Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Cow

Delhi: সকাল ১১টা, দিল্লির ইডি দফতরে হাজিরা দেবের, তলব গরু পাচার মামলায়

ইডির তলবে সাড়া দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। গরু পাচার মামলায় আজ, বুধবার দেবকে তলব করেছিল ইডি। এই নিয়ে তৃতীয় বারের জন্য হাজিরা দিলেন দেব। দিল্লির ইডি দফতর অর্থাৎ প্রবর্তন ভবনে সকাল ১১টায় প্রবেশ করেন তিনি।

এর আগে যতবার তাঁকে তলব করা হয়েছে তিনি তদন্তে সহযোগীতা করেছেন। দেব নিজেও জানিয়েছেন, তাঁকে যতবার ডাকা হবে ততবারই তিনি হাজির হবেন। এর আগে ২০২২-এর ১৫ ফেব্রুয়ারি, গরুপাচার মামলায় দেবকে নিজাম প্যালেসে প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কয়েক মাসের ব্যবধানে ২২ জুন এই মামলাতেই দেবকে দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর প্রায় দেড় বছর পর ফের দেবকে তলব করল তারা।

দেব আগেই জানিয়েছিলেন, তিনি কোনও অন্যায় করেননি। তাঁর কোনও ভয় নেই। তদন্তের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যতবার তাঁকে ডাকবে ততবার তিনি যাবেন।

2 months ago
Death: ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারের পরিকল্পনা, পাচারের আগে গুলিতে মৃত ১ পাচারকারী

গরু পাচারে বাধা দিতে গিয়ে পাচারকারীদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে বিএসএফ। আত্মরক্ষা করতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে বনগাঁ বাঁশঘাটা সীমান্তের কাছে। যদিও এখনও পর্যন্ত মৃত ব্য়ক্তির পরিচয় জানা যায়নি। 

সূত্রের খবর, সোমবার ভোরে বনগাঁ বাঁশঘাটা সীমান্তের কাছে গরু পাচার করছিল পাচারকারীদের একটি দল। বিএসএফ-এর দায়িত্বরত জওয়ানদের চোখে পড়তেই তাদের থামতে বলে। অভিযোগ, পাচারকারীরা না থেমে উল্টে বিএসএফদের উপর হামলা চালাতে শুরু করে। সেই সময় নিজেদের আত্মরক্ষা করতে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়। পাচারকারীরা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেই গুলিতে আহত হয় একজন। 

এরপর তাকে উদ্ধার করে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিএসএফের পক্ষ থেকে বনগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিস বাকি পাচারকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

3 months ago
Maldah: কুয়াশার দাপট বাড়তেই সক্রিয় গরু পাচারকারীরা, গ্রেফতার দুই বাংলাদেশী

কুয়াশার দাপট বাড়তেই মালদহে ফের সক্রিয় হয়ে উঠেছে গরু পাচারকারীরা। রবিবার বামনগোলার পাকুয়ার গাঙ্গুরিয়া গ্রামে দুই বাংলাদেশীকে আটক করে পুলিসের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসীরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন মহম্মদ আব্বাস আলি এবং মহম্মদ সাহেব। সোমবার ওই ধৃত দুই বাংলাদেশিকে মালদহ জেলা আদালতে পেশ করা হয়। 

পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা বাংলাদেশের দুয়ারপুর ও কমলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তারা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছে বলে অভিযোগ। অভিযোগ, ধৃতেরা গরু পাচারের সঙ্গে যুক্ত রয়েছে। তাই এদিন গ্রামবাসীরা সন্দেহজনকভাবে তাদের দেখতে পেয়ে আটক করে পুলিসের হাতে তুলে দেয়। তারপর পুলিস তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে আদালতে পাঠায়।

3 months ago


Cow Smuggling: বীরভূমে এখনও সক্রিয় গরু পাচার! বাজেয়াপ্ত ২০১ টি গরু

গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। তবুও এখনও বীরভূমে গরু পাচার চক্র সক্রিয়। যদিও পাচারের আগেই ২০১ টি গরু বাজেয়াপ্ত করল বীরভূম নলহাটি থানার পুলিস। এখনও পর্যন্ত কোনও গরু পাচারকারীকে গ্রেফতার করেনি পুলিস। রবিবার রাতে বীরভূমের নলহাটি থানার শালবুনী গ্রামের রাস্তা থেকে গরু গুলিকে আটক করা হয়। পুলিস সূত্রে খবর, ঝাড়খন্ড থেকে ২০১ টি গরু এরাজ্যে নিয়ে আসা হচ্ছিল। সেই সময় পুলিস গরুগুলি আটক করে। আটক করা গরুগুলির কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।

শুধু নলহাটি নয়। রামপুরহাটে প্রায় একশো ও মারগ্রাম কুড়িটি গরু আটক করা হয়েছে। নলহাটি, রামপুরহাট ও মোড়গ্রাম মিলিয়ে মোট চারশোর বেশি গরু আটক করেছে পুলিস। যদিও এই গরুগুলি শুধুমাত্র পাচারের জন্য নিয়ে যাওয়া হত না। এই গরুগুলোকে ব্যবসার জন্য এক হাট থেকে আর এক হাটে নিয়ে বিক্রি করা হত বলে জানায় এই সব গরুর মালিকদের একাংশ। তাঁদের দাবি, ধার দেনা করে এই গরুর ব্যবসা করে দুটো আয় হয়।কিন্তু বৈধ কাগজ থাকা সত্ত্বেও কেন পুলিস এই গরুগুলো আটক করল তা জানে না এই সব ব্যবসায়ীরা। যদিও নলহাটি থানার পুলিস গরু পাচার ঘটনায় কাউকে গ্রেফতার করেনি বলে দাবি।


5 months ago
Trafficking: ফের পাচারের ছক বানচাল করল বিধাননগর থানার পুলিস, উদ্ধার ট্রাক ভর্তি গবাদি পশু

আবারও বড়সড় সাফল্য পেল বিধাননগর থানার পুলিস। অসম ও বাংলাদেশে পাচারের আগে উদ্ধার গবাদি পশু।পাচারের আগেই দুটি ট্রাক আটক করে ৮৪ টি গরু সহ দু'জনকে গ্রেফতার করল পুলিস। পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল আব্দুল মাসুম (২৩)। ও অশোক ঠাকুর(৪৩)। মঙ্গলবার ধৃত দুই ট্রাক চালককে শিলিগুড়ি মহাকুমা আদালতে পাঠানো হয়।

পুলিস সূত্রে খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে। এরপর শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর থানার পুলিস মুরালিগঞ্জ চেকপোস্টের সামনে নাকা চেকিং করার সময় সন্দেহজনক দুটি ট্রাকে আটক করে। ট্রাক দুটিকে তল্লাশি করার পর ট্রাকের ভিতর থেকে বেরিয়ে আসে গরু। একটি ট্রাকে ৩৯  টি এবং অপর গাড়ি থেকে ৪৫ টি গরু উদ্ধার হয়। মোট ৮৪ টি উদ্ধার করা হয়েছে ট্রাক থেকে।

এরপর চালকের কাছে বৈধ কাগজপত্র না থাকায় দুটি ট্রাক চালককেই গ্রেফতার করা হয়। জানা গিয়েছে একটি গাড়ি অসম এবং অপর গাড়িটি বাংলাদেশের উদ্দেশ্যে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পাচারের আগেই সমস্ত ছক বানচাল করে দিল পুলিস। এই ঘটনার সঙ্গে স্থানীয় আর কে বা কারা জড়িত রয়েছে তা তদন্ত শুরু করেছে বিধান নগর থানার পুলিস।

6 months ago


Bankura: বাঁকুড়ায় এবার দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু চার গবাদি পশুর, আহত তিনটি গবাদি

গত কয়েকদিন ধরে দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে গোটা রাজ্যে। বাঁকুড়ায় ফের মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্য়ু হল চারটি গবাদি পশুর। আহত আরও তিনটি গবাদি পশু। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের বেন্দা এলাকায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দুটো নাগাদ আচমকা গোয়াল ঘরের মাটির দেওয়াল গবাদি পশুর উপর ভেঙে পড়ে। তড়িঘড়ি তিনটি গবাদি পশুকে উদ্ধার করা গেলেও চারটি গবাদি পশুর মৃত্যু হয় ঘটনাস্থলে। নিম্নচাপের বৃষ্টিতে মাটির দেওয়াল দুর্বল হয়ে পড়াতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ এলাকায় দেওয়াল চাপা পড়ে তিন শিশুর মৃত্য়ুর ঘটনা ও রবিবার ছাতনায় দেওয়াল চাপা পড়ে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা এখনও দগদগে। সেই রেশ কাটতে না কাটতে আবারও দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল চারটি গবাদি পশুর। 

7 months ago
Cow Smuggling: কেষ্টপর্ব আপাতত অতীত! নতুন উদ্য়মে গরু পাচার বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে

বাংলায় কেষ্টপর্ব আপাতত অতীত। কিন্তু তাঁর দেখানো পথ, পদ্ধতি অতীত হয়নি। আসানসোল থেকে গরু পাচার মামলা দিল্লিতে সরতেই নতুন পন্থায় রমরমা গরু পাচারে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড থেকে বাংলায় গরু পাচারের নতুন রুট বা সেফ করিডর হয়ে উঠছে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের আসানসোল জাতীয় সড়ক।

বৃহস্পতিবার রাতে অন্ধকারে পাচার করতে গিয়ে ৩৮ টি গরু বোঝাই বড় লরি ধরা পড়ে ১৯ নম্বর জাতীয় সড়কে। জামুরিয়ার স্থানীয় মানুষজন ধরে ফেলেন সেই লরি। আসানসোলের নিঘার ১৯ নম্বর জাতীয় সড়কে একটি গরু বোঝাই লরি আটক করে জামুরিয়া থানার পুলিসের হাতে তুলে দেয় আন্তঃরাজ্য সীমান্ত এলাকার বাসিন্দারা। 

সীমান্তে রাজ্য পুলিস সহ সিভিক মোতায়েন থাকার পরও, নাকা চেকিং চলার পরও কীভাবে গরু পাচার চলছে সেই সব থেকে বড় প্রশ্ন। গত জুন মাসেই আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল নিজে ভগত সিং মোড়ে গরু বোঝাই পিকআপ ভ্যান ধরেন। পর্যাপ্ত কাগজপত্র দেখতে না পারায় পুলিসের হাতে গরুগুলি তুলে দেন।

রহস্যের এখানেই শেষ নয়। জানা গিয়েছে, রাত বাড়লেই রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়। অন্ধকারেই চলে পাচার থেকে তোলা আদায়। কোনও ঘটনা প্রকাশ্যে এলেই শুরু হয় রাজনৈতিক তরজা। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। 

মানুষ বিপদে পড়লে বা অনৈতিক কিছু দেখলে পুলিসের কাছে যায়। সেখানে পুলিস নিজেই যদি অনৈতিক কাজে জড়িত থাকে মানুষ যাবে কোথায়? আন্তঃরাজ্য সীমান্তে পুলিসের কর্মকাণ্ডের খবর কিছুই কি জানে না পুলিসের উপরমহল? নাকি পকেট ভরলেই সব ঠাণ্ডা?

7 months ago
Earthquake: ভয়াবহ ভূমিকম্প মরোক্কোয়, মৃত কমপক্ষে ৩০০

ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থাকল মরোক্কো। শুক্রবার রাতে হঠাৎ ভূমিকম্প হয় মরোক্কোয়। সূত্রের খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০ জনের। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী, মারাক্কেশ নামের এলাকা থেকে ৪৪ মাইল দক্ষিণপশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।

জানা গিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এ ঘটনার প্রায় ১৯ মিনিট পর ফের আফটরশক হয়। সেসময় ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯। শুক্রবার রাত ১১টা ১১ নাগাদ ওই ভূমিকম্পে মূলত ক্ষতিগ্রস্থ হয়েছে মারাক্কেশ, ওয়ারজাজাটা, আজিলাল, টারোউডান্ট নামের এলাকাগুলি। প্রচুর বিল্ডিং ভেঙে পড়েছে। ঘটনায় মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা।

সরকারি ভাবে এখনও অবধি মৃত্যুর সংখ্যা স্পষ্ট না হলেও, অসমর্থিত সূত্রের খবর মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। গতকাল রাতে হঠাৎ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ হয়েছে গোটা শহরটা। এই ভূমিকম্পের ফলে ক্ষতি হয়েছে ওই শহর গুলির বহু সরকারি ক্ষেত্র ও বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান গুলিও। এ ঘটনার পর উধারকার্যে নামানো হয়েছে সেনা। সে সঙ্গে উধারকার্যে নেমেছে এন্ডিয়ারএফের দল। সূত্রের খবর, এখনও উদ্ধার কার্য চালানো হচ্ছে। অসমর্থিত সূত্রেই খবর, এই দুর্ঘটনায় এখনও অবধি প্রায় ২০০০ জনের বেশি আহত। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

8 months ago


Smuggling: পাচারের আগে এসএসবির জালে পাচারকারী, দুটি গরু সহ গ্রেফতার এক ব্যক্তি

সীমান্তে দুটি গরু সহ এক ব্যক্তিকে (Cow Smuggling) গ্রেফতার (Arrest) করে এসএসবি (SSB)। ঘটনাটি ঘটেছে ভারত-নেপাল সীমান্তের বড় মনিরাম জোত এলাকায়। ধৃত ওই ব্যাক্তিকে নকশালবাড়ি থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিস সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ ইসলাম (৬০)। অভিযুক্ত ছোট মনিরাম জোতের বাসিন্দা। 

সূত্রের খবর, নকশালবাড়ির ভারত-নেপাল সীমান্তে বড় মনিরাম জোতে টহলদারি চালানোর সময় এক ব্যক্তিকে অবৈধভাবে ভারতে ঢুকতে দেখা যায়। ঠিক তখনই সন্দেহ হয় এসএসবি আধিকারিকদের। সন্দেহের জেরে তাঁরা অভিযুক্তর কাছে যায়। তারপরেই অভিযুক্তর থেকে ওই দুটি গরু উদ্ধার করা হয়। এসএসবি-র অনুমান, অভিযুক্ত ওই গরু দুটিকে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল।

10 months ago
Cow: ফের প্রকাশ্যে গরু পাচারকাণ্ড, বিএসএ্রফ-এর গুলিতে আহত এক গরু পাচারকারী

ফের সামনে এলো গরু (Cow) পাচারকাণ্ড। গরু পাচার করার সময় বিএসএফ (BSF)-এর গুলিতে আহত হয় এক গরু পাচারকারী। শুক্রবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে ধানতলা থানার ভারতও-বাংলাদেশ সীমান্তে। 

বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে ধানতলা থানার দত্তপুলিয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর ৪ নম্বর ব্যাটালিয়ান টহলদারি করছিল। সেই সময় তারা খেয়াল করে ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের চেষ্টা করছে দুষ্কৃতীরা। অভিযোগ, বিএসএফ-এর জওয়ানরা গরুপাচারকারীদের আটকাতে গেলে গরু পাচারকারীরা বিএসএফকে লক্ষ করে বোমা ছোড়ে। আর এর পরেই বিএসএফের তরফে পাচারকারীদের লক্ষ করে লাইট ফায়ারিং করা হয়। ঘটনায় আহত হয়েছে এক গুরু পাচারকারী। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি গরু। আহত গরু পাচারকারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

10 months ago


BSF: গরুপাচারকারীদের সঙ্গে সীমান্ত রক্ষী বাহিনীর সংঘর্ষ, আহত ৫ পাচারকারী

বিএসএফ (BSF)-গরু পাচারকারীদের (Cow Smuggler) সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার (Nadia) ধানতলা। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গরু নিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল গরুপাচারকারীরা। সেইসময় বিএসএফ বাধা দেওয়ায়, তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা গুলি চালায় বিএসএফও। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে হয়ে ওঠে এলাকা। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ইছামতি বর্ডার আউটপোস্টের কাছে ঘটনাটি ঘটেছে।

বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, জওয়ানদের লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনা প্রথমবার ঘটল। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। বিএসএফের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের দিকে গরু নিয়ে যাওয়ার সময় পাচাকারীদের বাধা দিলেই তারা বোমা ও অস্ত্র বের করে। বিএসএফকে উদ্দেশ্য করে পাথরও ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে খবর।

উল্লেখ্য, মাস খানেক আগে গরু নিয়ে যাওয়ার সময় বিএসএফের গুলিতে আক্রান্ত হয়েছিলেন এক ব্যক্তি।

10 months ago
OTT: ওটিটি সিনেমা-সিরিজেও বাধ্যতামূলক তামাক বিরোধী সতর্কবার্তা, কেন্দ্রের নির্দেশ

এবারে ওটিটি প্ল্যাটফর্মের জন্য় কড়া পদক্ষেপ নিল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ওটিটি (OTT) প্ল্যাটফর্মগুলিতে তামাক বিরোধী সতর্কীকরণের (Anti-Tobacco Warnings) জন্য নতুন নিয়ম তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। একটি বিজ্ঞপ্তি জারি করে সেকথা জানানো হয়েছে ৩১ মে, বুধবার। নিয়ম অনুযায়ী এবার ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও জন্য তামাক বিরোধী সতর্কবার্তা দিতে হবে। আর যেসব ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্টে তামাক বিরোধী কোনও সতর্কবার্তা থাকবে না, তখন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

জানা গিয়েছে, আজ অর্থাৎ ৩১ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মগুলিতে তামাক ও মাদক বিরোধী সতর্কবার্তা দিতে হবে। আর কোনও ওটিটি কনটেন্ট পাবলিশার যদি এই নিয়ম মানতে ব্যর্থ হয়, তবে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ওটিটিতে কোনও ছবির মাঝে বা প্রথমে এক বার্তামূলক ভিডিও দিতে হবে। যেমনটা কোনও সিনেমার ক্ষেত্রে দেওয়া হয়, তেমনটাই এবারে ওটিটি কনটেন্টেও দিতে হবে বলে নয়া নিয়ম জারি করা হয়েছে।


11 months ago
Cow: গাড়ি ভর্তি গরু আটক, ঘটনায় গ্রেফতার তিন অভিযুক্ত

গরুপাচার করার সময় হাতেনাতে পাকড়াও ৩ অভিযুক্ত। পুলিস সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে নলহাটি থানার সিএডিসি মোড়ে একটি পিক আপ ভ্যান আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হওয়ায় গাড়িতে থাকা ৯টি গরু ও ৩ ব্যক্তি সহ ওই গাড়িটিকে আটক করেছে পুলিস। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই গাড়িতে থানা ৯ টি গরু পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিস সূত্রে জানা গিয়েছে, আটক করা গাড়িটির কোনো বৈধ কাগজপত্র না থাকার কারণে গাড়ি সহ গরু আটক করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিস। এর পর ওই তিন অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত জানা যায়নি আটক করা গুরু গুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনার তদন্তে শুরু করেছে নলহাটি থানার পুলিস। উল্লেখ্য, এর আগে বহুবার গরুপাচার কান্ড প্রকাশ্যে এসেছে।

11 months ago


ED: গরু পাচার মামলায় বিপাকে অনুব্রত, ১১ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

গরুপাচার (Cow Smuggling) মামলার তদন্তে এবার আরও কঠোর পথে হাটল ইডি (ED)। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। ইডির দাবি, গত ৭-৮ বছরে নামে-বেনামে বিপুল টাকার সম্পত্তি করেছেন অনুব্রত মণ্ডল। কোনওটা প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে। আবার কোনওটা মেয়ে সুকন্যার নামে। বুধবার ইডি অনুব্রত,তাঁর স্ত্রী ও মেয়ের নামে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রে খবর, অনুব্রতের ১১ কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এর আগে অনুব্রত মণ্ডলের ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। এর মধ্যে কিছু অ্যাকাউন্ট তাঁর মেয়ের নামেও ছিল। সেই অ্যাকাউন্ট এখন ইডির দখলে। জানা গিয়েছে, তাঁর হিসেবরক্ষক মনীশ কোঠারির ২৫ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করেছে ইডি। এর আগে সিবিআইও অনুব্রতের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে। এবার সেই পথে হাঁটল ইডি।

এদিন ইডির বাজেয়াপ্ত তালিকায় আছে বিপুল পরিমাণ জমি। শিব-শম্ভু ও ভোলে ব্যোম  রাইস মিল-সহ আরও অনেক সম্পত্তি। অনুব্রতের অস্থাবর সম্পত্তির দিকেও নজর ইডির।

11 months ago
Cow: গরু পাচার করতে গিয়ে গুলিবিদ্ধ এক যুবক, হাসপাতালে চিকিৎসাধীন

ফের গরু (Cow) পাচার (Trafficking) করতে গিয়ে গুলিবিদ্ধ (Shot) হলেন এক যুবক। জানা গিয়েছে, ওই যুবকের নাম পার্থ ঢালী। বয়স আনুমানিক ৩৫ বছর। বাড়ি নদীয়া (Nadia) ধানতলা থানার দত্ত ফুলিয়ায়। সোমবার ঘটনাটি ঘটেছে নদীয়ার ধানতলা থানার বরনবেড়িয়া এলাকায়।

এদিন গরু পাচার করার সময় গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে প্রথমে দত্ত ফুলিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসার অবনতি হওয়ায় তাঁকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় কল্যাণী জে এন এম হাসপাতালে। জানা গিয়েছে, পেটে একটি গুলি লেগেছে ওই যুবকের। যদিও ওই যুবক নিজেই স্বীকার করেছেন যে, তিনি বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে গুলিবিদ্ধ হন। তবে গুলি কারা চালিয়েছে তা এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ধানতলা থানার পুলিস।

12 months ago