Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Delhipolice

Shraddha: সংসার খরচ চালানোর ঝামেলা থেকে তৃতীয় ব্যক্তি! শ্রদ্ধা খুনের নেপথ্যে আর কী

যত দিন গড়াচ্ছে ততই মহারাষ্ট্রের তরুণী শ্রদ্ধা ওয়ালকার (Shraddha Walker Murder) খুনে চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছে দিল্লি পুলিস। এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত ধৃত আফতাব পুনাওয়ালাকে (Aftab Poonawala) জেরায় পাওয়া এই তথ্যগুলো তদন্তে সাহায্য করবে পুলিসকে (Delhi Police)। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, শুধু বিয়ে বা প্রেমকে স্বীকৃতি দিতে চাপ দেওয়ার জন্যই শ্রদ্ধাকে খুন করেনি আফতাব। এই দুই যুগলের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন শ্রদ্ধা খুনের অন্যতম কারণ হতে পারে। আফতাবের সঙ্গে অন্য মেয়ের ঘনিষ্ঠতায় বাধা হয়ে থাকতে পারেন শ্রদ্ধা। আর সেই পথের কাঁটা সরাতেই এই হত্যাকাণ্ড। এমনটাই প্রাথমিক তদন্তের পর ধারণা দিল্লি পুলিসের।

পাশাপাশি একসঙ্গে থাকার ফলে সংসার এবং মাসিক খরচ চালানো নিয়ে খুনের রাতে তীব্র বাকবিতণ্ডা হয় দু'জনের। সেটাও অনুঘটক হিসেবে এই হত্যাকাণ্ডে কাজ করতে পারে। অভিযুক্তকে জেরা করে এই সম্ভাবনাগুলো নিশ্চিত করতে চাইছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, গৃহস্থালির সামগ্রী কেনা থেকে সংসার খরচ চালানো এসব নিয়ে ঝামেলাই কলহের অন্যতম কারণ। পাশাপাশি একটা সম্পর্কে থাকাকালীন আফতাব শ্রদ্ধাকে প্রতারণা করতে শুরু করে। এই সন্দেহ জাগে নিহত তরুণীর মনে। আর তা নিয়ে দু’জনের মধ্যে প্রায়ই ঝগড়া হত। নানা মাধ্যমের সঙ্গে কথা বলে জানতে পেরেছে পুলিস।

এদিকে, মে মাসে আফতাবের ফ্ল্যাটে বিপুল পরিমাণ জলের বিল এসেছিল। যা ওই এলাকার অন্যদের তুল্যমূল্য বিচারে অনেকটাই বেশি। কেন এই বিলের তারতম্য, ভাবাচ্ছে তদন্তকারীদের। তাঁদের উপসংহার, একটা মানবদেহ ৩৫ খণ্ড করতে বিপুল রক্তপাত হয়ে থাকবে। সেই রক্ত ধুতে এবং প্রমাণ লোপাটে বিপুল জলের চাহিদা এবং অপচয় এই বিলের কারণ হয়ে থাকতে পারে। আফতাবের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সময় এই জলের বিল দিল্লি পুলিসের কাছে অন্যতম তথ্য প্রমাণ হিসেবে উঠে আসতে পারে।

one year ago
Shraddha: এক করাতেই ৩৫ টুকরো! প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য দিল্লি পুলিসের হাতে

শ্রদ্ধা খুনের তদন্তে নেমে অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে (Aftab Poonawala) জেরা করে একাধিক শিহরন জাগানো তথ্য হাতে পেয়েছে দিল্লি পুলিস (Delhi Police)। সূত্রের খবর, একটি ধারালো অস্ত্র দিয়েই শ্রদ্ধার (Shraddha Walker) দেহ ৩৫ টুকরো করেছিল অভিযুক্ত। শ্রদ্ধার শরীরের অংশ কাটতে একটি ছোট করাত ব্যবহার করেছিলেন আফতাব। তবে সেই করাত এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে শ্রদ্ধার শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করতে আফতাবকে নিয়ে সোমবার মেহরৌলির জঙ্গলে যায় দিল্লি পুলিস। সূত্রের খবর, এখনও পর্যন্ত ১০টি টুকরো উদ্ধার হয়েছে। বাকি ২৫ টুকরো খুঁজতেই পুলিসের এই অভিযান। তদন্তে গতি আনতে এই টুকরো জুড়ে ফরেন্সিক পরীক্ষা করা খুব জরুরি। এমনটাই তদন্তকারীরা জানিয়েছে। কারণ আফতাব দাবি করলেও, সেই টুকরোগুলি শ্রদ্ধারই কিনা, তা জানতে ফরেন্সিক এবং ডিএনএ পরীক্ষার প্রয়োজন।

এদিকে, ২০২০ থেকে আফতাবের সঙ্গে সম্পর্কে শ্রদ্ধা। দিল্লির ছত্তরপুরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন এই যুগল। ভিনধর্মী প্রেমে আপত্তি থাকায় বাবা-মায়ের সঙ্গ ছাড়েন শ্রদ্ধা। 

one year ago
Sushil: জুনিয়র কুস্তিগীর খুনে অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের বিরুদ্ধে চার্জ গঠন

কুস্তিগির সাগর ধনখড় খুনে অলিম্পিক (Olympic Medalist) পদকজয়ী সুশীল কুমারের (Sushil Kumar) বিরুদ্ধে চার্জ গঠন। দিল্লির (Delhi Court) এক আদালতে এই কুস্তিগীরের বিরুদ্ধে চার্জ (Murder Charge) গঠন হয়েছে। সুশীল ছাড়া আরও ১৭ জনের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়ে। চার্জে নাম দুই পলাতক অভিযুক্তর। সুশীলদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় চার্জ গঠন হয়েছে। উল্লেখ্য,সম্পত্তিগত বিবাদের জেরে ২০২১-র ৪ মে সুশীল এবং কয়েক জন সঙ্গী প্রাক্তন জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন কুস্তিগীর সাগর এবং তাঁর বন্ধুদের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে।

গুরুতর জখম সাগরের পরে মৃত্যু হয়। ময়নাতদন্তে উল্লেখ, ভোঁতা কিছু দিয়ে আঘাতের ফলে রক্তক্ষরণে ওই জুনিয়র কুস্তিগীরের মৃত্যু হয়েছে। দিল্লি পুলিস সুশীল-সহ ২০ জনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করে। এই অভিযোগে

খুনের অভিযোগ ২০২১-র ২৩ মে গ্রেফতার করা হয় অলিম্পিকে পদকজয়ী এই কুস্তিগীরকে। অগাস্টে পুলিসের দায়ের প্রথম চার্জশিটে উল্লেখ, সুশীল ষড়যন্ত্র করে এই হামলা চালিয়েছে। তাঁর উদ্দেশ্য ছিল তরুণ কুস্তিগীরদের মধ্যে নিজের ক্ষমতা জাহির করা। 

এদিকে, ২০২১-র ২ জুন থেকে জেলবন্দি সুশীল। গত বছর ট্রায়াল কোর্টে সুশীলের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আদালতের তরফে বলা হয়েছিল, প্রাথমিক ভাবে এই হামলার ঘটনার ভিডিয়ো ফুটেজে সুশীলকে দেখা যাচ্ছে। যদিও সুশীলের আইনজীবীর দাবি ছিল, পুলিস তাঁর মক্কেলের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে।


2 years ago


Nora-Sukesh: সুকেশ জৈন তোলাবাজি মামলা, জ্যাকলিনের পর এবার ইডি স্ক্যানারে নোরা ফাতেহি

২০০ কোটির আর্থিক তছরুপের মামলায় (200 crore extortion case) ইতিমধ্যেই প্রতারক সুকেশের (Sukesh Chandrashekhar) সঙ্গে নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। নাম উঠে এসেছিল বলিউড (Bollywood) বেলি ডান্সিং কুইন নোরা ফাতেহিরও (Nora Fatehi)। জানা গিয়েছিল, সুকেশের থেকে বিএমডব্লিউ গাড়ি উপহার পেয়েছিলেন নোরা। ওই প্রতারণা মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ই়ডি)। ইডির সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দিল্লি পুলিস মন্দির মার্গে তাঁদের অফিসে প্রায় ছয় ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে নোরা ফাতেহিকে।

উল্লেখ্য, আগেই ইডি জানিয়েছিল প্রতারক সুকেশ চন্দ্রশেখরের আর্থিক তছরূপের মামলায় সরকারের সাক্ষী হতে চলেছেন নোরা ফাতেহি। এই মামলায় এদিন সাক্ষী হিসেবে নোরাকে জিজ্ঞাসাবাদ করেছিল দিল্লি পুলিসের আর্থিক অপরাধ দমন শাখা।

প্রসঙ্গত, পূর্বে নোরাকে জিজ্ঞাসাবাদের সময় অভিনেত্রী ইডিকে জানিয়েছিলেন, কেবল সুকেশ নন, তাঁর স্ত্রী লীনা মারিয়া পলও নোরাকে দামি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন। ‘ডান্স মেরি রানি’র তারকার দাবি, এই সব উপহারই ‘টোকেন অব লাভ’। ২০২০ সালে একটি অনুষ্ঠানে নোরাকে আমন্ত্রণও জানিয়েছিলেন লীনা। সেখান থেকে তাঁদের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ে।

2 years ago
Scam: ৫০০ কোটির তাৎক্ষণিক ঋণ-চক্রে পাকড়াও ২২, পুলিসের নজরে চিন

দিল্লি পুলিসের (Delhi Police) বড় সাফল্য। চিনা (China) নাগরিকদের দ্বারা পরিচালিত ৫০০ কোটি টাকার তাৎক্ষণিক ঋণ-কাম-চাঁদাবাজির চক্রে জড়িত ২২ জনকে গ্রেফতার (Arrested) করেছে পুলিস। সারাদেশে গত দু'মাস ধরে তল্লাশি চালিয়ে চক্রটির হদিশ পায় দিল্লি পুলিস। চিনে বসে এই চক্র চালাচ্ছিল কয়েকজন নাগরিক। টাকা তোলার জন্য ১০০টি লোন অ্যাপ (Loan App) ব্যবহার করেছে অভিযুক্তরা। ব্যবহারকারীদের বিবরণ পাঠানো হয়েছে চিনে বলে জানান এক পুলিস আধিকারিক।

এই নেটওয়ার্কটি দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এবং অন্যান্য রাজ্য জুড়ে ছড়িয়ে ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। জানা গিয়েছে, যত টাকার ঋণ চাইত তত দেওয়া হত ঋণগ্রহীতাদের। আর ঋণ দেওয়ার বদলে হাতিয়ে নেওয়া হত গোপন তথ্য। তারপর সেই তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেল করা হত গ্রাহকদের। এবং আদায় করত মোটা অঙ্কের টাকা।

ডেপুটি কমিশনার অফ পুলিশ (IFSO) কেপিএস মালহোত্রা বলেছেন, এই দলটি ভুয়ো আইডি ব্যবহার করে বিভিন্ন নম্বর থেকে গ্রাহদের কল করত। এবং দাবি মানতে না চাইলে ব্যবহারকারীদের মর্ফ করা নগ্ন ছবি ইন্টারনেটে আপলোড করা হবে বলে ভয় দেখিয়ে অর্থ আদায় করত। বিশেষ অ্যাপের মাধ্যমে গ্রাহকদের মেসেজ, চ্যাটেরও অ্যাকসেস নেওয়া হত। সে সব তথ্য চিন এবং হংকংয়ের সার্ভারে আপলোড করা হত।

সামাজিক ভয় এবং কলঙ্কের কারণে, ব্যবহারকারীরা অর্থ প্রদান করতেন। যা পরে হাওয়ালার মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সি কেনার পরে চিনে পাঠানো হয়েছিল। গ্যাংটি টাকা লেনদের জন্য একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করেছে বলে জানা গিয়েছে। এবং প্রতিটি অ্যাকাউন্টে প্রতিদিন ১ কোটি টাকারও বেশি ঢুকত।

যে অ্যাপগুলো সাধারণ ব্যবহার করা হত, সেগুলি হল, ক্যাশ পোর্ট, রুপি ওয়ে, লোন কিউব, ওয়াও রুপি, স্মার্ট ওয়ালেট, জায়ান্ট ওয়ালেট, হাই রুপি, সুইফট রুপি, ওয়ালেটউইন, ফিশক্লাব, ইয়েহক্যাশ, ইম লোন, গ্রোট্রি, ম্যাজিক ব্যালেন্স, ইয়োক্যাশ, ফরচুন ট্রি, সুপারকয়েন, রেড ম্যাজিক। তল্লাশি চালিয়ে ৫১টি মোবাইল ফোন, ২৫ টি হার্ডডিস্ক, নয়টি ল্যাপটপ, ১৯ টি ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড এবং তিনটি গাড়ি এবং ৪ লাখ টাকা নগদ উদ্ধার করেছে পুলিস।

গ্রেফতারকৃত সদস্যরা পুলিশকে জানিয়েছে যে চিনা নাগরিকদের নির্দেশে এই চক্রটি পরিচালিত হয়েছিল। পুলিস কয়েকজন চিনা নাগরিককে শনাক্ত করেছে এবং তাঁদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ধৃত ২২ জনের মধ্যে ২ জন মহিলাও যুক্ত রয়েছেন বলে জানা গিয়েছে।

2 years ago