Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Baguiati

Ration Scam: বাগুইআটিতে বড়ঞা কাণ্ডের ছায়া, ইডি আসতেই জীবনকৃষ্ণের মতোই মোবাইল ছুড়ে ফেললেন ব্যবসায়ী

রেশন দুর্নীতিকাণ্ডে ফের 'অ্যাকশন মোডে' ইডি। শহরের একাধিক জায়গায় সকাল থেকে তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। বাগুইআটিতে এক ব্যবসায়ীর বাড়িতে ইডি ঢুকতেই একেবারে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণের মতো মোবাইল ছুঁড়ে দিলেন পাশের ফ্ল্যাটের ছাদে। পাঁচিল টপকে মোবাইল উদ্ধার করলেন ইডি আধিকারিকরা।

কয়েকমাস আগে নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বড়ঞায় বিধায়ক জীবনকৃষ্ণের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। সেসময় বিধায়ক প্রমাণ লোপাট করতে তাঁর মোবাইলটি বাড়ির পুকুরে জলে ফেলে দিয়েছিলেন। ইডিও নাছোড়, সেই মোবাইলটি পুকুর থেকে খুঁজে বের করে আনে। প্রমাণ লোপাট করতেই বিধায়ক মোবাইলটি জলে ছুঁড়ে ফেলেছিলেন বলে দাবি করেছিল ইডি।

যদিও মোবাইল জলে ফেলেও শেষ রক্ষা হয়নি। ইডির হতে গ্রেফতার হতে জয়েছিল বিধায়ককে। এবার রেশন দুর্নীতিকাণ্ডে মঙ্গলবার সকাল থেকে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন তদন্তকারীরা। কৈখালির এক অভিজাত আবাসনে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, বাকিবুরের নামে ওই ফ্ল্যাট। কিন্তু বাকিবুর নয়, এই ফ্ল্যাটে থাকেন ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসিবাল। ইডি ফ্ল্যাটে ঢুকতেই ব্যবসায়ী তাঁর মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলে দেন। সেই মোবাইলদুটিই উদ্ধার করেছে ইডি। তার একটির ব্যাক কভারে ৫০০ টাকা নোট ছিল বলে জানা গিয়েছে। মোবাইলটি উঁচু থেকে ছুঁড়ে ফেলতেই ব্যাক কভারটি খুলে ৫০০ টাকার নোটটি বেরিয়ে এসেছিল। সেটিও উদ্ধার করে নিয়ে গিয়েছেন তদন্তকারীরা। ব্যবসায়ীর কীর্তি দেখে ইডি দাবি করেছে তথ্য লোপাট করতেই তিনি মোবাইলটি ফেলে দিয়েছেন। কলকাতা শহরের বেশ কয়েকটি জায়গায়ও একযোগে চলছে তল্লাশি।

বাগুইআটি ছাড়াও নিউআলিপুরের একটি বহুতলে এবং সল্টলেকের আইবি ব্লকে চলছে ইডি অভিযান। ইডির ৮ থেকে ১০টি টিম এখন শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। ৮ নম্বর সদরস্ট্রিটের একটি বৈদেশিক মুদ্রা বিনিময়ের অফিসেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। এছাড়া পার্কস্ট্রিটেও একটি বাড়িতে চলছে ইডি অভিযান।

3 months ago
Death: টনসিল অপারেশন করতে গিয়ে রোগীমৃত্যু, গাফিলতির অভিযোগ বাগুইআটির নার্সিংহোমের বিরুদ্ধে

শহরের একাধিক প্রথম সারির সরকারি হাসপাতালের পর এবার চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে। সূত্রের খবর, টনসিলের অস্ত্রোপচার করতে গিয়ে মত্যু হয় দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা বছর ১৯ এর এক তরুণীর। গলায় টনসিলের কারণে জটিলতা তৈরি হওয়ায় চিকিৎসকের পরামর্শ মতো ২৫ জানুয়ারি নার্সিংহোমে ভর্তি করা হয় রোগীকে। রবিবার দুপুরে একাধিক পরীক্ষা নিরীক্ষার পর শুরু হয় অস্ত্রোপচার। অপারেশন সফল হয়েছে বলে তরুণীর পরিবারকে জানানোর পরই শুরু হয় বিপত্তি। অসহ্য যন্ত্রনায় ছটফট করতে থাকে রোগী। পরিস্থিতি ক্রমশ জটিল হতে শুরু করায় হাসপাতালের আইসিইউ বিভাগে তাঁকে স্থানান্তরিত করা হয়। কিন্তু হল না শেষ রক্ষা।আইসিইউতেই মৃত্যু হয় রোগীর।

পরিবারের অভিযোগ, রোগীর শারীরিক অবস্থার অবনতির কথা একাধিক বার জানানোর পরও দেখা মেলেনি কোনও চিকিৎসকের। এমনকি যে চিকিৎসকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার হয়েছিল বেপাত্তা তিনিও। হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয় পরিজন।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবারের বিক্ষোভে ব্যাপক উত্তেজনা ছড়ায় বাগুইআটির জোড়া মন্দির এলাকার এই হাসপাতালে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির বাগুইআটি থানার পুলিস। তবে নার্সিংহোমের বিরুদ্ধে উঠে আসা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে কর্তৃপক্ষ। তাদের পাল্টা দাবি, রোগীর চিকিৎসার কোনও খামতি ছিল না।

একরাশ ভরসা নিয়ে হাসপাতালে আসা আর তারপর সব শেষ এক লহমায়। আমরা দেখেছি সরকারি হাসপাতালে বেডের অভাবে রোগীর মাটিতে পড়ে থাকতে। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুও এই রাজ্যে নতুন কিছু নয়। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তিতে হতবাক বাংলা। তবে কি সত্যিই সরকারের তৎপরতা, কড়া বার্তা সবই লোক দেখানো? ধন্দে বাংলা।

3 months ago
Baguiati: বাড়ির নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত কন্যাসন্তানের মৃতদেহ, বাগুইহাটির ঘটনায় চাঞ্চল্য

অমানবিক, মর্মান্তিক বললেও কম বলা হবে। বৃহস্পতিবার সাতসকালে এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল বাগুইহাটি। বাড়ির নর্দমা থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর পচাগলা মৃতদেহ। স্বাভাবিকভাবেই যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিধাননগর পুরনিগমের ১৮ নম্বর ওয়ার্ড উদয়ন পল্লী এলাকার দুটি বাড়ির মধ্যেকার নালা থেকে উদ্ধার হয় ওই সদ্যোজাতের দেহ।

স্থানীয় বাসিন্দা রেনুকা বিশ্বাস জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বাড়ির নালা থেকে দুর্গন্ধ বেরোলে তিনি নর্দমা পরিষ্কার করতে যান। তখনই একটা ছোট লাঠি দিয়ে নর্দমার মধ্যে কী রয়েছে তা দেখতে গিয়ে আঁতকে ওঠেন। ভেসে ওঠে শিশুর পা।। দ্রুত তিনি খবর দেন প্রতিবেশীদের, খবর দেওয়া হয় ক্লাবেও। খবর যায় বাগুইআটি থানায়। পুলিস এসে সদ্যোজাতের দেহ উদ্ধার করে।

শিশুর দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তবে কোথা থেকে কীভাবে ওই নর্দমার মধ্যে সদ্যোজাতের দেহ এলো? কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানতে পারা যায়নি। গোটা ঘটনার তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে বাগুইহাটি থানার পুলিস।

পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া সদ্যোজাত শিশুটি কন্যাসন্তান। আর সেখানেই উঠছে প্রশ্ন, ঘন জনবসতি এলাকায় কে বা কারা এই শিশুকে ফেলে দিল নর্দমায়। কন্যাসন্তান বলেই পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে, তার এই পরিণতি? সবার মুখে শোনা যায় অনেক উন্নত আমরা, এটাই কি উন্নতির পরিণতি?

8 months ago


Baguiati: মদ, গাঁজা বিক্রির প্রতিবাদ করায় ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে!

মদ, গাঁজা (Weed) বিক্রি করার প্রতিবাদ (Protest) করায় খুন (Death) হতে হল এক ব্যক্তিকে। খুনের অভিযোগ উঠেছে ওই ব্যক্তির ভাই ও ভাইয়ের বউয়ের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে বাগুইআটি (Baguiati) থানার অন্তর্গত আদর্শ পল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি থানার পুলিস (Police) ও স্থানীয় কাউন্সিলর। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে বাগুইআটি দেশবন্ধু নগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেরা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয় বাগুইআটি থানায়। এমনকি এই ঘটনায় অভিযুক্ত ভাইয়ের বউ পূর্ণিমা মণ্ডলকে আটকও করেছে পুলিস। পুলিস সূত্রে খবর, মৃত ওই ব্যক্তির নাম রবিন মণ্ডল। 

সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বাগুইআটির শিমুলতলায় মদ এবং গাঁজার ব্যবসা চালাত ওই ব্যক্তির ভাই বিশ্বজিৎ মণ্ডল ও তার বউ পূর্ণিমা মণ্ডল। তবে এর আগে রবিন মণ্ডল একাধিকবার গাঁজা বিক্রির প্রতিবাদ করায় তাদের রোষের শিকার হয়েছিলেন। তবে সোমবার সেই বিবাদ চরমে পৌঁছয়। তারপরেই মঙ্গলবার ভোরে দাদা রবিন মণ্ডল ও তাঁর স্ত্রী অর্চনা মণ্ডলকে মারধর করতে শুরু করে অভিযুক্তরা। আরও জানা গিয়েছে, এই ঘটনায় স্থানীয় মানুষজন রবিন মণ্ডলকে উদ্ধার করে নিয়ে যায় দেশবন্ধু নগর হাসপাতালে। তারপরেই তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

11 months ago
Suicide: বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক মহিলা, ঘটনায় চাঞ্চল্য এলাকায়

বাগুইআটিতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হয়েছে এক মহিলা। বাগুইআটি (Baguiati) অশ্বিনীনগরের হাতিয়াড়া রোডের মিলনদ্বীপ নামক বহুতল আবাসনে ঘটেছে এই ঘটনাটি। তাঁকে স্থানীয় বাসিন্দা ও বাকি আবাসিকরা উদ্ধার করে প্রথমে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চিনারপার্কের নিকট অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই গোটা ঘটনা নিয়ে বাগুইআটি থানার পুলিস (Police) অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।  

জানা গিয়েছে, শনিবার সকালে ঘটে এই ঘটনাটি। মৃত ওই মহিলার নাম নিলম কোঠারি (৬২)। তিনি বাগুইআটি অশ্বিনীনগরের হাতিয়াড়া রোডের মিলনদ্বীপ বহুতল আবাসনের বাসিন্দ। ওই মহিলা মিলনদ্বীপ আবাসন থেকে পাশের বাড়িতে ঝাঁপ দেন। তারপরেই মৃত্যু হয় তাঁর। এই ঘটনার পরেই খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও প্রশাসনকে।

12 months ago


Auto: যাত্রী সুবিধার কথা মাথায় রেখে চালু বাগুইআটি-উল্টোডাঙ্গা রুটের অটো

বৈধ এবং অবৈধ অটোচালক(Auto Driver) দ্বন্দ্বে প্রায় দুই দিন ধরে বন্ধ ছিল বাগুইআটি-উল্টোডাঙ্গা(Ultadanga) রুটের অটো চলাচল। কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে সেই অটো পরিষেবা। সপ্তাহের শেষ দুই দিন কিছুটা হলেও সুরাহা মিলেছে নিত্যযাত্রীদের। অটো বন্ধ থাকার ফলে বৃহস্পতি এবং শুক্রবার সমস্যায় পড়তে হয়েছিল সাধারন মানুষদের। অটোচালকদের অভিযোগ, এয়ারপোর্ট-উল্টোডাঙ্গা রুটের একাধিক অটো ভিআইপি রোড দিয়ে যায়। সেই সময়ই তাদের রাস্তা আটকে অটো থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়। এমনকি বুধবার রাতে বাগুইআটি-উল্টোডাঙ্গা রুটের বৈধ অটোচালকদের মধ্যে রাজীব অধিকারী নামে এক অটোচালককে মারধরও করা হয়েছে। যার জেরে এখনও বন্ধ অটো চলাচল। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টো নাগাদ বৈধ অবৈধ অটোচালকদের একসঙ্গে বাগুইআটি থানাতে ডেকে পাঠানো হয়েছিল।   

জানা গিয়েছে, যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই শুরু করা হয়েছে এই রুটের অটো পরিষেবা।

one year ago
Baguiati: বৈধ-অবৈধ চালক দ্বন্দ্বে প্রায় দু'দিন বন্ধ বাগুইআটি-উল্টোডাঙ্গা অটো, থানার সঙ্গে বৈঠক

বৈধ এবং অবৈধ অটোচালক(Auto Driver) দ্বন্দ্বে প্রায় দুই দিন ধরে বন্ধ বাগুইআটি-উল্টোডাঙ্গা(Ultadanga) রুটের অটো চলাচল। ফলে সপ্তাহের শেষ কাজের দিনে সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষদের। অটোচালকদের অভিযোগ, এয়ারপোর্ট-উল্টোডাঙ্গা রুটের একাধিক অটো ভিআইপি রোড দিয়ে যায়। সেই সময়ই তাদের রাস্তা আটকে অটো থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়। এমনকি বুধবার রাতে বাগুইআটি-উল্টোডাঙ্গা রুটের বৈধ অটোচালকদের মধ্যে রাজীব অধিকারী নামে এক অটোচালককে মারধরও করা হয়েছে। যার জেরে এখনও বন্ধ অটো চলাচল। জানা গিয়েছে, শুক্রবার দুপুর ২টা নাগাদ বৈধ অবৈধ অটোচালকদের একসঙ্গে বাগুইআটি থানাতে ডেকে পাঠানো হয়েছে।   

অটোচালকদের দাবি, যতদিন না পর্যন্ত এয়ারপোর্ট উল্টোডাঙ্গা রুটের অবৈধ অটোচালকদের দাদাগিরি বন্ধ করা হবে ততদিন অটো চলাচল বন্ধ রাখা হবে। এমনকি বৈধ অটো চালকেরা পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী কাছে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানিয়ছেন।

one year ago
Baguiati: বৈধ অটো চালকদের মারধরের অভিযোগ, বন্ধ বাগুইআটি-উল্টোডাঙা রুটের অটো

বৈধ অটোচালকদের মারধরের অভিযোগে বিক্ষোভ। অটো চলাচল বন্ধ রেখে বিক্ষোভ  বাগুইআটি-উল্টোডাঙ্গা রুটের অটো চালকদের। বৃহস্পতিবার দুপুর থেকেই বন্ধ বাগুইআটি উল্টোডাঙ্গা রুটের কয়েকশো অটো। অটোচালকদের গোষ্ঠীদ্বন্দ্বে সমস্যায় নিত্যযাত্রীরা। 

অটোচালকদের অভিযোগ, এয়ারপোর্ট উল্টোডাঙ্গা রুটের একাধিক অটো ভিআইপি রোড দিয়ে যায়। সেই সময়ই তাদের রাস্তা আটকে অটো থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয়। এমনকি বুধবার রাতে বাগুইআটি-উল্টোডাঙ্গা রুটের বৈধ অটোচালকদের মধ্যে রাজীব অধিকারী নামে এক অটোচালককে মারধরও করা হয়েছে। 

তবে দিনের পর দিন এভাবে এয়ারপোর্ট-উল্টোডাঙ্গা রুটের অবৈধ অটোচালকরা তাঁদের উপর আক্রমণ চালাচ্ছে। তাই রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর কাছে নিষ্পত্তির দাবি জানিয়েছেন এয়ারপোর্ট উল্টোডাঙ্গা রুটের বৈধ অটো চালকরা। আক্রান্ত অটোচালক রাজীব অধিকারীর দাবি, বুধবার রাতে যাত্রী নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যেই তাঁর অটো আটকে দেয় অবৈধ অটোচালকদের একাংশ। অটোর মধ্যে থাকা যাত্রীদেরও অটো থেকে নামিয়ে দেওয়া হয়। পরে তাঁকে অটো থেকে নামিয়ে পুলিসের সামনেই ব্যাপক মারধরও করে ওই অবৈধ অটোচালকরা। 

পরে ওই অটো চালককে উদ্ধার করে নিয়ে যায় পুলিস। তিনি বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ প্রসঙ্গে উল্লেখ্য শেষ পাওয়া খবরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা (অর্থাত্ এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)  পর্যন্ত ওই রুটের অটো চলাচল বন্ধ। 

one year ago


Baguiati: পুরোনো অশান্তির জেরে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে

কথা কাটাকাটি থেকেই শুরু বিবাদ। এরপর গৃহবধূদের মারধর ও শ্লীলতাহানির (molestation) অভিযোগ। কালীপুজোর (kali pujo) আগেই খাস কলকাতায় (Kolkata) এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পরিবার সূত্রে খবর, প্রতিবেশীদের সঙ্গে পুরোনো অশান্তির জেরেই এমন ঘটনা। কালীপুজোর আগের রাতে সেই বিবাদ চরমে ওঠে। এরপরই এই কাণ্ড। পাঁচিল টপকে এসে প্রতিবেশী দুই গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ঘটনায় বাগুইআটি (Baguiati) থানার পুলিস রাতেই গ্রেফতার করে অভিযুক্ত আলোক দাসকে। নিগৃহীতার মধ্যে একজন কলকাতা পুলিসের কনস্টাবলের স্ত্রীও রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি তাঁকে ধাক্কা মারলে তাঁর হাতে চোট লাগে। অভিযোগ ঘটনার সময়ে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন।

তবে এর আগেও তাঁর বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গালিগালাজ ও অভব্য আচরণের অভিযোগ দায়ের করেছিলেন প্রতিবেশীরা। তারপর কিছুদিনের ঠিক থাকলেও সম্প্রতি তা চরমে ওঠে। রবিবারেই বাগুইআটি থানায় সম্মিলিতভাবে ডেপুটেশন দিয়েছিলেন এলাকাবাসীরা। সেই রাগেই রাতে এই ঘটনা বলে পুলিস সূত্রে খবর। রাতেই আলোক দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে বাগুইআটি থানা।

2 years ago
Baharampur: বাগুইআটির ছায়া বহরমপুরে, অপরহরণ করে মুক্তিপণ চেয়ে খুন তরুণকে

ফের অপহরণ (Kidnapping) করে খুনের (murder) ঘটনায় চাঞ্চল্য। এবার ঘটনাস্থল বহরমপুর (Baharampur) থানার অন্তর্গত উত্তরপাড়া এলাকা। জানা যায়, মৃতের নাম বাপ্পা মণ্ডল, বয়স ২৪ বছর। তিনি বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ দোকান থেকে বেরিয়ে যান দুই বন্ধুর সঙ্গে। এরপর রাত ৮টা নাগাদ পাঁচ লক্ষ টাকার মুক্তিপণ চেয়ে ফোন আসে মৃতের বাবার কাছে।

পরিবার সূত্রে খবর, মৃত বাপ্পার মোবাইল ব্যবহার করেছিলেন অপহরণকারীরা। বহরমপুর থানা পুলিসে খবর দেওয়া হয় তড়িঘড়ি। এরপর পুলিসকে জানিয়ে সেই টাকা দিতে যায় পরিবারের সদস্যরা। রাত ১১টা নাগাদ মুক্তিপণ নিয়ে বেলডাঙা পৌঁছলে অপহরণকারী চালাকি করছিস বলে ফোনটি কেটে দেয়। পাশাপাশি ফোন সুইচ অফ করে দেয়। আর এরপরই এই মর্মান্তিক খবর। বৃহস্পতিবার সকালে বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর অঞ্চলে নতুন নির্মিত রাস্তার পাশ থেকে ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়।

2 years ago


Sougata: 'এক কিশোর মাদকাসক্ত ছিল', বাগুইআটি জোড়া খুনে বেফাঁস মন্তব্য সৌগত রায়ের

বাগুইআটি-কাণ্ডে (Baguiati Murder Case) নিহত দুই ছাত্রের মধ্যে একজনের মাদকের নেশা ছিল। রবিবার এক দলীয় সভার এই বেফাঁস মন্তব্য করে বসলেন সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তিনি বলেন, 'এই ক'দিন আগে যে দু'জন খুন হয়েছে, তাঁদের বাড়ি গিয়েছিলাম। বাবা-মা দুঃখ করছিলেন। অপরাধীদের ধরা হয়েছে। সাজা নিশ্চয় পাবে। আমি শুনলাম দু'জনের মধ্যে অন্তত একজনের ড্রাগসের (Drug Addict) নেশা ছিল। ১৬ বছরের বাচ্চা ছেলে এন-১০ বলে একটা ট্যাবলেট খেত। ৫০ হাজার টাকা একটা মোটর বাইক কেনার জন্য কোথা থেকে পেল? ছেলেরা ভুল পথে যাচ্ছে।'

যদিও তদন্তের আগে এহেন কথা কীভাবে একজন জন প্রতিনিধি বলছেন? এই নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'কপিবুক মন্তব্য। যেভাবে মুখ্যমন্ত্রী হাঁসখালি-কাণ্ডে মন্তব্য করেছিলেন, সেভাবেই মুখ্যমন্ত্রীকে খুশি করলেন সৌগত রায়। উনি নিজে কেমন? কারণ নিজের ক্যারেক্টার সার্টিফিকেট নিজেকে দেওয়া যায় না।'

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য জানান, সব ব্যাপারে সৌগত রায়ের মন্তব্যের কী আছে? যারা তদন্ত করছেন, তাঁরা বুঝবেন। সৌগত রায় একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ খোলার কী আছে।'

একধাপ এগিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ জানান, বোঝা যাচ্ছে সৌগত রায়ের বাহাত্তর পেরিয়েছে, এবার একটু রাঁচি থেকে ঘুরে আসুন।

2 years ago
Baguiati: বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সত্যেন্দ্রর, সেই থেকেই ব্ল্যাকমেলিং শুরু করে অতনু?

বাগুইআটি (Baguiati) জোড়া খুনের (murder) ঘটনায় নয়া তথ্য ফাঁস। ইতিমধ্যেই ঘটনায় জড়িত মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরিকে গ্রেফতার (arrest) করেছে সিআইডি (CID)। শুরু হয়েছে জেরা। তবে জেরাতে উঠে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তবে ঠিক কী কারণে এই জোড়া খুন, সে ব্যাপারে এখনও ধন্দে রয়েছেন তদন্তকারীরা।

সিআইডি সূত্রে খবর, জেরায় সত্যেন্দ্র এই খুন নিয়ে নানান কথা বলছে। তবে এর মধ্যে সঠিক কোনটি তা এখনও জানা সম্ভব হয়নি। জেরায় সত্যেন্দ্র জানায়, তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিল অতনু। অন্যদিকে মোটরবাইক কেনার জন্য বাড়ির লোককে না-জানিয়ে সত্যেন্দ্রকে ৫০ হাজার টাকা দিয়েছিল অতনু দে। কিন্তু মোটরবাইক না পাওয়ায় টাকা ফেরত চায় সে। এরপরই অতনু ব্ল্যাকমেলিং শুরু করেছিল ধৃতকে। তবে এবিষয়ে সম্পূর্ণই অজানা অতনুর পরিবার। তবে কি এই ব্ল্যাকমেলিং-এর জন্যই এই জোড়া খুন? প্রশ্ন থেকেই যাচ্ছে।

প্রসঙ্গত, খাস কলকাতায় (Kolkata) এমনও ঘটনা ঘটে যাবে ভাবলেও অবাক হচ্ছেন শহরবাসী। প্রথমে বাগুইআটির দুই স্কুল পড়ুয়াকে অপহরণ৷ তারপর মুক্তিপণের দাবি করে দুষ্কৃতীদের বার্তা অপহৃতদের পরিবারকে৷ আর এই ঘটনার প্রায় ১২ দিন পর বসিরহাট জেলা হাসপাতালের মর্গে সন্ধান মিলল অপহৃতদের মৃতদেহ৷ চাঞ্চল্যকর এই ঘটনার পরই প্রশ্ন উঠছে পুলিসের ভূমিকা নিয়ে৷ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিস৷ যদিও মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে হাওড়া এলাকা থেকে শুক্রবার সকাল ৯ টা নাগাদ গ্রেফতার করা হয়। ভিন রাজ্যে পালানোর চেষ্টা করছিল বলে পুলিস সূত্রে খবর।

2 years ago
Satyendra: বাগুইআটি-কাণ্ডে হাওড়া স্টেশনের ওয়েটিং রুমে থাকত সত্যেন্দ্র, অনলাইন টিকিট কাটতে গিয়ে বিপদ

বাগুইআটি-কাণ্ডে (Baguiati Case) হাওড়া স্টেশন চত্বর থেকে ধৃত সত্যেন্দ্র চৌধুরীকে জেরা করে একাধিক তথ্য হাতে পেয়েছে সিআইডি (CID)। সূত্রের খবর, খুনের ঘটনার পর থেকে হাওড়া স্টেশনের (Howrah Station) ওয়েটিং রুমে রাত কাটাত সত্যেন্দ্র। সকালে আশপাশে ঘুরে বেড়াতো। টাকা দিয়ে ওয়েটিং রুম ভাড়া করে সেখানেই থাকত সে। পাশাপাশি জেরায় সত্যেন্দ্র জানিয়েছে, বাইক কেনার জন্য নেওয়া ৫০ হাজার টাকা ফেরৎ যাতে দিতে না হয়, তাই এই খুন। অতনু বারবার ৫০ হাজার টাকা চাওয়ায় এই খুন। এমনটাই দাবি অভিযুক্তের। যদিও এই দাবির সত্যতা যাচাই করতে চায় সিআইডি। পাশাপাশি অন্য কোনও মোটিভ রয়েছে কিনা, খতিয়ে দেখবে তদন্তকারীরা।

এদিকে, হাওড়া স্টেশনে বাইরের রিজার্ভেশন কাউন্টার থেকে টিকিট কাটতে গিয়েই বিপদে পড়েন সত্যেন্দ্র। তাঁকে গ্রেফতার করে কোমরে দড়ি পরিয়ে গাড়িতে তোলা হয়। জানা গিয়েছে, শুক্রবার স্টেশনের বাইরে রেলওয়ে অনুমোদিত টিকিট বুকিং কাউন্টার থেকে মুম্বইয়ের ট্রেনের খোঁজখবর শুরু করে সত্যেন্দ্র। টিকিটও কাটা শুরু করে দোকান মালিক। কিন্তু হঠাৎ কারেন্ট চলে যাওয়ায় গোটা প্রক্রিয়া থমকে যায়। আর তাতেই সুবিধা পেয়ে যান স্টেশন চত্বরে সাদা পোশাকে ওঁত পেতে থাকা পুলিস।

টিকিট কাউন্টারের সামনে কারেন্ট আসার অপেক্ষায় থাকা সত্যেন্দ্রকে দু'দিক থেকে ঘিরে গ্রেফতার করে পুলিস। যদিও প্রথমে আশপাশে থাকা ব্যক্তিরা বিষয়টি বুঝে উঠতে পারেনি। কিন্তু পরে সাদা পোশাকের পুলিস নিজেদের পরিচয় দেওয়ায় তাঁরা বুঝতে পারে কে এই সত্যেন্দ্র। অপরদিকে, এদিন বারাসাত আদালত সত্যেন্দ্রকে ১৪ দিনের পুলিস হেফজাওত দিয়েছে। তার বিরুদ্ধে আইপিসির ৩০২, ২০১, ৩৬৪-এ এবং ১২০-বি ধারায় মামলা দায়ের হয়েছে।

2 years ago


Baguiati: ১৪ দিন পর সেই বিধাননগর পুলিসের জালে সত্যেন্দ্র, বানচাল ভিনরাজ্যে পালানোর ছক

বাগুইআটি (Baguiati) জোড়া খুন কাণ্ডে শেষমেষ সিআইডি (CID) গ্রেফতার করে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে। হাওড়া (Howrah) এলাকা থেকে শুক্রবার সকাল ৯ টা নাগাদ তাকে গ্রেফতার (arrest) করা হয়। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর চেষ্টা করছিল বলে পুলিস সূত্রে খবর। পুলিসের (police) অনুমান, সম্ভবত নিজের দেশের বাড়িতে গা ঢাকা দেওয়ার পরিকল্পনা ছিল সত্যেন্দ্রর। কিন্তু তার আগেই তাকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। বারবার সিম বদলিয়েও শেষরক্ষা হয়নি। আর্থিক সাহায্য চেয়ে নানা ঘনিষ্ঠদের ফোন করা শুরু করে সে। অবশেষে এদিন সকালে সাদা পোশাকের পুলিস হাওড়া স্টেশন থেকে ধরে সত্যেন্দ্রকে। তাঁকে নিয়ে আসা হয় বিধান নগর কমিশনারেটে। 

পুলিস সূত্রে খবর, তাকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডির অধিকারিকেরা। এই ঘটনায় প্রথম থেকেই পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মৃত দুই ছাত্রের পরিবার। মুখ্যমন্ত্রী থেকে রাজ্যে মন্ত্রীরা পুলিসের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। এরপর তদন্তভার যায় সিআইডির হাতে। তারপরেই এদিন বিধাননগরের গোয়েন্দা বিভাগ মূল অভিযুক্ত সত্যেন্দ্রকে গ্রেফতার করা হয়।প্রসঙ্গত, বাগুইআটি জোড়া অপহরণ এবং খুনের ঘটনায় মঙ্গলবারই রিপোর্ট তলব করেছিলেন ডিজি। প্রাথমিক তদন্তে বাগুইআটি থানার গাফিলতির প্রমাণ মিলেছিল, পাশাপাশি আইসি বাগুইআটির গাফিলতিরও প্রমাণ মিলেছিল। ইতিমধ্যেই তদন্ত চলাকালীন আইসি বাগুইআটিকে দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দীর্ঘকালীন ছুটি বা ক্লোজ করা হতে পারে আইসি বাগুইহাটি কল্লোল ঘোষকে এমনটাই পুলিস সূত্রে খবর।

এদিকে, সত্যেন্দ্র ধরা পড়তেই তাঁর ফাঁসির দাবিতে সরব নিহত দুই ছাত্রের পরিবার। কোনওভাবেই যাতে জামিন না পায় বাগুইআটি জোড়া খুন-কাণ্ডের মূল অভিযুক্ত। সংবাদ মাধ্যমে সেই দাবি করেন অতনুর বাবা। 

2 years ago
Forensic: বাগুইআটি-কাণ্ডে দিনভর তৎপর সিআইডি, ভাঙরে আটক এক সন্দেহভাজন

বাগুইআটি জোড়া খুন-কাণ্ডে তৎপর সিআইডি (CID)। বুধবার রাতে ভাঙর থানায় গিয়ে বাসন্তী হাইওয়ের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করে সিআইডির তিন সদস্যের দল। আর বৃহস্পতিবার দুপুরে কাশিপুর থানায় যায় সিআইডির দুই সদস্যের দল। কাশিপুর থানারও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তারা। পাশাপাশি ভাঙর এলাকার একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের।

জানা গিয়েছে, বাগুইআটি জোড়া খুন-কাণ্ডে গ্রেফতার শাহিল ও সোহেল। দু'জনেই আটঘরা চিনার পার্ক এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকত। এদের মধ্যে একজনের বাড়ি ভাঙরের সোনপুর এলাকায়। সে নাম পরিচয় পরিবর্তন করে আটঘরায় ঘর ভাড়া নিয়েছিল বেশ কিছুদিন ধরে। এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে রাজ্য গোয়েন্দা সংস্থা।

আটক সেই ব্যক্তিকে কাশিপুর থানায় এনে জিজ্ঞাসাবাদের করে সিআইডি। এই অপহরণ খুনের ঘটনায় বেশ কিছু তথ্য-প্রমাণের ভিত্তিতে তার নাম উঠে এসেছে গোয়েন্দাদের সন্দেহের তালিকায়।

এদিকে, এদিন দুপুরে বাগুইআটি থানায় গিয়ে অপরাধে ব্যবহার করা গাড়ি থেকে নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেন্সিক বিভাগ। ডিপার্টমেন্টের ফিজিক্স ও বায়োলজি বিশেষজ্ঞরা গাড়িটির দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা করেন। এছাড়াও গাড়ির বিভিন্ন অংশ মার্ক করেন বিশেষজ্ঞরা।

অপরিদকে, বাগুইহাটি জোড়া ছাত্র খুনের ঘটনায় সাসপেন্ড এস আই প্রীতম সিং, যিনি এই কেসের আইও ছিলেন তাঁকে এদিন ফরেন্সিক বিশেষজ্ঞরা গাড়ির সামনে নিয়ে আসেন। এই মামলার প্রাক্তন আইও হিসেবে তাঁর থেকে কিছু তথ্য জানতে চান সিআইডির ফরেন্সিক বিশেষজ্ঞরা।

2 years ago