
গরুপাচার করার সময় হাতেনাতে পাকড়াও ৩ অভিযুক্ত। পুলিস সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে নলহাটি থানার সিএডিসি মোড়ে একটি পিক আপ ভ্যান আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হওয়ায় গাড়িতে থাকা ৯টি গরু ও ৩ ব্যক্তি সহ ওই গাড়িটিকে আটক করেছে পুলিস। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় ওই গাড়িতে থানা ৯ টি গরু পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিস সূত্রে জানা গিয়েছে, আটক করা গাড়িটির কোনো বৈধ কাগজপত্র না থাকার কারণে গাড়ি সহ গরু আটক করা হয়েছে। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিস। এর পর ওই তিন অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হয়। তবে এখনও পর্যন্ত জানা যায়নি আটক করা গুরু গুলিকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোটা ঘটনার তদন্তে শুরু করেছে নলহাটি থানার পুলিস। উল্লেখ্য, এর আগে বহুবার গরুপাচার কান্ড প্রকাশ্যে এসেছে।