Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Champion

WTC: ক্যারাবিয়ানদের বিরুদ্ধে সিরিজ জিতলেও, টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিংয়ে ধাক্কা ভারতের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতেও, ধাক্কা খেল ভারত। কারণ, এই ম্যাচ ড্র হতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকল টিম ইন্ডিয়া। বৃষ্টির কারণে ত্রিনিদাদে ভেস্তে গিয়েছে দ্বিতীয় টেস্টের শেষ দিন। তার জেরে পয়েন্ট ভাগাভাগি করতে হল রোহিত শর্মাদের। ফলে শীর্ষে এখন পাকিস্তান। দ্বিতীয় স্থানে ভারত। এদিকে সিরিজ জিতে বিরাট, সিরাজদের কাছে তিনটি দাবি রেখেছেন অধিনায়ক রোহিত শর্মা। যার মোদ্দা কথা হল, আগামী সিরিজে নিজেদের আরও উজার করতে হবে।

এই সিরিজের আগে থেকেই সব প্রাক্তনদের দাবি ছিল, ক্যারিবিয়ান সিরিজে তেমন কোনও বেগ পেতে হবে না ভারতীয় দলকে। হলও না। কিন্তু ভারত অধিনায়ক রোহিত শর্মা মনে করেন, এমন হাল্কা সিরিজ অনেক কিছু শিখিয়ে দেয়। তাই এই সফর থেকে তিনটি বিষয় সবাইকে মাথায় রাখতে বলেছেন অধিনায়ক।

মূলত একদিনের বিশ্বকাপের আগে ফিল্ডিংয়ের উপর জোর দিচ্ছেন রোহিত। জোর দিচ্ছেন বোলারদের রিদিমের উপরেও। তাই ক্যারিবিয়ান সফরে আগামী একদিনের সিরিজে এই ধারাবাহিকতা বজার রাখার কথাই বলছেন তিনি।

9 months ago
Martinez: মার্টিনেজ কার! আর্জেন্টাইন গোলকিপারকে পেতে উৎসুক কোন ক্লাব!

আর কয়েকদিন পরেই কলকাতা আসছেন তিনি। তার আগেই আর্জেন্টিনার (Argentina)  বিশ্বজয়ী (World Champion) গোলকিপার (Goal Keeper) এমলিয়ানো মার্টিনেজকে ঘিরে দলবদলের মরশুমে শুরু হয়ে গেল দড়ি টানাটানি। আর্জেন্টাইন এই গোলকিপার পেতে নাকি এবার ঝাঁপিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, যে কোনও মূল্যেই মার্টিনেজকে পেতে আগ্রহী এই দুই ক্লাব। 

গত বছর কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। নায়ক মেসির এই বিশ্বকাপে তাঁর অন্যতম সেনাপতি ছিলেন মার্টিনেজ। বিশেষ করে পেনাল্টি বাঁচিয়ে তিনি হিরো হয়েছিলেন। জিতেছিলেন সোনার গ্লাভস। তারপর থেকেই ক্লাব ফুটবলের বাজারে দর উঠতে শুরু করেছিল মার্টিনেজের।

ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, এই মরশুমে গোড়া থেকে মার্টিনেজকে পেতে আগ্রহ প্রকাশ করেছে ম্যান ইউ এবং চেলসি। শোনা গিয়েছে, ইতিমধ্যেই দুই ক্লাবের সঙ্গে কথা বলেছেন দিবুর এজেন্ট। মোটা টাকা অফার করা হয়েছে বিশ্বজয়ী গোলকিপারকে।

10 months ago
Football: ইন্টার মিলানকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ খেতাব ম্যানচেস্টার সিটির

ম্যাচের বয়স তখন ৬৮ মিনিট। প্রায় ৩৬ গজ দূর থেকে একটা গোলা বেরল স্প্যানিশ ফুটবলার রডরিগোর পা থেকে। ব্যাস তাতেই কেল্লাফতে। ইন্টার মিলানকে (Inter Millan) এক-শূন্য গোলে হারিয়ে এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগ (Champions Leauge) জিতল ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি (Manchester City)। হ্যালান্ড, লাউতুরো মার্টিনেজ, রুমেল লুকাকুদের উপর থেকে যাবতীয় আলো কেড়ে তুরস্কের আর্তারতুক অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের নায়ক হলেন ২৬ বছরের রড্রি। সেইসঙ্গে মাঠের বাইরে দাঁড়িয়ে জীবনের একটা বৃত্ত পূর্ণ করলেন কোচ পেপ গুয়ার্দিওয়ালা। বার্সিলোনার পর দ্বিতীয় ক্লাব হিসাবে ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ উপহার দিলেন তিনি। 

এই প্রথম ইউরোপের মাঠে নেই মেসি-রোনাল্ডো। ফাইনালে নেই বার্সা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো কুলীন ইউরোপীয় ক্লাবগুলি। তবুও ভয়ানক ভূমিকম্পের স্মৃতি কাটিয়ে শিরদাঁড়া সোজা করে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল উপহার দিল তুরস্ক। ইস্তানবুলের অলিম্পিক স্টেডিয়ামে তিল ধারণের জায়গা ছিল না। কিন্তু মেসি-রোনাল্ডো পরবর্তী ইউরোপে তারকা কোথায় ? মাঠের বাইরে বসে রইলেন কাতার বিশ্বকাপের বিস্ময় জুলিয়ান আলভারেজ।

লাউতুরো মার্টিনেজ বনাম হ্যালান্ড। এটাই ছিল ভারতীয় সময় রবিবার মধ্য রাতের এই চ্যাম্পিয়ন্স লিগের মূল রসদ। নব্বই মিনিট পর দুই তারকাই ফ্লপ। বরং কেভিন ডি ব্রুয়েনের জায়গায় নেমে গোটা দলকে নেতৃত্ব দিলেন ফিল ফোডেন। রড্রির গোলের পরেও ম্যান সিটি লিড বাড়াতে পারত। শুরু থেকে শেষ এক পেসে ম্যাচ খেলে ইতালির ক্লাবকে ক্রমশ কোণঠাসা করে দেন স্টোন, গ্রিলিসরা।

উল্টোদিকে লুকাকু ছিলেন লুকাকুতেই। ফাইনালের আগে অনেক ম্যাচে গোল করে ইন্টারকে জিতিয়েছেন। কিন্তু এদিন তাঁর হেড বারবার আটকে গেল ম্যান সিটির ব্রাজিলীয় গোলকিপার এডারসনের গায়ে এবং পায়ে। গোল খাওয়ার পর একাধিক হাফ চান্স নষ্ঠ করে ফাইনাল ইংলিশ ক্লাবের হাতে তুলে দিলেন সিমনো ইনস্যাগির ছেলেরা।

11 months ago


WTC: উইকেট হারিয়েও প্রথম দিনে এগিয়ে অস্ট্রেলিয়া

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ICC World Test Championship) ফাইনালে প্রথম দিনের খেলা শেষ। শুরুতে উইকেট হারালেও ভারসাম্য সামলে নিল অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ও স্টিভ স্মিথের অনবদ্য পার্টনারশিপ। ৮৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৭ রান করল অস্ট্রেলিয়া। হেড করে ১৪৬ রান। স্টিভ স্মিথ করে ৯৫ রান। অপরাজিত হয়ে দু'জনই ক্রিজে রয়েছেন।

বুধবার টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টিম থেকে বাদ পড়েন রবিচন্দ্রন অশ্বিন ও ইশান কিষাণ। চার পেসার নিয়ে খেলতে নামেন রোহিত। শুরুতে উসমান খোয়াজাকে ফেরান মহম্মদ সিরাজ। শার্দুল ঠাকুরের ডেলিভারিতে ফেরেন ডেভিড ওয়ার্নারও। শামির ডেলিভারিতে ফেরেন লাবুশান। কিন্তু এরপরই মারকাটারি ব্যাটিং ট্রেভিস হেডের। আর তাঁকে যোগ্য সঙ্গ দেন স্মিথ। প্রথম দিন আর এই পার্টনারশিপ ভাঙতে পারেনি ভারত।

ওভালের পিচে প্রথম দিনই ব্যাটিং সাফল্য অস্ট্রেলিয়ার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দল নির্বাচন নিয়ে প্রশ্ন তৈরি হয়ে গিয়েছে। টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার অশ্বিনকে বাইরে রেখে মাঠে নামা কতটা ভুল, তা যেন প্রথম দিনের শেষে টের পেলেন রোহিতরা। অধিনায়কের প্রথমে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন প্রাক্তন ক্রিকেটাররা।

আইপিএলের ক্লান্তি যে ভারতীয় ক্রিকেটারদের কাটেনি, তা যেন সাফ দেখা গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ম্যাচেই। ওভালের এই পিচে যেভাবে ব্যাট করল অস্ট্রেলিয়া, তা কোনও ভাবেই বোলিং সহায়ক উইকেট নয়। টিমে রবিচন্দ্রন অশ্বিনকে বাদ দিয়ে জাদেজাকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এদিকে টিমে শার্দুল বাদে ছিলেন উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। এই পিচে অশ্বিন থাকলে, অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলা যেত। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা।

11 months ago
Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে বল করার সিদ্ধান্ত রোহিতের

ওভালে (Oval) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে (Final) টস জিতে বল করছে ভারত। বুধবার লন্ডনে শুরু আইসিসি-র টেস্টের বিশ্ব সেরার লড়াই। প্রতিপক্ষ ভারত ও অস্ট্রেলিয়া। এদিন টস জিতে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অশ্বিনকে বাইরে রেখেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল সাজালো ভারত। রোহিত জানিয়েছেন, চার পেসার নিয়েই মাঠে নামছেন। তিনি জানান, অশ্বিনকে বাইরে রাখার সিদ্ধান্ত কঠিন ছিল। ফলে, শামি-সিরাজ-উমেশের সঙ্গী শার্দুল ঠাকুর।

পিচের চরিত্রের উপরেই নির্ভর করছিল ওভালে অশ্বিনের প্রথম একাদশে থাকা। বিশেষজ্ঞদের মতে, সুবজ ওভালে চার পেসারের লোভ আর সামলাতে পারলেন না ভারত অধিনায়ক।

তবে অশ্বিনকে বাইরে রেখে দল সাজালেও, উইকেটে পিছনে ইশান কিশান নন, ভরতের উপরেই ভরসা করেছেন রোহিত শর্মা। বিশেষজ্ঞদের মতে, শার্দুল দলে থাকায় লোয়ার অর্ডারে একজন ব্যাটার পেয়ে গেলেন রোহিত। এখনও অবধি প্রথমে ব্যাট করতে নেমে প্রথম দিনের লাঞ্চ ব্রেকের আগে অস্ট্রেলিয়া ২ উইকেট হারিয়ে ৭৩ রান করেছে। অস্ট্রেলিয়ার পক্ষে ওয়ার্নার ৬০ বলে ৪৩ রান করে আউট হয়েছেন। উসমান ১০ বলে রান না করেই ঘরে ফেরেন। ব্যাট করছেন স্টিভ স্মিথ ও লাবুশনে। ওদিকে ভারতের পক্ষে ১টি করে উইকেট পেয়েছে সিরাজ ও শার্দুল ঠাকুর।

11 months ago


Virat Kohli: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে কি বার্তা বিরাটের!

অতীতে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজ শুরুর আগে তৈরি হতো অশান্তির বাতাবরণ। কিন্তু বর্তমানে পরিস্থিতি বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া নিয়ে মুখ খুলে একথায় বললেন বিরাট কোহলি।

একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে কোহলি বলেছেন, আগে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের আগে অশান্তির আবহ থাকলেও এখন তা ধীরে ধীরে সমীহে পরিণত হয়েছে। এপ্রসঙ্গে তিনি বলেন, "প্রতিপক্ষ যে সমীহ করে সেটা আমরা দেখেই বুঝতে পারি।"

একইসঙ্গে কোহলির বক্তব্য়, আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ম্য়াচ থাকলেই তা চিন্তার বিষয় হয়ে উঠত। কিন্তু সেই পরিস্থিতি থেকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।

11 months ago
Jersey: নতুন জার্সিতে ভারতীয় ক্রিকেট দল, প্রকাশে এল ভিডিও

আর মাত্র কয়েকদিন বাকি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ (Test Championship) ফাইনালে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে অ্যাডিডাসের (Adidas) নতুন জার্সিতে দেখা গেল টিম ইন্ডিয়াকে (India)। অ্যাডিডাসের সাইটে টিম ইন্ডিয়ার নতুন জার্সি দেখা গিয়েছে। সেই প্রমোশনাল ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআইও।  

ভিডিয়োতে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারা। বিরাট ও রোহিতকে ওয়ানডে ও টেস্ট জার্সি, দুটি পরেই দেখা গিয়েছে। আছেন শুভমান গিল, মেয়েদের টিমের অধিনায়ক হরমনপ্রীত কাউর ও স্মৃতি মান্ধানা। আগামী ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত। 

আইপিএল চলাকালীন টিম ইন্ডিয়ার জার্সি পরে দেখা যায় কিছু ক্রিকেটারকে। এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি এই জার্সির।

11 months ago
Cricket: সদ্য শেষ আইপিএল, ক্রিকেটারদের ১ মাস ছুটি দিলো বোর্ড

সদ্য শেষ হল আইপিএল (IPL)। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (Test Championship) ফাইনাল। টানা খেলা চলছে, বিশ্রামই পাচ্ছেন না ভারতীয় দলের (Indian Team) ক্রিকেটাররা। তবে, কোহলি, রোহিত শর্মাদের জন্য একটাই স্বস্তির খবর যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন তাঁরা। ১১ জুনের পর থেকে টানা একমাস ছুটি ভারতীয় দলের। তারপর আগামী কয়েকমাস আবার টানা খেলতে হবে।

বিসিসিআই-এর তরফে ভারতীয় দলের যে সূচি, তাতে জানা গিয়েছে, টেস্ট বিশ্বকাপের ফাইনাল শেষ হচ্ছে ১১ জুন। তারপর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কোনও খেলা নেই। একমাসের অবসর পাবে ভারতীয় দল। ১২ জুলাই আবার ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

অগস্টে আবার রয়েছে এশিয়া কাপ। তারপর ৫ অক্টোবর থেকে শুরু হবে এক দিনের বিশ্বকাপ। এরপর দক্ষিণ আফ্রিকা সফর। অর্থাৎ জানুয়ারি পর্যন্ত পর পর ম্যাচ রয়েছে ভারতীয় দলের।

11 months ago


Jadeja: মাহি ভাইয়ের জন্য সবকিছু, ম্যাচ জিতিয়ে টুইট মাহি ভক্ত জাড্ডুর

শেষ ২ বলে বাকি ছিল ১০ রান। গ্যালারিতে তখন প্রার্থনা করছেন মহেন্দ্র সিং ধোনি (MSD)। একটি ৬ ও একটি ৪। খেলা শেষ করেন 'জাদুকর' জাদেজা (Jadeja)। ডাগআউটে জাদেজাকে কোলে তুলে নেন মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার সকালে ধোনিকে নিয়ে একটি টুইট করেন জাড্ডু। সঙ্গে পোস্ট করলেন ড্রেসিংরুমের ছবি।

জাদেজা টুইটে লেখেন, "আমরা এক এবং একমাত্র ধোনির জন্য এটা করেছি। মাহি ভাই, তোমার জন্য সবকিছু দেওয়া যায়।" জাদেজার এই টুইট মন ছুঁয়ে যায় আপামর ক্রিকেটপ্রেমীদের। টুইটের সঙ্গে ট্রফি হাতে স্ত্রী ও মাহির সঙ্গে একটি ড্রেসিংরুমের ছবিও পোস্ট করেন। পাশাপাশি সেই ডাগআউটে ধোনির উচ্ছ্বাসের ছবিও ও দুই তারকার ছবিও পোস্ট করেন জাড্ডু।

প্লে-অফের আগেই ধোনি ও জাদেজার মধ্যে সম্পর্কের অবনতি নিয়ে জোর জল্পনা চলছিল। ফাইনালে টিমকে জেতানোর পর, সেই জল্পনার অবসান ঘটল। ধোনির জন্য তিনি কী করতে পারেন, দেখালেন জাদেজা।

11 months ago
Test: রুতুরাজের বদলি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ দলে জায়গা যশস্বীর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship) আগে ভারতীয় (India) দলে ফের পরিবর্তন। এবার রোহিত শর্মাদের দলে যোগ দিচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উদীয়নমান প্রতিভা যশস্বী জয়সওয়াল (Jaisawal)। তাঁকে রুতুরাজ গাইকোয়াডের বদলে ইংল্যান্ড পাঠানো হচ্ছে। মূলত স্ট্যান্ডবাই দলে থাকবে যশস্বী। রবিবার ফাইনাল খেলে রুতুর লন্ডন যেতে পাঁচ তারিখ হয়ে যাবে। বোর্ড সেই কারণে চেন্নাইয়ের এই ব্যাটারের বদলি হিসাবে যশস্বীকে ভারতীয় দলে সঙ্গে যোগ দিতে নির্দেশ দিয়েছে। 

এই আইপিএলে যশস্বী ব্যাট দেখার পর অনেক প্রাক্তনই দাবি করেছিলেন, উত্তরপ্রদেশের এই ছেলেটার অবিলম্বে জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত। সুনীল গাভাসকরের দাবি ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটে এই টেকনিক নিয়ে যিনি ব্যাট করেন, তাঁর টেস্ট দলে সুযোগ পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। হয়তো বিলেতের মাটিতে এখনও সরকারি ভাবে তাঁর গায়ে জাতীয় দলের জার্সি উঠছে না। তবুও স্ট্যান্ডবাই ব্যাটার হিসাবে ডাক পাওয়াকে বেশ বড় ঘটনা বলেই দাবি করেছেন যশস্বীর কোচ জওয়ালা সিং। 

একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একুশ বছরের যশস্বীর কাছে অনেক বড় হোমওয়ার্ক হতে পারে। উল্লেখযোগ্য, বিলেতে মাটিতে আরও একজন নিজের ছাত্রকে পেলেন রাহুল, দ্রাবিড়। আগেই শুভমন গিল ছিলেন, এবার তাতে যোগ দিলেন যশস্বী জয়সওয়াল।

11 months ago


EPL: ফের ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

ফের ইপিএল (EPL) চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। এবার জয়ে হ্যাটট্রিক তাঁদের। নটিংহ্যাম ফরেস্টের কাছে ১-০ ব্যবধানে আর্সেনাল (Arsenal) হারতেই নিশ্চিত হয়ে যায় এবারের চ্যাম্পিয়নের নাম। চেলসির বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেই চ্যাম্পিয়নের শিরোপা উঠল সিটির মাথায়। এই নিয়ে ছ’মরসুমের মধ্যে পাঁচ বার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল সিটি।

ইপিএলের পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। ম্যান সিটির সঙ্গে পয়েন্টের পার্থক্য ৪। আর্সেনাল জিতলে ম্যান সিটিকে অপেক্ষা করতে হত। কিন্তু, পয়েন্ট টেবিলের নীচের দিকে থাকা নটিংহ্যাম ফরেস্টের কাছে অবিশ্বাস্য হারের পর আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন মুহূর্তে ভেঙে যায়।

11 months ago
Alia: 'আপনার ছেলে খুব বিরক্ত করে', ভিড়ের মধ্যে এ কী বললেন আলিয়া

এইমাত্র বিদেশ থেকে ফিরেছেন বলি ডিভা আলিয়া ভাট (Alia Bhatt)। মেট গালার (Met Gala) রেড কার্পেটে প্রথমবার হেঁটে তাক লাগিয়ে দিয়েছেন সবার। তাঁর পোশাক ছিল নজরকাড়া, তাঁর সৌন্দর্যও মন্ত্রমুগ্ধ করেছে সবাইকে। এবারে তাঁর ব্যবহার দেখেও মুগ্ধ হয়েছে নেটাগরিকরা। এক অনুষ্ঠানে গিয়ে পাপারাৎজির মায়ের সঙ্গে দেখা করেন ও হাসি মুখে কথাও বলেন। কিন্তু তিনি হঠাৎ বলেন, 'আপনার ছেলে আমাকে খুব বিরক্ত করে।'

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সম্প্রতি মুম্বইয়ে চলছে গ্লোবাল স্পোর্টস পিকলবল চ্যাম্পিয়নশিপ। সেই অনুষ্ঠানেই হাজির হতে দেখা গিয়েছে মুম্বইয়ের একাধিক তারকাকে। গিয়েছিলেন আলিয়া ভাটও। চারিদিকে পাপারাৎজিদের ভিড়। তাঁদের মধ্যে এক চিত্র সাংবাদিক সেই অনুষ্ঠানে তাঁর মাকে আলিয়ার সঙ্গে দেখা করাতে নিয়ে যান। আলিয়া সেই ভিড়ের মধ্যে তাঁকে দেখতে পেয়ে সেই মহিলার কাছে নিজে থেকেই এগিয়ে যান ও তাঁর সঙ্গে হাত মেলান। আলিয়ার সঙ্গে সেই মহিলার কথোপকথন সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল। তাঁর ব্যবহার দেখে মুগ্ধ নেটপাড়া। এরপর আলিয়া ভদ্রমহিলাকে বলেন, 'আপনার সঙ্গে দেখা করে ভালো লাগল।' আলিয়া মজা করে আরও বলেন, 'আপনার ছেলে আমাকে খুব বিরক্ত করে। তবে খুব ভালো কাজ করছে।' এরপর আলিয়া তাঁর সঙ্গে ছবিও তোলেন।

আলিয়ার ব্যবহার বাকি বলি তারকাদের থেকে অনেকটাই আলাদা ছিল। ফলে তা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। নেটিজেনরা কমেন্ট করেছেন, 'খুবই ডাউন টু আর্থ আলিয়া।' অনেকে আবার বলেছেন, 'তাঁকে ট্রোল করার আগে তাঁর মন দেখুন।'

12 months ago
Wriddhi: মুখে নয়, কাজে করে দেখালেন, ঋদ্ধির ঝোড়ো ইনিংসে গুজরাতের রান ২২৭

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (World Test Championship) চান্স পেলেন না, ফলে আক্ষেপ রয়েছেই। রবিবারের ম্যাচে ঋদ্ধিমান সাহার সেই আক্ষেপেরই চরম বহিঃপ্রকাশ করলেন ব্যাটে। দেখিয়ে দিলেন মুখে নয় কাজে করে দেখাতেই ভালোবাসেন।  না হলে ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) রুদ্রমূর্তি এমন আকার ধারণ করবে কেন! তিনি ২০ বলে ৫২ রান করে বোঝালেন তিনি কারও চেয়ে কম নন। মোতেরা স্টেডিয়ামে যেভাবে ঝড় বইল, তাতে তিনি প্রমাণ করলেন ভারতীয় দলে স্থান পাওয়ার যোগ্য তিনি। দ্রাবিড় মাঠে থাকলে বুঝতে পারতেন বাংলার উইকেটরক্ষক ব্যাটারকে এখনও দলে দরকার।

হাফসেঞ্চুরির ইনিংসে রয়েছে ছয়টি চার ও চারটি ওভার বাউন্ডারি। ঋদ্ধি যেভাবে ইনিংস এগিয়েছেন, তাতে গুজরাতের ইনিংসও এগিয়েছে দুর্বার গতিতে। ঋদ্ধি নির্দয় ছিলেন লখনউ সুপার জায়ান্টসের প্রতিটি বোলারের বিরুদ্ধে। সবচেয়ে বেশি মেরেছেন মহসিন খানকে। ঋদ্ধিমান সাহা ও শুভমান গিলের ওপেনিং জুটির দাপটে গুজরাত ১০ ওভারে তুলেছে ১২০ রান। ঋদ্ধি আউট হলেন ৪৩ বলে ৮১ রান করে। ইনিংসে রয়েছে ১০টি চার ও চারটি ওভার বাউন্ডারি।

12 months ago


Madhavan: ঝুলিতে পাঁচটি স্বর্ণপদক, ছেলে বেদান্তের সাফল্যে 'গর্বিত' আর মাধবন

জনপ্রিয় অভিনেতা আর মাধবন (R Madhavan) পুত্র বেদান্ত (Vedaant) এর আগেও বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করেছে। এবারেও তার ব্যতিক্রম কিছু হয়নি। জনপ্রিয় অভিনেতা আর মাধবনের ছেলে বেদান্ত সুইমিং চ্যাম্পিয়নিপে (Swimming Championship) ভারতের হয়ে পাঁচটি স্বর্ণপদক জিতেছেন। বেদান্তের এমন কীর্তিতে পুরো বি-টাউনের সেলেবরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। ছেলে এই সাফল্যে গর্বিত ও উচ্ছ্বসিত বাবা আর মাধবনও। গর্বের সঙ্গে তিনি সমাজমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন।

আর মাধবন জানিয়েছেন, মালয়েশিয়ায় ইনভিটেশন এজ গ্রুপ সুইমিং চ্যাম্পিয়নশিপে এবার দু-একটা নয়, পাঁচটি সোনার পদক জিতেছেন তাঁর ছেলে। বেদান্ত ৫০,১০০,২০০,৪০০,১৫০০ মিটারে স্বর্ণপদক জিতেছেন। রবিবার এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল কুয়ালা লামপুরে। সোশ্যাল মিডিয়ায় আপ্লুত বাবা লিখছেন, 'ভগবানের আশীর্বাদে ও আপনাদের প্রার্থনায় বেদান্ত পাঁচটি স্বর্ণপদক জিতেছেন ও মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপে দুটি নিজস্ব রেকর্ড গড়ে তুলেছেন। আমি গর্বিত ও কৃতজ্ঞ।'

'থ্রি ইডিয়টস'-এর অভিনেতা মাধবনের এই পোস্টে ইতিমধ্যেই ১০ লক্ষের বেশি ভিউ এসেছে, লাইক এসেছে ৪২ হাজারের বেশি। তাঁর পোস্টে বয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা। পুরো বি-টাউনের সেলেবরা বেদান্তের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বচ্চন থেকে শুরু করে এ আর রহমান, বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সহ আরও অনেকে মাধবন ও তাঁর ছেলে বেদান্তকে শুভেচ্ছা জানিয়েছেন।

12 months ago
Argentina: ব্রাজিল বিদায়ের দিনে সেমিতে আর্জেন্টিনা, শেষ রাতের পেনাল্টি শুটআউটে ডাচ বধ মেসিদের

শুক্রবার সন্ধ্যার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইবেকার হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের (Brazil lost to Croatia)। ছ'টি বিশ্বকাপ (World Cup 2022) জেতার লক্ষ্যমাত্রা এই মুহূর্তে দেরাজে তুলে রাখতে হয়েছে নেইমারদের। এদিকে, রুদ্ধশ্বাস এই ম্যাচে এক্সট্রা টাইম অবধি গিয়েছিল। শেষ মুহূর্তে গোল দিয়ে ম্যাচ টাইবেকার অবধি নিয়ে যায় লুক  মদ্রিচের দল। অপরদিকে ব্রাজিল ম্যাচের রেশ মিলিয়ে যাওয়ার আগে শুক্রবার মধ্যরাতে মাঠে নামে আর্জেন্টিনা, প্রতিপক্ষ নেদারল্যান্ড (Brazil versus Netherland)। কমলা ব্রিগেড বনাম নীল-সাদা ম্যাচ দেখতে রাত জাগে কলকাতা। প্রথম অর্ধ আর্জেন্টিনা এক গোলে এগিয়ে গেলেও, প্রিয় টিমের খেলা দেখে মন ভরেনি ফুটবলপ্রেমীদের। দ্বিতীয় অর্ধে পেনাল্টিতে ২-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু খেলা শেষের ২০ মিনিট নীল-সাদার ডিফেন্সের উপর চাপ বাড়িয়ে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করে ডাচরা।


খেলা গড়ায় এক্সট্রা টাইম পর্যন্ত। আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে নাটকের পর নাটক। নেদারল্যান্ডসকে ৪-৩ ব্য়বধানে হারিয়ে সেমিফাইনালে গেলেন মেসিরা। এই ম্যাচে মেসিকে রুখে দিয়ে কোয়ার্টার ফাইনালে ভাগ্য নিজের দিকে টানার চেষ্টা করেছিলেন ডাচ কোচ লুই ফান গল। জোনাল মার্কিংয়ে থাকা মেসি বল ধরলেই ছেঁকে ধরছিলেন তিন থেকে চার জন। কিন্তু ডাচ টিমের সব কৌশল ভোতা করে মলিনাকে দিয়ে গোল করালেন মেসি। নিজেও আবার পেনাল্টি থেকে গোল করলেন।


দু’দলই রক্ষণ মজবুত রেখে আক্রমণে ওঠার চেষ্টা করছিল। নেদারল্যান্ডস দু’প্রান্ত ব্যবহার করে আক্রমণে উঠছিল, প্রথম ২০ মিনিটে দু’বার আর্জেন্টিনার বক্সে ঢুকে পড়েন মেম্ফিস দেপাই, কোডি গাকপোরা। কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হয়নি এমিলিয়ানো মার্টিন। অন্যদিকে থ্রু বলে ধরে আক্রমণে ওঠার চেষ্টা করছিল আর্জেন্টিনা। মেসির পায়ে বল পড়লেই অন্তত তিন জন মিলে তাঁকে আটকানোর চেষ্টা করছিলেন।

দু’দলেরই খেলা তৈরি হচ্ছিল নিজেদের রক্ষণ থেকে নিজেদের মধ্যে ছোট ছোট পাসে বলের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করছিলেন ফুটবলাররা। তার পরে আক্রমণে উঠছিলেন। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ জমাট থাকায় গোলের সুযোগ তৈরি হচ্ছিল না। মাঝে মধ্যে খেলার গতি খুব মন্থর হয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত মেসির জাদুতে ৩৪ মিনিটের মাথায় এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রায় ৩০ গজ দূরে বল ধরেন মেসি। ঘাড়ের কাছে চার জন ডিফেন্ডারকে নিয়ে সামনের দিকে এগোন। তার পর কোনাকুনি বল বাড়ান বক্সে থাকা মলিনার দিকে। গোলরক্ষকের ডান দিক থেকে বল জালে জড়িয়ে দেন মোলিনা।


one year ago