Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Birbhum

Birbhum: মোষের গাড়িতে করে অবৈধ কয়লা পাচারের ছক, ঘটনায় গ্রেফতার এক পাচারকারী

আবারও পাচারের আগে অবৈধ কয়লাবোঝাই গাড়ি আটক করল বীরভূমের দুবরাজপুর থানার পুলিস। ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। শনিবার ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয়। 

পুলিস জানিয়েছে, গতকাল অর্থাৎ শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে পুলিস। এরপর দুবরাজপুর থানার পুলিস লক্ষ্মীনারায়ণপুর-রামপুর রাস্তায় একটা ছোট হাতি গাড়ি ও তিনটে মোষের গাড়ি আটক করে। এরপর তল্লাশি চালিয়ে ছোট হাতি গাড়ি ও তিনটে মোষের গাড়ি থেকে প্রায় ১০ টন অবৈধ কয়লা উদ্ধার করে পুলিস। ঘটনাস্থল থেকে পাচারকারী সন্দেহে একজনকে গ্রেফতার করেছে দুবরাজপুর থানার পুলিস। আর বাকি যারা ছিল তারা পুলিস দেখামাত্রই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। 

রাতের অন্ধকারে গাড়িতে করে অবৈধ কয়লা পাচার হচ্ছিল বলে অনুমান পুলিসের। যদিও পাচারের আগেই সমস্ত ছক বানচাল করে দেয় পুলিস। তবে এই পাচারের ঘটনায় একজনকে গ্রেফতার করা হলেও বাকিদের এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। পলাতক অভিযুক্তদের খোঁজের পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। 

6 months ago
Birbhum: ভাইফোঁটার দিন মিষ্টি কিনতে বেরিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত্য়ু বোনের

ভাইফোঁটার দিন সকালে মিষ্টি কিনতে বেরিয়েছিল বোন। কিন্তু আর ফেরা হল না বাড়িতে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল বোনের। বুধবার ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটির রামমন্দিরের কাছে। মৃতার নাম রীতা সাউ (২৫)। বাড়ি বীরভূমের মাডগ্রাম থানার ছোচৌকি গ্রামে। 

জানা গিয়েছে, এদিন সকালে ভাইফোঁটা উপলক্ষে দাদা কুশেন সাউ তাঁর বোন রীতা সাউকে শ্বশুরবাড়ি থেকে বাইকে চাপিয়ে তাঁর ঝাড়খন্ডের মহেশপুর থানার কানিঝারা গ্রামের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। ভাইকে ফোঁটা দেবেন বলে নলহাটির রামমন্দিরের কাছে একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে রাস্তা পার হচ্ছিলেন রীতা সাউ। সেই সময় একটি ট্রাক্টর তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ট্রাক্টরের ধাক্কায় ছিটকে গিয়ে পড়ে যান তিনি। ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। 

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে নলহাটি থানার পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পুলিস মর্গে পাঠায়। ইতিমধ্য়ে ঘাতক ট্রাক্টর ও তার চালককে আটক করেছে নলহাটি থানার পুলিস।

6 months ago
Anubrata: কোলের কেষ্টকে কি ছেঁটে ফেলল তৃণমূল! বীরভূমের জেলা সভাপতি পদ নিয়ে জল্পনা

মণি ভট্টাচার্য: ১১ অগাস্ট, ২০২২, গরু পাচার মামলায় বীরভূমে নিজের বাড়ি থেকে গ্রেফতার হয় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মন্ডল। সময় যত এগিয়েছে ততই বিপাকে পড়েছেন কেষ্ট। কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়েছে একমাত্র মেয়ে, বাজেয়াপ্ত হয়েছে সিংহভাগ সম্পত্তি। তবুও কোথাও যেন অনুব্রতর পাশে ছিল তাঁর দল তৃণমূল। যে দলের জন্য প্রাণ নিয়োজিত ছিল কেষ্টর। অনুব্রতহীন বীরভূমে অনেক ঝড় ঝাপ্টা সামলেছে তৃণমূল। তবুও জেলে থেকেও তিনিই ছিলেন জেলা সভাপতি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া মন্ত্রী পার্থ, তৃণমূল নেতা শান্তনু, কুন্তল। একের পর এক ডানা ছেঁটে ফেলা হয়েছে সবারই। তবুও গ্রেফতারির পরেও কখনও জেলা সভাপতি পদ থেকে নাম বাদ যায়নি অনুব্রতর। কিন্তু ব্যাঘাত ঘটল আজ অর্থাৎ সোমবার। সোমবার তৃণমূল সাংগঠনিক জেলা সভাপতি পদের রদবদল ঘটেছে। আর সেখানেই বীরভূমের জেলা সভাপতির জায়গায় নাম নেই অনুব্রতর। বরং ওই জেলা সভাপতি পদ শুন্য রেখে সেখানে লেখা হয়েছে, 'কোর কমিটি টু কমিটি।' অর্থাৎ মমতার গড়ে দেওয়া কোর কমিটিই দেখভাল করবে বীরভূমের। এখানেই জল্পনার শুরু।

সূত্রের খবর, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের আগে কেষ্টহীন অশান্ত বীরভূমে শান্তি ফেরাতে সাংগঠনিক দায়িত্ব সামলানোর জন্য কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। ইঙ্গিতপূর্ণ ঘটনা হল ওই ৭ জনের কোর কমিটিকে সম্পসারণ করে ৯ জনের কোর কমিটি গঠন করা হয়। যেখানে স্থান দেওয়া হয় কেষ্ট বিরোধী ২ জনকে। যেমন পূর্বে কোর কমিটিতে ছিলেন, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ এবং রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। মমতা ওই কোর কমিটিতে সাংসদ শতাব্দী রায়, কাজল শেখ এবং বোলপুর লোকসভার সাংসদ অসিত মালকে জায়গা দেওয়া হয়। এবার বীরভূমের জেলা সভাপতি পদে অনুব্রতর নাম জেলা সভাপতি পদ থেকে সরিয়ে ওই কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি যে নামটা বারবার ফুটে উঠছে সেটা হল কাজল শেখ। যাকে বরাবর অনুব্রত বিরোধী নামেই চিনেছে বীরভূম। বর্তমানে যিনি অনুব্রতহীন বীরভূমের জেলা সভাধিপতি হিসেবে নয়া দায়িত্ব পেয়েছেন। যদিও পালা বদলের পরে এই দায়িত্বে ছিলেন অনুব্রত ঘনিষ্ঠ বিকাশরায় চৌধুরী।

এ অবস্থায় বীরভূমের জেলা সভাপতি পদ অর্থাৎ অনুব্রতর পদে এখনই কাউকে না বসিয়ে কি প্রমান করতে চাইল তৃণমূল। কোথাও কি অনুব্রতকে বোঝাতে চাইল যে দল এখনও পাশে আছে? নাকি তৃণমূল প্রমান করতে চাইল লোকসভা ভোটের আগে দুর্নীতি মুক্ত দল গড়তে চায় তৃণমূল। 

6 months ago


Birbhum: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিলল টিকটিকি, ঘটনায় উত্তেজিত রানীপাথর গ্রাম

এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে দেখা মিলল টিকটিকি। বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে খয়রাশোল ব্লকের রানীপাথর গ্রামের দাসপাড়া ৩৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এই ঘটনায় বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনের মতো এদিন সকালেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল। এরপর শিশুদের মায়েরা সেই খিচুড়ি নিয়ে বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পর শিশুদের জন্য রান্না করা সেই খিচুড়ি খাওয়াতে গিয়েই অভিভাবকদের চোখে পড়ে টিকটিকি। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। তারপর খবর দেওয়া হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। যে শিশু ও মায়েরা খিচুড়ি খেয়েছিল তাঁদেরকে খয়রাশোলের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। প্রায় ২৫ জন শিশু ও মা যায় স্বাস্থ্যকেন্দ্রে। যদিও এখনও পর্যন্ত কারোর কোন শারীরিক সমস্যা হয়নি বলে জানা গিয়েছে। বর্তমানে প্রত্যেকেই সুস্থ অবস্থায় রয়েছে বলে জানান চিকিৎসক। 

6 months ago
Accident: প্রাতঃভ্রমণে বেড়িয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু এক পথচারীর, আটক ঘাতক গাড়ি সহ চালক

প্রাতঃভ্রমণে বেড়িয়ে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক পথচারীর। ঘটনায়  ঘাতক গাড়ি সহ চালককে আটক করেছে মল্লারপুর থানার পুলিস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার গদাধরপুর গ্রামের কাছে। পুলিস সূত্রে খবর, মৃত ব্য়ক্তির নাম অমিয় পাল। বাড়ি গদাধরপুর বাজার এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিস গিয়ে মৃতদেহটি উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিস মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালেও প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন অমিয় পাল। তারপর তিনি বোলপুর-রাজগ্রাম রাজ্য সড়ক ধরে গদাধরপুর থেকে মল্লারপুরের অভিমুখে হাঁটছিলেন। ঠিক সেই সময় পিছন থেকে দ্রুত গতিতে একটি চারচাকা গাড়ি এসে তাঁকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় কিছু দূর ছিটকে গিয়ে পড়েন তিনি। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপর স্থানীয়রা বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে খবর দেয় পুলিসকে। তারপর পুলিস এসে মৃতদেহটি উদ্ধার করে এবং পুরো ঘটনাটির তদন্ত শুরু করে। 

6 months ago


Birbhum: লক্ষ্মীপুজোর খিচুড়ি খেয়ে মৃত্যু শিশু সহ মোট তিন জনের, অসুস্থ প্রায় ১৫

বীরভূমের রাজনগরের মালিপাড়ায় লক্ষ্মীপুজোর দিনের বাসি খিচুড়ি খেয়ে এবার মৃত্যু হল শিশু সহ মোট তিন জনের। বুধবার রাতেই মৃত্যু হয় আরও একজনের। ঘটনায় অসুস্থ প্রায় ১৫ জন। বর্তমানে তাঁদের মধ্যে কয়েকজন এখনও সিঊরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর যারা ভর্তি আছে তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল। এই মর্মান্তিক ঘটনায় একই পারিবারে নাতনি ও দাদুরও মৃত্যু হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। 

স্থানীয় সূত্রে খবর, শনিবার লক্ষীপুজো উপলক্ষে গ্রামে খিচুরি প্রসাদ দেওয়া হয়েছিল। সেখানে গ্রামের অনেক মানুষ গিয়ে খেয়ে এসেছিল। আর বাড়তি খিচুরি রেখে দেওয়া হয়েছিল। পরের দিন অর্থাৎ সোমবার সেই বাসি খিচুরি খেতেই অসুস্থ হয়ে পরে গ্রামের অধিকাংশ লোক। অসুস্থদের প্রথমে রাজনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতির কারণে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

6 months ago
Birbhum: বহরমপুরের ছায়া বীরভূমে, কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা, আটক অভিযুক্ত

সম্প্রতি ফাঁসির সাজা শোনানো হয়েছে বহরমপুরের নার্সিং ছাত্রী খুনে দোষী সুশান্ত চৌধুরীকে। এবার এই একই ঘটনার ছায়া বীরভূমের সাঁইথিয়ায়। বুধবার , প্রকাশ্য দিবালোকে কলেজ ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। এক দোকানদার তরুণীকে বাঁচাতে এলে তাঁকেও কোপানো হয় বলে অভিযোগ।আটক করা হয়েছে অভিযুক্ত যুবককে।

জখম অবস্থায় ছাত্রীকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। অভিযুক্ত যুবকের নাম নাজিবুল হক।  স্থানীয়রা যুবককে ধরে পরে পুলিশের হাতে তুলে দেয়। যদিও কেন এই আক্রমণ? এর উত্তরে যুবক জানান ‘তাঁর মনে পড়ছে না’

6 months ago
Birbhum: লক্ষ্মীপুজোর খিচুড়ি খেয়ে মৃত্যু দাদু ও নাতনির, অসুস্থ প্রায় ১৫ জন

লক্ষ্মীপুজোর দিন রান্না করা বাসি খিচুড়ি খেয়ে মৃত্যু হল এক শিশু ও বৃদ্ধর। অসুস্থ প্রায় ১৫ জন। ঘটনাটি ঘটেছে বীরভূমের রাজনগরের মালিপাড়ায়। একই পারিবারে নাতনি ও দাদুর মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার। মৃতদেহ দুটির ময়নাতদন্তের জন্য় সিঊরি হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা গ্রামজুড়ে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার লক্ষীপুজো উপলক্ষে গ্রামে খিচুরি প্রসাদ দেওয়া হয়। সেখানে গ্রামের অনেক মানুষ গিয়ে খেয়ে এসেছিল। আর বাড়তি খিচুরি রেখে দেওয়া হয়েছিল। পরের দিন অর্থাৎ সোমবার সেই বাসি খিচুরি খেতেই অসুস্থ হয়ে পরে গ্রামের অধিকাংশ লোকজন। অসুস্থদের প্রথমে রাজনগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়ার পর অবস্থার অবনতির কারণে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয়দের দাবি, লক্ষ্মীপুজোর দিন যারা যারা ওই খিচুড়ি খেয়েছিল তাঁদের কিছু হয়নি। কিন্তু পুজোর পরের দিন বাসি খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন সবাই। 

হাসপাতালের সুপার নিলাঞ্জন মণ্ডল জানিয়েছেন, ওই রোগীদের চিকিৎসার যাতে কোনো অসুবিধা না হয় তারজন্য দুজন অ্যাসিস্ট্যান্ট সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি খতিয়ে দেখা হচ্ছে ওই বাসি খাবারে কোনও বিষক্রিয়া ছিল না।

6 months ago


Birbhum: পুলিসি অসহযোগিতা! বাড়িতে ঢুকে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে

ভোররাতে বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা  ও শ্লীলতাহানির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে।। ঘটনাটি ঘটেছে বীরভূমের লাভপুর থানার অন্তর্গত বিষয়পুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।  জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা হেমন্ত ধীবর প্রতিদিনের মতো ঘটনার দিনও ভোর তিনটে নাগাদ মাছ ধরে বিক্রি করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েন। সেই সুযোগ কাজে লাগিয়ে তাঁর বাড়িতে ঢোকেন অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা মন্মথ পাল। অভিযোগ, এরপর হেমন্ত ধীবরের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। কিন্তু তাঁর স্ত্রী বাধা দিলে শ্লীলতাহানিরও চেষ্টা করেন বলে অভিযোগ জানান হেমন্ত। পাশপাশি পুলিসি অসহোযগিতার অভিযোগও এনেছেন হেমন্ত।

হেমন্ত ধীবর আরও জানিয়েছেন, ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর ১১ ও ১৫ বছরের মেয়ে। বড় মেয়ে চিৎকার শুনে এগিয়ে আসতেই পালিয়ে যান অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা। তাঁর আরও দাবি, লাভপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলেও অভিযোগ নেওয়া হয়নি। এমনকি কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। পরিবারের সদস্যরা ও গ্রামবাসীরা সকলেই চাইছেন অভিযুক্তের শাস্তি হোক। তাঁদের দাবি, এই ঘটনা প্রথম নয় এর আগেও অভিযুক্ত ওই ব্যক্তি এমন ঘটনা ঘটিয়েছেন। রীতিমতো আতঙ্কে থাকতে হচ্ছে গ্রামবাসীদের। বিশেষ করে মেয়েদের এবং বাড়ির মহিলাদের নিরাপত্তা নিয়ে ভয়ে থাকতে হচ্ছে।

তবে ঘটনার পর থেকে অভিযুক্তের বাড়ি ফাঁকা। গ্রামেও তাঁদের দেখা পাওয়া যাচ্ছে না। গোটা ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও পুলিস সূত্রে খবর, ইতিমধ্যেই মামলা রাজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি করছে পুলিস।

6 months ago
Acid Attack: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীর গায়ে অ্যাসিড ছুঁড়ে পলাতক স্বামী

পারিবারিক অশান্তির জেরে স্ত্রীর গায়ে অ্যাসিড ছোঁড়ার অভিযোগ উঠল স্বামীর বিরূদ্ধে। ঘটনায় জখম এক শিশু সহ আরো দু'জন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের মাড়গ্রাম থানার মহিল্লাপাড়া গ্রামে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত স্বামীর নাম অসীম লেট। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাড়গ্রাম থানার পুলিস।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে স্বামী স্ত্রী মধ্যে অশান্তি চলছিল। গতকাল অর্থাৎ শনিবার সকালে অসীম লেটের স্ত্রী বাড়ি ছেড়ে মাড়গ্রাম থানার  মহিল্লাপাড়া মেয়ের বাড়ি যায়। সেই খবর শুনে অসীম লেটও তাঁর মেয়ের বাড়ি যায় স্ত্রীর খোঁজে। তারপর সেখানে স্বামী ও স্ত্রীর মধ্যে তুমুল অশান্তির সৃষ্টি হয়। 

অভিযোগ, অশান্তির চলাকালীন বোতলের মধ্যে থাকা অ্যাসিড বের করে তাঁর স্ত্রীর গায়ে ছোড়ে অভিযুক্ত স্বামী। অসীমের ছোঁড়া অ্যাসিড তাঁর স্ত্রী, মেয়ে এবং নাতির গায়েও লাগে। পরিবারের লোক তাঁদের উদ্ধার করে তড়িঘড়ি রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছে অভিযুক্ত স্বামী অসীম লেট। এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস প্রশাসন।

6 months ago


Birbhum: সদ্যোজাত শিশুকে পাচারের অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে, গ্রেফতার আট অভিযুক্ত

সদ্যোজাত শিশুকে পাচার। এমন গুরুতর অভিযোগ উঠেছে নার্সিং হোমের বিরুদ্ধে। অপারেশন থিয়েটার থেকে দুই টেকনিসিয়ান সহ ৮ জনকে গ্রেফতার করে লাভপুর থানার পুলিস। মাত্র ২০ হাজার টাকার বিনিময়ে সদ্যোজাত শিশুকে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে পাচারকারীরা৷ ঘটনাটি ঘটেছে বোলপুরের একটি নার্সিংহোমে। প্রাথমিক তদন্তে তথ্য মেলে পুলিসের হাতে৷ 

জানা গিয়েছে, গত ২০ সেপ্টেম্বর লাভপুরের বাসিন্দা এক প্রসূতিকে বোলপুরের ওই নার্সিংহোমে ভর্তি করেছিল৷ সেদিনই একটি শিশুর জন্ম হয়। পুলিস সূত্রে খবর, অপারেশন থিয়েটার থেকেই সদ্যোজাতকে মাত্র ২০ হাজার টাকায় লাভপুরের কুর্ণাহারে বিক্রি করা হয় সদ্যজাত শিশুটিকে। পরে ফের ৭৫ হাজার টাকায় ওই সদ্যোজাত শিশুকে বিক্রি করা হয়৷ এই গোটা বিষয়টি সূত্রের মাধ্য়মে জানতে পেরে তদন্তে নামে লাভপুর থানার পুলিস। 

সদ্যোজাত শিশু পাচার চক্রের ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছে পুলিস। তাদের মধ্যে হেমন্ত মাজি ও সরূপ দাঁ দুজন আদ্যাশক্তি নার্সিংহোমের অপারেশন থিয়েটারের টেকনিসিয়ান৷ প্রাথমিক তদন্তে পুলিস জানতে পারে নার্সিংহোমের এই দুই কর্মীর প্রত্যক্ষযোগে রমরমিয়ে চলত শিশু পাচার৷ অপারেশন থিয়েটারে শিশু জন্মানোর পরেই সুযোগ বুঝে দরদাম ঠিক হয়ে যেত। কখনও পরিবারকে রাজি করিয়ে চলত শিশু পাচার, আবার কখনও সন্তান জীবিত নেই বলে পাচার করে দেওয়া হত৷ 

সোমবার ধৃতদের বোলপুর মহকুমা আদালতে তোলা হয়৷ বিচারক ৭ দিন পুলিসি হেফাজতের নির্দেশ দেন। ঘটনার পর থেকে নার্সিংহোমের অফিসে ঝুলছে তালা। হাসপাতালে নেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। শুধুমাত্র হাসপাতালের কর্তৃপক্ষের তরফে একজন ছিল। কিন্তু তাঁকে প্রশ্ন করা হলেও তিনি মুখ লুকিয়ে পালিয়ে যান৷

7 months ago
Collapsed: বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের পর এবার ঝাড়গ্রাম, দেওয়াল চাপা পড়ে ফের মৃত্যু

বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এরপর ঝাড়গ্রাম। ফের মাটির বাড়ি ভেঙে মৃত্যু এক বৃদ্ধের। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন দু’জন। সূত্রের খবর, মাটির বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে আরও দুটি গবাদি পশুর। সোমবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের জামবনিতে। পুলিস জানিয়েছে, মৃতের নাম শ্যামাপদ নায়েক (৬০)।

স্থানীয় সূত্রে খবর, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কয়েক দিন ধরে প্রবল বৃষ্টিতে স্তব্ধ হয়েছে জনজীবন। রবিবার রাতেই বেলপাহাড়িতে ভেঙে পড়ে তিনটি মাটির বাড়ি। ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের কাপগাড়ি গ্রাম পঞ্চায়েতের হাতিয়াশুলি গ্রামে দেওয়াল চাপা পড়ে শ্যামপদ নামে ওই বৃদ্ধের। অপরদিকে ঝাড়গ্রাম জেলার বিনপুর ২ ব্লকের বেলপাহাড়ি থানার সন্দাপাড়া গ্রাম পঞ্চায়েতের চেকুয়াপাল গ্রামে তিনটি মাটির বাড়ি ভেঙে পড়ে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন দুই ব্যক্তি। তবে তাঁদের পোষ্য দুটি গরুর মৃত্যু হয়েছে।

ওদিকে শনিবার বাঁকুড়ায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের। এরপর রবিবারও সকালে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শিশুর এবং বীরভূমে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঝাড়গ্রামে এই মৃত্যুর ঘটনার পর, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭।

7 months ago
Birbhum: ভিনরাজ্য়ে কাজের উদ্দেশ্য়ে গিয়ে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক

ভিনরাজ্য়ে কাজে গিয়ে মাঝ রাস্তায় নিখোঁজ রাজ্য়ের এক পরিযায়ী শ্রমিক। বীরভূমের পাড়ুই থানার সাত্তর অঞ্চলের মনোহরপুর গ্রামের বাসিন্দা রূপকুমার বাউরী গ্রামের এক প্রতিবেশির সঙ্গে মুম্বই যাচ্ছিলেন। নিখোঁজ শ্রমিকের পরিবার বীরভূমের পাড়ুই থানায় অভিযোগ করতে গেলে ফিরিয়ে দেওয়া হয়। অভিযোগ নিতে অস্বীকার করে বলে দাবি পরিবারের। 

জানা গিয়েছে, গত সোমবার রূপকুমার বাউরীর শ্বশুরবাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার অন্তর্গত পালিটা গ্রামের প্রতিবেশী কুমার সর্দারের সঙ্গে রাজমিস্ত্রির কাজে ট্রেনে করে মুম্বই যাচ্ছিল। এরপর বম্বে ঢোকার আগে আচমকায় নিখোঁজ হয় রূপকুমার বাউরী। নিখোঁজের পর চার দিন কেটে গেলেও কোনও খবর পাওয়া যায়নি তাঁর। যার ফলে ওই নিখোঁজ শ্রমিকের পরিবার স্বাভাবিকভাবে চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়ে। 

মুখ্য়মন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ কমিটিও গঠন করেছেন। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের কথা ভাবলেও বীরভূমের পাড়ুই থানার পুলিস কোনো সহযোগিতা করছে না বলে অভিযোগ নিখোঁজ শ্রমিকের পরিবারের। যদিও এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মনোহরপুর গ্রাম জুড়ে।

7 months ago


Birbhum: আর্থিক অনটন! চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্যহীন মেয়েকে বেঁধে রাখেন বাবা-মা

অর্থের অভাবে মানসিক ভারসাম্যহীন মেয়েকে চিকিৎসা করাতে না পেরে বেঁধে রাখতে বাধ্য় হলেন মা-বাবা। ঘটনাটি দুবরাজপুর ব্লকের হালসোত কলোনিপাড়ার। ১৪ বছরের ওই নাবালিকাকে প্রায় ৭-৮ বছর ধরে বাড়িতে থাকা বাঁশের খুটির সঙ্গে বেঁধে রাখা হত। অভিযোগ, বারংবার গ্রামের প্রধান, মেম্বার এবং বিডিও অফিসে জানিয়েও কোনো লাভ হয়নি। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, মানসিক ভারসাম্য়হীন ওই নাবালিকার জন্মের পর অল্প অল্প কথা বলতে পারলেও পরে তা বন্ধ হয়ে যায়। তারপর থেকেই মানসিক ভারসাম্য়হীনতার কারণে দিন-রাত বেঁধে রাখতে হয় তাঁকে। কারণ বেঁধে না রাখলে সে যেখানে সেখানে পালিয়ে যায় বলে পরিবারের দাবি। 

অসুস্থ নাবালিকার বাবা কার্তিক বাগদি ভিক্ষা করে কোনওক্রমে সংসার চালান। দিনে আয় বলতে ২-৩ কেজি চাল। আর এভাবে দিন চলে যাচ্ছে। মা শকুন্তলা বাগদি বাড়িতেই থাকেন। তাঁর অসুস্থ মেয়ের জন্য কোথাও কাজে যেতে পারেন না সে। আর্থিক অনটনের কারণে চোখের সামনে মেয়ের অসহায়তা দেখছে তাঁর বাবা-মা। 

জানা গিয়েছে, তাঁরা কোনো সরকারি ভাতা কিংবা সাহায্য পাননা। যদি সরকারিভাবে কোনও সাহায্য পাওয়া যায় তাহলে অসুস্থ মেয়ের চিকিৎসা করাতে পারবেন বলে তাঁরা জানান। তবে এই বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে ব্লক আধিকারিক। 


7 months ago
Rampurhat: দালালচক্রের থাবায় চিকিৎসক! রামপুরহাটে 'উলটপুরাণ'?

এ যেন ঠিক উলটপুরাণ। একদিকে যখন বিভিন্ন সরকারি হাসপাতালে দাপিয়ে বেরাচ্ছে দালালরাজ। দালালচক্রের দাদাগিরিতে অতিষ্ট রোগীর পরিজন। ঠিক সেইসময় কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায়ের অভিযোগ উঠল রামপুরহাটের একটি দালাল চক্রের বিরুদ্ধে। সোমবার সেই চক্রের বিরুদ্ধে রামপুরহাট মহকুমা পুলিস আধিকারিকের দারস্থ হন আইএমএ রামপুরহাট শাখার চিকিৎসকরা। সুরাহা না হলে আগামিদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন চিকিৎসকরা।

জানা গিয়েছে, হাসপাতাল বা নার্সিংহোমে কোনও রোগীর মৃত্যু হলে, পরিবারের পাশাপাশি বেশ কিছু লোক ঝাঁপিয়ে পড়ে চিকিৎসকের ওপর। অভিযোগ, বিভিন্নভাবে চিকিৎসকদের থেকে মোটা টাকা দাবি করা হয়। ডাক্তাররা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ চিকিৎসক তথা তৃণমূল বিধায়ক অশোক চট্টোপাধ্যায়ের।

চিকিৎসকদের হেনস্থা? দালালরাজের কোপে খোদ চিকিৎসক? কয়েকদিন আগে রামপুরহাট শহরের একটি নার্সিংহোমে এক রোগীর মৃত্যু হয়। ভুল চিকিৎসার অভিযোগ তুলে ১১ লক্ষ টাকা দাবি করা হয় চিকিৎসকের কাছে। অভিযোগ, টাকা না দিলে পিটিয়ে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। স্বাভাবিকভাবেই আতঙ্কে  রয়েছেন রামপুরহাটের চিকিৎসককূল।

জেলায় জেলায় বাড়ছে দালালরাজের দৌরাত্ম্য। নিস্তার মিলছে না চিকিৎসকদেরও। টাকা না দিলে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।

7 months ago