ্গে বিজেপিকে দুষলেন মমতা

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhshek Banerjee) কনভয়ে হামলা। মন্ত্রী বীরবাহা হাঁসদার (Birbaha Hansda) গাড়ি ভাঙচুর। নবজোয়ার কর্মসূচিতে এসে বিজেপিকে সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রীর। জানালেন, কুড়মি ভাইরা একাজ করতেই পারে না।

শালবনির নবজোয়ার অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন, 'শুক্রবার রাতে বীরবাহা হাঁসদা,আমাদের দলের মন্ত্রী, তাঁর গাড়িও ভাঙচুর করেছে। সে একটা আদিবাসী কন্যা। সে অনেক কাজ করে। সিনেমায় কাজ করে, নাটকে কাজ করে। ওকে আমি অনেক কাজ করাই। ওর গাড়ি ভেঙেছে। আমি এখনও বিশ্বাস করি, আমার কুড়মি ভাইয়েরা এই কাজ করতে পারে না।'  তিনি আরও বলেন, 'আমি মনে করি, কুড়মিদের নাম করে বিজেপির স্লোগান নিয়ে এই অত্যাচার করেছে বিজেপি দল। তারা আদিবাসী মেয়ের গায়ে হাত দিয়েছে। অভিষেককে অ্যাটাক করতে গিয়েছিল। অনেক মিডিয়ার গাড়ি ভেঙে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন। যেটা পুলিশ আইনত বুঝবে, পুলিশ করবে' শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা হয়। অভিযোগ ওঠে কুড়মি সমর্থকদের বিরুদ্ধে। ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ।

তবে কুড়মি আন্দোলনকে নিয়েও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি মাহাতো নেতাদের ভেবে দেখতে বলব, আপনি যদি বলেন, একটা স্কুল করে দিন, আমি করে দেব। যারা কয়েকদিন ধরে ক্রমাগত, রেল লাইন অবরোধ করছেন, রাস্তা অবরোধ করছেন , কারও বাড়ি ভাঙছেন, কারও গাড়ি ভাঙছেন। এখানে জাতিদাঙ্গা করার চেষ্টা করছেন। যে মাথাগুলো করছেন, আপনাদের মাথায় ছাতা আমি ধরব। আর যদি মনে করেন বিভেদের রাজনীতি করবেন, টাকা খেয়ে বিজেপি যা বলবে। মুখোশ পরে বিজেপির স্লোগান, আর রাম, বাম, ডান। অভিষেকের কনভয়ে অ্যাটাক করা হচ্ছে। বীরবাহা হাঁসদার কনভয়ে অ্যাটাক করা হচ্ছে কেন!'

6 months ago
Adah: অদাহর ফোন নম্বর ফাঁস, অবশেষে পুলিসের জালে অপরাধী

বিতর্কিত ছবি 'দ্য কেরালা স্টোরি'-র (The Kerala Story) অভিনেত্রী অদাহ শর্মার (Adah Sharma) নম্বর কিছুদিন আগে ফাঁস হয়েছিল। এমনকি তাঁকে ফোন করে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ উঠেছিল। তবে নম্বর ফাঁস (Number Leaked) করার নেপথ্যে যে ছিল এবারে তাঁকেই হাতেনাতে ধরেছে পুলিস। আর সেই কথাই জানালেন খোদ অভিনেত্রী।

অদাহ শর্মার ফোন নম্বর ফাঁস হওয়া নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, যখন তাঁর ফোন নম্বর ফাঁস হয়েছিল, কীভাবে পরিস্থিতি সামলেছিলেন তিনি। তিনি জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে 'দ্য কেরালা স্টোরি'র মিল খুঁজে পেয়েছেন ও এই ছবি থেকেই তিনি শিক্ষা পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় অদাহ জানান, তাঁর ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় ছবিরই এক দৃশ্যের কথা মনে পড়ে যায় তাঁর। সেই দৃশ্যে একটি মেয়েকে জনসমক্ষে উপহাস, বিদ্রুপ করা হয়েছিল তার ফোন নম্বর ফাঁস করে দিয়ে।

তবে অদাহর জীবনে এক্ষেত্রে স্বস্তি রয়েছে, কারণ নম্বর ফাঁস করার পিছনে যে ছিল, তার হদিশ পাওয়া গিয়েছে। এমনকি সেই ব্যক্তির অন্য কোনও বড় উদ্দেশ্য ছিল বলেও জানা গিয়েছে। 'ঝামুন্ডা বোলতে' নামক এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই তাঁর নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে পুলিস সেই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে ও সেই ব্যক্তিকেও তাদের হেফাজতে নিয়েছে। তবে এক্ষেত্রে অদাহকেও নিজের মোবাইল নম্বর চেঞ্জ করতে হয়েছে বলে জানিয়েছেন অদাহ।

6 months ago


Prerona: সোশ্যাল মিডিয়ায় প্রেরণার উদ্দেশে ভাষা সন্ত্রাস 'অনুপ্রেরণার'

মণি ভট্টাচার্য: এও এক সন্ত্রাস। শিক্ষা দুর্নীতি সমন্ধে নিজের বক্তব্য জানিয়েছিলেন ১৮ বছরের প্রেরণা। তাই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে এবং তাঁর পরিবারের প্রতি ভাষা সন্ত্রাস নামিয়ে আনল 'অনুপ্রেরণার' দল। কদর্য বিদ্রুপ এবং অশালীন আক্রমণ। শুধু তাঁকে নয়, তাঁর বাবা মাকে লক্ষ্য করেও 'বাকস্বাধীনতার এই অবমাননা', 'এটাও কি বাংলার সংস্কৃতি', প্রশ্ন করছে সাধারণ মানুষ। যদিও সেসব মন্তব্যকারীদের উদ্দেশে সমবেদনা জানিয়েই প্রেরণা চুপ হয়ে যান।

'এই দুর্নীতিতে ভরা রাজ্য ঠিক আমার রাজ্য নয়, আমার বাংলা নয়।' লাইনটা কি খুব বেসামাল শোনালো? হয়ত নয়। কবি নবারুণ ভট্টাচার্যের (Nabarun Bhattacharjee) কবিতার লাইন ধার করে এই উল্লেখটি করেছেন প্রেরণা। প্রেরণা উচ্চ মাধ্যমিকে (High secondary) যুগ্ম ভাবে চতুর্থ। যেখানে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী, শিক্ষা উপদেষ্টা সহ জনা ১৫ নেতা গারদের পিছনে, ঠিক সেখানে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়েই একপ্রকার এহেন মত প্রকাশ করেন প্রেরণা (Prerona Paul)। এইটুকু মাত্র অপরাধ! যার পরিবর্তে প্রেরণাকে পড়তে হচ্ছে তৃণমূলের সাইবার সেলের তীব্র কটাক্ষের মুখে। এ যেন ঠিক অনুপ্রেরণা বনাম প্রেরণার লড়াই। যদিও প্রেরণা নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, 'যারা এই মন্তব্যকে রাজনৈতিক রং দিচ্ছেন ভুল করছেন।' তাঁর মন্তব্য একেবারে নিজস্ব এবং অরাজনৈতিক।


'এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয়।' কবি নবারুণ ভট্টাচার্য্যের এই লাইন নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছিল, সে সময়ের সামজিক শাসনের বিরুদ্ধে এই কবিতা প্রতিবাদ জাগিয়ে তুলেছিল। তবে এক্ষেত্রে ওই লাইনটি ব্যবহার করে প্রতিবাদ নয় বরং নিজের আক্ষেপের কথা বোঝাতে চেয়েছেন প্রেরণা। যদিও এসবের জবাবে প্রেরণা হাঁটলেন উল্টো পথেই। যারা প্রেরণার নিন্দা করছেন, কুমন্তব্য করছেন তাঁদের ভালোবাসা ও সমবেদনা জানালেন। সিএন ডিজিটালকে শুক্রবার অনুপ্রেরণা বলেন, 'এসবের পর বাঙালির সংস্কৃতি মানসিকতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা বোঝা যায়।'

গোবরডাঙ্গা ইছাপুর হাইস্কুলের ছাত্রী প্রেরণা। তাঁর বাবা অশোক পাল ওই স্কুলেরই প্রধান শিক্ষক। রেজাল্টের পর দিন থেকেই বিভিন্ন মাধ্যমে কুরুচিকর মন্তব্যের শিকার অশোক পাল ও তাঁর পরিবার। শুক্রবার সিএন ডিজিটালকে অশোক পাল জানালেন, 'প্রেরণাকে কেউ প্রভাবিত করেনি, ও নিজের ভবিষ্যতের কথা ভেবেছে। সমসাময়িক সময়ে এই রাজ্যের পরিস্থিতি দেখেছে, এটা ওর নিজের অবজারভেশন। যে বা যারা এটাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করছে তাঁদেরকে কিছু বলার নেই।'


প্রেরণার বাবা অশোক পাল আরও জানিয়েছেন, তিনি এবিটিএ-র রাজ্য কমিটির সদস্য, এ ছাড়া তিনি স্থানীয় বামফ্রন্টের লোকাল কমিটির সদস্য। অভিযোগ, সেজন্যই প্রেরণাকে এবং তাঁর পরিবারকে সামাজিক মাধ্যমে আরও বেশি করে হেনস্থা হতে হচ্ছে। যদিও এ বিষয়ে প্রেরণা বলেন, 'যারা কম বোঝে তাঁদের বোঝানো যায়, কিন্তু যারা বেশি বোঝে তাঁদের বোঝানো যায় না। যারা সাধারণ মতপ্রকাশ ও কুৎসার মধ্যে পার্থক্য বোঝে না তাঁদের কিছু বলার নেই।' সোশ্যাল মাধ্যমে তৃণমূলের এই কটাক্ষ সমন্ধে জানতে চেয়ে তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্যকে ফোন করা হলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

মোটের উপর শিক্ষা নিয়োগ দুর্নীতি, তা নিয়ে চতুর্থ হওয়া একটা মেয়ের আক্ষেপ অতঃপর শাসক দলের সাইবার বুলিংয়ের শিকার। প্রেরণাই জানিয়েছে সে শিক্ষক হতে চায় না। এসবের মধ্যে কোথাও এটা স্পষ্ট যে শেখানো বুলি আওড়াতে শিখছে না নতুন প্রজন্ম। 'রাজা তোর কাপড় কোথায়?' এ প্রশ্নটা করার ক্ষমতা তাদের মধ্যে আছে। হয়ত প্রেরণা শিক্ষক হবেন না। কিন্তু প্রেরণার মত নতুন প্রজন্ম বিবেকানন্দের দেখানো সমাজের পথ প্রদর্শক হয়ে উঠবে। সেটাই প্রত্যাশা।

6 months ago
Result: প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

২৬ দিনের মাথায় রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স (JEE) পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। দুপুর আড়াইটের সময় পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হল। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার ৯১৬। পরীক্ষায় বসেছিলেন ৯৭, ৫২৪ জন । সাফল্যের হার ৯৯.০৪ শতাংশ। সফলদের মধ্যে ৫২ শতাংশ উচ্চ মাধ্যমিক (HS) বোর্ডের। এবছর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সফল হয়েছেন ৫১,৩৪৫ পরীক্ষার্থী।

জানা গিয়েছে, সফল পরীক্ষার্থীদের মধ্যে ৭২ শতাংশই রাজ্যের। ২৮ শতাংশ রাজ্যের বাইরের। তবে, মেধাতালিকায় রাজ্যের বোর্ডের থেকে স্থান পেয়েছেন তিনজন। বাকি সাতজনের মধ্যে একজন ICSE বোর্ডের এবং ৬ জন সিবিএসই বোর্ড থেকে পাশ করেছেন।

বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে পরীক্ষার্থীরা তাঁদের রেজাল্ট কার্ড ডাউনলোড করতে পারবেন। জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in- সাইটে গিয়ে ডাউনলোড করা যাবে।

6 months ago