Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Bangladesh

Basirhat: সীমান্ত দেখতে এসে ভারতীয় ভূখণ্ডে সাতক্ষীরার দুই শিশু, পাঠানো হল সল্টলেকের হোমে

বসিরহাটের (Basirhat) স্বরূপনগর (Swarupnagar police station) থানার ভারত-বাংলাদেশের গাবড্ডা সীমান্তের (India-Bangladesh Border) ঘটনা। বছর ৭ এবং ৫-এর দুই শিশু (Child) ঢুকে পড়ে ভারতের সীমানায়। পুলিস তদন্তে নেমে জানতে পারে, ওই দুই শিশুর বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বৈকারী গ্রামে। বুধবার বিকেল পাঁচটা নাগাদ কোনওভাবে ভারতীয় সীমান্তে ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের নজর এড়িয়ে ভারতের গাবড্ডা সীমান্তে ঢুকে পড়ে।

সেই সময় স্বরূপনগর থানার পুলিস আধিকারিক প্রতাপ মোদকের নেতৃত্বে পেট্রোলিং-এর সময় নজরে আসে ওই দুই শিশুকে। সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিস।

তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, সীমান্ত দেখতে এসে কীভাবে এ দেশে ঢুকে পড়েছে বুঝতে পারেনি। এই নিয়ে রীতিমতো পুলিস দ্বন্দ্বে পড়েছে। তাদেরকে খাইয়ে সুস্থ করে আজ, বৃহস্পতিবার সল্টলেকের একটি সরকারি হোমে পাঠানো হয়।

এখন প্রশ্ন হচ্ছে সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে কীভাবে এদেশে ঢুকলো? তাহলে কি এর পিছনে কোনও শিশু পাচার চক্র কাজ করছে। কীভাবেই বা ওই শিশুরা নিজের গ্রাম বৈকারী থেকে সীমান্ত অবধি পৌঁছলো। তদন্ত শুরু করেছে পুলিস। পাশাপাশি পুরো ঘটনা ১১২ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্ত আধিকারিকদের জানানো হয়েছে। তাদের দেওয়া নাম ঠিকানা সঠিক কিনা তাও তদন্ত করে দেখছে স্বরূপনগর থানার পুলিস।

2 years ago
Jalpaiguri: ফের ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ-এর হাতে গ্রেফতার ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী

বিএসএফ-এর (BSF) ১৫ নং ব্যাটেলিয়নের হাতে গ্রেফতার (Arrest) হল চারজন বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশকারী। শুক্রবার রাতে তাঁদের জলপাইগুড়ির (Jalpaiguri) কোতোয়ালি থানার পুলিসের হাতে তুলে দিয়েছেন বিএসএফ জওয়ানরা।

জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ এলাকায় ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেই মানিকগঞ্জ সীমান্তের মহাদেব বিওপি (বর্ডার আউট পোস্ট) সংলগ্ন বুড়িরজোত এলাকা দিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেন এই চারজন। সেই সময় টহলদাররত ১৫নং ব্যাটিলয়নের বিএসএফ জওয়ানরা তাঁদের দেখতে পেয়ে আটক করেন। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় মহাদেব বিওপিতে। জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, ধৃতরা সকলেই বাংলাদেশের দিনাজপুর এবং ঠাকুরগাঁও এলাকার বাসিন্দা।

ধৃতরা হলেন বাংলাদেশের দিনাজপুর জেলার বাসিন্দা নুর ইসলাম(৫০), জাহিদ খান(৩৩)। একইসঙ্গে ওই দেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা উত্তম সরকার(১৯) , বরুণ সরকার(১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা বিএসএফ'কে জানিয়েছেন, কলকাতায় কাজ করার উদ্দেশ্যেই ভারতে ঢুকেছেন।

যদিও তাঁদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ নথি পাওয়া যায়নি। ধৃতদের কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় দশ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। শুক্রবার রাতে ধৃতদের জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিসের হাতে তুলে দেন  জওয়ানরা। পুলিস সূত্রে জানা গিয়েছে, আজ,শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

2 years ago
Hilsa: পুজোর আগে বাঙালি পাতে পদ্মার ইলিশের আকাল? ইলিশ রপ্তানি বন্ধ করতে হাসিনা সরকারকে নোটিশ

সদ্য ভারত সফর শেষে বাংলাদেশে (Bangladesh) ফিরেছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার চার দিনের ভারত সফরে এ দেশে ঢুকেছিল প্রায় দু হাজার একশো টন পদ্মার ইলিশ। কিন্তু সপ্তাহ ঘুরতেই দুঃসংবাদ বাঙালি হেঁশেলে। আগামী সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি স্থায়ীভাবে বন্ধ করতে আবেদন জমা। রীতিমতো আবেদন করে বাংলাদেশ সরকারের কাছে আইনি নোটিস পাঠানো হয়েছে। রবিবার এমনই তথ্য বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র প্রতিবেদনে।

জানা গিয়েছে, বাংলাদেশ সরকার-সহ বিভিন্ন বিভাগ এবং তিনটি সংস্থার কাছে ভারতে ইলিশ রফতানি বন্ধের আবেদনের নোটিস পাঠিয়েছেন সে দেশের সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

প্রসঙ্গত, ভারতে ইলিশ রফতানির উপর আগেই নিষেধাজ্ঞা জারি ছিল। তবে গত দু’বছরের মতো দুর্গাপুজোর আগে এ বছরও উপহার হিসাবে ইলিশ পাঠানোর কথা ঘোষণা করে বাংলাদেশ। কিন্তু পুজো উপহার বাবদ আগামী ১০ অক্টোবরের মধ্যে ২০৮০ মেট্রিক টন ইলিশ ভারতে আসবে বলে জানা গিয়েছিল। সরকারের কাছে এই আবেদন জমা পড়ায়, কী সিদ্ধান্ত হয়। সেদিকে তাকিয়ে এপার বাংলা।

2 years ago


Hilsa: সুন্দরবনেও ইলিশের খরা, পর্যটকদের পাতেও নেই প্রিয় মাছ, উদ্বেগে মৎস্য ব্যবসায়ীরা

ভোজনরসিক বাঙালিরা ইলিশের (hilsa) ভক্ত। ইলিশের যাই পদ হোক, তাই প্রিয়। এই ইলিশের একরাশ জোগান দেয় বাংলাদেশ (Bangladesh)। অন্যদিকে, সুন্দরবনে (Sundarban) জুন মাস থেকে অগাস্ট পর্যন্ত ইলিশের দেখা বেশি মেলে। এই সময়ই অনুষ্ঠিত হয় ইলিশ উৎসব। পর্যটকদের আগমনও বেশি হয় এই সময়। কিন্তু এবছর তাতে বাধ সেধেছে ইলিশের দাম ও বাংলাদেশ থেকে পর্যাপ্ত ইলিশ না আসা। এখনও সেভাবে বাংলাদেশের ইলিশের দেখা নেই বঙ্গে।

সুন্দরবনবাসীরা জানান, বাংলাদেশের ইলিশ এই রাজ্যে কম আসার কারণে ইলিশের দাম একেবারে আকাশছোঁয়া। আম বাঙালিদের চিন্তার ভাঁজ পড়েছে কপালে। বিশেষ করে এবছর ইলিশ উঠছে ডায়মন্ড হারবার, ঝড়খালিতে। সেই কারণেই এবছর ইলিশের দাম ঊর্ধ্বমুখী। পাশাপাশি সুন্দরবনের পর্যটকরা এই সময় ইলিশ উৎসবে মেতে ওঠেন। কিন্তু এবছর তা আর হয়নি।

এখানকার মাছ ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের ইলিশ আসলে অনেকটা সুবিধা হতো আম বাঙালিদের। কারণ, বাংলাদেশের মিষ্টি জলে ইলিশ মাছ বেশি সুস্বাদু। এবছর যা মাছ বাজারে রয়েছে তা এই রাজ্যেরই। সেই তুলনা ডায়মন্ড হারবার, ঝড়খালি, সুন্দরবনের ইলিশ মাছের স্বাদ কম। তাই সকলেই বাংলাদেশের ইলিশের অপেক্ষায় প্রহর গুনছে। কবে আসবে এবঙ্গে বাংলাদেশের ইলিশ মাছ, সেইদিকেই তাকিয়ে আছে এ বাংলার মানুষ। ইলিশের দাম বর্তমানে বাজারে ৫০০/৭০০ থেকে ১০০০ টাকা।

তবে এই সময় যারা ঘুরতে গিয়েছেন সুন্দরবনে, সেই সমস্ত পর্যটকদের পাতে বাংলার ইলিশ পড়তে একটু হলেও খুশি তাঁরা। 

2 years ago
Seikh Hasina: ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ভারতের ভূমিকা, ভারত সফরে হাসিনার মুখে ইন্দিরা স্তুতি

প্রসূন গুপ্ত: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার দিল্লিতে ৪ দিনের সফরে এসেছেন। তাঁকে বিমানবন্দর থেকে অভ্যর্থনা জানিয়ে সসম্মানে শহরে নিয়ে আসা হয়েছে। হাসিনা দিল্লিতে এসে খুশি। বারবার তাঁর বক্তব্যে উঠে এসেছে বন্ধু হিসেবে ভারতের কথা। তিনি আশা করেছিলেন, তাঁর আমন্ত্রণে হয়তো বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে আসবেন। কিন্তু পরে জানালেন, হয়তো এবার দেখা হলো না, পরে নিশ্চয় যোগাযোগ হবে। হাসিনা মমতাকে নবনির্মিত পদ্মা নদীর উপর সুবিশাল সেতুটি দেখতে আমন্ত্রণ জানিয়েছেন। পাশাপাশি মঙ্গলবার রাইসিনা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা শেখ হাসিনার। সম্প্রতি প্রবল অর্থনৈতিক সংকট এবং পেট্রোলিয়াম সামগ্রীর মূল্যবৃদ্ধিতে চিন্তিত শেখ হাসিনা।

খবরে প্রকাশ, চিন অর্থনৈতিক ভাবে শ্রীলংকার পাশে দাঁড়ানোর পরে সে দেশে এমনই অবস্থা হয়েছিল, যা গৃহযুদ্ধের পথে দেশকে নিয়ে গিয়েছে। হাসিনা অবশ্য জানিয়েছেন তাঁদের দেশে সেই সমস্যা নেই। একইসঙ্গে খালেদা জিয়ার বিএনপির সঙ্গে একাধিক মৌলবাদী দল এখন সে দেশে গাঁটছড়া বেঁধেছে। আলোচনায় এ দেশের প্রধানমন্ত্রীর সহোযোগিতা চাইতে পারেন হাসিনা।

কিন্তু সব থেকে তাৎপর্য্যপূর্ণ বিষয়, হাসিনার মুখে কিন্তু আজও ৭১-এর স্বাধীনতার মুক্তিযুদ্ধের কথা যেখানে নিঃসন্দেহে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা ভুলতে নারাজ হাসিনা। এদেশে আসার আগে এক সাক্ষৎকারে সে কথা জানিয়েছেন তিনি। 

তিনি ভুলতে পারেন না ৭৫-এ বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার নির্মম ঘটনাও। সেবারেও ইন্দিরা তাঁদের দুই বোনকে এ দেশে আশ্রয় দিয়েছিলেন। এবারের সফরে এসে সেদিনের কথা তাঁর মুখে উঠে এসেছে। তিনি জানিয়েছেন, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক চিরকাল ভালো রাখতেও আগ্রহী তাঁর সরকার। আজকের বৈঠকের পর আলাদা করে ফের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। সোমবার সন্ধ্যায় হাসিনার সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়েছিল।

2 years ago


Hasina: ৪ দিনের ভারত সফরে হাসিনা, 'ভারতের গোরুর উপর নির্ভর করি না', মন্তব্য শেখ হাসিনার

বছর তিনেক পর চার দিনের ভারত সফরে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সফরে পড়শি দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। সংবাদ সংস্থা সূত্রে খবর, জলবণ্টন, রেল, বিজ্ঞান, প্রযুক্তি খাতে একাধিক চুক্তি সই করা হতে পারে। রবিবার জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি বলেন, 'আশা করব, শেখ হাসিনার সফর সফল হবে। আমাদের লক্ষ্যপূরণে সাহায্য করবে।' জ্বালানি নিয়েও দু’দেশের রাষ্ট্রনেতার সঙ্গে কথা হতে পারে বলে জানান তিনি। দু’দেশের মধ্যে মউ স্বাক্ষর প্রসঙ্গে মোমেন জানান, এ নিয়ে আলোচনা চলছে। চুক্তির সংখ্যা আরও বাড়তেও পারে।

এই সফরে দ্বিপাক্ষিক নিরাপত্তা ব্যবস্থা আরও মজবুত করতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এদিকে, গোরু পাচার নিয়ে বাংলার রাজনীতি উত্তাল, শ্রীঘরে তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল। সেই পরিবেশে ভারত সফরের আগে গোরু পাচার নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। 

এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা ভারতের গোরুর উপর নির্ভর করি না। সীমান্তে গোরু পাচার বন্ধ করতে হবে। আমরা উদ্যোগী হয়েছি। ভারতকে একটু ধৈর্য ধরতে হবে।' তিনি জানান, আমরা নিজেরাই দেশে গোরু উৎপাদন করছি। এতে নিজেদের স্বনির্ভরতা বাড়বে এবং আর্থিক স্বাবলম্বী বৃদ্ধি পাবে।  

2 years ago
Fishermen: ১৭ জন বাংলাদেশী মৎস্যজীবীর প্রাণরক্ষা হল ভারতীয় মৎস্যজীবীদের সাহায্যে

সমুদ্রে ইলিশ মাছ (Hilsa fish) ধরতে গিয়ে একের পর এক দুর্ঘটনার (Accident) কবলে পড়ছেন মৎস্যজীবীরা (Fishermen)। শুধু ভারতীয় জলসীমাতেই নয়, বাংলাদেশী (Bangladesh) জলসীমাতেও একই রকম দুর্ঘটনার কবলে পড়ছেন মৎস্যজীবীরা। আর এরকমই এক দুর্ঘটনার মুখে পড়া ১৭ জন বাংলাদেশী মৎস্যজীবীদের প্রাণে বাঁচালেন ভারতীয় মৎস্যজীবীরা

উল্লেখ্য, গত ১৫ ই অগাস্ট বাংলাদেশের বরগুনা থেকে ৮-১০ টি ট্রলার নিয়ে সমুদ্রে ইলিশ মাছ ধরতে বার হয়েছিলেন মৎস্যজীবীরা। ১৭ তারিখ সমুদ্রে খারাপ আবহাওয়ার দরুন একটি ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। তখন ট্রলারে থাকা ১৯ জন মৎস্যজীবী বাঁশ দিয়ে একটি ভেলা বানান। ট্রলারটি ডুবে যাওয়ার পরে তাঁরা সমুদ্রের মধ্যে ভাসতে থাকেন। এর মধ্যে দুজন মৎস্যজীবী সমুদ্রের জলে তলিয়ে যান। বাকিরা দুইদিন দুই রাত বাঁশের ভেলায় ভেসে থাকেন।

অবশেষে নানা প্রতিকূলতা কাটিয়ে শনিবার সন্ধ্যায় ওই ১৯ জন মৎস্যজীবী মইপিট কোস্টাল থানার কালি দ্বীপের কাছে ভারতীয় জলসীমার মধ্যে প্রবেশ করেন। সুন্দরবনের জঙ্গলের বাঘের ভয় তাঁরা রাত কাটান গাছের উপর। রবিবার বিকেলে মইপিট এলাকার মৎস্যজীবীরা কাঁকড়া ধরতে গিয়ে বাংলাদেশী মৎস্যজীবীদের দেখতে পান। তখন তাঁরা বিপদে পড়া ১৭ জনকে উদ্ধার করে নিয়ে আসেন মইপিট কোস্টাল থানায়।

প্রসঙ্গত, কোস্টাল থানার পুলিস উদ্ধার হওয়া ১৭ জন বাংলাদেশী মৎস্যজীবীর প্রথমে প্রাথমিক চিকিৎসা করায়। তারপর সেখান থেকে নিয়ে যায় বৈকন্ঠপুর ফ্লাট সেন্টারে। সেখানেই জেলা প্রশাসনের উদ্যোগে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

2 years ago
Corruption: থানার ওসির ৮ তলা বাড়ি সঙ্গে ৪টি প্লট! দুর্নীতির অভিযোগ পেয়ে তড়িঘড়ি তদন্তে প্রশাসন

আটতলা বাড়ি (House) করেছেন। বানাচ্ছেন আরেকটি ডুপ্লেক্স বাড়ি। রয়েছে চারটি প্লট। রাজধানীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটিতে এক মুক্তিযোদ্ধার বাড়ি দখলেরও অভিযোগ (Corruption) রয়েছে তাঁর বিরুদ্ধে। এমনভাবেই আয়-বহির্ভূত সম্পত্তবৃদ্ধির অভিযোগ রয়েছে খোদ থানার ওসির (OC) বিরুদ্ধে।

ঢাকা মহানগর পুলিসের (ডিএমপি) রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বিরুদ্ধে এই বিপুল অবৈধ সম্পদের হদিশ পাওয়া গিয়েছে। এমনটাই এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। পুলিসের একজন পরিদর্শক হয়ে ওসি মনিরুল কীভাবে এত সম্পদের মালিক হয়েছেন, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

বর্তমানে মনিরুল ইসলাম নবম গ্রেডে ২২ হাজার টাকা স্কেলে সর্বোচ্চ ৫০ থেকে ৭০ হাজার টাকা বেতন পান। অনিয়ম ও দুর্নীতিতে মদত দিয়েই তিনি এই সম্পদের মালিক হয়েছেন বলে পুলিসের ধারণা। জানা গিয়েছে, ১৯৯২ সালে উপপরিদর্শক (এসআই) পদে পুলিসের চাকরিতে যোগ দেন মনিরুল। ২০১২ সালে পদোন্নতি পেয়ে পুলিস পরিদর্শক হয়েছেন। প্রায় ৩০ বছরের চাকরিজীবনে বেশির ভাগ সময় ঢাকা রেঞ্জে ছিলেন। তাঁর বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ওসি মনিরুলের বিপুল সম্পদের উৎস সম্পর্কে অনুসন্ধান চেয়ে আদালতের দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক।

2 years ago


Amitabh Bacchan: অমিতাভ বচ্চন আদতে কলকাতার জামাই নয়, জানতেন এই তথ্য?

প্রসূন গুপ্ত: কলকাতা বা অন্য প্রান্ত থেকে বহু বাঙালি সেলিব্রেটিরা নাম করেছেন বলিউডে। নায়িকা যাঁরা এই রাজ্য থেকে মুম্বইতে গিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম শর্মিলা ঠাকুর, ঠাকুর পরিবারের কন্যা। কার্যত তাঁদের আদি বাড়ি ওপার বাংলায়। মৌসুমী চট্টোপাধ্যায়ের পূর্ব পুরুষরাও ওপর বাংলা থেকে এসেছেন। কিন্তু ক'জন জানেন জয়া বচ্চন বা জয়া ভাদুড়ির আদি বাড়িও ছিল ওপার বাংলায়। ফলে অমিতাভ যতই নানা অনুষ্ঠানে বলুন না কেন তিনি কলকাতার জামাই, তা আদতে ভুল। তাঁর শ্বশুরবাড়ি ছিল ওপর বাংলার নেত্রকোনায়।

ঢাকা শহর থেকে ১৭৫ কিলোমিটার দূরে নেত্রকোনার পূর্বধলায়। এটি আদতে একটি গ্রাম। এই গ্রামেই জন্ম হয়েছিল জয়ার বাবা প্রখ্যাত সাংবাদিক তরুণ ভাদুড়ির। দেশ ভাগের পর ১৯৪৭-এ তাঁরা প্রথমে কলকাতায় পরে মধ্যপ্রদেশের ভোপালে বসবাস শুরু করেন।শোনা যায় সবাই চলে এলেও জয়ার দাদা সুধীর ভাদুড়ি নাকি এ বাংলায় আসেননি। তিনি চলে যান ময়মনসিংহতে। সেখানেই তাঁর মৃত্যু।

আপাতত নেত্রকোনার বাড়িটি ভঙ্গুর হয় গেলেও দখল হয়নি। একতলা সাদা বড়-বড় পিলার দেওয়া বাড়ি। সামনে মস্ত বাগান, সেখানে আম, জাম, নারকেল বা লিচুর গাছ আছে। আজও ফলন হয়। ওই বাড়ির রক্ষণাবেক্ষণ করে একটি হিন্দু পরিবার। তাঁদের বক্তব্য, কেউ দাবিদার নেই। মাঝে মধ্যে ভাদুড়িদের কোনও আত্মীয় এলে এদের বাড়িতেই খাওয়া দাওয়া করেন। তাদের আক্ষেপ বাংলাদেশ সরকার, ভারতের বিখ্যাত বচ্চন পরিবারের সঙ্গে যুক্ত বাড়িটি হেরিটেজ করে রেখেছে। কিন্তু কখনও জয়া বা অমিতাভ বচ্চন আসেননি। তাদের বক্তব্য, জয়ার এখন বয়স হয়েছে, কে কবে আছে কে চলে যায় কে জানে। কিন্তু পৈতৃক ভিটে দেখার আগ্রহ তো মানুষের থাকা উচিত। বাংলাদেশে জয়া এসেছেন কয়েকবার কিন্তু নেত্রকোনায় আসার প্রয়োজন বোধ করেননি। হয়তো আসবে,  এই আশায় বসে ওই বাঙালি পরিবার।

2 years ago
Bangladesh fire: চকবাজারে প্লাস্টিক কারখানায় আগুন, ৬ জনের দেহ উদ্ধার

পুরাতন ঢাকার চকবাজারের দেবী ঘাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড(fire)। প্লাস্টিক কারখানায়(plastic factory) ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডে ছয় জনের মৃত্যুর(death) খবর মিলেছে। সূত্রের খবর, নিহত ছয়জনই কারখানার নিচে অবস্থিত একটি হোটেলের শ্রমিক। সোমবার দুপুরে আগুন লাগে বলে জানা গেছে। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

জানা গিয়েছে, রাতে ডিউটি করে হোটেলের উপরের একটি ঘরে ঘুমাচ্ছিলেন কর্মীরা। সোমবার দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে ওই আগুন ছড়িয়ে পুড়ে যায় হোটেল এবং ঘরগুলি। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপরেই সেখান থেকেই কর্মীদের দেহ উদ্ধার হয়। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য অনুযায়ী, তিনতলা ভবনের নিচতলায় অবস্থিত একটি হোটেলের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসে ওয়্যার হাউস পরিদর্শক বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত ছজন মারা গিয়েছেন বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, যে ঘর থেকে আগুন ছড়ায় সেখানে এবং আশপাশের কোনও ভবনেই নির্মাণের কোনও নিয়মনীতি মানা হয়নি। এই কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে এত দেরি হয়েছে। অন্যদিকে, লালবাগ পুলিসের উপকমিশনার (ডিসি) জাফর হোসেন জানান, নিয়মনীতির তোয়াক্কা না করে সেখানে ওই ঘর এবং হোটেলগুলি করা হয়েছে। অবৈধভাবে এইসব হোটেল এবং অন্যান্য কারখানা গড়ে তোলা হয়েছে ওই এলাকায়।

স্থানীয়রা জানান, এদিন বঙ্গবন্ধু মুজিবর রহমানের মৃত্যুদিন। বাংলাদেশের জাতীয় শোক দিবস থাকায় সবাই ছিলেন ছুটিতে। এলাকার বাসিন্দারা জানান, বেলা ১২টা নাগাদ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এসে দেখেন ওই হোটেলে আগুন জ্বলছে। এরপর সেখান থেকে আগুন আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন। তারা আরও জানান, সরকারি জমি লিজ নিয়ে সেখানে কারখানা গড়ে তোলা হয়েছে। যে হোটেল থেকে আগুন লাগার ঘটনা ঘটে, সেখানে আগে গ্যাসের লাইন ছিল। বিল বকেয়া থাকায় হোটেলটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তখন থেকে তারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছে। কিন্তু সংকীর্ণ জায়গায় নিয়ম না মেনেই সব কিছু করার ফলে আগুন লাগে বলে দাবি তাদের।

2 years ago


Delhi: দিল্লি পুলিসের জালে ডজনখানেক ভুয়ো পাসপোর্ট সহ দুই বাংলাদেশি

৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day) উপলক্ষে গোটা দেশ জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। রাত পোহালেই উৎসবের আনন্দে মেতে উঠবে দেশবাসী। আর শেষ মুহূর্তের নিরাপত্তা খতিয়ে দেখতে নেমে দিল্লি পুলিসের (Delhi Police) জালে ধরা পড়ল দুই বাংলাদেশি (Bangladeshi) নাগরিক। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ডজনখানেক ভুয়ো পাসপোর্ট (Passport)। এমনকি বাংলাদেশের বিভিন্ন মন্ত্রকের জাল রাবার স্ট্যাম্পও পাওয়া গিয়েছে তাদের কাছ থেকে বলে অভিযোগ। রবিবার অভিযুক্তদের দিল্লির দ্বারকা এলাকা থেকে গ্রেফতার (Arrested) করা হয়েছে।

দ্বারকার ডেপুটি কমিশনার এম হর্ষবর্ধন জানিয়েছেন, ৭৬ তম স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে প্রতিবারের মতো তল্লাশি চলছিল। রামপাল চক এলাকাতে অভিযানের সময় একটি বাড়ি থেকে মহম্মদ মুস্তাফা এবং মহম্মদ হুসেন শেখ নামে দু’জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। তল্লাশি করে ১১টি ভুয়ো পাসপোস্ট-সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রক এবং নোটারির জাল রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পাসপোর্টগুলি বাংলাদেশের বিভিন্ন নাগরিকের নামে তৈরি করা হয়েছিল।

জাল স্ট্যাম্পগুলি তাঁদের কাছে কীভাবে এল? তা জানার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিস। পাশাপাশি ধৃতরা এও দাবি করেছেন, তারা বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আগত ব্যক্তিদের এজেন্ট হিসেবে কাজ করত। একথা কতটা সত্যি তাও খতিয়ে দেখছে দিল্লি পুলিস।

2 years ago
Hasina: সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে আসছেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (sheikh hasina)। ভারত সরকারের আমন্ত্রণে তাঁর এই সফর বলে সূত্রের খবর। সেই সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক(India Bangladesh relation) উন্নয়নের বিষয়গুলি প্রাধান্য পাবে বলে জানা গেছে। দুই দেশের প্রধানমন্ত্রীর কথা হবে অতিমারী(covid) পরবর্তী বিশ্বে সহযোগিতা নিয়েও। 

সূত্রের খবর, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথভাবে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎকেন্দ্র (রামপাল) উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । বাংলাদেশের সব চেয়ে বড় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করছে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড । ১.৫ বিলিয়ন ডলারের এই প্রকল্পটি ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।

আর এর ফলে প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছে আন্তর্জাতিকমহল।

2 years ago
Rakhi: ইছামতীর কচুরিপানার তৈরি রাখি, পাঠানো হল সেখ হাসিনাকে

রাখিবন্ধনকে (Rakhi Bandhan) সামনে রেখে মৈত্রীর বার্তা ভারত-বাংলাদেশ (India Bangladesh) সীমান্তের পেট্রাপোলে (Petrapole)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sk Hassina) জন্য পাঠানো হল কচুরিপানা দিয়ে তৈরি রাখি এবং মিষ্টি।

সামনে রাখিবন্ধন উৎসব। আর এই রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে বনগাঁ পুরসভার উদ্যোগে কচুরিপানা দিয়ে তৈরি রাখি এবং মিষ্টি পাঠানো হল বাংলাদেশে, যা পৌঁছে যাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। বুধবার বনগাঁর পেট্রাপোল-বেনাপোল সীমান্তে যশোরের এমপি শেখ আফিলুদ্দিনের হাতে রাখি এবং মিষ্টি তুলে দেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। আগামী দিনে ভারত থেকে বাংলাদেশে এই রাখি রফতানি হতে পারে, বার্তা যশোরের এমপি শেখ আফিলুদ্দিনের।

প্রসঙ্গত, ইছামতি নদীর কচুরিপানা দিয়ে রাখি তৈরির পরিকল্পনা আগেই নিয়েছিল বনগাঁ পুরসভা। ইতিমধ্যে সেই রাখি পৌঁছে গিয়েছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনায়কদের কাছে। রাখিবন্ধন উৎসবকে সামনে রেখে মৈত্রীর বার্তা দিতেই এই উদ্যোগ বলে দাবি চেয়ারম্যান গোপাল শেঠের।

 

2 years ago