Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Champion

Neymar: গোড়ালিতে চোট, গ্রুপ লিগের বাকি দুই ম্যাচে কি অনিশ্চিত নেইমার?

বিশ্বকাপের (World Cup 2022) প্রথম ম্যাচে সাম্বা ঝড় তুলে সার্বিয়াকে হারিয়েছে ব্রাজিল। ১২ ঘন্টা পেরোলেও রিচার্লিসনের গোল এখনও চোখে ভাসছে ফুটবল বিশ্বের। এই আবহে তিতের দলের কাছে বড়সড় ধাক্কার সম্ভাবনা। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, গোড়ালির চোটের কারণে সুইৎজারল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন নেইমার। এমনকি গ্রুপের তৃতীয় ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধেও অনিশ্চিত। তাহলে কি গোটা বিশ্বকাপই রিজার্ভ বেঞ্চে বসিয়ে কাটাতে হবে ব্রাজিলের এই তারকা ফুটবলারকে। যদিও সার্বিয়ার ম্যাচে নব্বই মিনিটের আগে চোটের কারণে তাঁকে তুলে নিয়েছিলেন তিতে।

তবে ব্রাজিলের তরফে এখনও সরকারি ভাবে কেউ এ খবর জানায়নি। একাধিক পত্র-পত্রিকা সূত্রে দাবি, সুইৎজারল্যান্ড ম্যাচ থেকে ছিটকেই গিয়েছেন নেইমার। গ্রুপের শেষ তথা তৃতীয় ম্যাচ ক্যামেরুন বিরুদ্ধেও অনিশ্চিত এই পিএসজি স্ট্রাইকার। এদিকে, ব্রাজিল যদি রাউন্ড অফ ষোলো বা প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠে, তাহলে নেইমার খেলতে পারেন। তাঁর চোট পুরোপুরি সারাতে সময় দিতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আগামি ৭-১০ দিনের মধ্যে তাঁর গোড়ালির চোট সেরে যাবে বলে মনে করছে ব্রাজিলের ফিজিও টিম।

তবে তিনি যে পুরো বিশ্বকাপের বাইরে, এই দাবি কেউ নিশ্চিত করতে পারছে না। শুধু গ্রুপ লিগের বাকি ম্যাচ খেলার সম্ভাবনা নেই এই তারকা ফুটবলারের। এই জল্পনা ঘুরেফিরে আসছে একাধিক সংবাদ মাধ্যমে।

one year ago
Qatar: কাম অন ওয়ার্ল্ড, লেটস ফুটবল! বিলাসবহুল খরচে ফুটবলের বিশ্ব যুদ্ধে কাতার

প্রসূন গুপ্ত: ছোট্ট দেশ। বাহারিন এবং আবু ধাবির মধ্যস্থলে অবস্থিত ইসলামিক দেশ কাতার (Qatar)। মূলত নিজেদের আরবিক শ্রেণীভুক্ত বললেও ১৮৭৮ এ স্বাধীন হওয়া কাতারে কখনও আরবিরা কখনও তুর্কিরা রাজ্য চালিয়েছে এই দেশে। একটা সময়ে দরিদ্র দেশ ছিল এই কাতার। কিন্তু তেলের খনি (oil mine) উদ্ধার হওয়ার পর এখন বিশ্বের ধনী দেশগুলির অন্যতম। তুর্কি (turkish) বাহিনী যখন দেশ চালাতো তখন অনেকটাই উদার মানসিকতাই চলতো এই দেশ। কিন্তু আরবিদের হাতে ক্ষমতা আসার পর ফের কিছুটা সংরক্ষিত হয়েছে মহিলা পুরুষ অথবা ইউরোপের প্রভাব। যদিও এই নিয়ে বাধ্যতামূলক নির্দেশিকায় ছাড়ও রয়েছে অনেক। এই দেশে প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ। ৫ তারা হোটেলে অবশ্যই সমস্ত ব্যবস্থা রয়েছে কিন্তু খেলার আগেই কাতার সরকারের পক্ষ থেকে হুলিয়া জারি করা হয়েছে যে প্রকাশ্যে মদ খাওয়া চলবে না। মহিলা পুরুষদের পোশাক ইত্যাদিতেও বিধি নিষেধ আছে।

এই কিছু নিয়ম ছাড়া এসো আনন্দ করো, স্লোগানে শহর দোহা ভরে গিয়েছে। কোটি কোটি ডলার খরচ করে রেকর্ড সৃষ্টি করতে চলেছে কাতার সরকার। এর আগে এর সিকি ভাগ খরচ করেও কোনও বিশ্বকাপ হয়নি। দক্ষিণ কোরিয়া থেকে ব্যান্ড আনা হচ্ছে। এছাড়াও বিশ্বের নামী শিল্পীদের রবিবারের উদ্বোধনী নিমন্ত্রণ করা হয়েছে। বিদেশের বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় থেকে রাজনীতিবিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এদের থাকা খাওয়ার জন্য রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যবস্থা। দেশি বিদেশি সংবাদ মাধ্যম উপস্থিত। তাঁদের জন্য অসাধারণ প্রেস কর্নার করা হয়েছে। সেখানেও থাকবে খেলার ফুটেজ এবং এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা। কাতার সরকার মিডিয়াকে জানিয়েছে, কোনওরকমে এসে পৌঁছন, বাকি খরচ তাঁদের।

ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। এরপর সাড়ে ৯টা নাগাদ শুরু প্রথম খেলা কাতার বনাম ইকুয়েডর। সারা বিশ্ব নজরে রাখবে এই খেলা  কারণ, সারা বিশ্বের জনপ্রিয়তম খেলা এই ফুটবল। চলবে দেড় মাস ধরে। বাঙালির অফিসে ঘুম শুরু হলো বলে।

one year ago
Qatar: এই বিশ্বকাপও কী তুলবে ইউরোপের কোনও দেশ, না নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রীড়াবিশ্ব

প্রসূন গুপ্ত: ইউরোপ কতটা প্রস্তুত এবারের বিশ্বকাপে (Qatar World Cup), এই প্রশ্নের কোনও মানেই হয় না। গত দু দশকে ২০০২-এ শেষ বারের মতো বিশ্বকাপ (FIFA World Cup) পেয়েছিলো ব্রাজিল বা বিশ্বকাপ গিয়েছিলো ল্যাটিন আমেরিকায়। ২০০৬-২০১৪ বিশ্বকাপের ফাইনালে একবারই উঠেছিল কোনও ল্যাটিন আমেরিকার দল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ ফাইনাল হয়েছিল জার্মানি বনাম আর্জেন্টিনার (Germany versus Argentina)। এ ছাড়া বিশ্বকাপজুড়ে এখন শুধুই ইউরোপের জয় জয়কার। ২০১০ থেকে নতুন শক্তি হিসেবে উঠে এসেছে স্পেন, পিছনে টিকিটাকা ফুটবল। ক্রমেই ফুটবল বিশ্বের কাছে চমকপ্রদ হয়ে উঠছে ক্রোয়েশিয়ার মতো পূর্ব ইউরোপের দেশ। এখন প্রশ্ন হচ্ছে এবারের বিশ্বকাপে ইউরোপের কোন দল ডার্ক হর্স?

যে কোনও দেশ বা দলই তাদের সেরা নিয়ে উপস্থিত কাতারে। ব্যতিক্রম শুধু ইতালি, ক্রীড়াপ্রেমীদের কাছে সত্যিই বেদনার যে এই বিশ্বকাপে ইতালি নেই। ডিফেন্স মজুবত রেখে বিপক্ষের জালে বল জড়ানোর ন্যূনতম শিল্পকলা যদি কোনও দেশ দেখতে পারে, তো অবশ্যই ইতালি। তাৎপর্যপূর্ণ বিষয় ইউরো কাপ চ্যাম্পিয়ন হিসেবে হট ফেভারিট থেকেও এই ইতালি বিশ্বকাপে যোগ্যতাও অর্জন করতে পারল না।

ইউরো দলগুলির মধ্যে চ্যাম্পিয়ন লাক রয়েছে জার্মানির, ফ্রান্সের। সুতরাং এই দুই দলের দিকে নজর থাকবে সবারই। তবে ফ্রান্সের গত বছরের দলের অনেকে এবারে রয়েছে।  এমবাপে, গ্রিজম্যান ছাড়াও বাকিদের উপর নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের। গত শতকে পরপর দুবার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। পেলের ব্রাজিল, তবে সেসব এখন ইতিহাস। এছাড়া দেখা গিয়েছে একবারের চ্যাম্পিয়নদের পরের বিশ্বকাপে আর খুঁজে পাওয়া যায়নি। জার্মানিতে কোচ অটুট থাকলেও বহু পরিবর্তন ঘটেছে দলে। এবার এরা কেমন খেলবে তা সময়ে দেখা যাবে। স্পেনও যথেষ্ট গুছিয়ে দলে গড়েছে। স্প্যানিশ খেলোয়াড়দের অধিকাংশই তাদের নিজের দেশে বিভিন্ন ক্লাবে খেলে, ফলে তাদের মধ্যে একটা বোঝাপড়া আছে।

পর্তুগাল দলটিতে গত ১৬ বছর ধরে একটিই নাম রোনাল্ডো। তাঁরও যথেষ্ট বয়স হয়েছে কাজেই ১০ বছর আগের রোনাল্ডো এবারে বিদায় বর্ষে কি করেন সেটাই দেখার। সারা জাগিয়ে কাপ জেতার মতো অবস্থায় পৌছিয়েছিলো ক্রোয়েশিয়া | এবারে নজর তাদের দিকেও। একটি বিষয় দেখার যে এবারেও কি কাপ যাবে ইউরোপে?


one year ago


PV Sindhu: গোড়ালিতে চিড়, ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের বাইরে কমনওয়েলথে সোনা জয়ী পিভি সিন্ধু

সদ্যসমাপ্ত কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও দেশে ফিরেই দুঃসংবাদ অনুরাগীদের দুঃসংবাদ দিলেন পিভি সিন্ধু। চোটের জন্য বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এই শাটলার। চোট এতটাই গুরুতর যে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছেন তিনি। 

জানা গিয়েছে, কমনওয়েলথ গেমসেই গোড়ালিতে চোট পেয়েছেন সিন্ধু। সেই চোট নিয়েই ফাইনাল খেলেন এবং সোনা জেতেন।

জানা গিয়েছে, সিন্ধুর বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড়। সুস্থ হতে এক থেকে দেড় মাস। তাঁকে ঘিরে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ভাল ফলের আশায় ছিল ব্যাডমিন্টন মহল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতেই পারবেন না তিনি। পিভি সিন্ধুর বাবা পিভি রামানা বলেন, 'বার্মিংহাম গেমসেই সিন্ধুর গোড়ালিতে চোট লেগেছে। অসহ্য যন্ত্রণা নিয়েই সেমিফাইনাল খেলেছে। পরে অবশ্য সোনাও জিতেছে। ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। এটা খুবই হতাশজনক। বেশ ভাল ছন্দে ছিল। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছে। কিন্তু সব কিছু আমাদের হাতে নেই।'

2 years ago