Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Baruipur

Hospital: Notes ভ্যাপসা গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা, মানবিক সিদ্ধান্ত বারুইপুর হাসপাতালের

গরমে ওষ্ঠাগত প্রাণ। রাস্তায় বেরোলেই চোখমুখ যেন ঝলসে যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ ও গরম হাওয়ায় নাজেহাল বঙ্গবাসী। এমন পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অবস্থা যেন আরও করুণ। ওয়ার্ডের গুটিকয়েক পাখার হাওয়ায় গরমের তীব্রতা যেন আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে রোগীদের সুবিধার্থে মানবিক সিদ্ধান্ত নিয়ে নজির সৃষ্টি করল দঃ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতাল। পুরুষ বিভাগের রোগীদের থাকার জন্য শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ডের ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গিয়েছে, প্রায় ৩৯ জন রোগী ভর্তি ছিলেন পুরুষ ওয়ার্ডে। কিন্তু ওয়ার্ডটি শীততাপ নিয়ন্ত্রিত না হওয়ায় গরমে কষ্টে পাচ্ছিলেন রোগীরা। অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্যকর্মীরাও। ব্যাহত হয় চিকিৎসা পরিষেবাও। এরপরই শীততাপ নিয়ন্ত্রিত ওয়ার্ডে স্থানান্তরিত করা হয় রোগীদের। 

a week ago
Baruipur: মাঠে গাড়ি চালনো নিয়ে বচসা! বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তৃণমূল কর্মীকে খুন, গ্রেফতার ১২

ফের রাজ্য়ে খুন তৃণমূল কর্মী। বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনায় এখনও অবধি ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাকে ঘিরে ব্য়াপক উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এসডিপিও বারুইপুরের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী। মৃত ব্য়ক্তির নাম সাইদুল আলী শেখ। পেশায় একজন গাড়িচালক। 

পরিবার সূত্রে খবর, শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে পাড়ার পরিচিত এক যুবক সাইদুলকে ডেকে নিয়ে যায়। তারপর তাঁর কাছে জানতে চায় ক্লাবের সামনের মাঠে কেন গাড়ি চালিয়েছিলেন, তা নিয়ে শুরু হয় ক্লাবের ছেলেদের সঙ্গে সাইদুল আলি শেখের বচসা। কথা কাটাকাটি চলাকালীন আচমকা তাঁকে এলোপাথারি কোপাতে শুরু করে এবং লোহার গরম রড দিয়ে বেধড়ক মারধর করে ক্লাবের ছেলেরা।

অভিযোগ, চিৎকার-চেঁচামেচি শুনে সাইদুলের বাড়ির লোকজন তাঁকে বাঁচাতে গেলে তাঁদের সামনেই তাঁকে মারধর করা হয়। এমনকি সাইদুলের স্ত্রী ও মেয়েকে নাকি মারধর করা হয় বলে অভিযোগ। স্বামীর প্রাণ ভিক্ষা চেয়ে অনেকবার অনুরোধ করলেও সাইদুলকে নির্মমভাবে মারা হয়। এরপর গুরুতর আহত অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে কলকাতায় স্থানান্তর করা হয়। 

রবিবার ভোরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় সাইদুল আলী শেখের। এই মর্মান্তিক মৃত্য়ুর ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয়দের দাবি, সাইদুল আলী শেখ এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে গাড়ি চালনো নিয়ে ঝামেলার জেরে এই ঘটনা নাকি এর পিছনে রাজনৈতিক হিংসা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস।   


5 months ago
Baruipur: স্ত্রীকে খুন করে পলাতক স্বামী, ঘটনায় চাঞ্চল্য় বারুইপুরে

স্ত্রীকে খুন করে পুঁতে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় পলাতক অভিযুক্ত স্বামী। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। খবর পেয়ে ঘটনাস্থলে বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়ের নীতিতে বিশাল পুলিস বাহিনী যায়। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম অঞ্জলি মণ্ডল (৩৭)। এবং অভিযুক্ত স্বামীর নাম রবিন মণ্ডল। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত শিখর বালি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রপালার মনসাতলা গ্রামে। এই ঘটনাকে ঘিরে ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়। 

পরিবার সূত্রে জানা গিয়েছে, দশমীর দিন অর্থাৎ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ওই গৃহবধূ। তারপর থেকে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো খবর মেলেনি তাঁর। এরপরেই বাড়ির ভিতর থেকে একটা পচাগন্ধ পায় স্থানীয়রা। এই বিষয়ে সন্দেহ হওয়া মাত্রই পুলিসে খবর দেওয়া হয়। এরপর পুলিস গিয়ে ছাগলের ঘর থেকে মাটি খুঁড়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠায়। ইতিমধ্য়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস প্রশাসন। 

6 months ago


Baruipur: পাড়ার কুকুরকে বাঁচাতে গিয়ে আহত প্রতিবাদী পরিবার, বারুইপুর থানায় লিখিত অভিযোগ

কয়েকজন উন্মত্ত যুবকের হাত থেকে পাড়ার কুকুরদের বাঁচাতে গিয়ে আক্রান্ত বারুইপুরের নড়িদানা এলাকার এক পরিবার। রবিবার রাতের এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে। বারুইপুর থানায় এই ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, পাড়ার কুকুরদের দেখভাল করেন এলাকার মণ্ডল পরিবার। অভিযোগ কয়েকজন যুবক পাড়ার একটি কুকুরের উপরের অত্যাচার করে। তার প্রতিবাদ করেন কার্তিক মণ্ডল। পাল্টা তাঁকে মারধোর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত হয় কার্তিকের পরিবার।

অভিযোগ মণ্ডল পরিবারের উপর হামলা করে প্রায় ১৫ থেকে ২০ জন যুবক। যারা প্রত্যেকেই মদ খেয়ে ছিল। আক্রান্ত পরিবারকে বাঁচাতে গিয়ে হামলার মুখে পড়েন বেশ কয়েকজন প্রতিবেশীরাও। ওই হামলায় কার্তিকের ছেলে অভিষেক মণ্ডলের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।

ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। একাধিক ব্যক্তির বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তবে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবকরা।

8 months ago
Robbery: আগ্নেয়াস্ত্র, ও নম্বরপ্লেট হীন গাড়ি সহ গ্রেফতার এক, জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

দীর্ঘদিন ধরেই বারুইপুর কামালগাজি বাইপাস এলাকায় গাড়ি থামিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠছিল। সামনে এসেছিল একাধিক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনাও। অভিযোগের ভিত্তিতে তদন্তও চলছিল। এবার ওই ঘটনার তদন্তে আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিস। পুলিস জানিয়েছে অভিযুক্ত ওই ব্যক্তির নাম সৌরভ সামন্ত ওরফে রানা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাই সংক্রান্ত ঘটনাগুলিতে বহু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছে বলে পুলিস আধিকারিকদের দাবি। সোমবার রাতে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিস, মঙ্গলবার অভিযুক্তকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে বলে পুলিসের।

পুলিস সূত্রের খবর, অভিযুক্ত রানার থেকে তল্লাশি চালিয়ে, একটি ৭ এমএম পিস্তল, ২ রাউন্ড লাইভ কার্তুজ ও নগদ ১২ হাজার টাকা এবং একটি নাম্বারপ্লেট বিহীন প্রাইভেট গাড়ি বাজেয়াপ্ত করেছে বারুইপুর থানার পুলিস। এরপরই পুলিশের সন্দেহ হওয়ায় ওই অভিযুক্তকে জেরা করা শুরু করে তদন্তকারী অফিসাররা। পুলিস জানিয়েছে, ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে বহু গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছে পুলিস, ইতিমধ্যেই ওই অভিযুক্তর বয়ানের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিস সুত্রে আরও জানা গিয়েছে গোপন সূত্র মারফত খবর পেয়ে বারুইপুর থানার পুলিস সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে নাম্বার প্লেট বিহীন একটি গাড়িকে আটকায়। গাড়ির মধ্যে ছিল সৌরভ সামন্ত। তার বাড়ি সোনারপুর থানা এলাকার গোবিন্দপুর এলাকায়। গাড়িতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ টাকা, মোবাইল বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের নামে সোনারপুর, নরেন্দ্রপুর থানা এলাকায় একাধিক চুরি ছিনতাইয়ের মামলা আছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।

8 months ago


Baruipur: ডিএ নয়, সুস্থ পরিবেশের দাবিতে ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষক ও ছাত্রছাত্রীরা

ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষকেরা। আন্দোলন, বিক্ষোভ ছাড়া উপায়ও নেই। ডিএ-র দাবি নয়, এবার স্কুলের পাশে ময়লা আবর্জনা দূর করতে ক্লাসরুম ছেড়ে রাস্তায় নামলেন শিক্ষক শিক্ষিকারা। আর আসবেন নাই বা কেন। দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সীতাকুণ্ড রোডে মাদারাট পপুলার একাডেমী স্কুলের পাশেই বিশাল আবর্জনার স্তূপ। প্রশাসনের নজরে বিষয়টি আনার জন্যই প্রতিবাদের পথ বেছে নিলেন শিক্ষকেরা। আন্দোলনে সামিল হয়েছে ছাত্র-ছাত্রীরাও।

শিক্ষকরা জানিয়েছেন, বৃষ্টি হলে ভ্যাটের দুর্গন্ধে ক্লাস করানো যায়না। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশের ফলে স্কুলের ছাত্রছাত্রীরা বারংবার অসুস্থ হয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দারাও অসুবিধের সম্মুখীন হচ্ছেন। বারংবার প্রশসনকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই রাস্তায় নেমে প্রতিবাদের পথকেই তা৬রা বেছে নিয়েছেন।

স্কুলেরই এক ছাত্রী জানিয়েছে, দীর্ঘদিন ধরে এই ময়লা আবর্জনা ডিঙ্গিয়ে স্কুলে ঢুকতে হচ্ছে তাঁদের। তাঁদের অভিভাবকরাও একাধিকবার আপত্তি জানিয়েছেন। স্থানীয় নেতৃত্বকে জানিয়েছেন। তবুও সমস্যার সমাধান হয়নি।

8 months ago
Accident: ভয়াবহ দুর্ঘটনা! বারুইপুরে ছোট হাতি গাড়ির ধাক্কায় মৃত্যু ব্যবসায়ীর

মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) প্রাণ হারালেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর (Baruipur) ক্যানিং রোডের রামনগর মোড়ে। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় দ্রুতগতিতে আসা একটি ছোট হাতি গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন। ইতিমধ্যে বারুইপুর থানার পুলিস ঘাতক ছোট হাতি গাড়িটিকে আটক করেছে। পলাতক ঘাতক গাড়ির চালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

পুলিস সূত্রে খবর, ব্যবসায়িক কাজ সেরে ক্যানিং-এর তালদি থেকে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন বারুইপুর পুরাতন বাজার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মলয় কুমার সাঁতরা। সেই সময় বারুইপুরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ছোট হাতি গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন ওই ব্যবসায়ী। তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

8 months ago
Snatching: বন্দুক দেখিয়ে মুদির দোকান থেকে সাত হাজার টাকা ছিনতাই! চাঞ্চল্য বারুইপুরে

বন্দুক দেখিয়ে মুদির দোকানে ছিনতাইয়ের (Snatching) ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর (Baruipur) আমতলা রোডের দিঘীর সান এলাকায়। শুনতে অবাক লাগলেও দুষ্কৃতীরা দুটি সিগারেট সহ সাত হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। যদিও এই ঘটনায় কেউ আক্রান্ত হয়নি। তবে হঠাৎ এই ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বারুইপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস (Police)। 

অভিযোগকারী ব্যবসায়ী জানান, শনিবার রাত ন'টা নাগাদ দোকান বন্ধ করতে যান তিনি। ঠিক সেই সময়ই একটি বাইক এসে তাঁর দোকানের সামনে দাঁড়ায়। তারপর বাইক থেকে দু'জন নেমে দোকানের ভিতরে ঢুকে দুটি সিগারেট চায়। সিগারেট দেওয়ার পরে দুষ্কৃতীরা তাঁকে সিগারেটের দামও দেয়। ব্যবসায়ীর দাবি, সিগারেট দেওয়ার কিছুক্ষণ পর ওই দু'জন ব্যক্তির মধ্যে একজন তাঁর মাথায় বন্ধুক ঠেকিয়ে টাকার ব্যাগটি কেড়ে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তিনি আরও দাবি করেন, ওই ব্যাগের মধ্যে প্রায় সাত হাজার টাকা রাখা ছিল।    

ঘটনায় বাকি ব্যবসায়ীদের দাবি, রাত ন'টার সময় এমন ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে এলাকার ব্যবসায়ীরা। তাই প্রশাসনের কাছে এই এলাকায় নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। এমনকি কে বা কারা এই ধরনের ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। 

9 months ago


Baruipur: সম্পত্তি দখলের চেষ্টায় বাড়ির মালিককে খুনের অভিযোগ ভাড়াটিয়ার বিরুদ্ধে, গ্রেফতার ২

সম্পত্তি দখলের কারণে বাড়ির মালিককে খুন (Death) করার অভিযোগ উঠলো ভাড়াটিয়ার বিরুদ্ধে৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর (Baruipur) থানা এলাকার সুকান্তপল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিস। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিস (POlice)। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে ভাড়াটিয়া প্রকাশ ঘোষ ও তার ছেলে সুদীপ ঘোষকে গ্রেফতার (Arrest) করেছে নরেন্দ্রপুর থানার পুলিস৷ শুক্রবার ৫ দিনের পুলিস হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বারুইপুর আদালতে পেশ করা হয়েছে। এমনকি ধৃতদের বিরুদ্ধে ৩০৬, ৫০৬ ও ১২০বি ধারায় মামলাও রুজু করা হয়েছে। 

প্রাথমিক তদন্তে পুলিস জানিয়েছে, মৃতের নাম সোমনাথ চক্রবর্তী। তিনি নরেন্দ্রপুর থানা এলাকার সুকান্তপল্লীর বাসিন্দা। সোমনাথ চক্রবর্তী ও তাঁর বোন মীনাক্ষী চক্রবর্তী একই বাড়িতে থাকতেন। দু'জনেই অবিবাহিত। অভিযোগ, তাঁরা দুজনে মিলে তাঁদের বাড়ি ভাড়া দিয়েছিলেন প্রকাশ ঘোষ নামের এক ব্যক্তিকে৷ প্রকাশ ঘোষ তার স্ত্রী, পুত্র ও পুত্রবধূকে নিয়ে ওই বাড়িতেই ভাড়ায় থাকতেন। তবে ওই ব্যক্তি বাড়িটা দখল করার জন্য তাঁদের উপর অত্যাচার করত, এমনটাই অভিযোগ।

স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বোন মীনাক্ষী চক্রবর্তী দুপুরের দিকে ব্যাঙ্কে গিয়েছিলেন৷ তবে তাঁর কিছু কাজ থাকার ফলে বাড়ি ফিরতে রাত হয়৷ তবে রাতে বাড়ি ফিরে তিনি তাঁর দাদা সোমনাথ চক্রবর্তীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান৷ তিনি চিৎকার করে উঠতে প্রতিবেশীরা তাঁর বাড়িতে জড়ো হন৷ স্থানীয়দের দাবি, এই ঘটনার পর গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে বোন মীনাক্ষী দেবীও৷ পরে স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে৷ তারপরেই খবর দেওয়া হয় থানায়। আর এই ঘটনার পরেই থানায় ভাড়াটিয়াদের বিরুদ্ধে খুনের লিখিত অভিযোগ দায়ের করেন বোন মীনাক্ষী চক্রবর্তী।

যদিও এই বিষয়ে ধৃত প্রকাশ ঘোষের স্ত্রী রুবি ঘোষ জানান, এই ঘটনার সাথে তাদের কোনও সংযোগ নেই৷ তাদের ফাঁসানো হচ্ছে৷ তিনি পাল্টা দাবি করেন, বিভিন্ন কারণে ভাই-বোনের মধ্যে অশান্তি লেগেই থাকত৷ এছাড়া তিনি দাবি করেন, যে জায়গায় তাঁরা এখন থাকছেন তা তাঁরা কিনে নিয়েছেন, এমনটাই দাবি করেছেন তিনি।

9 months ago
STF: চুরির অভিযোগ গ্রেফতার তিন অভিযুক্ত, তল্লাশি চালিয়ে উদ্ধার ৫ লক্ষ টাকার গয়না

চুরির (theft) অভিযোগে গ্রেফতার (arrest) তিন অভিযুক্ত। সম্প্রতি চুরি চক্রের তদন্তে নেমে বারুইপুর (Baruipur) থানার পুলিস এই ঘটনায় যুক্ত মূল পাণ্ডা সহ তিনজনকে গ্রেফতার করে। পুলিস সূত্রে খবর, চুরির ঘটনায় তল্লাশি চালিয়ে ৫ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার করে। জানা গিয়েছে, ধৃতদের মধ্য়ে দলের পাণ্ডার নাম নিজাম মোল্লা ওরফে বাচ্চু, সৌরভ পাত্র, উত্তম কর্মকার, বাড়ি উত্তর পরগনার জগদল, বিষ্ণুপুর, ও মন্দিরবাজার থানা এলাকায়। 

অভিযোগ, অভিযুক্তরা সোনার গয়না চুরি করে বিক্রি করে দিত সোনার দোকানে। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত মাসে বারুইপুর গোলপুকুর-এর বাসিন্দা এক মহিলা পুলিস কর্মীর বাড়িতে চুরি হয়। অভিযোগ, চুরির ঘটনায় ৫ লক্ষ টাকার গয়না ও নগদ ১ লক্ষ টাকা খোয়া গিয়েছিল। সেই চুরির তদন্তে নেমে পুলিস তিনজনকেই হাতেনাতে ধরে। এই দলের পাণ্ডা নিজাম ওরফে বাচ্চু, তার নামে বারুইপুর জয়নগর থানায় একাধিক চুরির অভিযোগ আছে। 

10 months ago


Baruipur: জমি বিবাদের জের, বারুইপুরে ভাইপোর হাতে খুন কাকা!

জমি নিয়ে বিবাদ। যার জেরে কাকাকে খুন করার অভিযোগ উঠেছে ভাইপোর বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বারুইপুর (Baruipur) থানার অন্তর্গত কুমোরহাটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারুইপুর থানার পুলিস (Police)। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু (Death) হয়।

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তবে এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। পুলিস সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম উসমান ঢালী (৩৪) এবং অভিযুক্তর নাম হাসাম ঢালী। দুজনেই কুমোরহাটের বাসিন্দা। মৃত ওই ব্যক্তি পেশায় একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন। সূর্যপুর সেতুর কাছে তাঁর কাপড়ের একটি দোকানও রয়েছে।

মৃতের পরিবারের অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময়ই পিছন থেকে ছুরি মারে ভাইপো হাসাম ঢালী। পরিবারের দাবি, উসমান ঢালীর ভাইয়ের ছেলে হাসাম ঢালী। বুধবার বিকেলে উসমান ঢালীর বোনের জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে বচসা হয় দুজনের মধ্যে। এমনকি বিবাদের জেরে অভিযুক্ত ওই ভাইপো পাঁচিল ভেঙে দেয়। তারপরেই রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে ছুরি দিয়ে আঘাত করে উসমান ঢালীকে। পরিবারের দাবি, এই ঘটনার পর স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা আর হল না। তারপরেই খবর দেওয়া হয় থানায়। 

10 months ago
Beaten: নাবালিকাকে চোরের অপবাদ দিয়ে মাথার চুল কেটে নেওয়ার অভিযোগ, গ্রেফতার প্রেমিক ও তার মা

বিয়ের কথা বলায় নাবালিকাকে চোরের অপবাদ দিয়ে মারধর (Beaten) করা হয়। পরে নাবালিকার মাথার চুলও কেটে নেওয়া হয়েছে। এমনকি এই পুরো ঘটনার ভিডিও করে তা সমাজমাধ্যমে ভাইরাল করার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার মায়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে (Baruipur)। এই ঘটনার ভিত্তিতে নির্যাতিতা ওই নাবালিকা শুক্রবার বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিস (Police) অভিযুক্ত প্রেমিক ও তার মাকে গ্রেফতার (Arrest) করে। শুক্রবারই অভিযুক্তদের বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এমনকি আদালতের তরফ থেকে অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত ওই মা ছেলের নাম মিনা বেগম ও শেখ রাজ। 

ওই নির্যাতিতা জানান, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় মল্লিকপুরের শেখ রাজের সঙ্গে। তারপর একদিন শেখ রাজ নাবালিকা প্রেমিকাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। সেখানে জোর করে তার সাথে ফাঁকা বাড়িতে শারীরিক সম্পর্ক তৈরি করে। আর এই ঘটনার পরেই নাবালিকা পরিবারের লোকের কাছে সবকিছু জানিয়ে দেয়। নাবালিকার পরিবার সবকিছু জেনে থানায় অভিযোগ জানাবার জন্য উদ্যোগী হলে, প্রেমিক শেখ রাজের পরিবার নাবালিকাকে ঘরের বউ করে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। তারপর থেকেই ধারাবাহিকভাবে নাবালিকা তার প্রেমিক শেখ রাজের বাড়িতে যাতায়াত করতো। এমনকি একাধিকবার তাদের মধ্যে শারীরিক সম্পর্কও স্থাপন হয়েছে। 

নাবালিকার দাবি, কিছুদিন আগে নাবালিকা রাজকে বিয়ে করার জন্য চাপ দেয়। কারণ কিছুদিনের মধ্যেই সে আঠারো বছর পড়বে। তারপর থেকেই প্রেমিকের পরিবার ওই নাবালিকার উপর অত্যাচার করতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাবালিকাকে প্রেমিক তার বাড়িতে ডেকে পাঠায়। তারপরেই তাকে আলমারি থেকে টাকা বার করতে বলে পিছন থেকে ভিডিও রেকর্ডিং করে। তারপরে তাকে চোর অপবাদ দিয়ে ঘরের মধ্যে বেধড়ক মারধর করে প্রেমিক শেখ রাজ ও তার মা মিনা বেগম। তারপরেই সেখান থেকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গিয়ে প্রকাশ্যে প্রতিবেশীদের সামনে তার মাথার চুল কেটে দেয়। তারপরে শুক্রবার সকালে নাবালিকার মাথার চুল কাটার ভিডিওটি ভাইরাল করে দেয় প্রেমিক শেখ রাজ। আর এই ঘটনার পরেই নাবালিকা ও তার পরিবার থানায় গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। 

10 months ago
Baruipur: বারুইপুরে আগ্নেয়াস্ত্র সহ পুলিসের জালে এক কুখ্যাত দুষ্কৃতী

ফের শহরের বুকে অস্ত্র সহ গ্রেফতার এক কুখ্যাত দুষ্কৃতী (Criminal)৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের (Baruipur) মল্লিকপুর এলাকায়৷ বেশ কিছুদিন ধরে অস্ত্র (Firing Arms) নিয়ে দাপাদাপি করার অভিযোগ ওঠছিল এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিস জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ শাহাজাদা ওরফে শেখ সমীর৷ তাকে জেরা বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে৷ এছাড়াও তার কাছ থেকে একটি পিস্তল ও দু রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিস৷ এছাড়া তাঁর বিরুদ্ধে আগেও বেশ কিছু ক্রিমিনাল রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিস৷ তবে অভিযুক্ত কি কারণে প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা খতিয়ে দেখছে পুলিস৷ পুলিস আরও জানায়, ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় একাধিক অভিযোগ রয়েছে৷ কোথা থেকে তিনি এই অস্ত্র পেয়েছিল তা খতিয়ে দেখছে পুলিস৷ 

বারুইপুর পুলিস জেলার অতিরিক্ত পুলিস সুপার জানায়, ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট মামলা রুজু করা হয়েছে৷ ধৃতকে শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে৷ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিস হেফাজতে নেওয়ার আবেদন করেছে৷

12 months ago


Baruipur: অনুপযুক্ত পরিকাঠামোর উপর ভর করে প্রথম জেলা স্পিড স্কেটিং প্রতিযোগিতা

সরকারি পরিকাঠামো ব্যবস্থা না থাকলেও লড়াই চালিয়ে যাচ্ছেন স্কেটিং (Skating) খোলোয়াড়রা। দক্ষিণ ২৪ পরগনায় প্রথম জেলা স্পিড স্কেটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বারুইপুরে (Baruipur)।

বারুইপুরের, রাসমনি বালিকা বিদ্যালয়ের গ্রাউন্ডে এই প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতায় প্রায় ১০০ জনেরও বেশি ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। এমনকি স্থানীয় ছেলেমেয়েরাও এই স্কেটিং প্রতিযোগিতায় অংশ নিতে যথেষ্ট উত্সাহী ছিল। প্রশিক্ষক অজয় বেরা বলেন, জেলাতে এই প্রথম স্কেটিং প্রতিযোগিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বড়ো স্কেটিং ট্রাক এবং উপযুক্ত পরিকাঠামোর জন্য এই স্পিড স্কেটিং খেলা পিছিয়ে পড়ছে। তবে সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিলে এই খেলা অনেক দূর এগিয়ে যাবে। অভিভাবকদের অভিযোগ, ট্র্যাকের খুবই অসুবিধা। বড়ো ট্র্যাক না থাকার কারণে ছেলেমেয়েদের কলকাতায় নিয়ে গিয়ে প্র্যাকটিস করাতে হয়। যারকারণে অনেকের ইচ্ছে থাকলেও স্কেটিং-এ অংশ নিতে পারেন না।

প্রতিযোগিদের চোখে স্বপ্ন আছে জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে ন্যাশনাল খেলার। কিন্তু উপযুক্ত পরিকাঠামো নেই জেলাতে। তাই তাদের অসুবিধার সম্মুখীন হতে হয়।  এমনকি, প্রতিযোগী খেলোয়াড়দের দাবি, জেলাতে স্কেটিং প্রশিক্ষণ শিক্ষা ভালো হলেও, বড়ো ট্র্যাক ব্যবস্থা না থাকায় অনেকটাই দূরে যেতে হয় তাদের প্র্যাকটিসের জন্য। গ্রামের ছেলেমেয়াও যাতে এই খেলায় অংশ নিতে পারে এবং ছেলেমেয়েরদের আরও বেশি এই খেলায় অনুপ্রেরণা দেওয়ার জন্য রাজ্য সরকারের অন্তত একটা স্কেটিং ট্রাক করা উচিত বলে জানান প্রতিযোগীরা।

one year ago
Road: মুরারই থেকে বারুইপুর, বেহাল রাস্তায় সমস্যায় এলাকাবাসী

রাস্তার (Road Problem) বেহাল দশা। সমস্যায় সাধারণ মানুষ। বীরভূমের (Birbhum) মুরারই এক নম্বর ব্লকের গোরসা পঞ্চায়েতের কাশিমনগর এলাকার ঘটনা। প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কার না হাওয়ায় জন্য যাতায়াতের অনুপযুক্ত হয়ে গিয়েছ। নিকাশী নালা না থাকার জন্য রাস্তার উপর হাঁটু জল। বৃষ্টি হলে আরও সমস্যায় পড়তে হয় সাধারনকে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি, অভিযোগ এলাকাবাসীদের। 

এলাকাবাসীদের অভিযোগ, প্রাশাসন কোনও কাজ করছে না। নিকাশী নালাও পরিষ্কার করা হচ্ছে না। যার ফলে একটু বৃষ্টি হলেই জল রাস্তার উপরে উঠে আসছে। তাঁদের দাবি, দ্রুত এই রাস্তা সংস্কার হোক। 

এই বিষয়ে এলাকার প্রধান সুনীল মুখোপাধ্যায় বলেন, 'কিছুদিন আগে ওই রাস্তায় জল জমার জন্য পিচের উপর ডাস্ট ফেলেছিলাম। তবে হয়তো বৃষ্টির কারণে তা বসে গিয়েছে। তবে এখন সেরকম কোনও স্কিম নেই, যে রাস্তাটা ঢালাই করে দেব। তাও আমি চেষ্টা করছি রাস্তার উপর থেকে জল পাস করানোর।'

তবে এই বিষয়ে বিজেপি নেতা অরিন দত্ত বলেন, 'মুরারই ব্লকের ৮০ শতাংশ রাস্তারই খারাপ অবস্থা। পঞ্চায়েত, প্রধান যাকেই বলা হচ্ছে তাঁরাই বলছেন আমাদের ফান্ড নেই। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসা ফান্ডগুলি যাচ্ছে কোথায়? সেই ফান্ডের হিসাব দেওয়া হোক।'    

অন্যদিকে ঠিক একই ছবি দেখা যাচ্ছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর শিখরবালি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর শাসন থেকে শিখরবালি যাওয়ার রাস্তার। রাস্তার পাশে পাইপ লাইনের কাজ হওয়ার পর থেকেই বেহাল দশা হয়েছে রাস্তার। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার উপর কাদা থাকায় প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা।

one year ago